জীবনের সব Hope শেষ? Give Up করতে চান? তাহলে এই গল্প আপনার জন্য|Manoranjan Byapari |Josh Talks Bangla
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Dedication, Self Confidence and Strong Convincing Power কোনো কিছু Achieve করার জন্য খুব দরকার এবার convincing স্কিল্স আসে Strong Communication থেকে। এবার নিজের communication স্কিল্স কে আরো সুন্দর করে তুলুন , Download Now :joshskills.app...
জীবনের সব Challenge-এর সাথে অমানুষিক লড়াই লড়ে তাদের Overcome করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন দলিত, জেলখাটা মানুষ মনোরঞ্জন ব্যাপারী। এবার সেই গল্প Josh Talks Bangla-এর মঞ্চে।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “বিস্ময় তাই জাগে”। কিছু কিছু মানুষ থাকেন, যাঁদের জীবন দেখে সত্যিই বিস্ময় জাগে আমাদের। মনোরঞ্জন ব্যাপারী সেরকমই একজন।
দেশভাগের পর এ-দেশে চলে আসা এক দলিত পরিবারে জন্মগ্রহণ করে চরম দারিদ্রের মধ্যে শৈশব ও কৈশোর কেটেছে তাঁর। এরপরই শুরু হয় তাঁর কঠিন life-এর challenge। পেটের জ্বালা সহ্য করতে না-পেরে দোকানে থালা-বাসন ধোয়ার কাজ করেছেন, পাঁউরুটি চুরি করেছেন। মিথ্যে কেস-এ জেলও খেটেছেন প্রায় দুবছর। কিন্তু এরপরেই অন্যদিকে মোড় নেয় তাঁর জীবন। রিকশাচালনার জীবনে এক অধ্যাপিকা সওয়ারী-র সাথে আলাপ হয় মনোরঞ্জন বাবুর। ততদিনে বই পড়ার প্রবল নেশা পেয়ে বসেছে তাঁকে। সেখান থেকেই ধীরে ধীরে শুরু লেখালেখির যা আজ প্রায় ৩৬ বছর ধরে করে চলেছেন মনোরঞ্জন ব্যাপারী। পেয়েছেন অসংখ্য পুরষ্কার ও স্বীকৃতি। জোশ Talks-এর মঞ্চে আপনাদের জন্য সেই বিস্ময় জাগানো Struggle-এর রূপকথা।
Rabindranath Tagore, in one of his songs, wrote “that evokes astonishment in my soul”. Really there exist some people whose lives amaze us and Manoranjan Byapari's struggle story is undoubtedly one of them.
He was born in a poor Dalit family that came to India after partition and spent his childhood & adolescent in severe poverty. His empty stomach compelled him to steal bread from shops, to work as servant in little restaurants. He was even jailed for almost two years due to false allegation. But after that, Manoranjan’s life took a new turn. He met a female professor when he worked as a rickshaw-puller. By then, he had become a complete bookworm. From then on, Manoranjan started his writing that is being continued for over 36 years. He has received numerous awards and recognition for his works. We present the goosebump-worthy life-struggle story of Manoranjan Byapary that will make you jaw-drop.
জোশ Talks প্রাথমিক ভাবে গল্প বলার একটা প্লাটফর্ম | একটু অন্যরকম গল্প | আমাদের চারপাশে এরকম প্রচুর মানুষ আছেন যারা তাঁদের নিজেদের ক্ষেত্রে অসাধারণ কাজ করছেন | তারা তাঁদের নিজেদের মতো করে পরিবর্তন আনছেন সমাজে | রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো ,চলচ্চিত্র, নাটক, সামাজিক কর্মকান্ডে তারা ছাপ ফেলে যাচ্ছেন ক্রমাগত | আমরা তাঁদের গল্প বলতে চাই | সেইসব মানুষদের গল্প যারা সাধারণ হয়েও অসাধারণ ,ভিড়ের মধ্যেও আলাদা | যা শুরু হয়েছিল একটা শহরে একটা কনফারেন্স দিয়ে আজ সেটা কুড়ি টারও বেশি শহরে ছড়িয়ে পড়েছে | সাবস্ক্রাইব করুন জোশ Talks চ্যানেলে এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করুন |
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from the rural and urban area by inspiring them to overcome the setbacks they face in their careers and helping them discover their true calling in life.
