Legends Never Die..... "কনসার্ট শেষে আইয়ুব বাচ্চুর গিটারে বেজে উঠত বাংলাদেশের জাতীয় সংগীত। গিটারটা সোজা করে ধরে মঞ্চের সামনে এসে গিটারে তুলতেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ সুর।" 'তোমার রুপালি গিটারের তারে কেটেছে কত দুপুর! তোমার সুরে হেসেছি, কেঁদেছি, ভালোবেসেছি, বড় হয়েছি। যত দূরেই যাও এই রুপালি গিটার ফেলে, আমাদের ঘুম ভাঙ্গা শহরে তুমি চির চেনাই রবে। অনেক ধন্যবাদ বসের অসাধারন সৃষ্টিকে অমর করে রাখার জন্য।
ইস, আমি যদি কয়েক হাজার লাইক একসাথে দিতে পারতাম!!!!! গায়ের লোম খাড়া হয়ে গেল!!! ২০১৪ সালের ৩০ নভম্বের আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল। সেদিন সমাবর্তনে আমি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু স্মরণীয় দিন সে কারণে নয় বরং সেদিন খুব কাছ থেকে এবির পারফরমেন্স উপভোগ করার সুযোগ হয়েছিল। আমার খুব পছন্দের মানুষ ছিলেন উনি। কিন্তু উনি যে এতটা জায়গা জুড়ে রয়েছে সেটা টের পেলাম ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে। কত রাত যে উনার গান শুনে চোখ ভিজিযেছি, অথচ উনি আমার কিছুই হন না। এটোই হয়তো ভালবাসা বা শ্রদ্ধাবোধ। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না, আপু। দোয়া করি এবির মতো বড় মনের মানুষ হোন। অনেক অনেক ভালবাসা এবং শুভকামনা।
Ke tumi kon haridas he 90 dosoker manush ra keu ki gaan gaito na nijeke ki mone koro tumi ? Katha barta sune mone hochhe tumi ei sobe bhuistho hoyecho .aro boro hoi tarpor kono manush somporke kono montobyo korbe
অসাধারণ, একজন সত্যিকারের শিল্পী পাড়ে, আরেকজন শিল্পী কে কিভাবে সম্মানিত করতে হয়। এমনিতেই আমি আপনার গানের বড় ভক্ত, আজ তা আরও বেশি শ্রদ্ধায় পরিনত হল। 🦋🦋🦋🦋🍁🍁🍁🍁। প্রজাতির মত উড়ুক আপনার স্বপ্ন বসন্তের মাতাল হওয়ার, অভিনন্দন বাংলাদেশ থেকে
অতুলনীয় গায়কী, বাচ্চু ভাইয়ের আরও কয়েকটা গানের কাভার করার অনুরোধ রইল বাংলাদেশ 🇧🇩 হতে। বাচ্চু ভাইও তারিফ করবেন আপনাদের এমন অসাধারণ উপস্থাপনকে। অনেক ধন্যবাদ সোমলতা দিদি ও তার টিমকে।
সৌহার্দ্য আর ভালোবাসা কাঁটাতারের দুই পাড়ের পতাকা বৈঠকে না, সৌহার্দ্য বা ভালোবাসা এই মিলেমিশে এক হয়ে যাওয়াতেই। আপনার গায়কীতে নতুনত্ব আছে, আছে ভিন্নরকম একটি ভালোলাগা। আপনি জারি থাকুন৷ এপার থেকে ভালোবাসা রইলো।
বাচ্চু ভাই এটাই চাইতেন যে যার যার অবস্থান থেকে পারফর্ম করা। তিনি বলতেন তুমি আইয়ূব বাচ্চু হতে যেও না তুমি তোমার মতো করে গাও। সবাই আইয়ূব বাচ্চু আর জেমস হতে হবে এটা ঠিক না। ধন্যবাদ সোমা, খুব ভালো লাগলো। বাচ্চু ভাই যদি শুনতেন তাহলে দেখতে কত প্রশংসা করতো।
এতো সুন্দর দরদ দিয়ে গাইলা তুমি বোন গানটা আমি বার বার শুনি এই গানটা শুনে চোখের কোনে পানি এসে গেলো, বাচ্চু ভাই গানটা শুনলে অবাক হয়ে যেতো যে তার গান তুমি এতো মধুর করে গাইলা,,, অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় বোন তোমার জন্য।
ধন্যবাদ দিচ্ছি কারন গান টা আপনি খুব যত্ন করে নিজের মত গেয়েছেন,,, আসলে কি জানেন আমি এতই এতই এতই বেশি ভালোবাসি গুরু আইয়ুব বাচ্চু কে যে কেউ যদি ওনার গান কে যত্ন করে না গায় আমার খুব কষ্ট হয় ।।। সেই স্কুল জীবন থেকেই আমি উনার গানের জন্য পাগল ছিলাম ভালো করে চিনতাম না ওনাকে কিন্তু উনার গানের প্রচন্ড পাগল ছিলাম,,, আর তাই হয়ত ওনাকে এত বেশি ভালো বাসি,,, ওনার গান শুনলেই আমার চোখ ভিজে যায়,,,, Miss u boss miss u and wana say I love u 🙁🙁😥
প্রায় ২ মাস হল বাচ্চুভাই এর এই অমর সৃষ্টি তোমার গলায় শুনছি! প্রথম দিন ই subscribe করেছি। পুরনো হচ্ছে না! আহা লোকটা বেঁচে থাকলে আরো কত যে মণিমুক্তো উপহার দিতেন!
