অসাম্প্রদায়িক চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ । অনেক ইউটিউবার দেখেছি কিন্তু আপনি আসলেই বাংলার আসল ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন।বাংলার সংস্কৃতি কোন ধর্মের নয়,বাংলার সংস্কৃতি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার দ্বারা সৃষ্টি হয়েছে। 🖤🖤
একটা দারুণ কথা বলেছেন, "ধর্ম ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখ সকলেই সকল ধর্ম শালা পরিদর্শন করতে পারেন "। প্রায়শঃ এ কথাি শুনি কিন্তু সকলের মনের কেন পরিবর্তন হয় না ! এটাই ভাববার বিষয়।
সালাউদ্দিন সুমন আপনি একজন মহান আত্মা, একজন মহান মানব,,আপনাকে আমার সম্বর্ধনা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আপনি এমনি করে সমগ্র মানব জাতিকে আরও অনেক কিছু উপহার দিন, সমৃদ্ধ করুন নিজকে ও বিশ্বমানবকে, আপনাকে ধন্যবাদ।
আমি চণ্ডিপাঠ করার সময় মেধস মুনির আশ্রমের কথা জেনেছি, কিন্তু কোথায় খুঁজে পাইনি। আপনার সৌজন্যে এ আশ্রমের সন্ধান পেলাম। আপনার এ পরিশ্রমের মূল্য আমি দিতে পারবো না। তবে আপনাকে অশেষ ধন্যবাদ।
_আপনি আসলে একজন ভালো মনের মানুষ, তাই যা কিছুই দেখেন সবই ভালো লাগে আপনার কাছে। খুবই ভালো লাগলো। অজস্র ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি।🙏_
Very very true . If we are clean from our heart then the world will will also be cleaner. Very well said. Sumon Bhai is one of those rare species. God bless him
আমি বাংলাদেশেই আছি, ধন্যবাদ আপনাকে দাদাভাই, এরকম অজস্র মন্দির বিশাল বিশাল মঠ ও জমিদার বাড়ী শান বাধানো পুকুর ঘাট শতকরা ৯০ ভাগই হিন্দুদের বেদখলে চলে গেছে যা খুবই দুঃখজনক বিষয়, অনেক নিদর্শনের ধংশাবশেষও অবশিষ্ট নাই, বাংলার জন্য এখনো হাজার হাজার মানুষ ইন্ডিয়া থেকে দীর্ঘশ্বাস ফেলছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিছুই করার নাই,,
মুগ্ধ হলাম! অনেক গল্প শুনেছি বাস্তবে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনার বচনভঙ্গি তথ্যসূত্র সত্যিই মুগ্ধ করে। বাংলাদেশের এরকম একটা প্রাচীন ঐতিহাসিক স্থান পর্যটন যে আছে অন্য কেউ এভাবে তুলে ধরেনি। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছি। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। লাভ ইউ বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুর।
সুমন বাবু আপনি আমার পুত্রবৎ।আপনাকে আমার অনেক ধন্যবাদ৷ আপনি সর্ব ধর্ম কে সন্মানের চোখে দেখে হিন্দু ধর্মের একমহান মন্দিরের সবকিছুকে তুলে প্রচার করেছেন।আপনাকে ঈশ্বর ও আল্লাহ দীর্ঘ জীবন সুস্থতা দান করুন। এই আশ্রম আপনার দয়ায় আমি কলকাতায় থেকে দর্শন করে ধন্য হলাম।
সুমন বাবু আপনাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের, ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা আমাকে অভিভূত করেছে। সুদূর কলিকাতা থেকে আপনার এত সুন্দর প্রতিবেদন আমাকে মুগ্ধ করলো এবং দেবী দুর্গার প্রথম পূজা ও তৎসহ অনেক স্মরণীয় পবিত্র স্থান দর্শন করে ধন্য হলাম ও জীবন সার্থক হল। আমরাও পূর্ববঙ্গের মানুষ ও বাবার সঙ্গে দুবার চট্টগ্রাম এ যাবার সৌভাগ্য হয়েছে।কিন্তু এসব জায়গা দর্শন করার সুযোগ হয়নি। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনার এই উপস্হাপনা আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।ভালো থাকবেন এই কামনা করি ❤❤❤
ভাই সুমন প্রথমে শারদ শুভেচ্ছা জানাই। আপনার ভাষাও চিত্রায়নের অসাধারণ দক্ষতা মুগ্ধ করে। সুন্দর উপস্থাপনা অতুলনীয়। ইউটিউবে অনেক প্রতিবেদন দেখি কিন্তু আপনার ধারে কাছে কেউ নেই । আমি ভারতের বাংলার দর্শক।
ভাষা নেই আপনাকে কৃতজ্ঞতা জানাবার তবে বুঝতে পারছি আপনি মেধস মুনির আশ্রমের সত্যযুগে একজন ছিলেন! আপনার মাধ্যমেই মেধস মুনি আজ আমাদের আলো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের একজন বাংলাভাষী ভারতীয় সনাতন ভাই আপনাকে প্রণাম জানাই
আমার দুইবার যাওয়া হয়েছে এই মেধষমুনী আশ্রমে।খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি উপস্থিত।সুমন দাদা কে ধন্যবাদ এই ইতিহাস সমৃদ্ধ মেধষমুনী আশ্রমকে তুলে ধরার জন্য।
কত অজানারে জানলাম। আমি কলকাতা শহরে বসে আপনারা প্রায় সব ভিডিও দেখি। আপনি অনেক ভালো মানুষ। প্রচুর মানুষের আশির্বাদ ধন্য। আপনি জীবনে তো অনেক অনেক উঁচুতে উঠবেন সবার ভালোবাসা পাবেন।
কি দেখালেন সুমন দা !!! কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বলে বুঝাতে পারছিনা। দুর্গাপুজোর সময়ে এই উপস্থাপনা সত্যিই প্রাসঙ্গিক, মনকে ছুঁয়ে দিলেন, অপরূপ এক প্রশান্তি পেলাম, আপনার প্রতি শ্রদ্ধা দিন দিন বেড়েই যাচ্ছে
