আমি খুব ১টটা ভালো ছাত্র ছিলাম তা নয়,কিন্তু সাহিত্যের প্রতি ছিলো আমার অনেক প্রেম,ভালোবাসা।ছাত্র জীবনে গল্পটি পরেছি অনেক বার।আজ নাটকটি দেখলাম।খুব ভালো লাগলো।প্রত্যেকটি চরিত্র দারুন ভাবে ফুটে উঠেছে।
বাংলা নাটকের প্রতি কখনই আমার কোনো আবেগ ছিল না। কিন্তু বাংলা সাহিত্যের ছোট গল্পগুলোকে নাটকে রুপ দেয়া সত্যিই হৃদয় নাড়া দেবার মত। পাঠ্যবইয়ে পড়েছিলাম ২০১৫ সালের দিকে। আজকে যেন গভীরভাবে উপভোগ করতে পারলাম। নাটকের সকল চরিত্রের মানুষগুলোর জন্য রইলো ভালোবাসা।❤❤❤
কবি গুরুর অসাধারণ লেখা মন কে খুব কাছ ছুঁয়ে দিয়ে যায়। কলেজ জীবনে কতবার যে পড়েছিলাম গল্পটা। অসাধারণ অভিনয় করেছেন সবাই। বুলবুল আহমেদ স্যার আল্লাহ্ যেনো জান্নাত নসীব করেন। অসাধারণ অভিনয় করতেন তিনি।
আমি ১৯৮৮ ইং সালে এইচ এস সি তে পড়েছি গল্পটি । একটি প্রশ্ন ছিল হৈমন্তীর মৃত্যুর জন্য দায়ী কে ? উত্তর ছিল তৎকালীন সমাজ ব্যবস্তা । আমি দ্বিমত করেছি, আমাদের বাংলা শিক্ষক বিনয় কৃষ্ণ বালা জানতে চেয়ে ছেন তাহলে কে দায়ী ? আমি বলেছিলাম অপু । এই নিয়ে পুরা ক্লাস মানে ৪৫ মিঃ শেষ । আমি আজ ও তাই মনে করি । বাংলার কোন মেয়ের ভাগ্যে যেন অপুর মত কাপুরুষ না জোটে ।
Exactly.. apni ekdom shothik realise korechen.. Apu der moto bhitu kapurush chele der jonnoi meyera suffer kore.. shongshar porjonto venge jay.. aj o emon bohu apu shomaje ache jara baba mar baddho shontan er tag lagiye wife der pokkhe ekta hoq kotha bolte parena.. sheta joutuk ba onno j kono bishoy hote pare.. aj o amader shomaj ei dhoroner chele ke valo baddho shontan hishebe gonno kore.. othocho erai shobcheye boro kapurush.. english e jake amra mama's boy boli..
অত্যন্ত ভালো ছবি। সম্পাদনা, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, অঙ্গসজ্জা এমনকি ঘরের আসবাবপত্র নির্বাচনে অসাধারণ মুন্সীয়ানার ছাপ আছে। আমি নাটকের পীঠস্থান কলকাতার মানুষ হয়েও বলছি, আমি 'হৈমন্তী' দেখে অভিভূত এবং আপ্লুত। সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা ও সেলাম জানাচ্ছি। 🙏
প্রথমে ধন্যবাদ জানাই যে বা যারা এই ধরনের নাটক আপলোড করে। আপনাদের জন্য আবার পুরোনো দিনের স্মৃতি মনে পরে যায়। সত্যি অসাধারণ, নাটক দেখে মনে হয় এখন যদি পাঠ্য হিসাবে পড়তে পারতাম।
রবীন্দ্রনাথের হৈমন্তী আর শরৎচন্দ্রের বিলাসী পড়ে আমি কেঁদেছি অনেকবার।অসাধারণ নাটক।তবে ছোটগল্পটি পড়ে যে আনন্দ ও মজা ও কান্না করেছি নাটকে এর অর্ধেক ও তুলে আনা পসিবল হয়নি।
মামুষ যখন কোন গল্গ পড়ে তখন সে তার নিজের মত করে সবটুকু দিয়ে এক কল্পনার জগতে হারিয়ে যায়। আবেগ অনুভুতি দিয়ে একটা নিজেস্ব রাজ্যের সৃষ্টি হয় যেটা অন্য কোন মাধ্যম দিয়ে অনুভব করা যায় না। এজন্য বেশি বেশি বই পড়লে কল্পনা শক্তি জাগর্ত হয়।
😭😭😭😭😭😭হৈমন্তীর জন্য কষ্ট। অপুর জন্য আক্ষেপ। যাহা দিয়েছিলাম অপু তাহা যত্ন করিতে পারে নাই। এই জগৎ সংসারে এমন অনেক ঘটনা ঘটে কিন্তু কালচক্রে মানুষ দুই একটা ঘটনাই মনে রাখে। আমি রেখেছি তাকে😭😭😭।
একদম।। একুশের গল্প,সৌদামিনী মালো, তপু,একটি তুলসী গাছের কাহিনী। ভিডিও দেখি, কমেন্ট গুলো পড়ি,কমেন্ট করিনা কিন্তু এই গল্প দেখে কমেন্ট না করে থাকতে পারিনি। মনের মধ্যে প্রশান্তি চলে আসলো এক গল্প কতবার যে পরতাম ।যেন হারিয়ে গেলাম সেই কলেজ লাইফে।
পুরনো দিনের গল্পের লেখা নাটক গুলা কে কে দেখছেন এই লকডাউনের সময়।দেখি হাত তুলে দেখান।সেই বিটিভিতে দেখেছি নাটক গুলা আর আজকে আবারো দেখলাম ইউটিউবে এসে ।অসাধারণ
ইন্টারমিডিয়েট-এ রবীন্দ্রনাথ এর ’হৈমন্তি’ এবং জসিম উদ্দীন এর ’কবর’ কবিতা যতবার পড়েছি ততবার চোখ থেকে পানি বের হয়েছে। আর সেই আবেগ থেকেই নাটক’টি দেখলাম। তবে, গল্পে যা পড়েছি তা পুরো’টা তুলে ধরা হয় নি।
Ke bolse? Shob meye rai hoimo eta joruri na onek shoshur shashuri valo o hote pare ar shobar e ki eki kopal hoy? Ar sheta charao banglar shob chele e ki opu?