একটা গানকে এতো সুন্দর করে রিপ্রেজেন্ট করা বলতে আমি বুঝি একটা আর্টিষ্ট কে কতটা মুল্যায়ন করা..! সেকেন্ড পার্ট থেকে শুরু করা ড্রামস এবং গীটারের সলো টা অসাধারন লাগছে, ওয়ার্ম ভয়েস টোন গানটার কম্পোজিশন অন্যলেভেলে নিয়ে গেলো! কমল ভাইয়ের মতো গীটার ম্যান তো যে সেই কম্পোজিশন কে অসাধারন বলেন না! 😍
কোন একজন কে যদি না ভালোবাসতাম আর সোমলতা ও যদি সিঙ্গেল থাকতো, তাহলে এ গানটা এমন অসাধারন দরদমাখা সুর মিশিয়ে রিপ্রডিউস করার জন্য অবশ্যই সোমলতাকে ডিনার অফার করতাম, তাচ্ছিল্য ভরে প্রত্যখ্যাত হবো জেনেও করতাম। ভীষন সুন্দর গেয়েছেন সোমলতা আপনি। অফুরন্ত শুভকামনা ... ❤️🎸✌️
বাচ্চু স্যারের গান শুনার পর যেই ফিল আসে। আজ তোমার গলায় অনেকটাই সেই ফিল পেলাম দিদি। বাচ্চু স্যারের প্রতি ভালোবাসা সীমাহীন। তোমার জন্যে শুভকামনা রইল। মিস ইউ বাচ্চু স্যার।
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
সমলতা আপনি অনেক ভালো গেয়েছেন... আমাদের ছোট বেলা ও বড় বেলার সব বেলার সাথী আইয়ুব বাচ্চু বস এর গান.. আমাদের জীবনের প্রতিটি ক্ষনেয় আইয়ুব বাচ্চু বসের গান... আমরা বুঝি আমরা কি হারিয়েছি... আমাদেরই বস আমাদের দিয়ে গেছেন অফুরন্ত রূপ-যৌবন ভরা অসাধারণ তার গান যা আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ.. দিদি তুমি অনেক ভালো বসের গান কাভার করেছো.. ধন্যবাদ তোমাকে.... বসের জন্য দোয়া করিও...বস কে মনে লালন করিও
এর থেকে সুন্দর শ্রদ্ধা অর্পণ আর হতে পারেনা। অনেক দেরিতে তোমার গান টা শুনলাম। তোমার তুলনা তুমি নিজেই সোমলতা দি ❤। এত ফীল দিয়ে গান টা গেয়েছো যে কি বলব! জাস্ট অসাধারণ ❤
@@sharafalam7912 কোলকাতার মালু গান্ডুর গোমুত্রখোর চুতিয়ার বাচ্চা গুলো হল কাংলাদেশি আর বাংলাদেশের লোকেরা হল বাংলাদেশি... তোদের খানকি দুর্গা কে সুয়ার দিয়ে আর গরু দিয়ে চোদাই তোদের মত চুতিয়া জারজ মালুদের চোদার আমাদের টাইম নাই বুঝলি খানকির পুত জারজের বাচ্চা কাংগাল
জাস্ট পাগল হয়ে গেলাম গানটি শুনে। এ.বি স্যার এর পর কারও কণ্ঠে এতটা ভাল লাগলো গানটা। এ গানটা আমার জীবনের গান।আজ কেও নেই পাশে আমার,শুধু নিঃসংগ আকাশ আর নিরবতা
আপু আপনি তো অসাধারণ একজন শিল্পী সেটা নতুন করে বলার কিছু নাই...কিন্তু বলার বিষয় হচ্ছে...খুব কম গানেই এরকম ডিভাইন একটা ফিল ক্রিয়েট করতে পারেন একজন শিল্পী...তারওপর এটা আপনার নিজের গান ও না...বহুল শ্রুত একটা ট্র্যাক...সেখানে নিজের জাত দারুন ভাবে আপনি চিনিয়েছেন...শেষ কথা আপনার আরও অনেক গান চাই...মৌলিক হোক কাভার ট্র্যাক হোক...যাই হোক...ভালো থাকবেন...👍
এই গান টা আপনি সবার থেকে ভালো গেয়েছেন, আর আপনার band সবার থেকে ভালো বাজিয়েছে, AB Sir বেঁচে থাকলেও এটাই বলতেন, you and your band just defined the song, you are just awesome and beyond limits, lots of love and best wishes, keep rocking, with you and love you ❤️🙂👍
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
বাহ বেশ ভাল কভার। আমি নিশ্চিত বাচ্চু ভাই থাকলে খুবই খুশি হতেন। অরিজিনাল ট্র্যাকের পাশপাশি এমন দারুন কভার করা গানের মাধ্যমে বাচ্চু ভাই বেঁচে থাকবেন অনন্তকাল। ধন্যবাদ সমলতা অ্যান্ড এসেস💖
আমি বরাবরই ফিমেল ভয়েস লাইক করি, বিশেষ করে সেইটা যদি হয় ব্যান্ডের গান, তাও আবার বসের গান। ভাবাই যায় না, এত সুন্দর হবে কাভার টা। Total 30 times repeat হইসে। এখনো সুনছি আর লিখতেছি। ভাবাই যায় না, এত ভাল লাগবে এই গান টা, এইভাবে সুনতে।
Ayub Bacchu would have been proud that someone out there, outside Bangladesh, is keeping him immortal by doing a rendition of one of his evergreen songs.
