খলিল মাহ্মুদের লেখা, সুর করা ও মিউজিক কম্পোজ করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ পাঠান। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হবে। খলিল মাহ্মুদের লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক : ১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। ruclips.net/video/OnDogzM_Znc/видео.html ২। আমি এই শহরের পথে পথে হাঁটি। ruclips.net/video/BYD5QchIw9o/видео.html ৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। ruclips.net/video/d8wAoatVmhU/видео.html ৪। শহরের অলিগলি, যত রাজপথ। ruclips.net/video/bPpht-GfjEU/видео.html ৫। তুমি কোথায় আছো, কেমন আছো? ruclips.net/video/QUqOUgkJf8E/видео.html ৬। তোমার কথা তোমার জন্য। ruclips.net/video/mBeYCjtjfXE/видео.html ৭। তুমি সখী সোনাপাখি। ruclips.net/video/Bhd1uwY46l0/видео.html ৮। মনে আমার আগুন জ্বলে রে। ruclips.net/video/oh6_pE83KrU/видео.html ৯। ওরে তুই নিঠুর কালা। ruclips.net/video/3BTggNRwvl4/видео.html ১০। কিচ্ছু কেন বলছো না। ruclips.net/video/5M7sfM66kfA/видео.html ১১। যে বেদনা দিয়েছিলে। ruclips.net/video/xD-w8yyYkpE/видео.html ১২। আজ দিনভর তাকিয়ে থাকবো। ruclips.net/video/jXNqzj7ntU0/видео.html ১৩। যত চাই ভুলে যেতে - শিল্পী : প্রকাশ। ruclips.net/video/Ph7m1qyuwtY/видео.html ১৪। সেই তুমি চলে গেছো - শিল্পী : মেহেদী। ruclips.net/video/DjIczo-r0PY/видео.html ১৫। যত চাই ভুলে যেতে। ruclips.net/video/AwcbACjq5YY/видео.html ১৬। এই মাটির দেহ, মাটিই হইব- ভার্সন-১। ruclips.net/video/G6WYhQUWoAI/видео.html ১৭। হার মানো নি। ruclips.net/video/VzPg9fDuoho/видео.html ১৮। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। ruclips.net/video/4QdBZyIWzd0/видео.html ১৯। মনে পড়ে, যখন বৃষ্টি পড়ে নিঝুম দুপুরে। ruclips.net/video/0H5HquynaH8/видео.html ২০। সেই তুমি চলে গেছো। ruclips.net/video/kH2OJ9qk-rg/видео.html ২১। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। ruclips.net/video/mrnmpnHOndY/видео.html ২২। পাষাণ বন্ধু রে। ruclips.net/video/nRSDVoSa1a8/видео.html ২৩। তুমি চলে যেতে যেতে। ruclips.net/video/7qjpFqwN0S8/видео.html ২৪। ও সুজানা, তুই আমারে নিয়ে যা। ruclips.net/video/6BmalyHj0eU/видео.html ২৫। তুই যখন চলে গেলি। ruclips.net/video/iKJyvVZCpJw/видео.html ২৬। যেতে যেতে আজ। ruclips.net/video/pQjtpz4Hqns/видео.html ২৭। যেই প্রেমে হয় যন্ত্রণা। ruclips.net/video/JtVHFBolNeE/видео.html ২৮। বহুদিন পর কোনোদিন যদি।ruclips.net/video/D_jHeYjzHVs/видео.html ২৯। কাল তুমি এসেছিলে। ruclips.net/video/kbU07dwDUHw/видео.html ৩০। মন তার আকাশের বলাকা/ ruclips.net/video/LCTkg8yTPRk/видео.html ৩১। তোমার কথা তোমার জন্য। ruclips.net/video/CNbl6Gk2Xio/видео.html ৩২। ঘরের মানুষ। ruclips.net/video/A3iKNBpV390/видео.html ৩৩। তুমি আসবে কি আজ? ruclips.net/video/IIqOp0BlYP4/видео.html ৩৪। আয় রে ফিরে আয় পাখি, আয় রে ফিরে আয়। ruclips.net/video/Nif30ppAo38/видео.html ৩৫। আমার মন দিলাম, প্রাণ দিলাম। ruclips.net/video/2i_nYlNSkt0/видео.html ৩৬। আমি তোমার মনের মতোন হইতাম যদি। ruclips.net/video/8TuFN7rWP9o/видео.html ৩৭। এই তো আমি এসেছি কাছে। ruclips.net/video/ogaT61jl8m8/видео.html ৩৮। আবার এলেই কাছে (লিরিক - স্প্যাঙ্কড)। ruclips.net/video/kyfOzIsPWnI/видео.html ৩৯। আমি তো ফিরে ফিরে আসবো (লিরিক - মিরোরডডল)। ruclips.net/video/Hw6Ny4GK8AQ/видео.html ৪০। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/zahWJJgk-E4/видео.html ৪১। এই নিরালায় বসো প্রিয়তমা। ruclips.net/video/9J1WyKmAevE/видео.html ৪২। আমরা সবাই অতিথি ভাই। ruclips.net/video/7RFO3GpX6gs/видео.html ৪৩। ঘরে আমার মন বসে না। ruclips.net/video/e-7Ejbotilw/видео.html ৪৪। তোমার বাড়ি যাব সখী। ruclips.net/video/7OpcZ3RgWMM/видео.html ৪৫। আমি একফোঁটা জল তোমার জন্য রেখে গেলাম। ruclips.net/video/NLH6iSgpf4g/видео.html ৪৬। বড়াই কইরো না রে মানুষ। ruclips.net/video/Z5piDe-d4QQ/видео.html ৪৭। আমি যে তোমার প্রেমে পড়েছি। ruclips.net/video/naDn0u_5JFQ/видео.html ৪৮। ও আমার বাংলাদেশ (লিরিক - জটিল ভাই)। ruclips.net/video/pezTOIMKP0o/видео.html ৪৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি। ruclips.net/video/uTQxqav9SlU/видео.html ৫০। আমার সঙ্গে চলো। ruclips.net/video/Lyd0EFZ8Rfc/видео.html ৫১। হার মানো নি। ruclips.net/video/CvgDO3CQqpM/видео.html ৫২। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। ruclips.net/video/WIsb16efpUc/видео.html ৫৩। বান্দা তোমার নজর খোলো। ruclips.net/video/vbhhro5DE40/видео.html ৫৪। আমাদের এই ভালোবাসা। ruclips.net/video/HUzcGjhiIUo/видео.html ৫৫। তোমার কোনো দোষ ছিল না। ruclips.net/video/OCXYWLHt6eM/видео.html ৫৬। আমায় যদি যাও গো ফেলে। ruclips.net/video/JWCtOKc54f8/видео.html ৫৭। তোমার কথা মনে পড়লে। ruclips.net/video/MtDIKB4LkfM/видео.html ৫৮। তুমি চলে গেছো বন্ধু। ruclips.net/video/kHKfjHXtvWY/видео.html ৫৯। গরুরে চরাও, গরুরে খাওয়াও। ruclips.net/video/6gPfEPb9wiE/видео.html ৬০। তোমার কথা মনে পড়লে। ruclips.net/video/64qWjzPN3zo/видео.html ৬১। সাধের কদু বানাইলো মোরে তরকারি। ruclips.net/video/GzFPdAq0MT8/видео.html ৬২। ঘরের মানুষ। ruclips.net/video/Do8Qh-LDjcA/видео.html ৬৩। মাটির দেহ মাটিই হইব (ভার্সন-২)। ruclips.net/video/sHRzWoDyx3Y/видео.html ৬৪। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/KQbD7F1qYH4/видео.html ৬৫। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/KQbD7F1qYH4/видео.html ৬৬। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। ruclips.net/video/je0jIpgmRik/видео.html ৬৭। ডাকছে আমায় হাতছানিতে। ruclips.net/video/gSWDAK1SOIs/видео.html ৬৮। বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে (লিরিক - শোয়েব মজুমদার)। ruclips.net/video/mYaNPgY7ji8/видео.html ৬৯। কতদিন পরে দেখা হলো আজ। ruclips.net/video/8Xmz82OFTXI/видео.html
অনেক দিন গানগুলো মন প্রানখুলে আগে যে ভাবে সাজিয়ে রাখা গান শুনতে পেতাম ঠিক সেই ভাবে গান শুনতে আমার অনেক সুন্দর ওভাল লাগলো। আসা করি এ-ই ভাবে শুনাবেন।অনেক ধন্যবাদ। 🌹❤️🌹
5/6 বছর বয়স, ছিদ্র করা নারকেলের মালার একদিকে লাঠি ঢুকিয়ে , সে মালায় মোম বাতি জ্বেলে গ্রামের অন্ধকারে মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা থেকে দূরে আরেকটা দুর্গা পূজার মন্ডপে যেতাম আর কানে ভেসে আসতো এইসব গান .... । তখন আমি জানতামনা যে, কে গায়। কে লেখে। কে সুর করে। ইত্যাদি।। আজও সে সব গান কানে ভেসে আসে। আসবেও ।
কমেন্টে খুব নস্টালজিক হলাম। গ্রামীন জনপদে এ গান বাজতো মাইকে, বিভিন্ন অনুষ্ঠানে, দিনে ও রাতে। মাইকের গানই ছিল আমাদের গান শোনার প্রধান মাধ্যম। আপনার কথায় সেই দিনগুলো ফিরে এলো যেন। আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??
