হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবার ঋণ দেবে ১৩শ’ কোটি টাকা | The Business Standard

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 853

  • @jalilalam5037
    @jalilalam5037 Год назад +166

    আমি একজন চিকিৎসক, ২০(। প্রায়) বছর আগে চট্টগ্রাম HBFC এ বাড়ির কাজের জন্য লোন এর জন্য গিয়েছিলাম,তিনি আমাকে লোন তো দেওয়া দূরের কথা,আমার সাথে সোজন্য কথা ও বলেননি,মনে হল আমি লোন চাওয়াতে উনি আমার উপর বিরক্ত হয়েছেন,এখন ওখানে অপমানের ভয়ে আর যাই না।

    • @sirajul46299
      @sirajul46299 Год назад +21

      এই কমেন্টের কোন রিপ্লাই দেখিনা কেন?
      তাহলে কি ধরে নেব বিষয় টি সত্যি?

    • @makazad8572
      @makazad8572 Год назад +21

      ওখানে কর্ম কর্তা কর্ম চারী র ব্যবহার আচার আচরণ খুবই খারাপ,যা খুবই দু:খজনক

    • @gmmohsin8018
      @gmmohsin8018 Год назад +20

      ঋণ চাইতে গেলে মনে করে ভিক্ষা চাই

    • @jamansarker2632
      @jamansarker2632 Год назад +4

      এদের গল্প শুনে শুধু এমবি খরচ করলাম এক লক্ষ টাকার মতো কারন এনাদের কথাগুলো এতো ভালো যার সাথে বাস্তবের কোন মিল নেই।

    • @nasiruddinkhannasir9170
      @nasiruddinkhannasir9170 Год назад +3

      আমি অবসরে প্রাপ্ত মাসিক পেনশন ও ভাতা 27000/=।সঃপত্র মুনাফা মাসে 36000/=জামির বাজার দর 52লক্ষ ।আমার ছেলে আয় মাসিক 60000/=টাকা ।বরিশাল 26নং ওয়ার্ড ।আমাকে কত টাকা লোন দিবেন ।কত %মুনাফা নিবেন?।

  • @zakirhossain-jq4bx
    @zakirhossain-jq4bx Год назад +103

    সব ডিভারমেন্টই খুব সুন্দর কথা বলে, বাস্তবে তখন আর সুন্দর থাকেনা, ঘুস ছাড়া এই দেশে কিছুই হয় না, মেডিকেলে সিট ঘুস ছাড়া সিট পাওয়া যায়না !

    • @rafiqulislam-bs5wf
      @rafiqulislam-bs5wf 11 месяцев назад

      কথা আর কাজে কোন মিল নাই সব বাটপারি ঘোষ ছাড়া কিছু হয় না

    • @ShahinurIslam-l9t
      @ShahinurIslam-l9t 4 месяца назад

      আসসালামুয়ালাইকুম কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি

  • @muktadir83
    @muktadir83 Год назад +40

    সরকারি প্রতিষ্ঠান হিসেবে সুদ হার 5% এর বেশী হওয়া উচিত না।

  • @kawsarahmed6390
    @kawsarahmed6390 Год назад +89

    কয়েক বার গিয়েছি অফিসে কিন্তু উনারা অনিহা প্রকাশ করে পরে ডাচ বাংলা ব্যাংক থেকে ২৫,০০০০০ লক্ষ টাকা ঋণ নিয়েছি আমার বাসার জন্য।এই গুলো শুধু মানুষ কে ঘুরানোর জন্য গুষ ছাড়া এই ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না সিলেট অফিসে

    • @Trusted.triend
      @Trusted.triend Год назад +2

      Apni ki kren vai ,,, lon nite ki ki lage plz janaben

    • @mdhafizurrohman1952
      @mdhafizurrohman1952 Год назад

      ভাই আমি ত্রকটি লোন করতেচাই আমাকেত্রকটু সহঝোগিতাকরবেন

    • @abuahsanbelayet9008
      @abuahsanbelayet9008 Год назад

      Sylhet এ অফিস কোন জায়গায়?

