ঐজাবোর্ড নাটকটা সেই ৯৬/৯৭ সালে দেখেছি দুবার। শেষটা কখনো দেখতে পারিনি কারণ একটাই ভয় । এতোটাই ভয় পেতাম যে কি বলবো। সত্যি মনে হতো তখন । আজ সাহস নিয়ে দেখছি। ২০২২ সালে এসে । ইউটিউব না থাকলে হয়তো দেখাই হতো না
ইশ আগের দিনের নাটক কত ভাল ছিলো।ইউটিউবের জন্য নব্বই দশকের মানুষ না হয়েও নব্বই দশকের নাটক দেখতে পারছি। শিলা আহমেদ, বিপাশা হায়াত সহ সবার অভিনয় সুন্দর ছিলো। ৩০-১২-২০২০
রাতে নাটকটা দেখতে দেখতে হঠাৎ মন ভালো হয়ে গেলো। বাড়ি ছেড়ে দূরে আছি। এই গভীর রাতে হঠাৎ বাসার সবার সাথে ফোনে কথা বললাম। মানুষের মন যে কখন কীভাবে কারণ ছাড়াই ভালো হয়ে যায়!
জীবনে অনেক বই সিনেমা কিংবা অনেক কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করা হয়, সত্য বলতে চরম খারাপ সময়ে ঐ হুমায়ুন আহম্মেদ এর বই বা সিনেমা বা নাটক শেষ ভরসা।। সকল দু:খ দিয়ে গল্পের দু:খ কাটাকাটি ❤️
ছোটবেলায় নাটকটা দেখেছিলাম। পুরো নাটকটা তেমন মনে ছিল না, তবে আবছা আবছা। কিন্তু ফ্যান পরার ঘটনাটা মনে ছিল এবং অনেক লম্বা সময় পর্যন্ত রাত্রে ঘুমাতে গেলে ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম আবার খুলে পড়ে যায় কিনা। যাক, নাটকটা দেখা হয়ে গেল।
গল্প টা ছায়াসংগী বই এর। নাটক যখন দেখি তখন বয়স ৭-৮ বছর। নাটক টা আবছা মনে ছিল, কিন্ত বই এর গল্প টা বেশী ভয় পেয়েছিলাম। নাটক টাও ভালো লাগল।। বিপাশা কি সুন্দর, আর শীলা আহমেদ, কি ন্যাচারাল অভিনয় ❤
2024 সালে এসে প্রথমবার দেখলাম নাটকটি। একেবারেই ভয় পেলাম না। তবে মুগ্ধ হয়েছি আগেরদিনের নাটকের আবহ, গৃহসজ্জা, সংলাপ, আর ন্যাচারাল সৌন্দর্য দেখে। আমার এখন খালি এসব নাটকই দেখতে ইচ্ছা করে।
ত্রিশ বছর আগের।কাহিনী হবে, সব কিছুই পরিপাটি , কেনো ? কারণ তখন ইন্টারনেট ছিলো না, ফেইসবুক ছিলো না, পিক পক ছিলো না। কিছুই ছিল না। ছিলো চিঠী।। সব কিছুই সহজ সরল ছিলো।। এখন সবাই অনেক কিছুই আছে কিন্তু মনুষত্ব নাই। 😢
আমাদের ছোট বেলার দেখা নাটক। কত ভয় তখন পাইছিলাম,😊তবে 1997 এ আমাদের ঘরের একটা ফ্যান পরে যায়, পরার দুইমিনিট আগে ও আমার ছোট ভাই সেখানে বসা ছিল। সবাই বলছিল ঐ বছর কয়েকমাস আগের আমার দাদা মারা গেছে তাই ছোট খাট বিপদ তাড়া দিচ্ছিল। আহ কি স্মৃতি এই নাটকে রাতে দেখতাম আর ভয় এ শেষ অবস্থা তখন।
নাটক টা অনেক ছোটবেলায় দেখেছিলাম। কতটুকু আমার বয়স হবে ঠিক মনে নেই। তবে এতটুকু মনে আছে সেটা, ফ্যানটা পড়ে যায় মাথার উপরে। দেখে পুরানো সৃতিব ফিরে পেয়েছি। অনেক মিস করি সেই দিন গুলি
Khubi Valo akti natok.humayun sir ke Amar khubi pochondher.take samne theke Dekhar onk sokh chilo kinto sei vaggo r hoye uthe ni ei jonme r hobeo nah .