----**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Follow us here-
►Josh Talks Facebook: / joshtalksbangla
►Josh Talks Instagram: / joshtalksbangla
#lifelessons #GiveUp #JoshTalksBangla #lifelessonslearned
আপনাকে কোনো দিন কাছে পেলে প্রনাম করতাম৷
আপনি তো এই পৃথিবীর আসল নায়ক||
প্রনাম আপনাকে ||
এমন মানুষদের কথা শুনতে পারলে মনে আশা জাগে।
স্যালুট জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে।
জীবন যুদ্ধে এ সম্মান সমাজেন জন্য
বিরকট শিক্ষা।
চোখের কোনে পানি চলে এলো,এটাও একটা মানুষের জীবন।
আপনিই আসল হিরো স্যার,সরকারের উচিৎ আপনাকে তুলে ধরা সমাজের কাছে। স্কুলের পাঠ্যসূচীতে আপনার জীবনী পড়ানো উচিত যাতে আগামী ভবিষ্যৎ বুঝতে পারে "জীবন কারে কয়"।
স্যার আপনার কথা শুনে চোখে জল চলে আসলো ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেন খুব সুস্থ এবং ভাল থাকুন
"এই তো আমার জীবন।"
এই তো আমাদের জীবন।
সুন্দর একটা ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে।
জীবন মানে অনাদিকাল যুদ্ধ নয়। যুদ্ধে জয়ী হওয়ার অধম্য অনুপ্রেরণাও বটে।
এমন সত্য ও বাস্তব জীবন কাহিনী উপস্থাপনের ক্ষমতা কত জনের মধ্যে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একেই বলে সততার পুরস্কার। নমস্কার। ভালো থাকুন।
গল্পটা শুনে জীবনে ঘুরে দাঁড়াবার মত একটা নতুন জোশ পেয়ে গেলাম, অনেক ধন্যবাদ
সত্যিই আপনার লড়াই কে কুর্নিশ জানাই ❤️
রিফিউজি কাম্প থেকে আজ বলা গড়ের বিধায়ক ❤️
আপনার মত লড়াকু ছেলে যেনো প্রত্যেক ঘরে জন্মায়❤️
জীবনে পথচলার শক্তিটা যেন বেড়ে গেল আপনাকে শতকোটি প্রণাম।
Khub bhalo laglo .manuser jibon koto bichitro.
💜💜💜💜
আইন আর বিচার ব্যবস্থা সিমেন্টের মতো👌👌👌
Ekdom hok kotha
Akdom hok kotha
Hmmm ata kin2 akdom thik....