    • @RajKhan-kx8vg
      @RajKhan-kx8vg Год назад

      ভাই কি ভাবে লোন নিব বলবেন প্লিজ

    • @eshajahan165
      @eshajahan165 Год назад +1

      ভাইয়া আপনি কিভাবে লোন পেয়েছেন, জানালে খুব উপকার হতো

  • @smreazulalam924
    @smreazulalam924 Год назад +14

    আলোচনা শুনে মনে খুব আরাম পেলাম। এতো সহজ বাংলাদেশে?

  • @nakbocha
    @nakbocha Год назад +52

    প্রোগ্রামে এতো বড় বড় কথা বলে কি লাভ যদি বাস্তবে অফিসে গিয়ে গ্রাহক সেবা আর লোনই না পাওয়া যায়।

    • @md.amimulahsaniqbal8161
      @md.amimulahsaniqbal8161 Год назад +5

      আপনাকে আমাদের অফিসে স্বাগতম, নিজে এসে যাচাই করুন। গুজবে কান দিবেন না।

    • @Trusted.triend
      @Trusted.triend Год назад

      ​@@md.amimulahsaniqbal8161ভাই আমি লোন নিতে চাই আমি সরকারি জব করি কিন্তু কার সাথে যোগাযোগ করবো দয়া করে একটু জানাবেন

    • @lailamaleque5315
      @lailamaleque5315 Год назад

      আপনার কি মনে হয় তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিমে তা দেয়ার মতো বসে বসে তা দিবে লোকজনকে লোন না দিয়ে টাকা বসিয়ে রেখে? যত্তসব না জেনে অজ্ঞ ফাউল কথাবার্তা বলে দশজনকে বিপথে চালিত করা।

    • @sabbirchowdhury974
      @sabbirchowdhury974 Год назад

      ​@@md.amimulahsaniqbal8161ctg te thaki .barir jonno loan paoya jabe? Kono ঘুষ chara

    • @radoyanahmedsm1902
      @radoyanahmedsm1902 Год назад

      নারায়ণগঞ্জ জেলায় কোথায় আছে আপনাদের অফিস ?

  • @mahbuburrahman1727
    @mahbuburrahman1727 Год назад +22

    ঋণ ছাড় পেতে হলে সর্বোচ্চ কত টাকা ঘুষ দিতে হয় জানালে ভাল হত । উদাহরন : ১ কোটি টাকা ঋণ ছাড় পেতে কত টাকা ঘুষ দিতে হবে।

    • @yssohag
      @yssohag 8 месяцев назад

      সুন্দর প্রশ্ন

  • @md.shakhawathossain3325
    @md.shakhawathossain3325 Год назад +46

    সবই কাগজে, বাস্তবতা এই লোন ঘুষ ছাড়া পাওয়া যায় না

    • @kaburulislamkhan1973
      @kaburulislamkhan1973 Год назад +3

      সত্য না। আমি এক টাকা ঘুষ দেইনি

    • @shahinurrahman6920
      @shahinurrahman6920 Год назад

      ​@@kaburulislamkhan1973আপনি কত টাকা শোন নিচ্ছেন।আর কত দিনে শোধ।কি শর্তাবলী

    • @norane.buat.gazipur3242
      @norane.buat.gazipur3242 Год назад

      Be. Ke. Ba. Be. Pao.a.jae.bol.la.kose.ho.ta

    • @adarsactivities1204
      @adarsactivities1204 Год назад +3

      ডাহা মিথ্যা কথা!!!!
      এক টাকাও ঘুষ লাগে না।
      আমিও দেইনি।
      শুধু শুধু মানুষের মধ্যে কেনো বিভ্রান্তি করেন

    • @ireenchowdhury1
      @ireenchowdhury1 Год назад +1

      ​@@kaburulislamkhan1973*মিথ্যা বলেন কেন? কি কি কাগজপত্র লাগছে বলেন?*

  • @nuruzzamanvulu6167
    @nuruzzamanvulu6167 Год назад +8

    লোন পাওয়ার নিয়মটা শুনে খুব ভালো লাগলো কিন্তু নিতে আবার কত% সালামী হবে। যেমন আমার বাবা আমাদের নয় ভাই বোনদের সমানভাবে বাড়ি বানাছি নকশাটি চেয়ারম্যান কতৃক অনুমোদিত আপনার প্রতিষ্ঠান থেকে লোন দেওয়া সম্ভব কি জানাবেন

