আপনারা যারা ভাবছেন এতে LM7805,LM7812,LM317T ব্যাবহার করা হয়েছে। তাদের ধারনা সম্পূর্ণ ভুল। এর ৫ ভোল্ট ও ৯ ভোল্টে ২.৫-৩ এ্যাম্পিয়ার পাবেন। ১২ ভোল্টে ২.৫ এ্যাম্পিয়ার পাবেন। এখানে কোন সস্তা কম্পোনেন্ট ব্যাবহার করা হয়নি। আর বিশ্বের সব থেকে উন্নত মানের চায়নিজ পিসিবি ব্যাবহার করা হয়েছে। যারা এসব পন্য প্রস্তুত করেন তারাই প্রকৃত খরচ জানেন। সস্তা কোন কিছু প্রস্তুত করার ইচ্ছা আমার কখনোই নাই। এখানে সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন দীর্ঘদিন ব্যাবহার করা যায়। যদি SMD করা হতো খরচ কিছুটা কমিয়ে আনা যেতো। আর যেহেতু অল্প পরিসরে তৈরি করা তাই খরচ অনেকটাই বেশী হয়েছে। এটাই বলবো এই সল্প পরিসরের প্রডাক্ট যারা ব্যাবহার করবেন তারা এর কোয়ালিটি বুঝতে পারবেন বা এটি হাতে নিবেন তারা অনুমান করতে পারবেন এইখানে কি কি রয়েছে।
এখানে দুইটা সিস্টেম রাখলে ভালো হবে। ১/চার্জিং সিস্টেম ২/বিদ্যুৎ আসলে চার্জ হবে না(অনেকের বড় ব্যাটারি থাকে ৫০-২০০এম্পিয়ার বাটারি এত ব্যাটারি চার্জ হয় তাহলে চার্জার বা সার্কিট নষ্ট হয়ে যেতে পারে)
পিডি পাওয়ার ব্যাংক ইউজ করে প্রপারলি রাউটার অনু ব্যবহার করার জন্যে একটি মডিউল ডিজাইন করেন। আমরা পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার অনু চালাতে গেলে পিডি ট্রিগার, ক্যাপাসিটির ইত্যাদি আলাদা আলাদা কম্পোনেন্ট একসাথে কানেক্ট করতে হয়। তাছাড়া টোটাল ইনপুট পাওয়ার ব্যাংকে দিলে পাওয়ার ব্যাংক হিট হয়ে ড্যামেজ হয়ে যায়। এমন একটা মডিউল তৈরি করুন যেটাতে টোটাল ইনপুট দিলে সেটা সবখানে প্রয়োজন মতো ডিস্ট্রিবিউটেড হয়ে যায় এবং বিদ্যুৎ চলে গেলে অটো পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার নিবে।
@@engineeringsciencetechnology আপনি মনে হয় আমার কথা বোঝেননি। পাওয়ার ব্যাংকের তো নির্দিষ্ট একটা ইনপুট লিমিট আছে, যদি একসাথে পাওয়ার ব্যাংক চার্জিং এবং আউটপুট এ রাউটার অনু ইউজ হয় তাহলে পিবি তে ম্যাক্সিমাম ইনপুট গেলেও তো ফুল স্পিডে পিবি চার্জ হয় না এবং হাই ইনপুট এবং আউটপুট একসাথে ইউজের ফলে পিবি হিট হয়ে যেয়ে ড্যামেজ হবে। তাছাড়া সবার অনু রাউটার তো ১২ ভোল্টে চলে না। তাই এমন একটা আল্টিমেট মডিউল তৈরি করার অনুরোধ করছি যেটাতে ইন্ট্রেগেটেড পিডি মডিউল, কিউসি মডিউল, ক্যাপাসিটর, রিলেই, বাক কনভার্টার ইত্যাদি এক মডিউলেই থাকবে। ১২ ভোল্ট ইনপুট দিলে তা সবখানে প্রয়োজনমতো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং বিদ্যুৎ চলে গেলে রিলেই এর মাধ্যমে পাওয়ার ব্যাংকের থেকে পাওয়ার যাবে। আমি এরকম একটা মডিউল ডিজাইন করেছিলাম কিন্তু টা বাস্তবায়ন করা হয়নি। যদি সম্ভব হয় তাহলে এরকম একটা মডিউল আপনি ডিজাইন করে সেল করতে পারেন, আসা করি ভালো রেসপন্স পাবেন।
Vai a 2 ta sunca batter akshonga charge dita jaia amar adptar pura gaca.2ta sunca battery mila 12v hoi aksonga charge korbo kivava ar ki dia charge korbo
