প্রতিমা বন্দ্যোপাধ্যায় তার সরল মনের সুন্দর গান

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2021
  • বাংলা গান বাঙ্গালীর গান। JADHAV MUSIC

Комментарии • 313

  • @suparnachanda8998
    @suparnachanda8998 2 года назад +90

    এত উচ্চ স্কেলে গাইছেন, অথচ মুখের কোনো বিকৃতি নেই, কী অসাধারণ শিল্পী, তেমনি শিশুর মত সরল । আর হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে তো কিছু বলার ভাষাই নেই।

  • @dewdrops5969
    @dewdrops5969 2 года назад +57

    আমাদের আদরের কাজলা দিদি। কত কষ্ট নিয়ে মারা গেছেন। তুমি পরপারে ভালো থেকো, দিদি।

  • @nirmalkumarsarkar5272
    @nirmalkumarsarkar5272 2 года назад +22

    অসাধারণ দুই শিল্পী। শুধু গান নয়, এনাদের কথাবার্তা, বেশভূষা, আচার আচরণ সবই শিক্ষনীয়।

    • @bapan138883
      @bapan138883 2 года назад +1

      Right ekdom.

    • @rinamazumdar7483
      @rinamazumdar7483 2 года назад

      এটাই সত্যি এনাদের মতো আর দেখা যাবেনা

  • @jyotishranjanmodak4239
    @jyotishranjanmodak4239 2 года назад +10

    হেমন্ত মুখোপাধ্যায় ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়
    যুগলবন্দী অসাধারণ ও অক্ষয়।

  • @somnathbanerjee7332
    @somnathbanerjee7332 2 года назад +70

    এমন দুজন কিংবদন্তি শিল্পী যাদের গান শোনা তো দূরের কথা দেখলেই শ্রুধ্যায় মাথা নত হয়ে আসে

  • @tapaskumarray9897
    @tapaskumarray9897 2 года назад +29

    দিকপাল এ সব শিল্পী।
    বাঙালী জাতি যতদিন থাকবে এরা থাকবেন। অন্তরের শ্রদ্ধা জানাই।

  • @jayaroy9236
    @jayaroy9236 2 года назад +29

    এতো সুন্দর অনুষ্ঠান দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • @chittaranjandas9837
      @chittaranjandas9837 2 года назад +6

      কত কষ্ট, কত অবহেলা পেয়ে শেষ জীবন কেটেছে। এদের যারা কষ্ট দেয় তারা মানুষের মধ্যে পড়ে?

  • @BlackPanther-ee7ue
    @BlackPanther-ee7ue 2 года назад +5

    *হে ভগবান, সেই সুবর্ণযুগের সোনার গায়ক গায়িকারা আবার ফিরে আসেন না কেন? কেন তুমি একই সময়ে এঁদের এই পৃথিবীতে পাঠিয়েছো? আজকের সঙ্গীতজগতের শূন্যতা আমাকে ব্যথিত করে, আমি হতাশাগ্রস্ত হই যখন দেখি সেই সুবর্ণযুগের সংগীত সাধকদের যোগ্যতা আজকের গায়ক গায়িকাদের নেই। আমি বিরক্ত, ক্রোধিত ও দুঃখিত আজকের সাধনাহীন, পরশ্রীকাতর, আত্মম্ভরিতা সম্পন্ন সংগীত ব্যবসায়ীদের দেখে। হে ঈশ্বর, এদের সুরহীন, বাদ্যযন্ত্রের আর্তনাদযুক্ত সংগীত থেকে আমাদের মুক্তি দাও, ফিরিয়ে দাও সেই বাল্যকালের সোনার যুগ, সোনার টুকরো সংগীতসাধকদের।*

  • @tarunbiswas391
    @tarunbiswas391 2 года назад +14

    অনবদ্য সাবলীল গায়কী বাচ্চা সুলভ আচরণ। আজগের দিনে বিরল এই সমস্ত গুনীজনদের অসংখ্য নমস্কার

