ভিডীও টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম ভালো লাগলো অনেকদিন থেকে যে ছিল আপনাকে দিয়ে আপনাদের মাধ্যমে আমি আমার একটা ছোট্ট বাড়ি নির্মাণ করবো ইনশাল্লাহ
ভাই, আমি একজন বিদিশি, ভাই আপনার কথা গুলো শুনার পর আপনার জন্য মন থেকে আবেগ ভরে আল্লাহর কাছে দোয়া করেছি, ভাই আপনাকে নেক- হায়াত দান করুক, আল্লাহ যেন এমন সন্তান ঘরে ঘরে জন্মদেয়।
হাইরে মানুষ কতটা বোকা হয় একটু সহানুবর্তিতা দেখিয়ে কথা বলা,ভালো ব্যবহার করা তাই বলে এই না আসলে সে একজন মহৎ পুরুষ, ভালো মানুষ। অনেক ভালো বলছে তাই তো,, তো এতোটা ভালো ব্যাবহার মিস্টি ব্যাবহার নাহ করলে আপনার খুব কাছাকাছি আসবে কিভাবে আর আপনার ডাকাতি কিভাবে করবে সেটা বুজতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি শত আদর্শবান বাবা-মায়ের সন্তান , দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আল্লাহ যেন আপনার মত এমন সন্তান জন্ম নেয়।
প্রথমে মনে করছিলাম বাটপার কিন্তু পুরাটা শুনে ধারনা বদলে গেল আসলে উদ্দ্যেগটি খুব ভালো যারা একটি সুন্দর বাড়ির সপ্ন দেখি তারা এই প্রজেক্টের মাধ্যমে বাড়ি করতে পারি।আপনাকে ধন্যবাদ
অনেক দিন ধরে এরকম একটা সিস্টেম খুজছিলাম,,,,,, আমি ব্যাংকেরকর্মকর্তাদের প্রশ্ন করতাম সুদ বিহীন লোন দেওয়া যায় কি না? সত্যি ই আপনি একাজটি অনেক অনেক অনেক ভালো করেছেন ৷৷ এরকম মহৎপ্রাণ যার আছে সেই নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারে,,,,,,,,,,,,, মহান আল্লাহ তা আলা আপনাকে ভালো রাখুক।
আপনার কথা গুলো খুব ভালো লেগেছে। আপনার উদ্দেশ্য মহৎ বলে মনে হয়েছে । বিশেষ করে সুদ বিহীন যে সাপোর্ট টা আপনি দিচ্ছেন এতে অনেকে বাড়ি করার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের দেশে কোটি কোটি মানুষ আছে যারা কোটি পতি ! কিন্তু এরকম এমন একটা মহৎ কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আল্লাহ ঐ ভাইকে ঐ ভাইয়ের পরিবারের সবাইকে হেফাজত ও জান্নাত নসিব করুন আমিন 🤲
ভাই আপনার কথা খুব ভালো লাগলো। আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ। বাড়ি বানানোর শখ থাকলে ও টাকায় আমি অনেক গরিব। তবে আপনার মতো মানুষকে সামনে থেকে দেখার ইচ্ছে পুসিয়ে রাখলাম।
ভাই আপনার কথা গুলো অনেক ভালো লাগল।আপনার মত মানুষ আর আছে আমার মনে হয় না। আপনার মত মানুষ যদি দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকত তা হলে এই দেশ টা এগিয়ে যেত।দোয়া করি আল্লাহ যেন আপনার কাজের উত্তম প্রতিদান দেন। আপনার মত যদি আমার একটা ভাই থাকত তা হলে নিজেরে অনেক ধন্য মনে করলাম নে সব ছেয়ে ভালো লাগল সুদ মুক্ত ঘুষ মুক্ত লেনদেন করার জন্য। ভালো থাকেন
তারা এরকম অনলাইনে বলে প্রচারনা বাড়ানোর জন্য,কিন্ত তাদের সাথে সরাসরি যোগাযোগ করে দেখলে দেখতে পারবেন অনেক ধরনের কন্ডিশন দেয়া আছে যেটাতে চরম বেনিফিট নিবে তারা,তারা এই বেনিফিট নেয়াকে সুধ বলবেনা,
মানুষ মানুষের জন্য মামুন ভাই আপনার কতগুলো অনেক ভালো লাগলো অনেকে আছে যাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় কিন্তু আপনি তাদের পাশে থেকে স্বপ্নগুলো পূরণ করে দিতেছেন,, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি এগিয়ে যান
বাড়ি করি বা না করি সেটা বড় কথা নয়,আপনার কথা বার্তা গুলো ভালো লাগলো,সো যদি এভাবেই আপনার দ্বায়ীত্বটা সবার সাথে বজায় রাখতে পারেন অবশ্যই সবাই ভালো বলবে,ইনশাআল্লাহ
আজ অবধি ভেজালের বেড়াজালে মানুষকে বিশ্বাস করা যতোটা কঠিন তারচেয়েও বড় সহজ আপনাকে বিশ্বাস করা। আপনার প্রতিটি কথা অন্তরে লেগেছে ভাই। দোয়া করি অনেক অনেক দূর এগিয়ে যান।
ভাই শেষের কথা গুলো ভালো লাগলো যে আপনি মৃত্যুকে শরন করেন ❤️❤️❤️ মরে গেলে সবি শেষ দুনিয়ায় সম্পদ দুনিয়াই থাকবে কিছুই যাবে না সাথে. আল্লাহ আপনার নেক আশা গুলো কবুল করুক যানি না ভাগ্যে বাড়ি আছে কি না 😥
আসসালামু আলাইকুম ভাই মাসআল্লাহ্ খুব ভালো লাগলো কথা গুলো, আমি ইতালি প্রবাসী বাংলাদেশি আমার বর্তমানে জায়গা নাই বাড়ি ও নাই কিছুই নাই,ইনশাআল্লাহ অচিরেই জায়গা কিনবো,বাড়িও বানাবো, তখন আশা করি,লোনের প্রয়োজন হয় সুদ মুক্ত তাহলে যদি দিতে পারেন নিব,অসংখ্য ধন্যবাদ সুদ মুক্ত হওয়ার জন্য, আমাদের সবাইকে মহান আল্লাহকে ভয়ের মত ভয় করা উচিত, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক আপনার উপর বর্ষিত হোক আপনার উপর।
