আমাদের communication স্কিল্স আমাদের নিজেদের অনেক মৌখিক অপমান থেকে বাঁচায়, Josh Skills-এর সাহায্যে নিজের communication কে ভাল করুন আর কারুর উপর নির্ভর হওয়া ছেড়ে দিন: DOWNLOAD APP NOW: joshskills.app.link/b9JIvf6berb
তোমার রতন নাম সার্থক। তুমি সত্যিই অমূল্য রতন। তোমাদের মত ছেলেরাই পারে অভাগা মায়েদের স্বপ্ন পূরণ করতে। তোমার সাবলীল ভাবে কথা বলা এবং কোন সংকোচ না করা আমাকে তোমার প্রতি শ্রদ্ধা জানানোর অনুপ্রেরণা জুগিয়েছে। এগিয়ে যাও। জয় করো। আশীর্বাদ রইলো।
@@subratabiswas1367 bah dada ki slok amader baje kaj Jodi kore thaki o jante but then kokhon Amra aware hoye jai but tokhon Jodi jinis ta Jana soteo Kori tahole jinis ta sompunno vul ...,
সত্যিই ছেলেটার হিম্মত আছে। ধন্যবাদ ভাই তোমাকে। অনেক অবহেলার পাত্র থেকে ওঠে এসে এই জায়গায় এসে এইরকম কথা বলার জন্য। মা মাই হন তিনি যে কোন কর্ম করে ওনার সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করেন।
সত্যি ভিডিওটা দেখে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম, শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল ওই মায়ের চরনে, আজ অনেক সমৃদ্ধ হলাম এই ভাইয়ের গৌরবময় জীবন যুদ্ধের কাহিনী শুনে,
কেউই স্বেচ্ছায় এই পেশায় আসেন না। প্রয়োজন ও সমাজ তাঁদের আসতে বাধ্য করে। তাঁরা চুরিও করছেন না, ডাকাতিও করছেন না। নিজের যে ক্ষমতা তাই নিয়েই বাঁচার চেষ্টা করেছেন। এতে অন্যায় বা লজ্জার কিছু নেই। আর সমাজ? ভাত দেওয়ার কেউ নয়, কিল মারার গোঁসাই।
@@arunabagchi9886 what nonsense talking?!ei kaj gulir Jonno meyeder bessha khanki magi Gali shunte Hoy ,eder ki hat PA chilo na ,onno kaj kora jayna,honest hole vat khawa ,study esobe ovab hoyna ,choirtroi mul sompod swami ji bolechen ,ei mohila guli k kno kormi bole daka Hoy!? Eiguli k januar Bola hok,kormer moddhe eiguli pore na jeiguli ora kore!,era Hindu hoye esob kore dhormo take shesh kore dilo ,culture takeo!
অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। তুমি জীবনে অনেক বড়ো হও, ভালো মানুষ হয়ে সকলের পাশে দাড়াও আর চেষ্টা করবে ইচ্ছের বিরুদ্ধে যাদের এই পেশায় আসার জন্য জোর করা হয় তাদের সাহায্য করা । খুব ভালো থেকো।❤❤
রতন দা সর্ব প্রথম তোমার মা কে প্রণাম জানাই,যিনি তোমার মতন সন্তানকে জন্ম দিয়েছেন।তারপর তোমার কথা আর কি বলবো,ভাষা খুঁজে পাচ্ছি না,তুমিতো আসলেই শুদ্ধ রতন ।তা যাই হোক জীবনে কখনো হার মানবে না এগিয়ে চল। Very good job.
প্রথমে তোমাকে কুর্নিশ জানাই।তোমর মা স্বর্গের পরী ।তোমর মা কে প্রণাম জানাই।একটা কথা মনে রেখ তোমর মা এবং তাঁর সহ কর্মী রা বিষ পান করে অনেক so called ভদ্র মা বোনেদের সম্মান বাঁচিয়েছেন। তোমর মা তোমর চোখে আশার আলো জ্বালিয়ে বিদায় নিয়েছেন কিন্তু জেনো তোমর আর তোমার ভাই এর মধ্যেই তিনি আজীবন বেঁচে থাকবেন।পারলে তোমর সংস্থা তে গিয়ে যুক্ত হতাম।ভালো থাকো আর এগিয়ে যাও আরো অনেক বড় হও।
ভাই তোমাকে অনেক ভালোবাসা ,তুমি কখন ও নিজেকে নীচ ভাববে না ,তুমি তো সত্যিই রতন ,তোমার মতো হাজার হাজার রতন আছে তাদের পাশে দাড়াও তোমার নামের মাহাত্ম্যকে আরো গৌরবান্বিত করো।,,,,,,,,,
মানুষকে ভালোবাসা এবং মন থেকে হৃদয় থেকে দেখলে তার পেশা কোন যায় আসে না ।যে যেমনই হোক মানুষ তার তেমন পেশা হতেই পারে তবে ছোট করবো না আর কোন পেশা কর্ম তা কোনদিনই ছোট হতে পারে না ।যে কোনো কাজই আমার কাছে বড় যে যেমন আছে সে সেখানেই থাকুক। সেটুকু আমি সম্মান করি সব পেশাকেই সম্মান করি। আগমনী দিনের চলার অনেক অনেক শুভেচ্ছা দাদা খুব খুব ভালো থাকবে। আগামী ভিডিওটার অপেক্ষায় রইলাম ।
ধন্য তুমি এমন মায়ের সন্তান আর ভাগ্যবান সেই মা যার কোলে তোমার মত রতন ।আমি তোমার মতো হতে পারলে গর্ব বোধ করবো ।এগিয়ে চলো তুমি অনেক ভাই বোন এর তোমার মত দাদার প্রয়োজন।
খুব ভালো লাগলো brother তোমার কথা শুনে। কোনো অহংকার নেই। সমাজের প্রতি বিষোদ্গার নেই। সহজ সরল করে নিজের অভিজ্ঞতার বর্ণনা । তুমিও সমাজ সেবি। salute তোমাকে ।
ধন্যবাদ ভাই,শ্রদ্ধার সজ্ঞে নিজের ও নিজের মায়ের পরিচয় দেওয়ার জন্য। মায়ের তুলনা শুধু মা ই। কিন্তু ভাই আপনি যে বললেন,আপনার মা যৌনপল্লি তে যৌন অত্যাচারে মারা গিয়েছে।তাহলে তো আপনার প্রয়োজন,যৌনপল্লিতে আর কোনো মা যেন আপার মায়ের মতো কষ্ট করে মারা না যাই সে জন্য কাজ করা। যদিও এটা আপনার পক্ষে একা সম্ভব না।তবুও কমপক্ষে মুখে হলেও প্রতিবাদ করা উচিৎ ছিল।
কোনো মা স্বেচ্ছায় এ পথে আসে না।আসতে বাধ্য হয়।বাধ্য করে এই সমাজ।আবার সেই সমাজই মেনে নয় না।তবে ধন্য তোমার মা,তোমার মত সন্তান পেয়ে আর তুমি ধন্য তার মতো মা পেয়ে,যে সব কষ্ট সহ্য করে তোমাদের আগলে রেখেছিলেন।প্রণাম তোমার মা কে।
সবাই যদি এটা সম্মানের পেশা হিসেবে গ্রহণ করে নেয় তাহলে মানবসমাজ ধ্বংস হয়ে যাবে। সবাই এই পেশায় যেতে চাইবে যা সত্যি শুভকর নয়। ঘৃণাটাকে ঘৃণা করতে হবে। তবে শুভকামনা প্রত্যেকটা মানুষকে যারা প্রতিকূল অবস্থা থেকে নিজেকে অনুকূলে এনেছে❤।