  • @shimabhattacharjee341
    @shimabhattacharjee341 2 года назад +8

    এত সরলতা যেন শিশুর মত ।অনেক কিছু শিখলাম ।শত কোটি পৣণাম।

  • @musicwithsrabani
    @musicwithsrabani 2 года назад +56

    সহজ, সরল মনের মানুষ ছিলেন বলে এত সুন্দভাবে গান গাইতে পারতেন, প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী জানাই

  • @keyanaskar5938
    @keyanaskar5938 2 года назад +164

    অসাধারণ ।এখনকার শিল্পী দের দেখি যতটা না জানেন তার থেকে ভরং বেশি আর কি উদ্ধত আচরণ উতভট সাজগোজ। সেই জন্যই এনারাই টিকে থাকবেন। এখনকার শিল্পী দের কেউ মনে রাখবেন না। 92.7 big FM আগের দিনের শিল্পী দের গান ই দেয়।

    • @tapansen62
      @tapansen62 2 года назад +13

      একেই বলে কাল কে জয় করা

    • @maitreyeeghosh2905
      @maitreyeeghosh2905 2 года назад +8

      একদম ঠিক কথা

    • @santimoychstterjee6278
      @santimoychstterjee6278 2 года назад +8

      এনারাই হলেন আসল শিল্পী।গান শুনে বিভোর হয়ে যাই।

    • @swpandas9224
      @swpandas9224 2 года назад +5

      Keya Tumi jmon sundori Go My dear lover 💋💋💋💋💋💋💋💋💋💋🌷🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🥀💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💓💓💓💓💞💞💞💞💞💘💘💘💘💕💕💕💕

    • @nikhilmajumder6625
      @nikhilmajumder6625 2 года назад +3

      অাপনি সঠিক কথা বলেছেন।

  • @psmodak3000
    @psmodak3000 2 года назад +8

    আহা... কি যে ভালো লাগলো...সেই সাথে মাথা নুয়ে এলো শ্রদ্ধায়।

  • @A.Stranger.62
    @A.Stranger.62 2 года назад +26

    এ হলো মায়ের মমতা মাখানো কন্ঠ। নদীর মতো, ঝরণার মতো অঝোরে আমাদের হৃদয়ের মাঝে বয়ে যাবে চিরটাকাল। এ কন্ঠে কি যে পাই সবটা কি ছাই লিখতেও পারি। খালি মনটা হু হু করে তারপর কখন যেন চোখের কোণ জলে ভরে যায়।

    • @anuradhaghosh4743
      @anuradhaghosh4743 2 года назад +1

      অসাধারণ সহজ সরল কোন আতিসয্য নেই

    • @lopa2828
      @lopa2828 2 года назад +1

      Ja bolechen

    • @ramadas3837
      @ramadas3837 2 года назад

      আহা,দারুণ বলেছেন, ওই কন্ঠে কী আছে সব টা কি ছাই লিখতে পারি?

  • @asiskumarghosal2358
    @asiskumarghosal2358 2 года назад +33

    সত্যি দিদি আপনাকে সারা জীবন মনে রাখবো ।দেহসত্তা নেই তো কি হয়েছে , আপনি আমাদের প্রাণসত্ত্বার মধ্যেই বেঁচে থাকবেন প্রণাম নেবেন

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 2 года назад +31

    গানগুলো শুনলে মনে হয় ভিতরটা মোচড় দিলো। কি অপূর্ব গলায় সুরের মূর্ছনায় মাতিয়ে দিলো।

  • @mrityunjaysen6400
    @mrityunjaysen6400 2 года назад +69

    প্রতিমা'দি এমন কোনো গান নেই যা তিনি গানটি, সমস্ত ধরণের গান কি অবলীলায় শ্রোতাদের মুগ্ধ করতেন; অথচ কোনো দিন কারুর কাছে শুনিনি বা বলতে গেলে কেউ শোনেনি যে তার কোনো দম্ভ ছিলো। তার গানের সাবলীলতার মতো, তার ব্যাবহার ছিলো অত্যন্ত সাবলীল, সহজ ও সরল। এমনটা এযুগে আর পাবো না।এইখানেই প্রতিমা'দি অনন্য।