I would like to thank you from Bogra🇧🇩🇧🇩 for singing this best band song of all time in Bangladesh sung by the legendary musician Ayub Bachchu. Love is endless. Be good always.
লিজেন্ডদের গান অনেককেই কভার করতে দেখেছি। মনে হয় তারা যেন উল্টো গানকে ধর্ষণ করেছে। কিন্তু আপনি just outstandin.. আজ বাচ্চু স্যার বেঁচে থাকলে হয়ত অনেক প্রশংসা করতো আপনা.. ❤❤
বুবু... আমি বাংলাদেশ থেকে শুনছি। তোমার দরদি কন্ঠে অসম্ভব রকমের একটা মায়া কাজ করে..আমি তোমার গাওয়া বহু গান শুনেছি সব গুলোই শুনতে অসাধারন লাগে। বাচ্চু স্যারের এই গানটিও তুমি অসাধারণ গেয়েছো। তোমার জন্য অবিরাম দোয়া ও ভালোবাসা রইলো। 🖤❤🖤
প্রিয় বস। কেনো যে আপনি সবাইকে এভাবে কাদিয়্র উড়াল দিলেন আকাশে কত শত অভিমান আর কষ্ট নিয়ে! অনেক মিস করবো বস। আর আপু আপনাকে ধন্যবাদ। এতো সুন্দর করে বসের গান টা কে নতুন করে সবার কাছে উপস্থাপন করার জন্য।
Bengal's one of the versatile voices ever my ears have experienced.. Brilliant her!! Her voice has added an exemplary dimension to this heavenly score.. Harmony and Brilliance walked hand-in-hand..
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
Somlata Mam, aj apnar gan sunlam...Dumdum Milan Sangher programme e. Begam akhtarer gan ta asadharàn. Apni bhalo thakun and uttorottor sri bridhhi hok....Mrinmoy, Paramita and Adityaa Bandyopadhyay, Dumdum
Wooo excellent ma'am... One of my fav song by my favorite singer..❤ love her voice... My Best wishes always with u ma'am n team.. M sure this get max like by all the listeners..
তুলনায় যাবো না , তবে এটা বলতে পারি নতুন করে আবার কতবার শুনলাম গুনে বলতে পারছি না । ধন্যবাদ সোমলতা ও সকল কলা কুশলী কে । আর বাচ্চু ভাই যেখানেই থাকুন ভালো থাকবেন ।
প্রবাসের অফিসে বসে যখন থবরটা পাই, মনটা খুব খারাপ হয়ে যায়। সহকর্মীকে বলে কাজ ফেলে বের হয়ে যাই। লোকটা খুব অবাক চেয়ে রয় - একজন শিল্পীর জন্য এত আবেগ। এ আবেগ তার শ্রোতারা ছাড়া কেউই বুঝবে না।
Outstanding !
Thank you Kamal Bhai. Means a lot 🙂🙏
Thank You sir for commenting and liking our work :)
Wow!!! Seriously Bhaiya was there 😘😘😘😘😘😘
কমল ভাই❤
Girl you are blessed and lucky. Another legend MR. kamal appreciated you.
Legends Never Die.....
"কনসার্ট শেষে আইয়ুব বাচ্চুর গিটারে বেজে উঠত বাংলাদেশের জাতীয় সংগীত। গিটারটা সোজা করে ধরে মঞ্চের সামনে এসে গিটারে তুলতেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ সুর।"
'তোমার রুপালি গিটারের তারে কেটেছে কত দুপুর! তোমার সুরে হেসেছি, কেঁদেছি, ভালোবেসেছি, বড় হয়েছি। যত দূরেই যাও এই রুপালি গিটার ফেলে, আমাদের ঘুম ভাঙ্গা শহরে তুমি চির চেনাই রবে।
অনেক ধন্যবাদ বসের অসাধারন সৃষ্টিকে অমর করে রাখার জন্য।
thnks vai....for ur love words
এটা বাচ্চু ভাইয়ের বিশেষ বিশেষত্ব ছিলো।
주주엘 r kichu abal National song Change korte chai
Yes, Legends Never Die. ❤️
Superb.....👍👍👍
Wow......👌👌👌
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টটি রেখে গেলাম,
এরপর লাইক দেখে বুঝে নিবো...কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেল...