নস্টালজিক করে দেয় নাটকগুলো❤️❤️মনে আছে ছোটবেলায় এই নাটক দেখে ভয়ে ঘুমাতে পারছিলাম না,পরে আপুকে জড়িয়ে ধরে গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম কোনোরকমে 😍😍😍
desh er ei poristhiti te boshe university porua ek student hisebe comment kore gelam. Jonmer onek ager natok. Humayun Ahmed ekta jibonto nokkhotro jar srishti kokhono purono hobe na. 4th August, 2024 12:52 am.
১৯৯৬ সালে আমার যখন মাত্র মাত্র ৫ বছর বয়স এবং সবেমাত্র আমি কিন্ডারগার্টেন স্কুলে প্লে ক্লাসে ভর্তি হয়েছি তখন প্রথম আমি বিটিভিতে সর্বপ্রথম এই নাটকটি দেখি এবং এর পর ২০০১ সালে আমি ক্লাস ফোরে পড়াকালীন সময়ে একুশে টিভিতে এই নাটকটি দেখি ☺️ তবে এই নাটকের শেষ দৃশ্যটি আমার কাছে রহস্য থেকে যায় কারণ পরে এই নাটকে অভিনয় করা হুমায়ূন আহমেদ স্যারের মেজো মেয়ে শীলা আহমেদ ম্যামকে এ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া দেখিয়ে তারপর নাটকটি শেষ করে দেয় বলে এজন্য 😒 নাটকে হসপিটালে নেয়ার পর ওনার পরে কি হলো এইটা নাটকে দেখালে আমার মধ্যে আর এই রহস্যটি থাকতো না 😒
নাটকে কিছু ভুল আছে, উপন্যাসে ১.নিলা শাড়ি পরতো, সে স্বপ্নে দেখেছিল যে তার শাড়ীর আঁচলে আগুন জ্বলছে ২. স্টেলার মৃত্যু হয়েছিল আগুন লেগে। কারেন্ট চলে যাবার কারণে মম জ্বালানো ছিল, স্টেলা শোবার ঘরে যাবার পর আগুন লাগে ৩. নীলা একাই নিজের রুমে ঘুমাতো, সাথির সাথে নয়। ৪. সাব্বির বিদেশ থেকে "সুভিনিয়ারস" এর নাম কেপটামি করে আবল তাবল যিনিস এনেছিল। নিলার জন্য সাব্বির কিছু আনতে ভুলে গিয়েছিল, প্রথমে বেগের ভেতরে হাতিয়ে একটা লাল লিপস্টিক বের করে দেবার পর আরও কিছু দেবার উপযোগি আছে কিনা তা খোঁজার সময়, ওইজা বোর্ড পায়।
মেডাম কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের বিশ্বাস করবেন কিনা জানি না আমার গোসল টয়লেট এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত السلام عليكم ورحمة الله
মেডাম কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের বিশ্বাস করবেন কিনা জানি না আমার গোসল টয়লেট এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
দারুন গল্প , অসাধারণ অভিনয় সকলের। শীলা আহমেদকে খুব কিউট আর বিপাশা কে খুব সুন্দর লেগেছে।
মধ্যবিত্তের আবেগ উচ্ছ্বাস, সংকট, সীমাবদ্ধতা এবং সম্ভাবনার গল্প একমাত্র হুমায়ুন আহমেদ এর সৃষ্টিতেই সম্ভব হয়েছে!!!
ঐজাবোর্ড নাটকটা সেই ৯৬/৯৭ সালে দেখেছি দুবার। শেষটা কখনো দেখতে পারিনি কারণ একটাই ভয় । এতোটাই ভয় পেতাম যে কি বলবো। সত্যি মনে হতো তখন । আজ সাহস নিয়ে দেখছি। ২০২২ সালে এসে । ইউটিউব না থাকলে হয়তো দেখাই হতো না
👌👌
আমি অনেক দিন পর্যন্ত সিলিং ফ্যান নিয়ে ট্রমায় ভুগতাম। 😑😑
97 e amar jonmo.... But recent ei natoker sondhan pelam....
