Ami Niralay Bose with lyrics | আমি নিরালায় বসে | Manna Dey

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2017
  • It is originally a super hit Bengali Basic song of MANNA DEY on Sad mood. Lyricist of this song is Shyamal Gupta and Manna Dey is the music director who had composed this evergreen hit song for his own PUJA Album released in 1959. Now we are presenting this super hit sentimental song as a lyrical video to sing along and to make it more attractive with suitable colorful pictures to depict the mood and theme of this song. Hope you will like the new form of music video.
    Song Credits:
    Song: Ami Niralay Bose
    Song: আমি নিরালায় বসে
    Artiste : Manna Dey
    Music Director : Manna Dey
    Lyricist : Shyamal Gupta
    Label :: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook :: / saregamabangla
    Twitter :: / saregamaglobal
    Google+ :: plus.google.com/+saregamabengali
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 403

  • @aninditasingha2287
    @aninditasingha2287 6 месяцев назад +5

    আমি অনেকদিন থেকে আপনাদের চ্যানেল এ গান শুনি। লক্ষ্য করেছি, এই কালজয়ী হৃদয়স্পর্শী গান গুলির সাথে যেসব ছবি আপনারা ভিডিও তে দেন সেগুলো একদমই মানানসই নয়। এগুলি গানের মাধুর্যে আঘাত হানে। এগুলি একটু মাথায় রাখবেন

  • @abdulmasud2912
    @abdulmasud2912 11 месяцев назад +4

    এমন আর কেউ আসবেনা, এমন করে আর কেউ গাইবেনা। অন্তরের গভীরে এমন করে স্পর্শ করবার ক্ষমতা কেবল মান্নাদে জী ও রফি সাহেবের ছিল।

  • @motionweb4181
    @motionweb4181 4 года назад +223

    উফ!! কাঁদতে না চাইলেও চোখ দিয়ে জল বেড়িয়ে আসে। এরকম গান কেউ গায়, এমন করে এমন ভাবে গাওয়ার দরকার ছিল, বড্ড বেশী মায়া এ গানে।। মান্না দে ইতিহাসে দ্বিতীয় বার আর হবে না।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 3 года назад +4

      শোনার আমন্ত্রণ
      ruclips.net/video/c3MWT8vgChk/видео.html

    • @soumensamanta7515
      @soumensamanta7515 3 года назад +5

      Khub bhalo bolechen

    • @palashdas7999
      @palashdas7999 2 года назад +6

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @somanandi8604
      @somanandi8604 2 года назад +1

      😢💔🔥

    • @technoudyalogus4319
      @technoudyalogus4319 2 года назад +3

      সত্যি বলেছেন।

  • @mdsaifulislam3599
    @mdsaifulislam3599 3 года назад +52

    যখনই শুনি এই গান তখনই বিস্নৃত হই...নীত হই তোমার পানে হে সঙ্গীত সম্রাট!!

  • @suprabhatdas128
    @suprabhatdas128 9 месяцев назад +7

    পৃথিবীতে শুধু আমি একা আর এই গান। ঈশ্বরের অনুপ্রেরণা ছাড়া এই সৃষ্টি সম্ভব নয়।

  • @shabanaparvin3164
    @shabanaparvin3164 3 года назад +41

    গানটা একেবারে হৃদয় ছুঁয়ে যায়।একা একা শুনলে গানটা বেশী ভালো লাগে।

  • @dipakghosh2700
    @dipakghosh2700 23 дня назад

    কী গান!অসাধারণ। সেই ছাত্র জীবন থেকে শুনছি। আজ আমি সত্তরে পৌঁছনোর পরেও গান টি আমার কাছে একই রকম আকর্ষনীয়।

  • @anjumanara1166
    @anjumanara1166 Месяц назад

    অসাধারণ। বাইরে বয়স হলেই মনের বয়স হয় না।এ কথা আমি সবসময়ই বিশ্বাস করি আর বলিও। খুব ভালো লাগলো ভাই। আমিও অনুপ্রাণিত হলাম।❤

