নবাব সিরাজউদ্দৌলাকে আজও সম্মান করি। আর সম্মান জানাই সুমন ভাইকে। সুমন ভাই একজন দেশপ্রেমিক ও মানবদরদী, নইলে এমন সুন্দর, হৃদয় স্পর্শী ভিডিও বানানো যায় না।ওনার ভিডিও র মাধ্যমে নতুন করে প্রাচীন ইতিহাস কে চিনছি , জানছি, মানবধর্ম কে সম্মান করতে শিখছি। এ এক নতুন পথচলা সুমন ভাইয়ের সাথে, নতুন আলোয় দুনিয়াকে দেখা। আপনি ভালো থাকুন ভাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা।
SONY AATH চ্যানেলে গোপাল ভাড়ঁ কার্টুনে নবাব (সিরাজুদ্দৌলা) 'কে খল চরিত্রে দেখানো হয়। এবং রাজা কৃষ্ণচন্দ্রকে দেখানো হয় দেশপ্রেমিক হিসেবে। কিন্তু ইতিহাস বলে কৃষ্ণচন্দ্র ছিলো ইংরেজদের দোসর। এটা নিয়ে প্রতিবাদ করা উচিত।
100% অনুভব করতে পারছি ,সত্যি সত্যিই " সৈয়দ মোহাম্মদ মুজতবা সাহেব " ও সিরাজুদ্দৌলার চেহারার হুবহ সাদৃশ্য রয়েছে ।অধিকাংশ জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তি ব্যাপার টা হৃদয়ের অন্তস্থল থেকেই উপলব্ধি করতে পারবেন । আল্লাহ বর্তমান বংশধরদের দীর্ঘজীবী করুন।
নবাবী একটা ভাব তাদের মধ্যে এখনো আছে। স্মার্ট কথাবার্তা চাল চলন ব্যবহার ইত্যাদি সব মিলিয়ে তাদের মধ্যে কি সুন্দর গোছালো একটা মনোভাব এখনো রয়েছে। মাশাল্লাহ । তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইলো আমার।
নবাব সিরাজউদ্দৌলা যেদিন গাধার গাড়ি গেছিলেন সেদিন মীরজাফরের আনন্দের সীমা ছিল না। তবে যেদিন মীরজাফর দোজাকে গেছে সেদিন বাঙলা তথা বাঙলীর আনন্দের শেষ ছিল না। কারন সেদিন বাঙলার মানুষ বেইমান বিশ্বাস ঘাতকের কবরে পেচ্ছাপ করার সুযোগ পান। আর আল্লাহ তাআলার কাছে জানায় ওর যেন আর জন্ম না হয়।
আসলে ভারতের অনেক হিন্দু নবাব সিরাজউদ্দৌলাকে পছন্দ করে না। তাদের মতে- "সেদিন নবাবের পরাজয় না হলে আজ হিন্দুরা মুসলিমদের গোলামী করতে হতো।" তাই তারা মীর জাফরের পক্ষে। "এমনকি একজনকে বলতে দেখেছি মীর জাফর হচ্ছেন আমাদের ঈশ্বর। তার কবর যিয়ারত করবো।"
আমার একটি জিনিস জানতে খুবই আগ্রহ,নবাব সিরাজুদুল্লাহ বা নবাবেরা কি মুঘলদের থেকেই আসা,কারণ মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগির রাহহমাতুল্লাহি এর এক সৎ ভাই এর কার সঙ্গে যেন আলীবর্দী খাঁ এর সম্পর্ক আসে।
দেশ ও ইতিহাসের প্রতি ভালবাসা না থাকলে এমন ভিডিও কেউ বানাতে পারবে না, নবাব সিরাজের অসমাপ্ত ইতিহাস, বংশ ধারার ইতিহাস ও বর্তমান বংশধরদের পরিচয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা। সুমন ভাই ভাল থাকবেন।
সিরাজুদ্দৌলা বাঙালি ছিলেন না। তার জন্মও বাংলাদেশে না। এমনকি মুর্শিদাবাদ বা পশ্চিম বঙ্গেও না। ওনার জন্ম বিহারের পাটনাতে!!! উনার বংশধররা এখন ঠেকায় পড়ে নিরুপায় হয়ে বাংলা শিখেছে বটে, কিন্তু উনি নিজে বাংলা বলতেন না, পারতেনও না। সিরাজের সাথে বাংলা বা বাঙালির কোনো সম্পর্ক নাই।