Kichukhon somoy , choto belar filling s pelam.tokhon onek voy peye chilam
আমার মতো এমন কে আছো যে voot FM শুনে। Google a ওইজার বোর্ড সম্পর্কে জানতে এসে নাটকটি র সন্ধ্যান পেয়েছেন
এই নাটকটি ছোটোবেলায় দেখেছিলাম।নাম মনে করতে পারছিলাম না।সিনে পয়জনের কারনে নাটকটি আবার খুজে পেলাম।
ইশ আগের দিনের নাটক কত ভাল ছিলো।ইউটিউবের জন্য নব্বই দশকের মানুষ না হয়েও নব্বই দশকের নাটক দেখতে পারছি।
শিলা আহমেদ, বিপাশা হায়াত সহ সবার অভিনয় সুন্দর ছিলো।
৩০-১২-২০২০
,২০২২
২৬/৭/২০২৪
ছোট বেলায় আবুল হায়াতের অভিনয় দেখলে বিরক্ত লাগতো ।এখন তার মতো নিখুঁত অভিনেতা বাংলায় খুঁজে পাওয়া দায়।
বয়সের সাথে রুচির উন্নতি হয়।
Right
Absolutely right
গল্পে বইটি পরেছিলাম,, আম্মু বলল এটা না-কি নাটক আছে,,,,আজকে দেখলাম,,,,সত্যিই অন্যরকম একটা নাটক,,,, হূমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক,,,
Golper boi-e sesh ta onnorokom chhilo.
@@RyBackupQ গল্পের এই নাম কী??
ওয়াজ্জা বোর্ড@@SadiyaArafin-m3k
@@RyBackupQজি আপনি একদম ঠিক বলেছেন। বই এর কাহিনী আলাদা।
বইয়ে আগুনে পুরে যায়,বিদেশি মেয়েটা সম্ভবত মারা যায় আগুনে পুরে।ছোট বোনটাই করে এগুলো অবচেতন মনে এমন কিছু।
তখন এই নাটকটি দেখে কি ভয়ই না পেয়েছিলাম! আজ আর তেমন লাগলনা। তাহলে সত্যি শৈশব হারিয়ে গেছে। তবে অনেক স্মৃতি মনে পড়লো আর ঝড়লো কিছু অশ্রু। 😢😥
ভাই আমারো তখন একই অবস্থা হইছিলো। তারপর এই নায়কের নাটক দেখাই বন্ধ করে দিয়েছিলাম।
রাতে নাটকটা দেখতে দেখতে হঠাৎ মন ভালো হয়ে গেলো। বাড়ি ছেড়ে দূরে আছি। এই গভীর রাতে হঠাৎ বাসার সবার সাথে ফোনে কথা বললাম। মানুষের মন যে কখন কীভাবে কারণ ছাড়াই ভালো হয়ে যায়!
কি নাটক দেখলাম রে ভাই,,,
মাথাই নস্ট,,,অসাধারণ অভিনয়
বরাবরই হুমায়ন স্যার নাটক আমার ভালো লাগে
আমাদের একজন হুমায়ূন আহমদ স্যার ছিল।যার সৃষ্টিকর্ম মধ্যবিত্তের আবেগ উচ্ছ্বাস এত নিপুণভাবে ফুটে উঠেছে, যা বিরল।
শিলা আহম্মেদ হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম! যদিও আমি আপনার নাটক গুলো ছোট বেলায় দেখিনি তবুও বলতে হয় You Have a Tallent Ma'am ❤❤❤
আপা, কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের।। বিশ্বাস করেন আমার গোসল টয় এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল
@@thelegendkiller5746 কত সালের নাটক এটা?
@@urdaddytanzir2474 1993
জীবনে অনেক বই সিনেমা কিংবা অনেক কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করা হয়, সত্য বলতে চরম খারাপ সময়ে ঐ হুমায়ুন আহম্মেদ এর বই বা সিনেমা বা নাটক শেষ ভরসা।।
সকল দু:খ দিয়ে গল্পের দু:খ কাটাকাটি ❤️
shob comment theke aeta shera .. karon amr moner kothar sathe akdom mile gelo !