সবাই একটু দয়া করে মনোযোগ দিয়ে পড়বেন।🙏🙏 মা চন্ডীই মা দূর্গা। দূর্গাপূজা মূলত বছরে ২টা সময়ে করা হয়। একটা বাসন্তী দূর্গাপূজা যেটা বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত হয়। আরেকটি শারদীয় দূর্গাপূজা যেটা শরৎকালের আশ্বিন মসের শুক্লপক্ষে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত হয়। সত্যযুগে এই মেধসমুনির আশ্রমেই সর্বপ্রথম মেধসমুনির নির্দেশে রাজা সুরথ ও সমাধি বৈশ্য মা চন্ডীকে মর্ত্যলোকে বসন্তকালে "মা বাসন্তী" রূপে পূজা করেন। তখন থেকেই(সত্যযুগ) প্রথম পৃথিবীতে দূ্রগাপূজা শুরু। তখন কিন্তু শারদীয় দূর্গাপূজার প্রচলন ছিলো নাহ।। সত্যযুগ পেরিয়ে ত্রেতাযুগ এলো। রাক্ষস রাজা রাবণ মা সীতাকে তুলে লঙ্কা(বর্তমান শ্রীলঙ্কা) নিয়ে গেলে মর্যাদাপুরুষোত্তম রাম মা সীতাকে উদ্ধারের জন্য ও রাবণকে পরাজিত করার জন্য মা চন্ডীকে অকালে ( শরৎকালে) {কারণ ঃ মা চন্ডীর পৃথিবীতে পূজা করা হতো বাসন্তীরুপে বসন্তকালে} পূজা করেন। মাকে অকালে বোধন করেন। আর তখন থেকেই বাসন্তী দূর্গাপূজার পাশাপাশি "শারদীয় দূর্গাপূজার" শুরু। রাম মা চন্ডীকে অকালে পূজা করাই শারদীয় দূর্গাপূজাকে "অকাল বোধন" ও বলে। বর্তমানে এই শারদীয় দূর্গাপূজা ব্যাপকভাবে প্রচলিত।পাশাপাশি বাসন্তী দূর্গাপূজাও হয়। তবে ২টা ভিন্ন সময়ে। তাহিরপূরে রাজা কংসনারায়ন সর্বপ্রথম বাংলায় মূলত এই শারদীয় দূ্র্গাপূজার সূচনা করেন। তাই বলা যায় ঃ দেবী চন্ডকে সর্বপ্রথমা দূর্গারুপে পূজা সত্যযুগে এই মেধসমুনির আশ্রমেই শুরু। ধন্যবাদ।
ধর্ম মানুষকে আলাদা করতে পারে না। আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করে নিজেকে অনেক বড় ও মহৎ হিসাবে প্রমান দিছেন। সালাউদ্দিন ভাই আপনার মত যদি সব মানুষ হত এই দুনিয়ার চিত্রটাই বদলে যেত, এত সংঘাত হতনা শুধু ধর্ম নিয়ে। ভবিষ্যৎতে আপনার মত মানুষের জন্ম হউক আপনার মত মানুষের সংখ্যা বাড়ুক এতটাই প্রত্যাশা
অসাধারণ উপস্থাপনা, মনে এক পবিত্র অনুভূতি নিয়ে পুরো পর্ব শেষ পর্যন্ত দেখলাম। বারতি পাওনা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সালাহউদ্দিন সুমন তুমি আমার প্রাণ ভরা ভালবাসা আর আন্তরিক শুভেচ্ছা নিও। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো।
খুব খুব ভালো লাগলো.. এই জায়গার ব্যাপারে জানাই ছিল না.. কোনোদিন বাংলাদেশে যেতে পারলে এখানে অবশ্যই যাবো.. আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উপস্থাপনার জন্য।। এই ভিডিও share করছি.. আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের জানতে হবে এই জায়গাটির ব্যাপারে।।
অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনা লালন করেন আপনি এজন্য আপনার প্রতি রইলো অতল শ্রদ্ধা। আসলে অসাম্প্রদায়িক হওয়া সবচেয়ে গর্বের বিষয় এবং অসাম্প্রদায়িক মানুষগুলোই আমাদের দেশের সম্পদ। এমন মানুষগুলোই পারে বাংলাদেশ কে বদলে দিতে। সবসময় আপনার পাশে আছি।
ধন্যবাদ দিয়ে শুরু করি সালাউদ্দিন দা,আপনার মতো সৌন্দর্য প্রেমী ,কাব্যিক উপমায় ভরিয়ে দেওয়া মন ও ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে আপনার ভিডিও আমাকে চমৎকৃত ও আপ্লুত করে। আমি ভিডিও গুলি গোগ্রাসে গিলি। আপনি সুস্থ সবল থাকুন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ, পঃবঃ।
একদম ঠিক। ছোটবেলায় মা বাবার মুখের শুনে বড় হয়েছি যে দুর্গাপুজোর সৃষ্টি মেধম মুনির আশ্রমে হয়েছিল। আজ আপনার মাধ্যমে মেধস মুনির আশ্রমটি দেখা হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেধস মুনির আশ্রমটির ভিডিও বানানোর জন্য।।।
দাদা তুমি আজ মহা সপ্তমীর দিন এই ভিডিও প্রকাশ করে এক মহান কাজ করেছো।ভাষায় বর্ণনা দেওয়ার মত নয়। তুমি যে এত ভালো কাজ করছ তার তুলনা চলে না।আজ দেবী মা দুর্গার কাছে তোমার পুরো পরিবারের জন্য অনেক আশীর্বাদ চাইবো। আমি ভারতের পশ্চিম বঙ্গ থেকে তোমাকে আমার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানালাম।আমাদের ও বাড়ি একসময় বাংলাদেশ এর খুলনা জেলায় ছিলো। ভালো থেকো দাদা।❤️❤️❤️
হয়তো কখনও গিয়ে নিজের চোখে দেখতে পাবো না কিন্তু সুমন ভাই এর জন্য এরকম একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান দেখার সৌভাগ্য হলো। পশ্চিমবঙ্গ থেকে আপনার জন্যে অসংখ্য ভালোবাসা জানবেন ভাই
Dada ami INDIA theke dekhchhi , khub valo laglo , apnake onek onek dhornobad dada. (MURSHIDABAD theke bolchi Bangladeshe ai rokom Mandir reyeche ami kono din vabte pari ni !!! Ai rokom Mandir West Bangal teo dekhi ni) INDIA
বোয়ালখালীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী একটি নিদর্শন দেখানোর জন্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে । কিন্তু ভাই আপনি বোয়ালখালীর আরো অনেক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান মিস করেছেন।
সুমন ভাই, হাজার হাজার ব্লগ পাওয়া যায় ইউটিউব এ। কিন্তু অন্য যারা ব্লগ বানায় তাদের অনেক কিছু শিখার আছে আপনার করা অসাধারণ ভিডিও গুলো থেকে। অনেক দোয়া ও ধন্যবাদ রইলো ভাই।
ধন্যবাদ সালাউদ্দিন দাদা আপনাকে💐। কি দারুণ ভাবে আপনি অসাম্প্রদায়িকতার স্রোতধারা বুকে নিয়ে বয়ে চলেছেন বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। আপনাকে সেলিম নামের যিনি পথ চিনিয়ে নিয়ে গেছেন তাকেও ধন্যবাদ। আপনি এগিয়ে যান সালাউদ্দিন দাদা। আপনার জন্য অশেষ শুভকামনা, অফুরান ভালোবাসা 💖।