তোমার কথা শুনে খুব ভালো লাগলো। সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। কোন কাজ ই ছোট নয়। তোমার মাকে অনেক ধন্যবাদ দেব কারণ উনি লজ্জা র হাত থেকে রেহাই পাবার জন্য তোমাদের পৃথিবী থেকে সরিয়ে দেননি। তিনি তোমাদের পৃথিবী র আলো দেখিয়েছেন এটাই তোমাদের গর্ব। যারা এই কাজ করে বা মেয়ে দের শাস্তি দেয় তাদেরকে আমি ঘৃণা করি। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। এভাবে ই তুমি সবার পাশে থাকো। বিশেষ করে তোমাদের মত ছেলেদের পাশে থাকো।আরো বড় হও অনেক অনেক।
মানুষ হোক মানুষের জন্য।জীবন হোক জীবনের জন্য।কাউকে যেন সমাজ সহানুভূতির থেকে দূরে সরিয়ে না দেই ,তোমার পরিচয় হোক তূমি মানুষ।সবার ওপর মানুষ সত্ব তাহার ওপর কেহ নাই।তোমাকে প্রনাম ভাই 🙏🙏🙏
তোমাদের এই সংস্থা খুব ভালো কাজ করছে। যদি পারতাম, তো তোমাদের সঙ্গে কাজ করতাম। তোমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা রইলো, তাঁর আত্মার শান্তি হোক। তুমিও প্রকৃত মানুষ হও।
সোনা ছেলে আমার সবে জন্মেছি অপরের সাজে। কেউ সাজে রাজমহলে, কেউবা গোলাপী-প্রেমের খাটে। আরেক মা কে সাজিয়েছে নীল সোনাগাছি র পাকে। সেই পাকের পদ্ম তুমি, রতনের ন্যায় উজ্জ্বল। বেঁচে থাকার রসদ হয়ে দিয়েছো সোনা মা কে মনোবল।।
দেখো, ভাই টি তোমার সাবলীলতা আমাকে মূগ্ধ করেছে, শুধু আমাকে বলি কেন? আমরা যারা এই ভিডিও দেখে মন্তব্য লিখছি সবাইকেই... কিন্তু কি জানো আমরা কেউই হয়তো তোমার জায়গায় থেকে মন্তব্য গুনো লখলিখ ছিনা, লিখছি হয়তো খেতে খেতে অথবা সব কাজ সেরে, তাই তোমার লড়াই টা কিন্তু একেরারে আলাদা ভাই.. একেবারে একার.. তাই লড়ে যাও এ টুকুই ঈশ্বরের কাছে আজ আমার প্রার্থনা, আমাদের সমাজ টা কিন্তু খুব ই জটিল ভাই... ভালো থেকো, মাকে দেখো...
সীমা দেবী, আপনার ইচ্ছেকে আমার কুর্নিশ রইলো.. আপনি যে এই আন্দোলনে নিজেকে যুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন এই জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ... ভালো থাকুন
Tumi hal 6ero na ...tmr sathe amara sobai a6i...acta world er valo man ke acta valo man e dakhe ....kno kharap 6ele dakhe na ...so amar tmr sathe e a6i ...bro carry on bro...❤️❤️❤️✌️
ভাই , তোমার প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার লড়াইকে , তোমার মায়ের লড়াইকে অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। কিন্তু তুমি শেষে যৌন ব্যাবসা কে সম্মানজনক পেশা হিসাবে মেনে নেওয়ার যে কথা বললে সেটা আবেগসম্মত হতে পারে কিন্তু ন্যায়সম্মত কখনোই নয়। তোমার মধ্যে যে অসাধারণ লড়াকু শক্তি রয়েছে তাকে যৌনব্যাবসা কে স্বীকৃত করার পিছনে অপব্যবহার না করে বরং বর্তমান যৌনকর্মীদের অন্য সম্মানজনক পেশার মাধ্যমে সমাজে সম্মানজনক পুনর্বাসনের লক্ষ্য পূরণে কাজে লাগাও। তোমার মায়ের প্রতি তোমার শ্রদ্ধা এবং সম্মান অবশ্যই থাকবে কিন্তু তাঁর পেশা কে সম্মান বা শ্রদ্ধা করার কোন কারণ নেই। কোন বাবা নিরুপায় হয়ে যদি চুরির কাজ করে সংসার চালাতে বাধ্য হয় , তাহলে একজন অসহায় অথচ লড়াকু মানুষ হিসাবে তিনি সম্মান পেতে পারেন কিন্তু তার মানে এই নয় যে চোর হওয়াটা কে সম্মানজনক পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে।
বেটা , তুমি যে এত সুন্দরভাবে তোমার মতাদর্শ এবং তোমার মার প্রতি ,শুধু তাইনোয় সমাজের প্রত্যেক অবহেলিত মায়ের প্রতি তোমার শ্রদ্ধা সম্মান তোমার সুন্দর মনের ভাব ও ভাষায় সমাজের সবার কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছো এইজন্যই তোমাকে অনেক অনেক স্নেহ ভালোবাসা জানাই।শ্রী শ্রী ঠাকুরের কাছে কামনা করি 🙏🏻তোমাদের মতো সত্যিকারের মানুষ যেনো ভারতের বুকে এবং পৃথিবীর মাঝে মাথা উচুঁ করে চলতে পারে।তুমি অনেক অনেক বড় হয়ে আরো পাঁচজন কে আলোর পথের সন্ধান দাও এই শুভ কামনা রইলো ।
রতন, ভাই তুমি সত্যিই রতন। I proud of you my bro.আমি আমার অন্তর থেকে বলছি তোমাকে ভাই বলতে পেরে আমি গর্ব বোধ করছি। আর আমি সেই মাকেও শ্রদ্ধা করি ও প্রণাম জানাই যে তোমার মতো সন্তান কে জন্ম দিয়েছেন । তোমার মতো ব্যক্তির সাথে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তোমার ফোন নম্বর পেতে পারি ? জয় মা ভারতী
Ratan Dolui, I could be in your place, you are a human Derby winner, lombey race champion, you are not a criminal, keep your head always high! You are possessing a fearless consciousness! No boundary can make you a sufferer of narrow knowledge! Your Maa is a goddess! May the almighty bless you always!
তুমি যেন সেই সত্যকাম তোমাকে আর তোমার মাকে প্রণাম করতে ইচ্ছে করছে। তুমি মায়ের কাছে সত্যবাদিতার শিক্ষা পেয়েছ। তিনি যেন আমাদের উপনিষদের জীবন্ত জবালা । তোমার জন্য রয়েছে আমার সকল ভালোবাসা। তুমি জয়ী হয়ে ওঠ।
তোমার মধ্যে তোমার মায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা দেখলাম তাতে তোমাকে স্যালুট না দিয়ে পারলাম না ভাই। যারা নিজেদের কে অনেক শিক্ষিত এবং ভদ্র বলে দাবি করে তারাও বেশিরভাগ ক্ষেত্রেই পারেনা তোমার মত রত্ন তৈরি করতে। সন্তানের কাছে মা শুধু মা । ভালো থেকো।
একদম খাঁটি কথা।।আমি প্রত্যেক টা কাজ কে সম্মান করি।।সে ছোট হোক বা বড়,,I respect to all work in our society & in our life that is taking us a real mankind and being a perfect human..