  • @nawshaduzzamankhan4630
    @nawshaduzzamankhan4630 24 дня назад

    সত্যিই অসাধারণ। হৃদয় ছোঁয়া সুর সাগরে হারিয়ে গেলাম। একেবারেই অন্য রকম গায়কী। গানের প্রতিটি কথা সত্যি অসাধারণ।
    একজন মান্না দে হাজার বছরেও একজন জন্মায় না।

  • @ratanpanda2322
    @ratanpanda2322 2 года назад +31

    এতখানি বেদনা ঝরানো গান,শত বছর পেরিয়ে ও রক্ত ক্ষরণ করবে সবার হৃদয়ে।

  • @pratapmondal145
    @pratapmondal145 Год назад +38

    "তুমি বিগত ব্যাথায় , এ ভাঙ্গা হৃদয়ে করেছো লীন"
    শ্রেষ্ঠত্ব বোধহয় একেই বলে😌❤️

    • @mdaminulislam2349
      @mdaminulislam2349 10 месяцев назад

      @

    • @nitaidutta59
      @nitaidutta59 23 дня назад +1

      Right ❤

    • @mrinalchatterjee5922
      @mrinalchatterjee5922 15 дней назад +1

      পুলক বাবুর লেখা, সুধু শিল্পীকে ধন্য ধন্য কোরলে হবে না, এই গানে যিনি অমুল্য ভাষার মনি মুক্তা দিয়ে অনন্য মালা গেঁথে দিয়েছেন তার কথা একটু মনে করি😊😊

    • @pratapmondal145
      @pratapmondal145 15 дней назад

      @@mrinalchatterjee5922 Obossoi....

  • @piyushkantighosh8934
    @piyushkantighosh8934 2 года назад +31

    এই জন্যই বারে বারে বাঙালি হয়ে জন্মাতে চাই।

  • @entertainmentdmukherjee4234
    @entertainmentdmukherjee4234 Месяц назад

    ❤😢উফ্ কী দরদ এ গানে। চোখের টিসু শুকিয়ে গেলেও জল আসবেই!! কি দরকার ছিল এমন মায়াময় গানের, যা শুনলে কাঁদতে বাধ্য করবে।

  • @mdmuniruzzaman8097
    @mdmuniruzzaman8097 3 года назад +23

    আমি যখন প্রকৃতির মাঝে একা থাকি , কেন জানিনা এই গানটির কথাগুলো আামার খুব বেশী মনে পড়ে । অনেক সুন্দর একটি গান । যে গান শুনলে মন ভালো হয়ে যায় ।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 года назад +1

      প্রকৃতিপ্রেমীরা তো ইমোশনাল হবেনই।

  • @rahulkumarrahulkumar9748
    @rahulkumarrahulkumar9748 2 года назад +4

    কমেন্ট পড়তে পড়তে দশ বার শুনলাম গানটা. আর এমনিতেই চোখ দিয়ে জল বেড়িয়ে আসলো. কি কথা আর সুরের মাঝে ফুটিয়ে তুলেছে.

  • @nikhilchakraborty5914
    @nikhilchakraborty5914 3 года назад +18

    যখনি একা একা থেক্ছি সেই সময় গ্রামোফোনে এই গান টি বার বার মং দিয়ে শুনেছি❤❤❤❤

  • @pranabsarkar8084
    @pranabsarkar8084 3 года назад +7

    এমন একটি গভীর বেদনার কবিতার সঙ্গে ছবিগুলো যেনো চাঁদের উপর কালির ছিটা।

  • @mostofazaman5141
    @mostofazaman5141 3 года назад +84

    মান্নাদে না থাকলে হয়তো গীতিকারের এই গান রচনা এতো সার্থক হতো না । মান্নাদের শ্রোতারা এতো বেদনার এতো স্বাদ পেতো না ।