ভাই আমি ৭ বছর আগে ইন্ডিয়া থেকে গিয়ে ঘুরে এসেছি। একসাথে বসে প্রসাদ খেয়েছি, তখন মন্দির প্রাঙ্গণে বসিয়ে খাওয়া হয়েছিল।মনোরম স্থান, খুব ভালো লেগেছে। আরও একবার আপনার ভিডিও তে স্থানটি দেখলাম।অনেক কিছু নতুন হয়েছে, পুনরায় যাবার ইচ্ছে রইল ভাই 🙏
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক জেলার অনেক ঐতিহাসিকস্থানও সুন্দর,সুন্দর গ্রাম,প্রকৃতি,নদ,নদী দেখতে পারছি এরজন্য আবার অসংখ্য ধন্যবাদ।আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে।আশাকরি এক সময় আপনার মাধ্যমে পুর দেশ দেখব।তার জন্যআল্লাহ যেন ভাল রাখেন আপনাকে।
Islam Dhormoto botei hindu dhormeo Mufti puja aykebarey nisedh. Allah Ba Bhagwan er nisedh sorteo Jey ba jara murti puja korey ba kortey utsaho dai sey ba tara kono rokomey Behest ba Swargey jetey parbey na. M Z.Haque,B.Sc,LLB,ALIM Mufti and Advocate One and only person in the World who is,By The Grace Of Almighty Allah(S.W..A),A Qualified Moulvi I.e Passed Alim with Degrees in Science and Law. Recipient of Top Islamic Expert Award of the World
এক কথায় অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। তোমার এতো সুন্দর কথা বলার ধরণ, মুগ্ধ হয়ে যাই।শুভেচ্ছা সহ পশ্চিম বঙ্গ , নদীয়া থেকে।
এই মন্দিরটা একবার দেখতে গিয়েছিলাম।বেশ সুন্দর আর কারুকাজ রয়েছে।পাহাড়ের ভিতরে এধরনের একটা প্রাচীন স্থাপনা সত্যি মনোমুগ্ধকর।তবে এখানে বুনো হাতির ভয় রয়েছে।
আমি অপনার ভিডিও গুলো রেগুলার দেখি খুব ভালো লাগে, আপনি জাতি ধর্মের উর্ধে উঠে যেভাবে তথ্য প্রদান করেছেন,ধন্যবাদ আপনাকে৷আপনার ঐতিহাসিক উপস্থাপনা গুলো মন ছুঁয়ে যায়৷আপনার থেকে অনুপ্রেরণা পেয়েই আমি একটা ছোট জায়গা থেকে ভিডিও বানানো শুরু করেছি,আশীর্বাদ করবেন
“সবচেয়ে খারাপ মানুষগুলোর মাঝেও অল্পকিছু ভালো গুণ আছে। আবার সবচেয়ে ভালো মানুষগুলোর মাঝেও অল্প হলেও খারাপ গুণ আছে। এটা বুঝতে পারলে আমরা ঘৃণার পথে অনেক কম যাব” সত্যিকার শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে গভীর ভাবে এবং নতুন ভাবে চিন্তা করতে শেখানো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ❣️❣️
আমাদের সোনার বাংলাদেশে কত সুন্দর ভাবে আমরা মুসলমান হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ সম্প্রীতির সাথে একসাথে বসবাস করি আমি ঢাকার ধামরাই থানায় সম্ভবত বালিয়া ইউনিয়নে দাওয়াত ও তাবলীগ জামাতে গিয়ে দেখেছি একপাশে মসজিদ এবং আরেক পাশে মন্দিরে যার যার ধর্ম তারা পালন করছেন, মসজিদে নামাজ আদায় শেষ হলো এর পর হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপুর্ন ভাবে তারা তাদের ধর্ম পালন করলেন, কিন্তু এক শ্রেণীর উসকানি দাতা কুচক্রী মহল এই দেশের মানুষের সহাবস্থানকে নিয়ে মিথ্যাচার করে, সেই নর পশুর গুষ্টি গুলো দেখুক আসলেই আমাদের দেশের মানুষের মধ্যে কেমন সম্প্রতি ও ভাত্রিত্ব -
প্রথমে সমস্ত দেব দেবীকে জানাই আমার শত কোটি প্রণাম। ধন্যবাদ জানাই আমার প্রিয় সালাউদ্দিন সুমন ভাইকে । এবং তার দীর্ঘ আয়ু কামনা করি। সুমন ভাইয়ের মাধ্যমে এতগুলো মন্দির এত দেব-দেবীর দর্শন করতে পারলাম ও উপভোগ করলাম প্রাকৃতিক সুন্দর পরিবেশের ধন্যবাদ ভালো থাকবেন।। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে।
অসাম্প্রদায়িক চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ । অনেক ইউটিউবার দেখেছি কিন্তু আপনি আসলেই বাংলার আসল ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন।বাংলার সংস্কৃতি কোন ধর্মের নয়,বাংলার সংস্কৃতি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার দ্বারা সৃষ্টি হয়েছে
Mr Salauddin I give you lots of credits, being a muslim you selected to visit hindu temples and have done incredible and beautiful jobs. You deserve my lots of thanks. I enjoyed this segment thoroughly.
ভাই আপনাকে শত কোটি প্রনাম কারন আপনার এক বিশেষ গুন সব ধর্ম কে সমান চোখে দেখার জন্য।দূর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
এটাই আমাদের বাংলাদেশ 🇧🇩
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💓💓💓💓💓💓
@@anjanasaha3938))
Amra muslim ra kono dhormo k coto kore dekhi na. Muslim der niye apnader dharona ta vul.
@@Historyexplorebd কি সব ফালতু কথা। 🥸🥸
অসাম্প্রদায়িক চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ । অনেক ইউটিউবার দেখেছি কিন্তু আপনি আসলেই বাংলার আসল ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন।বাংলার সংস্কৃতি কোন ধর্মের নয়,বাংলার সংস্কৃতি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার দ্বারা সৃষ্টি হয়েছে। 🖤🖤
Bhai ota Asamprodaik noy samprodaik sompritir totho prochor er jonno sumon bhaike Donnobad ,
তুমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে কাজ করছো পুরোনো ঐতিহ্যের প্রতি কত শ্রদ্ধা! বেঁচে থেকো ভালো থেকো!
Dada shamprodaik chinta vabna hindu muslim sobar modhei thakte pare....