মীমকে দেখে বুঝলাম অনেক পুরনো নাটক, নতুন করে আপডেট দেয়া হয়েছে। এরপরও অনেক ভাল লাগলো। ১৯৯৮ সালে ইন্টার এ পড়ার সময় গল্প টি পড়ে ছিলাম। এতো বছর পর আবার দেখে ভালো লাগছে। ধন্যবাদ ফাল্গুনী হামিদ।
অসাধারণ! অনবদ্য হয়েছে 'হৈমন্তী' নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা 'হৈমন্তী' গল্পটি পড়েছিলাম আমি ইন্টার পড়াকালীন। তখনই ভাল লেগেছিল গল্পটি। আর সেই গল্প অবলম্বনে নাটকটি বেশ ভাল ভাবেই বানানো হয়েছে।😍 ফালগুনী ম্যাম এর ডিরেকশন বেশ ভালই হয়েছে।👏 আর তনিমা আপুকে অসাধারণ মানিয়েছে হৈমন্তী চরিত্রে।😍 অসাধারণ ভাবে নিজেকে উপস্থাপন করলো আপু কেন্দ্রীয় চরিত্রে।👌 মাহফুজ এবং বুলবুল আহমেদ এর অভিনয়ও যথেষ্ট ভাল হয়েছে। গল্পে পড়া সেই সুপরিচিত উক্তিগুলোকে বেশ চমৎকার ভাবে পেলাম নাটকের ডায়লগ হিসেবে।😲 বিশেষ করে হৈমন্তী'র বাবা অর্থাৎ বুলবুল আহমেদ এর মুখে বেশ ভাল মানিয়েছে সংলাপ গুলি। নাটকটিতে সবচেয়ে কষ্টকর লেগেছে হৈম'র প্রতি তার শ্বশুরবাড়ির লোকেদের ঐ কটাক্ষ আচরণ গুলি।😰 খুবই পীড়াদায়ক ভাবে দেখানো হয়েছে সেই মুহূর্তগুলি।😞 তবে মিমকে খুব ভাল লেগেছে হৈম'র ননদ হিসেবে বৌদির প্রতি সাপোর্টিভ ভূমিকায়।✌ সব মিলিয়ে অসাধারণ লাগল নাটকটি।👏 রবীন্দ্রনাথের গল্প অন্য রকম জীবন পেয়েছে এখানে।
ki nikhut ovinoy....... bulbul sir oshadharon Allah apni bulbul sir ke jannat bashi korun....sotti jibon theke neya golpo.....chokher pani dhore rakhta parini......sobai oshadharon koreche
হৈমন্তী গল্পটা যখন প্রথম পড়েছিলাম ইন্টারের বইতে অনেক কান্না করেছিলাম আর কত দিন যে মাথা থেকে সরাইতে পারি নাই, খালি মনে হতো অপু কেনো হৈমো কে বাচাতে পারলো না।। আসলে গল্পের মধ্যে যে হৈমো আর অপুকে পেয়েছি সেটা ভোলার নয়।। প্রতিটা চরিত্র তখন কল্পনায় দেখতে পেয়েছিলাম মনে হয়।। কেমন জানি একটা দীর্ঘশ্বাস ফেলা গল্প ছিলো এটা।। যা এখনো মনে পরলে কান্না পায়😞😢তবে এটা সত্যি হৈমন্তী আসলে বইয়ের পাতাতেই জীবন্ত থাকবে আজীবন
আমি এইচ এস সি তে পড়েছি গল্পটি, অনেক উক্তি বাদ পড়ে গেছে। মুল গল্পের সাথে অনেক জায়গায় অমিল রয়েছ। মনে পড়ে যায় সেই ২০০৭ সালের কথা। স্যারের ক্লাশে জায়গা হতো না অনেক সময়।
বইয়ের পাতায় যে হৈমো কে দেখেছি নাটকে তার ১০০ ভাগের ১ ভাগও দেখতে পাইনাই।সত্যিই আমাদের হাবিব স্যার যখন এই বিষয়ে আলচনা করতেন তখন আমরা সপনে চলে যেতাম।এখনো জীবান্ত সেই দিনগুলো
গল্পটি বইয়ে পড়ে হৈমন্তি'র শেষ পরিণতি সম্পর্কে খুব একটা ভাল ধারণা নিতে পারিনি। এবং এই নাটক দেখে ও তার ব্যতিক্রম হলনা। গল্প অনুযায়ী উপস্থাপনার ব্যাপক ঘাটতি লক্ষণীয়। তারপরও অসাধারন!!!!!!
