কাক কখনো ময়ূর হয় না তেমন,,,,,,,, মাদ্রাসার শিক্ষা কখনো উন্নত চিন্তা শক্তি বিশ্লেষণ করতে পারে না,,,, এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে,, ধন্যবাদ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ গোষ্ঠী।
মাদ্রাসার ছেলেদের ছাত্রের যোগ্যতা জেনারেল শিক্ষিত ছাত্রদের নেই ঢাকা ইউনিভার্সিটি তে পরীক্ষায় দেখা যায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট মেডিকেল পরীক্ষা দেখা যায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট জেনারেল শিক্ষিত ছেলেরা শুধু মুখে হটপট কাঁধে ফাঁকা মাঝার থেকে যারা বের হয় তারা এক একটা রত্ন দৃষ্টান্ত দিয়ে দেখাবো আর্জেন্টিনার অশিক্ষিত একমাত্র ইসলামী ছাত্রশিবির থেকে যারা বের হয় তারা রত্ন আর বাকি যারা আছে তারা চোর চোর টা গুন্ডা ঘুষখোর বদমাশ লুচ্চা লম্পট কোন পরীক্ষায় মাথা ছাত্রদের সঙ্গে টিকতে পারে না আবার বড় কথা।
@@PrasantaLahiri মধ্যে প্রাচ্যর মুসলিম দেশ গুলোর সাথে ৮০শতাংশ বানিজ্য আমদানি ও রপ্তানি করে ভারত মুসলিম দেশ গুলো হিন্দুস্থানকে বয়কট করলে তোদের ভিক্ষা করে খাওয়া লাগবে
বাংলাদেশের ঘটে কত টাকা গচ্ছিত আছে? প্রতিবেশী দেশটি যদি আকাশ পথ বন্ধ করে দেয় তবে কি হবে? বিকল্প ব্যাবস্থা তৈরী করতেও তো সময় লাগবে। পারবে বাংলাদেশ তত দিন সারভাইভ করতে?
তোরা ইউটিউব ফেসবুক এ অনেক এগিয়ে আমাদের চেয়ে, এই মুহূর্তে বাংলাদেশের বাজারে গিয়ে দেখো ড্রেস পত্রের দাম কি কি হারে বাড়ছে, ইউটিউব এ গানটা খুব সহজ বাস্তব খুব কঠিন
আমরা না নিলে তোমাদের মা বোনেরা বাজারে দেহব্যবসা করে খাবে । দোকানদার কখনো বড় হয়না , যে ক্রেতা সেই বড় । যাদের দয়ায় খেয়ে পরে বেচে আছো তাদেরকে সম্মান দিতে শিখ ।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ধন্যবাদ আপনাকে,,, আমরা গোলামী পছন্দ করি সে জন্য আজ ভারতের মুখে যাহা আসে তাহাই বলে যাচ্ছে,,,, এখন ও যদি না বুজি তাহলে বলার কিছু নাই,,, আগে চিকিৎসা সেবা তারপর দেশে সবকিছু উতপাদন করা শিক্ষা ব্যবস্থা টিক করা,,
আশা করি। কিন্তু হতেও পারে নাও হতে পারে। তবে বাংলাদেশের প্রচুর সামর্থ আছে ১০ বছরে দেশ প্রচুর উন্নয়ন করার। কিন্তু এই সরকারই থাকতে হবে। বিএনপি আওয়ামীলীগ নাও করতে পারে।
কোন বাঙালি কখন কিভাবে ভারতের ক্ষতি চাইলো বরং তোরা ভারতীয়রা তোরা হিন্দুরা নিজেদের ক্ষতি করার জন্য নিজেরাই একে অন্যের পিছনে আঙ্গুল দিয়ে যাচ্ছিস ভারতের সাথে যতবার বৈরী সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকবার ভারতেই রাজনৈতিক না হয় ধর্মীয় বিষয়গুলোকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে অতিরঞ্জিত করে বাংলাদেশের সাথে ও বাংলাদেশের জনগণের সাথে প্রতিনিয়ত শত্রু বাবা পণ্য পরিস্থিতি তৈরি করেছে দক্ষিণ এশিয়ায় কার সাথে ভালো তুমি ভালো সম্পর্ক আছে আমাকে একটু বলে দেন যেখানে অন্যান্য দেশগুলো তাদের বড় ছোট প্রতিবেশী গুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থ এবং প্রতিবেশীদের ন্যায্যতার স্বার্থ মূল্যায়ন করে তারা সুন্দর ভাবে বসবাস করে যাচ্ছে অথচ ভারতীয় সরকার ভারতীয় কিছু সংখ্যক জনগণ উগ্রতা অনেজ্যতা প্রতিবেশীকে সবসময় ছোট করে দেখা সবকিছুতে নাক গলানো দাদাগিরি দেখানো এটা যেন তাদের দৈনন্দিন জীবনের একটা ধান্দা দাও খোরাকের ব্যবস্থা করেছে