সত্যি😶
👌👌👌
স্যলুট স্যার আপনাকে যে আপনে তো আপনার অতিত কে ভুলেন নাই আপনেই প্রকৃত সাদা মনের মানুষ এবং জেল খানার ঐ ভালো মানুষ টার জন্য আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন৷ আমিন
আপনি কোন আক্কেলে তূনমুল থেকে mla হলেন।
@@santipriyasanyal2847 toh corrupt king bjp theke hobe
ভাগ্যবিধাতা যার সহায় হন,
আপনাকে অনুসরন করে যে কারো জীবনে সফলতার দার খুলে যেতে পারে। আপনার দীর্ঘায়ু কামনা করি
আপনার মতো মানুষকে দরকার | স্কুলে গিয়ে গুচ্ছ গুচ্ছ মোটা মোটা বই পরলেই সঠিক জাইগাতে আসা জাইনা | দরকার ইচ্ছা যেটা আপনি প্রমান করেছেন | ধন্যবাদ স্যার আপনার মতো মানুষের জীবনি যানতে পেরে | নিজেকে আজ ঠিক বলে মনে হচ্ছে |
পঞ্চপান্ডবের নোংরামি সবাই জানি, তারপরও মনে করিয়ে দেই। পঞ্চপান্ডব ছিল পাঁচ ভাই। এক বাজিতে জিতে পাঁচ ভাইয়ের একজন (অর্জুন) দ্রৌপদীকে লাভ করেছিল। দ্রৌপদীকে বাড়ি এনে পাঁচ ভাই মাতা কুন্তিকে আহবান করে বলল- এসো দেখে যাও কি এনেছি। মাতা কুন্তি না দেখেই উত্তর করল-” যা এনেছিস পাঁচ ভাই মিলে ভাগ করে খা”। মাতার আদেশ মোতাবেক পাঁচ ভ্রাতাই দ্রৌপদীকে বিয়ে করে ভাগ করে খেয়েছিল… হিন্দু মেয়েদের আদর্শ হল সীতা। সীতা নাকি সতি নারীর আদর্শ। সেই আদর্শের আসল রুপ দেখুন- ““সীতা স্বইচ্ছায় রাবন কে করলেন দেহ দান, আর রাবন সীতাকে করলেন বীর্য দান। তাই সীতার গর্ভে রাবনের বীর্যে দুজন জমজ সন্তানের জন্ম হয় যাদের নাম হলঃ ‘লব’ আর ‘কুশ’। [রামায়ন ২:১৯-২১]
কি সুন্দর অশ্লীল কাহিনি, হিন্দুরা ভালো চোখে দেখে🤣
শত কোটি প্রণাম জানাই আপনার চরনে।
@@sukumarroy5074 বাল
Suffering makes the fiery soul that conquers the world . Mr. Byapari is a living example of that- he embodies a monumental protest against hypocrisy , injustice and inequalities perpetrated in the name of religion. His creative instincts have given that protest a universal dimension and appeal.
স্যালুট জানাই এমন সংগ্রামী মানুষকে। যাদের অনুপ্রেরণায় আরো হাজারো মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে।
"দশ বারোটা বই এর নাম বললাম , তার মধ্যে চার পাঁচটাই ওনার লেখা. পরে জানতে পারলাম উনি মহাশ্বেতা দেবী " এটাই হয় তো আপনার জীবন এর সেরা মহুর্ত!
Truly novitiated Man! He is also so political Person on this Era ruclips.net/video/TF6YPncrUow/видео.html
Akdam
@@youtube1m288 sotti osadharon ekta story, just nah comment krle prlm e nah!!!
গায়ে কাঁটা দিল😊
@@haroprasadpaul sotti tai, life is all about experiences, r etai toh jibon!!
Jossss
চিরদিন সবার ও সমান নাহি যায়, সত্যের জয় হবেই, স্যার আপনাকে প্রণাম।
ইচ্ছা ও মনের জোরে মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন,এই কাহিনী থেকে তা জানা যায়। অসাধারণ , খুবই করুণ কাহিনী।
আপনার মতোন হাজার হাজার ভীম দেশী মানুষ তাদের চোখের জলে এই দেশের মাটি ভিজেছে তাঁদের মধ্যে আমাদের পরিবার ছিলো.😢😢😢😢😢
অসাধ্য সাধন করেছেন তিনি ! এক কথায় অসাধারণ.....
জীবন মানে যুদ্ধ,আপনার কথাগুলো শুনে আমার সাহস বেড়ে গেলো।জীবন যুদ্ধে আমিও কখনও ক্লান্তিবোধ করবোনা।সবসময় চলার পথে আপনার জীবনি স্বরণে রাখবো।
খুব ভালো
আমার দেখা সেরা সাহিত্যিক! প্রনাম স্যার।
ইনার নাম কি?
সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ
@@movieplusstudio8782 àĺĺl
@@suparnahaldar265 ki…!???
