বৌদ্ধ মন্দিরের ভেতর কি হয় দেখুনঃ The national Pagoda of Myanmar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2020
  • ইউটিউব থেকে ফেইসবুকে মাইগ্রেশন / theyoutubestar
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন আমি এবং আমার তিনজন একনিষ্ঠ সহযোগী ইউটিউবে নিরন্তর ও একনিষ্ঠ সময় দিয়েছি। তবে এখন ধী-রে ধী-রে আমি সরে আসছি ফেসবুক জগতে। আমার কাছে মনে হচ্ছে জুকার বার্ক এর ফেসবুক সাইবার বিশ্বে এখন মহাশক্তিবান। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শক্তি বেহুদা জায়গায় নষ্ট না করে শক্তিধরের কাছেই ব্যয় করবো। ইউটিউবেও থাকবো তবে সেটা হবে আমাদের দ্বিতীয় প্রায়োরিটি। অনুরোধ করছি আপনারাও ধীরে ধীরে আমার ফেসবুক পেজ এর দিকে এগিয়ে আসুন। সেখানেও আমার একই নাম, শুধু BONI AMIN page লিখে FOLLOW সাইনে একটা টোকা মেরে আমাকে ফলো করতে পারেন নিত্যনূতন ভ্রমণ ভিডিও এবং মাঝে মাঝে আমার 'মনের কথা' শোনার জন্যে। প্লীজ অপরিচিত কেউ আমার ফেসবুকের মূল প্রোফাইলে গিয়ে আমাকে 'ফ্রেন্ড রিকুয়েস্ট' পাঠাবেন না, তাহলে আবার সেই পুরোনো যন্ত্রনা, "ভাইয়া আমার ছবিতে লাইক কেন দিলেন না? আপনি আমাকে লাইক দিন তবে আমিও আপনার ছবিতে লাইক দেব!!!!" অর্থাৎ 'লাইক' লেনদেনের কাহিনী শুরু হবে, আমি ন্যাড়া পুনরায় সেই বেলতলায় যাচ্ছি না। মাথায় হেলমেট লাগিয়ে এবার বেল গাছের তলায় অর্থাৎ ফেসবুকে আসলাম। সুতরাং আপনি শুধু আমার ফেইসবুক পেজ এ গিয়ে একটি টোকা মেরে আমাকে ফলো করতে পারেন। আবারো বলছি অপরিচিত কে-উ-ই আমাকে ফেসবুক মূল প্রোফাইলে কোন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না, প্লীজ - প্লীজ - প্লীজ।
    আমার করোনা বন্দিজীবন শেষে আল্লাহ বা ভগবান যদি চাহে তবে ২০২১তে আমার পূর্ব ঘোষিত তিনি ট্রিপ বিদেশ ভ্রমণটা সেরে ফেলার আশা রাখি। ১ম ট্রিপ: (মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, জর্ডান এবং ইস্রায়েল) ২য় ট্রিপ: (ল্যাটিন আমেরিকার চিলি, ব্রাজিল এবং প্যারাগুয়ে), ৩য় ট্রিপ: (ভিয়েতনাম ও কাম্বোডিয়া), (২০২১ সনের ভেতরেই সারতে চাচ্ছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ বা ঈশ্বরের ইচ্ছা) সাথে অবশ্যি ভেরোনিকা থাকছে আমার ক্যামেরার পেছনে। আর বিভিন্ন ট্রিপে সময় ও সামর্থ বুঝে বিভিন্ন সহযোগী আমাদের সাথে থাকবে যাদের শুধু থাকা খাওয়া এবং ডমেস্টিক ট্রাভেল খরচ আমাদের ঘাড়েই থাকবে। আমাদের জন্যে দোয়া/আশীর্বাদ করবেন। ধন্যবাদ - বনি আমিন, মেইন অ্যাডমিন - সিডনী, অস্ট্রেলিয়া
    স্বয়ং 'আল্লাহ' BONI AMIN চ্যানেলটি চালাচ্ছে
    -----------------------------------------------------------------
    উক্ত ইউটিউব চ্যানেলের মালিক স্বয়ং "আল্লাহ", আমি Boni Amin এই চ্যানেলের শুধুমাত্র একজন "খাদেম"।
    অনুরোধঃ আপনি যদি 'মোকসুদুল মুমীন' বা উগ্রবাদী হিন্দু হন বা ইসলাম বিদ্বেষী হন তবে এই চ্যানেলটি কক্ষনো ভিজিট করবেননা। আর যদি ভুলক্রমে চ্যানেলটা সাবসক্রাইব করে থাকেন তবে এক্ষুনি আনসাবসক্রাইব করুন। বঙ্গবাসী হে 'রঙ্গীলা মুমীন, দূরে থাকুনঃ আমীন - সুম্মা আমীন, বনি আমিন