তোমাকে আমি সম্মান করি। তুমি যা বলেছ একদম ঠিক কথা বলেছো। যৌন পেশা বেআইনি নয়, কিন্তু সমাজের চোখে খারাপ দৃষ্টিতে দেখা হয়। নিজের প্রতি সৎ থাকবে, সাহস রাখবে, কোন কিছুই লুকোছাপা করবে না। দেখবে তুমি অনেক বন্ধু পাবে, সবাই সমান নয়। ওই বন্ধুরাই তোমাকে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে সাহায্য করবে।
দৃষ্টি আকর্ষন করছি ঁ জোশ talk । প্রথম ধন্যবাদ জোশ কে-কারণ, এমন সাহসী আয়োজনের কারনে। তারপর রতন-তাকে স্যালুট। রতনের সাহসী বক্তব্যের মাঝেও অনেক অতৃপ্তি। সামাজিক পরিবর্তন ও স্বিকৃতির দাবি সে তুলেছে। সহমত পোষন করছি। তার বক্তব্যের মধ্যেই অনেক বড় একটা সমস্যার কথা সে বলেছে-আর সে সমস্যাটা থেকে উত্তরনে তাকে অন্যজনের সহায়া নিতে হয়েছে যা সারাজীবনের জন্য আর একটি মিথ্যা বহন করে যেতে হবে তাকে। অথচ-তার জন্মটা কোন সমস্যা নয়, বেড়ে উঠাটাও সমস্যা নয়, স্বপ্ন দেখাটাও সমস্যা নয়। কিন্তু তাকে সবগুলো পথে এমনকি বেঁচে থাকতে হলে বা যে কোন পরিসেবা গ্রহণ করতে এমনকি নাগরিকত্ব-ভোটাধিকার ইত্যাদি পেতেও তাকে মিথ্যের আশ্রয় নিতে হবে বা হচ্ছে। রতনের গর্ভধারিনি যৌন কর্মী হলেও এবং এ পেশার স্বিকৃতি না থাকলেও রতনের জীবনে মৌলিক অধিকার পেতে তার মা কোন সমস্যা নয়। অথচ, তথাকথিত জন্মদাতার নাম না থাকলে বা না লিখলে হাসপাতাল, স্কুল বা কোথাও কোন পরিষেবা পাবার যোগ্য সে নয়-এমনই অদ্ভুত নিয়মকেই এখন পর্যন্ত স্বীকৃতি দিয়ে চলেছে রাষ্ট্র এবং তথাকথিত ধর্মগুলি। রতনের জন্ম হবার সময় তার মা একটা কমিউনিটির সহায়তা হয়তো পেয়েছে। সামাজিক স্বিকৃতি ছাড়া কোন নারী যখন সন্তান জন্ম দেয়-ওই নারীর আতুর ঘর হয় অতি সংগোপনে। জন্ম নেয়া অধিকাংশ নবজাতককেই হয়তো মেরে ফেলা হয়। ভাগ্যক্রমে যারা বেচে থাকে-তাদের অবস্থানটা কোন অবস্থাতেই রতনদের সম পর্যায়ের নয়-অনেক অনেক খারাপ আরো। এসবের জন্য বাধা ধর্ম এবং সামাজিক দৃষ্টিভঙ্গী। তবে এসব বাধা ছাড়াও সব চেয়ে বড় বাধা হলো রাষ্ট্রের আইনের দৃষ্টিভঙ্গী। ২০০৩ সাল থেকে এসব সন্তানদের অধিকার অর্থাৎ জন্ম নেয়া একজন সন্তান, সে তার ইচ্ছেমত বাবা বা মায়ের নাম লিখতে পারবে-এমন চেষ্টা করে আসছি। আমি ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত গনমাধ্যম পর্যায়ক্রমে প্রথম আলো, কালের কণ্ঠ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ২৪ এ ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। এসব সন্তানদের অধিকারের লড়াই যখন গনমাধ্যমের মালিক মালিক সম্পাদকদের দিকে আঙুল তুলে-তখন রতনদের প্রতি পজিটিভ দৃষ্টি দেয়া গনমাধ্যম দায় এড়িয়ে গেছে। রীতিমত আমার ওপর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাও চলছে। ২১দিন জেল-হাজতেও থাকতে হয়েছে। আমি জানি-আমার এমন দাবি/আন্দোলন না থামালে আমাকে কারাবরন করতেই হবে। তার আয়োজনাও রাষ্ট্র আর গনমাধ্যম মিলেমিশে পাকাপাকি করেও রেখেছে। যাহোক, আমি এসব জেনেও এখনও হাল ছাড়িনি ছাড়বোনা হয়তো। @ জোশ Talk রতনদের জন্যই আপনাদের সাথে কথা বলতে চাই, ইন্টারভিউ দিতে চাই। বিশ্বাস করছি/আশা করছি আমার প্রস্তাবটি হয়তো ভাববেন। রতনকে বলছি-মুসলিম প্রধান দেশ বাংলাদেশে এসব মা (প্রকাশ্য ও গোপন) ও সন্তানদের কোন স্বীকৃতি নাই। ইসলাম ধর্মের জন্য বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর। তারপরেও আমি লড়েই যাচ্ছি-বিনিময়ে আমার ভাগ্যে যা জুটেছে--- ধর্মান্ধদের দ্বারা ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৪ বার হামলার শিকার হয়েছি। আইনি প্রতিকার আমি পাইনি। এই ইস্যুটি গনমাধ্যমের ২ জন প্রভাবশালী সম্পাদকের দিকে আঙুল তুলে-যার পরিনামে ২০১৬ সালে আমি কালেরকণ্ঠ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ২৪ এর চাকরী হারাই। বাধ্যতামূলক চাকরীচ্যুতি পত্রে কোন কারনও উল্লেখ করা হয়নি। আদালত থেকে প্রতিকারও পাইনি। উল্টো আমাকে থামাতে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। জেল-হাজতও জুটলো। আমার অনেক সুখের সংসারটিও ভেঙে গেছে। এখন আমি একা এবং জবলেস-একাকী/নিভৃত এক পল্লীতে চুপচাপ বাস করছি। তবে, আমি হাল ছেড়ে দেইনি রতন। এখন পর্যন্ত লড়াইয়েড়-একটা সফলতা এসেছে। তা হলো-বাংলাদেশে এখন নিজের নামের পরে বাবা তারপর মায়ের নাম লিখতে হয়। আগে শুধু নিজের নামের পরে বাবার নাম লিখতে হতো। মায়েরা সম্মানিত হলেছেন। আমার লক্ষ্য আরও দূরে-"বাবা অথবা মা বা পছন্দ অনুযায়ি বাবা-মা দুজনের নামই লিখতে পারবে জন্ম নেয়া সন্তানটি। ধর্মান্ধরা হয়তো এটা হতে দিবেনা-এখনও দিচ্ছেনা। তবে, বিশ্বাস করছি-পরিচয়ের সত্য দাবি একদিন প্রতিষ্ঠা হবেই হবে। আমি সব হারালেও তোমাদের জন্য উত্থাপিত দাবি ও লড়াইয়ে এখনও আমি কট্রর। জীবনটাই কম্প্রমাইজ করে ফেলেছি-। শুধুমাত্র নিজের কথা ভাবলে-হয়তো সুখেই পার করতাম এখন অবধি। সব হারিয়েও আমি সুখি-"এই যে, রতনরা কথা বলতে পারছে/অধিকার আদায়ের দাবি তুলছে এখন।
তুমি তো বেশ বড় ছিলে যখন মায়ের ওপর এত অত্যাচার হত, সেটা আটকাতে পারলে না, মা তো তোমাদের জন্য এত করেছিলেন কিন্তু তোমরা মায়ের কষ্ট দূর করতে পারলে না এটাই দুঃখের
সামাজিক ধারনা পরিবর্তন হওয়ার উচিত, যৌন পল্লির দরকার আছে,এটা বাস্তব আর সেইজন্যই পল্লিগুলো চলছে, সমাজের মানুষই গোপন ভাবে চালাচ্ছে,অথচ সেই মানুষ গুলোই এর বাস্তবিকতা সীকার করতে চাইছে না। মানুষের এই সংকীর্ণ ধারনার পরিবর্তন দরকার, আন্দোলন চালিয়ে যাও।
আমাদের communication স্কিল্স আমাদের নিজেদের অনেক মৌখিক অপমান থেকে বাঁচায়, Josh Skills-এর সাহায্যে নিজের communication কে ভাল করুন আর কারুর উপর নির্ভর হওয়া ছেড়ে দিন: DOWNLOAD APP NOW: joshskills.app.link/b9JIvf6berb
তোমার রতন নাম সার্থক। তুমি সত্যিই অমূল্য রতন। তোমাদের মত ছেলেরাই পারে অভাগা মায়েদের স্বপ্ন পূরণ করতে। তোমার সাবলীল ভাবে কথা বলা এবং কোন সংকোচ না করা আমাকে তোমার প্রতি শ্রদ্ধা জানানোর অনুপ্রেরণা জুগিয়েছে। এগিয়ে যাও। জয় করো। আশীর্বাদ রইলো।
"রতন ভাই"ঘটনা যদি সত্য হয়।তাহলে বলবো জন্ম পরিচয় মুছে যাবে,কর্ম পরিচয়ের দ্বারা।ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘ ও সুখী জীবন হোক।
Thanks
@@subratabiswas1367 bah dada ki slok amader baje kaj Jodi kore thaki o jante but then kokhon Amra aware hoye jai but tokhon Jodi jinis ta Jana soteo Kori tahole jinis ta sompunno vul ...,
@@ratandolui8144 aj ami apnar video dakhlam ..... osongkho Subho kamona apnar jonno, Sustho thakun abong ro agiya Jan....