বড় ভাই আমি কুয়েত থেকে দেখছি, আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো,দোয়া করি আল্লাহ আপনার এই জন সেবা মূলক কাজকে কবুল করেন জেন, ইনসাআল্লাহ আপনে সফল হবেন, আল্লাহ তাআলা জেন সকল মানুষ কে ভালো রাখে,,,
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য. তবে আপনার ভিডিওটা আমি দুই বছর পরে দেখেছি আশা করি ভবিষ্যতে যদি কোন বাড়ি করি আপনার কাছ থেকে করব
ধন্যবাদ ভাই আপনাকে সততার সাথে কাজ চালিয়ে জান,,,কথা ও কাজে মিল রাখিবেন। তানাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষ চিরকাল,, ও টাকা পয়সা ও চিরকাল থাকবে না।
আপনার কাজ কি রকম আমি জানি না।মহান এক মানুষে পরিনত হতে অনেক কিছু করতে হয় না একটি ভাল চিন্তায় যথেষ্ঠ।তবে আপনি যে ভাল একটা চিন্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন,সেটার বিনিময় আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন।উত্তম প্রতিদান।।এ ভিডিও টি দেখে আমি খুবই খুশি হয়েছি।অবাক ও হয়েছে।আলহামদুলিল্লাহ! একটা মেসেজ পেয়েছি।যাজাকাল্লাহ খাইর ভাই
ভাই আপনার কথা শুনে আপনার জন্য অন্তর থেকে দোয়া আসছে আপনার মতো সন্তান বা মানুষ আমাদের দেশে আরো প্রয়োজন আমার ইচ্ছা আমার বড়ির কাজ আপনার মাধ্যমে করব ইনশাআল্লাহ 😊
এরকম পাগল দেশে অনেক দরকার আপনার কথা গুলো অনেক ভালো লাগছে ভাই দোয়া করি আপনি দীর্ঘজীবি হোন কোনদিন যদি আমার সামর্থ খোলায় আমি চেষ্টা করবো যদিও আমি গরীব মানুষ কিন্তু মনে আশা আছে আপনার মাধ্যমে একটা বাড়ি তৈরী করার জন্য আপনার মহান উদ্যােক কে সাধু বাদ জানাই আপনার চেহাড়া দেখেই বুঝা যায় আপনি একজন ভালো মনের মানুষ
অসংখ্য ধন্যবাদ ভাই চেষ্টা করেন ইনশাল্লাহ এক দিন আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন এবং আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে আমিও সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ❤️
আমি বলব মামুন ভাই কে দিয়ে যারা বাড়িতৈরি করেন তাড়া যেন টাকাটা দিয়ে দেয় তাহলে মামুন ভাই মানুষের উপকারেএগিয়ে আসবে। সবচেয়ে বড় অবদান সূধ ছাড়া বাড়ি বানানো যাবে ইনশাল্লাহ। আর মামুন ভাইয়ের উচিত সততার সাথে কাজ করা
আসছালামু আলাইকুম ভাই কেমন আছেন।ভাই আপনার কথা শুনে অনেক ভাল লাগল।ভাই আমার অনেক ই চ্ছা ছিল একটা বাড়ি বানাতে কিন্তু সামত্য নেই।ভাই কারন আমার সামি একজন মাদ্রাসা র হুজুর ভাইআপনার বোন যদি কস্টে থাকত তাহলে কি বোনকে সাহায্য করতেন না ভাইছোট বোন হিসেবে আমাকেও একটু সাহায্য করুননা জানেন ভাই বাড়া থাকিয়া পর্দা করতে অনেক কস্ট হয় ঠিক মত পর্দাকরতে পারিনা।ভাই যদি দয়া হয় তাহলেছোট বোন হিসাবে একটু দয়া করেন জানেন ভাই আমার বাবা মা কেউ নেই।আমি এতিম আমাকে যদি একটা বাড়ির ব্যবস্হা করে দিতেন তাহলে আমরা আসতে আসতে সুদকরে দিতাম।
আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে সালাম। আচছালামুআলাইকুম।মহৎ কাজ মহৎ চিন্তা চেতনা। আমরা একটা বাড়ী করার জন্য খুব পেরেশানিতে আছি। ভাইজানের ভিডিওটা দেখে মনে হচ্ছে বাড়ীটা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া রইল।
সত্যি ভাই আপনার মত যদি বিত্তবান শ্রেণীর মানুষ চিন্তা করতো এ দেশটা শান্তিরনিবাসে পরিনত হতো। আপনার কথা অনুযায়ী যদি কাজ ঠিক থাকে তবে আপনাকে স্যালুট। এমন ইসলাম প্রেমী ও মানুষ প্রেমী ভাল মানুষ শুধু বাংলায় না পৃথিবীর জন্য প্রয়োজন। আজকের অন্ধকার ও দূর্নীতিবাজ সমাজে এমন চিন্তার মানুষ খুঁজে পাওয়া খুবই দুস্কর।
আমি এই সর্বপ্রথম ২৬ মিনিট 28 সেকেন্ডের ভিডিও দেখলাম মনোযোগ দিয়ে তবে আমার একটা স্বপ্ন আছে মামুন ভাই যদি আপনি পূরণ করেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম ❤️ মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সুন্দর প্লান আপনার এবং আপনার এই সুমহান খেদমতে হাজার গরিব মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ দোয়া করি ভাই ভালো কিছু করেন এবং আপনার এই ভালো কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামীন কবুল করুক।
ভাই আমি এক জন অসহায় প্রবাসী, আপনার এই রকম সামাজিক পরিকল্পনা জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আমাকেও একটি বাড়ি করার তাওফীক দিন আমীন