Комментарии • 609

  • @BoniAmin
    @BoniAmin  4 года назад +52

    জেরিন সুবাহানাল্লাহ@ভাইয়া আপনার কমেন্টের পিঠে বলছি, নিরপেক্ষ মন ও ধৈর্য দিয়ে তবে শোন - মিয়ানমার মুসলমানদের উপর অনেক কম অত্যাচার করছে, আমি সেজন্যে ওদেরকে বার বার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মিয়ানমারে আজো লাখো লাখো রোহিঙ্গা মুসলিম আছে, কিন্তু কেন এবং কিভাবে আজো টিকে আছে ভাবতে অবাক লাগে। ধন্যবাদ দেই এই সহজ সরল বোকা বৌদ্ধ ধর্মের লোকগুলোকে যখন আমি বর্তমান মুসলমান দেশগুলোর দিকে তাকাই। বার্মাকে আরো ধন্যবাদ দেই যখন বাংলাদেশের ধর্ম ও বর্ণগত সংখ্যালঘুদের 'মানসিক অবস্থা' আমি দেখি, আর সেই দেখার দৃষ্টি থাকতে হলে জেরিন সুবাহানাল্লাহ ভাইজান আপনাকে আরো অনেক-অনেক লেখাপড়া করতে হবে এবং নিজেকে 'মুসলমান' নয় বরং একজন 'মানুষ' হিসেবে নিরপেক্ষ অবস্থানে নিয়ে তারপর দেখতে হবে। পুনশ্চ: 'রোহিঙ্গা বিতাড়ন' বিষয়ে বার্মা দারুন কাজ করেছে, যে কাজটিতে হিন্দু দেশ ভারত অনেক দেরি করে ফেলেছে, তবে এনারসির নামে 'বিসমিল্লাহ' করে ভারত শুরু করেছে মাত্র। মনে রেখো - তাবৎ বিশ্বের 'অমুসলিম'দের প্রতি বাংলাদেশি মুসলমানদের দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে পরিবর্তন না হলে সামনে দুর্ভাগা মুসলমানদের জন্যে আরো দুর্দিন এগিয়ে আসবে 'ইনশাল্লাহ'। আবারো বলছি, চায়না, ভারত এবং বার্মা এই দেশগুলো 'দারুন কাজ' করছে, ওদেরকে চুমো দিয়ে ধন্যবাদ দিন এবং সমস্বরে বলুনঃ "তোমরা আমাদেরকে এতো কম অত্যাচার কেন করছো, ভারতে এখনো ফজর ওয়াক্ত এর ঘুমভাঙানো আজান কেন বাজে, ওরা এখনো প্রকাশ্যে আমাদেরকে নাঙ্গা করে কেন পেটায় না, সকল মাদ্রাসা কেন ভারত সরকার আজও বন্ধ করছেনা, আমাদের মুসলিম নারীরা এখনো তোমাদের দেশে কিভাবে হিজাব পরে নিরাপদে চলছে?" জেরিন ভাইয়া (মেয়ে নামের আড়ালে হে বঙ্গবীর মুমিন মুসলেমিন) আপনাকে আমি সময় খরচ করে আমার এই কমেন্টের মাঝে আজ চূড়ান্ত নোটিশ দিতে চাই যে, আপনি আমার কমেন্টের পিঠে যদি আগামী ২৪ঘন্টার মধ্যে বর্তমান মায়ানমার সরকারের 'উদারতা ও বোকামিতা'র জন্যে এবং পাশাপাশি প্রতিবেশী হিন্দু দেশ ভারতকে 'মুসলিম নির্মূল' অভিযান না চালানোর জন্যে বা ভারত এখনো মুসলিমদের প্রতি নিষ্ঠুর না হওয়ার জন্যে যদি ধন্যবাদ না দেন তবে আপনার সাথে আমার সত্যি 'আড়ি' হয়ে যাবে, অর্থাৎ সোজা ব্লক। তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানকে যখন 'ইসলামী বুনিয়াদের' ধ্বজাধারী বলে মুসলিমরা 'সুবাহানাল্লাহ - মারহাবা' বলে বগল বাজিয়ে 'হ্রেষা ধ্বনি' দিয়ে বুকফুলিয়ে সামনের দুই পা তুলে লাফাতে পারে তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপ্রধান শ্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী হলে দোষ কোথায়? আপনার মত একপেশে ও নির্দয় মকসুদুল মুমিনরা আমার ভিডিও দেখুক আমি তা একদম চাই না, কারণ ইউটিউব আমার ব্যবসা বা রুটিরুজি নয়। আমি বনি আমিন, জগৎ ছেড়ে চলে গেলেও যেন এই 'অমানুষ'কে আপনাদের জগতের 'মানুষ'রা মনে রাখে সে জন্যেই আমি এই চ্যানেল চালাচ্ছি, অর্থের লোভ বা সাব্স্ক্রাইবারের বাড়ানোর লোভে বা খোয়ানোর আতঙ্কে নয়, আবারো বলছি This is BONI AMIN, আপনার 'ক্ষমা' উত্তরের অপেক্ষা সময় (১৯/০৭/২০২০) মাত্র ২৪ঘন্টা, সময় উত্তীর্ন হবে ২০ জুলাই ২০২০, সিডনী টাইমঃ সন্ধ্যে ৭টা, আমি তার আগেই উত্তর চাই, নতুবা ঘেঁচাং, ধন্যবাদ, commented by BONI AMIN, Sydney