So proud of your Mom dear!!!!!!
সত্যিই ছেলেটার হিম্মত আছে। ধন্যবাদ ভাই তোমাকে। অনেক অবহেলার পাত্র থেকে ওঠে এসে এই জায়গায় এসে এইরকম কথা বলার জন্য। মা মাই হন তিনি যে কোন কর্ম করে ওনার সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করেন।
সত্যি ভিডিওটা দেখে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম,
শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল ওই মায়ের চরনে,
আজ অনেক সমৃদ্ধ হলাম এই ভাইয়ের গৌরবময় জীবন যুদ্ধের কাহিনী শুনে,
কেউই স্বেচ্ছায় এই পেশায় আসেন না। প্রয়োজন ও সমাজ তাঁদের আসতে বাধ্য করে। তাঁরা চুরিও করছেন না, ডাকাতিও করছেন না। নিজের যে ক্ষমতা তাই নিয়েই বাঁচার চেষ্টা করেছেন। এতে অন্যায় বা লজ্জার কিছু নেই। আর সমাজ? ভাত দেওয়ার কেউ নয়, কিল মারার গোঁসাই।
😥😥😥😥😥😥Vai buke ay
Toke r kichu bolar vasha nei
Thanks
@@arunabagchi9886 what nonsense talking?!ei kaj gulir Jonno meyeder bessha khanki magi Gali shunte Hoy ,eder ki hat PA chilo na ,onno kaj kora jayna,honest hole vat khawa ,study esobe ovab hoyna ,choirtroi mul sompod swami ji bolechen ,ei mohila guli k kno kormi bole daka Hoy!? Eiguli k januar Bola hok,kormer moddhe eiguli pore na jeiguli ora kore!,era Hindu hoye esob kore dhormo take shesh kore dilo ,culture takeo!
@@bornalideb9194 🙂
অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। তুমি জীবনে অনেক বড়ো হও, ভালো মানুষ হয়ে সকলের পাশে দাড়াও আর চেষ্টা করবে ইচ্ছের বিরুদ্ধে যাদের এই পেশায় আসার জন্য জোর করা হয় তাদের সাহায্য করা । খুব ভালো থেকো।❤❤
জন্ম হোক যেমন তেমন
কর্ম হোক ভালো 😍😍
Ahmed bhai very good
Where from u?
Salute vai Monir
@@subrataroy4295 Comilla. Bangladesh
@@subrataroy4295 facebook.com/1MonirAhamed
@@sbhatt.2995 আপনাকেও অনেক ধন্যবাদ
মানুষের পরিচয় তার জন্মে নয় বরং তার মহান কর্মের মাধ্যমে হয়।
So interesting!
Yes my dear
akdom thik kotha
Right
Righit
রতন দা সর্ব প্রথম তোমার মা কে প্রণাম জানাই,যিনি তোমার মতন সন্তানকে জন্ম দিয়েছেন।তারপর তোমার কথা আর কি বলবো,ভাষা খুঁজে পাচ্ছি না,তুমিতো আসলেই শুদ্ধ রতন ।তা যাই হোক জীবনে কখনো হার মানবে না এগিয়ে চল। Very good job.
জনম হোক যথা তথা
করম হোক ভালো।
পাঁকে পদ্ম ফুল ফুটে
জগৎ করে আলো।
খুব ভালো থেকো রতন ভাই।
প্রথমে তোমাকে কুর্নিশ জানাই।তোমর মা স্বর্গের পরী ।তোমর মা কে প্রণাম জানাই।একটা কথা মনে রেখ তোমর মা এবং তাঁর সহ কর্মী রা বিষ পান করে অনেক so called ভদ্র মা বোনেদের সম্মান বাঁচিয়েছেন। তোমর মা তোমর চোখে আশার আলো জ্বালিয়ে বিদায় নিয়েছেন কিন্তু জেনো তোমর আর তোমার ভাই এর মধ্যেই তিনি আজীবন বেঁচে থাকবেন।পারলে তোমর সংস্থা তে গিয়ে যুক্ত হতাম।ভালো থাকো আর এগিয়ে যাও আরো অনেক বড় হও।
Swagata Guha khub sundor bolechen
Very nice!
Swagata Ma'am khub sotyi katha bolechen. Kintu ei jouno kormi toiri kora ta ekta samajik byadhi noy ki? Sobhyo samajer mohilader samman bachanor jonyo ar ekjon mohilake keno ekadhik purusher bikrito jouno chahidar sikar hote hobe ei jukti ta aj porjonto amar bodhogamyo hoy ni!!! Sobar age bodh kori purush manusher narisorirer proti tibro lalosha bishaye kono padokkhep neoa darkar. Karon ekjon bhadro mohila ke beshya banay ekjon purush.
Jouno polli tike thakle ei ratanra protyek ta din jonmabe. Seta sustho samajer lakkhon noy, hote pare na.
Swagata Guha khuv valo bolechhen didi
ভাই তোমাকে অনেক ভালোবাসা ,তুমি কখন ও নিজেকে নীচ ভাববে না ,তুমি তো সত্যিই রতন ,তোমার মতো হাজার হাজার রতন আছে তাদের পাশে দাড়াও তোমার নামের মাহাত্ম্যকে আরো গৌরবান্বিত করো।,,,,,,,,,
*,সত্যিই ছেলেটাকে ধন্যবাদ জানানো দরকার.তোমাকে salute করলাম .এতকথা বলার জন্য.হাল না ছেড়ে তুমি এইভাবে এগিয়ে গেছো*
শুভ কামবা রইলো
Dakha karbo
@@pralaymajhi1087 hi piyali
Thanks dear
মাশাল্লাহ্। ভাই আপনার ধৈর্য শক্তি আছে। আপনি জীবনে আরও বড় হবেন
কলিযুগের সত্যকাম। সত্যকুলজাত তুমি অমৃতের সন্তান।
Agiya jao. ki vaba kaj karta haba
Nice
You are 💯% correct .
Thanks...