কি অসাধারণ গানের কথা, হে ঈশ্বর , ---প্রেমিকা কিম্বা নারীরূপের বর্ণনার উপমা এর থেকে সুন্দর, নান্দনিক তথা হৃদয় স্পর্শ করা কথা কি আর হতে পারে???🙏🙏🙏 সু- মধুর কন্ঠের মন উদাস করা সুরের মাধুর্য!! আমরা সত্যিই ভাগ্যবান 🙏🙏🙏
1980 সন ।মিনিবাসে করে যাচ্ছি আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি। পাহাড়ী পথে সন্ধ্যায় এই গান শুনতে শুনতে মন কোথায় হারিয়ে যাচ্ছিল। আজও ভুলতে পারি না সেই গান ও তার সময় ও পাহাড়ী পথের দৃশ্য।
indrani movie কতবার দেখেছি বলতে পারবো না। এ উত্তম সূচিত্রা জুটি এপার বাংলা ওপার বাংলা বা বলতে পারেন, ভারতের অন্য কোন রাজ্যে ( আমার মতে) আর হবে না। হিন্দি তামিল তেলেগু মারাঠী সব ছবি দেখি কিন্তু সে উত্তম সুচিত্রা সেন বা মালা সিনহা তনুজাদের ছবির মত মনে দাগ কাটে না। ভালো থাকুক তারা সে পারে (সুচিত্রা উত্তম )
নতুন কোনো গান পাচ্ছি না পুরোনো গুলোই বারে বারে শুনে যাচ্ছি, পুরোনো তো হয় না গানগুলো কোনো দিন, পুরোনো হবেও না। আপনিও কোনো দিন পুরোনো হবেন না, আমাদের কাছে চিরদিন নতুন হয়েই থাকুন।
আমার খুব পছন্দের গান। গানের কথা, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন কথায় গৌরীপ্রসন্ন মজুমদার, সংগীত পরিচালনায় নচিকেতা ঘোষ, ও কন্ঠে ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়। চিরদিনের ও চিরন্তন থেকে যাবে।
কি যে ভালো লাগলো , ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আরো উত্তম- সুচিত্রা জুটির সাথে এইরকম গান শোনানোর অনুরোধ রইলো। এই চ্যানেলটির জন্য অনেক শুভেচ্ছা রইলো। 💐💐💐❤️❤️❤️❤️
Description এ আপনার প্রয়াস এর কথা টা দেখলাম। আমিও অনেক টা আপনার মত মনোভাবাপন্ন। আধুনিক অশ্লীল ও উগ্র গান আমার ভালো লাগে না । কুর্নিশ জানাই আপনার এই প্রয়াস কে। ❤️❤️🙏🙏🙏 আরো এরকম অমূল্য গান সংগ্রহ চালিয়ে যান 🙏🙏
ডেসক্রিপশন পড়ার জন্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
অল্প বয়সে এই গানের মহিমা তেমন বুঝতাম না, এখন হারে হারে বুঝি। একটাই কথা ..... 'স্বর্গীয়', কোনও তুলনা হবে না। এখন আমার ২৭ বছর বয়েস, কিন্তু সেই পুরোনো ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে, সরল ও নিষ্পাপ সেই দিন। যদিও সেটা অসম্ভব, তবে ভগবানকে প্রণাম করে এই জীবনটাকেই ফের নতুন করে শুরু করার পবল তাগিদ পেলুম। এই গানটি পোস্ট্ করার জন্যে অনেক ধন্যবাদ, আমার মা এটা শুনছিলেন, ফের আমায় লিঙ্কটা পাঠালেন। 💖🙏😊
Appropriate Macthing of GURU-UTTAM & SUCHITRA MADAM WITH BESTVOICED SINGER OF ALL-TIME, GURU-HEMANTA!!! KEEP IT UP WITH SUCH 'BEST COMBINATION & ADD GITASREE SANDHYA MUKHERJEE, LONE SURVIVOR, TILL WITH US!!
আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??