ভাই অল্প লোড চালানোর জন্য পুরাতন UPS নেওয়া ঠিক হবে কিনা? এই সম্পর্কে একটি রিভিউ চাই। কত amp এর ব্যাটারি লাগাবো, কিভাবে কানেকশন করব এইগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও চাই। Love from Bhola
ভাই,, 12 ভোল্টের যেগুলো বি এম এস আছে 8 ভোল্টের যেগুলো বিএমএস আছে,, যেমন ধরেন 12 ভোল্টের বিএমএস 9 ভোল্টের নিচে ভোল্টেজ ভোল্ট নামলেই ব্যাটারি কাট আপ করে, তেমন 8 ভোল্টের বিএমএস 6 ভোল্টের নিচে নামলে ব্যাটারি কাটাপ করে,, এমন কোন বিএমএস আছে যেটা ১২ বলতে গিয়ে সোজা 6 ভোল্টের কাটাপ করবে,, এমনটা হলে ইউপিএস এর ব্যাকআপ দ্বিগুণ হবে,, আশা করি এর কোন সমাধান আপনার কাছ থেকে পাব
6 v lead acid battery poriborte lithium battery diye 6v battery banan. Fan er jonno onk fan e 6v lead acid battery take. Eta backup kom take. 6v battery banan🎉🎉🎉
Etate ektu khoros beshi hobe bhai.protitar jonne alada switch ekta switch amdr market sale kore 20tk.r ja dekhchi adjustable adapter chara use kora jabe karon eta 2volt kore drop korbe battery lithium ion use korle 11.8v-12.2v a output ber hoi jodi 3pcs use kori.ekhon jokhon drop korbe 2v amito 12v output pabo na.so bad😢
DIY kono kisu toiri kora kokhonoi sostha ba kom khoroch a hoi na. Jara price niyea vabben readymade complete product ovab nai. Tobe akta bisoi vaben market amon kew ups ki paben jar battery backup hobe 108w. Maximum paben 10000mah, 4.2v. Mane 42w. Etai difference. R vaiya Switch o online kinben 10/- kore ovab nai.
VAI Ato valo vabe electronic shomporke jeneo ashole ey Board a onekgulo Vull hoyese,,,. Jegula apnio bujhe gasen use kore. Ey board ta sell diyenna, 🥰🥰 Akbare kew e shofol hoi na,, Nex apnar jeta ashbe Asha kori one of the best curcuit hobe apnar ta... Jara boro battery use kore tader jonno.,,, Tobe next tai akta small cooling fan system rakhiyen,, long lasting hobe,,,. Doa roilo vai apnar jonno 🥰🥰
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️❤️❤️ কিনার লিংক ডিস্ক্রিপশনে দেওয়া আছে। হ্যা ভাইয়া প্রথম প্রোটোটাইপ এ অনেক সমস্যা যেকোন প্রডাক্ট তৈরিতে হতে পারে। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
@@engineeringsciencetechnology pCB Make korar age circuit diyagram onujai blank pcb board a age make kore test korben than pcb order. Ta na hole to vai khoros onek hobe time loss. Shob dik diye bas re vai😥
Bhaiya lead acid battery te always charger lagiye rakhle ki Kono rokomer problem hote pare ? Mane auto cut system ache adapter a! Ar hocche adapter ta 12 volt 5 Amphare !