আমরা অবশ্যই স্বাধীনতায় মানি আমরা একটি সার্বভৌম স্বাধীন দেশ প্রতিবেশী থাকবে প্রতিবেশীর মত আমরা প্রতিবেশীকে ভালোবাসি শ্রদ্ধা করি এবং প্রতিবেশী প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করি এবং প্রতিবেশীর প্রত্যেকটি ভালো কাজের মূল্যায়ন করার চেষ্টা করি কিন্তু প্রতিবেশী যদি হয় উগ্র অশোভনীয় আচরণকারী যখন তখন নগ্ন হস্তক্ষেপকারী প্রতিবেশী যদি হয় নোংরা আচরণকারী প্রতিবেশী যদি নিজেকে বাদশা ভাবে এবং অন্যদেরকে প্রজা মনে করে প্রতিবেশীর যদি সব সময় নিজে অ্যাডভান্টেজ খুঁজে অন্যকে গর্তে ফেলে যে প্রতিবেশী কথায় কথায় ধর্মকে তার প্রতিবেশীর সাথে কার্ড হিসেবে ব্যবহার করে সেই প্রতিবেশীর সাথে একটি স্বাধীন রাষ্ট্রের মানুষের কি আচরণ করা উচিত তারপরও আমরা বাঙালিরা অনেক কিছু হজম করে যাচ্ছি সহ্য করেও যাচ্ছি একাত্তরের ভারত সাহায্য টুকু করেছিল সেটুকু জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময় এবং করবো আর সে সাহায্য ভারত কেন হইবে আমাদেরকে করেছিল সেতো কোন বাংলাদেশী অজানা নয় কিন্তু আমরা সেই বিষয়টাকে মূল্যায়ন করি না আমরা সব সময় মূল্যায়ন করি তারা আমার পাশে ছিল আপনি যদি একজন জ্ঞানী লোক হন শিক্ষিত হন আপনার ভিতরে যদি কোনো অনৈতিক শিষ্টাচারে না থাকে তাহলে আমার কথাগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন
খুব ভালো বললেন। বাংলাদেশ স্বনির্ভর হোক তাই তো চাই। এবার বলি কিছু আবেগতাড়িত (ভারত বিরোধী আবেগ) হয়ে আলোচনাটা করলেন। আলোচনা আবেগরহিত হলে যথাযথ হয়। এ প্রসঙ্গে বলি আপনাদের দেশের সরকার যদি কোন উদ্যোগ নাও নেয়, চিকিৎসাব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে দেশবাসীরাও এগিয়ে আসতে পারতেন। এতগুলো বছর চলে গেল কোন সুরাহার চিন্তা কারও নেই। দেরিতে হলেও ভালো এ বোধোদয়। এরকম সর্বক্ষেত্রে প্রযোজ্য। অন্য একটা দিক নিয়ে বলি। ভারত চিন সম্পর্কের টানাপোড়েনের কথা। একসময় ছিল ইন্দিচিনি ভাই ভাই স্লোগান। এ গলাগলি ভাবভালবাসার মধ্যে চিন অযাচিত যুদ্ধ করে অরুণাচল দখল করল। তিব্বত ছিল ভারতের বড় বন্ধু। তিব্বতের দখল নিল চিন। দলাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নিলেন। চিন রাগে গরগর করতে লাগল। এইজন্য বলা কূটনীতি ভাবে আবেগে হয় না। চিন ভারতের সঙ্গে বানিজ্যিক ও অন্যান্য সম্পর্ক বজায় রেখেছে। আলোচনার মাধ্যমে অনেককিছুই সমাধান হয়। আর বলি বাংলাদেশের লোকেরা যত ই বলুক বিপ্লব ঘটিয়েছে, এর পিছনে কাজ করেছে বিরাট বিদেশী শক্তির সূক্ষ প্লান। সাধারণ মানুষের হাতে কিছু নেই ।
যখন পারোমানিক বোমা ডিক্লার হয় নাই তখনকার কথা, এক পাকিস্তানি কে বলেছিলাম ভারত অনেক বড় দেশ উনার সাথে আপনারা পারবেন।পারি-নাপারি তারপরেও ওদেরকে ছাড় দেবো না কতটা মানুষ বিরক্ত হলে এরকম বলতে পারে।
পাশে থাকা একটা দেশ লস্করি তৈবা, ইত্তাদি উগ্রপন্থি সংগঠণ না বানিয়ে IIT, বানিয়ে পড়াশুনা করে দেশকে উন্নত করছে দেখলে হিংসা হবেই ঐসব দেশের তাই এরকম বলেছে, ভারত কোনোদিন শুরুতে আক্রমণ করেছে এরকম কোথাও দেখা গেছে কি?