সুখ কিছু মানুষের হৃদয়ে অনুভূতির ছোঁয়া জাগায় আবার, কিছু মানুষের হৃদয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করে দুঃখ নিয়ে আসে। এ যেন বিষাদময় একটি নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছি ঠিক তেমনি গল্প উপাখ্যান। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর ।
হৈমন্তী যদিও আমরা পাইনি পাঠ্যবইয়ে, তবে আমি বড় আপুর বই থেকে পড়েছিলাম। আমাদের ছিলো 'অপরিচিতা' নামক একটি ছোটগল্প, দারুণ সুন্দর। রবিঠাকুর বরাবরের মতোই এই গল্পেও তার মুন্সিয়ানা দেখিয়েছেন। অপরিচিতা নামক একটি নাটক করা উচিত।
@@anthonycosta128 বেশি বলেন কম না আগে হয়তো বিয়ে আগের দিতো কিন্তু বর্তমানে বিয়ের পরে আগের চেয়ে কয়েকগুণ বেশি দিতে হয় না হয় মেয়েকে অনেক কথা শুনতে হয় যদিও সরাসরি বলেনা কিন্তু আকারে ইঙ্গিতের বলে।
হৈমন্তি,বিলাসী এই গল্প দুটি এখনও মনে পড়ে।অনেক কেঁদেছি তখন পড়ে।উপন্যাস হাজার বছর ধরে,পদ্মা নদীর মাঝি,নাটক রক্তাক্ত প্রান্তর।এগুলোও পড়ে মনে ছুঁয়ে গেছে।খুব মনে পড়ে।
২০২১ সালে এসেও নাটক টা দেখছি। কি যে অনুভূতি সৃষ্টি হয়, সেটা কিভাবে প্রকাশ করি??? যদি কান্না কি সেটা আমি জানি না, যত বার ই নাটক টা দেখেছি তত বারই চোঁখের পানি ধরে রাখার ক্ষমতা আমার হয় নি।
2013 te clg a jkn intr a portam tkn ei golpo ti porechilam,,Rabindronath tagore er ei golpo amr mon chuye giyechilo,,r jkn portam tkn kotha gula amr hridoy sporso kore 2 cukh er kinaray oshru jome jto...
ইন্টারে থাকতে পড়েছি, কিন্তু চিরজাগরুক হয়ে আছে মনের মনিকোঠায়। কবিগুরুর সেই বেদবাক্য স্বরুপ ভাষা, আলাপ আর তার পারিপার্শ্বিক অবস্থা আজও বাংলার সমাজে বিদ্যমান। নাটক দেখে ফিরে গিয়েছি সেই দিনগুলোতে যা আর ফিরে আসবেনা। এখানে অভিনয়কারীরা বলিষ্ঠ কিন্তু রবীন্দ্রনাথের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই কঠিন। সাধুবাদ জানাই, এরকম আরো নাটক চাই। ০২ জুলাই, ২১।
বুলবুল আহমেদ স্যারকে দেখে অনেক বেশি ভালো লাগল। আমার আল্লাহ উনাকে জান্নাত দান করুন আমিন।
আমি খুব ১টটা ভালো ছাত্র ছিলাম তা নয়,কিন্তু সাহিত্যের প্রতি ছিলো আমার অনেক প্রেম,ভালোবাসা।ছাত্র জীবনে গল্পটি পরেছি অনেক বার।আজ নাটকটি দেখলাম।খুব ভালো লাগলো।প্রত্যেকটি চরিত্র দারুন ভাবে ফুটে উঠেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গল্প ই খুব সুন্দর।
Khub valo Akti natok. Jar maje onek Jana & shikhar acy. Natok ai rokom houwya uchaid.
বাংলা নাটকের প্রতি কখনই আমার কোনো আবেগ ছিল না। কিন্তু বাংলা সাহিত্যের ছোট গল্পগুলোকে নাটকে রুপ দেয়া সত্যিই হৃদয় নাড়া দেবার মত।
পাঠ্যবইয়ে পড়েছিলাম ২০১৫ সালের দিকে। আজকে যেন গভীরভাবে উপভোগ করতে পারলাম।
নাটকের সকল চরিত্রের মানুষগুলোর জন্য রইলো ভালোবাসা।❤❤❤
away
কবি গুরুর অসাধারণ লেখা মন কে খুব কাছ ছুঁয়ে দিয়ে যায়। কলেজ জীবনে কতবার যে পড়েছিলাম গল্পটা। অসাধারণ অভিনয় করেছেন সবাই। বুলবুল আহমেদ স্যার আল্লাহ্ যেনো জান্নাত নসীব করেন। অসাধারণ অভিনয় করতেন তিনি।
আমি ১৯৮৮ ইং সালে এইচ এস সি তে পড়েছি গল্পটি । একটি প্রশ্ন ছিল হৈমন্তীর মৃত্যুর জন্য দায়ী কে ? উত্তর ছিল তৎকালীন সমাজ ব্যবস্তা । আমি দ্বিমত করেছি, আমাদের বাংলা শিক্ষক বিনয় কৃষ্ণ বালা জানতে চেয়ে ছেন তাহলে কে দায়ী ? আমি বলেছিলাম অপু । এই নিয়ে পুরা ক্লাস মানে ৪৫ মিঃ শেষ । আমি আজ ও তাই মনে করি । বাংলার কোন মেয়ের ভাগ্যে যেন অপুর মত কাপুরুষ না জোটে ।
Exactly.. apni ekdom shothik realise korechen.. Apu der moto bhitu kapurush chele der jonnoi meyera suffer kore.. shongshar porjonto venge jay.. aj o emon bohu apu shomaje ache jara baba mar baddho shontan er tag lagiye wife der pokkhe ekta hoq kotha bolte parena.. sheta joutuk ba onno j kono bishoy hote pare.. aj o amader shomaj ei dhoroner chele ke valo baddho shontan hishebe gonno kore.. othocho erai shobcheye boro kapurush.. english e jake amra mama's boy boli..