  • @horipadabisowas6918
    @horipadabisowas6918 Год назад +3

    নারায়ণগঞ্জ জেলা থেকে দেখছি
    আপনারাকে ধন্যবাদ জানাই

  • @mahamudasherin4873
    @mahamudasherin4873 Год назад +2

    ধন্যবাদ বিজনেস চানেল কে👍বিষয় গুলো জানার জন্য

  • @saifulislam-lc9ip
    @saifulislam-lc9ip Год назад +23

    আমি এ ঋন নিতে চাইনি ইনারা জোর করে দিয়ে গেছেন, অনেক ধন্যবাদ এসব গল্পবাজদের

  • @MdDulal-nn7xw
    @MdDulal-nn7xw 10 месяцев назад

    রাজশাহী থেকে হাউজলোন গল্পটা শুনে ভালো লাগলো কিন্ত মধ্য বিত্তদের লোন পাওয়া অসম্ভব।

  • @shaifuddinbabul7077
    @shaifuddinbabul7077 3 месяца назад

    ধন্যবাদ আপা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য

  • @abdussalamrayhan7487
    @abdussalamrayhan7487 Год назад +5

    দুনিয়ার টা কত সুন্দর তাইনা সুদের কথা বলেতো বলে সাথে গর্ব সহকারে বলে 👏👏👏

  • @khandkerabu2512
    @khandkerabu2512 Год назад +3

    Thanks sir..Dubai.uae. Bangladesh 🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇦🇪🇧🇩

  • @NahiduIslam-su9xk
    @NahiduIslam-su9xk 2 месяца назад

    অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ❤

  • @eleaspasha7844
    @eleaspasha7844 11 месяцев назад

    স্যার কে ধন্যবাদ জানাই আমাদের কে হাউস বিল্ডিং কর্পোরেশন এর সিস্টেমের ঋণ নেওয়ার জন্য জানানোর জন্য।

  • @basudevsingha2436
    @basudevsingha2436 9 месяцев назад +1

    নিজের ১২৯০ বর্গফুট ফ্লাটের বিপরীতে (যার দলিল মূল্য ২৮০০০০০/-টাকা) কত টাকা লোন পাওয়া যাবে এবং কত বছরে কত টাকা হারে কিস্তি পরিশোধ করা যাবে।

  • @JalalUddin-w8r1t
    @JalalUddin-w8r1t Год назад +10

    অফিসে গেলে এরকম কথা থাকে নি।😢😅

  • @abdurrahimshapon6337
    @abdurrahimshapon6337 Год назад +3

    শুনে ভাল লাগলো। ডিজিটাল বাংলাদেশ সুফল স্বীকার করছি।

  • @akmmamun4568
    @akmmamun4568 11 месяцев назад +2

    বগুড়া জেলা সদরে বন্টনকৃত পৈএিক জমিতে বাড়ি করার জন্য আমি দুই বছর হাউস বিল্ডিং এ ঘুরেছি কিন্তু বিভিন্ন অজুহাতে তারা আমকে লোন দেই নাই। অথচ ঐ একই কাগজে আর এক সরকারী প্রতিস্ঠান এক মাসের মধ্যে লোন স্যাংশন করেছে। সমস্যাটা আজ অবধি বুঝতে পারি নি।

    • @aponapon1076
      @aponapon1076 6 месяцев назад

      Vaia kon jayga theke loan nise ? Aktu janaben

  • @AbdurRahman-ze6uh
    @AbdurRahman-ze6uh 11 месяцев назад +2

    আসসালামু ওয়ালাইকুম
    আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে আমার একটি প্রশ্নঃ
    আমি একটি প্লট কিনেছি যাহা পুর্বের মালিকের নামে প্লান অনুমোদন আছে, সেখানে আমি বাড়ি করতে লোন পাওয়া যাবে কিনা?