  • @labanyakanungo983
    @labanyakanungo983 2 года назад +8

    শ্রদ্ধাবনত প্রণাম অসাধারণ শিল্পীদ্বয়কে🙏🙏

  • @ismatrunu5545
    @ismatrunu5545 2 года назад +4

    শত শ্রদ্ধা।কোথায় যেন হারিয়ে গেলাম। অসাধারন।

  • @purabighosh3263
    @purabighosh3263 2 года назад +14

    অপূর্ব দুই প্রতিভাবান শিল্পীর চরনে প্রণাম যেখানেই থাকুন ভালো থাকুন

  • @henagolder9572
    @henagolder9572 2 года назад +51

    ভক্তি শ্রদ্ধা দেখলে চোখে জল এসে যায় এত নম্রতা, সুন্দর গান কথা শুনে মনে ছোট বোন, বড়্দা যেমন বলে আহা কি মধুর কন্ঠ।

  • @pralayghosh
    @pralayghosh 2 года назад +62

    শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায় বাংলা গানের অন্যতম প্রতিভাময়ী ও সেরা শিল্পী । মন মাতানো মিষ্টি সুরে মিষ্টি মধুর গান সব গেয়েছেন ।

  • @piyalipalmusical5890
    @piyalipalmusical5890 2 года назад +12

    অমূল্য সম্পদ। প্রণাম জানাই শিল্পী যুগলকে🙏🙏

  • @debabratadas4683
    @debabratadas4683 2 года назад +37

    🙏🙏জন্ম শিল্পী প্রতিমাদি ,শুধু শিক্ষায় এই গান হয় না,বছরের পর বছর শুনেও আজও স্মৃতিতে অমলিন আগামীতেও থাকবে। সরল মানুষটা ছিলেন কোকিল কন্ঠ এর অধিকারিনী l।

    • @sankarmallick952
      @sankarmallick952 2 года назад

      কিন্তু প্রকৃতির কী খয়াল ! এমন মানুষকেই শেষে পাগল করে দিল ।

  • @alokmandal1235
    @alokmandal1235 2 года назад +97

    দুই অনন্য প্রতিভার শিল্পী -কী সরল মনের,কী গভীর পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ!চির শিক্ষনীয়।

  • @swarajsarkar9935
    @swarajsarkar9935 2 года назад +20

    এনারা গুরু শিষ্যা নয়, মনে হয় পিতা পুত্রি।অভিভাবক,

  • @kazireziasultanasiddiqui619
    @kazireziasultanasiddiqui619 2 года назад +9

    এত সুন্দর যা ব্যখ্যা করা যায় না।শিক্ষনীয় নবীনদের কাছে।দুই শিল্পীদের🙏🙏🙏

  • @rathinsarkar6004
    @rathinsarkar6004 2 года назад +15

    কি গুনি মহান সব মানুষ ছিলেন। যত দিন বাংলা গান ও বাঙালি থাকবে এই সম্পদও যুগ থেকে যুগে মানুষ মুগ্ধ হয়ে শুনবেন।।

  • @chandrimamunshi3231
    @chandrimamunshi3231 2 года назад +14

    আহা অসাধারণ , অতুলনীয় , এর কোনো তুলনাই হয়না , আর কোনো দিনই এমন কিংবদন্তি শিল্পী দের ফিরে পাওয়া যাবেনা 🙏🙏🙏🙏

    • @bikashghosh1051
      @bikashghosh1051 2 года назад +1

      একদম ঠিক বলেছো।এমন প্রতিভার বিকল্প আগামী প্রজন্ম কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রেখে গেলেন।

  • @samiredranathbanerjee7590
    @samiredranathbanerjee7590 2 года назад +12

    অপূর্ব কন্ঠ শিল্পী কে প্রণাম জানায়।

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 2 года назад +50

    অসাধারন গুনী শিল্পী! সঠিক মূল‍্যায়ন হয়নি, এটাই দুঃখের বিষয়।🙏🙏🙏

  • @arunachatterjee8428
    @arunachatterjee8428 2 года назад +13

    স্বামীর অত‍্যাচারের শিকার হয়ে ছিলেন।এতো বড় শিল্পী কে গান গাইতে দেওেয়া হতো না।তাই বোধহয় কিছুটি মানসিক ভারসাম্যর ক্ষতি হয়ে ছিলেন।🙏🙏🙏🙏