আলহামদুলিল্লাহ,,, শুভ কামনা আপনার ও আপনার পরিবারের জন্য,,,দোয়া করি মহান আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারকে যেন সুখে রাখেন,,আর একটা চাওয়া আপনার কাছে বাবা যদি হজ্জ না করে থাকে তবে তাকে শীঘ্রই হজ্জ আদায় করান,, এবং নিজেও হজ্জ আদায় করার ইচ্ছা পোষণ করুন,, মহান আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারকে কবুল করুন,, আমিন,,,
আলহামদুলিল্লাহ ,, জদি সব ডকমেন দিতে কি কি করতে হবে জানালে আমি একটা বাড়ি করতাম আমি এমনি একটা বাড়ি করব কিছু দিনের মদে আমি বাহিরে থাকি কত টাকা জমা দিতে হবে জানাবেন আমি আরেকটা করছি নিজে আপনাকে দিয়ে একটা করতে চাই ধন্যবাত
আমি আপনার কথা গুলো ভালো লাগছে অনেক দিন পারে আপনার মতো মানুষ কে সাহস করে দেন সবকিছু বুজিয়েন বুজিয়ে বলেন আপনি একজন মানুষ আল্লাহ আপনাকে অনেক হাইয়াত দান করু করুক আমিন
আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের মত বড় মনের মানুষদের বরই প্রয়োজন আমাদের এই সোনার বাংলায়। বিনা সুধে কিস্তিতে গরীব নামাজী ও সত ব্যাক্তিদের ঋন দেয়ার একটা প্রজেক্ট তৈরি করুন পাশাপাশি।
ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আরেকটা প্রজেক্ট চালু করতে পারেন যেমন সুধবীহিন অর্থ দীনী ভাইদের মাঝে কিস্তর মাধ্যমে ঋন প্রদান। মহান রব আপনাদের সবার ভাল কাজ ও ইচ্ছাগুলো বাস্তবায়ন করা সহজ করে দেয়।আমীন।
দোয়া করি ভাই,, আপনি যদি সত্যি বলে থাকেন ,, তাহলে আল্লাহ তায়ালা যেনো আপনাকে আরো সফলতা দান করেন ( আমিন) আমি নিজেও মালাইশিয়া আছি,,ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব ভাই
আসসালামু আলাইকুম ভাইয়া।।।আপনার উদ্যোগটা এবং আপনার কথাবার্তা।।। আমার কাছে অনেক পছন্দ হয়েছে।।। যদি আল্লাহ কখনো তৌফিক দেয়।।। আপনাদের দিয়ে আমি একটা বাড়ি বানাবো।।। ভালো থাকবেন ভাইয়া আরও অনেক দূরে আপনি এগিয়ে যান আল্লাহর কাছে এই দোয়া করি
ভাইয়া আপনার কথা শুনে সত্যি খুব গর্ব বোধ হল আমাদের দেশে খুব কম এই রকম মানসিকতার মানুষ, দোয়া করি আপনি সবসময় ভাল থাকেন কোন বিপদ যেন আপনাকে ধরতে না পারে এগিয়ে যাওয়ার দোয়া রইল ভাইয়া ভাল থাকবেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ। আল্লাহ আপনার কাজকে সহজ ও সন্মানিত করে দিন এবং আখিরাতে ও দুনিয়াতে যতটুকু হইলে আপনার জন্য যথেষ্ট হয়ে যায় ততটুকু দান করুন। আমিন আমিন আমিন ইয়া রাব্বুল আলামীন আমাদের উপর তদরুপ দান করুন
Office: Level #15, Rupayan shelford, plot 23/6, bolck #,B Mirpur Road, Shaymoli Dhaka 1207,
Contact: 01745272613
01718417823,
01718402521
01718401346
01718428654
01788910459
01718422960
Mamun bhai apna Sangi Kotha bolte chai apna phone number
mamun bhai apner shate kibabe kota bolte pari
ইনশাআল্লাহ যোগাযোগ করবো
Noakhali te ki kore dite parben ...kivabe jogajog korbo???
ভাই,, আল্লাহ আপনার মাতা পিতা অনেক ভাজ্ঞবান৷৷ যে আপনার মত একটা সু সুন্তান আল্লাহ আপনার মা বাবা কে দান করছেন,,
শেষের কথাটা মন জয় করে ফেলেছেন ভাই 😍😍🥰🥰
মহান আল্লাহ তায়ালা আপনার সৎ উদ্দেশ্য গুলা পূরণ করুক ও আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুক। আমীন ,,,
আপনার কথা ও কাজ যেনও একই হয় সেই দোয়া করি আমিন। প্রতারণার যুগে মানুষ কে বিশ্বাস করা কঠিন। আল্লাহ আপনার নেক ইচ্ছা কবুল করুক আমিন। ❤🕋❤🇧🇩❤
😂😂🎉
ভাই আপনার কথাগুলো শুনার পর এতটাই আবেগ প্রবন হয়ে পড়েছি যে চোখ দিয়ে পানি চলে এসেছিল।
দোয়া করি আল্লাহ আপনাকে এবং আপনার কোম্পানিকে হেফাজত করেন।
ভিডীও টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম ভালো লাগলো অনেকদিন থেকে যে ছিল আপনাকে দিয়ে আপনাদের মাধ্যমে আমি আমার একটা ছোট্ট বাড়ি নির্মাণ করবো ইনশাল্লাহ
আপনার মতো মহা-সমুদ্রের মতো হৃদয়ের মানুষ এ পৃথীবিতে বড় দরকার ধন্যবাদ দিয়ে আপনার মতো মহৎ হৃদয়ের মানুষকে ছোট করতে চাইনা স্যালুট আপনকে।
ভাই, আমি একজন বিদিশি, ভাই আপনার কথা গুলো শুনার পর আপনার জন্য মন থেকে আবেগ ভরে আল্লাহর কাছে দোয়া করেছি, ভাই আপনাকে নেক- হায়াত দান করুক, আল্লাহ যেন এমন সন্তান ঘরে ঘরে জন্মদেয়।