পড়ে ও দেখে বুঝলাম
পরিবার তথা সমাজব্যবস্থাই দায়ী
অপু দায়ি
পরিবার এবং সমাজ ব্যবস্থার জন্য অপু চেষ্টা করেও পারেনি হৈমন্তীর জন্য কিছু করতে.....তাই এখানে অপু সম্পূর্ণরূপে দায়ী নয়
আশা করবো আপনার আর কোনো কনফিউশান না থাকুক......
অত্যন্ত ভালো ছবি। সম্পাদনা, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, অঙ্গসজ্জা এমনকি ঘরের আসবাবপত্র নির্বাচনে অসাধারণ মুন্সীয়ানার ছাপ আছে। আমি নাটকের পীঠস্থান কলকাতার মানুষ হয়েও বলছি, আমি 'হৈমন্তী' দেখে অভিভূত এবং আপ্লুত। সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা ও সেলাম জানাচ্ছি। 🙏
আমি এই নাটকটি দেখে মুগ্ধ হয়েছি। এত সুন্দরভাবে এই নাটকে হৈমন্তীর চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে তা বলার মত ভাষা আমার জানা নাই।
সত্যিই ছোট গল্প,,,,হৈম্নন্তী নাটকটি অসাধারন বাস্তবতা তুলে ধরে প্রচলিত গোড়া সমাজের চিএ।♥♥♥
২১.০২.২১ এই নাটক টা পাবো ভাবতেই পারিনি কলেজে বাংলা টিচার এতো চমৎকার করে হৈমন্তী পড়াতেই এখনো মনে দাগ কাটে ধন্যবাদ,স্পেন প্রবাসী।
Same to u.
এমন সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে হাজার দুঃখ-কষ্ট কিছু মনে হয় না। কুড়িগ্রাম থেকে
মনে পড়ে গেল সেই ২০১৩ সনের কথা স্যার খুব ভালো করে পড়াতেন আর বুঝাইতেন। হৈমন্তী অসাধারণ।
প্রথমে ধন্যবাদ জানাই যে বা যারা এই ধরনের নাটক আপলোড করে। আপনাদের জন্য আবার পুরোনো দিনের স্মৃতি মনে পরে যায়। সত্যি অসাধারণ, নাটক দেখে মনে হয় এখন যদি পাঠ্য হিসাবে পড়তে পারতাম।
এই সব অভিনেতাদের এখন খুজে পাওয়া যাবে না যারা এই সুন্দর নাটক আমাদের উপহার দিয়েছে।
যারা এই সব নাটুক দেখে তারা ,,, You are a Good Man
Yes
আমি ২০২১দেখলাম আবার
তারা লিজেন্ড
"অধিকার ছেড়ে দিয়ে অধিকার রাখতে যাওয়ার মত বিরম্বনা আর নেই " চমৎকার লাগলো ।
ফের যদি আসি,সিঁদকাঠি সঙ্গে নিয়ে আসবো। খুবই সুন্দর।
আমি সত্যি খুব আবেগি সম্পূর্ণ দেখে কেদে ফেলেছি এই রকম বাস্তবধর্মী দৃশ্য এবং উপস্থাপনা মনোমুগ্ধকর 💗💖
Thank you
রবীন্দ্রনাথের হৈমন্তী আর শরৎচন্দ্রের বিলাসী পড়ে আমি কেঁদেছি অনেকবার।অসাধারণ নাটক।তবে ছোটগল্পটি পড়ে যে আনন্দ ও মজা ও কান্না করেছি নাটকে এর অর্ধেক ও তুলে আনা পসিবল হয়নি।
Thik bolesen
Dik bolcen
মামুষ যখন কোন গল্গ পড়ে তখন সে তার নিজের মত করে সবটুকু দিয়ে এক কল্পনার জগতে হারিয়ে যায়। আবেগ অনুভুতি দিয়ে একটা নিজেস্ব রাজ্যের সৃষ্টি হয় যেটা অন্য কোন মাধ্যম দিয়ে অনুভব করা যায় না।
এজন্য বেশি বেশি বই পড়লে কল্পনা শক্তি জাগর্ত হয়।
@@akteruzzamansumon7547 কথাগুলো যথার্থ বলেছেন। তবে বানানে বেশ কিছু জায়গায় ভুল আছে।
ami o apnar moto
হৃদয় বিদারক নাটক। একদম বাস্তবের সাথে সংগতিপূর্ন। নাটকটি ফুটিয়ে তোলার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
হৈমন্তী , বিলাসী ইন্টামিডিয়েটে পড়েছিলাম খুব ভাল লাগত এই দুটি নাটক ।
Koto saler & kon class er boi ??
হৈমন্তী, অপু সেই ইন্টারের বাংলা বইয়ের পড়া, যতোবারই পড়েছি ততবারই চোখে পানি চলে এসেছে।
ami inter 1st e portesi 🙂
@@sumayakhanomamena9967 তাই নাকি তাহলে আমার নাম্বার একটি কল দিও আমিও তোমার সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে
পড়তে চাই কল দিও কিন্তু 01621365529
@@nahiyanshishir778 no thnx
@NAHIYAN SHISHIR 😂😂🤣 Ki holo eita?
oisimoy jodi dekhte partam ktoi vlo lgto
হৃদয় স্পর্শ করেছে।এক কথায় অসাধারন।
এত সুন্দর নাটক এর লাইক কত কম, আর সস্তা নাটক এর লাইক কত বেশি!
