তুমি আমার হইলে- বিচ্ছেদের স্বাদ পাইতাম কি করে কওতো? বেদনার রঙ যে নীল হয়, এই অমোঘ সত্যিটাও হয়তো অজানা থাইকা যাইতো আমার। তুৃমি আমার হইলে- হয়তো কান্না করতাম না কোনোদিন তবে;অশ্রুজল গুলো অঝরে ঝরে পড়ার সুখ হারাতো এতিমের মতো। তুমি আমার হইলে- বহুবছর পর আচমকা তোমাকে দেখতে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা মনে, সেটিও হয়তো দুঃস্বপ্ন মনে হইতো।অপেক্ষার প্রতিটি দীর্ঘ প্রহরে যে কি নিদারুণ সুখ! তুমি আমার হইলে- চাঁদের আলো গায়ে মাখতে পারতাম হয়তো খুব করে তবে,বাঁকা চাঁদের একাকিত্বের বিষন্নতায় নিজেকে মিলাইয়া স্নান করতে পারতাম না কখনো। তুমি আমার হইলে- দিনের আলো,বাতাস,ছায়া ও প্রকৃতির অক্সিজেন আমারে পাইতো হয়তো খুব নিকটে, তবে; ধোঁয়াটে কার্বন-ভরাট অন্ধকার ঘর ভীষণ একলা হইয়া পড়তো তখন। তুমি আমার হইলে- ফুসফুসের রোগ হইতো না হয়তো, তবে; নিকোটিনের অভাবে শোকে পুইড়া যাইতো ফুসফুস নামক গোটা জগৎ। তুমি আমার হইলে- হয়তো অসংখ্য রোমান্টিক উপন্যাসের সমৃদ্ধ শব্দভান্ডার দস্যিপনা করতো আমার মগজে তবে; ছোট ছোট কবিতার উপাদানগুলো কোথায় পাইতাম কওতো? তুমি আমার হইলে- স্বয়ং এফ্রোদিতির মতো ভালোবাসা বিলাতে আমার হৃদয়ে। তবে; আমার অন্তিম দিনে তোমারে একলা ছাইড়া আমি ক্যামনে যাইতাম সাড়ে তিন হাত কবর দেশে? তুমি আমার হইলে- বিরহের ঠাঁই কোথায় মিলতো কইতে পারো? তুমি আমারে ছাইড়া গেলেও বিরহ যে আমারে দোযখের মতো ঠিক আগলে রাখতাছে, অসহ্যরকম ভালোবাসতাছে। 🖊️ #শামীম_রেজা ১১১০২২
সময়ের সাথে সাথে আপনার আবৃত্তির মায়ায় পড়ে যাচ্ছি টুনু ভাই❤️❤️
টুনু ভীষণ ভালো লাগে আপনার আবৃত্তি
অসাধারণ, মন ছুঁয়ে যাওয়া কবিতা ও আবৃতি।
❤
Bah apurbooo apurboo👌💯👌👌👌💯
❤
❤
ভালোবাসার রং বদলায় ভাই, 🙂
❤
Nice
আপনার আবৃত্তি মানে একটা অন্যকিছু! বেঁচে থাকুন শিল্পী ❤️💕
অনবদ্য আবৃত্তি
Osadharon Kotha r kontho vaiya onek valo lage
তুমি আমার হইলে-
বিচ্ছেদের স্বাদ পাইতাম কি করে কওতো?
বেদনার রঙ যে নীল হয়, এই অমোঘ সত্যিটাও হয়তো অজানা থাইকা যাইতো আমার।
তুৃমি আমার হইলে-
হয়তো কান্না করতাম না কোনোদিন
তবে;অশ্রুজল গুলো অঝরে ঝরে পড়ার সুখ
হারাতো এতিমের মতো।
তুমি আমার হইলে-
বহুবছর পর আচমকা তোমাকে দেখতে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা মনে, সেটিও হয়তো দুঃস্বপ্ন মনে হইতো।অপেক্ষার প্রতিটি দীর্ঘ প্রহরে যে কি নিদারুণ সুখ!