Jara oshamprodaik tader aktai boro porichoi ....
একটা দারুণ কথা বলেছেন, "ধর্ম ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখ সকলেই সকল ধর্ম শালা পরিদর্শন করতে পারেন "। প্রায়শঃ এ কথাি শুনি কিন্তু সকলের মনের কেন পরিবর্তন হয় না ! এটাই ভাববার বিষয়।
ruclips.net/video/nK4xmqSn2WA/видео.html
সালাউদ্দিন সুমন আপনি একজন মহান আত্মা, একজন মহান মানব,,আপনাকে আমার সম্বর্ধনা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আপনি এমনি করে সমগ্র মানব জাতিকে আরও অনেক কিছু উপহার দিন, সমৃদ্ধ করুন নিজকে ও বিশ্বমানবকে, আপনাকে ধন্যবাদ।
আমি চণ্ডিপাঠ করার সময় মেধস মুনির আশ্রমের কথা জেনেছি, কিন্তু কোথায় খুঁজে পাইনি। আপনার সৌজন্যে এ আশ্রমের সন্ধান পেলাম। আপনার এ পরিশ্রমের মূল্য আমি দিতে পারবো না। তবে আপনাকে অশেষ ধন্যবাদ।
শান্ত পরিবেশে সবুজের বুক চিরে একটি পরিচ্ছন্ন পথ তার সাথে ধরমীয অনুভূতির ছোযা সত্যি মনোমুগ্ধকর। নদীয়া পঃবঙ্গ
Thank you
খুব ভাল লাগলো,, এরকম মন সবার থাকতো তাহলে এ পৃথিবীতে কোনো ধর্ম হিংসা থাকতো না,,, সুমন ভাই আপনাকে ধন্যবাদ
ভাই সত্যি কথা ধর্ম নিয়া হানা হানি আর ভালো লাগেনা।
_আপনি আসলে একজন ভালো মনের মানুষ, তাই যা কিছুই দেখেন সবই ভালো লাগে আপনার কাছে। খুবই ভালো লাগলো। অজস্র ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি।🙏_
Very very true . If we are clean from our heart then the world will will also be cleaner. Very well said. Sumon Bhai is one of those rare species. God bless him
@@shubhodipdasgupta7260 1qq1q
ruclips.net/video/nK4xmqSn2WA/видео.html
@@shubhodipdasgupta7260 v VV vv v VV Giri v vice v VV v by v VV v by v by big boobed vvv by v vvv VV vv vv vvvvvvv
Z
পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুভেচ্ছা জানালাম। এত ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্য । একেই বলে বাংলার সংস্কৃতি । 👍👍👍
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছি। সত্যি আপনার কথাবার্তা থেকে আপনার পরিবারের পরিচয় পাওয়া যায়।
আমি বাংলাদেশেই আছি, ধন্যবাদ আপনাকে দাদাভাই, এরকম অজস্র মন্দির বিশাল বিশাল মঠ ও জমিদার বাড়ী শান বাধানো পুকুর ঘাট শতকরা ৯০ ভাগই হিন্দুদের বেদখলে চলে গেছে যা খুবই দুঃখজনক বিষয়, অনেক নিদর্শনের ধংশাবশেষও অবশিষ্ট নাই, বাংলার জন্য এখনো হাজার হাজার মানুষ ইন্ডিয়া থেকে দীর্ঘশ্বাস ফেলছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিছুই করার নাই,,
মুগ্ধ হলাম! অনেক গল্প শুনেছি বাস্তবে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনার বচনভঙ্গি তথ্যসূত্র সত্যিই মুগ্ধ করে। বাংলাদেশের এরকম একটা প্রাচীন ঐতিহাসিক স্থান পর্যটন যে আছে অন্য কেউ এভাবে তুলে ধরেনি। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছি। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। লাভ ইউ বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুর।
সুমন বাবু আপনি আমার পুত্রবৎ।আপনাকে আমার অনেক ধন্যবাদ৷ আপনি সর্ব ধর্ম কে সন্মানের চোখে দেখে হিন্দু ধর্মের একমহান মন্দিরের সবকিছুকে তুলে প্রচার করেছেন।আপনাকে ঈশ্বর ও আল্লাহ দীর্ঘ জীবন সুস্থতা দান করুন। এই আশ্রম আপনার দয়ায় আমি কলকাতায় থেকে দর্শন করে ধন্য হলাম।
সালাম / প্রনাম
সুমন বাবু আপনাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের, ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা আমাকে অভিভূত করেছে। সুদূর কলিকাতা থেকে আপনার এত সুন্দর প্রতিবেদন আমাকে মুগ্ধ করলো এবং দেবী দুর্গার প্রথম পূজা ও তৎসহ অনেক স্মরণীয় পবিত্র স্থান দর্শন করে ধন্য হলাম ও জীবন সার্থক হল। আমরাও পূর্ববঙ্গের মানুষ ও বাবার সঙ্গে দুবার চট্টগ্রাম এ যাবার সৌভাগ্য হয়েছে।কিন্তু এসব জায়গা দর্শন করার সুযোগ হয়নি। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনার এই উপস্হাপনা আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।ভালো থাকবেন এই কামনা করি ❤❤❤
অনেক সুন্দর উপস্থাপনা ...। এভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ
ভাই আপনার সব ভিডিও দেখি,যত দেখি শুধু মুগ্ধতা হয়।
ভাই সুমন প্রথমে শারদ শুভেচ্ছা জানাই। আপনার ভাষাও চিত্রায়নের অসাধারণ দক্ষতা মুগ্ধ করে। সুন্দর উপস্থাপনা অতুলনীয়। ইউটিউবে অনেক প্রতিবেদন দেখি কিন্তু আপনার ধারে কাছে কেউ নেই । আমি ভারতের বাংলার দর্শক।
অনেক সুন্দর উপস্থাপনা ...। এভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ
সুমন ভাই আপনার জন্য শুভকামনা 💗।
Suman thanks
ভাষা নেই আপনাকে কৃতজ্ঞতা জানাবার তবে বুঝতে পারছি আপনি মেধস মুনির আশ্রমের সত্যযুগে একজন ছিলেন! আপনার মাধ্যমেই মেধস মুনি আজ আমাদের আলো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের একজন বাংলাভাষী ভারতীয় সনাতন ভাই আপনাকে প্রণাম জানাই
সালাউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন এক নিদর্শন দেখানোর জন্য। বাংলাদেশের নতুন এক পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হক।