হাইরে মানুষ কতটা বোকা হয় একটু সহানুবর্তিতা দেখিয়ে কথা বলা,ভালো ব্যবহার করা তাই বলে এই না আসলে সে একজন মহৎ পুরুষ, ভালো মানুষ। অনেক ভালো বলছে তাই তো,, তো এতোটা ভালো ব্যাবহার মিস্টি ব্যাবহার নাহ করলে আপনার খুব কাছাকাছি আসবে কিভাবে আর আপনার ডাকাতি কিভাবে করবে সেটা বুজতে হবে।
ধন্য আপনার জন্ম দাতা মাতা পিতা, এমন সততা নিষ্টবান সন্তান জাতি কে উপহার দেওয়া জন্য, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন,
❤️
আপনার জন্য দু'আ ও শুভকামনা রইল ভাই।
নামবার দিবেন কথা গুলা মাসাআললা
@@mhcconstructionltd vai apnar mobile number ta den
আমিন
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি শত আদর্শবান বাবা-মায়ের সন্তান , দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আল্লাহ যেন আপনার মত এমন সন্তান জন্ম নেয়।
প্রথমে মনে করছিলাম বাটপার কিন্তু পুরাটা শুনে ধারনা বদলে গেল আসলে উদ্দ্যেগটি খুব ভালো যারা একটি সুন্দর বাড়ির সপ্ন দেখি তারা এই প্রজেক্টের মাধ্যমে বাড়ি করতে পারি।আপনাকে ধন্যবাদ
আপনার কোপানী এগীয়ে যাক এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আর ভিডিওতে যেমন দেখলাম এবং কথা সুশলাম ঠিক তেমনী যেন সারা জীবন থাকেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা
আপনি বানানটা ঠিক করেন। @@aminulkhan9065
অনেক দিন ধরে এরকম একটা সিস্টেম খুজছিলাম,,,,,, আমি ব্যাংকেরকর্মকর্তাদের প্রশ্ন করতাম সুদ বিহীন লোন দেওয়া যায় কি না? সত্যি ই আপনি একাজটি অনেক অনেক অনেক ভালো করেছেন ৷৷ এরকম মহৎপ্রাণ যার আছে সেই নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারে,,,,,,,,,,,,, মহান আল্লাহ তা আলা আপনাকে ভালো রাখুক।
আপনার কথা গুলো খুব ভালো লেগেছে। আপনার উদ্দেশ্য মহৎ বলে মনে হয়েছে । বিশেষ করে সুদ বিহীন যে সাপোর্ট টা আপনি দিচ্ছেন এতে অনেকে বাড়ি করার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Ami bari soho jaiga kinbo loan ki rokom hobe
আমরা বাড়ি সহয়ো জমি বিক্রি করবো
@@MdForhad-uq7wcসর্ব নিম্ন কত টুকু জায়গার উপর বাড়ি তৈয়ার করেন
স্যার রুমের বেডরুম চারটে দুটি টয়লেট পেটে কিচেন কত খরচ পড়বে কিস্তি কত
আমাদের দেশে কোটি কোটি মানুষ আছে যারা কোটি পতি ! কিন্তু এরকম এমন একটা মহৎ কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আল্লাহ ঐ ভাইকে ঐ ভাইয়ের পরিবারের সবাইকে হেফাজত ও জান্নাত নসিব করুন আমিন 🤲
ভাই আপনার কথা খুব ভালো লাগলো। আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ। বাড়ি বানানোর শখ থাকলে ও টাকায় আমি অনেক গরিব। তবে আপনার মতো মানুষকে সামনে থেকে দেখার ইচ্ছে পুসিয়ে রাখলাম।
আসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া।আশা করি ভাল আছেন।আসলে আমি বাড়ির বেপারে কথা বলতে চাই।তাই আপনার ফোন নাম্বার টা যদি দয়া করে দিতেন।
ভাই আপনার মতো সূর্য্য সন্তান দেশের প্রতিটা ঘরে ঘরে দরকার। সব চেয়ে শুভ দিক হল সুদ মুক্ত এটাই বড় পাওয়া।
❤️
ভাই আপনার কথা গুলো অনেক ভালো লাগল।আপনার মত মানুষ আর আছে আমার মনে হয় না। আপনার মত মানুষ যদি দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকত তা হলে এই দেশ টা এগিয়ে যেত।দোয়া করি আল্লাহ যেন আপনার কাজের উত্তম প্রতিদান দেন। আপনার মত যদি আমার একটা ভাই থাকত তা হলে নিজেরে অনেক ধন্য মনে করলাম নে সব ছেয়ে ভালো লাগল সুদ মুক্ত ঘুষ মুক্ত লেনদেন করার জন্য। ভালো থাকেন
মামুন ভাইয়ের ফোন নাম্বার টা দিন আমাকে
Ami 3 ta Rome Dita chai..
তারা এরকম অনলাইনে বলে প্রচারনা বাড়ানোর জন্য,কিন্ত তাদের সাথে সরাসরি যোগাযোগ করে দেখলে দেখতে পারবেন অনেক ধরনের কন্ডিশন দেয়া আছে যেটাতে চরম বেনিফিট নিবে তারা,তারা এই বেনিফিট নেয়াকে সুধ বলবেনা,
আলহামদুলিল্লাহ ভাই আপনাকে হাজার বছর বেছে তাকুন আল্লাহ উনাকে নেক হায়াত বাড়িয়ে দিন এমন সৎ নিষ্টাবান বাংলার ঘরে ঘরে দরকার
আপনার প্রতি ভালোবাসা রইল সেলুট আপনাকে সেলুট আপনার মাতা-পিতা কে
জায়গা থাকলেই তো বাড়ি তৈরী করবো ভাই,,, আল্লাহ যদি কখনো তৌফিকে দেয়,,, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা,,,, সবাই দোয়া করবেন,,, 🤲🙏🤲🙏🤲
ইনশাআল্লাহ
জায়গা নেই আপনার
@@Rana-i8n জী না
Inbox
মহত চিন্তা, মহত উদ্দেশ্য, মহত কাজ, উত্তম সাহায্যকারী। সরবপরি উদার মনের মানুষ। May God bless you for goodness of your brothers.