ইস, আমি যদি কয়েক হাজার লাইক একসাথে দিতে পারতাম!!!!! গায়ের লোম খাড়া হয়ে গেল!!! ২০১৪ সালের ৩০ নভম্বের আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল। সেদিন সমাবর্তনে আমি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু স্মরণীয় দিন সে কারণে নয় বরং সেদিন খুব কাছ থেকে এবির পারফরমেন্স উপভোগ করার সুযোগ হয়েছিল। আমার খুব পছন্দের মানুষ ছিলেন উনি। কিন্তু উনি যে এতটা জায়গা জুড়ে রয়েছে সেটা টের পেলাম ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে। কত রাত যে উনার গান শুনে চোখ ভিজিযেছি, অথচ উনি আমার কিছুই হন না। এটোই হয়তো ভালবাসা বা শ্রদ্ধাবোধ।
আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না, আপু। দোয়া করি এবির মতো বড় মনের মানুষ হোন। অনেক অনেক ভালবাসা এবং শুভকামনা।
ধন্যবাদ সোমলতা,এত সুন্দর গানটা সুন্দর করে গেয়ে আয়ুব স্যার কে শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য
৯০দশকের ছেলেমেয়েরা বুঝবে এমন শিল্পির এমন গানের মর্ম❤
Rest in peace (AB)
😭
Ke tumi kon haridas he 90 dosoker manush ra keu ki gaan gaito na nijeke ki mone koro tumi ? Katha barta sune mone hochhe tumi ei sobe bhuistho hoyecho .aro boro hoi tarpor kono manush somporke kono montobyo korbe
Right
indeed
সেটাই......যন্ত্রণা
অসাধারণ, একজন সত্যিকারের শিল্পী পাড়ে, আরেকজন শিল্পী কে কিভাবে সম্মানিত করতে হয়। এমনিতেই আমি আপনার গানের বড় ভক্ত, আজ তা আরও বেশি শ্রদ্ধায় পরিনত হল। 🦋🦋🦋🦋🍁🍁🍁🍁। প্রজাতির মত উড়ুক আপনার স্বপ্ন বসন্তের মাতাল হওয়ার, অভিনন্দন বাংলাদেশ থেকে
অতুলনীয় গায়কী, বাচ্চু ভাইয়ের আরও কয়েকটা গানের কাভার করার অনুরোধ রইল বাংলাদেশ 🇧🇩 হতে। বাচ্চু ভাইও তারিফ করবেন আপনাদের এমন অসাধারণ উপস্থাপনকে। অনেক ধন্যবাদ সোমলতা দিদি ও তার টিমকে।
বলার কোনো ভাষা নাই....এতো সুন্দর গানটা....আর বেস্ট পার্ট টা হলো গানটা আমার সাথে অনেক মিলে যায়❣️
Love for Somolota from Bangladesh 💚❤️💚
সৌহার্দ্য আর ভালোবাসা কাঁটাতারের দুই পাড়ের পতাকা বৈঠকে না, সৌহার্দ্য বা ভালোবাসা এই মিলেমিশে এক হয়ে যাওয়াতেই। আপনার গায়কীতে নতুনত্ব আছে, আছে ভিন্নরকম একটি ভালোলাগা। আপনি জারি থাকুন৷ এপার থেকে ভালোবাসা রইলো।
গানটা এত্তোওও feel দিয়ে গাওয়া!!! 😍
বারবার শুনছি 😍
Love from Bangladesh ❤🇧🇩❤
সংস্কৃতির জমাট বন্ধনের কারনেই দুই বাংলা কখনো আলাদা হবেনা!!..
😍😍😍
একদম ঠিক বলেছেন.
কথাটা কতটা গুরুপুর্ন তা অনেকে হয়তো বুজবে না...
তবে নিধন বন্ধ করতে হবে ; পারলেন বুঝতে ???
@@sudipdas4089 এটাও কম গুরুত্বপূর্ণ কথা...🤔🤔🤔
বাচ্চু ভাই এটাই চাইতেন যে যার যার অবস্থান থেকে পারফর্ম করা। তিনি বলতেন তুমি আইয়ূব বাচ্চু হতে যেও না তুমি তোমার মতো করে গাও। সবাই আইয়ূব বাচ্চু আর জেমস হতে হবে এটা ঠিক না। ধন্যবাদ সোমা, খুব ভালো লাগলো। বাচ্চু ভাই যদি শুনতেন তাহলে দেখতে কত প্রশংসা করতো।
Boss ei vabei beche thak amader mddhe... Love u bacchu vai... Love from india..❤️❤️❤️❤️❤️
আমার দুর্ভাগ্য, এই প্রথম গানটা শুনলাম। তারপর অরিজিনাল টাও শুনলাম। কিন্তু এটা বুক ফাটিয়ে দিল। আজ আরো বেশি করে ওনার অনুপস্থিতি উপলব্ধি করতে পারছি।
💔💔💔
আইয়ুব বাচ্চুর অন্য গানগুলো শুনে দেখবেন।।।
ভাল লাগবে।।।
তুই মালু
এই গান যে শুনবে মনে হবে যেন তার জন্যই গানটি গাওয়া হয়েছে
@@BTVLiveSportsOfficial বাঙ্গালীতো একসময় হিন্দুই ছিল। হিন্দুরে মালু বলা মানে নিজের দাদা-বড় দাদাদেরই মালু বলা। :D
গান টা শুনছি , হঠাত করে বুঝতে পারলাম দুচোখ দিয়ে পানি ঝরছে, লাভ ইউ এবি। এভাবেই বেঁচে থাকুক তার সৃষ্টি গুলা।
Wooooo love u outstanding
আপনি আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী। কি অসাধারণ গায়কী আপনার, আমি যতবারই শুনি ততবারই মুগ্ধ হই।
এতো সুন্দর দরদ দিয়ে গাইলা তুমি বোন গানটা আমি বার বার শুনি এই গানটা শুনে চোখের কোনে পানি এসে গেলো, বাচ্চু ভাই গানটা শুনলে অবাক হয়ে যেতো যে তার গান তুমি এতো মধুর করে গাইলা,,, অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় বোন তোমার জন্য।
বাচ্চু ভাইয়ের কালজয়ী গানটি খুব সুন্দর সুরে তুলেছেন সোমলতা।বাংলাদেশ থেকে শুভেচ্ছা।
অসাধারণ আবেগ দিয়ে সোমলতা গানটি গেয়েছেন । প্রিয় বাচ্চু ভাইকে অন্যরূপে সামনে নিয়ে আসায় অনেক কৃতজ্ঞতা।
Ki passon r appeal diea ganta gawa hoeche.. Ossombhov sundor
সোমলতা আচার্য্য়'র অনবদ্য কন্ঠ আর দ্যা এইসেস'র সংগীতায়োজন। চেনা গানটা'র নতুন একটা রুপ পেলাম...