ঠিক
সবাই সব কিছুর কদর দিতে জানে না
dislike o diche😡😡
এরা নাটকের মর্ম বুঝেনা।যেগুলো লাফানো নাটক এগুলোই এরা পছন্দ করে
@@farjananithu5607 ঠিকই বলেছেন
thik bolecen apni
শিশু শিল্পী মিম, অসাধারণ অভিনয়। সে নিউজ প্রেজেন্টারও ছিল কিছুদিন আগে।
Wow amazing vdo sharing thanks
😭😭😭😭😭😭হৈমন্তীর জন্য কষ্ট। অপুর জন্য আক্ষেপ। যাহা দিয়েছিলাম অপু তাহা যত্ন করিতে পারে নাই। এই জগৎ সংসারে এমন অনেক ঘটনা ঘটে কিন্তু কালচক্রে মানুষ দুই একটা ঘটনাই মনে রাখে। আমি রেখেছি তাকে😭😭😭।
শুধুই স্মৃতি হয়ে আছে থাকবে সারা জীবন - অনেক চেষ্টা করেছি কিন্তু ভুলতে পারিনি -হৈমন্তী, বিলাসী, পুঁইমাচা, গল্প গুলা
R8
একদম।। একুশের গল্প,সৌদামিনী মালো, তপু,একটি তুলসী গাছের কাহিনী। ভিডিও দেখি, কমেন্ট গুলো পড়ি,কমেন্ট করিনা কিন্তু এই গল্প দেখে কমেন্ট না করে থাকতে পারিনি। মনের মধ্যে প্রশান্তি চলে আসলো
এক গল্প কতবার যে পরতাম ।যেন হারিয়ে গেলাম সেই কলেজ লাইফে।
প্রতিটা চরিত্র অসাধারন। চমৎকার অভিনয় প্রত্যেকের।।।
পুরনো দিনের গল্পের লেখা নাটক গুলা কে কে দেখছেন এই লকডাউনের সময়।দেখি হাত তুলে দেখান।সেই বিটিভিতে দেখেছি নাটক গুলা আর আজকে আবারো দেখলাম ইউটিউবে এসে ।অসাধারণ
Gato Bochor BTV te Bangla Old Is Gold Natok Hoimonti Koto Saaler : 1999 Ami Chotto Bela Dekhi BTV te Natok Dekhi
খুব সুন্দর নাটক।কোনো মেয়ের জীবনে যেন এইরকম ঘটনা না ঘটে।
2006 সালে বলাই স্যার খুব সুন্দর ভাবে পড়াতেন
স্যার আপনাকে খুব বেশি মনে পড়ছে আপনি ভালো থাকুন সবসময়
চোখের পানি আটকে রাখতে পারিনি, আসলে সমাজে আরো কত এমন হৈমন্তী আছে
আমি একজন
সেইম
মারাত্মক লেভেলের সুন্দর নাটক।। যারা যারা বাংলা নাটক ভালোবাসেন তারা এসো বন্ধু হই।।
amio dekhtesi ei matro natok ti
@@sejutisalma3816
Dhonnobad pase thakben plz
আমি বাংলা নাটক দেখি।
ল
Old is gold
২০২৩ সালে দেখছি, অনেক ভালো লাগলো নাটকটি,,,বর্তমানে এমন নাটক তৈরি হয় না,,,
Thank you
ইন্টারমিডিয়েট-এ রবীন্দ্রনাথ এর ’হৈমন্তি’ এবং জসিম উদ্দীন এর ’কবর’ কবিতা যতবার পড়েছি ততবার চোখ থেকে পানি বের হয়েছে। আর সেই আবেগ থেকেই নাটক’টি দেখলাম। তবে, গল্পে যা পড়েছি তা পুরো’টা তুলে ধরা হয় নি।
I agreed
আর আমার শুধু জল বের হয়েছে
বইয়ে পড়েছিলাম ২০১৪ সালে।আজ নাটকটি দেখে চোখের জল আটকাতে পারিনি।বাংলার প্রতিটা মেয়েই একেকজন হৈমন্তী।
Ke bolse? Shob meye rai hoimo eta joruri na onek shoshur shashuri valo o hote pare ar shobar e ki eki kopal hoy? Ar sheta charao banglar shob chele e ki opu?
আমিও
আমি আগের নাটক গুলোই দেখি,,,,,, বর্তমান নাটকের মধ্যে শুধু প্রেম + সীমিত সময় মজা দেওয়ার কমেডি, বাস্তবতা বলতে কিছুই নেই।
Thik
আমিও এখন আগের নাটক গুলোই দেখছি,অনেকবছর আগেই টিভি তে নাটক দেখা ছেড়ে দিয়েছি।
@@wazedali8566 সসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস
স
সসসসসসসসসসসসসসসস
সসসসসস্লসললস্লসস
pw2dp
Great
গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর হৈমুকে এমনভাবে উপস্থাপন করেছেন;যেন বেহেস্তের পবিত্র পুষ্প!!কবির গল্পের রাণী আমার মনে এমনভাবে দাগ কেটেছে যে,আমার কল্পনার রাজ্যে শুধু তারই বিচরণ❤️❤️এই নাটকের হৈমন্তী,কবির বলে যাওয়া মেয়েটির সাথে তুলনায় বড্ড বেমানান😢
Thank you
মীমকে দেখে বুঝলাম অনেক পুরনো নাটক, নতুন করে আপডেট দেয়া হয়েছে। এরপরও অনেক ভাল লাগলো। ১৯৯৮ সালে ইন্টার এ পড়ার সময় গল্প টি পড়ে ছিলাম। এতো বছর পর আবার দেখে ভালো লাগছে। ধন্যবাদ ফাল্গুনী হামিদ।
কোন মীম?চিনতে পারলাম না তা, ভাই
Eita mim na tonima hamid
O picchita mim
Ata tonima..