তবে ভাইয়া আপনার মন মানসিকতা খুবিই ভালো মাশাআল্লাহ,,, আপনি অনেক বড় মনের মানুষ,,, আল্লাহ সব সময় আপনার সহায় হোক,,, 🤲🤲🤲🤲🤲
কথাগুলো মনোযোগ সহকারে পুরা ভিডিওটা দেখেছি ভাই আপনার মত মানুষ দেখতে পেরে আপনার মত মানুষ দেখতে পেরে আপনার কথাগুলো শুনতে পেরে আমি ধন্য
আপনার উদ্দেশ্য মহৎ আল্লাহ্ আপনাকে নেক হায়াৎ দান করুক,
মানুষ মানুষের জন্য মামুন ভাই আপনার কতগুলো অনেক ভালো লাগলো অনেকে আছে যাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় কিন্তু আপনি তাদের পাশে থেকে স্বপ্নগুলো পূরণ করে দিতেছেন,, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি এগিয়ে যান
মাসাআল্লাহ,,,,অসংখ্য সালাম আপনাকে ও হাজারো দোআ আপনার প্রতি,,বর্তমান সময়ে এতো সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের পাশে দারানোর জন্য,,,,,,,
দোয়া করি আল্লাহ যেন আমাদের সুনিশ্চিত জয়ী হবে ❤❤
ধন্যবাদ অনেকের সবচেয়ে বড় সপ্ন একটা বাড়ি।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।❤
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সুদ ছাড়া কাজ করতেছেন শুনে ভালো লাগলো। আল্লাহ পাক আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। আমিন।।।।।।
আমিন
আসসালামু আলাইকুম ধন্যবাদ মামুন ভাই আজ প্রথম আপনার ভিডিও দেখলাম দেখে খুব ভালো লাগলো দোয়া করি আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখুক অনেকদিন আমিও যেন আপনার মাধ্যমে একটু উপকার পাই ধন্যবাদ মামুন ভাই
ভাই আপনার নাম্বার টা দিয়েন
ভাই৷ আপনার৷ নাববার৷ টা৷ দিবেন
বাড়ি করি বা না করি সেটা বড় কথা নয়,আপনার কথা বার্তা গুলো ভালো লাগলো,সো যদি এভাবেই আপনার দ্বায়ীত্বটা সবার সাথে বজায় রাখতে পারেন অবশ্যই সবাই ভালো বলবে,ইনশাআল্লাহ
নিশ্চয়ই পরোপকারীর জন্য আল্লাহ উত্তম প্রতিদান রেখেছেন।
আজ অবধি ভেজালের বেড়াজালে মানুষকে বিশ্বাস করা যতোটা কঠিন তারচেয়েও বড় সহজ আপনাকে বিশ্বাস করা। আপনার প্রতিটি কথা অন্তরে লেগেছে ভাই। দোয়া করি অনেক অনেক দূর এগিয়ে যান।
ভাই আমিও ইনশাআল্লাহ আপনার মাধ্যমে বাড়ি বানাবো
আমি কি বাভে করব
আপনার সাথে কি বাভে যোগাযোগ করব
আমি করব ইনশাআল্লাহ
ভাই শেষের কথা গুলো ভালো লাগলো
যে আপনি মৃত্যুকে শরন করেন ❤️❤️❤️
মরে গেলে সবি শেষ দুনিয়ায় সম্পদ দুনিয়াই থাকবে কিছুই যাবে না সাথে.
আল্লাহ আপনার নেক আশা গুলো কবুল করুক
যানি না ভাগ্যে বাড়ি আছে কি না 😥
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভাল,দোয়া করি আল্লাহ আপনার সততায় রহমত ও বরকত দান করুন,আমিন,
আসসালামু আলাইকুম ভাই মাসআল্লাহ্ খুব ভালো লাগলো কথা গুলো, আমি ইতালি প্রবাসী বাংলাদেশি আমার বর্তমানে জায়গা নাই বাড়ি ও নাই কিছুই নাই,ইনশাআল্লাহ অচিরেই জায়গা কিনবো,বাড়িও বানাবো, তখন আশা করি,লোনের প্রয়োজন হয় সুদ মুক্ত তাহলে যদি দিতে পারেন নিব,অসংখ্য ধন্যবাদ সুদ মুক্ত হওয়ার জন্য, আমাদের সবাইকে মহান আল্লাহকে ভয়ের মত ভয় করা উচিত, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক আপনার উপর বর্ষিত হোক আপনার উপর।
মামুন ভাইয়ের মতো আদর্শ মানুষ প্রত্যেকটি জেলায় জন্ম হোক তাহলেই দেশে শান্তি প্রতিষ্টিত হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বছরের আয়ু দিক
আলহামদুলিল্লাহ
নেক হায়াত দিতেন, সবার নেক আশা পুরন করতেন, সকল মা বাবার সুখ শান্তি আল্লাহ দিতেন, দুবাই থেকে
Allahumma Barik ,Jazakallahu khairan my dear brother of Islam ❤❤❤
জাযাকাল্লাহুখাইরান আল্লাহ্ তাআলা আপনার রিজিকে বর্কত দিন আমিন
ভাই আমি চার রুমের একটি বাড়ি করে চাই আমি কাতার প্রাভাসি দয়া করে আমাকে জানাবেন খরচ হবে কত এবং আমাকে করে দিতে পারবেন
আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক, আপনাকে নিরাপদে রাখুক। আপনার কাজে অনেক বরকত দান করুক। আল্লাহ্ সবাইকে হারাম থেকে বাঁচার হালাল উপার্জনের তৌফিক দেন। আমীন
MHC কোম্পানির পথচলা যেন সহজ সুন্দর ও বরকতময় হয়। আল্লাহ তায়ালার কাছে সেই দুয়া করছি।
#আল্লাহ তায়ালা মামুন ভাইকে মানুষ ও মানবতার জন্য উপকারী বানিয়ে দিন।
মামুন ভাই আপনার অফিস চটূগামে আছে কিনা একটু জানাইবেন
আসসালামুয়ালাইকুম। আপনার উদ্দেশ্য এবং পরিকল্পনা আল্লাহতালা যেন কবুল করেন।
বড় ভাই আমি কুয়েত থেকে দেখছি, আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো,দোয়া করি আল্লাহ আপনার এই জন সেবা মূলক কাজকে কবুল করেন জেন, ইনসাআল্লাহ আপনে সফল হবেন, আল্লাহ তাআলা জেন সকল মানুষ কে ভালো রাখে,,,
মাশা-আল্লাহ খুবই চমৎকার কথা ভাই অনেক সুন্দর উদ্যোগ, আল্লাহ তায়ালা আপনার নিয়্যাত কবুল করুন আমিন আমিন ছুম্মা আমিন
আলহামদুলিল্লাহ