ধন্যবাদ, সোমলতা এন্ড দ্যা এইসেস কে।
Darunn gan ta geyechen apni ami roj suni gan tar prottek ta line moner modhhe anuvob hoi❤❤❤❤❤
ধন্যবাদ দিচ্ছি কারন গান টা আপনি খুব যত্ন করে নিজের মত গেয়েছেন,,, আসলে কি জানেন আমি এতই এতই এতই বেশি ভালোবাসি গুরু আইয়ুব বাচ্চু কে যে কেউ যদি ওনার গান কে যত্ন করে না গায় আমার খুব কষ্ট হয় ।।। সেই স্কুল জীবন থেকেই আমি উনার গানের জন্য পাগল ছিলাম ভালো করে চিনতাম না ওনাকে কিন্তু উনার গানের প্রচন্ড পাগল ছিলাম,,, আর তাই হয়ত ওনাকে এত বেশি ভালো বাসি,,, ওনার গান শুনলেই আমার চোখ ভিজে যায়,,,,
Miss u boss miss u and wana say I love u 🙁🙁😥
প্রায় ২ মাস হল বাচ্চুভাই এর এই অমর সৃষ্টি তোমার গলায় শুনছি! প্রথম দিন ই subscribe করেছি। পুরনো হচ্ছে না! আহা লোকটা বেঁচে থাকলে আরো কত যে মণিমুক্তো উপহার দিতেন!
আপনাদের মাধ্যমে বাচ্চু স্যারের গানগুলো জনম জনম বেঁচে থাক। শুভ কামনা রইলো। ❤️ From 🇧🇩
Bangladesh er singer ra unar gan er ejjot marse...kal k ekta vedio deke mone oise latti mari giya..
Partha Roy @ Apni Kon singer er katha bolsen?
একটা গানকে এতো সুন্দর করে রিপ্রেজেন্ট করা বলতে আমি বুঝি একটা আর্টিষ্ট কে কতটা মুল্যায়ন করা..! সেকেন্ড পার্ট থেকে শুরু করা ড্রামস এবং গীটারের সলো টা অসাধারন লাগছে, ওয়ার্ম ভয়েস টোন গানটার কম্পোজিশন অন্যলেভেলে নিয়ে গেলো! কমল ভাইয়ের মতো গীটার ম্যান তো যে সেই কম্পোজিশন কে অসাধারন বলেন না! 😍
Excellent interpretation ... very clean arrangement....the comments are overwhelming...
You deserve it... bachchu da would be proud...🇮🇳
কোন একজন কে যদি না ভালোবাসতাম আর সোমলতা ও যদি সিঙ্গেল থাকতো, তাহলে এ গানটা এমন অসাধারন দরদমাখা সুর মিশিয়ে রিপ্রডিউস করার জন্য অবশ্যই সোমলতাকে ডিনার অফার করতাম, তাচ্ছিল্য ভরে প্রত্যখ্যাত হবো জেনেও করতাম। ভীষন সুন্দর গেয়েছেন সোমলতা আপনি। অফুরন্ত শুভকামনা ...
❤️🎸✌️
Osadharon.. gaan take natun kore pelam abar..r didi tomay niye ki6u bolar jaiga nei..❤r ai legend manush ta k alltime miss korbo..😞
ভীষণ সুন্দর 'কভার' !
জাদুকরী মুগ্ধতা মনে হয় একেই বলে!
হ্যাটস অফ সোমলতা জী
!
একেই বলে কভার! 👏👏
কেন জানি মনে হচ্ছে স্বর্গের চৌকাঠে বসে AB'ও এ গান শুনছেন এখন....তিনি শুনে যেতে পারলে মন খুলে তারিফ করতেন নিঃসন্দেহে ❤
Indeed
Hmm
Great compliment...but kosto amader deshe ei rokom kew korte pare na....
Sanjid Parvez
Amio ai kothatai bolte chachilam
@@BdR7505 wth man did you listen band music do you know arbovirus go and check this band cover this song
বাচ্চু স্যারের গান শুনার পর যেই ফিল আসে। আজ তোমার গলায় অনেকটাই সেই ফিল পেলাম দিদি। বাচ্চু স্যারের প্রতি ভালোবাসা সীমাহীন। তোমার জন্যে শুভকামনা রইল। মিস ইউ বাচ্চু স্যার।
গান শুরু হতে হারিয়ে গিয়েছিলাম, গান শেষ হতে বাস্তবে ফিরে এলাম। লেজেন্ডকে লেজেন্ডের মত স্মরণ করিয়ে দেবার জন্য ভালোবাসা।
বাচ্চু ভাইয়ের পর এই গানটা এতো সুন্দর করে আর কেউ গাইতে পারেনি।
Then listen to that sung by labiba
@@badhonishaque765 লাবিবার গাওয়ায় হয়তো ভুল নাই, কিন্তু এই ধরনের গানের জন্য যে বয়সটা দরকার, সেই বয়সের ছাপ এখনো তার গলায় আসে নাই
@@TheAnonymousVlogs Ditto
দুচোখে অজান্তেই পানি চলে এসেছে😢 অসাধারণ ছিলো ম্যাডাম❤ ভালবাসা নিবেন! বাংলাদেশ থেকে বলছি❤🎸
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
সমলতা আপনি অনেক ভালো গেয়েছেন...