তুমি আমার হইলে-
চাঁদের আলো গায়ে মাখতে পারতাম হয়তো খুব করে
তবে,বাঁকা চাঁদের একাকিত্বের বিষন্নতায় নিজেকে মিলাইয়া স্নান করতে পারতাম না কখনো।
তুমি আমার হইলে-
দিনের আলো,বাতাস,ছায়া ও প্রকৃতির অক্সিজেন আমারে পাইতো হয়তো খুব নিকটে,
তবে; ধোঁয়াটে কার্বন-ভরাট অন্ধকার ঘর ভীষণ একলা হইয়া পড়তো তখন।
তুমি আমার হইলে-
ফুসফুসের রোগ হইতো না হয়তো, তবে;
নিকোটিনের অভাবে শোকে পুইড়া যাইতো ফুসফুস নামক গোটা জগৎ।
তুমি আমার হইলে-
হয়তো অসংখ্য রোমান্টিক উপন্যাসের সমৃদ্ধ শব্দভান্ডার দস্যিপনা করতো আমার মগজে
তবে; ছোট ছোট কবিতার উপাদানগুলো কোথায় পাইতাম কওতো?
তুমি আমার হইলে-
স্বয়ং এফ্রোদিতির মতো ভালোবাসা বিলাতে আমার হৃদয়ে। তবে; আমার অন্তিম দিনে তোমারে একলা ছাইড়া আমি ক্যামনে যাইতাম সাড়ে তিন হাত কবর দেশে?
তুমি আমার হইলে-
বিরহের ঠাঁই কোথায় মিলতো কইতে পারো?
তুমি আমারে ছাইড়া গেলেও বিরহ যে আমারে দোযখের মতো ঠিক আগলে রাখতাছে,
অসহ্যরকম ভালোবাসতাছে।
🖊️ #শামীম_রেজা
১১১০২২
সব কষ্টই ভুলে থাকি
গল্প শুনে
❤
খুব ভালো লাগলো। 💕
অসম্ভব রকমের ভাল লাগা একটি কবিতা। খুব মনোযোগ দিয়ে শুনলাম। কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। মনে হয় মনে হয় আমার অন্তরের কথা গুলো আবৃত্তি হয়ে ঝরে পরছে আপনার কণ্ঠনালি দিয়ে। ভালবাসা অবিরাম ❤️❤️❤️❤️।
আহা! ভালোবাসা জানবেন ❤️🌿
🧡🧡একরাশ মুগ্ধতা প্রিয় মাহাবুবুর রহমান টুনু ভাইয়ে🧡
অশেষ শুভকামনা আর ধন্যবাদ
সত্যিই ❤❤❤❤❤❤❤❤
নির্ঘুম রাতে কষ্টের সঙ্গী আপনার আপত্তি
খুব ভালো হয়েছে ভাই।
সাউন্ড আর একটু বারানো উচিত।।
অনবদ্য দাদা
ক্লান্তিহীন ভাবে আপনার আবৃত্তি শুনি বার বার।।
ভালোবাসা রইলো অবিরাম টুনু ভাই ❤️❤️
অশেষ কৃতজ্ঞতা 🌿
অসাধারণ
আবৃত্তি পরশে মন ভরে গেল
আমার শুভকামনা জানবেন। 🌿
আমি কিভাবে বলবো ভাষা খুজে পাই না দাদা Bangladesh khulna থেকে শুভ কামনা জানাই ভালোবাসা অবিরাম
অশেষ ধন্যবাদ। শুভকামনা আপনাকেও। সুন্দর বাঁচুন।
অসম্ভব সুন্দর কন্ঠ
স্নিগ্ধ এক কন্ঠ!
❤️🌿
ভালবাসা রইলো টুনু ভাই।
❤️🌿
আপনার কন্ঠস্বর এ কথাও যেনো নেশা আটকে আছে বুঝি না, যতো শুনি ততোই আসক্ত হই, ভীষণ ভেবে, ধন্যবাদ এত সুন্দর করে আবৃত্তি করা কবিতা উপহার দেয়ার জন্য,
অসাধারণ সুন্দর হয়েছে প্রিয় ভাই । ভাই আপনার ভোকাল মেকিং নিয়ে একটা টিউটিরিয়াল চাই ।
Fast view 😇🤟
❤️🌿
একটা মানুষের কন্ঠ এত সুন্দর কেমন হয়?
সিরাজগঞ্জ বাসা আপনার ??
@@mrnoyon283 না
আমি বাকরুদ্ধ,
নত আমি আপনার কন্ঠে
আমি চিরাচরিত আপনার অপরিচিত
তবুও এক সুরের অপেক্ষায় হয়তো আবার দেখা হবে নতুন কোনো কমেন্ট বক্সে
❤️🌿
❤️❤️❤️
❤️🌿
😔🌹
❤️🌿
🖤
❤️🌿
Contact kmn a korbo apnar sathe a