সত্যি একটা কথা মানতেই হবে যে হুমায়ূন আহমেদ শেষ ভরসা 🥺❤️
@@JannatFerdous-g4g ধন্যবাদ।
@@sajia_raoha হ্যা।
অনেক ছোট বেলায় ভয়ের চোটে কোনো দিন নাটক টা পুরো দেখা হয় নি। কিন্তু আজ সর্ম্পূণ নাটক দেখলাম। ভালো লাগলো। ওইজা বোর্ড
কী অসাধারণ মেকিং আর অভিনয়! আফসোস, বর্তমান কালের অপদার্থগুলো তো মনে হয় সেইম জিনিসের রিমেকও বানাতে পারবে না। 😢
ভালো লাগলো ভাই
Khub e sotti kotha bolcen
রিমেক বানালেও ভাই নষ্টামি দিয়ে ভরাই রাখবে।
ছোটবেলায় নাটকটা দেখেছিলাম। পুরো নাটকটা তেমন মনে ছিল না, তবে আবছা আবছা। কিন্তু ফ্যান পরার ঘটনাটা মনে ছিল এবং অনেক লম্বা সময় পর্যন্ত রাত্রে ঘুমাতে গেলে ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম আবার খুলে পড়ে যায় কিনা। যাক, নাটকটা দেখা হয়ে গেল।
same
গল্প টা ছায়াসংগী বই এর।
নাটক যখন দেখি তখন বয়স ৭-৮ বছর।
নাটক টা আবছা মনে ছিল, কিন্ত বই এর গল্প টা বেশী ভয় পেয়েছিলাম।
নাটক টাও ভালো লাগল।।
বিপাশা কি সুন্দর,
আর শীলা আহমেদ, কি ন্যাচারাল অভিনয় ❤
কি নিয়ে ভয় বুঝতেই পারছি না
2024 সালে এসে প্রথমবার দেখলাম নাটকটি। একেবারেই ভয় পেলাম না। তবে মুগ্ধ হয়েছি আগেরদিনের নাটকের আবহ, গৃহসজ্জা, সংলাপ, আর ন্যাচারাল সৌন্দর্য দেখে। আমার এখন খালি এসব নাটকই দেখতে ইচ্ছা করে।
দিল্লি দেখেছো, তাজমহল দেখেছো, কিন্তু দু পা ফেলে ধানের শীষের উপর শিশির বিন্দুই দেখা হয়নি😂😂
ঠিক বলেছেন
😢 sto belei dekle voi peten vuter khontho ta cilo abul hayet er
এত সুন্দর নাটক,এত সুন্দর সৃষ্টি
সত্যি অসাধারণ
হুমায়ুন আহমেদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের বারান্দায় বসে নাটকটা উপভোগ করছি
ত্রিশ বছর আগের।কাহিনী হবে, সব কিছুই পরিপাটি , কেনো ?
কারণ তখন ইন্টারনেট ছিলো না, ফেইসবুক ছিলো না, পিক পক ছিলো না। কিছুই ছিল না। ছিলো চিঠী।। সব কিছুই সহজ সরল ছিলো।। এখন সবাই অনেক কিছুই আছে কিন্তু মনুষত্ব নাই। 😢
হুুমায়ুন আহমেদ মানেই বাজিমাৎ ❤️❤️❤️❤️
বরাবরের মতোই অদ্ভুত সুন্দর।
যখন জুম স্কাইপি ফেসবুক ছিল না। তখন কয়েক মাস পর বিদেশ থেকে একট চিঠি আসত সবাই মিলে পড়ত। হয়ত এমন ই হত। সেই চিত্র ই চিত্রায়িত হয়েছে।
Hoyto noy, asholei emon hoto
মনে হল,বিপাশা হায়াত বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রীদের একজন।
এই নাটকে যখন, মরিলে কান্দিস না আমার সুর কানে ভেসে আসলো তখন চোখ দিয়ে পানি চলে আসছে।
হুমায়ূন আহমেদ স্যারের ভাই জাফর ইকবাল ভাবা যায়।যেখানে হুমায়ুন স্যার অনবদ্য সৃষ্টির কারিগর সেখানে জাফর ইকবাল মনে হয় মীরজাফর।
আমাদের ছোট বেলার দেখা নাটক। কত ভয় তখন পাইছিলাম,😊তবে 1997 এ আমাদের ঘরের একটা ফ্যান পরে যায়, পরার দুইমিনিট আগে ও আমার ছোট ভাই সেখানে বসা ছিল। সবাই বলছিল ঐ বছর কয়েকমাস আগের আমার দাদা মারা গেছে তাই ছোট খাট বিপদ তাড়া দিচ্ছিল। আহ কি স্মৃতি এই নাটকে রাতে দেখতাম আর ভয় এ শেষ অবস্থা তখন।
Nostalgia
Ohh myyy godddd
RUclips you r awesome
হুমায়ুন আহমেদ স্যারের নাটক ইউটিউব এ দেখলেই থমকে দাঁড়াই, পুরোটা শেষ করি, তারপর একটা স্মৃতি রেখে যাই। ❤
ছোটবেলায় বিটিভি তে দেখেছিলাম । আজ এত বছর পর নাটক টা দেখে খুব ভালো লাগলো ।
ruclips.net/video/ooXRSC50ySc/видео.html
Nimful natok
কোথায় হারিয়ে গেছে সেই সোনালী দিনগুলো!!! কি দারুণ অভিনয়, অসাধারণ।
I was search alott thse one but finally I find it....thnxzzx alot channel host..