বাংলাদেশ থেকে বলছি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘ আয়ূ দেন
বেচে থাক এসব মানুষ গুলা, আজীবন মানুষের অন্তরে
স্রোতের বিপরীতে চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাটাই চ্যালেঞ্জ, অত্যধিক মানসিক শক্তি না থাকলে সম্ভব নয়।
সার্থক জীবন। জীবনসংগ্রামী, কিনতু আপনার টা কঠিন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
সত্যি কি বলবো ভাসা খুঁজে পাচ্ছি না শুধু আপনার জন্য আল্লাহতালা কাছে দোয়া রইলো মন থাকে,
কি কঠিন সমস্যা থেকে উত্তোরণ!! আপনি আমাদের পথিকৃত 🙏🙏🙏🙏
সত্যিই শুনে চোখে জল চলে এল। আপনাকে প্রণাম জানাই।
শুনে বুক ঠান্ডা হয়ে গেল। কী অকল্গনীয় সংগ্রামী জীবন! প্রতিরোধের অগ্নি-বারুদ একেই বলে। বাংলাদেশ থেকে এ মহামানবেক সালাম।
তাড়ালেন কেন ? রিফিউজি বানালেন কেন ?
@@indianbengali1470 bhai uni tadhai se Somoy rajniti log nijer swarther jone
ভাগ শালার প
বেটা তোদের জন্য মানুষ ঘর ছাড়া হঈছে।
আসছে ভদ্রতা দেখাতে জঙ্গিজাত
@@masrekulsk123 see
আপনি বেঁচে থাকার তাগিদের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
আপনার লেখা এর আগে পড়া হয়নি , কিন্তু আপনার "Interrogating my Chandal life " পড়ার পর আপনাকে জানতে পেরেছি। আপনি সত্যিই অনুপ্রেরণা ।
এনার মতন সমাজ যোদধার কাছে আমাদের সেখা উচিত জিবনে সপ্ন না দেখলে আর ইচছা না থাকলে কীছু হওয়া যায় না..আপনার শ্রি চরনে প্রনাম...
চোখের পানী ধরে রাখতে পারলাম না কাকা আল্লাহ পাক আপনাকে অনেক শান্তি প্রধান করুক
0l is no no
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@Travel with Barsha কোথায় পোস্ট করতে হয় এ বোধ নেই আপনার ৷
@@TONMOY-eh1nz sob ache apni mukh bondho rakhun r sathe chokh ta o
আল্লাহ কোথায়
বোনটা না খেয়ে মারা গেল
Unforgettable moments in this video. He is the man of learning of the Literature. His thoughts gives a new perspective of life. He has educational qualifications yet he writes mant books in his life as a Dalit member of the state.
জোশ চ্যানেল কে অসংখ্য ধন্যবাদ।কারণ চক্ষুর আড়ালে থাকা এই রকম প্রতিভাবান মানুষদের দেখানোর জন্য।সত্যি অসম্ভব ভালো লাগলো।আরো যদি থাকে এই ধরনের ভিডিও তাহলে দেখাবেন।
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
@@JoshTalksBangla
যদি সম্ভব হয়,,,,,,কলকাতার সবার পচন্দশীল মুখ, " মমতা বন্দ্যোপাধ্যায় "" কে নিয়ে যদি একটা পোগ্রাম করতে পারেন,,,,,,
শুনে প্রান জুরাথাম,,,,,,
সালাম জানাই স্যার আপনাকে এবং JOSH TALK চেনেলকে
এই চেনেলের মাধ্যমে আপনাকে দেখতে ও জানতে পেলাম ধন্যবাদ
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
@@JoshTalksBangla ok
@@JoshTalksBangla Ami akjon er sathe porichoy koriye dite pairi, তার জীবন এর story really inspiring.. Name রণজিৎ সামন্ত.. তিনি খালি হাত এ শুরু করে আজ successful business man, তার যদি akta interview করেন তো I Hope অনেকেই inspire hoben..