  • @anikmir7513
    @anikmir7513 3 месяца назад

    ধন্যবাদ আপনাদেরকে

  • @SanjibSahaBabu
    @SanjibSahaBabu 10 месяцев назад +1

    আমি বরিশাল থেকে বলছি।আমাদের বাড়ির লোনের জন্য আপনাদের অফিসে গিয়েছিলাম।সেখানে যে দায়িত্বে আছে সে বললো,প্রথমে বাইশ হাজার টাকা লাগবে অফেরতযোগ্য লোন হতেও পারে আবার নাও হতে পারে এবং যদি লোন পাই তাহলে আরও এক লক্ষ টাকা দিতে হবে তাকে অফেরতযোগ্য ।অথচ আমাদের বাড়ির পাঁচতলা ফাউন্ডেশন করা এবং নিচ তলা সম্পুর্ন ওকে এবং চারটি দোকান ভাড়া দেয়া আছে।আপনাদের কথা আর কাজের তো কোন মিল নেই।এই রকম লোক প্রতিষ্ঠানে থাকলে আমাদের মতো সাধারণ মানুষ কখনো ই লোন পাবেনা।😢😢😢 ধন্যবাদ।

  • @nafijahmed1710
    @nafijahmed1710 Год назад +13

    বাড়ি বানাতে যে প্রোডাক্ট লাগে, সেগুলো ক্রেডিটে দিলেই কিন্তু সুদ নামক আজাব থেকে বাচা যায়।

    • @MdMijan-m9z
      @MdMijan-m9z 4 месяца назад

      সুদের মধ্যে যে একটা মজা আছে সেটা কোথায় পাবেন?

  • @smabukawsar8895
    @smabukawsar8895 28 дней назад

    চমৎকার স্যার

  • @shamimamdadul4478
    @shamimamdadul4478 9 месяцев назад

    সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ

  • @fazluhaque1465
    @fazluhaque1465 7 месяцев назад

    এরা মিডিয়ায় এসে সুন্দর সুন্দর মিষ্টি ভাষা য় কথা বলে কিন্তু বাস্তবে এদের রূপ আলাদা, সরকারি প্রতিষ্ঠান মানেই কিছু সুনির্দিষ্ট মানুষের জন্য

  • @GmSorowar-t9z
    @GmSorowar-t9z 9 месяцев назад +2

    Thanks

    • @mdeftekharalam2296
      @mdeftekharalam2296 9 месяцев назад

      আপনার দের ফোন নম্বর লিখে দিতে পারে ন

  • @SohelMia-mh2wk
    @SohelMia-mh2wk 8 месяцев назад

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। সিকিউরিটি গার্ড বেতন বৃদ্ধি করে হোক

  • @mdrofiqsorkar017
    @mdrofiqsorkar017 Год назад +1

    Good information & plan ❤

  • @MDShajahanshek-p3x
    @MDShajahanshek-p3x Год назад +4

    ❤ধন্যবাদ জনাই সত্য

  • @SohelMia-mh2wk
    @SohelMia-mh2wk 7 месяцев назад

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন অফিস নাইট গার্ড বেতন বৃদ্ধি করে হোক

  • @SharifulIslam-xg3ts
    @SharifulIslam-xg3ts 9 месяцев назад

    Thank you 👍😊

  • @a.k.m.nazmulhasan6767
    @a.k.m.nazmulhasan6767 10 месяцев назад +1

    হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এর বাড়ি নির্মাণ লোন পাওয়া সোনার হরিণ পাওয়া র মতো দৃষ্টান্ত। আপনার কাছে বিণিত অনুরোধ হাউস বিল্ডিং লোন নিতে চাই। দেয়া যাবে ক?

  • @AkbarAli-xx9ld
    @AkbarAli-xx9ld 11 месяцев назад

    Thanks great job long live with peace full life making golden Bangladesh it's a our hope and pray ameen Joy Bangla from Chittagong Akbar potanga

  • @sirajul46299
    @sirajul46299 Год назад +3

    কি কি কাগজপত্র লাগবে?
    বিস্তারিত জানতে চাই।

  • @Mainulmunna
    @Mainulmunna Год назад +7

    Some common allegations are, manual intervention in the loan amortization schedule, out of pocket expenses, 99% employees are corrupted etc.