খলিল মাহ্মুদের লেখা, সুর করা ও মিউজিক কম্পোজ করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ পাঠান। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হবে।
খলিল মাহ্মুদের লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। ruclips.net/video/OnDogzM_Znc/видео.html
২। আমি এই শহরের পথে পথে হাঁটি। ruclips.net/video/BYD5QchIw9o/видео.html
৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। ruclips.net/video/d8wAoatVmhU/видео.html
৪। শহরের অলিগলি, যত রাজপথ। ruclips.net/video/bPpht-GfjEU/видео.html
৫। তুমি কোথায় আছো, কেমন আছো? ruclips.net/video/QUqOUgkJf8E/видео.html
৬। তোমার কথা তোমার জন্য। ruclips.net/video/mBeYCjtjfXE/видео.html
৭। তুমি সখী সোনাপাখি। ruclips.net/video/Bhd1uwY46l0/видео.html
৮। মনে আমার আগুন জ্বলে রে। ruclips.net/video/oh6_pE83KrU/видео.html
৯। ওরে তুই নিঠুর কালা। ruclips.net/video/3BTggNRwvl4/видео.html
১০। কিচ্ছু কেন বলছো না। ruclips.net/video/5M7sfM66kfA/видео.html
১১। যে বেদনা দিয়েছিলে। ruclips.net/video/xD-w8yyYkpE/видео.html
১২। আজ দিনভর তাকিয়ে থাকবো। ruclips.net/video/jXNqzj7ntU0/видео.html
১৩। যত চাই ভুলে যেতে - শিল্পী : প্রকাশ। ruclips.net/video/Ph7m1qyuwtY/видео.html
১৪। সেই তুমি চলে গেছো - শিল্পী : মেহেদী। ruclips.net/video/DjIczo-r0PY/видео.html
১৫। যত চাই ভুলে যেতে। ruclips.net/video/AwcbACjq5YY/видео.html
১৬। এই মাটির দেহ, মাটিই হইব- ভার্সন-১। ruclips.net/video/G6WYhQUWoAI/видео.html
১৭। হার মানো নি। ruclips.net/video/VzPg9fDuoho/видео.html
১৮। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। ruclips.net/video/4QdBZyIWzd0/видео.html
১৯। মনে পড়ে, যখন বৃষ্টি পড়ে নিঝুম দুপুরে। ruclips.net/video/0H5HquynaH8/видео.html
২০। সেই তুমি চলে গেছো। ruclips.net/video/kH2OJ9qk-rg/видео.html
২১। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। ruclips.net/video/mrnmpnHOndY/видео.html
২২। পাষাণ বন্ধু রে। ruclips.net/video/nRSDVoSa1a8/видео.html
২৩। তুমি চলে যেতে যেতে। ruclips.net/video/7qjpFqwN0S8/видео.html
২৪। ও সুজানা, তুই আমারে নিয়ে যা। ruclips.net/video/6BmalyHj0eU/видео.html
২৫। তুই যখন চলে গেলি। ruclips.net/video/iKJyvVZCpJw/видео.html
২৬। যেতে যেতে আজ। ruclips.net/video/pQjtpz4Hqns/видео.html
২৭। যেই প্রেমে হয় যন্ত্রণা। ruclips.net/video/JtVHFBolNeE/видео.html
২৮। বহুদিন পর কোনোদিন যদি।ruclips.net/video/D_jHeYjzHVs/видео.html
২৯। কাল তুমি এসেছিলে। ruclips.net/video/kbU07dwDUHw/видео.html
৩০। মন তার আকাশের বলাকা/ ruclips.net/video/LCTkg8yTPRk/видео.html
৩১। তোমার কথা তোমার জন্য। ruclips.net/video/CNbl6Gk2Xio/видео.html
৩২। ঘরের মানুষ। ruclips.net/video/A3iKNBpV390/видео.html
৩৩। তুমি আসবে কি আজ? ruclips.net/video/IIqOp0BlYP4/видео.html
৩৪। আয় রে ফিরে আয় পাখি, আয় রে ফিরে আয়। ruclips.net/video/Nif30ppAo38/видео.html
৩৫। আমার মন দিলাম, প্রাণ দিলাম। ruclips.net/video/2i_nYlNSkt0/видео.html
৩৬। আমি তোমার মনের মতোন হইতাম যদি। ruclips.net/video/8TuFN7rWP9o/видео.html
৩৭। এই তো আমি এসেছি কাছে। ruclips.net/video/ogaT61jl8m8/видео.html
৩৮। আবার এলেই কাছে (লিরিক - স্প্যাঙ্কড)। ruclips.net/video/kyfOzIsPWnI/видео.html
৩৯। আমি তো ফিরে ফিরে আসবো (লিরিক - মিরোরডডল)। ruclips.net/video/Hw6Ny4GK8AQ/видео.html
৪০। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/zahWJJgk-E4/видео.html
৪১। এই নিরালায় বসো প্রিয়তমা। ruclips.net/video/9J1WyKmAevE/видео.html
৪২। আমরা সবাই অতিথি ভাই। ruclips.net/video/7RFO3GpX6gs/видео.html
৪৩। ঘরে আমার মন বসে না। ruclips.net/video/e-7Ejbotilw/видео.html
৪৪। তোমার বাড়ি যাব সখী। ruclips.net/video/7OpcZ3RgWMM/видео.html
৪৫। আমি একফোঁটা জল তোমার জন্য রেখে গেলাম। ruclips.net/video/NLH6iSgpf4g/видео.html
৪৬। বড়াই কইরো না রে মানুষ। ruclips.net/video/Z5piDe-d4QQ/видео.html
৪৭। আমি যে তোমার প্রেমে পড়েছি। ruclips.net/video/naDn0u_5JFQ/видео.html
৪৮। ও আমার বাংলাদেশ (লিরিক - জটিল ভাই)। ruclips.net/video/pezTOIMKP0o/видео.html
৪৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি। ruclips.net/video/uTQxqav9SlU/видео.html