৯৫ সালে বিটিভিতে দেখেছিলাম, মোটামোটি ভয়'ই পেয়েছিলাম তখন।
নাটক টা অনেক ছোটবেলায় দেখেছিলাম। কতটুকু আমার বয়স হবে ঠিক মনে নেই। তবে এতটুকু মনে আছে সেটা, ফ্যানটা পড়ে যায়
মাথার উপরে। দেখে পুরানো
সৃতিব ফিরে পেয়েছি। অনেক মিস
করি সেই দিন গুলি
উনি কালো মোটা লোক নন,উনি আল মনসুর।
Khubi Valo akti natok.humayun sir ke Amar khubi pochondher.take samne theke Dekhar onk sokh chilo kinto sei vaggo r hoye uthe ni ei jonme r hobeo nah .
এ নাটক আমাদের দেশের সম্পদ।
A masterpiece ❤
This is 2024. Will be a masterpiece for eternity.
হুমায়ুন স্যারের মতন এমন সুন্দর নাটক আর কখনো কেউ বানাতে পারবে না।
রাত বাজে আড়াইটা,৷ মাত্র শেষ দিলাম নাটক।।খানিকটা ভয় অনুভব করছি।।এতো সুন্দর গল্প হুমায়ুন আহমেদ এর পক্ষে লেখা সম্ভব ছিলো।
we miss Shila ahmed in the dramas of this generation
এই নাটক ছোট বেলায় দেখেছিলাম,
নাম জানা ছিল না তাই আর খুজতে পারি নাই আজ পেয়ে গেলাম তাই দেখে নিলাম।। 1/2/24❤❤
আমার মাথাই নেই, আবার মাথাব্যথার ট্যাবলেট 🤣
শিলা আহমেদ অসাধারণ।
নস্টালজিক করে দেয় নাটকগুলো❤️❤️মনে আছে ছোটবেলায় এই নাটক দেখে ভয়ে ঘুমাতে পারছিলাম না,পরে আপুকে জড়িয়ে ধরে গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম কোনোরকমে 😍😍😍
মেডাম কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের,,আমার গোসল টয়লেট এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
Same
সেইম আমি। প্রচন্ড গরমে কাথা মুড়ি দিয়ে আমার বোনকে হালুয়া বানিয়ে ঘুমিয়েছি বহুদিন।
@@hakunamatata3935 Bah..sweet memory
@@hakunamatata3935 🤣🤣🤣
Ahhaaaaaa...ki opurbo ovinoy somoy...mon vore gelo
I was looking for this fiction so long...My childhood memories...Thanks
শীলা আহমেদের অভিনয় দেখে মুগ্ধ।
আমি তখন খুবযে খুবই ছোট just একটা জিনিস ই মনে ছিল যে নাটকের মধ্যে ফ্যান খুলে পড়ছিলো
এতো ছোট ছিলাম but ফ্যান খুলে পড়া টা আজীবন মনে থেকে গেল
Right
same,
আমারও একই অভিজ্ঞতা
@@JahanMiskat-n4z তুমি তখন যতটা মনে পরে মাত্র 2বছরের ছিলে বা তার ও কম পরবর্তী তে হয়ত এটা বিটিভি তে প্রচার হয়েছিল
If im not wrong u r lisa
@@Rehnuma-r1b hmm
এত পুরনো একটা নাটক, ইউটিউব এ পেয়ে আসলেই ভালো লাগছে
এগুলো কোনো নাটক নয়,, একটা পরিবারের আত্মকাহিনী 🙁🙁🙁
এক কথায় বলতে গেলে,, কোনো ভাষা নেই।।।।
সুন্দর মন্তব্য করেছেন ভাই।
Thanks for uploading this drama
অসাধারণ ❤
desh er ei poristhiti te boshe university porua ek student hisebe comment kore gelam. Jonmer onek ager natok. Humayun Ahmed ekta jibonto nokkhotro jar srishti kokhono purono hobe na. 4th August, 2024 12:52 am.