  • @gregoryperis3975
    @gregoryperis3975 Год назад

    খুব ভালো একটি ব্যবস্থা

  • @hridoysikder7406
    @hridoysikder7406 2 месяца назад

    আমার বাসা বাড়ী আছে কিন্তু রাস্তার কাজ আর জন্য আমার বাসা অনেক নিচু হয়ে যায়। তো আমার 10লক্ষ্য টাকা লোন লাগবে বাসা উচু করার জন্য ।আমি জব করি এবং আমার বাসা ভাড়া পাই 35k মত , আর জমির মূল্য আসে 50লাক টাকা

  • @politicalmarketing7926
    @politicalmarketing7926 10 месяцев назад

    জেবুন নেসার প্রশ্নগুলো অত্যন্ত ধারাবাহিক ও সকল বিষয় সংযুক্ত। খুব ভালো।
    কথাগুলো শুনে অনেক আশা জাগে, কিন্তু কমেন্টগুলো পড়ে দেখুন।

  • @abdulmalek-fr3tv
    @abdulmalek-fr3tv Год назад +1

    আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ঢাকার নিকটে গ্রামীণ পরিবেশে একটি বাড়ি বানানোর চেষ্টা করছি আমার ছেলে ও মেয়ে চাকুরী করে আমি পেনশন পাই এছাড়াও আমি ঢাকার বাড়ি পাই
    প্রতি মাসে লক্ষাধিক টাকা আয়। কিন্তু বাড়ি করার মত নগদ টাকা
    হাতে নাই। এ ক্ষেত্রে হিউস বিল্ডিং থেকে ঋণ নেয়ার আগ্রহী আমি ঋন পেতে পারি।

  • @mdfarookhossain8141
    @mdfarookhossain8141 Год назад +1

    বরিশাল দেওয়া যাবে কিনা? অনেক প্রতিষ্ঠান আশা দেয় কিন্তু দেয় না।

  • @AshrafulAlam-hx4md
    @AshrafulAlam-hx4md 9 месяцев назад

    এ সুযোগ গ্রামের কোনো এম পিও ভুক্ত শিক্ষক কি কোনো দিন পাব? না মিডিয়া গরম করা একটা খবর প্লিজ উত্তর পেলে খুশি হবো।

  • @Islamic_time.
    @Islamic_time. 9 месяцев назад

    সুবহানাল্লাহ 😢

  • @AmenaAktar-l6y
    @AmenaAktar-l6y 6 месяцев назад +1

    নারায়ণগঞ্জ কোন জায়গায় এই অপিস আচে আমি নিতে চাই

  • @SohelMia-mh2wk
    @SohelMia-mh2wk 8 месяцев назад

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন নাইট গার্ড বেতন বাড়ে হোক

  • @agrkabir1087
    @agrkabir1087 6 месяцев назад

    সুন্দর প্রসেস

  • @prodipbiswas6490
    @prodipbiswas6490 Год назад +1

    ফ্লাট কেনার জন্য কি কোন লোন দেওয়া হয় হাউজ বিল্ডিং এন্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে????????????????????????? জানালে খুবই উপকৃত হোতামএবং অনেকেই হোত।

  • @jamil19
    @jamil19 Год назад +12

    ৫০ বছর আগে হাউজ বিল্ডিং থেকে আমার বাবা লোন করে বাড়ি করেছিল, সেটা না করলে আমাদের মাথা গোঁজার কোন ঠাই হতো না।
    কাগজপত্র ঠিক থাকলে, লোন পেতে অসুবিধা হওয়ার কথা না।

    • @Nazmunnaher-i9x
      @Nazmunnaher-i9x Год назад +1

      কিভাবে পেলেন যদি আমাকে জানাতেন

    • @mdsomun11220
      @mdsomun11220 Год назад

      ভাই কাগজ পত্র কি কি লাগে বা কেমন সিষ্টেম জানতে পারি প্লিজ

    • @lailamaleque5315
      @lailamaleque5315 Год назад

      আপনি বাস্তব বলেছেন, ধন্যবাদ। বাকিরা না জেনেই উল্টাপাল্টা মন্তব্য করছে, অজ্ঞ বাংগালী চরিত্র ।

    • @jamil19
      @jamil19 Год назад

      @@Nazmunnaher-i9x এখন দিন বদলে গেছে, এখন সহজ পথে আর কিছুই হয়।

    • @shahrukhsultanasilky5355
      @shahrukhsultanasilky5355 Год назад

      50 বছর আগের কথা আর এখনকার কথা আকাশ জমিন ফারাক।

  • @uzzalbhuiyan7368
    @uzzalbhuiyan7368 11 месяцев назад +1

    কিশোরগঞ্জ থেকে বলছি ওনাদের কাছে গেলে শুধু হয়রানি ছাড়া আরকিছুই না

  • @mostafahussain8466
    @mostafahussain8466 11 месяцев назад

    নোয়াখালী তে হাউস বিল্ডিং অফিস কোথায় আমি জানি না বলে দিলে ভালো হত। আমি কুয়েতে আছি বিশ বছর যাবত। এখন একটা ঘর করতে চাই