৫০। আমার সঙ্গে চলো। ruclips.net/video/Lyd0EFZ8Rfc/видео.html
৫১। হার মানো নি। ruclips.net/video/CvgDO3CQqpM/видео.html
৫২। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। ruclips.net/video/WIsb16efpUc/видео.html
৫৩। বান্দা তোমার নজর খোলো। ruclips.net/video/vbhhro5DE40/видео.html
৫৪। আমাদের এই ভালোবাসা। ruclips.net/video/HUzcGjhiIUo/видео.html
৫৫। তোমার কোনো দোষ ছিল না। ruclips.net/video/OCXYWLHt6eM/видео.html
৫৬। আমায় যদি যাও গো ফেলে। ruclips.net/video/JWCtOKc54f8/видео.html
৫৭। তোমার কথা মনে পড়লে। ruclips.net/video/MtDIKB4LkfM/видео.html
৫৮। তুমি চলে গেছো বন্ধু। ruclips.net/video/kHKfjHXtvWY/видео.html
৫৯। গরুরে চরাও, গরুরে খাওয়াও। ruclips.net/video/6gPfEPb9wiE/видео.html
৬০। তোমার কথা মনে পড়লে। ruclips.net/video/64qWjzPN3zo/видео.html
৬১। সাধের কদু বানাইলো মোরে তরকারি। ruclips.net/video/GzFPdAq0MT8/видео.html
৬২। ঘরের মানুষ। ruclips.net/video/Do8Qh-LDjcA/видео.html
৬৩। মাটির দেহ মাটিই হইব (ভার্সন-২)। ruclips.net/video/sHRzWoDyx3Y/видео.html
৬৪। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/KQbD7F1qYH4/видео.html
৬৫। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। ruclips.net/video/KQbD7F1qYH4/видео.html
৬৬। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। ruclips.net/video/je0jIpgmRik/видео.html
৬৭। ডাকছে আমায় হাতছানিতে। ruclips.net/video/gSWDAK1SOIs/видео.html
৬৮। বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে (লিরিক - শোয়েব মজুমদার)। ruclips.net/video/mYaNPgY7ji8/видео.html
৬৯। কতদিন পরে দেখা হলো আজ। ruclips.net/video/8Xmz82OFTXI/видео.html
F. TV
,,
p
⁰⁰
Sweet song can't forget
এই সব গান শুনে নিজেকে বাঙালী ভাবতেই আনন্দ আর গর্বে বুক ভরে যায়। আর শিল্পীর প্রতি শ্রদ্ধা আর সন্মানে মাথা নত হয়
absolutely
>..
গর্বে বুকটা চৌড়া হয়ে যায়.....
ধন্যবাদ।
Absolutely correct dada. Thanks for proper comments.
আহা! কি অপূর্ব সুন্দর সুর আর শিল্পীর কন্ঠের যাদু মনটাকে ছুয়ে যায়
BB
মনটা ভরে গেল গানটা শুনে । এমন গান., সুর , কথা আর হবে না ।
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য।
ভালোবাসা প্রকাশের ভঙ্গিমাই আলাদা🥰🥰😍😍 কতটা সংযত থেকে নিজের আবেগের বহিঃপ্রকাশ হতো তখনকার দিনে!
গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।
@@Sonabeej g9t
খুব ভালো বললেন।
nbv6
Akdom thik riya
শাড়ির সৌন্দর্য কখনোই কোনো ড্রেসেই মিটবে না। কি সুন্দর মার্জিত পোশাক ছিলো আগের সিনেমাতে।
বাঙালি নারী, শাড়িতেই মানায় ভারি। গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।
খুব ভালো বলেছেন।
একদম ঠিক
তখনকার সময়ের যে গানের ভাষা বা অভিনয় ও শারির যে সমম্বয়ের যুগটি ছিলো... হয়তো সেটিই ছিলো স্বর্ণ যুগ... যা আর কখনও ফিরবেনা...৷
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
আজ প্রথম শুনলাম না ! খুব ছোট বেলা থেকেই শুনে শুনে বৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি , এ গান আর পুরাতন হবে না ? এ এক লেখক এর অন্যান্য সৃষ্টি ।
অনন্য
অনেক দিন গানগুলো মন প্রানখুলে আগে যে ভাবে সাজিয়ে রাখা গান শুনতে পেতাম ঠিক সেই ভাবে গান শুনতে আমার অনেক সুন্দর ওভাল লাগলো। আসা করি এ-ই ভাবে শুনাবেন।অনেক ধন্যবাদ। 🌹❤️🌹
ফেলে আসা দিনের কথা মনে পড়ে এই গান শুনে,সেই সুর অভিনয় সাজসজ্জা যেন আর পাওয়া যাবে না ।সেই দিন আর আসবে না ,এখন শুধু চটক্দারি।
সুন্দর কমেন্ট। ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।
5/6 বছর বয়স, ছিদ্র করা নারকেলের মালার একদিকে লাঠি ঢুকিয়ে , সে মালায় মোম বাতি জ্বেলে গ্রামের অন্ধকারে মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা থেকে দূরে আরেকটা দুর্গা পূজার মন্ডপে যেতাম আর কানে ভেসে আসতো এইসব গান .... । তখন আমি জানতামনা যে, কে গায়। কে লেখে। কে সুর করে। ইত্যাদি।। আজও সে সব গান কানে ভেসে আসে। আসবেও ।
কমেন্টে খুব নস্টালজিক হলাম। গ্রামীন জনপদে এ গান বাজতো মাইকে, বিভিন্ন অনুষ্ঠানে, দিনে ও রাতে। মাইকের গানই ছিল আমাদের গান শোনার প্রধান মাধ্যম। আপনার কথায় সেই দিনগুলো ফিরে এলো যেন।
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
উফ্ফ্ হারিয়ে গেলাম জানি কোথায়। মোমবাতি, মেঠো পথ, দুর্গাপুজো, মাইক, দুর হতে ভেসে আসা গান...... পাগল করা।
আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??