    • @sudipsengupta6015
      @sudipsengupta6015 2 года назад

      Bedonar sadh waw ki darun kotha ❤

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 года назад +1

      তাই তো এই বেদনার স্বাদ এত মধুর

    • @dewdrops5969
      @dewdrops5969 2 года назад +2

      এত সুন্দর মন্তব্য খুবই কম দেখা যায়। ধন্যবাদ আপনাকে। গানটি আমার খুবই প্রিয়।

    • @sajedamahboob4762
      @sajedamahboob4762 2 года назад

      ❤❤❤❤❤❤❤❤

    • @lekillerff612
      @lekillerff612 Год назад

      একদম ঠিক

  • @pranabkundu9524
    @pranabkundu9524 3 года назад +51

    এতো অনুভূতি অন্য কোন গানে পাইনি ।
    বাংলা সঙ্গীতের অদ্বিতীয় শিল্পী ।
    জন্মদিনে শ্রদ্ধা ও প্রনাম ।

  • @BiswajitMondal-yl2md
    @BiswajitMondal-yl2md 3 года назад +103

    এই একটি মানুষ ,যিনি মনের অন্তরালে থাকা প্রতিটি যন্ত্রনা ময় কথা গুলির গানের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটান.....

    • @user-de4lg9wq2u
      @user-de4lg9wq2u 3 года назад +1

      Hmm

    • @somnathbanerjee2590
      @somnathbanerjee2590 3 года назад +1

      সত্যি কথা

    • @somnathbanerjee2590
      @somnathbanerjee2590 3 года назад

      সত্যি কথা

    • @palashdas7999
      @palashdas7999 2 года назад +4

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @sudipsengupta6015
      @sudipsengupta6015 2 года назад

      Right

  • @utpaladhikary4297
    @utpaladhikary4297 Год назад +12

    কি আছে ভগবান আপনার কন্ঠে!!! 🥰🥰

  • @siuliray4008
    @siuliray4008 3 года назад +12

    শৈশব থেকেই শুনে আসছি গান। এক কথায় অসাধারণ।

  • @chatterjeesoumen25
    @chatterjeesoumen25 3 года назад +32

    অনবদ্য❤️
    এমন শিল্পী আর পাবেনা এ পৃথিবী🙏

  • @anjankumarsengupta9409
    @anjankumarsengupta9409 8 месяцев назад +1

    মান্না দের গান শোনার জন্যেই এই পৃথিবীতে বারবার জন্মানোর ইচ্ছে হয়!! আমি সেই ষাটের দশক থেকেই মান্না দেবাবুর গান শুনে পাগল হয়েছি!! জীবন বাজি রেখে অনুষ্ঠান ‌‌শুনেছি সেই নকশাল আমলে!!

  • @g.mukherjee1103
    @g.mukherjee1103 3 года назад +42

    সেই ছোট্ট বেলা থেকে শুনছি আজ বুড়োবেলাতেও তৃষ্ণা মেটে না ।

    • @SrijanShawD
      @SrijanShawD 2 года назад

      Koto boyesh apnar??

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 Год назад +1

      সত্যি তাই। সেই সত্তরের দশক থেকে আজ এই পরিনত বয়সেও সমান আবেদনশীল আমার কাছে। সশ্রদ্ধ প্রণাম জানাই এই প্রবাদপ্রতিম বরেন্য শিল্পী কে 🙏🙏🙏🙏

  • @samirsanyal5827
    @samirsanyal5827 2 года назад +8

    ভাবা যায় না গানের বানী র মোরে মোরে নব নব সৃজনশীলতা তেমনি সুরের নব নব রূপ উদ্ভাবন । এবং এমন অভিনব পেশকারির যোগ্য তা কেবল মান্না স্যার এর । সাষ্টাঙ্গে প্রনাম ।