বন্ধুরা, ১৮ কোটি মানুষের দেশ এখানে চিকিৎসা ব্যবস্থা নেই। এটাও বড় লজ্জার বিষয়। 2024 সালে অন্য দেশে আসতে এবং যেতে হবে। প্রথমে আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করুন।
@মঞ্জুর জন্য আমার কথা গ্রহণ করবেন না. মাত্র কয়েকদিন আগে দেশে আপনাদেরকে শক্তিশালী করে তোলা নিয়ে অনেক কথা উঠছিল। এখন সব ঠান্ডা হয়ে গেছে। ছেড়ে দিন, বাঁধ হয়তো বানাবে না কিন্তু হাসপাতাল তো ভালোই তৈরি হয়েছে। এখন একটি সুপার ফ্যাসিলিটি হাসপাতাল আছে যেখানে সবকিছু এবং প্রতিটি ব্যবস্থার জন্য সুবিধা রয়েছে, এটি এত বড় দেশ, এত জনসংখ্যা, দয়া করে ভাল কিছু করুন, আমাদের দোয়া আপনাদের সবার জন্য।-h3u
@আমরা সবাই আপনার এবং আপনার দেশের জন্য দোয়া করি। তিনি দেশের স্বাস্থ্য খাতে একটি ভালো হাসপাতাল নির্মাণের জন্য দোয়া করেন যা হয়নি এবং দেশ-বিদেশের সকল দেশবাসী যেন প্রতিটি জেলায় একটি ভালো হাসপাতাল নির্মাণের চেষ্টা করেন যাতে কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়। . আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার দেশের জন্য শুভকামনা।-h3u
বিদ্বেষ করে আর সবুজ বইয়ের অন্ধ অনুসারী হয়ে মাদ্রাসা থেকে ছাত্র আসলে কখনো চিকিৎসায় আপনাদের উন্নতি হবে না। হতেও পারে না। এটাই বাস্তব উচ্চ মানের চিকিৎসা আকাশ থেকে টোপকে পড়ে না। উচ্চমানের পরিকাঠামো থাকলেও দক্ষ লোক না থাকলে তা মূল্যহীন। ধর্মের বন্ধনে লোককে আটকে রাখলে মুক্তমন হয় না আর মুক্তমন না হলে কখনো সর্বস্তরের সাফল্য আসে না তাই দেখবেন ইসলাম রাষ্ট্রগুলি থেকে সেরকম কোন উল্লেখযোগ্য বুদ্ধিজীবী উঠে আসেনি।
ভারতীয় হিসাবে। আমার মনে হয় বাংলাদেশে আখেরে তে লাভবান ই হবে। বাংলাদেশ ধীরে ধীরে স্বয়ং সম্পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই।তবে মাদ্রাসা র সংখ্যা বাড়তে থাকলে দেশ কিন্তু rasatale যেতে বাধ্য হবে। বিজ্ঞান manaska হতে হবে এবং পাকিস্তান পন্থী থেকে দূরে থাকতে হবে।কারণ পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকেও অনেক পিছিয়ে আছে। সব কিছুরই ভালো মন্দ আছে।আশা করি বাংলাদেশের বেশী ভালই হবে। ইসরাইল একটা এক কোটির ও কম জনসংখ্যার দেশ যদি at a time 7 ta দেশের সাথে এক বছরের ও বেশী যুদ্ধ চালিয়ে যেতে পারে তবে বাংলাদেশ 18 কোটির দেশ ভারত এর সাথে লড়াই করতে পারবে না কেন! বিশেষতঃ বাংলাদেশে মাত্র এক ভাষা whereas ভারতে প্রধান ভাষা অন্ততঃ 30 টা এ ছাড়া আরও 300 টা ভাষা আছে। পরিশেষে বলতেই হয় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে।এতে দুই দেশের ই লাভ বেশী। দুই দেশ কেই ধর্মের দিকে যত না জোর দেবে তার থেকে বেশী মানবিক দিকটা তে জোর দিলে ভালো হয়। শুভকামনা রইলো।
I went B’desh early this year, I found the prices in the market much higher than UK, while the Husband-wife relationship was maintained between two countries.
পুরো টা , বেশীর ভাগই ভূল কথা, ভারত বাসী , বাংলাদেশ কে কোনোদিন হিংসা করিনি। উল্টো টা, হলো, বাংলাদেশ এর ইয়ং জেনারেশন, ভিশন ভাবে ভারত বিদ্বেষী। আমি ভারত থেকে বলছি।
আমরা ভারতীয়। আমরা চাই বাংলাদেশ তাদের মতো থাকুক। আমরা আমাদের নিয়ে থাকি। কিন্তু তারা আমাদের দেশে কোন অশান্তি সৃষ্টি না করে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না।
কাক কখনো ময়ূর হয় না তেমন,,,,,,,, মাদ্রাসার শিক্ষা কখনো উন্নত চিন্তা শক্তি বিশ্লেষণ করতে পারে না,,,, এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে,, ধন্যবাদ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ গোষ্ঠী।
মাদ্রাসার ছেলেদের ছাত্রের যোগ্যতা জেনারেল শিক্ষিত ছাত্রদের নেই ঢাকা ইউনিভার্সিটি তে পরীক্ষায় দেখা যায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট মেডিকেল পরীক্ষা দেখা যায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট জেনারেল শিক্ষিত ছেলেরা শুধু মুখে হটপট কাঁধে ফাঁকা মাঝার থেকে যারা বের হয় তারা এক একটা রত্ন দৃষ্টান্ত দিয়ে দেখাবো আর্জেন্টিনার অশিক্ষিত একমাত্র ইসলামী ছাত্রশিবির থেকে যারা বের হয় তারা রত্ন আর বাকি যারা আছে তারা চোর চোর টা গুন্ডা ঘুষখোর বদমাশ লুচ্চা লম্পট কোন পরীক্ষায় মাথা ছাত্রদের সঙ্গে টিকতে পারে না আবার বড় কথা।
মাদ্রাসায় পড়ালেখা করা কারো কাছ থেকে এর চাইতে ভালো বিশ্লেষণ আশা করা যায় না।
একদম ঠিক। আবার এরা হবে স্বাবলম্বী 😂😂
😃😃😃😃😄😃😃😃
কলা মামনি থেকে আলু মামুনি সবেতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ,😂😂😂🎉🎉
তোমার সোনার বা ল বেড়ে যাবে সেটা কাটতে আবার ভারতে আসতে হবে
২০২৪ সালে এসেও খোলা আকাশের নিচে মলত্যাগ করেতেছে তাদের মুখে শিক্ষা নিয়ে কথা বলা মানায় না
বলা সহজ কিন্তু করে দেখাতে হবে। পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বের দরবারে ভিক্ষা করার সুযোগ এসে যাবে
😂😂😂🎉
Akdom thik....1st big beggar Pakistan...2nd blood related brother Bangladesh....
বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে গিয়ে ভিক্ষা ই করে,,,অভ্যাস আছে ওদের
@@PrasantaLahiri মধ্যে প্রাচ্যর মুসলিম দেশ গুলোর সাথে ৮০শতাংশ বানিজ্য আমদানি ও রপ্তানি করে ভারত মুসলিম দেশ গুলো হিন্দুস্থানকে বয়কট করলে তোদের ভিক্ষা করে খাওয়া লাগবে
ম্যাডাম, বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যা ভারতের কাঁচামাল দিয়ে চলে তার কি হবে এটা যদি বলেন।
আপু সেই দিন আসতে এই শাতাব্দি পার হয়ে যাবে ,আর কবরে যাওয়ার সময় হয়ে গেছে।
আপু আমার মোনে হয় আপনি প্রধানমন্ত্রী হলে দেশটা অনেক এগিয়ে যাবে
স্বপ্ন দেখা ভালো, তবে ধর্ম আঁকড়ে নয়
বাপ পাল্টানো আমাদের দেশের অন্যতম অভ্যষ তাই এখন থেকে আমরা অন্য কাউকে বাপ ডাকার প্রস্ততি নিচ্ছি। কেমন। 😅😅😅
হ্যাঁ রে খাতুন তোমাদের দ্যাশে নাকি জান্নাত নেমে আসবে ?
বাংলাদেশের ঘটে কত টাকা গচ্ছিত আছে? প্রতিবেশী দেশটি যদি আকাশ পথ বন্ধ করে দেয় তবে কি হবে? বিকল্প ব্যাবস্থা তৈরী করতেও তো সময় লাগবে। পারবে বাংলাদেশ তত দিন সারভাইভ করতে?
ইসলাম আজ বাংলাদেশকে পাঠায় অন্ধকারে।
বিজ্ঞান, প্রগতির আলো চাই পদ্মানদীর পারে।
নিজের চর্কায় তেল দাও।
ইসলাম মানুষকে মুক্তির পথ দেখায় , স্বাধীনতা অর্জনের শিক্ষা দেয় । তোদের মত কারো নুনুর নিচে পরে থাকা শেখায় না ।
এবার ভিক্ষা করতে যেতে হবে দিদি ভাই
তোরা ইউটিউব ফেসবুক এ অনেক এগিয়ে আমাদের চেয়ে, এই মুহূর্তে বাংলাদেশের বাজারে গিয়ে দেখো ড্রেস পত্রের দাম কি কি হারে বাড়ছে, ইউটিউব এ গানটা খুব সহজ বাস্তব খুব কঠিন
আপনাদের মাদ্রাসায় ডাক্তারি শেখানো হবে নাকি কাদের নিয়ে ডাক্তারি করবেন। গরু ছাগল খরগোশ নিয়ে কি ডাক্তারি করবেন।
Eita niye apnader vabte Hobe na,
Hasinar 16 bochorer karone ajke doctorir khota disen,
Naile Bangladesh thik thaak develop hoito , tokhon apnader moto kholay rastay Jara paykhana kore, tader deshe amader jawa lagto na..
আমরা বাংলা দেশের মানুষ নিজের মতো চলতে চাই।
😅😂😅 ভারত বয়কট ডাক দিয়া আবার যারা ভারতের পণ্য ভিসা বিদ্যুৎ ও চিকিৎসা চায় তাহলে বুঝতে হবে যে তাদের বাপেরও ঠিক নাই 😅😂😅
আমরা না নিলে তোমাদের মা বোনেরা বাজারে দেহব্যবসা করে খাবে । দোকানদার কখনো বড় হয়না , যে ক্রেতা সেই বড় । যাদের দয়ায় খেয়ে পরে বেচে আছো তাদেরকে সম্মান দিতে শিখ ।
জামাতকে খুশি করা যাবে
Metro rail. er ticket er ki hobe
জাজাকাল্লাহ খাইরান। ত্যাগী ও ধয্য ধারনের পরামর্শ এবং ইমনী শক্তিতে বলিয়ান হয়ে প্রতিটি সংকট মোকাবিলায় পোরসতুত থাকার সৎ উপদেশ দেওার জন্য ধন্যবাদ।
আপুকে অনেক ধন্যবাদ
এত সহজে বাংলাদেশের উন্নতি হবে না জয় শ্রীরাম
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ধন্যবাদ আপনাকে,,, আমরা গোলামী পছন্দ করি সে জন্য আজ ভারতের মুখে যাহা আসে তাহাই বলে যাচ্ছে,,,, এখন ও যদি না বুজি তাহলে বলার কিছু নাই,,, আগে চিকিৎসা সেবা তারপর দেশে সবকিছু উতপাদন করা শিক্ষা ব্যবস্থা টিক করা,,
বাংলাদেশ ভিখ্যা করতে যাবে এটা তো বললে নাতো আমার সোনামনি
Bangladeshis do not beg alms. It is you Indians, you beg alms. That is why 26 Lakhs Indians are still working in Bangladesh.