  • @Sonia-du6je
    @Sonia-du6je Год назад +2

    মঠবাড়িয়া থেকে দেখছি।
    আর নিতে আগ্রহী

  • @updatenews7644
    @updatenews7644 Год назад +1

    সুদ মুক্ত জীবন চাই।

    • @mithu237
      @mithu237 Год назад

      তাহলে ব্যাংক থেকে ঋণ নিবো কোন সিস্টেমে

  • @ssarkar3911
    @ssarkar3911 14 дней назад

    চাঁদপুর জেলার মতলব উওর থানায় হাউজ লোন দেওয়া যাবে কি না।

  • @masudengineering2536
    @masudengineering2536 Год назад +2

    ঝিনাইদহ শহরে আমাদের এই লোন দরকার, কি ভাবে যোগাযোগ করতে পারি।

  • @s.m.shahidulislam6731
    @s.m.shahidulislam6731 Год назад

    Fine idea. Many thanks

  • @unique_banking
    @unique_banking 9 месяцев назад

    House building finance corporation may introduce hpsm investment mode instead of interest based

  • @Mabb5478
    @Mabb5478 8 дней назад

    আমি মালয়েশিয়া থাকি। দুই টা রুমঘর।করতে কতটাকা।নিবেন।জানায়েন

  • @rashedsumon-fd7yd
    @rashedsumon-fd7yd 2 месяца назад

    সাভারে অফিস কোথায় জানাবেন।

  • @mohammadalamgir1962
    @mohammadalamgir1962 11 месяцев назад +1

    হাউজ বিল্ডিং এর সুদ ছাড়া আর কত কত চার্জ আছে বিস্তারিত জানান। কেইস স্টাডি দেন, লোন নেওয়ার পর উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত জানান।।লোন নেওয়ার পর এখনো / আজীবন কিস্তি দেওয়ার সংখ্যা কত জানান।

  • @TohaBabu2020
    @TohaBabu2020 4 месяца назад

    আমার বাসা বগুড়া সদরে আমার রাস্তার পাসে, ১২ জাগা আছে আমি বারি বানাতে চাই

  • @shamimmuhammadshahidullah3400
    @shamimmuhammadshahidullah3400 Год назад +3

    আমার প্রতিষ্ঠান বা সংস্থা না বলে আমাদের শব্দটি ব্যবহার করলে ভালো শোনায় এবং এতে ইনক্লোসিভনেস আসবে। আর সকলের অংশীদারিত্বও বুঝাবে।
    সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
    ড. এস এম শহীদুল্লাহ,গাজীপুর।

    • @Safayat833
      @Safayat833 11 месяцев назад

      আপনারদের কথায় সুন্দর কাজে ত সুন্দর না লোন দূরের বিষয়

  • @nur500-gc5tf
    @nur500-gc5tf Год назад

    নারায়ণগঞ্জ থেকে কিভাবে নিব।। সুদের হার কত % হবে বাড়ি সিটি করপোরেশন মধ্যে

  • @mdjulhas4005
    @mdjulhas4005 Год назад +18

    ৩ লক্ষ টাকা নিতেহলে, ব্যাংক কর্মকর্তাদেরর ৩০০০ হাজার ফ্রীতে দিতেহয় হায়রে কপাল

  • @muhammednazrulislam2138
    @muhammednazrulislam2138 Год назад

    Thanks Apa Bideshira ki Loan nithe parbe?