  • @asimsarkar9388
    @asimsarkar9388 4 года назад +22

    মান্না দে মানেই একটা যুগ ! একটা milestone

    • @sahebpal3210
      @sahebpal3210 Год назад

      একদম ঠিক বলেছেন ,মান্না দে মানেই একটা যুগ ,সেটা গানের মধ্য প্রকাশ পেয়েছেন তিনি ,

  • @arunkumarroy925
    @arunkumarroy925 3 года назад +15

    জীবনে যে কতবার এ গান শুনেছি তা হিসেব করা ভার । অতুলনীয় ।

  • @badaldey5708
    @badaldey5708 2 года назад +6

    কিংবদন্তি শিল্পী মান্না দে'র গাওয়া আমার সবচেয়ে প্রিয় গান।
    অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর।
    💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @pankajroychowdhury3750
    @pankajroychowdhury3750 3 года назад +9

    অসাধারন কণ্ঠশিল্পী। খুব ভালো লাগলো। এগিয়ে চলো।

  • @rehanaparvin2314
    @rehanaparvin2314 3 года назад +9

    আমার এ সব পুরাতন গান শুনতে খুবই ভাল লাগে । তৃপ্তি মেটে না। এনাদের গান কখনও পুরাতন হয় না।।

  • @backupmon357
    @backupmon357 3 года назад +12

    মনের কথা গুলো সব যেনো এখানে...!♥♥♥

  • @SujanDas-lv6bq
    @SujanDas-lv6bq 3 месяца назад +2

    স্মৃতির পাতার স্মারক।২০২৪ এ শুনছি।এর আগেও বহুবার শুনেছি এখন আমার বয়স ১৮

  • @user-nh7sh6xo2s
    @user-nh7sh6xo2s 21 день назад

    শিল্পীদের গুরুদেব মান্না দে ❤️❤️❤️

  • @GoldenTune2009
    @GoldenTune2009 3 года назад +65

    জীবনে সব চেয়ে এই গানটা বেশি বার শুনেছি। মান্না দে সঙ্গীতের ঈশ্বর।

    • @piyushkantighosh8934
      @piyushkantighosh8934 2 года назад

      কথা এবং সুরকারের ও সমান অবদান আছে এটা আমরা সুরের মূর্ছনায় প্রায়শই ভুলে যাই।

    • @palashdas7999
      @palashdas7999 2 года назад

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 года назад

      @@piyushkantighosh8934 সঠিক কথা বলেছেন। গানের কথার কৃতিত্ব আমরা প্রায়ই গায়ক কে দিয়ে থাকি। আর সুর তো আছেই।

    • @indranilchatterjee2673
      @indranilchatterjee2673 2 года назад +1

      @@piyushkantighosh8934 অবশ্যই! আর এই গানটির সুরকার মান্না দে নিজেই! গীতিকার আর এক দিকপাল প্রতিভা শ্যামল গুপ্ত।

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 2 года назад +45

    এমন হৃদয় উজাড় করা সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাই। বিশেষ করে এই গানটি যখনই শুনেছি তখনই মনটা এক অদ্ভুত আনন্দময় অনুভব ও আবেশে ভিজে গেছে। অনন্য প্রতিভার অধিকারী মান্না দে গানের জগতে যেন এক ঈশ্বর পুরুষ।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 года назад +3

      সবটুকু কৃতিত্ব কিন্ত শিল্পী ও সুরকারকে দেয়া যাবে না। আপনার অনুভূতিশীল মন কিছুটা কৃতিত্বের দাবিদার। গানটি তো অনেকেই শুনছি , সবাই কি এমন অভিভূত হয়ে পড়ছি ? ভাল শ্রোতারাই তো এইসব কালজয়ী গানকে চিরজীবি করে রাখেন।