আমাদের ছোট বেলা ও বড় বেলার সব বেলার
সাথী আইয়ুব বাচ্চু বস এর গান.. আমাদের জীবনের প্রতিটি ক্ষনেয় আইয়ুব বাচ্চু বসের গান... আমরা বুঝি আমরা কি হারিয়েছি... আমাদেরই বস আমাদের দিয়ে গেছেন অফুরন্ত রূপ-যৌবন ভরা অসাধারণ তার গান যা আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ..
দিদি তুমি অনেক ভালো বসের গান কাভার করেছো.. ধন্যবাদ তোমাকে.... বসের জন্য দোয়া করিও...বস কে মনে লালন করিও
লোকটা জীবনে কষ্ট পেয়েছে, কিন্তু ঠিকই হাঁসি মুখে গানটা গেছে। দিন শেষে লুকিয়ে নীরবে কেঁদেছে। lot of respect bottom of my heart.❤❤🇧🇩
অসম্ভব অসাধারণ সুন্দর Somlata চমৎকার গান চমৎকার কন্ঠে প্রতিধ্বনিত হয়ে কানে বাজে।
ম্যাডামের ভয়েসটেক্সার গানটাকে নতুন কম্পোজিশন করেছে।
বেস্ট অফ লাক
এর থেকে সুন্দর শ্রদ্ধা অর্পণ আর হতে পারেনা। অনেক দেরিতে তোমার গান টা শুনলাম। তোমার তুলনা তুমি নিজেই সোমলতা দি ❤। এত ফীল দিয়ে গান টা গেয়েছো যে কি বলব! জাস্ট অসাধারণ ❤
একদম আলাদা রকমের অনুভুতি এনে দিল।।এক কথায় অসাধারণ খুব সুন্দর হয়েছে
i think it is better than original
@@sharafalam7912 , এটা কী বললেন, ভাই?
অন্তত এখন কি এটা না করলে হতো না?
আপনারা পারেনও বটে....
@@sharafalam7912 কোলকাতার মালু গান্ডুর গোমুত্রখোর চুতিয়ার বাচ্চা গুলো হল কাংলাদেশি আর বাংলাদেশের লোকেরা হল বাংলাদেশি... তোদের খানকি দুর্গা কে সুয়ার দিয়ে আর গরু দিয়ে চোদাই তোদের মত চুতিয়া জারজ মালুদের চোদার আমাদের টাইম নাই বুঝলি খানকির পুত জারজের বাচ্চা কাংগাল
জাস্ট পাগল হয়ে গেলাম গানটি শুনে। এ.বি স্যার এর পর কারও কণ্ঠে এতটা ভাল লাগলো গানটা। এ গানটা আমার জীবনের গান।আজ কেও নেই পাশে আমার,শুধু নিঃসংগ আকাশ আর নিরবতা
গানটা আপনার কন্ঠেই সব থেকে বেশি ভালো লাগে।🥰🥰❤️❤️🙏🙏
খুব সুন্দর হয়েছে। গানটায় এতো কারুকাজ লুকিয়ে আছে যে বুঝতেই পারিনি।
থ্যাংক উ' সোমলতা!
Love from Bangladesh ❤ একটু ভিন্নরকম কিন্তু মনটা ছুঁয়ে গেল! অনেক ধন্যবাদ আইয়ুব বাচ্চু স্যারকে এই গানের মাধ্যমে ট্রিবিউট জানানোর জন্য 💓
Apu apni sob ganei kmon jani akta mosla koren..Ar voice ta to very sweet..A lots of 💘 💕 from Bangladesh.... 🇧🇩
Love & respect from Bangladesh 💗
For this awesone gift...
Guitar টা অসাধারন বাজলো❤️দেখে মন ভরে গেলো😍😍😍😍
Ganta sune Ami Kichu khoner Jonno holeyo stobdho hye giyechilam hridoy chuye glo...mughdho hye gechi❤️❤️❤️
অসাধারণ .....বাচ্ছু ভাইয়ের গান কোন ফিমেল অটিস্ট এত সুন্দর করে গাইছে
আপু আপনি তো অসাধারণ একজন শিল্পী সেটা নতুন করে বলার কিছু নাই...কিন্তু বলার বিষয় হচ্ছে...খুব কম গানেই এরকম ডিভাইন একটা ফিল ক্রিয়েট করতে পারেন একজন শিল্পী...তারওপর এটা আপনার নিজের গান ও না...বহুল শ্রুত একটা ট্র্যাক...সেখানে নিজের জাত দারুন ভাবে আপনি চিনিয়েছেন...শেষ কথা আপনার আরও অনেক গান চাই...মৌলিক হোক কাভার ট্র্যাক হোক...যাই হোক...ভালো থাকবেন...👍
Dada apu Mane ki ektu bolben?