Amio dekhtesi 10 august, 2024 rat 2:58 am..
Happy independence yall
Amio vai... 15 September 2024
১৯৯৬ সালে আমার যখন মাত্র মাত্র ৫ বছর বয়স এবং সবেমাত্র আমি কিন্ডারগার্টেন স্কুলে প্লে ক্লাসে ভর্তি হয়েছি তখন প্রথম আমি বিটিভিতে সর্বপ্রথম এই নাটকটি দেখি এবং এর পর ২০০১ সালে আমি ক্লাস ফোরে পড়াকালীন সময়ে একুশে টিভিতে এই নাটকটি দেখি ☺️ তবে এই নাটকের শেষ দৃশ্যটি আমার কাছে রহস্য থেকে যায় কারণ পরে এই নাটকে অভিনয় করা হুমায়ূন আহমেদ স্যারের মেজো মেয়ে শীলা আহমেদ ম্যামকে এ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া দেখিয়ে তারপর নাটকটি শেষ করে দেয় বলে এজন্য 😒 নাটকে হসপিটালে নেয়ার পর ওনার পরে কি হলো এইটা নাটকে দেখালে আমার মধ্যে আর এই রহস্যটি থাকতো না 😒
লকডাউনে এই গল্পটা পড়েছিলাম!! আজকে দেখেও ফেল্লাম!!❤
হুমায়ুন আহমেদের নাটক সার্চ দিয়ে দিয়ে দেখি।এটা আমার জন্মের অনেক আগের নাটক কিন্তু তাও দেখিনি। কেন যে সামনে আসেনি জানিনা
শিলা আহমেদের সাবলীল অভিনয় মুগ্ধ করে🥰
২৪/০১/২০২১
২০২৪ সেপ্টেম্বর দেখলাম
কি চমৎকার শৈল্পিকতার ছোঁয়া ।❤
এই নাটক যখন প্রথম দেখি তখন আমার বয়স ছিল পাঁচ বছর।। আমার হাগা মুতা বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে হাগা মুতা বন্ধ হয়ে গেল।
Amr o
😂
পাঁচ বছর বয়সে আপনি এই নাটক দেখে বুঝেছেন ও এখনো সেই অনুভূতি মনে রেখেছেন? 😂😂 ভাই, একটু বেশি হয়ে গেলো না? 😂
@@smhrony 0940 h0 Vai Really
Ekhon ar hat dhore ki hobe sabbir vai..!
😿😿😿 line ta mone lagse
এই নাটকের একটি সংলাপই মনেছিল " আমি মাছের মস্তিস্ক কখনও খাই না..." নাটকের নামতো মনেই ছিল না..
It was a wonderful drama when I watched it in my childhood. I'm glad, I found it ❤!
নাটকে কিছু ভুল আছে, উপন্যাসে ১.নিলা শাড়ি পরতো, সে স্বপ্নে দেখেছিল যে তার শাড়ীর আঁচলে আগুন জ্বলছে
২. স্টেলার মৃত্যু হয়েছিল আগুন লেগে। কারেন্ট চলে যাবার কারণে মম জ্বালানো ছিল, স্টেলা শোবার ঘরে যাবার পর আগুন লাগে
৩. নীলা একাই নিজের রুমে ঘুমাতো, সাথির সাথে নয়।
৪. সাব্বির বিদেশ থেকে "সুভিনিয়ারস" এর নাম কেপটামি করে আবল তাবল যিনিস এনেছিল। নিলার জন্য সাব্বির কিছু আনতে ভুলে গিয়েছিল, প্রথমে বেগের ভেতরে হাতিয়ে একটা লাল লিপস্টিক বের করে দেবার পর আরও কিছু দেবার উপযোগি আছে কিনা তা খোঁজার সময়, ওইজা বোর্ড পায়।
ওইজা বোর্ড লাগবে আমার 🙂🙂
অসাধারণ একটা নাটক, আর শিলা আহমেদ অসাধারণ মায়াবতী একজন মেয়ে।
মেডাম কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের বিশ্বাস করবেন কিনা জানি না আমার গোসল টয়লেট এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
@@thelegendkiller5746 বিশ্বাস করলাম ভাই 😅😅।
Prithibir sera nattuker sir ,allah jannat nosib korun
shila ahmed's mam acting skill is super.. ❤
এটাই নাটক এইমাত্র দেখলা ম
এ মন লাগলো
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
السلام عليكم ورحمة الله
আমার একটা ওইজা বোর্ড লাগবে । ৯০ দশক আসলেই সুন্দর 😊
আসলেই শীলা আহমেদ খুবই বুদ্ধিমতী।
শীলা আহমেদের অভিনয় ❤❤❤❤❤❤❤
বাসাটা দেখে আমাদের আগের বাসার কথা মনে পড়লো আর আমি কিভাবে ছোটবেলায় ভয় পেতাম 😅
নাটক তো নয়, এ যেনো হারিয়ে যাওয়া শৈশব ❤❤❤
২০২৪ সালে আবারো দেখে নিলাম নাটকটি অসাদারণ
I have introduced with al monsur vhai in New York. In real life he is good person!