Rabindranath Sen jh ftgkfdee79p
মানুষকে ভালোবাসা এবং মন থেকে হৃদয় থেকে দেখলে তার পেশা কোন যায় আসে না ।যে যেমনই হোক মানুষ তার তেমন পেশা হতেই পারে তবে ছোট করবো না আর কোন পেশা কর্ম তা কোনদিনই ছোট হতে পারে না ।যে কোনো কাজই আমার কাছে বড় যে যেমন আছে সে সেখানেই থাকুক। সেটুকু আমি সম্মান করি সব পেশাকেই সম্মান করি। আগমনী দিনের চলার অনেক অনেক শুভেচ্ছা দাদা খুব খুব ভালো থাকবে। আগামী ভিডিওটার অপেক্ষায় রইলাম ।
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো ।
ধন্য তুমি এমন মায়ের সন্তান আর ভাগ্যবান সেই মা যার কোলে তোমার মত রতন ।আমি তোমার মতো হতে পারলে গর্ব বোধ করবো ।এগিয়ে চলো তুমি অনেক ভাই বোন এর তোমার মত দাদার প্রয়োজন।
খুব ভালো লাগলো brother তোমার কথা শুনে। কোনো অহংকার নেই। সমাজের প্রতি বিষোদ্গার নেই। সহজ সরল করে নিজের অভিজ্ঞতার বর্ণনা । তুমিও সমাজ সেবি। salute তোমাকে ।
জীবনে যেটা করতে চেয়েছিলে সেটাও যদি না করতে পারো তো বেচে থেকেও মরে যাবে.... তাই হাল ছেড়ে দিও না.. মনে রেখো তুমি এক প্রতিভা... শ্রেষ্ঠ তুমি ...
ধন্যবাদ ভাই,শ্রদ্ধার সজ্ঞে নিজের ও নিজের মায়ের পরিচয় দেওয়ার জন্য। মায়ের তুলনা শুধু মা ই। কিন্তু ভাই আপনি যে বললেন,আপনার মা যৌনপল্লি তে যৌন অত্যাচারে মারা গিয়েছে।তাহলে তো আপনার প্রয়োজন,যৌনপল্লিতে আর কোনো মা যেন আপার মায়ের মতো কষ্ট করে মারা না যাই সে জন্য কাজ করা। যদিও এটা আপনার পক্ষে একা সম্ভব না।তবুও কমপক্ষে মুখে হলেও প্রতিবাদ করা উচিৎ ছিল।
কোনো মা স্বেচ্ছায় এ পথে আসে না।আসতে বাধ্য হয়।বাধ্য করে এই সমাজ।আবার সেই সমাজই মেনে নয় না।তবে ধন্য তোমার মা,তোমার মত সন্তান পেয়ে আর তুমি ধন্য তার মতো মা পেয়ে,যে সব কষ্ট সহ্য করে তোমাদের আগলে রেখেছিলেন।প্রণাম তোমার মা কে।
👍👌আপনার কথা শুনে অনেকেই অণুপ্রানিত হবে,আশা রাখি।বাধা অতিক্রম করে যাওয়াই জীবন।আপনি সেটা করে দেখিয়েছেন,নিজের জন্ম পরিচয়কে পিছনে ফেলে।
তোমার প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাই ।কখনো ভেঙ্গে পোড়োনা, হতাশ হয়োনা ।আশীর্ব্বাদ করি তুমি সুস্থ শরীরে তোমার লক্ষ্যে এগিয়ে যাও !
নিঃসংকোচে ভাবে বাবা মায়ের পেশার পরিচয় দিতে পারাটা, সত্যিই সত্যিকারের মানুষের দ্বারা সম্ভব
সবাই যদি এটা সম্মানের পেশা হিসেবে গ্রহণ করে নেয় তাহলে মানবসমাজ ধ্বংস হয়ে যাবে। সবাই এই পেশায় যেতে চাইবে যা সত্যি শুভকর নয়। ঘৃণাটাকে ঘৃণা করতে হবে। তবে শুভকামনা প্রত্যেকটা মানুষকে যারা প্রতিকূল অবস্থা থেকে নিজেকে অনুকূলে এনেছে❤।
মা এর পেশা যাই হোক তাকে প্রণাম জানাই। উনি তোমাকে সঠিক ভাবে মানুষ করেছেন ।তুমি খুব সুন্দর ভাবে কথা বলতে পারো ভাই।এই ভাবেই জীবনে এগিয়ে চলো।
তোমার কথা শুনে খুব ভালো লাগলো। সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। কোন কাজ ই ছোট নয়। তোমার মাকে অনেক ধন্যবাদ দেব কারণ উনি লজ্জা র হাত থেকে রেহাই পাবার জন্য তোমাদের পৃথিবী থেকে সরিয়ে দেননি। তিনি তোমাদের পৃথিবী র আলো দেখিয়েছেন এটাই তোমাদের গর্ব। যারা এই কাজ করে বা মেয়ে দের শাস্তি দেয় তাদেরকে আমি ঘৃণা করি। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। এভাবে ই তুমি সবার পাশে থাকো। বিশেষ করে তোমাদের মত ছেলেদের পাশে থাকো।আরো বড় হও অনেক অনেক।
তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমার স্বপ্ন পূরণ হবেই। আর ধন্যবাদ ডাঃ স্মরজিত জানা-র প্রচেষ্টাকে।
মা,,, এর কোন বিকল্প নেই,,,, মা যেমন হোক, সেই পৃথিবীর সব থেকে মূল্য বান,,,,,,,,,, তুমি ভালো থেকো,, এই কামনা করি,,, ভগবানের কাছে,,,,,,
God bless you ratan bhai
আরো এগিয়ে চলো
তোমার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তোমাকে সম্মান জানাই যদি লক্ষ থাকে অটুট হবে হবেই জয়
পাঁকে জন্ম হলেও তুমি একটি পদ্ম।
We r proud of u bro..............
দীর্ঘ ৩ মাস করোনা ভাইরাসের পরেও যারা সুস্থ আছেন।
তারা একবার হলেও আল্লাহর শুকরিয়া আদায় করি।
“আলহামদুলিল্লাহ!
আলহাম্দুলিল্লা
Alhamdulillah
এটি একটি ইসলামী চ্যানেল সবাই সাবস্কাইব করে পাশে থাকুন পাশে থাকেলে পাশে পাবেন ইনশাআল্লাহ’
Alhamdulillah
জন্ম হোক যেমন তেমন
কর্ম হোক ভালো
মানুষ হোক মানুষের জন্য।জীবন হোক জীবনের জন্য।কাউকে যেন সমাজ সহানুভূতির থেকে দূরে সরিয়ে না দেই ,তোমার পরিচয় হোক তূমি মানুষ।সবার ওপর মানুষ সত্ব তাহার ওপর কেহ নাই।তোমাকে প্রনাম ভাই 🙏🙏🙏
তোমাদের এই সংস্থা খুব ভালো কাজ করছে। যদি পারতাম, তো তোমাদের সঙ্গে কাজ করতাম। তোমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা রইলো, তাঁর আত্মার শান্তি হোক। তুমিও প্রকৃত মানুষ হও।
Englishflom
Xmas
@@gauridey3631 বুঝলাম না আপনার উত্তর টা।
শুধু রতনের মা কেন?? আপনি, সীমা দেবী আর আপনাদের মত দিদিদের ইচ্ছের কথা পড়ে আপনাদের ওপর ও আমার শ্রদ্ধা অনেক বেড়েগেলো... ভালো থাকবেন,
অনিরুদ্ধ ঘোষ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
স্যালুট তোমাকে দাদা জন্মে নয় কর্মে পরিচয়👍👍
পেশা তা নিশ্চই ভালো না কিন্তু তুমি যেখান থেকে উঠে এসেছো সেটা অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, তোমাকে অনেক অনেক সভেচ্ছা জানাই, এভাবেই ভালো কাজ করে জাও।
জীবনে আরও এগিয়ে যাও তুমি.....তোমার স্বপ্ন সফল হোক👍👍👍👍👍👍👍👍
কথা গুলি গল্পের মতো লাগে। না শুনলে সত্যটা জানতাম না। শত বাধা আসুক এগিয়ে যাও। 💖👍বাংলাদেশ থেকে।
ম্যাডাম তবে কি আপনি তাহার শেষের কথা গোলাতেও সমর্থন করে নিলেন।
@@jillurrhaman4781 না।
চোখে জল চলে আসে। সৎ সাহসিকতার জন্য ধন্যবাদ।
সোনা ছেলে
আমার সবে জন্মেছি অপরের সাজে।
কেউ সাজে রাজমহলে, কেউবা গোলাপী-প্রেমের খাটে।
আরেক মা কে সাজিয়েছে নীল সোনাগাছি র পাকে।
সেই পাকের পদ্ম তুমি, রতনের ন্যায় উজ্জ্বল।
বেঁচে থাকার রসদ হয়ে দিয়েছো সোনা মা কে মনোবল।।
Thanks.