মাহফুজের ছোট বোনটা হচ্ছে মীম
হৈমন্তী মারা গেলো।আর অপুর জন্য নতুন পাএী দেখতে লাগলো।
এ-তো সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার জীবনের পড়া সবচেয়ে শ্রেষ্ট উপন্যাস।
ইন্টারে পড়েছিলাম।নস্টালজিয়ায় ভুগলাম।দেখে মনে হলো সত্যকারের নাটক দেখলাম।মন ভরে গেলো।
অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি অসামান্য 🥰🥰
হৈমন্তী মেয়েটাকে চেনা চেনা লাগে। খুব সুন্দর
তানিয়া হামিদ।বাংলাদেশের টেলিভিশন নাটক।আর অপু হচ্ছে মাহফুজ।
আমি পড়ে ছিলাম ২০১৪তে, মন দিয়ে পড়লে চোখে জল এসে যাই
৩১০০.বাংলাদেশি নাটকের ভক্ত।
অসাধারণ! অনবদ্য হয়েছে 'হৈমন্তী' নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা 'হৈমন্তী' গল্পটি পড়েছিলাম আমি ইন্টার পড়াকালীন। তখনই ভাল লেগেছিল গল্পটি। আর সেই গল্প অবলম্বনে নাটকটি বেশ ভাল ভাবেই বানানো হয়েছে।😍 ফালগুনী ম্যাম এর ডিরেকশন বেশ ভালই হয়েছে।👏
আর তনিমা আপুকে অসাধারণ মানিয়েছে হৈমন্তী চরিত্রে।😍 অসাধারণ ভাবে নিজেকে উপস্থাপন করলো আপু কেন্দ্রীয় চরিত্রে।👌 মাহফুজ এবং বুলবুল আহমেদ এর অভিনয়ও যথেষ্ট ভাল হয়েছে।
গল্পে পড়া সেই সুপরিচিত উক্তিগুলোকে বেশ চমৎকার ভাবে পেলাম নাটকের ডায়লগ হিসেবে।😲 বিশেষ করে হৈমন্তী'র বাবা অর্থাৎ বুলবুল আহমেদ এর মুখে বেশ ভাল মানিয়েছে সংলাপ গুলি।
নাটকটিতে সবচেয়ে কষ্টকর লেগেছে হৈম'র প্রতি তার শ্বশুরবাড়ির লোকেদের ঐ কটাক্ষ আচরণ গুলি।😰 খুবই পীড়াদায়ক ভাবে দেখানো হয়েছে সেই মুহূর্তগুলি।😞 তবে মিমকে খুব ভাল লেগেছে হৈম'র ননদ হিসেবে বৌদির প্রতি সাপোর্টিভ ভূমিকায়।✌
সব মিলিয়ে অসাধারণ লাগল নাটকটি।👏 রবীন্দ্রনাথের গল্প অন্য রকম জীবন পেয়েছে এখানে।
জ্বী, সাথেই আছে সর্বদা।✌ আর শেয়ার করবো বন্ধুদের সহ অন্যান্য দর্শকদের সঙ্গে।👍😊
জৈষ্ঠ্যের খররোদ্রই তো জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন!
চোখের পানি আটকে রাখতে পারিনি, আসলে আরো কত এমন হেমন্তী আছে।
২০০২ সালের কথা মনে পড়ে গেল। ইনটারে থাকতে পড়তাম
তার পর বি. টি. বি তে দেখলাম
২০২০ এ আবার দেখতাছি
আমি হৈমন্তী পড়েছি এইচ এস সি তে এবং সবচেয়ে ভালো লাগার গল্পের মধ্যে ছিলো আমার কাছে হৈমন্তী,হাজার বছর ধরে, পদ্মা নদীর মাঝি এগুলো
ki nikhut ovinoy....... bulbul sir oshadharon Allah apni bulbul sir ke jannat bashi korun....sotti jibon theke neya golpo.....chokher pani dhore rakhta parini......sobai oshadharon koreche
আমি কিন্তু একজন খুব কঠিন হৃদয়ের মানুষ. খুব সহজে চোখে পানি আসে না. কিন্তু এই নাটকটা দেখে চোখের কোণ কখন যে ভিজে গেছে বুঝতে পারি নাই.
হৈমন্তীর Natok Khub valo
তনিমা হামিদ অপরূপ
নদীর স্রোতের মতন চলতেছে সেই বহমান নদীর পানি নাটক টা দেখি খুব ভালো লাগল।
শতশত হৈমন্তী এ ভাবে কষ্ট মেনে নেই প্রতিদিন
২০০৭ সালে আলিমে পড়েছিলাম,,স্বৃতির আয়নায় ভেসে উঠে কাহিনী গুলো।সময়গুলো কোথায় যেন হারিয়ে গেল😥😥😥!!