ভাই ৯ ভোল্ট এর ২ এম্পিয়ার এর একটা এডাপ্টার দিয়ে একটি 2s battery pack চার্জ দিতে গেলে এডাপ্টার অটো বন্ধ এবং চালু হতে থাকে, ব্যাটারি প্যাক একদম ঠিক আছে পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ দিলে ফুল চার্জ হয়, এইটার সমাধান কী
Bhai amar 12v 40A bms diya 12v onu o 9v router load dile bms off hoye jai. Abar bms er negative line o Battery negative line short korle thik hoy..kintu load dile abr off hoye jay..ki kora jay
ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলি আপনি তো JLC PCB থেকে PCB অর্ডার করেন কিন্তু আমি বা আমরা করতে পারিনা কারন ক্রেডিট বা মাস্টার কার্ড নেই তাই আমি বলতে চাচ্ছি যে আপনি একটি অনলাইনে আমাদের অর্ডারগুলো নেবেন এবং সেটার টাকা সহ কিছু লাভ রেখে PCB এনে দিবেন তাহলে অনেক উপকার হতো আরকি
@@engineeringsciencetechnology ওও আচ্ছা বুঝলাম ধন্যবাদ ভাইয়া আরেক টা কথা এই কার্ড কোন ব্যাংক থেকে করছেন যদি একটু বলতেন আর কি কি প্রয়োজন হতে পারে please vaiya
ভাইয়া ডুয়েল কারেন্সি কার্ড বললেই যেকোন ব্যাংক দিবে। যদি আপনি বড় মাপের ব্যাবসায়ী বা চাকুরিজীবী হোন তাহলে পাবেন। আমার কোন মাস্টার কার্ড নেই। আমার পিসিবি গুলো কোম্পানি থেকেই পাঠায় তাই কার্ড এর দরকার হয়না। আপনি আমাদের পেজে মেসেজ করুন যদি আরো কোন তথ্য জানার থাকে।
WGP একটি গ্লোবাল ব্র্যান্ড। সেটা বানানো বাংলাদেশের কোন একক ইন্জনিয়ার এর পক্ষে প্রায় অসম্ভব। আর অন্য ব্র্যান্ডের প্রডাক্ট নকল বা তৈরির করার প্রশ্নই আসেনা।
আপনারা যারা ভাবছেন এতে LM7805,LM7812,LM317T ব্যাবহার করা হয়েছে। তাদের ধারনা সম্পূর্ণ ভুল। এর ৫ ভোল্ট ও ৯ ভোল্টে ২.৫-৩ এ্যাম্পিয়ার পাবেন। ১২ ভোল্টে ২.৫ এ্যাম্পিয়ার পাবেন। এখানে কোন সস্তা কম্পোনেন্ট ব্যাবহার করা হয়নি। আর বিশ্বের সব থেকে উন্নত মানের চায়নিজ পিসিবি ব্যাবহার করা হয়েছে। যারা এসব পন্য প্রস্তুত করেন তারাই প্রকৃত খরচ জানেন। সস্তা কোন কিছু প্রস্তুত করার ইচ্ছা আমার কখনোই নাই। এখানে সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন দীর্ঘদিন ব্যাবহার করা যায়। যদি SMD করা হতো খরচ কিছুটা কমিয়ে আনা যেতো। আর যেহেতু অল্প পরিসরে তৈরি করা তাই খরচ অনেকটাই বেশী হয়েছে। এটাই বলবো এই সল্প পরিসরের প্রডাক্ট যারা ব্যাবহার করবেন তারা এর কোয়ালিটি বুঝতে পারবেন বা এটি হাতে নিবেন তারা অনুমান করতে পারবেন এইখানে কি কি রয়েছে।
5 এম্পিয়ার এর চার্জার দিয়ে কিভাবে 1এম্পিয়ারের ব্যাটারি চার্জ করব।
এখানে দুইটা সিস্টেম রাখলে ভালো হবে।
১/চার্জিং সিস্টেম
২/বিদ্যুৎ আসলে চার্জ হবে না(অনেকের বড় ব্যাটারি থাকে ৫০-২০০এম্পিয়ার বাটারি এত ব্যাটারি চার্জ হয় তাহলে চার্জার বা সার্কিট নষ্ট হয়ে যেতে পারে)
এতে সার্কিট জটিল হবে। এটা সবোর্চ্চ ১৫-২০ এ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবে।
It is clear that the project is based on linear voltage regulators such as 317, 7812, 7815 and it is current limited.