ভাই আপনার মতো মানুষ এর সাথে কাজ করতে পারলে অনেক খুশি হব❤
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য. তবে আপনার ভিডিওটা আমি দুই বছর পরে দেখেছি আশা করি ভবিষ্যতে যদি কোন বাড়ি করি আপনার কাছ থেকে করব
মাস আল্লাহ অন্যর সপ্ন আপনার মাধ্যমে পুরন হবে, একটা ভালো কাজ
ভাই যে কোন প্রান্তে কি
ধন্যবাদ ভাই আপনাকে সততার সাথে কাজ চালিয়ে জান,,,কথা ও কাজে মিল রাখিবেন। তানাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষ চিরকাল,, ও টাকা পয়সা ও চিরকাল থাকবে না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশা'আল্লাহ দোয়া করবেন।
আপনার কাজ কি রকম আমি জানি না।মহান এক মানুষে পরিনত হতে অনেক কিছু করতে হয় না একটি ভাল চিন্তায় যথেষ্ঠ।তবে আপনি যে ভাল একটা চিন্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন,সেটার বিনিময় আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন।উত্তম প্রতিদান।।এ ভিডিও টি দেখে আমি খুবই খুশি হয়েছি।অবাক ও হয়েছে।আলহামদুলিল্লাহ! একটা মেসেজ পেয়েছি।যাজাকাল্লাহ খাইর ভাই
ভাই আপনার কথা শুনে আপনার জন্য অন্তর থেকে দোয়া আসছে আপনার মতো সন্তান বা মানুষ আমাদের দেশে আরো প্রয়োজন আমার ইচ্ছা আমার বড়ির কাজ আপনার মাধ্যমে করব ইনশাআল্লাহ 😊
এরকম পাগল দেশে অনেক দরকার
আপনার কথা গুলো অনেক ভালো লাগছে ভাই দোয়া করি আপনি দীর্ঘজীবি হোন কোনদিন যদি আমার সামর্থ খোলায় আমি চেষ্টা করবো যদিও আমি গরীব মানুষ কিন্তু মনে আশা আছে আপনার মাধ্যমে একটা বাড়ি তৈরী করার জন্য আপনার মহান উদ্যােক কে সাধু বাদ জানাই আপনার চেহাড়া দেখেই বুঝা যায় আপনি একজন ভালো মনের মানুষ
অসংখ্য ধন্যবাদ ভাই চেষ্টা করেন ইনশাল্লাহ এক দিন আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন এবং আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে আমিও সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ❤️
@@mhcconstructionltd apnar saty ki vaby jogajog korbo
নরসিংদী আছে নাকি
আমি বলব মামুন ভাই কে দিয়ে যারা বাড়িতৈরি করেন তাড়া যেন টাকাটা দিয়ে দেয় তাহলে মামুন ভাই মানুষের উপকারেএগিয়ে আসবে। সবচেয়ে বড় অবদান সূধ ছাড়া বাড়ি বানানো যাবে ইনশাল্লাহ।
আর মামুন ভাইয়ের উচিত সততার সাথে কাজ করা
Phone number den.
❤️
আসছালামু আলাইকুম ভাই কেমন আছেন।ভাই আপনার কথা শুনে অনেক ভাল লাগল।ভাই আমার অনেক ই চ্ছা ছিল একটা বাড়ি বানাতে কিন্তু সামত্য নেই।ভাই কারন আমার সামি একজন মাদ্রাসা র হুজুর ভাইআপনার বোন যদি কস্টে থাকত তাহলে কি বোনকে সাহায্য করতেন না ভাইছোট বোন হিসেবে আমাকেও একটু সাহায্য করুননা জানেন ভাই বাড়া থাকিয়া পর্দা করতে অনেক কস্ট হয় ঠিক মত পর্দাকরতে পারিনা।ভাই যদি দয়া হয় তাহলেছোট বোন হিসাবে একটু দয়া করেন জানেন ভাই আমার বাবা মা কেউ নেই।আমি এতিম আমাকে যদি একটা বাড়ির ব্যবস্হা করে দিতেন তাহলে আমরা আসতে আসতে সুদকরে দিতাম।
@@rumanahtdhandogaongps7299ধন্যবাদ
@@mhcconstructionltd apnr sathe kibabe joga jog korbo
আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে সালাম। আচছালামুআলাইকুম।মহৎ কাজ মহৎ চিন্তা চেতনা। আমরা একটা বাড়ী করার জন্য খুব পেরেশানিতে আছি। ভাইজানের ভিডিওটা দেখে মনে হচ্ছে বাড়ীটা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া রইল।
❤❤
Ok
নাম্বারটা নাম্বারটা দিয়েন তো নাম্বারটা দিয়েন
আপনার আর আমার মাইন্ডসেট প্রায় একই রকম। দোয়া রইলো আপনার জন্য।❤
ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিই দেশের গরীব মানুষের পাশে এসেছে আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤❤❤
সত্যি ভাই আপনার মত যদি বিত্তবান শ্রেণীর মানুষ চিন্তা করতো এ দেশটা শান্তিরনিবাসে পরিনত হতো। আপনার কথা অনুযায়ী যদি কাজ ঠিক থাকে তবে আপনাকে স্যালুট। এমন ইসলাম প্রেমী ও মানুষ প্রেমী ভাল মানুষ শুধু বাংলায় না পৃথিবীর জন্য প্রয়োজন। আজকের অন্ধকার ও দূর্নীতিবাজ সমাজে এমন চিন্তার মানুষ খুঁজে পাওয়া খুবই দুস্কর।
Amin
দোয়া ও শুভ কামনা রহিল ভাই আপনার জন্য, আপনার মতো যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামীন প্রতিটা ঘরে ঘরে তৈরী করে দেন। আমিন
আপনার কথাগুলো শুনে খুব ভাল লাগল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করোক।
আমি এই সর্বপ্রথম ২৬ মিনিট 28 সেকেন্ডের ভিডিও দেখলাম মনোযোগ দিয়ে তবে আমার একটা স্বপ্ন আছে মামুন ভাই যদি আপনি পূরণ করেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম ❤️ মাশাআল্লাহ
স্যার আপনার নাম্বার দিবেন প্লিজ
এই প্রথম মন দিয়ে এই ভাইয়ের সব কথা গুলা মন দিয়ে শুনলাম !! ভাই আপনাকে আল্লাহ হেফাযত করুক আমিন..