@@MrSouvickadak sister
Oh Bangladeshe bon k apu bole. Jantam na. Thank you
@@MrSouvickadak didi,apu, bon ei tintai mainly bole
Bachhu Bhaier gaanke eykta onno level a nie gechen Somlata 👌💯🤘
এই গান টা আপনি সবার থেকে ভালো গেয়েছেন, আর আপনার band সবার থেকে ভালো বাজিয়েছে, AB Sir বেঁচে থাকলেও এটাই বলতেন, you and your band just defined the song, you are just awesome and beyond limits, lots of love and best wishes, keep rocking, with you and love you ❤️🙂👍
প্রিয় মানুষ এর অনুভূতি টা আপনার গানের মাঝে ফিরে পেলাম কিছুটা❤️
ধন্যবাদ প্রিয়😍
অসম্ভব সুন্দর লাগলো শুনে..... গান টাই জাদু আছে... আর দিদি তোমার গলাতেও...
কি গানের কথা.....?
কি আইয়ুব বাচ্চু....??
কি সোমলতা.....???
অস্থির কভার আপু,গানটা আপনি পুরোপুরি ফিল করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
বাহ বেশ ভাল কভার। আমি নিশ্চিত বাচ্চু ভাই থাকলে খুবই খুশি হতেন। অরিজিনাল ট্র্যাকের পাশপাশি এমন দারুন কভার করা গানের মাধ্যমে বাচ্চু ভাই বেঁচে থাকবেন অনন্তকাল। ধন্যবাদ সমলতা অ্যান্ড এসেস💖
একটু অন্য ভাবে.....কিন্তু হৃদয় ছুয়ে গেল.....❤️❤️❤️❤️❤️
আমি বরাবরই ফিমেল ভয়েস লাইক করি, বিশেষ করে সেইটা যদি হয় ব্যান্ডের গান, তাও আবার বসের গান। ভাবাই যায় না, এত সুন্দর হবে কাভার টা।
Total 30 times repeat হইসে। এখনো সুনছি আর লিখতেছি। ভাবাই যায় না, এত ভাল লাগবে এই গান টা, এইভাবে সুনতে।
চট্টগ্রাম থেকে ভালোবাসা। যেখানে বাচ্চু ভাই জন্মেছিলেন, ঘুমিয়ে আছেন!
Amio ctg teke
আমিও চট্টগ্রামের 💗💝
আমিও চট্টগ্রাম থেকে
ভাই উনি ত আমাদের বাচ্চু ভাইয়ের গানের হোগা মারা সাইরা দিলো
যদিও আমার পছন্দের শিল্পি সোমালতা তবুও আমি এর তীব্র নিন্দা জানাই 😠😠😠😠
Ami'o Chattogram bro 😊
Ayub Bacchu would have been proud that someone out there, outside Bangladesh, is keeping him immortal by doing a rendition of one of his evergreen songs.
I would like to thank you from Bogra🇧🇩🇧🇩 for singing this best band song of all time in Bangladesh sung by the legendary musician Ayub Bachchu. Love is endless. Be good always.
oshadharon ekti gaan. Somlata rocks, what a voice. RIP Ayub Bachchu. Amader apnader sobar moner majhe sarajibon thakbe onar sur. Amio onar asirbad niye ekjon songit shilpi. apnader ektu bhalobasha chai. amar o kichu gaan sunun.
লিজেন্ডদের গান অনেককেই কভার করতে দেখেছি। মনে হয় তারা যেন উল্টো গানকে ধর্ষণ করেছে। কিন্তু আপনি just outstandin.. আজ বাচ্চু স্যার বেঁচে থাকলে হয়ত অনেক প্রশংসা করতো আপনা.. ❤❤
Darun 👌👌
my favourite singer Somlata di 😘😘😘❤❤❤
Comment na Kore parlam na.eto sundor...hridoy chuye gelo.
অসংখ্য ধন্যবাদ তোমাদের, যুগ যুগ ধরে AB স্যারকে তোমরাই বাঁচিয়ে রাখবে। গীটারিষ্ট ও ড্রামার কোথাকার ছেলেরে বাবা? এগিয়ে যাও। শুভকামনা রইলো সবার প্রতি
বসের গান আপনার কণ্ঠে শোনার পর অজান্তেই চোখ দুই টা ছলছল করে উঠলো, অসম্ভব ভালো গেয়েছেন।
লাভ ইউ এবি ❣️🇧🇩
Joto bar e shuni mone hoi jeno notun kichu, r eto din por gantar ashol vab ashol flngs ta khuje pelam , shotti jibonto hoye gelo gan ta 😍😍😍😍😍😍
বুবু... আমি বাংলাদেশ থেকে শুনছি। তোমার দরদি কন্ঠে অসম্ভব রকমের একটা মায়া কাজ করে..আমি তোমার গাওয়া বহু গান শুনেছি সব গুলোই শুনতে অসাধারন লাগে। বাচ্চু স্যারের এই গানটিও তুমি অসাধারণ গেয়েছো। তোমার জন্য অবিরাম দোয়া ও ভালোবাসা রইলো। 🖤❤🖤
প্রিয় বস।
কেনো যে আপনি সবাইকে এভাবে কাদিয়্র উড়াল দিলেন আকাশে কত শত অভিমান আর কষ্ট নিয়ে!