@@Hasibkhansvlog আমি ও খুব বেশি ভলিউমে শুনি,ভালো লাগে।
@@Hasibkhansvlog
Excellent melody heart throb song never be boring.
বাংলার গর্ব গায়ক ও সুরকার হেমন্ত মুখার্জী। তাঁর গান চিরকাল অমর থাকবে বাঙালি গান প্রেমিকদের মনে।
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
ক্রেডিট তার চেয়েও গৌরীপ্রসন্ন মজুমদারের হওয়া উচিত।জনপ্রিয় আধুনিক গানের ৮০ পার্সেন্ট ওর সৃষ্টি
কি অসাধারণ গানের কথা, হে ঈশ্বর , ---প্রেমিকা কিম্বা নারীরূপের বর্ণনার উপমা এর থেকে সুন্দর, নান্দনিক তথা হৃদয় স্পর্শ করা কথা কি আর হতে পারে???🙏🙏🙏
সু- মধুর কন্ঠের মন উদাস করা সুরের মাধুর্য!! আমরা সত্যিই ভাগ্যবান 🙏🙏🙏
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
@@Sonabeej 😅
অসাধারণ সব গান আর সঙ্গে উত্তম সুচিত্রা র মুখ. Love these combinations
অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
এই তরুণ কণ্ঠে কত্ত যে স্মৃতি জড়িয়ে আছে ,তা শুধু আমি জানি ।চোখে জল আসে ভাবলে । একজন 70 বৎসর বয়েসী মানুষ ।
তখন মানুষের মনে প্রেম ছিল কিন্ত লালসা ছিল না।তাই এই অপূর্ব সুন্দর গান।
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
সুচিএা-উওম আমার সবচেয়ে প্রিয় জুটি। যতই শুনি খুব ভালো লাগে। এই গানে ভর করে আবার ৫০/৬০ বৎসর পেছনে ফিরে যেতে পারি।
ধন্যবাদ মতামতের জন্য।
গান যেন শুধু গান নয় যেন মনের না বলা কথার আমার সামনে কেউ বলে দিচ্ছে
এই অভিব্যক্তি প্রকাশ আজকের দিনে অতীত,যেমন গানের উপস্থাপনা তেমনি উভয়ের অভিব্যক্তি প্রকাশ,
খুব সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
স্বর্ণ কন্ঠে স্বর্ণ যুগের এই গান চিরকাল বেঁচে থাকবে। সেদিন আমি থাকবো না।
২৫/৮/২১
ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
ফুটনোট দেখে ভালো লাগলো। আপনি অনেক সুখী থাকুন।
ধন্যবাদ আপনাকে,।
যেমন কথা তেমন সুর
প্রাণ জুড়িয়ে যায়...👌👌👌👌👌
অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
পুরোনো দিনের গান আর ফিরে আসবেনা বাংলায় ।শিল্পীর তুলনা শিল্পী নিজেই। সাথে গীতিকার মিউজিক সকলকেই ধন্যবাদের ভাষা নেই।
অনেক সুন্দর গান শুনতে ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
"ইশ্বর যদি কখনো মনে করেন,তিনি গান গাইবেন,তিনি হেমন্তর গলা টেনেই গাইতেন"৷ - সলিল চৌধুরী
সুন্দর উদ্ধৃতি। এ গানটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Bañgla. Movie. Fuleswary
ইশ্বরের ঠেকা পড়েছে
অসাধারণ
@@Sonabeej bu our
গানের সুরেই চিরকাল বেচে থাকবে হেমন্ত বাবু
উত্তমের তাকানোটা,সেই ছিলো
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য।
@@Sonabeej ধন্যবাদ
1980 সন ।মিনিবাসে করে যাচ্ছি আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি। পাহাড়ী পথে সন্ধ্যায় এই গান শুনতে শুনতে মন কোথায় হারিয়ে যাচ্ছিল। আজও ভুলতে পারি না সেই গান ও তার সময় ও পাহাড়ী পথের দৃশ্য।
শুধু এই গান টী না,,৭০ দশকের গান গুলে আমার খুব পচ্ছন্দের,,, ❤❤❤
এরা সব কোথায় হারিয়ে গেছে আর কোন দিনই খুজলেও দেখা পাওয়া যাবে না ।🙏🙏🙏
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য।
indrani movie
কতবার দেখেছি বলতে পারবো না। এ উত্তম সূচিত্রা জুটি এপার বাংলা ওপার বাংলা বা বলতে পারেন, ভারতের অন্য কোন রাজ্যে ( আমার মতে) আর হবে না। হিন্দি তামিল তেলেগু মারাঠী সব ছবি দেখি কিন্তু সে উত্তম সুচিত্রা সেন বা মালা সিনহা তনুজাদের ছবির মত মনে দাগ কাটে না। ভালো থাকুক তারা সে পারে (সুচিত্রা উত্তম )
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য। আপনার কমেন্টটি খুব ভালো লাগলো।
বাঁশীর সুর টা অসাধারন সুন্দর।
ধন্যবাদ আপনাকে।
উত্তম কুমার স্যার এর ফিরে তাকানো টা সত্যি মন ছুয়ে যায়। 🙏
Hi tanima chat korben?