আমরা কোলকাতা গিয়ে দেখেছি ভিক্ষাটা আসলে কারা করে । দুইদিন পরে মা বোন ভাড়া দেওয়া ছাড়া পেটে ভাতও জুটবেনা তোমাদের । বলের দিলাম ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। ধন্যবাদ।
আপনি যে হাসিনা বিরোধী সেটা বোঝার অপেক্ষা রাখেনা ।আর উপকার অপকারের ফলাফল টা নয় দেখার অপেক্ষায় থাকুন ।
ভারতের সাথে আমাদের আলু পটলের সম্পর্ক 😢😢 আমিন আমিন হে রব। Wa,alaikum Salam owa Rahmatullahi owa Barkaatuh Fi ❤
ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে শুধু ভারতীয় পন্য বর্জন করলে। আপনাকে অনেক ধন্যবাদ বিশ্লেষণধর্মী সুন্দর আলোচনা করার জন্য।
১ম/না খেয়ে মরবে খাবার না পাঠালে
২য়/তোমাদের ওখানে চিকিৎসা করালে শুনেছি অনেক সময় কিডনী আউট হয়ে যায়
৩য়/অনেক কিছু
তুমার মতো প্রত্যেক টা এমন হোক❤ এগিয়ে জাও বোন ভারত থেকে দেকছি🎉
মুখে ,চ্যানেলে বসে ভাষন দেওয়া সহজ। যেগুলো হবে বলছেন ,সেগুলো হওয়া আপনি দেখে যেতে পারবেন তো?
আশা করি। কিন্তু হতেও পারে নাও হতে পারে। তবে বাংলাদেশের প্রচুর সামর্থ আছে ১০ বছরে দেশ প্রচুর উন্নয়ন করার। কিন্তু এই সরকারই থাকতে হবে। বিএনপি আওয়ামীলীগ নাও করতে পারে।
না হলেও সমস্যা নেই । আমাদের টাকা আছে বিশ্বের যেকোন যায়গা থেকে আমরা সেবা নিতে পারি ।
বোন সুন্দর আলোচনা করছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটা সাত দিনের যুদ্ধ হোক। বর্ডার ভিসা ব্যবসা খেলাধুলা বন্ধ হোক। দেখা যাক কি হয় ? আপনি কি বলেন। 😮😮😮
ভেবে দেখবেন, তালিবানি শাসন হলে আপনি এরকম VDO করতে পারবেন তো ?
মা মনি তোমার বিশ্লেষণ মূলক আলোচনা সত্যি সত্যিই প্রশংসার দাবি রাখে।💚💚💚
প্রতিযোগীতা ছাড়া উন্নয়ন হয় না। সম্পর্ক এরকম থাকলে প্রতিযোগিতা থাকবে। বাংলাদেশের উন্নয়ন হবে।
ইনশাআল্লাহ।
মুরসিদা তুমার কথাগুলো সময়োপযোগী ও যথার্থ হয়েছে, তবে দেশপ্রেমিক মানুষের মনোভাব ও কথা বার্তা এমনি হয় আর হওয়াটাও উচিৎ।
ভাই আপনারা তো ভারতের ক্ষতি চান তাহলে এত ভারতের লাভ-ক্ষতি নিয়ে হিসাব করার কি দরকার আপনাদের
কোন বাঙালি কখন কিভাবে ভারতের ক্ষতি চাইলো বরং তোরা ভারতীয়রা তোরা হিন্দুরা নিজেদের ক্ষতি করার জন্য নিজেরাই একে অন্যের পিছনে আঙ্গুল দিয়ে যাচ্ছিস ভারতের সাথে যতবার বৈরী সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকবার ভারতেই রাজনৈতিক না হয় ধর্মীয় বিষয়গুলোকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে অতিরঞ্জিত করে বাংলাদেশের সাথে ও বাংলাদেশের জনগণের সাথে প্রতিনিয়ত শত্রু বাবা পণ্য পরিস্থিতি তৈরি করেছে দক্ষিণ এশিয়ায় কার সাথে ভালো তুমি ভালো সম্পর্ক আছে আমাকে একটু বলে দেন যেখানে অন্যান্য দেশগুলো তাদের বড় ছোট প্রতিবেশী গুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থ এবং প্রতিবেশীদের ন্যায্যতার স্বার্থ মূল্যায়ন করে তারা সুন্দর ভাবে বসবাস করে যাচ্ছে অথচ ভারতীয় সরকার ভারতীয় কিছু সংখ্যক জনগণ উগ্রতা অনেজ্যতা প্রতিবেশীকে সবসময় ছোট করে দেখা সবকিছুতে নাক গলানো দাদাগিরি দেখানো এটা যেন তাদের দৈনন্দিন জীবনের একটা ধান্দা দাও খোরাকের ব্যবস্থা করেছে