  • @RoksanaKatun-d4n
    @RoksanaKatun-d4n Месяц назад

    কিশোরগঞ্জ অপিস কোথায় বলবেন

  • @gddffcfxzbcgh3287
    @gddffcfxzbcgh3287 10 месяцев назад

    কথা শুনে তো আপনার অনেক ভালো লেগেছে কিন্তু টাকা কিভাবে পাব

  • @Asirfx3Sixty
    @Asirfx3Sixty 9 месяцев назад

    ঈমানদারগণ ! আল্লাহকে ভয় কর, আর তোমাদের যে সুদ পাওনা আছে তা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হয়ে থাক। (২:২৭৮) অতঃপর তোমরা যদি তা না কর তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আর তোমরা যদি তাওবা কর (ফিরে আস), তাহলে তোমাদের আসল তোমাদের (আসল ফেরত পাবে)। তোমরা জুলুম করবে না, আর তোমাদের প্রতি ও জুলুম করা হবে না। (২:২৭৯)
    সুদ নিষিদ্ধ করেছে আল-কুরআন।

  • @JahangirHusen-l6y
    @JahangirHusen-l6y Год назад

    আমার দুইটা বাড়ি দাম ২০ লক্ষ টাকা। বাড়ির মেরামতের জন্য দশ লক্ষ টাকা দরকার। ১০ লক্ষ টাকার সহজ পাওয়ার উপায় কি চাচ্ছি। লোড পাওয়া যাবে কিনা তাও পরামর্শ চাচ্ছি

  • @ParvinYasmin-e3z
    @ParvinYasmin-e3z Год назад +6

    ❤আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
    আমরা একটি বাড়ি বানাতে চাই ❤️

  • @sabuzmia2377
    @sabuzmia2377 9 месяцев назад

    আমার বাড়ি নেত্রকোনা আমি কিভাবে আবেদন করতে পারি ঋণের জন্য প্লিজ একটু বলবেন এবং কোথায় যোগাযোগ করব।

  • @gddffcfxzbcgh3287
    @gddffcfxzbcgh3287 Год назад

    সালামালাইকুম আপনার মাধ্যমে টিভির মাধ্যমে দেখার দেখা হইলেও আমরা কি লোন ফার্মেস

  • @azharulislambhuiyan2237
    @azharulislambhuiyan2237 11 месяцев назад

    Kub sundor oddok.

  • @abdulsatterdx1044
    @abdulsatterdx1044 Год назад +1

    ময়মনসিংহে অফিস কোথায়?

  • @JosimuddinDulal
    @JosimuddinDulal 9 месяцев назад

    আমি কুমিল্লা থেকে বলছি
    ২০ লক্ষ টাকা লোন নিতে চাই
    ১০ বছরের জন্য
    মাসে কত টাকা কিস্তি হবে
    মেহেরবানী করে জানাবেন

  • @monowaramoyna2394
    @monowaramoyna2394 7 месяцев назад

    স্যার আসসালামু আলাইকুম আপনি কি লোন দিবেন জাগায় কিনি বিল্ডিং ছয় তালা করব ২ইউনিট করে নিচে তলায় অর্ধেক গাড়ি পার্কিং । দারোয়ান থাকার জন একটু বড় হইতে হবে যে ওয়াশরুম থাকতে হবে। একটা বা ২টা ফ্লাট মধ্যে একটা বেডরুম, ডাইরিংন ড্রয়িংইন একসাথে একটা কিচেন রুম।২তলায় দুটা বাথরুম একটা ডাইরিং , ড্রয়িং রুম একসাথথে বড় একটা , কিচেন রুম সব তলায় একই রকম।লিভ থাকতে হবে না হলে ভাড়া বেশি পাব না।একটা ফ্লাট মধ্যে৩৫০০০হাজার টাকা ভাড়া হলে ভাল হবে। লোন দিতে চান তাড়াতড়ি দেন একবছরে ২য়তলা তুলি কিছু ভাড়া আসবে। খোদা হাফেজ।

  • @Mrzemiislam
    @Mrzemiislam 23 дня назад

    Assalamuyalaikum.
    Ami akta loan korte chassi kivabe korbo?

  • @RoksanaKatun-d4n
    @RoksanaKatun-d4n Месяц назад

    কিশোরগঞ্জ কোন জায়গা থেকে পাওয়া যায় বলেন, আমি লোন নিতে চাই

  • @Nazmunnaher-i9x
    @Nazmunnaher-i9x Год назад +3

    নারায়নগন্জে অফিস কোথায়???