  • @dipusamadder3533
    @dipusamadder3533 2 года назад +11

    দুই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা

  • @lakshmikantahansda3235
    @lakshmikantahansda3235 2 года назад +8

    কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান বার বার শুনতে ইচ্ছে করে। দুজনকেই আমার প্রনাম ও শ্রদ্বা জানাই।

  • @biplabdutta6843
    @biplabdutta6843 2 года назад +22

    অসাধারণ। সত্যিই কত সাধারণ ছিলেন কিন্তু প্রতিভা যা কোন ভাষা প্রকাশ করা যায় না। যেমন গলা তেমন ব্যবহার। চিরকাল এনারা অমর হয়ে থাকবেন।

    • @jibanghosh3426
      @jibanghosh3426 2 года назад

      Dui mahan manush k amar satakoti pranam janai

  • @sanatroy6509
    @sanatroy6509 2 года назад +4

    সাদামাটা আয়োজন,অথচ চোখ ফেরানো যায় না, কাজলাদিদিকে কখনও ভোলা যায়।

  • @nilkantabose1649
    @nilkantabose1649 2 года назад +10

    অসাধারন শিল্পী। কি সহজ সরল ব‍্যবহার। নতুন রা কিছু শিখুক। ভালো হবে।

  • @goutambasistha9640
    @goutambasistha9640 2 года назад +4

    Aaber kobey aasben aamader aai Banglaay. Shraddha sato koti pranam janai,

  • @ranjanamukherjee9825
    @ranjanamukherjee9825 2 года назад +4

    Jemon mishti gola temni mukher kono bikriti nei ganer somoy... Sathe aabar Hemanta Babu👍👍👍

  • @anjankumarsengupta9409
    @anjankumarsengupta9409 2 года назад +8

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বর কী অসাধারণ কন্ঠ দিয়েছিলেন ভাবলে স্তম্ভিত হয়ে যাই..... আর এতো সরলতা? দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়..... এই অমর শিল্পীকে আমার কোটি কোটি প্রণাম জানালাম.... শুনেছি শেষ জীবনে খুব দারিদ্র আর অসুখের কবলে প্রাণ যায়.....আমি ধনী ব্যক্তি নই.. কিন্তু তবুও উনি বেঁচে থাকলে আমি আমার সামর্থ্যের চেয়েও অনেক বেশি ওঁকে দিয়ে দিতাম..... আমার সেরা পছন্দের শিল্পী..... ভগবান যাকে এতো মিষ্টি কন্ঠ গলায় সুর দিয়েছেন তাঁর কপালে ‌এতো কষ্ট কীকরে দিলেন ভেবে পাই না....

  • @gargiganguly4235
    @gargiganguly4235 2 года назад +5

    জাত শিল্পী। চিরস্মরণীয়া কাজলাদিদির আত্মার শান্তি কামনা করি। 🙏🙏🙏

  • @sasankasekharthakurta764
    @sasankasekharthakurta764 2 года назад +43

    অপূর্ব কণ্ঠ বলার ভাষা নেই প্রনাম শিল্পী কে।

  • @sumonmondal5920
    @sumonmondal5920 2 года назад +8

    আহা!
    কি দুই কণ্ঠ শুনলাম।
    সত্যিই ঘুম কেড়ে নিল এই ছোট্ট ভিডিওটা...

  • @kausikchatterjee6440
    @kausikchatterjee6440 2 года назад +7

    এনারাই প্রকৃত শিল্পী .