অসাধারণ
ফাইন
এই জন্যই মা শব্দ টি ,,,,,জগতের সেরা,,,,,যার কোনো তুলনা নেই,,,,,মা is মা,,,,তোমার মায়ের প্রতি আমার প্রনাম,,,,সেই সঙ্গে তোমাকে all the best,,,,
Salute!! কি যে একটা অদ্ভুত অনুভূতি হল বোঝাতে পারব না। স্বপ্ন দেখো, দেখাও। সফল হোক।
দেখো, ভাই টি তোমার সাবলীলতা আমাকে মূগ্ধ করেছে, শুধু আমাকে বলি কেন? আমরা যারা এই ভিডিও দেখে মন্তব্য লিখছি সবাইকেই... কিন্তু কি জানো আমরা কেউই হয়তো তোমার জায়গায় থেকে মন্তব্য গুনো লখলিখ ছিনা, লিখছি হয়তো খেতে খেতে অথবা সব কাজ সেরে, তাই তোমার লড়াই টা কিন্তু একেরারে আলাদা ভাই.. একেবারে একার.. তাই লড়ে যাও এ টুকুই ঈশ্বরের কাছে আজ আমার প্রার্থনা, আমাদের সমাজ টা কিন্তু খুব ই জটিল ভাই... ভালো থেকো, মাকে দেখো...
সত্যিই জীবন খুব ই কষ্টকর আপনার। আপনি যা বললে শুনে ভালো লাগলো। আপনি সত্যিই খুব ভালো মানুষ
বাবা, তুমি তোমার সেই সাহায্যকারী স্যারের নামটা একবার বললে না। তিনি ও তোমার মানুষ হবার পেছনে বড় অবদান রেখেছেন ।তোমাকে এবং তাকে কুর্ণিশ জানাই।
তা বাবা তোমার ভাই কেমন আছে ?
সেটাই জানতে চাইছি একজন মা হিসেবে
হ্যাঁ আমি এই আন্দলন এর সাথে যুক্ত হতে চাই
সীমা দেবী, আপনার ইচ্ছেকে আমার কুর্নিশ রইলো.. আপনি যে এই আন্দোলনে নিজেকে যুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন এই জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ... ভালো থাকুন
Sima Chakraborty খুব ভালো লাগলো
Tumi hal 6ero na ...tmr sathe amara sobai a6i...acta world er valo man ke acta valo man e dakhe ....kno kharap 6ele dakhe na ...so amar tmr sathe e a6i ...bro carry on bro...❤️❤️❤️✌️
asolea keawo jatea eai pesai notun korea na jorai seai dikta vabun
Thanks your support and encouragemant
সেলুয়ুট ভাই!! তুমি আসলেই মাসনিক ভাবে অনেক শক্ত!! সকল মা দের সম্মান দেয়ার জন্য, লাভ ইউ
খুব কষ্ট লাগলো ভাই।তোমার জন্য অনেক দোয়া করি 💝💝💝
ভাই , তোমার প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার লড়াইকে , তোমার মায়ের লড়াইকে অকুণ্ঠ শ্রদ্ধা জানাই।
কিন্তু তুমি শেষে যৌন ব্যাবসা কে সম্মানজনক পেশা হিসাবে মেনে নেওয়ার যে কথা বললে সেটা আবেগসম্মত হতে পারে কিন্তু ন্যায়সম্মত কখনোই নয়।
তোমার মধ্যে যে অসাধারণ লড়াকু শক্তি রয়েছে তাকে যৌনব্যাবসা কে স্বীকৃত করার পিছনে অপব্যবহার না করে বরং বর্তমান যৌনকর্মীদের অন্য সম্মানজনক পেশার মাধ্যমে সমাজে সম্মানজনক পুনর্বাসনের লক্ষ্য পূরণে কাজে লাগাও।
তোমার মায়ের প্রতি তোমার শ্রদ্ধা এবং সম্মান অবশ্যই থাকবে কিন্তু তাঁর পেশা কে সম্মান বা শ্রদ্ধা করার কোন কারণ নেই।
কোন বাবা নিরুপায় হয়ে যদি চুরির কাজ করে সংসার চালাতে বাধ্য হয় , তাহলে একজন অসহায় অথচ লড়াকু মানুষ হিসাবে তিনি সম্মান পেতে পারেন কিন্তু তার মানে এই নয় যে চোর হওয়াটা কে সম্মানজনক পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে।
@Debanjan Basak তুই এই প্রশ্ন করছিস কেন ?
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল- কথাটি কার মনে নেই।তুমি তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে তা প্রমান করেছ।তুমি সত্যিকারের Hero. কুর্নিষ তোমাকে আর তোমার সৎ সাহস কে।
তুমি সত্যি মহান, আমিও তোমার মতো সমাজের কাজ করতে চাই....... 🙏
চোখের জল বাঁধ ভেঙ্গে বেরিয়ে এল।
বেটা , তুমি যে এত সুন্দরভাবে তোমার মতাদর্শ এবং তোমার মার প্রতি ,শুধু তাইনোয় সমাজের প্রত্যেক অবহেলিত মায়ের প্রতি তোমার শ্রদ্ধা সম্মান তোমার সুন্দর মনের ভাব ও ভাষায় সমাজের সবার কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছো এইজন্যই তোমাকে অনেক অনেক স্নেহ ভালোবাসা জানাই।শ্রী শ্রী ঠাকুরের কাছে কামনা করি 🙏🏻তোমাদের মতো সত্যিকারের মানুষ যেনো ভারতের বুকে এবং পৃথিবীর মাঝে মাথা উচুঁ করে চলতে পারে।তুমি অনেক অনেক বড় হয়ে আরো পাঁচজন কে আলোর পথের সন্ধান দাও এই শুভ কামনা রইলো ।
তোমার গল্প শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল।তোমার মাকে আমার শ্রদ্ধা রইলো।আমি তোমার পাশে আছি
তুমি" রতন" হয়েই থেকো - তোমার সপ্ন পূর্ণ হোক
Tomar maa Aj thakle koto khushi hoto 😭😭😭tomar ma ke amar shradha roylo... I wish you all the best brother
Thanks
একটি অত্যন্ত সুন্দর প্রয়াস...অত্যন্ত সুন্দর চিন্তাভাবনা...এককথায় প্রশংসনীও উদ্যোগ।
বেশ ভালো লাগলো..... সত্যিই এই দিক সম্পর্কে কোনো ধারণাই ছিল না ।
577
এগিয়ে চল সাথে আছি👍🌹
খুব খারাপ লাগলো ভাই তোমার কথা শুনে। তুমি এগিয়ে যাও। সৃষ্টিকর্তা তোমার সহায় হোক।
I Salute to you Bhai
I Salute to your Mother
I Salute to your Brother and Sisters. God Bless you forever and always 🕉🙏
আজ একটা জিনিস তোমার কাছে শিখলাম অন্ধকারেও স্বপ্ন দেখার সাহসিকতা। তুমি যে লক্ষে নেমেছ তা সফল হবেই।এগিয়ে যাও।God bless you brother.