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 Год назад +1

      ​@@dewdrops5969 একদম ঠিক। বড় সুন্দর বলেছেন 👍👍

  • @indirasinha2297
    @indirasinha2297 2 месяца назад

    কি যে মর্মস্পর্শী গান গাইলেন, অসাধারণ ।।🌱⚘️🌱

  • @skmusicvideo4135
    @skmusicvideo4135 3 года назад +39

    এক কথায় অসাধারণ।
    এমন সুর, এমন মিষ্টি কণ্ঠ
    এতো টেলেন্ট শিল্পী আর আসবে না এই পৃথিবীতে।
    আই মিস ইউ কাকা।

    • @debapriyasengupta4047
      @debapriyasengupta4047 3 года назад +3

      Your several heart touching and rich comments in cultural arena such as memory lane music, recitation etc. proves your rich taste.

    • @abdatta8082
      @abdatta8082 Год назад +1

      অনেক ভালো গানের মধ্যে এটি সবচেয়ে প্রিয় গান।চোখে নিজে থেকেই জল এসে যায়।

  • @sanjibbhattacharyya8630
    @sanjibbhattacharyya8630 3 года назад +18

    '.Our sweetest songs are those that tell of saddest thought '.এ গান কী শুধু বেদনার? আমি তো এ গানের মধ্যে অদ্ভুত এক সুখের অনুভূতি পাই। এ জন্যই মান্না দে মহান।

    • @kalyandasgupta5092
      @kalyandasgupta5092 2 года назад

      Maa kali

    • @dewdrops5969
      @dewdrops5969 2 года назад +2

      বিখ্যাত কবি পি বি শেলী র মূল্যবান উক্তি টি উদ্ধৃত করার জন্য ধন্যবাদ।

  • @anirbanchakraborty2470
    @anirbanchakraborty2470 5 месяцев назад

    Manna Dey a singer can be one of world's all time greats. But Manna Dey as a music director is one of world's most underrated thing.

  • @tapanpaul1535
    @tapanpaul1535 3 года назад +12

    অসম্ভব সুন্দর আর বেদনাভরা এই গান। Thanks for uploading...

  • @aminulkabir1864
    @aminulkabir1864 4 года назад +18

    শৈশবে
    ফিরে যাই বার বার.......
    যে স্হৃতি শুধু কাঁদায়...

  • @shyamalghosh7920
    @shyamalghosh7920 6 месяцев назад

    এরকম শিল্পি হাজার বছরে একজন জন্মাবে না।

  • @Bm-fp7ye
    @Bm-fp7ye 3 года назад +4

    মান্না দে এক এবং অদ্বিতীয় । এই শিল্পীর কোন বিকল্প নেই ।

  • @tulsimaiti6299
    @tulsimaiti6299 4 года назад +80

    আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই কোরি, হে ঈশ্বর তুমি আমার জীবনটা নিয়ে এই মহান শিল্পী প্রানের শিল্পী মান্না বাবুকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও কারন মান্না দে ছাড়া মান্না প্রেমি মানুষ গুলো বড়ই কাঁদছেগো । দাওনা ঈশ্বর ফিরিয়ে আমাদের হৃদয়ের মান্না বাবুকে ।

    • @aruproychoudhury1714
      @aruproychoudhury1714 4 года назад +1

      মনের কথা

    • @BiswajitMondal-yl2md
      @BiswajitMondal-yl2md 3 года назад +2

      তুমি সত্যিই আমার মতো মন্না বাবুর অন্ধ ভক্ত......