@Digonter Akash 9⁹⁹⁹
অসম্প্রদায়িক মেধার অসম্প্রদায়িক
চিন্তাধারার ও ধর্মীয় অনুভূতির বহি
প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
জাতি ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে
সুমন ভাই এর ভিডিও খুব ভালো লাগে।।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে দেখছি।
Thanks bhai 🇧🇩
আমি নদিয়া রানাঘাট থাকে বলছি ❤
@@RDverse18 ami fulia ranaghat
দাদা আমি ভারতে থাকি , আমি বাংলাদেশের অনেকের ভিডিও দেখে থাকি কিন্তু তোমার ভিডিও দেখতে সবচেয়ে বেশি ভাললাগে এবং সত্যতা খুজে পাই ।
কি সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়েছি মনে হচ্ছে ছুটে চলে যায় ।সকল বাঙ্গালী বাসী দের জানায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ❤️❤️
আমার দুইবার যাওয়া হয়েছে এই মেধষমুনী আশ্রমে।খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি উপস্থিত।সুমন দাদা কে ধন্যবাদ এই ইতিহাস সমৃদ্ধ মেধষমুনী আশ্রমকে তুলে ধরার জন্য।
Vai ai jaygata kothay aktu thikana ta bolen plz
আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হই।
কলকাতা থেকে আপনার জন্য অনেক ধন্যবাদ জানাই সুমন দা
আসুন আমরা দুই বাংলা মিলে বড় একটা বাংলাদেশ গড়ি
কত অজানারে জানলাম। আমি কলকাতা শহরে বসে আপনারা প্রায় সব ভিডিও দেখি। আপনি অনেক ভালো মানুষ। প্রচুর মানুষের আশির্বাদ ধন্য। আপনি জীবনে তো অনেক অনেক উঁচুতে উঠবেন সবার ভালোবাসা পাবেন।
সুমন ভাই খুব সুন্দর জায়াগা টা আমার অনেক ভালো লেগেচে আপনার সব গুলো ভিডিও দেখি আশা করি আপনি আরো সুন্দুর ভিডিও দীবেন
সালাউদ্দিন ভাই। খুব ভাল লাগল। তোমার প্রতি আমার অনেক অনেক ভালবাসা ও সুভেচ্ছা রইল। তোমার মত মুসলিম সবার ঘরে ঘরে জম্ম হোক। ভগবান তোমার মঙ্গল করুন।
সুমন ভাই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহর থেকে আপনাকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানালাম।
সুন্দর একটা উপস্থাপন
দেখালেন সুমন দা পশ্চিমবঙ্গ
অসাধারণ সুমন,আপনার প্রয়াস আর চেষ্টা বৃথা যাবে না ।আসল কাজ প্রকৃত সাংবাদিকের কাজই সত্য কে তুলে ধরা ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আসলে না দেখলে বুঝতাম না যে বাংলাদেশে এত সুন্দর মন্দির আছে। খুব সুন্দর লাগলো
@Digonter Akash Sonar bangla bole.
ভাই আপনাদেরকে, আপনাদের দেশের রাজনৈতিক নেতারা ভুলভাল বুঝিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে।
অতিপ্রাচীন সত্যঘটনা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
আপনার এতো সুন্দর কথার মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন আসল উৎঘটনটি।
পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ অজানা আকর্শনীয় স্হান সমূহ দেখানোর জন্য। কৃতান্তদলনী
কি দেখালেন সুমন দা !!! কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বলে বুঝাতে পারছিনা। দুর্গাপুজোর সময়ে এই উপস্থাপনা সত্যিই প্রাসঙ্গিক, মনকে ছুঁয়ে দিলেন, অপরূপ এক প্রশান্তি পেলাম, আপনার প্রতি শ্রদ্ধা দিন দিন বেড়েই যাচ্ছে
আমাদের বোয়ালখালীর ইতিহাসের সাক্ষি হয়ে আছে এই ঐতিহাসিক মন্দির।ধন্যবাদ সালাহউদ্দিন সুমন ভাই।।।
আপনাকেই তো মনে হয় সুমন ভাই এর সাথে দেখলাম ভিডিওতে।
@@aktaronirban1799। হ্যা ভাই
সবাই একটু দয়া করে মনোযোগ দিয়ে পড়বেন।🙏🙏
মা চন্ডীই মা দূর্গা।
দূর্গাপূজা মূলত বছরে ২টা সময়ে করা হয়। একটা বাসন্তী দূর্গাপূজা যেটা বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত হয়।
আরেকটি শারদীয় দূর্গাপূজা যেটা শরৎকালের আশ্বিন মসের শুক্লপক্ষে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত হয়।
সত্যযুগে এই মেধসমুনির আশ্রমেই সর্বপ্রথম মেধসমুনির নির্দেশে রাজা সুরথ ও সমাধি বৈশ্য মা চন্ডীকে মর্ত্যলোকে বসন্তকালে "মা বাসন্তী" রূপে পূজা করেন। তখন থেকেই(সত্যযুগ) প্রথম পৃথিবীতে দূ্রগাপূজা শুরু। তখন কিন্তু শারদীয় দূর্গাপূজার প্রচলন ছিলো নাহ।।
সত্যযুগ পেরিয়ে ত্রেতাযুগ এলো।
রাক্ষস রাজা রাবণ মা সীতাকে তুলে লঙ্কা(বর্তমান শ্রীলঙ্কা) নিয়ে গেলে মর্যাদাপুরুষোত্তম রাম মা সীতাকে উদ্ধারের জন্য ও রাবণকে পরাজিত করার জন্য মা চন্ডীকে অকালে ( শরৎকালে) {কারণ ঃ মা চন্ডীর পৃথিবীতে পূজা করা হতো বাসন্তীরুপে বসন্তকালে} পূজা করেন। মাকে অকালে বোধন করেন। আর তখন থেকেই বাসন্তী দূর্গাপূজার পাশাপাশি "শারদীয় দূর্গাপূজার" শুরু।
রাম মা চন্ডীকে অকালে পূজা করাই শারদীয় দূর্গাপূজাকে "অকাল বোধন" ও বলে।
বর্তমানে এই শারদীয় দূর্গাপূজা ব্যাপকভাবে প্রচলিত।পাশাপাশি বাসন্তী দূর্গাপূজাও হয়।
তবে ২টা ভিন্ন সময়ে।
তাহিরপূরে রাজা কংসনারায়ন সর্বপ্রথম বাংলায় মূলত এই শারদীয় দূ্র্গাপূজার সূচনা করেন।
তাই বলা যায় ঃ দেবী চন্ডকে সর্বপ্রথমা দূর্গারুপে পূজা সত্যযুগে এই মেধসমুনির আশ্রমেই শুরু।
ধন্যবাদ।
ঢাকা থেকে যাওয়ার সহজ রাস্তা টা কিভাবে হবে এই মন্দিরে অনুগ্রহ করে জানাবেন
@@dnbadal8032 ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন। এরপর কাপ্তাই রাস্তার মাথা হয়ে পুরোণ ব্রীজ দিয়ে নির্দেশনা মোতাবেক পৌছবেন..