My contact no 9830474745
খুব সুন্দর লাগল,
আপনি প্রমাণ করে দিয়েছেন যে চেষ্টা থাকলে মানুষ অসম্ভব কেও সম্ভব করে।
আর এটাও প্রমাণ করেছেন যে প্রতিভা থাকলে কোনো বাধা ও কোন অবস্থা তাকে ছোট করতে পারে না,সে সবকিছুকে হারিয়ে জয়লাভ করবেই।
পৃথিবীতে আমরা সবাই মানুষ হিসাবে বাচতে চাই---জাত পাত ধর্ম নিয়ে নয়।আসুন আমরা সবাই মানবতার জয়গান গায়।
Are dada apnader mosjide to Hindu dukte pare na.ta hole ei ta ki more sombob
@@rippondas1767 কে বলেছে মসজিদ হিন্দু দেখতে পারেনা? কোন মসজিদ থেকে কি বলা হয়েছে হিন্দুদের মেরে ফেলতে হবে? তাদেরকে নির্যাতন করতে হবে? তাদের সম্পদ কেড়ে নিতে হবে? তাদেরকে সম্পদ অর্জন করতে দেয়া হবে না? সেটা তো আপনার ধর্ম বলে! আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলাম মানবতার ধর্ম! বরং মানবতার চেয়েও উঁচু মানের কিছু!
Ha ha........ Baler dharmo..... Anya dharmer lokeder humki dis.... mike lagiye anyader bolis tader bacar adhikar nai tai amader refugee hote hoyece
@@msimamun8185 হ্যাঁ এই জন্য সব জায়গায় মার খাচ্ছিস 🤣🤣🤣🤣 অার অামরা Google এর CEO 🤣🤣🤣 সালমান শাহরুখ অামির গণেশ পূজা করে 🙄🤣🤣🤣
@@tonoyovi1416 অপ্রাসঙ্গিক কথা টেনে আমার প্রশ্ন এলিয়ে গেলেন!
আর বেয়াদবের মত তুই তুকারি করছেন! এতেই বোঝা যায় কার শিক্ষা কেমন!
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার জন্য রইলো প্রণাম আর বুকভরা ভালোবাসা আপনার কথা গুলো শুনে বুকটা কাঁদছে আর এই সমাজের সকল মানবজাতির উদ্যেশে একটি কথা বলবো আপনারা মানবিক হন প্রত্যেকে প্রত্যেক কে সাহায্য করুন 🙏
এ দুনিয়া শক্তের ভক্ত নরমের যম!!!!💖💖💖🇮🇳
গল্প মনে হলেও কথাগুলো সত্যি, কতটা কঠিন বাস্তবের মধ্যেও আজ তিনি সফল! উনার অধ্যাবসায়কে আমার 🙏....
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
Bengali girl kabita আপনি আমাকে এই ভদ্রলোকের বাড়ির ঠিকানা,বা ফোন নম্বর টা আমাকে দিতে পারবে খুব দরকার ।
@@sujoymondal7785 fb te msg korun peye jaben.
@@bengaligirlkabita9902 korechi msg apni ektu check korun...
Josh talk a tahola milkha sing k Nia asun Sr .na hola Suni Leone k onaro nki khub struggle life gacha nki.