No dear. Your idea is totally wrong.
@@engineeringsciencetechnology Which components do you use on those heat sinks?
@@habibhasan9710এটা গোপন থাকবে। শুধু এতটুকু বলি এর আউটপুটে ২.৫ থেকে ৩ এ্যাম্পিয়ার পাবেন। এখানে ১০ টাকা দামের LM78xx আইসি নেই।
পিডি পাওয়ার ব্যাংক ইউজ করে প্রপারলি রাউটার অনু ব্যবহার করার জন্যে একটি মডিউল ডিজাইন করেন। আমরা পাওয়ার ব্যাংক দিয়ে রাউটার অনু চালাতে গেলে পিডি ট্রিগার, ক্যাপাসিটির ইত্যাদি আলাদা আলাদা কম্পোনেন্ট একসাথে কানেক্ট করতে হয়। তাছাড়া টোটাল ইনপুট পাওয়ার ব্যাংকে দিলে পাওয়ার ব্যাংক হিট হয়ে ড্যামেজ হয়ে যায়। এমন একটা মডিউল তৈরি করুন যেটাতে টোটাল ইনপুট দিলে সেটা সবখানে প্রয়োজন মতো ডিস্ট্রিবিউটেড হয়ে যায় এবং বিদ্যুৎ চলে গেলে অটো পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার নিবে।
অসম্ভব ভাই। আপনি যখন ১২ ভোল্ট লোড দেবেন আপনি যা বলছেন তাই হবে।
@@engineeringsciencetechnology আপনি মনে হয় আমার কথা বোঝেননি। পাওয়ার ব্যাংকের তো নির্দিষ্ট একটা ইনপুট লিমিট আছে, যদি একসাথে পাওয়ার ব্যাংক চার্জিং এবং আউটপুট এ রাউটার অনু ইউজ হয় তাহলে পিবি তে ম্যাক্সিমাম ইনপুট গেলেও তো ফুল স্পিডে পিবি চার্জ হয় না এবং হাই ইনপুট এবং আউটপুট একসাথে ইউজের ফলে পিবি হিট হয়ে যেয়ে ড্যামেজ হবে। তাছাড়া সবার অনু রাউটার তো ১২ ভোল্টে চলে না।
তাই এমন একটা আল্টিমেট মডিউল তৈরি করার অনুরোধ করছি যেটাতে ইন্ট্রেগেটেড পিডি মডিউল, কিউসি মডিউল, ক্যাপাসিটর, রিলেই, বাক কনভার্টার ইত্যাদি এক মডিউলেই থাকবে। ১২ ভোল্ট ইনপুট দিলে তা সবখানে প্রয়োজনমতো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং বিদ্যুৎ চলে গেলে রিলেই এর মাধ্যমে পাওয়ার ব্যাংকের থেকে পাওয়ার যাবে।
আমি এরকম একটা মডিউল ডিজাইন করেছিলাম কিন্তু টা বাস্তবায়ন করা হয়নি। যদি সম্ভব হয় তাহলে এরকম একটা মডিউল আপনি ডিজাইন করে সেল করতে পারেন, আসা করি ভালো রেসপন্স পাবেন।
তাহলে করা যাবে।
Vai a 2 ta sunca batter akshonga charge dita jaia amar adptar pura gaca.2ta sunca battery mila 12v hoi aksonga charge korbo kivava ar ki dia charge korbo
ভাই অল্প লোড চালানোর জন্য পুরাতন UPS নেওয়া ঠিক হবে কিনা? এই সম্পর্কে একটি রিভিউ চাই। কত amp এর ব্যাটারি লাগাবো, কিভাবে কানেকশন করব এইগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও চাই।
Love from Bhola
আসবে ভাইয়া ❤️
ভাই,, 12 ভোল্টের যেগুলো বি এম এস আছে 8 ভোল্টের যেগুলো বিএমএস আছে,, যেমন ধরেন 12 ভোল্টের বিএমএস 9 ভোল্টের নিচে ভোল্টেজ ভোল্ট নামলেই ব্যাটারি কাট আপ করে, তেমন 8 ভোল্টের বিএমএস 6 ভোল্টের নিচে নামলে ব্যাটারি কাটাপ করে,, এমন কোন বিএমএস আছে যেটা ১২ বলতে গিয়ে সোজা 6 ভোল্টের কাটাপ করবে,, এমনটা হলে ইউপিএস এর ব্যাকআপ দ্বিগুণ হবে,, আশা করি এর কোন সমাধান আপনার কাছ থেকে পাব
Na nei
6 v lead acid battery poriborte lithium battery diye 6v battery banan. Fan er jonno onk fan e 6v lead acid battery take. Eta backup kom take. 6v battery banan🎉🎉🎉