@@যমদূত সিরাজুদ্দৌলা ১৭৩৩ সালে চেহেল সেতুন, মুর্শিদাবাদ, সুবাহ বাংলা এয় জন্মগ্রহণ করেন। (উকি তথ্য)। আরো কিছু মত আছে জন্মশাল নিয়ে তবে জন্মস্থান মুর্শিদাবাদ। এর জন্মের পর আলীবর্দি খান পাটনার গর্ভনর হয় সেখানে তিনি তার পিতা মাতার সাথে চলে যান। সিরাজের সময় দাপ্তরিক কাজকর্ম প্রায় সম আরবি-ফারসি ভাষায় হত। সেই সময়ের ডকুমেন্টস দেখলে বুঝতে পারবেন। আর সিরাজ যে বাংলা বলতে বা বুঝত পারতেন না এই তথ্য আদৌ কোন সমর্থিত সূত্রে পাওয়া যায় না। কাজেই উল্টা পালটা তথ্যদিয়ে ইংরেজদের মত সিরাজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি তে ফেলাবেন না। এবং এটাও স্পষ্ট ভাবে বুঝতে পারছি, সিরাজ কে বাংলার মুসলমান সমাজ সমাদৃত করে বলে আপনার মত বাংলার কিছু হিন্দু সম্প্রদায়ের লোক আছেন যারা ঈর্ষান্বিত হয়ে অদ্ভুত অদ্ভুত মিথ্যা তথ্য ছড়িয়ে পুরো বিষয়কে সাম্প্রদায়িক দাঙ্গার ক্যাটগরিতে নিয়ে গিয়ে পরিবেশ কলুষিত করেন।
নবাব সিরাজউদ্দৌলা বংশ এখনো আচরণে কতো সম্ভ্রান্ত।আর চারপাশে নব্য ধনীদের আচরণ এর ধারে কাছে যাওয়া মুসকিল। তবে যারা সততার সাথে আছে তাদের মধ্যে অনেক ভদ্রতা দেখা যায়।
নবাব বংশধরদের বর্তমানে স্বীয় অবস্থানে ভালো দেখে মনে জুড়িয়ে গেলো। উনাদের ব্যবহারেই বুঝা যায় নবাবী কী ছিলো। দোয়া করি এই আভিজাত্য সবসময় বজায় থাকবে। আসলে নবাব সবসময়ই নবাব। হোক তা আড়াইশ কিংবা আড়াই হাজার বছর পর।
@@MD.IMRAN-n7w Apni maybe BNP Supported right😂pera nai aisob bnp side nai sheikh hasina oni onar rajniti hoito vul chilo kiso jaigai kintu Bangobondhu Sheikh mujib Ke bolar right apnr nai Karon je motki joddher je motivated korchen 7 koti manush Ke lorte shikhaiche take apnr motu akjon ba koiyek hazar manush diye bichar kore nah oni valo nah kharap.sei somoy kar manush ra ar bab dada der theke jene ashben sadinota pawya atu sohoj nah onar jaigai mirjahor boshar age nije Ke boilen apni desh ar jonno Ki korchen ar Ki korte perechen …
নবাব সিরাজউদ্দৌলা তার বংশধরদের তথ্য উপস্থাপন যথেষ্ট বিনয়ইতা মার্জিত ও সৌন্দর্যের সাথে উপস্থাপিত হয়েছে । বর্তমান সময়ে বংশধরদের পরিচয় জানতে পেরে অসাধারণ মনে হয়েছে। এত সুন্দর ভাবে পরিচয় তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️ ।
ইংল্যান্ডে এখনো যেভাবে তাদের রাজবংশ কে মর্যাদা দেয়, আমাদের সরাকারের কাছেও প্রত্যাশা করি আমাদের ভালোবাসা আর পরম শ্রদ্ধার মহান নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের রাজ পরিবারের সম্মান কামনা করছি।
@@NRFP নাহ খারাপ হবে কেন? জাস্ট তো সাব্বিরকেই খুন করছিল, সেইটাও টাকা দিয়ে ভালো হয়ে গেছে। মুনিয়ার সাথে তো কোন খারাপ ব্যবহার করেনি, মেয়েটা এমনি এমনি মারা গেছে। বসুন্ধরার চাকরগুলোকে দেখেছিলাম কয়দিন আগে অনলাইনে মালিকের চরিত্রের সাফাই গাইতে নামছিল অনলাইনে। এরকম চাটার দল যার আছে, তাকে তো ভালো বলতেই হবে।
Sirajul bepare Valo kore history janen taro tar cheyeo kharap kahini bashudhara s AlombMoto. Law jehetu porsen ek dike Rai deya thik na.jekhane sob des theke monarchy sorano plan hocce apni support korchen eirokom kharap plan k. Avijatto jekhane Nabi SM grinna korse sekhane support korchen. Taka bongsho dia ki hobe Amol Jodi na thake?