মনোরঞ্জন বাবু আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আপনার জীবন সংগ্রামের কাহিনী আমাদের জীবনে চলার পথে উদ্বুদ্ধ করবে। জোশ টক কেও ধন্যবাদ এমন ভিডিও আপলোড করার জন্য
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার মতো বিদ্যে নেই।তবে মানুষকে বলবো ও ভাবতে থাকবো।
চোখের কোণে অনেক জল
এটাও একটি মানুষের জীবন।
ভাগ এখান থেকে, তোদের কারণেই এই সব হয়েছে
সলায়মন সুয়র আবাল কথাকার। তুই থাকলে সুধু 6 digit ছারা আর কিছুই বলতি না। আহাম্মক কথাকার।
@Saiful Islam ruclips.net/video/x1A1OpP9N9c/видео.html
@@GhazwaeHind2000 ruclips.net/video/x1A1OpP9N9c/видео.html
ধন্যবাদ স্যার ভিডিও টা দেখার জন্য
আপনি সত্যিই একজন অনুপ্রেরণা। ধন্যবাদ জোশ টকস, আপনারা না থাকলে এমন স্ট্রাগল অজানাই থেকে যেত।
আপনি যদি ডিজিটাল যুগ এর মানুষ হতেন, হয়তো আপনি একজন বড় ইউটিউবার হতেন,,😁
7
অনেক কিছু না হলেও সামান্য কিছু শিখতে পারলাম। একটা কথা দারুণ লেগেছে তা হলো উনি রেল ষ্টেশনে বসেই হিমালয় তথা গোটা পৃথিবী সম্বন্ধে অকপটে জেনে যেতে পারছেন। আর আইন আদালত সিমেন্টের মতো যখনকার তখনই যদি পানি না ঢালি পরে জমে গেলে আর খোলা যাবেনা।এবারাই তো সত্যিকারের হিরো।
এই কাহিনী সুদু বেপারির না আমাদের সমাজের হাজারো মানুষের এই কাহিনী আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের বেপারি কে হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকে
Pplppppp
Uiodlbom
সময়ের মহানায়ক
AAAAAAP
Moral of the story
চেষ্টা করলে মানুষ সব করতে পারে।
Right
এতো লড়াই করে যে মানুষ টি আজ এই জায়গায় আসছেন , সেই মহান মানুষটাকে দুর থেকে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রনাম
জীবন নির্মম কিন্তু কখনও কখনও আপনাকে পুর্নতাও দেয় যদি আপনার মধ্যে সেরকম কোন চাওয়া থাকে
are u fine
I agree with you
আলহামদুলিললা ভালো কথা প্রচার করছেন ধন্যবাদ ।
বার বার বলছেন আমরা,আমরা কারা,এরকম তো ভারতে মনে হয় কয়েক কোটি আছে,পৃথিবী তে 15/20 কোটি আছে অফুরনত্ শকতির উতস ,কিনতু ়়়়়়়়়়়়়
অসাধারণ মানুষ, এবং খুব প্রতিভা সম্পন্ন যা এক কথায় অনন্য। ভগবান তোমায় আরো দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ভালো থাকবেন।
আসলেই স্যার অনেক কিছু করেছেন। কিন্তু তিনি যার কারণে এই সম্মানের জায়গায় এসেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এমনিতে স্যারের জীবনি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।
ধন্যবাদ জোশ টক
এইরকম বিরল প্রতিভাদের লোকচক্ষুর সামনে নিয়ে আসার জন্য।
এনাদের জীবনকাহিনী আমজনতার অনুপ্রেরণা।🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
আপনার জীবন সংগ্রাম-কে আমি স্যালুট জানাই, আপনি আমাদের দেশ এবং সমগ্র বাঙালী জাতির অহংকার, আমরা চাই আগামী দিনে আপনার জীবনী নিয়ে একটা চলচিত্র বের হোক এবং বইয়ের সিলেবাসেও ফুটে উঠুক, যাতে আগামী প্রজন্মো বুঝতে পারে জীবন কতটা কঠিন এবং জানুক সত্যের জয় সব শেষেই হয়, আর জেদ নিয়ে মাথা তুলে সে আগামি দিনে এভাবেও একইভাবে বাঁচবে ।
সফলতার গল্প সঙ্গে জড়িত থাকার কাহিনী প্রতি টা মানুষ চোখের জলে লেখা
90 দিনের মধ্যে এবং শুধুমাত্র ₹299 এ English বলতে শিখতে, এই Link এখনই WhatsApp Msg করুন 👉 bit.ly/2AMLMv6
hi
I do not have whatsapp, how to apply?
Apnader platfrom er sate jogajog korbo ki kore...????
bahhh osadharon
Samar Paul. 9831278327
Never say die . Jibaner ei ta e mool mantra howa uchit. Ami o sei pather e ekjon pathik.
Salute to you sir.
অসাধারণ জীবন কাহিনী ,মনের জোড়,চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যায় উনি তার উদাহরণ।
চোখের জল ধরে রাখতে পারলাম না। প্রণাম আপনাকে।
অতি আনন্দের সংবাদ হলো ২০২১ এর পশ্চিম বাংলা বিধান সভা নির্বাচনে তৃনমূলের প্রার্থী হয়ে এ মহান লিখক বলাগড়ের বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁকে অভিনন্দন!