    • @sujoyaich4883
      @sujoyaich4883 3 года назад +2

      আমিও আছি তোমার সাথি হবার জন্য।

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 года назад +1

      বড়োই সুন্দর বলেছেন। আহা.... 👍

    • @vipulde
      @vipulde 2 года назад +3

      সত্যিই যদি তা সম্ভব হত তবে জানিনা সে লাইন কত দীর্ঘ হত

  • @ranjitkumarroy5548
    @ranjitkumarroy5548 3 года назад +6

    মনের মণিকোঠা থেকে যাবতীয় বেদনাগুলো নিংড়ে বের করতে পারে এমন অসাধারণ গান ।

  • @goutamsacharya1575
    @goutamsacharya1575 2 года назад +2

    চিরদিন চিরকাল শিল্পীর এই বুকের ভেতর ঝড় তুলে দেওয়া গানের অনুভূতি কে কুর্নিশ।। তিনি ছিলেন এবং থাকবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত।। শত কোটি প্রণাম।।

  • @utpalmukherjee9835
    @utpalmukherjee9835 3 года назад +4

    সত্যিই নিরালায় anubhav o shonar জন্য এই গান।

  • @MichaelJerry8758
    @MichaelJerry8758 3 года назад +6

    সংগীতের সর্বোচ্চতোরে গান গাও শিল্পী ❤️❤️

  • @naim.alamgir
    @naim.alamgir 2 года назад +12

    Simply superb, Manna Dey at his best, and listen carefully to the lyrics!! Wonderful! Heart touching!

  • @triptibhattacharjee5293
    @triptibhattacharjee5293 4 месяца назад +1

    Gaan shune mon bhore galo.❤

  • @gautammukherjee2858
    @gautammukherjee2858 Год назад +1

    ঈশ্বর এই অমর শিল্পী কে আবার পৃথিবীতে

  • @somamaitra5919
    @somamaitra5919 Месяц назад

    ঈশ্বর দত্ত গলা, শুনলে গায় কাঁটা দেয়। কি অসাধারণ গায়কী। আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনার মতো একজন শিল্পীকে পেয়েছি। ওনাকে আমার শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানাই।🙏🙏

  • @shyamalkumarmajumdar6682
    @shyamalkumarmajumdar6682 10 месяцев назад +1

    শব্দ গুলো মনে হলো
    হৃদয়ের ঘরে হু হু করে বেদনা র সুর তোলে

  • @mridulbanik4289
    @mridulbanik4289 2 года назад +4

    আমি নির‌‌‌ালায় বসে
    বেঁধেছি আমার স্মরণ বীণ
    একি বেদনার মত
    বেজেছে আাবার হারানো দিন ||

  • @GoutamKumarGhoshGhosh
    @GoutamKumarGhoshGhosh 3 года назад +5

    অন্তরের কথা নিংড়ে বেড়িয়ে আসে । অমর শিল্পী লহ মোর প্রনাম ।

  • @vipulde
    @vipulde 2 года назад +18

    আঘাতে আঘাতে হৃদয় কত শত টুকরো হলে কতটা রক্তক্ষরণ হলে কত সমুদ্র চোখের জলে কতটা যন্ত্রনায় বিদ্ধ হলে এরকম গান গাওয়া সম্ভব..... হে সঙ্গীতের ঈশ্বর, তোমাকে প্রণাম

  • @kishordas6377
    @kishordas6377 3 года назад +10

    এইসব অমূল্য আবেগের গানে এমন ছবি কি দিতেই হবে?

    • @sudipsengupta6015
      @sudipsengupta6015 2 года назад

      Ra chhobi niye ato matha batha kano? Uni ganta upload korechhe tar jonno thanks janan.