Tumi karbe Raji thakle bolo
@@memeslover1462 mane ?bujhlam na thik ki bolte chaichen
@@pujasingharoy6458 balchilam ptlay bandhu karte tumar pase amio achi
@@memeslover1462 hmm.apnar nam
@@pujasingharoy6458 Tumar namber dao Katha balbo , tumar sathe Katha bole valo legeche
রতন, ভাই তুমি সত্যিই রতন।
I proud of you my bro.আমি আমার অন্তর থেকে বলছি তোমাকে ভাই বলতে পেরে আমি গর্ব বোধ করছি। আর আমি সেই মাকেও শ্রদ্ধা করি ও প্রণাম জানাই যে তোমার মতো সন্তান কে জন্ম দিয়েছেন । তোমার মতো ব্যক্তির সাথে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তোমার ফোন নম্বর পেতে পারি ?
জয় মা ভারতী
Thanks
8335946338
ফাইন
তোমাকে অনেক শ্রদ্ধা
ভীষণ সুন্দর ভাবে বলেছ তুমি
God bless u son, প্রণাম তোমার মা কে। সত্যি এই সমাজ এর একটা পরিবর্তন দরকার।
অভিবাদন, ভাই! এই তো চাই! প্ৰকৃত মানুষ হয়ে উঠেছ!
Ratan Dolui,
I could be in your place, you are a human Derby winner, lombey race champion, you are not a criminal, keep your head always high!
You are possessing a fearless consciousness!
No boundary can make you a sufferer of narrow knowledge!
Your Maa is a goddess!
May the almighty bless you always!
তুমি যেন সেই সত্যকাম তোমাকে আর তোমার মাকে প্রণাম করতে ইচ্ছে করছে। তুমি মায়ের কাছে সত্যবাদিতার শিক্ষা পেয়েছ। তিনি যেন আমাদের উপনিষদের জীবন্ত জবালা । তোমার জন্য রয়েছে আমার সকল ভালোবাসা। তুমি জয়ী হয়ে ওঠ।
খুব ভালো বলেছো
তোমার সত্য বলার সাহস দেখে মুগ্ধ হলাম.
অনেক অনেক respect 👏👏
Thanks
@@ratandolui8144 welcome 😊
আমি তোমার মা এর মতন।তোমার অনেক মঙ্গল কামনা করি।খুব ভালো হোক তোমার।
এতটা সততার সত্তা। আপনাকে আর আপনার মাকে স্যালুট জানাই।
দারুন বার্তা দিয়েছ### ভাবনা গুলো খুব ভালো।
খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে।এগিয়ে যাও ভাই।শুভ কামনা
Khub valo laglo tomar kotha sune, sotti mon theke jano tmr jnno respect bere gelo, tomar kotha sune jibone judho korar moner sokti ta pelam, ai vabe e egie jao, tomar pase sobai achi..#Salute
এইভাবে এগিয়ে যেতে হবে ,নিজের রাস্তা নিজেকেই খুঁজে তৈরি করে নিতে হবে । আমি যদি কোন সাহায্য করতে পারি ভালো লাগবে ।
তোমার মধ্যে তোমার মায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা দেখলাম তাতে তোমাকে স্যালুট না দিয়ে পারলাম না ভাই। যারা নিজেদের কে অনেক শিক্ষিত এবং ভদ্র বলে দাবি করে তারাও বেশিরভাগ ক্ষেত্রেই পারেনা তোমার মত রত্ন তৈরি করতে। সন্তানের কাছে মা শুধু মা ।
ভালো থেকো।
Khuub valo laglo
Thanks
Thik bolechen
Speechless...absolutely Speechless.....Salute to you and Aunty for raising you so well....God Bless you My Brother !!
খুব ভালো তোমার মা প্রনাম জানাই হাল ছেড়ে দিয়েও না আর এগিয়ে যাও
Thanks dear
অসাধারণ বাগ্মী আর বুদ্ধিমান ছেলে এই আন্দোলোনকে নেতৃত্ব দেওয়ার সঠিক ব্যাক্তি । খুব ভালো থেকো ভাই ।
স্যতি ভাই তোমাকে প্রথমেই আমার ভালোবাসা জানাই।তুমি এগিয়ে যাও।সফল হবেই।ভগবান ও রুখতে পারবে না।
Ajoy Bhandary. এখানে ভগবান কে নিয়ে কথা বলছেন কেনো?
@@subhambhattacharya7229 😊😊😊
Thanks sir
খুব সুন্দর রতন ভাই।।।। তুমি এগিয়ে চলো
কি করে যৌ ন কর্মী বাহিনী বন্ধ হোক সেটাই আসল লক্ষ্য হাওয়া দরকার
What is ur idea.
Tell me
@@subrataroy4295 onar theke idea na nie chesta korun individualy idea ber kore seta nie consult korte.
Right
Vul korcho dimand thakle supply hobei.jaowa bondho koro jouno polli apna apni uthe jabe.noile lykiye churiye meye pachar kora hobei
Thik.. Sobar life e painfull.. Karor besi karor kom..
But tar jnno ETA karor profession hok... ETA support kra jai na
তুমি পরসুরামের কঠর কুঠার এ মুখোশ ধারী সমাজের জন্য ।স্যালুট তোমায় ,বাংলাদেশে থেকে।
ভাই তোমাকে অনেক অভিনন্দন। জীবনে অনেক উন্নতি করো।
রতনবাবুরকে আমার আন্তরিক ভাবে ধন্যবাদ
A video dekhar age mone onno rakam dharona chhilo.
But akhon bodle gelo.salute for u brother
একদম খাঁটি কথা।।আমি প্রত্যেক টা কাজ কে সম্মান করি।।সে ছোট হোক বা বড়,,I respect to all work in our society & in our life that is taking us a real mankind and being a perfect human..
রতন দা তোমায় সত্যি প্রণাম🙏🙏🙏
তোমাকে আমি সম্মান করি। তুমি যা বলেছ একদম ঠিক কথা বলেছো। যৌন পেশা বেআইনি নয়, কিন্তু সমাজের চোখে খারাপ দৃষ্টিতে দেখা হয়। নিজের প্রতি সৎ থাকবে, সাহস রাখবে, কোন কিছুই লুকোছাপা করবে না। দেখবে তুমি অনেক বন্ধু পাবে, সবাই সমান নয়। ওই বন্ধুরাই তোমাকে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে সাহায্য করবে।
What a nice presentation ! Hats off to Ratan Dolui for his struggle . Go ahead .
Wish you success in your mission !