রেডিক্যাল মনের মহিলা । আপনার যে কোন বুদ্ধি নেই এই কথা শুনে মনে হল ।
আপনারা কি স্বাধীনতা কে মানেন? নূতন বন্ধু অনেক পাওয়া যায়, পুরাতন বন্ধু কে ত্যাগ করা যায় কিন্তু প্রতিবেশী চিরকাল পাশেই থাকে বোন টি।
Always try to free the country without harming others
আমরা অবশ্যই স্বাধীনতায় মানি আমরা একটি সার্বভৌম স্বাধীন দেশ প্রতিবেশী থাকবে প্রতিবেশীর মত আমরা প্রতিবেশীকে ভালোবাসি শ্রদ্ধা করি এবং প্রতিবেশী প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করি এবং প্রতিবেশীর প্রত্যেকটি ভালো কাজের মূল্যায়ন করার চেষ্টা করি কিন্তু প্রতিবেশী যদি হয় উগ্র অশোভনীয় আচরণকারী যখন তখন নগ্ন হস্তক্ষেপকারী প্রতিবেশী যদি হয় নোংরা আচরণকারী প্রতিবেশী যদি নিজেকে বাদশা ভাবে এবং অন্যদেরকে প্রজা মনে করে প্রতিবেশীর যদি সব সময় নিজে অ্যাডভান্টেজ খুঁজে অন্যকে গর্তে ফেলে যে প্রতিবেশী কথায় কথায় ধর্মকে তার প্রতিবেশীর সাথে কার্ড হিসেবে ব্যবহার করে সেই প্রতিবেশীর সাথে একটি স্বাধীন রাষ্ট্রের মানুষের কি আচরণ করা উচিত তারপরও আমরা বাঙালিরা অনেক কিছু হজম করে যাচ্ছি সহ্য করেও যাচ্ছি একাত্তরের ভারত সাহায্য টুকু করেছিল সেটুকু জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময় এবং করবো আর সে সাহায্য ভারত কেন হইবে আমাদেরকে করেছিল সেতো কোন বাংলাদেশী অজানা নয় কিন্তু আমরা সেই বিষয়টাকে মূল্যায়ন করি না আমরা সব সময় মূল্যায়ন করি তারা আমার পাশে ছিল আপনি যদি একজন জ্ঞানী লোক হন শিক্ষিত হন আপনার ভিতরে যদি কোনো অনৈতিক শিষ্টাচারে না থাকে তাহলে আমার কথাগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন
তোমাদের আরো অনেক প্রতিবেশী দেশ আছে সেখানে যাইও
you are absolutely Right.
সত্যিই অসাধারণ বিশ্লেশন আপনার।
ধন্যবাদ আপনাকে।
Mashallah. You said everything perfectly. May Allah be on your side.
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ কামনা করি ভাল থাকার জন্য কেমন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wait and see the improvement of Bangladesh.
100/right thanks 👍
আকাশ কুসুম কল্পনা করতে থাক । মাদ্রাসাছাপ দিয়ে সুচিকিৎসা হয় না । সুচিকিৎসার জন্য regular school এ যেতে হয় ।
স্পর্ধিতা নারী! ভারত-বিরোধী মিথ্যা কুৎসা কেন ছড়াও?
অবিলম্বেই এমন ঘৃণ্য আচরণ যেন ছেড়েই দাও।
ভারত এর অন্যায়ের জবাব দেয়া হচ্ছে।
সবার আগে, আপনার দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করুন।
ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দের কসম খেয়ে বলছি আমার প্রথম লন্ডি হবে এটাই জান্নাতের মজাটা এখানেই ইনজয় করবো ইনশাআল্লাহ
আপনি যতো সুন্দর করে বলছেন এতটা সহজনা দেশ চালানো
তাই নাকি এটা হাসিনার দেশ নয় এখন বুঝলে এখন বাংলাদেশ নিজেদের গতিতে চলবে নিজেরাই
লাভ দুই প্রকার। প্রত্যক্ষ লাভ পরোক্ষ লাভ।আশা করছি লাভ হবে।
তুই তো বিশাল জ্ঞানী! মাদাসা ছাপ নিশ্চয়ই।
মাদ্রাসার প্রোডাকশন
Madrasha te onek Hindu chele meye pora shuna kore eta ki tumi jano?