  • @sushantadas7501
    @sushantadas7501 Год назад +1

    এত গান নয় , জীবনের স্বরলীপি।

  • @azizulofficial4163
    @azizulofficial4163 8 месяцев назад +1

    বারবার শুনতে ইচ্ছে করে

  • @Nerab99
    @Nerab99 Год назад +1

    চোখের জল ধরে রাখতে পারছিনা । কান্না ছাড়া এই গানের কোনো উপমা নেই।

  • @goutambandyopadhyay4344
    @goutambandyopadhyay4344 Год назад +1

    গীতিকার শ্যামল গুপ্ত সুরকার- কন্ঠশিল্পী মান্না দে'র অবিস্মরণীয় সৃষ্টি।

  • @GoutamKumarGhoshGhosh
    @GoutamKumarGhoshGhosh 4 года назад +7

    কোন দিন মান্না দে কে ভুলতে পারবো না।

  • @antarikshasamanta2809
    @antarikshasamanta2809 Год назад +1

    এই সুন্দরতম এবং পবিএতম গানটি যখন আমি শুনি তখন আমার হৃদয় বিদীর্ন হয়ে ওঠে এবং আমি সম্পূর্ণ বাক্যহারা হয়ে পড়ি এবং আমার অঝরো নয়নে বারি ঝরতে থাকে।

  • @SaikatPodder
    @SaikatPodder 3 года назад +6

    এগুলো গান নয় এগুলো ভালোবাসা❤️

  • @saibalchakravarti6143
    @saibalchakravarti6143 4 месяца назад +1

    এই ধরণের গভীর অর্থবহ সুরসমৃদ্ধ গান আর তৈরী হবে না কারন গাইবার মানুষটি আমাদের ছেড়ে সুরলোকে চলে গেছেন।

  • @menakanaskarmondal7652
    @menakanaskarmondal7652 3 года назад +4

    আমি কেন জানি না যে এই গান গুলোর মধ্যে আমি হারিয়ে যাই

  • @kaushikghosh1113
    @kaushikghosh1113 Год назад +1

    ভুলে যাওয়া, ভুলে থাকা গুলো বুকের মাঝে ধাক্কা দেয় যখন একা একা এই গানগুলো শুনি ।

  • @mahinhasan9660
    @mahinhasan9660 2 года назад +12

    বয়সটা কুড়ি!!!! 2022 এই জেনারেশনে এসে আমি এমন গান শুনছি😎
    নিজেকে অনেক দামি মনে হয়

    • @proproot
      @proproot 2 года назад

      Amio ekhon 19+. 1 bochor holo purano gaan sunchi.

    • @vipulde
      @vipulde 2 года назад +1

      কিছু গান কিছু শিল্পি কালোত্তীর্ণ, তারা সময়ের অনেক আগে আগে চলে আবার চলার পথে পেছনে পড়ে থাকা সবকিছুকেও নিয়ে চলে

  • @ashimsarkar5200
    @ashimsarkar5200 2 месяца назад

    jotobar suni toto bar choker jol atkata pari na ....

  • @zahurulalam1142
    @zahurulalam1142 3 года назад +8

    ভাল থেকেও সুখে নেই..........

  • @surjendrabandyopadhyay9040
    @surjendrabandyopadhyay9040 3 года назад +4

    স্মৃতি,এ কি অসাধারণ গান!!

  • @biplabbanerjee5115
    @biplabbanerjee5115 4 месяца назад

    This type of song brings tears in the eyes

  • @debabratabharati4354
    @debabratabharati4354 2 года назад +2

    শুধু কান্না পায় এই গানটা শুনলে l জানিনা কেন?

  • @rinadutta6012
    @rinadutta6012 Год назад

    এতো সুন্দর গানের কথা,সুর,গায়ক সব মিলিয়ে এক অপূর্ব সঙমিশ্রন শ্রদ্ধেয় মান্নাদে আমার অতি প্রিয় শিল্পী ওনার প্রতিটা গান আমার প্রিয় ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @moksudahalim5596
    @moksudahalim5596 3 года назад +4

    বুক ফেটে যায় !

  • @mahadevmajhi7546
    @mahadevmajhi7546 4 года назад +6

    Tumi ei ganer majhei amader madhye bachen thakbe chiro din.🙏

  • @palashsarker7092
    @palashsarker7092 2 года назад +2

    অস্পষ্ট ব্যাথাগুলি স্পষ্ট হয়ে ওঠে ওনার গলায়

  • @pradipdatta9905
    @pradipdatta9905 5 лет назад +12

    Only 26,217 have views! This is just superb Manna Day, none can sing sad songs in this style.