    • @shahariairsakib6109
      @shahariairsakib6109 4 года назад +8

      আর কতো বকবি রে ইসকন দের দালাল 💩💩💩💩💩।

    • @BoniAmin
      @BoniAmin  4 года назад +10

      @@shahariairsakib6109 @ ইয়া আইয়ুহাল মকসুদুল মুমিন, হুজুর সাহেবঃ ইসকনের সাথে বার্মার কি সম্পর্ক? তাহলে বনি আমিন স্যার কি বার্মা, চায়না এবং ভারত সহ 'অমুসলিম' দেশগুলোর এজেন্ট বা দালাল? তুমি কি ভারত ও চায়নার কূটনৈতিক অবস্থা জানো? ভাই মুমিন শাহরিয়ার তুমি কি 'মরু মালয়' প্রবাসী বাংলাদেশী? তাহলে উত্তর দেয়ার দরকার নেই। - ইঞ্জি এম নোমানী, কো অ্যাডমিন, বনি আমিন চ্যানেল, কুয়েত।

    • @postman108
      @postman108 4 года назад +6

      তামাম দুনিয়ার তামাম মাযহাবী, তামাম তারিকা অবলম্বনকারীদের বলছি - বাঁচুন এবং বাঁচতে দিন। Live and let live.
      www.hindustantimes.com/world-news/unislamic-buddha-statue-discovered-in-pakistan-s-mardan-vandalised-by-workers/story-ZEW9aiZlFZg2anU2K59PXJ.html

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 4 года назад +5

      👍👍👍

    • @BoniAmin
      @BoniAmin  4 года назад +10

      @@joydeepsengupta4911 @ তোমাকে এক্ষুনি ব্লক করে দেয়া হলো, কারণ তুমি মুখোশধারী একজন কাপুরুষ মুসলমান, হে মোহাম্মদ জয়দীপ সেনগুপ্ত আহমেদ, তুমি বিদায়। ব্লকড

  • @mongmarma2625
    @mongmarma2625 4 года назад +8

    আপনাকে অশেষ ধন্যবাদ আপনার জন্য দেখা হলো, আমাদের সেই সুযোগ হবে কি-না জানি না। নিজের চোখে দেখা। আমি একজন বৌদ্ধধর্মে বাংলাদেশি একজন সাধারণ জনগণ হিসেবে জীবনে একবার দেখা খুব বেশি ইচ্ছে করে বার্মায় সাবেক রাজধানী ইয়াগুন এই মন্দিরে ধর্ম দেশনা করতে।

  • @md.azizurrahman5111
    @md.azizurrahman5111 3 года назад +2

    ধন্যবাদ , শতকরা শতভাগ সত্য বলেছেন। আপনার গবেষণা সফল
    হয়েছে ।

  • @princedishary
    @princedishary 4 года назад +14

    সব কিছু মিলিয়ে শিক্ষামূলক ও বেশির ভাগ মানুষের কাছে অজানা তথ্যবহুল ভিডিও,সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ ভাইয়া !