where is now al Mansur?
@@hasibulhosen4990 he moved to Bangladesh already 10 years
এই নাটকটা অনেক খুজসি ,আজ পেলাম ,নাম মনে ছিল না,জাস্ট মনে ছিল মাথার উপর ফ্যান পরে যায়
Apnar fb te post dewa dekhei dekhte ashlam😐
আমার ও ঠিক তাই,,,
Amr o nam mne chilona.eta mne ase j chair norto r fan ta pore gesilo.onk chotobelai dekhsilam
খুব ছোটকালে দেখেছিলাম.. রকিং চেয়ারে ভূত আসে দেখে তখন এই ডিজাইনের রকিং চেয়ার দেখলেই ভয় পেতাম😂
অসাধারণ অসাধারণ অসাধারণ - - - - -
@Farhan Zishan vai thanks for upload
অপূর্ব 💞
Amr jonmoo ee 97 a
Ami ajk dekhlam natok ta onk sundor
01-08-24
Takar jonno nijer moner ovhibekti gulao ma baba prokash korte parlo na😭😭😭😭
this story is really amazing. eitar upor natok o banano hoyechhe dekhe khushi holam
মেডাম কি আর বলবো আপনাকে এই নাটকটা আমি ফার্স্ট দেখছিলাম যখন আমি ছিলাম পাঁচ বছরের বিশ্বাস করবেন কিনা জানি না আমার গোসল টয়লেট এমনকি মুতা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এই নাটক দেখে
স্যার এখন বেঁচে থাকলে আমরা অনেক কিছু পেতাম চলচিত্রে
Just tremendous 👌. Humayon ahmed😍
অনেক খুঁজেছি এই নাটক টা। ছোট বেলায় দেখেছি
Shila Ahmed is a fantastic actress ♥️
al monsur onar voice Bnagladesher sresto romantic / melodious and powerful voice ever
অসম্ভব সুন্দর বলে বুঝানো যাবে না
Love Humayun Ahmed Sir
২০২৪ সালে যারা দেখবেন তাদের জন্য শুভকামনা রইল।
কিছু মানুষের জন্য একটি নতুন করে সাথে যেই পরিমাণ বেশি 🎉❤😊
watching this Natok is making me regret for the past and I am sorry for the pain I caused and I got the punishment from nature
স্যার আপনার লেখনি, আপনার নির্মাণ খুব মিস করি৷ স্যার আপনাকে ও মিস করি। আল্লাহ আপনার ভূলত্রুটি ক্ষমা করে দিক।
My Favorite Actor Bipasha Hayat ❤
Actress hbe
Khub valo laglo.
জীবনের প্রথম দেখলাম এই নাটক টি❤
অসাধারণ অসাধারণ অসাধারণ।
choto belay ai natok dekhe khub bhoy peyechilam..boro belay fan er niche boste bhoy lagto hahah ajk natok purata deklm
2024 সালেও কারা মিসির আলি শোনেন ঘুমানোর সময় এমন লোক দেখতে চাই
Mone hoy na kew ase
ছোট বেলায় বিটিভিতে দেখে ছিলাম। অনেক বার খুজে ছিলাম আজকে দেখলাম 29.07.2024