  • @tusharsinha8786
    @tusharsinha8786 2 года назад +8

    সুন্দর মনের মানুষ, অসামান্য প্রতিভাময়ী কন্ঠশিল্পী ।।

  • @bikashghosh1051
    @bikashghosh1051 2 года назад +6

    অসাধারণ।হেমন্ত বাবু ।

  • @mandirasarkar7581
    @mandirasarkar7581 2 года назад +9

    অপূর্ব, অসাধারণ দুই কিংবদন্তী শিল্পী কে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏 এই মধুর গলা আর পাওয়া যাবে না

  • @krishnaray4661
    @krishnaray4661 2 года назад +10

    মনটা ভরে গেলো, আজ কোথায় তোমরা, যাঁরা আমাদের গান আর সুর দিয়ে ভুলিয়ে রাখতে। তোমাদের ভোলা কি যায়? অন্তরের অন্তঃস্থলে যে জড়িয়ে আছো। অনেক ধন্যবাদ আপনাকে।🙏

  • @jyotishranjanmodak4239
    @jyotishranjanmodak4239 2 года назад +17

    কালজয়ী গান ও শিল্পী। শেষ বয়সে খুবই করুন পরিণতি তে মৃত্যু। হে ঈশ্বর,- প্রতিমা দির আত্মার শান্তি কামনায়। এত সহজ, সাধারণ ও সরলতা কোন শিল্পী আর আসবে না।

    • @arupbanerjee9681
      @arupbanerjee9681 Год назад

      সত্যিই sir, ওনার শেষ পরিনতি.... এতো করুন, ভাবা যায়!

  • @stethoandpenprofessordr.ac444
    @stethoandpenprofessordr.ac444 2 года назад +2

    স্বর্গীয় সুষমায় ভরে গেল হৃদয়। এতো সহজ ভঙ্গিতে এই স্তরে নিয়ে যাওয়া যায় গানকে! গভীর শ্রদ্ধা, প্রণাম দুই প্রিয় শিল্পীকে।

  • @arnabbandyopadhyay5064
    @arnabbandyopadhyay5064 2 года назад +2

    দুই কিংবদন্তী শিল্পীর কি সরল আলাপচারিতা ৷৷ ঠিক যেন দাদা-বোন ৷৷ শ্রদ্ধায় মাথা নুয়ে আসে ৷৷ দু'জনেরই অমৃতকন্ঠ ৷৷ কেন যে ফিরে আসেননা এঁরা আমাদের মধ্যে ৷৷ শতকোটি প্রণাম দু'জনকেই ৷৷ উদ্ধত মনোভাবকেই এখন attitude বলে ৷৷ এই attitude থাকা মানুষজনের শেখা উচিত কেন এনারা অমর হয়ে রয়েছেন ৷৷

  • @tanmoydatta4459
    @tanmoydatta4459 2 года назад +2

    ইন্দ্রসভার গন্ধর্ব দের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। মানুষ রূপে জন্ম নিয়েছিলেন শুধু গান গাইতে।

  • @tistachatterjee3046
    @tistachatterjee3046 2 года назад +2

    অসাধারণ দুই শিল্পী... প্রাণ মন ভরে যায় এনাদের গান শুনে ... চির প্রণম্য 🙏🙏

  • @MB-tx6di
    @MB-tx6di 2 года назад +16

    প্রতিমাদির তুলনা হয় না! 🙏

  • @AkashMaitra
    @AkashMaitra 2 года назад +4

    স্নেহ ও সম্মানের এক অসাধারণ মেলবন্ধন যা এখন প্রায় বিলুপ্ত......

  • @banasreemaity2023
    @banasreemaity2023 2 года назад +1

    দারুন। অসাধারণ 👍👍👍👍

  • @swadeshbhattacharjee977
    @swadeshbhattacharjee977 2 года назад +25

    Beautiful presentation by great Pratima Banerjee & great Hemanta Mukherjee. It deeply touched heart & mind. Thank you very much for uploading such video.

  • @arundhatidatta6433
    @arundhatidatta6433 2 года назад +2

    দুই শিল্পীর কি মিষ্টি সম্পর্ক। ধমকাচ্ছেন….কিন্তু তাতে যে কত স্নেহ ঝরে পড়ছে!