  • @user-cb5tq5wr1y
    @user-cb5tq5wr1y 4 года назад +4

    হয়তো কখনো সরাসরি দেখা হবে না,
    আপনার মাধ্যমে দেখতে পারলাম,
    অনেক অনেক ধন্যবাদ, স্যার।

  • @pampabachar6118
    @pampabachar6118 4 года назад +3

    বনি আমিন জী জিন্দাবাদ, দারুন দারুন খুবই ভালো লাগলো ধন্যবাদ স্যার ।

  • @ShafiqulIslam-in1ps
    @ShafiqulIslam-in1ps 2 года назад +4

    আপনার সকল ভিডি খুবই ভালো লাগে কারণ তথ্যমূলক।

    • @nooralom9959
      @nooralom9959 2 года назад

      Eder mone hoche budhya vikhshuk .

  • @kawankawan7280
    @kawankawan7280 4 года назад +3

    Boss সএি আপনার বিডিও দেখে ব্রোমন ছারাই অনেক কিছু দেখা জায় আর অবিগতা হয় কোন কোন দেশের মানুশ কেমন দেশটা কেমন ধন‍্যবাদ Boss বিডিওটা করার জন‍্য এগিয়ে জান জয় বাংলা জয় বঙ্গবন্ধু

  • @smkamal6339
    @smkamal6339 Год назад

    সত্যিই মনোমুগ্ধকর প্রতিবেদন! এমন করে কেউ কখনো দেখায়নি!! এসময়ের পরিব্রাজক বনি আমিন ভাই!!!

  • @bishnudas334
    @bishnudas334 4 года назад +2

    অসাধারণ একটি সুন্দর স্থান। খুব খুব ভালো লাগলো

  • @samirchakraborty2224
    @samirchakraborty2224 2 года назад +2

    অপূর্ব সুন্দর উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ বন্ধু 🙏

  • @nikhilbarua4664
    @nikhilbarua4664 4 года назад +3

    খুব ভালো লাগলো বনিদা।কিছু কিছু ভুল আছে সেগুলো ঠিক করে নেবেন।অনিচ্ছাকৃত ভুল হতেই পারে।🙏🙏🙏🙏🙏It's Doesn't Matter. From India(Kolkata)

  • @TouristKoushik
    @TouristKoushik 4 года назад +5

    খুব দারুন উপভোগ করলাম। দারুন লাগলো, ভালো থাকবেন।

  • @user-ze4jq6bl8l
    @user-ze4jq6bl8l Год назад

    অনেক ধন্যবাদ সত্য কথা সত্য ইতিহাস এগুলো সব বনি আমিন ভাই আমাদের মাঝে তুলে ধরলো।

  • @mdkhirul978
    @mdkhirul978 2 года назад +3

    বরদা কেমন আছেন? আপনার উপস্হানা খুব ভাল লাগে।

  • @ragapappu3027
    @ragapappu3027 3 года назад +2

    Buddhang saranam gachhami, dhommong saranam gochhami sanggham saranam gochhami, om sri buddhai nama namah joy sri buddha dev 🙏🏻🙏🏻🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🚩🚩🚩🚩💛💛💛💚💚💚💚

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 года назад +5

    ভীষন ভালো লাগছে। দেখার আশায় থাকলাম স্যার। ভালো থাকবেন 🙏🌷💞

  • @tisobanty8633
    @tisobanty8633 4 года назад +2

    Aponi balo kare dekun kabar niya ogulo sop meye oderke micila va asttashila bole ora atta shil va niuom palonkare

  • @tanvirvlogs94
    @tanvirvlogs94 4 года назад +5

    আপনার ভিডিও গুলো অসাধারণ হয়ে থাকে। জোস 👌

  • @rintubiswas1634
    @rintubiswas1634 4 года назад +2

    অসাধারণ মণ্দীরের দৃশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @ArifulIslam-zi9gc
    @ArifulIslam-zi9gc 4 года назад +4

    Boni amin jotodin dekhabe sathe achi, like u sir.