হুমম তত দিন তুমি বেঁচে থাকবে তো অন্তত 150 বছর লাগবে ততদিন তুমি কটা বা রা ধরে রাখো😂😂😂
তোমার মাথায় যেমন পাগড়ি, ভেতরে ও তেমনি গোবর ভরা, কোনো ধারণা নেই
ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর নির্ভর করে ডঃ মুহাম্মদ ইউনূস এর সাথে এগিয়ে যাবো।
খুব ভালো বললেন। বাংলাদেশ স্বনির্ভর হোক তাই তো চাই। এবার বলি কিছু আবেগতাড়িত (ভারত বিরোধী আবেগ) হয়ে আলোচনাটা করলেন। আলোচনা আবেগরহিত হলে যথাযথ হয়। এ প্রসঙ্গে বলি আপনাদের দেশের সরকার যদি কোন উদ্যোগ নাও নেয়, চিকিৎসাব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে দেশবাসীরাও এগিয়ে আসতে পারতেন। এতগুলো বছর চলে গেল কোন সুরাহার চিন্তা কারও নেই। দেরিতে হলেও ভালো এ বোধোদয়। এরকম সর্বক্ষেত্রে প্রযোজ্য।
অন্য একটা দিক নিয়ে বলি। ভারত চিন সম্পর্কের টানাপোড়েনের কথা। একসময় ছিল ইন্দিচিনি ভাই ভাই স্লোগান। এ গলাগলি ভাবভালবাসার মধ্যে চিন অযাচিত যুদ্ধ করে অরুণাচল দখল করল। তিব্বত ছিল ভারতের বড় বন্ধু। তিব্বতের দখল নিল চিন। দলাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নিলেন। চিন রাগে গরগর করতে লাগল। এইজন্য বলা কূটনীতি ভাবে আবেগে হয় না। চিন ভারতের সঙ্গে বানিজ্যিক ও অন্যান্য সম্পর্ক বজায় রেখেছে। আলোচনার মাধ্যমে অনেককিছুই সমাধান হয়।
আর বলি বাংলাদেশের লোকেরা যত ই বলুক বিপ্লব ঘটিয়েছে, এর পিছনে কাজ করেছে বিরাট বিদেশী শক্তির সূক্ষ প্লান। সাধারণ মানুষের হাতে কিছু নেই
।
আপনার কথাগুলোর কয়েকটি কথা সত্য হলেও বাকি কথাগুলো সঠিক নয়।
ঠিকই বলেছেন! আমাদের এখন দেশের মাটিতে সব ধরণের খাদ্যদ্রব্য ফলানো উচিৎ
ওই জন্যই বলি মাদ্রাসায় পড়াশোনা না করে স্কুল-কলেজে গিয়ে পড়াশোনা করো একটু জ্ঞান বাড়বে
যখন পারোমানিক বোমা ডিক্লার হয় নাই তখনকার কথা, এক পাকিস্তানি কে বলেছিলাম ভারত অনেক বড় দেশ উনার সাথে আপনারা পারবেন।পারি-নাপারি তারপরেও ওদেরকে ছাড় দেবো না কতটা মানুষ বিরক্ত হলে এরকম বলতে পারে।
পাশে থাকা একটা দেশ লস্করি তৈবা, ইত্তাদি উগ্রপন্থি সংগঠণ না বানিয়ে IIT, বানিয়ে পড়াশুনা করে দেশকে উন্নত করছে দেখলে হিংসা হবেই ঐসব দেশের তাই এরকম বলেছে, ভারত কোনোদিন শুরুতে আক্রমণ করেছে এরকম কোথাও দেখা গেছে কি?
বোন আমার খুব ভাল লাগছে। জানেন আমাদের মিসাইলের নাম নারায়ের তাকবীর আল্লাহ আকবার।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️। ভারত মুক্ত থাকলে এমনিতেই এগিয়ে যাবে লাল সবুজের পতাকা ইনশাআল্লাহ। 🇧🇩🇧🇩
আপনার চেহারাটা অনেকটা সুন্দর।আপনাকে দেখলে যেন মনটা কেমন একটা করে❤❤
মাথা ঢেকে রাখবেন না এতে ব্রেইন কাজ করেনা।।
বন্ধুরা, ১৮ কোটি মানুষের দেশ এখানে চিকিৎসা ব্যবস্থা নেই। এটাও বড় লজ্জার বিষয়। 2024 সালে অন্য দেশে আসতে এবং যেতে হবে। প্রথমে আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করুন।
ভাই তোমরা ভালো থাক।
প্রতিবেশী রাষ্ট্র হিসাবে শুভ কামনা রইল।
@মঞ্জুর জন্য আমার কথা গ্রহণ করবেন না. মাত্র কয়েকদিন আগে দেশে আপনাদেরকে শক্তিশালী করে তোলা নিয়ে অনেক কথা উঠছিল। এখন সব ঠান্ডা হয়ে গেছে। ছেড়ে দিন, বাঁধ হয়তো বানাবে না কিন্তু হাসপাতাল তো ভালোই তৈরি হয়েছে। এখন একটি সুপার ফ্যাসিলিটি হাসপাতাল আছে যেখানে সবকিছু এবং প্রতিটি ব্যবস্থার জন্য সুবিধা রয়েছে, এটি এত বড় দেশ, এত জনসংখ্যা, দয়া করে ভাল কিছু করুন, আমাদের দোয়া আপনাদের সবার জন্য।-h3u
@আমরা সবাই আপনার এবং আপনার দেশের জন্য দোয়া করি। তিনি দেশের স্বাস্থ্য খাতে একটি ভালো হাসপাতাল নির্মাণের জন্য দোয়া করেন যা হয়নি এবং দেশ-বিদেশের সকল দেশবাসী যেন প্রতিটি জেলায় একটি ভালো হাসপাতাল নির্মাণের চেষ্টা করেন যাতে কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়। . আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার দেশের জন্য শুভকামনা।-h3u