অবিশ্বাস্য ----- আপনার উপস্থাপনা , কন্ঠস্বর , ধর্ম নিরপেক্ষতা -_--- বুদ্ধিমত্তার পরিচয় বহন করে । হাজারোধিক আন্তরিক শুভেচ্ছা সহ ধন্যবাদ জানাচ্ছি ।
ধর্ম মানুষকে আলাদা করতে পারে না। আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করে নিজেকে অনেক বড় ও মহৎ হিসাবে প্রমান দিছেন। সালাউদ্দিন ভাই আপনার মত যদি সব মানুষ হত এই দুনিয়ার চিত্রটাই বদলে যেত, এত সংঘাত হতনা শুধু ধর্ম নিয়ে। ভবিষ্যৎতে আপনার মত মানুষের জন্ম হউক আপনার মত মানুষের সংখ্যা বাড়ুক এতটাই প্রত্যাশা
আমি অসম্ভব মুগ্ধ, আমার সোনার হিন্দু ঐতিহ্য দেখে! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇺🇲🇺🇲
আপনার মধ্যে সৌন্দর্য উপভোগ অনুধাবনের যে ক্ষমতা আছে তা প্রশংসনীয়। আপনাকে কৃতজ্ঞতা জানাই।
Apni sotti manob .
@@niharbasu6004 aaAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
@@bikasdas8174 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@bikasdas8174 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
আপনার কথা গুলো খুবই ভালো লাগলো। নিরপেক্ষ চিন্তা ধারার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতার ভাবানীপূর অঞ্চল থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
দাদা আমি কলকাতা থেকে আপনার লেখা খুব ভালো লাগলো। আমি রাজারহাট থেকে।
@@ssgazi5906 ভাই তোমাকেও ধন্যবাদ আমার ছোট লেখা ভালো লাগার জন্য।
বাংলাদেশে আমরা সবাই বৌদ্ধ ও হিন্দুদের সম্মান করি। এটাই আমাদের সংস্কৃতি
@@Historyexplorebd খুবই ভালো, এটাই তো মানব সমাজে কাম্য।
@@Historyexplorebd ,তাই বুঝি! প্রতিদিন শয়ে শয়ে মুসলিমদের অত্যাচারে ভারতে আসছেন কেন???
অসাধারণ উপস্থাপনা, মনে এক পবিত্র অনুভূতি নিয়ে পুরো পর্ব শেষ পর্যন্ত দেখলাম।
বারতি পাওনা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।
সালাহউদ্দিন সুমন তুমি আমার প্রাণ ভরা ভালবাসা আর আন্তরিক শুভেচ্ছা নিও। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো।
খুব খুব ভালো লাগলো.. এই জায়গার ব্যাপারে জানাই ছিল না.. কোনোদিন বাংলাদেশে যেতে পারলে এখানে অবশ্যই যাবো.. আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উপস্থাপনার জন্য।। এই ভিডিও share করছি.. আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের জানতে হবে এই জায়গাটির ব্যাপারে।।
Thankyou
অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনা লালন করেন আপনি এজন্য আপনার প্রতি রইলো অতল শ্রদ্ধা। আসলে অসাম্প্রদায়িক হওয়া সবচেয়ে গর্বের বিষয় এবং অসাম্প্রদায়িক মানুষগুলোই আমাদের দেশের সম্পদ। এমন মানুষগুলোই পারে বাংলাদেশ কে বদলে দিতে। সবসময় আপনার পাশে আছি।
আল্লাহ্ গো এতো চমৎকার...... পরিবেশ.... 💚❤️💛💜💙💚💚💚
দাদা আমি India (Tripura )থেকে বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মন্দির দেখার জন্য
কোনো জায়গা আমি udaipur
Ami Agartala
ধন্যবাদ দিয়ে শুরু করি সালাউদ্দিন দা,আপনার মতো সৌন্দর্য প্রেমী ,কাব্যিক উপমায় ভরিয়ে দেওয়া মন ও ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে আপনার ভিডিও আমাকে চমৎকৃত ও আপ্লুত করে। আমি ভিডিও গুলি গোগ্রাসে গিলি। আপনি সুস্থ সবল থাকুন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ, পঃবঃ।
একদম ঠিক। ছোটবেলায় মা বাবার মুখের শুনে বড় হয়েছি যে দুর্গাপুজোর সৃষ্টি মেধম মুনির আশ্রমে হয়েছিল। আজ আপনার মাধ্যমে মেধস মুনির আশ্রমটি দেখা হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেধস মুনির আশ্রমটির ভিডিও বানানোর জন্য।।।
দাদা তুমি আজ মহা সপ্তমীর দিন এই ভিডিও প্রকাশ করে এক মহান কাজ করেছো।ভাষায় বর্ণনা দেওয়ার মত নয়। তুমি যে এত ভালো কাজ করছ তার তুলনা চলে না।আজ দেবী মা দুর্গার কাছে তোমার পুরো পরিবারের জন্য অনেক আশীর্বাদ চাইবো। আমি ভারতের পশ্চিম বঙ্গ থেকে তোমাকে আমার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানালাম।আমাদের ও বাড়ি একসময় বাংলাদেশ এর খুলনা জেলায় ছিলো। ভালো থেকো দাদা।❤️❤️❤️
অসাধারণ উপস্থাপনা। মন ভরে গেল। কলকাতায় থাকি। জানি না কখনো যেতে পারবো কি না। তবুও মানস ভ্রমণ হয়ে গেল আপনার দৌলতে।
ধন্যবাদ. সকল ধর্মকে এভাবে রিপ্রেজেন্ট দেখে খুব ভালো লাগে ❣
আপনার ব্লগ দেখে মন ভাল হয়ে গেল।বাংলাদেশের ১০০% মানুষ যদি আপনার আমার মানষিকতার হত,,
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আপনার সমস্ত ভিডিওগুলো আমি দেখি আপনার কথা বলার ধরন বলে বর্ণনা করা যাবে না এক কথায় অসাধারণ উপস্থাপনা
হয়তো কখনও গিয়ে নিজের চোখে দেখতে পাবো না কিন্তু সুমন ভাই এর জন্য এরকম একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান দেখার সৌভাগ্য হলো। পশ্চিমবঙ্গ থেকে আপনার জন্যে অসংখ্য ভালোবাসা জানবেন ভাই
পশ্চিমবঙ্গএ আসবেন, আপনার নিমন্ত্রণ রইলো। আপনার ভিডিও গুলো mis করি না। হাজার দুয়ারী, ও ঢাকার ঘসেটি বেগম যে ভিডিও টা খুব সুন্দর ছিলো...