  • @emranhossain4281
    @emranhossain4281 4 года назад +3

    দাদা আপনার কথা গুলো শুনে একা একাই হাসি আর হাসি...

  • @babusarkar6240
    @babusarkar6240 4 года назад +3

    খুব ভালো লাগলো।
    পরবর্তী ভিডিওর অপেক্ষায়
    রইলাম।

  • @AlamShah-zi2mm
    @AlamShah-zi2mm 4 года назад +2

    Description এর কথা গুলো একদম সত্য। এই কথা গুলো ওদের নেত্রীর কাছে বলা উচিত, কিভাবে বলা যায় সেই চিন্তা করুন । কারণ তিনিই হচ্ছে নাটের গুরু ।

  • @ankush1997
    @ankush1997 4 года назад +3

    Thank you Bony Amin to visit and show the beautiful Padoda.

  • @GreatOutdoorShorts
    @GreatOutdoorShorts 4 года назад +1

    Apnar show dekhe kokohno boring hoina, khub tara tari mone hoy ses hoy jay

  • @sahedsarkar9581
    @sahedsarkar9581 4 года назад +8

    টেম্পল টা দেখতে খুবই সুন্দর

  • @skyspace1750
    @skyspace1750 4 года назад +3

    মন্দিরের ভেতর অবশ্যই আরাধনা হবে। অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

  • @jayantasen3567
    @jayantasen3567 3 года назад +3

    I had a strong desire to see the worth seeing places of Myanmar. I congratulate you to show me those places . Your way of showing is marvellous. I again thank you from West bengal. Namaskar.

  • @shashankamalakar3486
    @shashankamalakar3486 4 года назад +4

    যথেষ্ট ভালো দেখিয়েছেন বনিদা , আপনি সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকুন আপনার প্রিয়জনদের নিয়ে ।

  • @panditdrdut4012
    @panditdrdut4012 4 года назад +5

    ভীষণ ভালো পরিবেশন করেন।
    সংযত ভদ্র ভাষায় এই পরিবেশনটা ভীষন ভীষন ভালো লাগলো।
    এই ভাবে করতে থাকুন।

  • @NurulAmin-md2jc
    @NurulAmin-md2jc 4 года назад +3

    দারুণ বনি ভাই।

  • @supriti4364
    @supriti4364 4 года назад +1

    Khub valo laglo. Apnar jonyo nana desher drishyo gulo dekhte pacchi. God bless you. Aro video dite thakun.

  • @saroarmohd7528
    @saroarmohd7528 4 года назад +3

    ভিডিওটা খুব সুন্দর হয়েছে

  • @antareepbasak9037
    @antareepbasak9037 4 года назад +1

    Excellent এককথায় অসাধারণ প্রকাশ ও উপস্থাপন করা হল দাদা

  • @SR-xf5vm
    @SR-xf5vm 4 года назад +2

    অনেক ভালো লাগলো

  • @Mamunglobe
    @Mamunglobe 3 года назад +1

    আপনার ভিডিও টা দেখে আমি ও বার্মিজ মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। ধন্যবাদ সুন্দর ভিডিও টা ছিলো।

  • @akterkhan1787
    @akterkhan1787 4 года назад +4

    মায়ানমার সম্পর্কে জানতে পারলাম। সুযোগ হলে একবার যাব ভাবছি। ধন্যবাদ বনি আমিন ভাই।

  • @asimkumarroy
    @asimkumarroy 3 года назад +1

    Boni Amin your photography and bengali explain very very clear

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 4 года назад +2

    জি খুব ভালো লাগলো। শিক্ষনীয় বটে।

  • @mohammdjahangirhossainjony6299
    @mohammdjahangirhossainjony6299 4 года назад +8

    অাসসালামু অালাইকুম, স্যার। অসাধারণ! মন্দির, শিশু ভিক্ষু, বৌদ্ধ মূর্তি, অাশপাশের এলাকা, মায়ানমারের মেয়েদের সৌন্দর্য, সরল জীবনযাপন দেখে মন ভরে গেল।

  • @akmayuburrahman6879
    @akmayuburrahman6879 2 года назад +1

    Thanks Brother.