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 2 года назад +3

    এমন দুইজন কিংবদন্তি শিল্পী যাদের দেখলে অন্তর থেকে শ্রদ্ধা এসে পরে। পরষ্পরের প্রতি কি শ্রদ্ধা । যুগ যুগ ধরে অমর হয়ে থাকবেন যতদিন জগত বিলয় না হবে । ওপাড়ে ভালো থাকুন।
    এ,গাফ্ফার
    লন্ডন
    যুক্তরাজ্য
    ০৯/০১/২২ইংরেজী

  • @sumitranaskar6783
    @sumitranaskar6783 2 года назад +8

    অসাধারন ঈশ্বর প্রদত্ব কণ্ঠ এ জিনিস আর শত জন্মেও হবে না

  • @prabhatishyam3266
    @prabhatishyam3266 2 года назад +24

    কি দারুণ গানের সুর এবং এতো সুন্দর করে গাইলেন।এতো গুণী শিল্পী কিন্তু কত সহজ সরল মনের মানুষ।

  • @roshnisen4797
    @roshnisen4797 2 года назад +6

    অসাধারণ চোখে জল এসে গেল

  • @susobhanmitra7731
    @susobhanmitra7731 2 года назад +4

    পাখি র গান মনে হলো আর দুজনের সম্পর্ক, তুলনাহীন. ওনার প্রজন্মের এক শিল্পী আমাকে বলেছিলেন হেমন্তদা আমাদের কাছে বট গাছের মতো। আমরা ওনার ছায়ায় নিশ্চিন্তে আছি।

  • @amalchatterjee2717
    @amalchatterjee2717 2 года назад +8

    বাংলার সৌভাগ্য এমন সরল মায়ের চরন ধূলায় ধন্য। এমন প্রতিভার স্বীকৃতি একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের মতো মানুষের কাছ থেকেই পাওয়া উচিত ছিল, এই উপস্থাপনা আমাদের মোহিত করল।

  • @seemabhowmick5023
    @seemabhowmick5023 2 года назад +1

    চির স্মরণীয় শিল্পী ও তাঁদের গান।এ অনুষ্ঠান বার বার শুনি।
    শিল্পীদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা🙏

  • @manjubasu2232
    @manjubasu2232 2 года назад +2

    অসাধারণ -!!!

  • @darshan7951
    @darshan7951 2 года назад +25

    ভীষণ মায়াবী কণ্ঠ,প্রবাদ প্রতিম শিল্পী।

  • @GhulamNabi-sy7yd
    @GhulamNabi-sy7yd 2 года назад +16

    Respect for these two legendary artists for their wonderful bangla gan.

  • @prabirrit9801
    @prabirrit9801 2 года назад +2

    অসাধারণ সুন্দর অপূর্ব

  • @gourangotalukder3067
    @gourangotalukder3067 2 года назад +1

    দুই অনন্য অসাধারণ শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা 🙏

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 2 года назад +8

    বিনয় দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।

  • @syedaafroza711
    @syedaafroza711 2 года назад +7

    আগের যারা ছিলেন বা এখনো আছে ন তাঁরাই এই সমস্ত গান শুনবেন আর বর্তমান জেনারেশন এগুলো শুনবে বলে মনে হয় না।

  • @laxmisahaclass5373
    @laxmisahaclass5373 2 года назад +5

    অত সাবলীল সহজ-সরল কোন ভনিতা নেই

  • @bandanabhattacharya7281
    @bandanabhattacharya7281 2 года назад +1

    Sotti ashadharon ...

  • @shrabanbose6722
    @shrabanbose6722 2 года назад +28

    Great.. great artist ..our respected Pratima di...all of her songs was so melodious..so beautiful ..just unexpressable. her simplicity too with such a quality..touches our hearts. 🙏🙏

  • @miracural
    @miracural 2 года назад +5

    প্রবাদপ্রতিম দুই শিল্পী।

  • @2001sonali
    @2001sonali 2 года назад +1

    অসাধারণ শিল্পী বললে কম বলা হয়। ওনার সরলতা ও গান দুটি ওনার জোর। ভালো থাকুন, আপনার মত শিল্পী র অভাব এখন। 🙏

  • @purbisen3823
    @purbisen3823 2 года назад +1

    Sotti oshadharon 👌🏻👌🏻👍👍Koti pranam

  • @user-tb2vp6lw6k
    @user-tb2vp6lw6k 2 года назад +7

    এতো সরল বলেই বোধহয় শেষ জীবন এমন কষ্টে কেটেছিল তাঁর 😢🙏

  • @shishirchakraborty8614
    @shishirchakraborty8614 2 года назад +11

    Excellent! A great treasure for us.