  • @mestutorial
    @mestutorial 3 года назад +8

    Excellent

  • @alokkumarbhuna2753
    @alokkumarbhuna2753 2 года назад +1

    অপূর্ব, খুব সুন্দর গান । এ গান কোন দিন পুরানো হবে না।

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 4 года назад +6

    স্মরণীয় শিল্পীর স্মরণীয় গান❤️❤️🙏🙏🙏🙏

  • @sukantabiswas428
    @sukantabiswas428 Год назад +1

    আহা! আমার অসম্ভব প্রিয় গান

  • @manmathamajumdar8414
    @manmathamajumdar8414 4 месяца назад

    মান্না দের গাওয়া আমার প্রিয়তম গান

  • @abmsalahuddinmukul9789
    @abmsalahuddinmukul9789 Год назад

    অসাধারণ একটি গান গেয়ে মান্না দে স্বরনীয় হয়ে আছেন কতবার যে গান টি শুনেছি জানিনা তবুও নতুন্ রয়ে গেছে আমরা এমন শিল্পী আর পাবো না?

  • @sugatasengupta5617
    @sugatasengupta5617 2 года назад +4

    Words are not enough to express my feelings for the pain and emotion this immortal composition conveys in solitude !

  • @sukanyabasu9854
    @sukanyabasu9854 3 года назад +3

    Ei gan sunechi bole nijeke bhagyoboti mone kori🙏

  • @kazitareq9553
    @kazitareq9553 Год назад

    গান তো নয় যেনো ব্যর্থ প্রেমিক হৃদয়ের চাপা কান্না সুরে সুরে বেরিয়ে আসছে।

  • @debashischatterjee9921
    @debashischatterjee9921 7 месяцев назад

    এই গানটি আমি হাজার বার শুনেছি 😔আরও হাজার বার শুনলেও মন ভরবে না

  • @ranamitra9261
    @ranamitra9261 Год назад +6

    It provokes the subtle mind of the melancholy feelings which really surfaces with this wonderful voice - this is really unparallel - a next level way of singing.

  • @arabindabasu4145
    @arabindabasu4145 2 года назад +1

    অসাধারণ একটা গানের সাথে এই ছবিগুলো না দিলে কি চলতো না ।।

  • @tamalmukherjee4346
    @tamalmukherjee4346 3 месяца назад

    অতুলনীয় ।

  • @somenathmodak8728
    @somenathmodak8728 Год назад +1

    গানের কথা গুলো
    খুব সুন্দর
    বার বার শুনলেও মন ভরে না

  • @saugatadasgupta3507
    @saugatadasgupta3507 2 года назад +1

    অনেক সুন্দর গান......বুকে কস্ট নিয়ে শুনতে হবে

  • @Dulan144
    @Dulan144 3 года назад +2

    এই সব গান নিরিবিলি শুনতেই ভালো লাগে।

  • @suprabhatdas128
    @suprabhatdas128 12 дней назад

    অসীম স্মৃতি মেদুর ।

  • @humanityaboveall.3638
    @humanityaboveall.3638 2 года назад

    Akmatra Manna Babu r pokkhei sambhab erokom gaan ke sarthak porinoto rup deya.Uni je sangeet er gurudeb.Pandit Ajoy Babu r priyo silpi tini.🙏🙏🙏♥️

  • @somnathbanerjee6770
    @somnathbanerjee6770 3 года назад +2

    বিনম্র শ্রদ্ধা

  • @arupkumarghosh3845
    @arupkumarghosh3845 4 года назад +5

    তুমি চলে যাবার পরেই এই গানটা এতোটা ভালো লেগেছে -''!

  • @utpalmukherjee9835
    @utpalmukherjee9835 3 года назад +6

    Ader হারিয়ে আমরা অনেক গরীব হয় a গেছি, এরা তো আর ফিরবেন না।