  • @bibhasdas6137
    @bibhasdas6137 4 года назад +2

    Welcome Boni Bhai.

  • @sujanpaul2754
    @sujanpaul2754 2 года назад +1

    Boni Amin thanks for this video really very very nice

  • @sharatdas4350
    @sharatdas4350 4 года назад +2

    পরবর্তী ভিডিওর অপেক্ষা আছি

  • @arifulhaquekhan203
    @arifulhaquekhan203 3 года назад +2

    Very nice video.Thanks Bonida

  • @mr.murtazulkarim116
    @mr.murtazulkarim116 4 года назад +2

    Well said bro... You are almost true..

  • @AbdurRahim-zc9nv
    @AbdurRahim-zc9nv 3 года назад +3

    veri nice kintu afsos j taramosol mader nidhon korse boni amin bhai ............Ibanglades 04.09.2020

  • @ckmmro3763
    @ckmmro3763 4 года назад +5

    ৯৫% আলেমের
    দেশের মানুষের কথা
    আমার কথা!
    !!জালেমের দেশ!!
    অথচ- কত সুন্দর!!
    খুবই পরিস্কার
    পরিচ্ছন্ন পরিবেশ!!
    আহ্ কোন দেশে জন্ম গ্রহণ করলাম!!!

    • @sudhirchandradas9123
      @sudhirchandradas9123 4 года назад +1

      ধন্যবাদ, মি: বনি আমিন । সঠিক বক্তব্য ও সুন্দর উপস্থাপনার জন্য । আপনার বক্তব্য হীন মনাদের পছন্দ না হওয়াই সাভাবিক।
      কারণ , হীন মনা শব্দটি তো ওদের জন্যই।

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 4 года назад +1

    Opurbo Opurbo. .we learn..so much from you..and really enjoying. ..ur show. ..Opurbo opurbo laglo

  • @mosarafhossain5728
    @mosarafhossain5728 4 года назад +2

    Waiting & waited for the Friday's video

  • @jashodharap
    @jashodharap 2 года назад

    Myanmar khub bhalo dekhlam. Thank you. You have taken a bold step towards humanity.

  • @shyamalkumar5189
    @shyamalkumar5189 4 года назад +1

    Many thanks to mr. Bonny Amin. Because ad he is a Bangaladesi so he dectad with Bengali lungauge for all Bengalis to understand. T. Many Thanks to you. From W B. .Shyamal Dey. at Chinsurah

  • @samirroy9106
    @samirroy9106 4 года назад +2

    My dear....i'm waiting

  • @mohibulhaque8784
    @mohibulhaque8784 5 месяцев назад

    বনি আমিন।আপনাকে ধন্যবাদ।বার্মার সাথে অবিভক্ত ভারতের সম্পর্ক গভীর।বিশেষ করে সুভাষ চন্দ্র বোস জাপানীদের সাথে তার Indian liberation army নিয়ে বার্মা পর্যন্ত এসেছিলেন।সে এক ইতিহাস।বাঙ্গালী শরৎ চন্র পড়ে রেঙ্গুন সম্পর্কে বিস্থারীত জানতে পারে পথের দাবী গ্রন্থে।চট্টগ্রাম,কক্সবাজারের এমন কি কলকাতার অনেকেই রেঙ্গুন কাজ করেছেন।সব চাইতে বড় কথা বাহাদুর শাহ জাফরের শেষ আশ্রয় রেঙ্গুন।সঞ্জয় গান্ধী যখন ভারতের প্রধান মন্ত্রী তখন বাহাদূর শাহ জাফরের মাঝার জিয়ারত করতে যান।মাঝারটি অরক্ষিত ছিল।তিনি তার সংস্কার করেন।জাফরের সুবিখ্যাত সায়রী---ক্যাৎনে বদ নসিব, জাফর/দু গজ জমিন না মিলা কওঅতে ইয়ার কি"--- এ ছিল দীল্লির শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের।সঞ্জয় কেঁদে ভাসিয়ে ছিলেন।লেখে দিয়ে এলেন তুম হ্যায় আজাদী কা পয়লা কুরবান।
    শামসাদের গলায় ম্যারা পিয়া গিয়া রেঙ্গুন।রাজ কাপুরের লিপে এক অনন্য সংযোজন।রেঙ্গুন কে যদি এমনি দেখাতেন।ভেরোনিকা ও আপনার দীর্ঘ জীবন কামনা করি।