Assalamu alaikum
হৈমন্তী গল্পটা যখন প্রথম পড়েছিলাম ইন্টারের বইতে অনেক কান্না করেছিলাম আর কত দিন যে মাথা থেকে সরাইতে পারি নাই, খালি মনে হতো অপু কেনো হৈমো কে বাচাতে পারলো না।।
আসলে গল্পের মধ্যে যে হৈমো আর অপুকে পেয়েছি সেটা ভোলার নয়।। প্রতিটা চরিত্র তখন কল্পনায় দেখতে পেয়েছিলাম মনে হয়।। কেমন জানি একটা দীর্ঘশ্বাস ফেলা গল্প ছিলো এটা।। যা এখনো মনে পরলে কান্না পায়😞😢তবে এটা সত্যি হৈমন্তী আসলে বইয়ের পাতাতেই জীবন্ত থাকবে আজীবন
হৈমন্তী পড়েছি,, নাটকটি ও দেখেছি ১৯৯৯বোধয় বিটিভিতে।নিজেও পেয়ে ছিলাম হৈম বা শিশির নামের উপাধি।
হ্যাঁ এটি একটি প্রাঞ্জল কাহিনী, যেটা অনেক শান্ত হৃদয়ে দাগ কেটে যায়।
রবীন্দ্রনাথের কাহিনীটি নাটকের মাধ্যমে খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। Sound খুব পরিষ্কার এসেছে।
আমি এইচ এস সি তে পড়েছি গল্পটি, অনেক উক্তি বাদ পড়ে গেছে। মুল গল্পের সাথে অনেক জায়গায় অমিল রয়েছ। মনে পড়ে যায় সেই ২০০৭ সালের কথা। স্যারের ক্লাশে জায়গা হতো না অনেক সময়।
এত সুন্দর করে নাটকে ফুটিয়ে তুলতে পারবেন এটা আমি ভাবতেও পারিনি। বিনম্র শ্রদ্ধা সবার প্রতি ❤
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক বলে কথা
বইয়ের পাতায় যে হৈমো কে দেখেছি নাটকে তার ১০০ ভাগের ১ ভাগও দেখতে পাইনাই।সত্যিই আমাদের হাবিব স্যার যখন এই বিষয়ে আলচনা করতেন তখন আমরা সপনে চলে যেতাম।এখনো জীবান্ত সেই দিনগুলো
বাড়ি কোন জেলা
গল্পটি বইয়ে পড়ে হৈমন্তি'র শেষ পরিণতি সম্পর্কে খুব একটা ভাল ধারণা নিতে পারিনি। এবং এই নাটক দেখে ও তার ব্যতিক্রম হলনা।
গল্প অনুযায়ী উপস্থাপনার ব্যাপক ঘাটতি লক্ষণীয়। তারপরও অসাধারন!!!!!!
Etai to choto golper dhoron
Satti osadharon, khub kanna payechhe.... Babar rajkonna jakhon otithi hoye Jay seta j koto koshter ta vasa diye bojhanor noy, ..
thank you
যারা এই নাটক গুলা দেখেন ও বোঝেন তারা বাস্তবেই সুশিক্ষিত
Exactly
দেখি,
যারা এই নাটক গুলা দেখেন ও বোঝেন তারা বাস্তবেই সুশিক্ষিত। ❤🎉❤
২০১৮তে এক বার দেখেছিলাম,কাহিনি বুঝলেও ফিল করতে পারিনি,,২০২২এ দেখলাম After marriage খুব ফিল করলাম,ঢের কান্না ও আসলো😔😔কালের পর কাল এ সব যেন চলতে ই থাকবে
সুখ কিছু মানুষের হৃদয়ে অনুভূতির ছোঁয়া জাগায় আবার, কিছু মানুষের হৃদয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করে দুঃখ নিয়ে আসে। এ যেন বিষাদময় একটি নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছি ঠিক তেমনি গল্প উপাখ্যান। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর ।
অপূর্ব
মন জুড়িয়ে গেল। কোলকাতা
কি বলব ভাষা হারিয়ে ফেলছি,নাটকটি দেখে মন ছুয়ে গেল।
রবিন্দ্রনাথের এমন বাংলা সাহিত্যের ছোট গল্পকে এতো সুন্দর,সাবলীলভাবে নাটকে রুপ দেওয়ার জন্য অভিনয়কৃত সবাইকে অনেক ধন্যবাদ।
ইন্টারমিডিয়েট এর শ্রেষ্ঠ গল্প এটি যতবার পড়েছি ততবার পড়তে ইচ্ছে করছে কোনদিন এই গল্পটি ভোলার নয়
খুব সুন্দর। অনেক দিন পর একটা ভালো জিনিস দেখলাম। সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you
হয়তো সেরকমভাবে হৈমন্তী চরিত্র পর্দায় ধরা দেবে না কখনোই, হৈমন্তী বইয়ের পাতায়ই জীবন্ত।
Humm thik
েপপপপপওুট ,
Ekdom shottie
খাটি কতা কইছেন।
ঠিক
হৈমন্তী যদিও আমরা পাইনি পাঠ্যবইয়ে, তবে আমি বড় আপুর বই থেকে পড়েছিলাম। আমাদের ছিলো 'অপরিচিতা' নামক একটি ছোটগল্প, দারুণ সুন্দর। রবিঠাকুর বরাবরের মতোই এই গল্পেও তার মুন্সিয়ানা দেখিয়েছেন। অপরিচিতা নামক একটি নাটক করা উচিত।
Amio Amar Boro vaiyer boi theke porechilam💜
এই নাটক গুলো দেখলে মনে হয়, আশে পাশে কোনো শব্দ নাই। যানবাহন, যানযট নাই। আহ! শান্তি লাগে
Bolse apnake
এই দেখলা মেয়ে হলে বুঝতে
ইন্টারমিডিয়েটে বাংলাতে হৈমন্তী পড়েছিলাম। আজ নাটক দেখলাম।ভালো লাগলো।
Thank you
মনে পরে গেল সেই ২০১৩ তবে তখন হইতো এতোটা আবেগ প্রবন ছিলাম না এখন যতোটা বুঝি সত্যিই এই নাটক যে দেখবে সে অবশ্যই সাহিত্য ভক্ত হবে।
হৈমন্তী গল্প পরেছি ইন্টার মিডিয়েটে
প্রথম বর্ষে
দারুন একটা গল্প ছিলো
এখন নাটকে দেখেও ভালো লাগলো
Thank you
যা দিয়েছি তা উজার করেই দিয়েছি,, ""অধিকার ছেড়ে দিয়ে আধিকার রাখতে যাওয়ার চেয়ে বির্ম্বনা আর নেই""
❤❤❤❤
নাটকটি দেখার পর। আমি গল্পটি পড়েছি । তাই মাহফুজ আহমেদকে অপু এবং তনিমা কে হৈমন্তী ভেবেছি। এক কথা অসাধারণ।
thank you
Daughter is a chief guest in a every father"s family.