সৈয়দ মোহাম্মদ মুজতবা সাহেবের কথা ভালো লেগেছে তিনি বলেছেন একজন দুজনের কু কর্মের জন্য পুরো পরিবার কিংবা বংশধরকে দোষারোপ করা ঠিক হবে না যিনি অন্যায় করবেন শুধুমাত্র তাকেই শাস্তি পেতে হবে অন্য কেউ এর বদনাম কিংবা শাস্তি পাবে না।
এদের কথা বার্তার মধ্যেই একটা আভিজাত্যপূর্ণ ভাব আছে, এই ভাষা গুলা কিন্তু চর্চার মাধ্যমে রপ্ত করা নয়, যেগুলা আমরা সাধারণত করে থাকি, এগুলা হচ্ছে জাতিপুর্ন ভাষার গাথুনি। অত্যন্ত চমৎকার ভাবে, অনেক বিষয় গুলা উপস্থাপন করা হয়েছে। খুব ভালো লাগ্লো। ধন্যবাদ।
উনাদের কে অনেক অনেক শদ্ধা জানাচ্ছি । সুমন ভাই কে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা আর একটি অসাধারণ ভিডিও উপহার দেয়ার জন্য। আমরা খুলনায় যে বংশধররা আছেন, উনাদেরও ভিডিও দেখতে চাই ।
আপনার কাজগুলো দারুন। এভাবে সকলকে পুরাতন জানা-অজানা ইতিহাসগুলো নতুন করে পরিচয় করাচ্ছেনই না বরং নতুন প্রজন্মকেও নিজেদের ইতিহাস সম্পর্কে অবগত করছেন। আপনার কাজগুলো আমার খুব ভালো লাগে। আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি কিন্তু নবাব সিরাজ উদ-দৌলা এবং মীর জাফর এর ভিডিও গুলো বিশেষ আকর্ষণ নিয়েই দেখি। এছাড়াও বাংলার সর্ব সময়ের শ্রেষ্ঠ ইতিহাসগুলোই আপনি আমাদের মাঝে তুলে ধরেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🎞📼💖
@@souravghosh1440 They love Sirajdoullah and tell them to construct a big Hindu Temple on his memory. Or, Tell those Hindu to perform Puja on the houses of Siraj and establish a Hindu Deity Pratimaa as an expression of Hindu love to Sirajdoullah !!