Etate ektu khoros beshi hobe bhai.protitar jonne alada switch ekta switch amdr market sale kore 20tk.r ja dekhchi adjustable adapter chara use kora jabe karon eta 2volt kore drop korbe battery lithium ion use korle 11.8v-12.2v a output ber hoi jodi 3pcs use kori.ekhon jokhon drop korbe 2v amito 12v output pabo na.so bad😢
DIY kono kisu toiri kora kokhonoi sostha ba kom khoroch a hoi na. Jara price niyea vabben readymade complete product ovab nai. Tobe akta bisoi vaben market amon kew ups ki paben jar battery backup hobe 108w. Maximum paben 10000mah, 4.2v. Mane 42w. Etai difference. R vaiya Switch o online kinben 10/- kore ovab nai.
VAI Ato valo vabe electronic shomporke jeneo ashole ey Board a onekgulo Vull hoyese,,,.
Jegula apnio bujhe gasen use kore.
Ey board ta sell diyenna, 🥰🥰
Akbare kew e shofol hoi na,, Nex apnar jeta ashbe Asha kori one of the best curcuit hobe apnar ta...
Jara boro battery use kore tader jonno.,,,
Tobe next tai akta small cooling fan system rakhiyen,, long lasting hobe,,,.
Doa roilo vai apnar jonno 🥰🥰
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️❤️❤️ কিনার লিংক ডিস্ক্রিপশনে দেওয়া আছে। হ্যা ভাইয়া প্রথম প্রোটোটাইপ এ অনেক সমস্যা যেকোন প্রডাক্ট তৈরিতে হতে পারে। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
@@engineeringsciencetechnology pCB
Make korar age circuit diyagram onujai blank pcb board a age make kore test korben than pcb order.
Ta na hole to vai khoros onek hobe time loss.
Shob dik diye bas re vai😥
ভাইয়া সমস্যা নাই এই পিসিবিগুলো কোম্পানি থেকে দেওয়া। ব্যবসায়িক উদ্দেশ্যে যখন আনা হবে তখন সব টেস্ট এর পরই আনা হবে।
5 এম্পিয়ার এর চার্জার দিয়ে কিভাবে 1এম্পিয়ারের ব্যাটারি চার্জ করব।
একটি ভিডিও দেন প্লিজ ভাইয়া❤❤🎉😮❤🎉
(DOL Starter connection with Siemens Logo PLC Programming Tutorial Bangla) Bhai ai video tar drawing kon software diya koracilen jodi aktu bolten.
7 years age kora amaro thik mone nai tobe ami maximum kaz Photoshop a kori
Bhaiya lead acid battery te always charger lagiye rakhle ki Kono rokomer problem hote pare ?
Mane auto cut system ache adapter a! Ar hocche adapter ta 12 volt 5 Amphare !
Na somossa nai
ভাই ৯ ভোল্ট এর ২ এম্পিয়ার এর একটা এডাপ্টার দিয়ে একটি 2s battery pack চার্জ দিতে গেলে এডাপ্টার অটো বন্ধ এবং চালু হতে থাকে, ব্যাটারি প্যাক একদম ঠিক আছে পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ দিলে ফুল চার্জ হয়, এইটার সমাধান কী
না দেখো বলা সম্ভব না।
Bhai amar 12v 40A bms diya 12v onu o 9v router load dile bms off hoye jai. Abar bms er negative line o Battery negative line short korle thik hoy..kintu load dile abr off hoye jay..ki kora jay
আপনি সম্ভবত মোটরে লোড দিচ্ছেন?