আপনার বিশ্লেষণ সম্পূর্ণ যথার্থ। অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও নির্মাণের জন্য। ঈশ্বর বা আল্লাহ আপনার কল্যান করুন।💜
অসাধারণ, অপূর্ব ধন্যবাদ সুমন ভাই, পশ্চিম বাংলা থেকে
হিংসা,ধর্মীয় ভেদাভেদ ভুলে এত সুন্দর একটা ভিডিও মহা দূর্গা উৎসবের মধ্যে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।এই জন্যই আপনার ভিডিও এত ভালো লাগে।অবিরাম ভালোবাসা রইল ভাই।😱😱♥️♥️♥️
Dada ami INDIA theke dekhchhi , khub valo laglo , apnake onek onek dhornobad dada. (MURSHIDABAD theke bolchi Bangladeshe ai rokom Mandir reyeche ami kono din vabte pari ni !!! Ai rokom Mandir West Bangal teo dekhi ni) INDIA
আমি মুর্শিদাবাদ থেকে বলছি । খুবই ভালো লাগলো VDO টা । আমার মনে হচ্ছে আপনার শেষের কথাটা একদম ঠিক এবং যুক্তিসঙ্গত ।
অপরূপ সৌন্দর্য স্থান টি,ভিডিওটি সুন্দরভাবে করেছেন দাদা
Ho
সুমন ভাই আগরতলা থেকে
মুগ্ধ হলাম প্রাকৃতিক প্রাচুর্যে।
এটা ধর্মীয় স্থান থেকেও আমার কাছে পর্যটন স্থল হিসেবে বিবেচিত হলো।
বোয়ালখালীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী একটি নিদর্শন দেখানোর জন্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে । কিন্তু ভাই আপনি বোয়ালখালীর আরো অনেক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান মিস করেছেন।
সুমন ভাই, হাজার হাজার ব্লগ পাওয়া যায় ইউটিউব এ। কিন্তু অন্য যারা ব্লগ বানায় তাদের অনেক কিছু শিখার আছে আপনার করা অসাধারণ ভিডিও গুলো থেকে। অনেক দোয়া ও ধন্যবাদ রইলো ভাই।
ভাই আপনার প্রতিটি ভিডিও বিশ্লেষণধর্মী তথ্যবহুল খুবই চমৎকার। ধন্যবাদ এরকম সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
ধন্যবাদ সালাউদ্দিন দাদা আপনাকে💐। কি দারুণ ভাবে আপনি অসাম্প্রদায়িকতার স্রোতধারা বুকে নিয়ে বয়ে চলেছেন বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। আপনাকে সেলিম নামের যিনি পথ চিনিয়ে নিয়ে গেছেন তাকেও ধন্যবাদ। আপনি এগিয়ে যান সালাউদ্দিন দাদা। আপনার জন্য অশেষ শুভকামনা, অফুরান ভালোবাসা 💖।
ভাই আমি ৭ বছর আগে ইন্ডিয়া থেকে গিয়ে ঘুরে এসেছি। একসাথে বসে প্রসাদ খেয়েছি, তখন মন্দির প্রাঙ্গণে বসিয়ে খাওয়া হয়েছিল।মনোরম স্থান, খুব ভালো লেগেছে। আরও একবার আপনার ভিডিও তে স্থানটি দেখলাম।অনেক কিছু নতুন হয়েছে, পুনরায় যাবার ইচ্ছে রইল
ভাই 🙏
❤️❤️ পুনরাগমনের আমন্ত্রণ রইল ❤️❤️
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক জেলার অনেক ঐতিহাসিকস্থানও সুন্দর,সুন্দর গ্রাম,প্রকৃতি,নদ,নদী দেখতে পারছি এরজন্য আবার অসংখ্য ধন্যবাদ।আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে।আশাকরি এক সময় আপনার মাধ্যমে পুর দেশ দেখব।তার জন্যআল্লাহ যেন ভাল রাখেন আপনাকে।
খুব সুন্দর ভিডিও, আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমি ইন্ডিয়া থেকে প্রত্যেকটা ভিডিও আপনার দেখি, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই।
Same comments
Islam Dhormoto botei hindu dhormeo Mufti puja aykebarey nisedh. Allah Ba Bhagwan er nisedh sorteo Jey ba jara murti puja korey ba kortey utsaho dai sey ba tara kono rokomey Behest ba Swargey jetey parbey na.
M Z.Haque,B.Sc,LLB,ALIM
Mufti and Advocate
One and only person in the World who is,By The Grace Of Almighty Allah(S.W..A),A Qualified Moulvi I.e Passed Alim with Degrees in Science and Law.
Recipient of Top Islamic Expert Award of the World
এক কথায় অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। তোমার এতো সুন্দর কথা বলার ধরণ, মুগ্ধ হয়ে যাই।শুভেচ্ছা সহ পশ্চিম বঙ্গ , নদীয়া থেকে।
পশ্চিমবাংলার বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে শুভেচ্ছা রইলো সুমন ভাই
এই মন্দিরটা একবার দেখতে গিয়েছিলাম।বেশ সুন্দর আর কারুকাজ রয়েছে।পাহাড়ের ভিতরে এধরনের একটা প্রাচীন স্থাপনা সত্যি মনোমুগ্ধকর।তবে এখানে বুনো হাতির ভয় রয়েছে।
Bai akono hinduder gud maroni
Vai jaygata kothay proper thikana ta den plz
@@PollirRong চট্টগ্রামের বোয়ালখালী।কালুরঘাট ব্রিজ হয়ে যেতে হয়।
খুব খুশি হলাম ভাই আমাদের চট্টগ্রামের ভিডিও দেখে অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।❤️
Unbelivadly beautiful ashram.Awesome vlog.Love from Kolkata .🤗🤗🤗🤗
পুরো ভিডিও মনেযোগ সহকারে দেখলাম,আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤️❤️
USA থেকে দেখছি আমি মুসলিম হলেও এই মন্দিরে যাওয়ার ইছেছ রইলো খুব সুনদর যায়গা
অসাধারণ অপূর্ব সুন্দর লাগছে আমি ও যাব
অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্য
ভাল লাগল চট্টগ্রামের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার জন্য।
অসাধারণ উপস্হাপনা। ব্রীজের কথা থেকে শুরু করে ইতিহাসের সুন্দর সমাপ্তি সতি্যই অসাধারণ..