@@souravghosh1440 🚩🚩 আগেও বলেছি। বারবার বলি পলাশীর যুদ্ধে বাঙ্গালা পরাধীন হয়নি। আমরা অলরেডী পরাধীনই ছিলাম। সেদিন আমাদের প্রভু বদল হয়েছিল মাত্র। মধ্য এশীয় প্রভুদের হাত থেকে ব্রিটিশ প্রভুদের হাতে‚ এক আব্রাহামিক প্রভুদের হাত থেকে অন্য আব্রাহামিক প্রভুদের হাতে বাঙ্গালীর হস্তান্তর হয়েছিল মাত্র। যার এক তৃতীয়াংশের স্বাধীনতা এসেছে ১৯৪৭ সালে। বাকি দুই তৃতীয়াংশ এখনো প্রাক-ব্রিটিশ প্রভুদের হাতেই থেকে গেছে। তাকে আবার স্বাধীন করে মহারাজা শশাঙ্ক-দেবপাল-দনুজ রায়-প্রতাপাদিত্যের তলোয়ারচর্চিত সোনার বাঙ্গালার অখণ্ড রূপ পুনঃপ্রতিষ্ঠা আমাদের প্রত্যেকের কর্তব্য। এবং আমরা তা পালন করবোই।
ইতিহাস জানতে ও পড়তে খুবই ভালো লাগে, আপনার মাধ্যমে আরো সুপুষ্ট ও বিষদ ভাবে জানতে পারছি , শুভকামনা রইল প্রিয় ভাইয়া ..... খুব শীঘ্রই ১মিলিয়ন হবে ইনশাআল্লাহ ❤️❤️।
সুমন ভাই আপনি অসাধারণ একটি কাজ করছেন।এটি চালিয়ে যান। বাংলার ইতিহাস এর বই গুলো পড়তে গেলে আমার গায়ের লোম দাড়িয়ে যায়।আজ আপনার ভিডিও টি দেখার সময় ও আমার লোম দাড়িয়ে যাচ্ছিল বার বার।
@lima akter ঠিক আনেক বংস আছে তারা সামনে আসে না ডাক ডোল বাজাচ্ছে না আমাদের দাদু আম্মা নাবাব বারির জেনারেসন ছিলেন কুঠিতে জেতাম দাদু আম্মার সাথে আমাদের না না ভাই এর নামের সামনে মির্জা টাইটেল ইনার বংস ধর ছরিয়ে ছিটিয়ে ঊনি British Calcutta commissioner ছিলেন Tittle টা Mirza only family ঊনার লিখিত জিবনিতে বহু ঘটনা লিখা
সালাউদ্দিন সুমন ভাই এর কাছে আমার অনুরোধ করছি আপনি আমার পাশের জেলা জয়পুরহাটের বৃহত্তর বগুড়ার আদমদিঘী থানার মানুষ হিসেবে আপনার নিকটে অনুরোধ করছি আমি ও আমরা আমাদের দেশের সবাই আপনার এই চ্যানেলের ভক্ত এর মধ্যে চট্টগ্রাম জেলার ঐ ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন ভিডিও বানিয়েছেন তাহা নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত হয়েছেন - তাই কোনো সঠিক জিনিস যাচাই-বাছাই না করে খালি মানুষের মুখের কথায় বিশ্বাস করে তৈরী করবেন না কারন ইতিমধ্যে আপনি এই ধরনের ভালো ভালো ভিডিও গুলো তৈরী করে দেশ ও দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন এখন আপনার কাছে দাবী জানাচ্ছি আমাদের দেশের মানুষের কাছে নবাব শিরাজউদদৌলা এবং মীর জাফরের একেবারে খাঁটি ও সঠিক ইতিহাস বের করে দেখান ও তাহাদের প্রকৃত বংশধর কারা
He was king so he was dear to all Bengalis. Religion wasn't important. He is still loved and respected today as he was then. His courage to fight the British is an example for all.
অসাধারণ ,অপেক্ষায় ছিলাম, মাঝে মাঝে বেড়াতে যাই মুর্শিদাবাদ। অন্তত 50 বার আমি গিয়েছি। এইতো নভেম্বর মাসের 2 তারিখে ঘুরে এলাম। এবার এই প্রথম দেখলাম একজন মহিলা নবাবের কবরে ফুল দিচ্ছে এলাকার মানুষ নবাবের বেগম লুৎফুন্নেসা বলে সম্বোধন করেন। কি অসাধারণ ভক্তি-শ্রদ্ধা নবাবের প্রতি তার উনার সাথে বসে গল্প করলাম সেলফি তুললাম,,, বারবার আমার কাছে মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের অংশ হয়ে গেলাম। নবাবের এর নতুন বেগমকে নিয়ে একটা প্রতিবেদন চাই,,,,,, চাই চাই চাই,,,,
Nabab Is the great of Bengla ... Bravo bravo..... নবাব সিরাজের জন্য খুব খারাপ লাগে তাঁর আত্মার জন্য ও লৎফা বেগমের জন্য দোআ করি। আর যে টা না বললেই নয় তা হল❤🌹❤ (সিরাজ + লুৎফার)❤🌹❤ অসমাপ্ত ভালোবাসার কথা। চির অমর হয়ে রইবে।
সুমন ভাই, নবাব সিরাজ উদ-দৌলা স্বাধীন বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক, অতএব, তাদের ব্যাপারে ভিডিও করার সময় আপনাকে অত্যান্ত সতর্ক হয়ে কাজ করতে হবে,যেমন রাউজানের ভিডিওটা খুবই দুঃখ জনক , বলা বাহুল্য আপনি বাঙালি জাতির অতীত ঐতিহ্যে নিয়ে আপনি যে কাজ গুলো করতেছেম তা অতুলনীয়,।💖
ভাই আপনি কোনো একটা বিষয় বিশ্লেষণ করা ছাড়া আন্তাজে কথা বলতে পারেন না।এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে রাউজানের নবাব সিরাজুদ্দৌলার বংশধর মিথ্যা।তাই বুঝে শুনে কথা বলা উচিত।
Mrs. Kanij এর Husband এর blood line টা clear করা দরকার ছিলো...উনিও তো নবাবজাদা...যদি উনি মিরজাফরের Blood Line এ হয়....স্বভাবিক ভাবেই...Mrs.Kanij এবং তার ছেলে...মিরজাফর এর সম্পর্কে negative বক্তব্য দিবে না...