  • @SKImran-hm2wi
    @SKImran-hm2wi 4 месяца назад

    আমি ৩৫০০ স্কয়ারফিট এর ৫ তালা বারি করতে চাই,আলরেডি ৪ তালার ছাদ ঢালাল শেস করেছি,বাকি কাজের জন্যে ফরীদপুর অফিসে যোগা যোগ করেছি তারা দিতে চায়নি এমন কি কথাও বলতে চায়না,আমি এখন কি করতে পারি,আমার সব কাগজ ঠিক আছে।

  • @shirinamoni9499
    @shirinamoni9499 3 месяца назад

    জমি কিনার জন্য লন দেবেন

  • @somunjoriala4508
    @somunjoriala4508 6 месяцев назад

    লহ্মীপুরে অফিস আছে জানাবেন

  • @LitonDas-z5j
    @LitonDas-z5j 11 месяцев назад

    সিলেট অফিস কোথায় আমার অনেক বার চেষ্টা করি।কিন্তু পাই নাই।

  • @msfarvin5806
    @msfarvin5806 3 месяца назад

    ভোলা চরফ্যাশন কি এই অফিস আছে??

  • @tofayelahamed9004
    @tofayelahamed9004 3 месяца назад

    এখন হাউজিং লোনের সুদের হার কত %?

  • @rashedsumon-fd7yd
    @rashedsumon-fd7yd 2 месяца назад

    আমি সেনাবাহিনীতে চাকরি করি হাউস লোন নিতে চাই কিভাবে নিতে পারবো জানাবেন প্লিজ।

  • @khatunejannatrinky380
    @khatunejannatrinky380 11 месяцев назад

    আমি জয়পুরহাট থেকে জানতে চায় আমি কোথায় যোগাযোগ করব একটু জানালে উপকার হতো

  • @AbdurRahman-s8n6l
    @AbdurRahman-s8n6l 11 месяцев назад +1

    গাজীপুরে কোথায় পাওয়া যায়

  • @Harun-f5h8z
    @Harun-f5h8z 18 дней назад

    সালামালাইকুম শফিক সাহেবের কাছে একটা আবেদন ঢাকা আপনি ভাই আপনার কাছে একটা অনুরোধ আপনি দেন আপনার সাথে সরাসরি কথা বলতে পারি

  • @greenbangladesh4311
    @greenbangladesh4311 Год назад

    Very nice program

  • @mdnoyonislamnoyon8601
    @mdnoyonislamnoyon8601 5 месяцев назад

    আমি আমার মনের মত একটি বাড়ি বানানোর জন্যলোনপেলে❤ অনেক উপকার হয়

  • @MDMostakim-xw8kh
    @MDMostakim-xw8kh 4 месяца назад

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন আমি বাড়ি করতে চাই কিভাবে যোগাযোগ করবো

  • @ayratharim6060
    @ayratharim6060 9 месяцев назад

    আমাদের ফ্লাট নির্মাণের জন্য লোন চাই আপনার সাথে কিভাবে বা কোথায় দেখা করবো ৷ দয়া করে বলবেন প্লিজ ৷ শহরের জন্য কী আপনারা লোন দেন না ৷

  • @Bejoy488
    @Bejoy488 9 месяцев назад

    হাউস বিল্ডিং ফ্লাট লোন কিভাবে দেয় বিস্তারিত জানান? টঙ্গী কলেজ গেইট, গাজীপুর

  • @RAFIQULISLAM-bt2no
    @RAFIQULISLAM-bt2no Год назад

    এই ব্যাংকের শাখা কি উপজেলা বা জেলা পর্যায়ে আছে। যদি দয়া করে জানাতেন একটু উপকৃত হব। আমার বাড়ি সরাইল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা।

  • @KaiumBdr
    @KaiumBdr 7 месяцев назад

    আমার বাড়ি পনচগড় জিলা দেবিগোনজ উপ জিলা আমি এক জন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমি কিভাবে হাউজ বিলডিং লোন পাবো। আমাকে কথায় জগাজোগ করতে হবে বিচতারিত জানালে ধন্য হব।

  • @Md.Nowshad-yg4lp
    @Md.Nowshad-yg4lp 11 месяцев назад

    আমার বাসা রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায় আমি কি লোন নিতে পারবো। বাড়ি নির্মাণ করার জন্য।

  • @waziullah2048
    @waziullah2048 8 месяцев назад

    ফেনীতে আপনাদের অফিস অথবা শাখা কোথায় দয়া করে জানাবেন