বিদ্বেষ করে আর সবুজ বইয়ের অন্ধ অনুসারী হয়ে মাদ্রাসা থেকে ছাত্র আসলে কখনো চিকিৎসায় আপনাদের উন্নতি হবে না। হতেও পারে না। এটাই বাস্তব উচ্চ মানের চিকিৎসা আকাশ থেকে টোপকে পড়ে না। উচ্চমানের পরিকাঠামো থাকলেও দক্ষ লোক না থাকলে তা মূল্যহীন। ধর্মের বন্ধনে লোককে আটকে রাখলে মুক্তমন হয় না আর মুক্তমন না হলে কখনো সর্বস্তরের সাফল্য আসে না তাই দেখবেন ইসলাম রাষ্ট্রগুলি থেকে সেরকম কোন উল্লেখযোগ্য বুদ্ধিজীবী উঠে আসেনি।
ভারতীয় হিসাবে। আমার মনে হয় বাংলাদেশে আখেরে তে লাভবান ই হবে।
বাংলাদেশ ধীরে ধীরে স্বয়ং সম্পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই।তবে মাদ্রাসা র সংখ্যা বাড়তে থাকলে দেশ কিন্তু rasatale যেতে বাধ্য হবে।
বিজ্ঞান manaska হতে হবে এবং পাকিস্তান পন্থী থেকে দূরে থাকতে হবে।কারণ পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকেও অনেক পিছিয়ে আছে।
সব কিছুরই ভালো মন্দ আছে।আশা করি বাংলাদেশের বেশী ভালই হবে।
ইসরাইল একটা এক কোটির ও কম জনসংখ্যার দেশ যদি at a time 7 ta দেশের সাথে এক বছরের ও বেশী যুদ্ধ চালিয়ে যেতে পারে তবে বাংলাদেশ 18 কোটির দেশ ভারত এর সাথে লড়াই করতে পারবে না কেন!
বিশেষতঃ বাংলাদেশে মাত্র এক ভাষা whereas ভারতে প্রধান ভাষা অন্ততঃ 30 টা এ ছাড়া আরও 300 টা ভাষা আছে।
পরিশেষে বলতেই হয় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে।এতে দুই দেশের ই লাভ বেশী।
দুই দেশ কেই ধর্মের দিকে যত না জোর দেবে তার থেকে বেশী মানবিক দিকটা তে জোর দিলে ভালো হয়।
শুভকামনা রইলো।
Many many thanks for your realisation .
এবং আপনাকেও বোরখা নামক স্যাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে।
May Allah subhanatala blessed you!
তোমার মাথায় বুদ্ধি আছে। মাদ্রাসা পড়াশোনা করা।
Madam siriya ke dekho k kake marche
ধন্যবাদ এগিয়ে যান।
আপনি কেমন আছেন। ভালো থাকবেন সব সময়।
We have to be united. Insh'Allah our country will be prosperous. We have to work hard.
Best of luck.Good argument.
Bhalo alochana ,Dhanbad.
অর্বাচীনের মতো কথা।😂😂
Ma moni you are very good,Thank you for speaking
inshAllah 🎉🎉🎉❤❤❤
I went B’desh early this year, I found the prices in the market much higher than UK, while the Husband-wife relationship was maintained between two countries.
Thank. For. You
পুরো টা , বেশীর ভাগই ভূল কথা, ভারত বাসী , বাংলাদেশ কে কোনোদিন হিংসা করিনি। উল্টো টা, হলো, বাংলাদেশ এর ইয়ং জেনারেশন, ভিশন ভাবে ভারত বিদ্বেষী। আমি ভারত থেকে বলছি।
১০০% সত্য কথা বলেছেন
হাজার লক্ষ কোটি সালাম জানায় বোন তোমাকে,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ইনশাআল্লাহ খুব তারাতাড়ি বিজয় অর্জন হবে।
আললা তোগে কপালে মোতে
৫ মিনিটে যে উপদেশ দিলেন সেটা করতে ৫০ বছর লাগবে, তোমার আগের প্রজন্ম তারাও চেষ্টা করে গেছে বসে থাকে নাই!
আমরা ভারতীয়। আমরা চাই বাংলাদেশ তাদের মতো থাকুক। আমরা আমাদের নিয়ে থাকি। কিন্তু তারা আমাদের দেশে কোন অশান্তি সৃষ্টি না করে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না।
Dada same you same me .Thks
Thank u for Ur good analysis.
আলহামদুলিল্লাহ 🤲
বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ ☝️। খুবই চমৎকার বিশ্লেষণ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹
Yes my sister. Always love and respect for you.
Khub sundor abong joukthik alochona. Amar antorik dhonnobad rohilo.
আপনি রাজনৈতিক করে থাকলে। তাতে বুঝতে পারবে। সামনে কঠিন অবস্থা হবে।
আসসালামু আলাইকুম আপু।আপনার কথা গুলো অনেক ভাল লাগল।
Thank you sisther
ধর্মীয় ভিরু
Right your comment s sister............ Thanks a lot sister...................
মাশাআল্লাহ অনেক ভালো লাগলো বোন ❤❤❤
Reasonable arguments
Right sister your things good
Aj tui je khabar khas setao India er
মাশাআল্লাহ খুব শুন দুর কথা বলে ছেন আপনি