মাশা'আল্লাহ ভাই।আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি কারণ আমার সততা আছে
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সুন্দর প্লান আপনার এবং আপনার এই সুমহান খেদমতে হাজার গরিব মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ দোয়া করি ভাই ভালো কিছু করেন এবং আপনার এই ভালো কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামীন কবুল করুক।
মাশাহ্আল্লাহ।
মহান আল্লাহ আপনার এই মহৎ উদ্যোগকে কবুল করুক।
এবং আপনার মনের নেক আশা পূরণ করুক।
আ'মীন
ভাই আপনাকে ধন্যবাদ দেশে এসে দেশের জন্য কিছু করার জন্য। আপনার জন্য দোয়া রইলো।
Balo
ধন্যবাদ ভাই আপনার কথা গুলো শুনে আমার একটা বাড়ি করার সপ্ন জেগে ওঠেছে।
ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যেন একটা বাড়ি দিতে পারি।
Insah allah
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর কাজ করার জন্য
"যখন প্রসঙ্গ আসে টাকার তখন অনেক সম্পর্কই হালকা হয়ে যায়" কথাটা একেবারে কলিজায় ঠেকে গেল।
বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কথাটি বলা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@@mhcconstructionltd আসসালামু আলাইকুম
@@mhcconstructionltd ভাই
@@mhcconstructionltd আপনার সাথে যোগাযোগ করার কোন মাধ্যমতো কোথাও পেলাম না।
কি ভাবে যোগাযোগ করবো
এই প্রথম আপনার ভিডিওতে বলা কথা গুলো মনোযোগ দিয়ে শুনলাম,,, খুব ভালো লাগলো,,, দোয়া রইল সামনে আরো এগিয়ে যান
আলহামদুলিল্লাহ, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করি আল্লাহ পাক আপনার হেফাজত করুন, এবং নেক হায়াত দান করুন, আমিন,
ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ হায়াত কামনা করি আপনার জন্য
অনেক ভালো লাগলো । দোয়া করি আপনার জন্য । আপনি গরিব মানুষদের জন্য যেমন করবেন তেমন দোয়াও পাবেন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
আল্লাহ আপনার মা-বাবাকে নেক হায়াত দান করুক আমিন।আল্লাহ আপনাকে সুস্থতা রাখে এই দোয়া করি ভাই।
💔💔💔💔💔
ভাই আমি একটা বাসার কাজ শুরু করেছি। অল্প কিছু কাজ বাকি আছে তার জন্য কি ভাই কিছু টাকা লোন হবে???কিস্তি হিসাবে কোন সমস্যা নেই
ভাই আমি একটা বাসার কাজ শুরু করেছি। অল্প কিছু কাজ বাকি আছে তার জন্য কি ভাই কিছু টাকা লোন হবে???কিস্তি হিসাবে কোন সমস্যা নেই
ভাই আমি একটা বাসার কাজ শুরু করেছি। অল্প কিছু কাজ বাকি আছে তার জন্য কি ভাই কিছু টাকা লোন হবে???কিস্তি হিসাবে কোন সমস্যা নেই
ভাই আমি একটা বাসার কাজ শুরু করেছি। অল্প কিছু কাজ বাকি আছে তার জন্য কি ভাই কিছু টাকা লোন হবে???কিস্তি হিসাবে কোন সমস্যা নেই
ভাইয়া কথা গুলা শুনে চোখের পানি চলে আসল আল্লাহ যেন সব মায়ের পেটে এমন সন্তান দেন আমিন
হুম আল্লাহা আপনার সব আশা পুরুন করুক আর আমাদের ও মনের আশা পুরুন করুক 🤲🤲🤲🤲🤲
কিছু কথা হৃদয়ে লাগলো.
আল্লাহ সুবহানুতাহলা আমার ও আপনার নেক আশা পূরণ করুক আমীন..
শুকরিয়া ভাই, ভালোবাসা অবিরাম ❤️
গুগ
@@mhcconstructionltd Bai apnar nambar Ki babe pabo bolbrn plz
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান
@@mhcconstructionltd আপনার সাথে যোগাযোগের মাধ্যম টা জানাবেন
আলহামদুলিল্লাহ্।
কথা শুনে খুব ভাল লাগলো।
কিন্তু আমাদের মতন চাকরিজীবির বাড়ি যেন একটা স্বপ্ন। ইনশাআল্লাহ আল্লাহ্ বাঁচাই রাখলে নক দিব।
ভাই আমি এক জন অসহায় প্রবাসী, আপনার এই রকম সামাজিক পরিকল্পনা জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আমাকেও একটি বাড়ি করার তাওফীক দিন আমীন
আপনার বাড়ি কোথায়
আমি একটি বারি বানাতে চাই বরিশাল একটু হেল্প করবেন.
আমি একটি বারি বানাতে চাই বরিশাল একটু হেল্প করবেন.
আমি একটি বারি বানাতে চাই বরিশাল একটু হেল্প করবেন.