দৃষ্টি আকর্ষন করছি ঁ জোশ talk । প্রথম ধন্যবাদ জোশ কে-কারণ, এমন সাহসী আয়োজনের কারনে। তারপর রতন-তাকে স্যালুট। রতনের সাহসী বক্তব্যের মাঝেও অনেক অতৃপ্তি। সামাজিক পরিবর্তন ও স্বিকৃতির দাবি সে তুলেছে। সহমত পোষন করছি। তার বক্তব্যের মধ্যেই অনেক বড় একটা সমস্যার কথা সে বলেছে-আর সে সমস্যাটা থেকে উত্তরনে তাকে অন্যজনের সহায়া নিতে হয়েছে যা সারাজীবনের জন্য আর একটি মিথ্যা বহন করে যেতে হবে তাকে। অথচ-তার জন্মটা কোন সমস্যা নয়, বেড়ে উঠাটাও সমস্যা নয়, স্বপ্ন দেখাটাও সমস্যা নয়। কিন্তু তাকে সবগুলো পথে এমনকি বেঁচে থাকতে হলে বা যে কোন পরিসেবা গ্রহণ করতে এমনকি নাগরিকত্ব-ভোটাধিকার ইত্যাদি পেতেও তাকে মিথ্যের আশ্রয় নিতে হবে বা হচ্ছে। রতনের গর্ভধারিনি যৌন কর্মী হলেও এবং এ পেশার স্বিকৃতি না থাকলেও রতনের জীবনে মৌলিক অধিকার পেতে তার মা কোন সমস্যা নয়। অথচ, তথাকথিত জন্মদাতার নাম না থাকলে বা না লিখলে হাসপাতাল, স্কুল বা কোথাও কোন পরিষেবা পাবার যোগ্য সে নয়-এমনই অদ্ভুত নিয়মকেই এখন পর্যন্ত স্বীকৃতি দিয়ে চলেছে রাষ্ট্র এবং তথাকথিত ধর্মগুলি। রতনের জন্ম হবার সময় তার মা একটা কমিউনিটির সহায়তা হয়তো পেয়েছে। সামাজিক স্বিকৃতি ছাড়া কোন নারী যখন সন্তান জন্ম দেয়-ওই নারীর আতুর ঘর হয় অতি সংগোপনে। জন্ম নেয়া অধিকাংশ নবজাতককেই হয়তো মেরে ফেলা হয়। ভাগ্যক্রমে যারা বেচে থাকে-তাদের অবস্থানটা কোন অবস্থাতেই রতনদের সম পর্যায়ের নয়-অনেক অনেক খারাপ আরো। এসবের জন্য বাধা ধর্ম এবং সামাজিক দৃষ্টিভঙ্গী। তবে এসব বাধা ছাড়াও সব চেয়ে বড় বাধা হলো রাষ্ট্রের আইনের দৃষ্টিভঙ্গী। ২০০৩ সাল থেকে এসব সন্তানদের অধিকার অর্থাৎ জন্ম নেয়া একজন সন্তান, সে তার ইচ্ছেমত বাবা বা মায়ের নাম লিখতে পারবে-এমন চেষ্টা করে আসছি। আমি ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত গনমাধ্যম পর্যায়ক্রমে প্রথম আলো, কালের কণ্ঠ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ২৪ এ ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। এসব সন্তানদের অধিকারের লড়াই যখন গনমাধ্যমের মালিক মালিক সম্পাদকদের দিকে আঙুল তুলে-তখন রতনদের প্রতি পজিটিভ দৃষ্টি দেয়া গনমাধ্যম দায় এড়িয়ে গেছে। রীতিমত আমার ওপর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাও চলছে। ২১দিন জেল-হাজতেও থাকতে হয়েছে। আমি জানি-আমার এমন দাবি/আন্দোলন না থামালে আমাকে কারাবরন করতেই হবে। তার আয়োজনাও রাষ্ট্র আর গনমাধ্যম মিলেমিশে পাকাপাকি করেও রেখেছে। যাহোক, আমি এসব জেনেও এখনও হাল ছাড়িনি ছাড়বোনা হয়তো। @ জোশ Talk রতনদের জন্যই আপনাদের সাথে কথা বলতে চাই, ইন্টারভিউ দিতে চাই। বিশ্বাস করছি/আশা করছি আমার প্রস্তাবটি হয়তো ভাববেন। রতনকে বলছি-মুসলিম প্রধান দেশ বাংলাদেশে এসব মা (প্রকাশ্য ও গোপন) ও সন্তানদের কোন স্বীকৃতি নাই। ইসলাম ধর্মের জন্য বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর। তারপরেও আমি লড়েই যাচ্ছি-বিনিময়ে আমার ভাগ্যে যা জুটেছে--- ধর্মান্ধদের দ্বারা ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৪ বার হামলার শিকার হয়েছি। আইনি প্রতিকার আমি পাইনি। এই ইস্যুটি গনমাধ্যমের ২ জন প্রভাবশালী সম্পাদকের দিকে আঙুল তুলে-যার পরিনামে ২০১৬ সালে আমি কালেরকণ্ঠ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ২৪ এর চাকরী হারাই। বাধ্যতামূলক চাকরীচ্যুতি পত্রে কোন কারনও উল্লেখ করা হয়নি। আদালত থেকে প্রতিকারও পাইনি। উল্টো আমাকে থামাতে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। জেল-হাজতও জুটলো। আমার অনেক সুখের সংসারটিও ভেঙে গেছে। এখন আমি একা এবং জবলেস-একাকী/নিভৃত এক পল্লীতে চুপচাপ বাস করছি। তবে, আমি হাল ছেড়ে দেইনি রতন। এখন পর্যন্ত লড়াইয়েড়-একটা সফলতা এসেছে। তা হলো-বাংলাদেশে এখন নিজের নামের পরে বাবা তারপর মায়ের নাম লিখতে হয়। আগে শুধু নিজের নামের পরে বাবার নাম লিখতে হতো। মায়েরা সম্মানিত হলেছেন। আমার লক্ষ্য আরও দূরে-"বাবা অথবা মা বা পছন্দ অনুযায়ি বাবা-মা দুজনের নামই লিখতে পারবে জন্ম নেয়া সন্তানটি। ধর্মান্ধরা হয়তো এটা হতে দিবেনা-এখনও দিচ্ছেনা। তবে, বিশ্বাস করছি-পরিচয়ের সত্য দাবি একদিন প্রতিষ্ঠা হবেই হবে। আমি সব হারালেও তোমাদের জন্য উত্থাপিত দাবি ও লড়াইয়ে এখনও আমি কট্রর। জীবনটাই কম্প্রমাইজ করে ফেলেছি-। শুধুমাত্র নিজের কথা ভাবলে-হয়তো সুখেই পার করতাম এখন অবধি। সব হারিয়েও আমি সুখি-"এই যে, রতনরা কথা বলতে পারছে/অধিকার আদায়ের দাবি তুলছে এখন।
All that glitters is not gold...but you are pure gold...
Apnar sob sopno jano sotti hoi...onek onek suvo kamona roilo
Ratan... Tomar Jonnyo anek anek suvechha roilo....
Hm ekdom
তুমি তো বেশ বড় ছিলে যখন মায়ের ওপর এত অত্যাচার হত, সেটা আটকাতে পারলে না, মা তো তোমাদের জন্য এত করেছিলেন কিন্তু তোমরা মায়ের কষ্ট দূর করতে পারলে না এটাই দুঃখের
সামাজিক ধারনা পরিবর্তন হওয়ার উচিত, যৌন পল্লির দরকার আছে,এটা বাস্তব আর সেইজন্যই পল্লিগুলো চলছে, সমাজের মানুষই গোপন ভাবে চালাচ্ছে,অথচ সেই মানুষ গুলোই এর বাস্তবিকতা সীকার করতে চাইছে না। মানুষের এই সংকীর্ণ ধারনার পরিবর্তন দরকার, আন্দোলন চালিয়ে যাও।
Sala naito
Obbosoi dorkar.kintu jouno polli te chele thakao dorkar.onek meye paray aesob korte giye case khay.akhane cheleder bebostha thakle meyerao aktu santi pay abong tader somman tao sami r sontander kache bojay thakbe.
Yes my dear
জন্ম যেমন তেমন,কর্ম হোক ভালো।ও নিয়ে কোনো ভাবার দরকার নেই।আপনি এগিয়ে যান।
দারুন দাদা আপনি বা আপনার মতো মানুষরা সমাজের গর্ব।।।
Thanks my dear
Ratan Dolui want to join your mission. Please let me know how can i help you
সত্যি বলেছে ভাই।
salute you, salute every mother.