ভাই তোমার প্রচেষ্টার ধন্যবাদ বাঙৃ্লাদেশের এই প্রাগ ঐতিহাসিক নিদর্শন খুব মনোমুগধকর
আমি অপনার ভিডিও গুলো রেগুলার দেখি খুব ভালো লাগে, আপনি জাতি ধর্মের উর্ধে উঠে যেভাবে তথ্য প্রদান করেছেন,ধন্যবাদ আপনাকে৷আপনার ঐতিহাসিক উপস্থাপনা গুলো মন ছুঁয়ে যায়৷আপনার থেকে অনুপ্রেরণা পেয়েই আমি একটা ছোট জায়গা থেকে ভিডিও বানানো শুরু করেছি,আশীর্বাদ করবেন
আপনার কথা গুলো এবং আপনার উপস্থাপনা অনেক সুন্দর লাগলো
আমার সীতা মন্দিরে বেশি ভালো লাগে, আমি অনেক বার গেছি। যতবার যায় ততবার ভালো লাগে
“সবচেয়ে খারাপ মানুষগুলোর মাঝেও অল্পকিছু ভালো গুণ আছে। আবার সবচেয়ে ভালো মানুষগুলোর মাঝেও অল্প হলেও খারাপ গুণ আছে। এটা বুঝতে পারলে আমরা ঘৃণার পথে অনেক কম যাব”
সত্যিকার শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে গভীর ভাবে এবং নতুন ভাবে চিন্তা করতে শেখানো।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ❣️❣️
Hullabaloo gudalallh
Abhishek Roy ki bujate chayase ?
@@abdullahmaimum কিছু বুঝায় নাই। গালাগালি দিয়েছে শুধু। এই ব্যাটা অনেক পুরান শয়তান, ইন্টারনেটে মুসলমানদের গালাগালি দিয়ে বেড়ানোই এর পেশা। হা হা হা...
কেন গালাগালি দেয় একজন মুসলমান হয়ে????
@@avishekroy1901 toi..akta...noro..poshu
অনেক ধন্যবাদ ভাই সুমন।
আপনার মতো মানুষ আজকের দিনেও আছেন। ভেবে ও দেখে খুব আনন্দিত হলাম।
আপনার জীবনে অনেক উন্নতি হোক।
সুন্দর একটা ভিডিও দেখলাম
অনেক তথ্য বহুল ছিলো ব্লগটা 🧡☘️
খুব সুন্দর লাগল, এও মনে হোল আপনাদের মতো উদার মানসিকতার মানুষ এই পৃথিবীর বড়ো প্রয়োজন।
আমাদের সোনার বাংলাদেশে কত সুন্দর ভাবে আমরা মুসলমান হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ সম্প্রীতির সাথে একসাথে বসবাস করি আমি ঢাকার ধামরাই থানায় সম্ভবত বালিয়া ইউনিয়নে দাওয়াত ও তাবলীগ জামাতে গিয়ে দেখেছি একপাশে মসজিদ এবং আরেক পাশে মন্দিরে যার যার ধর্ম তারা পালন করছেন, মসজিদে নামাজ আদায় শেষ হলো এর পর হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপুর্ন ভাবে তারা তাদের ধর্ম পালন করলেন, কিন্তু এক শ্রেণীর উসকানি দাতা কুচক্রী মহল এই দেশের মানুষের সহাবস্থানকে নিয়ে মিথ্যাচার করে, সেই নর পশুর গুষ্টি গুলো দেখুক আসলেই আমাদের দেশের মানুষের মধ্যে কেমন সম্প্রতি ও ভাত্রিত্ব -
রাজশাহীর তাহিরপুর মন্দির অথবা মেধস মুনির আশ্রম - যেখান থেকেই শুরু হোক, দুর্গাপুজা উৎপত্তিস্থল বর্তমান বাংলাদেশ। জেনে ভালো লাগল।
আপনার উপস্হাপনা সত্যিই খুব সুন্দর
প্রথমে সমস্ত দেব দেবীকে জানাই আমার শত কোটি প্রণাম। ধন্যবাদ জানাই আমার প্রিয় সালাউদ্দিন সুমন ভাইকে । এবং তার দীর্ঘ আয়ু কামনা করি। সুমন ভাইয়ের মাধ্যমে এতগুলো মন্দির এত দেব-দেবীর দর্শন করতে পারলাম ও উপভোগ করলাম প্রাকৃতিক সুন্দর পরিবেশের ধন্যবাদ ভালো থাকবেন।। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে।
আপনার কথার মধ্যেই যেন এক প্রাণ লুকিয়ে আছে। অসাধারণ লাগে আপনার ভিডিওগুলো। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, খুব ভালো লাগে।
আপনার জন্যে দেখতে পেলাম একটি ঐতিহাসিক মন্দির আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।।
দাদা আমি কুয়েত থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য গুলো তুলে ধরার জন্য 💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚
অসাধারণ!
অসাম্প্রদায়িক চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ । অনেক ইউটিউবার দেখেছি কিন্তু আপনি আসলেই বাংলার আসল ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন।বাংলার সংস্কৃতি কোন ধর্মের নয়,বাংলার সংস্কৃতি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার দ্বারা সৃষ্টি হয়েছে
ভাই আপনার ভিডিও গুলো আসলেই অনেক ভালো লাগে, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম
সত্যি মুগ্ধ হলাম।ধন্যবাদ সুমন ভাইকে❤️
ভাই আপনার ভিডিওতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর জায়গা আমাদের মাঝে তুলে ধরার জন্য😇👍👍👍👍
দারুন দাদা কলকাতা থেকে অনেক ভালোবাসা আপনার জন্য 💖
Mr Salauddin I give you lots of credits, being a muslim you selected to visit hindu temples and have done incredible and beautiful jobs. You deserve my lots of thanks. I enjoyed this segment thoroughly.
অনবদ্য পরিবেশনা। মন ভরে গেলো। খুব ভালো থাকবেন সুমন ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। কোনদিন যেতে পারব কিনা জানিনা তবে হৃদয় তৃপ্ত হয়ে গেল ।
অনেক শুভকামনা আপনাকে জানাই।
We all really love you SUMON da. You're just excellent. Lots of love 🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌸🌸🌸💐💐💐💐from Assam INDIA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
জয় মা দুর্গা। দুর্গতিনাশিনী মা।। কলকাতা, ভারত থেকে। আজ শুভ লক্ষী পূজার শুভেচ্ছা, সালাউদ্দিন সুমন কে।। অসাধারণ একটি ভিডিও এবং ব্লগ।।।
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে,এ রকম ধর্মীয় স্থান আছে এদেশে,কখনো জানতাম না,অসংখ্য ধন্যবাদ এ রকম ভিডিও উপহার দেওয়ার জন্য।