May Allah almighty bless this man. Outstanding life story told by an real man......
Wow.. What a life story!! So inspirational!!! Tears on my eyes, let us fight for life, until we die. Dreaming to see this gentleman like goddess ocean. May God bless him.
আপনার জীবনের ঘটনা নতুন করে বাঁচতে শেখালো ।এতো কিছু সত্বেও আপনার মনোবল ভাঙতে পারে নি কেউ। আপনি সত্যিই দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তি বরো শক্তি ।I really proud for you. আমার প্রনাম নেবেন sir.ভালো থাকবেন , সাবধানে থাকবেন।
এই ভিডিও এর মাধ্যমে যারা এই মানুষটির সাথে পরিচয় করিয়ে দিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কবি নজরুলের লাইন টা মনে পড়ছে, "বল বীর বল চির উন্নত মম শির "
যে মানুষের শেখার চেষ্টা আছে , কিছু করার ইচ্ছা আছে, ঈশ্বর তাকে সফলতা নিজের হাতে তুলে দেয়।।
Joy sri ram right dada
প্রনাম sir, আপনি তো সত্যিই মহান । তবে ছোট বেলার জীবন আমারও খুবই কষ্টে কেটেছে sir, এখন আর অভাব নেই ঠিকই । কিন্তু শান্তি নেই । চোখের জল এখনো শুকায়নি ।
অনেক প্রণাম। ভালো থাকবেন। আপনি অনেকের inspiration হলেন। Hats off Sir.
Hi janu
@@sajalmondalsajalmondal6407 bhai manosik rogi tui doctor dekha
@@rajasarkar2145 ha. meye bolei support korte hobe taina...
I
@@audiowolfnet9347 meye bole support jemon korte hobena, temoni birodhita koraro kichu nei nischoi. ar uni support to korenni amak. First ekjon je comment ta korechilo amake seta khubi faltu, khubi cheap. Setar jonno uni hoyto take ekta uttor diyechen. Uni to tao bolechen, oneke to chup kore moja dekhe.
*আপনাকে অনেক প্রনাম জানাই 🙏🙏🙏 এই ভিডিও টি আমাদের অনেক অনুপ্রাণিত করবে*
প্লিজ লাইক
👇
আপনার কথা শুনে হলো মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে কিনা করতে পারে ।👍
আমিও পারব, জীবনজয়ী যোদ্ধা, আপনাকে প্রণাম ৷🙏🏻 ভালো থাকবেন স্যার ৷
Obviously
এনি MLA হওয়ার পর কে কে দেখছেন? Like here
মানুষ সত্যিই বড় বিস্ময়কর।
অভিবাদন হে জীবনজয়ী যোদ্ধা!
Respect to you Sir
তুমি একটা পাগলের বাল
@@bipulbiswas467 ekdom 😂
From where,this Muffasil scoundrel has emerged?
I have read his autobiography . It is terrifying as well as inspiring. It exposes the criminal caste system of our hindu society. Although some attempts are being made to redress it but socially the caste prejudice is still rampant even amongst the so called educated people. Being a Brahmin I feel ashamed and angry even though I dont believe in such cruel segregation and exploitation of people .
এরকম একটা জীবন বাস্তবে আছে তা জানতে পেরে ভীষন ভাল লাগছে। মনেহচ্ছিল সিনেমা দেখছি। আমাদের মত বহুলোক কে আপনার এই জীবনী অনুপ্রেরনা দিবে। ধন্যবাদ এবং প্রনাম।
একবারের বেশি লাইক দেওয়া গেলে হাজারটা লাইক দিতাম.......... আপনি সার্থক ।
Amio swarthak☺
Sotti 😔🙂
@@puja2059 kemon acho
@@puja2059 inbox a aso oi ta deta ace ami
করুন,,
অসংখ্য ধন্যবাদ♥
একজন মানুষ তা ই পারে
যা সে করতে চায়।...