  • @jibananand8689
    @jibananand8689 2 года назад +1

    মন ভোরে গেলো
    দারুণ দারুণ দারুণ
    কি শিশু সু ল ভ ব্যবহার
    প্রণাম 🙏🙏🙏🙏🙏

  • @juthikabanerjee5129
    @juthikabanerjee5129 2 года назад +1

    অসাধারণ। মন ভরে গেল।

  • @prasadbasu585
    @prasadbasu585 2 года назад +4

    কি অপূর্ব!!মন ভরে গেল।

  • @shekharbhattacharjee9378
    @shekharbhattacharjee9378 2 года назад +32

    The best female bengali artist of our time

    • @rahulkhan1631
      @rahulkhan1631 2 года назад +2

      Akdom right

    • @biswanathsen7050
      @biswanathsen7050 2 года назад +2

      Immortal great artist

    • @amalchatterjee2717
      @amalchatterjee2717 2 года назад +1

      বাঁশ বাগানের মাথার উপর চাঁদ... আমাদের মাথার উপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরের আলো।

  • @arupghosh8869
    @arupghosh8869 2 года назад +12

    সত্যিই,
    প্রান-মন ভরে যাওয়ার মতোই এ গান--অতুলনীয়, অভাবনীয়, ভাষাতীত।
    প্রোগ্রাম টা আগেও দেখেছি, কিন্তু আপলোড করার জন্য ধন্যবাদ।🙏💕

  • @asoksanyal8302
    @asoksanyal8302 2 года назад

    এ এক অসাধারণ অভিজ্ঞতা। দুই দিকপাল শিল্পী। প্রণাম আপনাদের। আপনারা বার বার ফিরে আসুন এই পৃথিবীতে মানবজাতি সমৃদ্ধ হোক।

  • @niveditabanerji1770
    @niveditabanerji1770 2 года назад +3

    Darun darun khub bhalo laglo

  • @ajoymodak2789
    @ajoymodak2789 2 года назад +5

    কি বলার আছে খুব ভালো

  • @aratidebnath2408
    @aratidebnath2408 2 года назад +5

    অপূর্ব

  • @chandrasen929
    @chandrasen929 2 года назад +2

    Dujonei wsadharon shilpi..kono tulona nei..Hemontoda jano tar chhoto bontir sathe kotha bolchen..tomader pronam

  • @arpitaganguly2864
    @arpitaganguly2864 2 года назад +2

    অসাধারণ 🙏🙏🙏🙏🙏

  • @chirasreechowdhury1930
    @chirasreechowdhury1930 2 года назад +2

    এরাই হচ্ছে প্রকৃত মানুষ,নিরহংকার,গুনি।🙏

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 2 года назад +4

    উভয় গুণী জনকে আমার বিনম্র শ্রদ্ধা।

  • @maladas9266
    @maladas9266 2 года назад +11

    সত্যিই জীবন্ত কিংবদন্তি ছিলেন।

  • @swpandas9224
    @swpandas9224 2 года назад

    Osadharon Go My dear

  • @bipulchandrabarua3506
    @bipulchandrabarua3506 2 года назад +1

    Didir khub sarol mon. Mon vore galo.

  • @asishkumarbiswas5396
    @asishkumarbiswas5396 2 года назад +2

    সত্যি এত মিষ্টি ভাসি শিল্পি আমি কোন দিন শুনিনি

  • @herobelayth8449
    @herobelayth8449 2 года назад +10

    ভীষণ মায়াবী কণ্ঠ

  • @mostafakayes4646
    @mostafakayes4646 2 года назад +10

    এখনো কণ্ঠস্বরটা অনেক কিউট❤️

    • @jayashreeghosh985
      @jayashreeghosh985 2 года назад

      অপৃর্ব অপূর্ব অপূর্ব।
      🌷🌷

  • @yasminbegum3919
    @yasminbegum3919 2 года назад +2

    Khub sundor moner manus chhilen sei rokom sundor misti gaaner gola protima banerjee r.