  • @mojibsaeed8961
    @mojibsaeed8961 2 года назад

    খুব ভালো লাগলো দারুণ একটা জাগা খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।

  • @mohammadfaridkhan5839
    @mohammadfaridkhan5839 4 года назад +1

    Thank you vary March you are a garet taravalar in the world

  • @debasiskarmakar8525
    @debasiskarmakar8525 3 года назад +2

    সুন্দর ভিডিও, এভাবে কেও দেখায় না

  • @jahanarabegum4288
    @jahanarabegum4288 4 года назад +1

    অসাধারণ ভিডিও।অনেক কিছু জানতে পারলাম রেঙ্গুন সম্পর্কে বড় ভাই।

  • @biplobdeysingermusicrelate9716
    @biplobdeysingermusicrelate9716 4 года назад +5

    টাইটেলে মার্জিত ভাষা ব্যবহার করতে শিখুন।

  • @priyotcg8119
    @priyotcg8119 3 года назад

    ছোট্ট সাদা পোশাকপরিহিত আপনি যাদেরকে ছোট ভান্তে বলতেছেন এরাই আসলে ছোট ভান্তে বা ভিক্ষু নয়।
    এদেরকে শ্রামণী বলা হয়।
    মানি প্রব্রজিত ছেলে শিশুদের শ্রামণ বলে আর মেয়ে শিশুদের শ্রামণী বলে।আপনি বলতে পারেন প্রব্রজিত ছোট্ট শ্রামণী (ধর্মের একপ্রকার শিক্ষার্থী) ধন্যবাদ বনি স্যার সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য।

  • @fatia6463
    @fatia6463 3 года назад +1

    Budhist are not bad cherecter, they have a very good cherecter.

  • @pareshnathdutta3138
    @pareshnathdutta3138 3 года назад +1

    Fine Uncle Very Fine.

  • @rakibulislam-ob8mt
    @rakibulislam-ob8mt 4 года назад +1

    Mashallah. Great

  • @jibonergolpo8260
    @jibonergolpo8260 4 года назад +4

    ভাই আপনার নতুন ভয়েসের অপেক্ষায় থাকি

  • @shorttime783
    @shorttime783 3 года назад +1

    Always best performance 🙏

  • @Zamora519
    @Zamora519 4 года назад +2

    Myanmar is excellent country. ❤❤❤

  • @ataurrahaman2339
    @ataurrahaman2339 4 года назад

    বড়ো প্রেমিক পরিব্রাজক, খুর ভালো লাগছে,

  • @sandhyadutta1034
    @sandhyadutta1034 3 года назад +1

    Thanks For barma Rengun Pagoda Vedeo

  • @chittabiswas9920
    @chittabiswas9920 4 года назад +1

    ধন্যবাদ দাদা। অনেক দিন পর আপনার NOTIFICATION পেয়ে এই ভিডিও টি দেখলাম

  • @mahiyangangyt.
    @mahiyangangyt. 2 года назад +1

    গুড

  • @sagorkumar6363
    @sagorkumar6363 4 года назад

    Excellent explain Mr boni

  • @Surajitghoshart
    @Surajitghoshart 4 года назад +1

    Excellent sir

  • @sanjoyshil5701
    @sanjoyshil5701 4 года назад +1

    Excellent 👌 video 👍. thanks a lot to u

  • @sekendersk3020
    @sekendersk3020 4 года назад +2

    Namashkar boni da bharat Chiner upar ekta vedio banaben daya kare dhannyabad

  • @babubarua4214
    @babubarua4214 4 года назад +1

    এটাই ভালোবাসার জায়গা মায়ানমার

  • @HINDUISMMUSIC
    @HINDUISMMUSIC 4 года назад +1

    যুক্তি আছে আপনার কথায়।

  • @DrMir-jk8cu
    @DrMir-jk8cu 4 года назад +1

    Outstanding Video dear Boni Amin Bhai, Eid Mubarak ...But apnar kichu kichu comment er baparee Ami ek-mot noi❣️💞

  • @nomadicspmunnabangalibedou8550
    @nomadicspmunnabangalibedou8550 4 года назад

    Nice blog.... Love u boni amin (from-sangu river Dohajari)....