Ami o akta bare banamo..dhaka keranigonj..please apne help korben...ami Oman probase
আপনার জন্য অনেক দোয়া রইলো ভাইয়া❤❤
আলহামদুলিল্লাহ,,, শুভ কামনা আপনার ও আপনার পরিবারের জন্য,,,দোয়া করি মহান আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারকে যেন সুখে রাখেন,,আর একটা চাওয়া আপনার কাছে বাবা যদি হজ্জ না করে থাকে তবে তাকে শীঘ্রই হজ্জ আদায় করান,, এবং নিজেও হজ্জ আদায় করার ইচ্ছা পোষণ করুন,, মহান আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারকে কবুল করুন,, আমিন,,,
আলহামদুলিল্লাহ ,, জদি সব ডকমেন দিতে কি কি করতে হবে জানালে আমি একটা বাড়ি করতাম আমি এমনি একটা বাড়ি করব কিছু দিনের মদে আমি বাহিরে থাকি কত টাকা জমা দিতে হবে জানাবেন আমি আরেকটা করছি নিজে আপনাকে দিয়ে একটা করতে চাই ধন্যবাত
আমি আপনার কথা গুলো ভালো লাগছে অনেক দিন পারে আপনার মতো মানুষ কে সাহস করে দেন সবকিছু বুজিয়েন বুজিয়ে বলেন আপনি একজন মানুষ আল্লাহ আপনাকে অনেক হাইয়াত দান করু করুক আমিন
ধন্যবাদ আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দিন
আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম
এই প্রথম ২৬ঃ২৮ সেকেন্ড কারো কথা মনযোগ সহকারে শুনলাম,,
ধন্যবাদ মামুন ভাই আপনার উদ্দেশ্য টা মহান,,
ধন্যবাদ, মামুন ভাই। আল্লাহ আপনার কাজকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক। আমিন
ভাই আপনি কোথা থেকে বলছেন
এটা কোন জায়গায়
আপনার সবকিছু শুনে ভালো লাগলো। ভাই আমার ও অনেক আশা ছিল একটা ঘর করবো কিন্ত পারছিনা
আপনার শেষের কথাটা মনজয় করে নিয়েছে❤❤❤
আলহামদুলিল্লাহ্ খুবই সুন্দর একটা উদ্যোগ। ধন্যবাদ
ভাই আমি বাড়ি করতে চাই
আপনার নাম্বার দেন
আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের মত বড় মনের মানুষদের বরই প্রয়োজন আমাদের এই সোনার বাংলায়। বিনা সুধে কিস্তিতে গরীব নামাজী ও সত ব্যাক্তিদের ঋন দেয়ার একটা প্রজেক্ট তৈরি করুন পাশাপাশি।
সহমত
অসংখ্য ধন্যবাদ ভাই ❤️
আপনার নাম্বার টা দেন
@@mhcconstructionltd আমি আলোচনা করতে চাই
Vai apnar funombor den borisaler ki kaj kora jabey aktu janaben
আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, এটাই কামনা করি।
মাশা-আল্লাহ ভাই আপনার কথাগুলো মনোজোগ দিয়ে সুনলাম ভালো লাকছে ভাই
ভাই অনেকদিনের স্বপ্ন ছিল আর এখন আমার আগেই আপনি পুরনো করে দিলেন ভাই। জাজাকাল্লাহু খাইরান।
ভাই আপনিও শুরু করেন ইনশাআল্লাহ
ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আরেকটা প্রজেক্ট চালু করতে পারেন যেমন সুধবীহিন অর্থ দীনী ভাইদের মাঝে কিস্তর মাধ্যমে ঋন প্রদান।
মহান রব আপনাদের সবার ভাল কাজ ও ইচ্ছাগুলো বাস্তবায়ন করা সহজ করে দেয়।আমীন।
@@monayem433 ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন যেন মনের ইচ্ছা পূর্ণ হয়।
@@foyjurrahman1700 ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন যেন মনের ইচ্ছা পূর্ণ হয়।
দোয়া করি ভাই,, আপনি যদি সত্যি বলে থাকেন ,, তাহলে আল্লাহ তায়ালা যেনো আপনাকে আরো সফলতা দান করেন ( আমিন)
আমি নিজেও মালাইশিয়া আছি,,ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব ভাই
মামুন ভাই আমি কি ভাবে সাহায্য পাই,আমাকে একটু বলবেন ভাইয়া
ইনশাআল্লাহ
ভাই, আপনাকে আল্লাহ অনেক বেশি নেক হায়াত দান করুক, আপনি যেন মানুষের স্বপ্ন গুলো পুরন করতে পারেন।
অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।দোওয়া ও শুভকামনা রইলো
আপনার মহতী উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Ami Bari Korte chai
ভাই ১.৫০ কাঠার মধ্যে উত্তরায় বাড়ির কাজ করে দিতে পারবেন।
মাস আল্লাহ অনেক সুন্দর উদদেগ,, কথা গুলো শুনে খুব ভালো লাগলো,,ধন্যবাদ ভাই
শুকরিয়া ভাই, ধন্যবাদ আপনাকে।
@@mhcconstructionltd ভাই নাম বারদেন
ভাই আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো???
ভাই আমাকে একটু সাহায্য করেন
আসসালামু আলাইকুম ভাইয়া।।।আপনার উদ্যোগটা এবং আপনার কথাবার্তা।।। আমার কাছে অনেক পছন্দ হয়েছে।।। যদি আল্লাহ কখনো তৌফিক দেয়।।। আপনাদের দিয়ে আমি একটা বাড়ি বানাবো।।। ভালো থাকবেন ভাইয়া আরও অনেক দূরে আপনি এগিয়ে যান আল্লাহর কাছে এই দোয়া করি
ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো,
আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো আপনার প্রতি এতো বড় একটা ভালো কাজ করচেন খুব ভালো লাগলো
ভাইয়া আপনার কথা শুনে সত্যি খুব গর্ব বোধ হল আমাদের দেশে খুব কম এই রকম মানসিকতার মানুষ, দোয়া করি আপনি সবসময় ভাল থাকেন কোন বিপদ যেন আপনাকে ধরতে না পারে এগিয়ে যাওয়ার দোয়া রইল ভাইয়া ভাল থাকবেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ। আল্লাহ আপনার কাজকে সহজ ও সন্মানিত করে দিন এবং আখিরাতে ও দুনিয়াতে যতটুকু হইলে আপনার জন্য যথেষ্ট হয়ে যায় ততটুকু দান করুন। আমিন আমিন আমিন ইয়া রাব্বুল আলামীন আমাদের উপর তদরুপ দান করুন
আপনার কথা গুলো সত্যি খুব সুন্দর আপনার কথা শুনে খুব ভালো লাগলো
সুদ মুক্ত এটা খুবই ভালো লাগলো। ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এই উদ্যোগ নেওয়ার জন্য
মামুন ভাই আপনার কথা গুলো শুনলাম। অনেক ভাল লাগলো ভাই। দশের জন্য কাজ করার এই ইচ্ছেটা কেবলমাত্র বড় মনের মানুষদের ই হয়ে থাকে।আল্লাহ আপনার মংগল করুন। আমিন