Na bhai.. Ami onu o router a load disilam
@@Tafsir123-k3zহয়তো ব্যাটারিতে সমস্যা আছে। লোড দেওয়ার ফলে ব্যাটারি যদি অতিরিক্ত ভোল্টেজ ড্রপ করে তাহলে বিএমএস অফ হয়ে যায়।
Bhai jodi shudu onu chalai taike chole. kintu onu o router ekshathe dile off hoye jay
@@Tafsir123-k3z ব্যাটারি কয়টা এবং কতক্ষণ ব্যাকআপ পান শুধু রাউটারে?
ভাই ১২ বল্ট সমস্যা টা সমাধান করে মার্কেট এ দেন ভাই অনেক ভালো হবে ভাই। ❤️❤️
দেরী হবে ভাইয়া। অন্তত কয়েক মাস লাগবে। ❤️❤️❤️
@@engineeringsciencetechnology দেরি হলেও এটা সমাধান করেন ভাই। ❤️
সেটা ইনশাআল্লাহ আসবে।
ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলি
আপনি তো JLC PCB থেকে PCB অর্ডার করেন কিন্তু আমি বা আমরা করতে পারিনা কারন ক্রেডিট বা মাস্টার কার্ড নেই
তাই আমি বলতে চাচ্ছি যে আপনি একটি অনলাইনে আমাদের অর্ডারগুলো নেবেন এবং সেটার টাকা সহ কিছু লাভ রেখে PCB এনে দিবেন তাহলে অনেক উপকার হতো আরকি
আমি PCBway থেকে এই গুলো এনেছি। পিসিবি আনা মোটেও সহজ কিছু না। আর আমার হাতে ভাই এসব করার মতন সময় নেই।
@@engineeringsciencetechnology ওও আচ্ছা বুঝলাম
ধন্যবাদ
ভাইয়া আরেক টা কথা এই কার্ড কোন ব্যাংক থেকে করছেন যদি একটু বলতেন আর কি কি প্রয়োজন হতে পারে please vaiya
ভাইয়া ডুয়েল কারেন্সি কার্ড বললেই যেকোন ব্যাংক দিবে। যদি আপনি বড় মাপের ব্যাবসায়ী বা চাকুরিজীবী হোন তাহলে পাবেন। আমার কোন মাস্টার কার্ড নেই। আমার পিসিবি গুলো কোম্পানি থেকেই পাঠায় তাই কার্ড এর দরকার হয়না। আপনি আমাদের পেজে মেসেজ করুন যদি আরো কোন তথ্য জানার থাকে।
@@engineeringsciencetechnology Thank you very much for giving me information, taking up your valuable time.
You are welcome dear brother ❤️
ভাইয়া wgp সার্কিট বানানোর ভিডিও দেন
WGP একটি গ্লোবাল ব্র্যান্ড। সেটা বানানো বাংলাদেশের কোন একক ইন্জনিয়ার এর পক্ষে প্রায় অসম্ভব। আর অন্য ব্র্যান্ডের প্রডাক্ট নকল বা তৈরির করার প্রশ্নই আসেনা।
লিথিয়ামের ব্যাটারি দা 24 বলে একখান প্যাক তৈরি করেন ভাই
Ok vaiya
pcb order er ekta full vedio din vai
অর্ডার করা কঠিন কিছু না। আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন।
ভাই ভালো কোন রাংএর অনলাইন লিংক থাকলে দিয়েন প্লিজ 😢😢😢
Offline a o akhon valo rang pawa jai na
@@engineeringsciencetechnology আমাদের এদিকে দাম আনেক বেশি ৫০ টাকা গজ
ভাইয়া ভার্সন টু এসে
দেরী হবে ভাইয়া।
নাইস❤❤🎉🎉
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️
ভাই পিসিবি টার ডায়াগ্রাম টা দেওয়া যাবে কি??
না ভাই দেওয়া যাবেনা।
@@engineeringsciencetechnology ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
নাইস❤❤❤
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️❤️
হাই❤❤
❤️❤️❤️❤️