  • @ajitnath5090
    @ajitnath5090 4 года назад +1

    খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।
    অজিত কুমার নাথ কলকাতা ব্যারাকপু্র

  • @milonmondal9761
    @milonmondal9761 4 года назад +1

    Verry nice video Sir. Thank you sir.

  • @nurulalam204
    @nurulalam204 2 года назад

    বনি আমিন ভাই আমার একটা অনুরোধ
    বিবেচনা করবেন ----
    প্রতিটি উপস্থাপন এক একটি এপিসোড আকারে নাম্বার দিলে পরবর্তীতে উল্ল‍্যেখ করতে সুবিধা হইত ------
    ধন‍্যবাদ------

  • @rockysk198
    @rockysk198 Год назад

    Very nice tempal

  • @sabihasultana8120
    @sabihasultana8120 2 года назад

    খুব ভাল লাগছে, জানার আছে কিন্তু মানার কিছু নাই

  • @Best.cooking-shibani
    @Best.cooking-shibani 2 года назад

    অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই

  • @alien-human369
    @alien-human369 4 года назад +5

    *আসুন আমরা কিছু বলতে বা লিখতে বাজে শব্দ ব্যবহার না করি।
    একটি সামান্য পরিবর্তন পরবর্তী অবস্থাতেই বড় পার্থক্যের কারণ হতে পারে। যাকে আমরা Butterfly effect বলে জানি। সে অর্থে মানতে হবে যে "পাপ" কখনো মোচন হওয়ার নয়। কারণ সেই অপকর্ম তার ক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং যার সাথে পারিপার্শ্বিক অবস্থা ও সময় খুবই গুরুত্যপূর্ণ ভাবে সম্পৃক্ত। যা কখনো পিছিয়ে নেয়া সম্ভব নয়, অপেক্ষা শুধু একটার পর একটা ফলের। আর তাই আমাদের কোনো কিছু বলা এবং করার আগে অবশ্যই বিশেষ চিন্তা করে নেয়ার নির্দেশ আছে। এমন নয় যে, একটা কথা বা কাজের প্রতিউত্তরে আমাকেও কিছু বলতে বা করতে হবে।
    ধন্যবাদ সকলকে।

  • @saifulislam-qg7se
    @saifulislam-qg7se 4 года назад +2

    Waiting

  • @alamgirbts
    @alamgirbts 3 года назад +2

    Mr.Boni Amin আপনার মুখে মেরি প্রিয়া গানটা বাংলা তরজমা শুনতে চাই Plz Plz

  • @narenmondal6344
    @narenmondal6344 3 года назад +2

    খুব সুন্দর দৃশ্য।

  • @sakirhosen6208
    @sakirhosen6208 4 года назад +1

    THIS IS fascinating the areas

  • @shuruzalom5550
    @shuruzalom5550 4 года назад +1

    Va bene!

  • @davedavid5989
    @davedavid5989 4 года назад +2

    Nice description..... Excellent videography..... Melodious background music..All together a shareable video that I shared to my Facebook..... Great work.

  • @bikashroy7324
    @bikashroy7324 4 года назад +1

    Agiye chulun amra asi apnar pase

  • @galibsworld5037
    @galibsworld5037 4 года назад +1

    Boni bai Chalke jaan

  • @mymaind331
    @mymaind331 4 года назад +1

    Maza lagse

  • @rajtaposh2851
    @rajtaposh2851 4 года назад +1

    thank u sir for your vedeo

  • @roychowdhury4348
    @roychowdhury4348 4 года назад +1

    Lord Buddha instructed all monks to beg for their meals to learn humility, get rid of ego, pride and be always humble. Thank you for bringing this video.

  • @salehabegum8448
    @salehabegum8448 4 года назад +1

    Excillent!!!

  • @rakeshsarkar4676
    @rakeshsarkar4676 4 года назад +1

    just awasome,, my dear,,do u tell,me ,what is the background song name,,please..

  • @mdayoubarkani5808
    @mdayoubarkani5808 2 года назад

    Love you Myanmar from my side