আপনি একজন সফল মানুষ...
আপনাকে দেখে নতুন করে বাঁচার আশা খুঁজে পাবে সবাই, ভালো থাকবেন , অনেক ধন্যবাদ আপনাকে জীবন যুদ্ধকে জয় করার অনুপ্রেরণা দেয়ার জন্য ❤️
a আপনার মত চমৎকার লেখক দলিত ঘরে ঘরে জন্মগ্রহণ করুক।
We want written more& more from you..
আপনার ধন্য জীবনের মধ্য দিয়ে আমাদের কে ও কিছু শিখিয়ে দিলেন....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 আপনাকে
অসাধারণ মনের জোর ।এতে প্রমাণ হয় মানুষের সৎ ইচ্ছা থাকলে সে সব কিছুই করতে পারে ।আর সমাজের কিছু গৃন্য লোক আছে যারা কিছু করবে না কিন্তু পরের সর্বনাশ করতে পিছু পা হবে না ।
গলপ শেষ হতেই 2-3 মিনিট হতবম্ব হয়ে গেছিলাম, বিশ্বাস করুন।। আপনাকে grand salute sir
I went through his writing, " Itibritte Chandal
প্রনাম জীবন যোদ্ধা, শুনতে শুনতে চোখে জল এল।
সফলতা যে কখন ধরা দিবে বুঝা বড় মুশকিল, জেলখানাও হতে পারে সফলতার সুত্রপাত! কি অসাধারন জিবন কাহিনী কাকা আপনার! ভাল থাকবেন সব সময়......
চেষ্টা থাকলে যে কিছু করে দেখানো সম্ভব সেটা আপনার কথায় আবার প্রমাণিত.... 🙏🙏🙏
ধন্যবাদ। জোশ TALKS -এর মঞ্চে আর কাদের দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আমাদের মঞ্চে নিয়ে আসার।
Such an inspiration he is❤.. I'm literally on tears after hearing his words.. Much much respect to you sir❤❤
Friend ship korbe 🌹
@@Success10080 manosikota thik kor molla.... Dari dhore jhule thak babar
I failed to control my tear,literally I was sobbing. Thanks to myself that none saw me sobbing.My swastangey pronam from Bangladesh to this real fighter,my real hero ever.
Apnar theke 1ta gyan prapto holo j- Every moment is important for life.
চোখে জল চলে এল❤🙂! আপনাকে শত কোটি প্রণাম🙏।।
কি বলব, বুঝে উঠতে পারছি না.... ভাষা হারিয়ে ফেলেছি.... আপনার এই অদম্য জীবন সংগ্রাম অনেককেই উৎসাহিত করবে, কোনও সন্দেহ নেই... আপনার এই হার না মানা কঠিন লড়াই মানুষের শিরায় শিরায় প্রবাহিত হোক, এই প্রার্থনাই করি.... আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই ভিডিও-তেও এগুলোর ডিসলাইক পড়েছে, ভেবে অবাক হচ্ছি! মানুষ এক অদ্ভুত প্রাণী!...ভাবতেই পারছি না, এই অমূল্য কথাগুলো কেউ অপছন্দ করতে পারে!
কি কমেন্ট করব! মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম।থম্ মেরে কিছুক্ষন বসে থেকেছি।ধন্য আপনার লড়াই।ধন্য আপনার প্রতিভা।
কি বলে সম্মান জানাবো ওনাকে ভেবে পাচ্ছি না. 🙏🙏🙏🙏🙏🙏
কি বলবো বলার ভাষা নাই। আপনি ভালো থাকবেন।
আপনার জীবন কাহিনী শুনে আমার মনের দূর্বল যায়গাটায় ভীত নড়িয়ে দিয়েছে , আমি আবার মন ফিরে পেলাম।আপনাকে শতকোটি ধন্যবাদ ও অভিনন্দন জানালাম। ভালো থাকবেন
ও সুস্থ থাকবেন।
হার না মানা সৈনিক,, স্যালুট আপনাকে❤
Well come