খুব ভালো হয়েছে।
2013 সালে ইন্টারে পরেছিলাম,নাটকটি দেখে কলেজ জিবনের কথা মনে পরে গেল
Exam er somoy ai golper questions gula khub sundor kore lekhar chesta kortam,,r nijeke mone mone hoimonti vabtam...
১৯৯৭ এ পড়েছি😁
ইন্টারমিডিয়েট এ হৈমন্তী গল্পটি অনেক পড়েছি, আর আমার কাছে অনেক ভালো লাগে পড়তে....
নাটক দেখে মনে পড়ে গেলো, আমাদের বাংলা ম্যাডামের কথা 🙃🙃
ভীষণ ভালো লাগলো। খুব মর্মস্পর্শী।
২০০৭ সালে ইন্টার ১ম বর্ষে পড়েছিলাম , রবি ঠাকুরের ছোটগল্প হৈমন্তী , আসলে নাটক টা দেখে চোখে পানি এসে পড়লো
thank you
আমি ২০০৬ সালে।
মনে পরে গেলো সেই ২০০৬ এর কথা ...।
“সমস্ত দোষই হৈমর ।।তাহার দোষ যে, তাহার বয়স সতের ।তাহার দোষ যে ,তাহাকে আমি ভালোবাসি ।😢😍
আমিও ২০০৬ এর ব্যাচের।😍
নস্টালজিক হয়ে গেলুম । 2005 আমায় হাতছানি দিয়ে ডাকে আজো!!!!!!
@@mdrabiulalam1474 😍😥❤️
আমি ও পড়েছি ২০০৬ এ।গদ্য ও পদ্য পাগল ছিলাম।
Ami silam 2007 er batch, মনে পড়ে গেল সেই হৈমন্তী গল্পের কথা
Asadharan....
College life thekei Hoimonti amar hridoy chhuye gechhe...
এই যুগে এসেও পণ প্রথা এখনো সমাজে বৃদ্ধমান যা খুবই খারাপ লাগে 😢😢😢
পণ প্রথা থেকে কবে যে মেয়ের বাবারা রক্ষা পাবে আল্লাহ্ ভালো জানে।
Ekhon onek kom
@@anthonycosta128 বেশি বলেন কম না আগে হয়তো বিয়ে আগের দিতো কিন্তু বর্তমানে বিয়ের পরে আগের চেয়ে কয়েকগুণ বেশি দিতে হয় না হয় মেয়েকে অনেক কথা শুনতে হয় যদিও সরাসরি বলেনা কিন্তু আকারে ইঙ্গিতের বলে।
@@AbdulAhad-nt9vw Kabin er taka shomporke janen? 20 laakh 30 laakh? Emn ki divorce er por alimony se dik diya bolte gele eki hoye jay
আমি এই গল্পটি ২০১৩ সালে পড়েছি। আর আজকে নাটকটি দেখলাম। সত্যিই অনেক ভালো লাগলো নাটকটি।
আমিমও ১৩
আজও নিরব অপু গুলো বাস্তব জীবনে দেখা যায়।
হৈমন্তি,বিলাসী এই গল্প দুটি এখনও মনে পড়ে।অনেক কেঁদেছি তখন পড়ে।উপন্যাস হাজার বছর ধরে,পদ্মা নদীর মাঝি,নাটক রক্তাক্ত প্রান্তর।এগুলোও পড়ে মনে ছুঁয়ে গেছে।খুব মনে পড়ে।
২০২১ সালে এসেও নাটক টা দেখছি। কি যে অনুভূতি সৃষ্টি হয়, সেটা কিভাবে প্রকাশ করি??? যদি কান্না কি সেটা আমি জানি না, যত বার ই নাটক টা দেখেছি তত বারই চোঁখের পানি ধরে রাখার ক্ষমতা আমার হয় নি।
অতুলনীয়
আজকের দিনে এসে ও এমন ঘটনা অনেক রয়েছে কিন্তু সেই কবি সাহিত্যিক নেই তুলে ধরবার মতো
2013 te clg a jkn intr a portam tkn ei golpo ti porechilam,,Rabindronath tagore er ei golpo amr mon chuye giyechilo,,r jkn portam tkn kotha gula amr hridoy sporso kore 2 cukh er kinaray oshru jome jto...
ইন্টারে থাকতে পড়েছি, কিন্তু চিরজাগরুক হয়ে আছে মনের মনিকোঠায়। কবিগুরুর সেই বেদবাক্য স্বরুপ ভাষা, আলাপ আর তার পারিপার্শ্বিক অবস্থা আজও বাংলার সমাজে বিদ্যমান। নাটক দেখে ফিরে গিয়েছি সেই দিনগুলোতে যা আর ফিরে আসবেনা। এখানে অভিনয়কারীরা বলিষ্ঠ কিন্তু রবীন্দ্রনাথের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই কঠিন। সাধুবাদ জানাই, এরকম আরো নাটক চাই। ০২ জুলাই, ২১।
এতো ভালো লেগেছে বলার ভাষা নেই