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
চির সবুজ চির চেনা সুন্দর একটা গান ।সবসময় ভালো লাগে ।
গান টি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। ভগবান দত্ত ্্গলা
আমার অতি পছন্দের একটি গান, যা বাল্যকাল থেকে শুনে আসছি। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য।
এমনট আর হবে না।এ হল স্বর্ণ যুগের গান।
ধন্যবাদ এ প্রিয় গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
Chirodiner gaan, sei chottobela theke mane 63 bachar age theke barite gramaphone e suntum ajo ek i rokom valo lage.
নতুন কোনো গান পাচ্ছি না পুরোনো গুলোই বারে বারে শুনে যাচ্ছি, পুরোনো তো হয় না গানগুলো কোনো দিন, পুরোনো হবেও না। আপনিও কোনো দিন পুরোনো হবেন না, আমাদের কাছে চিরদিন নতুন হয়েই থাকুন।
অসাধারণ এই গানটি তোমার কণ্ঠে আমি বারবার শুনি বন্ধু
অসাধারন বলার মত কোনো ভাসা নেই
ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
Undoubtedly ...The greatest MOHANAYOK of Bengal CINEMA
এই গানের কথা, সুর ও বাজনায় এক বিষন্নতা খেলা করে আনন্দের সমান্তরালে।
আমার খুব পছন্দের গান। গানের কথা, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন কথায় গৌরীপ্রসন্ন মজুমদার,
সংগীত পরিচালনায় নচিকেতা ঘোষ, ও কন্ঠে ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়। চিরদিনের ও চিরন্তন থেকে যাবে।
Amar keno sobar pochondo aei juti…!❤❤gaan setou Osadhron…Hemontou onar tou tulona hoyna..!!👍🥀
আমার কোটি কোটি প্রণাম এই দেবতা তুল্য মানুষের চরনে 😊
যারা এই জুটিকে পছন্দ করে তারা লাইক দিবেন অবশ্যই..👍
ধন্যবাদ আপনাকে।
এই জুটিকে পছন্দ করে না এরকম কেউ আছে
উত্তমকুমার, সুচিত্রা সেন।
😅@@Sonabeej
এই জুটি দেখলেই আমি আমার জীবনের সোনালি দিনে ফিরে যাই
মন ভরিয়ে দেয় এ গান
গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
Konodino purono habena❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভালো লাগলো ভাই!
ভাবতেই অবাক লাগছে, একসময় এই গান গুলো, আমাদের এখানেই তৈরি হয়েছিল। কিন্তু আজ সেই এখানেই এমন গান তৈরি হচ্ছে, যার না আছে কোনো সুর, না আছে প্রাণ।
What a song and how great was the singer!My childhood comes back when ever such song reaches my ears.
চির নতুন গান মনে ঘরে বৃষ্টি হয় এক কথায় তুলনা হীন
গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2023 সালে এসেও আমার মতো কে কে এই গানটি শুনতেছেন
২০২৩ কেনো, ৩০২৩ এর প্রজন্ম ও এই গান শুনবে
কি যে ভালো লাগলো , ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আরো উত্তম- সুচিত্রা জুটির সাথে এইরকম গান শোনানোর অনুরোধ রইলো। এই চ্যানেলটির জন্য অনেক শুভেচ্ছা রইলো। 💐💐💐❤️❤️❤️❤️
Koto sundar voice, aar koto sundar expression. Mone hoi j sei juge chale jaii
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
Description এ আপনার প্রয়াস এর কথা টা দেখলাম। আমিও অনেক টা আপনার মত মনোভাবাপন্ন। আধুনিক অশ্লীল ও উগ্র গান আমার ভালো লাগে না । কুর্নিশ জানাই আপনার এই প্রয়াস কে। ❤️❤️🙏🙏🙏 আরো এরকম অমূল্য গান সংগ্রহ চালিয়ে যান 🙏🙏
ডেসক্রিপশন পড়ার জন্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
চির সবুজ এগান, চির সবুজ নায়ক-নায়িকা উত্তম কুমার -সুচিত্রা সেন
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।
আপনার সিলেকশন ভাল। গানের সংগে যে ভিডিও কানেক্ট করা হয় সেটা যে ছবি থেকে নেয়া সে ছবির নাম দেয়া হলে আরও ভাল হয়।
ভিডিওটি দেখুন, সব তথ্য দেয়া আছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Miss you thammaaa..