অনেক মিস করবো বস।
আর আপু আপনাকে ধন্যবাদ।
এতো সুন্দর করে বসের গান টা কে নতুন করে সবার কাছে উপস্থাপন করার জন্য।
Didi notun kore blr kichu nei apnk. Awesome cover. RIP LEGEND
এক কিংবদন্তি গান গেয়ে ওপারে আর আরেক তৈরি হওয়া কিংবদন্তির গান শুনছি।সবার গাওয়া থেকে একদম আলাদা সোমলতা আপু❤❤❤
Bengal's one of the versatile voices ever my ears have experienced.. Brilliant her!! Her voice has added an exemplary dimension to this heavenly score.. Harmony and Brilliance walked hand-in-hand..
Excellent... Your performance out standing..... Extraordinary
LRB এর সাথে তুলনা করবোনা।
কিন্তু গানটা কে আপনি পুর্নজন্ম দিলেন।
অসাধারণ!!
love you Somlata❤❤
Apu osadharon hoice valo hoy jodi avabe akter por akta gan cover koren
Thank you, please like the video if you have liked it and subscribe our channel for more updates and videos . DONT FORGET to ring the bell to be surely notified :)
গানের প্রতিটা কথা ভীষণ রকম সত্যি আমার জন্য। সোমলতা তুমি অসাধারণ গেয়েছ❤️❤️❤️
মন ছুঁয়ে গেল..ভালো না বেসে থাকা যায়না এমন গান, অসংখ্যবার শুনেছি! 👌
Somlata Mam, aj apnar gan sunlam...Dumdum Milan Sangher programme e. Begam akhtarer gan ta asadharàn. Apni bhalo thakun and uttorottor sri bridhhi hok....Mrinmoy, Paramita and Adityaa Bandyopadhyay, Dumdum
কি বলবো? বলার ভাষা-ই নেই, আপনার অসাধারণ গায়কিতে অসাধারণ গানটি সত্যি অসাধারণ হয়েছে, miss u legend 😥😢 বাচ্চু ভাইয়ের জন্মস্থান চট্টগ্রাম থেকে,,
অসাধারণ হয়েছে,অনেকদিন ধরে অপেক্ষা তে ছিলাম,ধন্যবাদ somlata and the aces এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্যে
Ayub Bacchu r lyrics prothom bar sunlam @50yrs.
I am mesmerized, Love ❤ from Agartala
ভালবাসা বাংলাদেশ থেকে। সোম লতা তোমার ঝাঁঝালো কন্ঠে গানটার সুর একটু ভিন্ন লেগেছে। তবে সাধুবাদ জানাই বাচ্চু স্যারের কাজ তুমি নিজে চেষ্টা করেছো।
আপনার কন্ঠে কেমন জানি একটা মাদকতা আছে। অসাধারন গেয়েছেন। লাভ ফ্রম 🇧🇩
ইস্ অনেকদিন পরে বসের একটা কভার সং ফুল ফিলে শুনলাম, ধন্যবাদ আপু
Darun Somlata Di, Outstanding mind blowing extra ordinary
Wooo excellent ma'am... One of my fav song by my favorite singer..❤ love her voice... My Best wishes always with u ma'am n team.. M sure this get max like by all the listeners..
ধন্যবাদ সোমলতা। এবির জন্য এমন ট্রিবিউট দেয়ার জন্য
Bassist makes it so beautiful. Those basslines were so beautiful and perfectly hold the song.
Huge thank Somlata for picking AB songs........from UK
স্বকীয়তা বজায় রেখেও কভারটি সুন্দর হয়েছে অনেক,
❤ বাংলাদেশ থেকে।
ওয়াহ, এটা কি শুনলাম ! So different and so elegant. Outstanding Somlata
Love from Bangladesh! Awesomeness. .👍
তুলনায় যাবো না , তবে এটা বলতে পারি নতুন করে আবার কতবার শুনলাম গুনে বলতে পারছি না । ধন্যবাদ সোমলতা ও সকল কলা কুশলী কে । আর বাচ্চু ভাই যেখানেই থাকুন ভালো থাকবেন ।
Somlata di this is the best cover of this song till now!! Fabbbulous ...u r inspiration❤love u di...
Yes,chaliye jawoooo tumake diye habeeeeeeee.
Wishing best of luck.
প্রবাসের অফিসে বসে যখন থবরটা পাই, মনটা খুব খারাপ হয়ে যায়। সহকর্মীকে বলে কাজ ফেলে বের হয়ে যাই। লোকটা খুব অবাক চেয়ে রয় - একজন শিল্পীর জন্য এত আবেগ। এ আবেগ তার শ্রোতারা ছাড়া কেউই বুঝবে না।
জাস্ট অসাধারণ।
সেই কবে থেকেই শুনে যাচ্ছি বাট তারপরও মন ফিরে না।
বাট কখনো কমেন্ট করা হয়নি।
LEGEND NEVER DIE
Prove again!
গানটি আবার নতুন করে শুনতে পেলাম।। ধন্যবাদ আপনাকে
বুক টা হাহাকার করে উঠলো! গান টা আমার অনেক প্রিয়, কথা গুলো কলিজায় লাগে। আজ অন্য রকম ভয়েসে শুনে ভালোই লাগলো। 🙂