Gaan gulo sunle na tomar kotha khub mone pore. Sei DD bangla te dekhtam movi gulo tumi r ami.
এমন গান আর লেখাও হবে না গাওয় হবে না 🙏🙏🌹🌹👌
ধন্যবাদ গানটি শোনার জন্য।
এর চেয়ে অসাধারন সুর আর কি হতে পারে।
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য।
সত্যি এ গান সমন্ধে বলার সাহস আমার নেই তবু বলবো এ যেন ভগবানেরই দান।
সত্যি এই সব গান কখনো পুরানো হয় না, আর হবার ও নয়! জীবন কে ভীষণ ভাবে নারা দেয়।
অপূর্ব
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।
Excellent. May be you can songs like ' Jhapsa hoe asche amar ei ankhi'. Its about how one's eye changes from childhood to old age.
ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
What a wonderful song presented by a great artist
swonomoy sur,asadharan kotha, ek kathay asadharan
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
উত্তম আর সুচিত্রা,,, এত সুন্দর দেখতে,, অভিনয় টাও দারুন
Uttom Shuchitrar tulona prithibyte mila var.
ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে এ গানটি শোনার জন্য।
All the best song
গানটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ।
অল্প বয়সে এই গানের মহিমা তেমন বুঝতাম না, এখন হারে হারে বুঝি। একটাই কথা ..... 'স্বর্গীয়', কোনও তুলনা হবে না। এখন আমার ২৭ বছর বয়েস, কিন্তু সেই পুরোনো ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে, সরল ও নিষ্পাপ সেই দিন। যদিও সেটা অসম্ভব, তবে ভগবানকে প্রণাম করে এই জীবনটাকেই ফের নতুন করে শুরু করার পবল তাগিদ পেলুম। এই গানটি পোস্ট্ করার জন্যে অনেক ধন্যবাদ, আমার মা এটা শুনছিলেন, ফের আমায় লিঙ্কটা পাঠালেন। 💖🙏😊
Appropriate Macthing of GURU-UTTAM & SUCHITRA MADAM WITH BESTVOICED SINGER OF ALL-TIME, GURU-HEMANTA!!!
KEEP IT UP WITH SUCH 'BEST COMBINATION & ADD GITASREE SANDHYA MUKHERJEE, LONE SURVIVOR, TILL WITH US!!
Thank you very much for your inspiring comment.
Apurbo darun asadhron
❤❤❤❤ ami asokto aisob gaane,,😊
এ সব গানের কদর ছিল আছে এবং থাকবে আজীবন যূগ যূগ দরে গান প্রিয় মানুষের অন্তরে ধন্যবাদ ।।।
Great achievement....go ahead..we are always with you..
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
পৃথিবী যত দিন আছে এই গান ততো দিন চলমান থাকবে।
আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??
এতো নিখুঁত তিলোত্তমা সুন্দর দেহের বর্ণনা আর কিইবা হতে পারে?
Each & every shots r too Extraordinary 🎉💯🙏❤️
কি সব অসাধারণ সৃষ্টি। ❤
Mon chuy jaua Jan asadharon
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
Genius is born, can't be made.
ঠিক বলেছেন। এ গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।
Wow what a tune?
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
Mon pran juriya galo
Uttam Suchitra is a legend hero heroine couple in Bangla mobvie as well Hemanta ji is awesome where his tune attracts our mind.
গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
Beautiful.
Thank you!
কি সমস্ত অসাধারণ কথা ।
A very beautiful song of hemant da. You have appropriately used the scenes from the film Indrani. Regards 😊 Dr ashok patnaik
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, আরো গান শুনুন। শুভেচ্ছা রইল।
Legend Uttam-suchitra...
ধন্যবাদ গানটি শোনার জন্য।
Killer voice..my God
ধন্যবাদ।
@@Sonabeej welcome ❤
Monta vora gala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏
Super cute song, sing by great 🎤singer Hemanta Mukherjee
Mon ta voray galo
গান চিরদিনের ভালো লাগার মত গান।।
ধন্যবাদ।
ভালবাসার আঙ্গিকে এক অনন্য সৃষ্টি এই গান ❤️❤️❤️😘🥰
২৪ এর শেষে সামনে পেলাম সুন্দর একটি গান 🙂 ❤
Khub sundor❤❤
অসাধারণ
আপনার নামটা দেখে চমকে উঠেছি। সুবীর নন্দী বেঁচে থাকলে ধরেই নিতাম আপনি কিংবদন্তি সুবীর নন্দী।
এ গানটি শোনার জন্য ধন্যবাদ।
কি সিনেমার video clip এটা?
ভিডিওর ভিতরে লেখা আছে - ইন্দ্রাণী।
অসাধারণ গান।
ধন্যবাদ গানটি শোনার জন্য।
2024 ami ay gan sunte asa6i
R k k amar moto ay gan sunte asa6o