আব্বাস উদ্দৌলা একজন মানুষ রুপি গাধা, আর তার যুক্তি আপনি বুকে ধারণ করেছেন, কারণ আপনি একজন মানুষ রুপি ছাগল, আর যারা আপনাকে লাইক দিয়েছেন, তারা হচ্ছে মানুষ রুপি প্রথম শ্রেণীর গরু।
Congratulations, Salahuddin Simon. You did a good job of presenting the two sides of the Nawab family. What you did was to present a balanced way. We’ll fine.
Very impressive interview ! They are educated and entitled people. It is natural to have different opinions. I have seen other videos. This is the best one. Thanks.
যদিও পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্যে কিন্তু ইতিহাস,বিশেষ করে মুঘল ইতিহাস আমায় সবসময় মুগ্ধ করে।একটা চৌম্বকীয় অবস্থা ইতিহাস আর আমার মধ্যে। সুমন ভাই,আমি সত্যিকার অর্থে আপনার এক ক্ষুদ্র ভক্ত।
নবাব সিরাজউদ্দৌলাকে আজও সম্মান করি। আর সম্মান জানাই সুমন ভাইকে। সুমন ভাই একজন দেশপ্রেমিক ও মানবদরদী, নইলে এমন সুন্দর, হৃদয় স্পর্শী ভিডিও বানানো যায় না।ওনার ভিডিও র মাধ্যমে নতুন করে প্রাচীন ইতিহাস কে চিনছি , জানছি, মানবধর্ম কে
সম্মান করতে শিখছি। এ এক নতুন পথচলা সুমন ভাইয়ের সাথে, নতুন আলোয় দুনিয়াকে দেখা। আপনি ভালো থাকুন ভাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা।
নবাব সিরাজ দৌলার বংশদের সরকারীভাবে সম্মান দিলে বাংলার জনগন খুশি হতো।
নবাবের বংসধর দের খবর নাই। এরা মিজা’ফরের বংসধর।
❤❤
সহমত
কেন কোটা ব্যবসা চালু করার ধান্দা 😂
বংশশর কোঠা দিতে গিয়ে সরকার পতন হয়ে গেল
SONY AATH চ্যানেলে গোপাল ভাড়ঁ কার্টুনে নবাব (সিরাজুদ্দৌলা) 'কে খল চরিত্রে দেখানো হয়। এবং রাজা কৃষ্ণচন্দ্রকে দেখানো হয় দেশপ্রেমিক হিসেবে। কিন্তু ইতিহাস বলে কৃষ্ণচন্দ্র ছিলো ইংরেজদের দোসর। এটা নিয়ে প্রতিবাদ করা উচিত।
sohomot
Yes
khub nindonio
Sirajuddaula Is totally fruad patroit. He was actually a drug addicted. No people came to protect him when British captured him.
100% sothik bolesen
100% অনুভব করতে পারছি ,সত্যি সত্যিই " সৈয়দ মোহাম্মদ মুজতবা সাহেব " ও সিরাজুদ্দৌলার চেহারার হুবহ সাদৃশ্য রয়েছে ।অধিকাংশ জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তি ব্যাপার টা হৃদয়ের অন্তস্থল থেকেই উপলব্ধি করতে পারবেন । আল্লাহ বর্তমান বংশধরদের দীর্ঘজীবী করুন।
সহমত, আমিও দেখার সময় সাদৃশ্য দেখতে পেয়েছিলাম সেটি আপনার সাথে মিলে গেলো। 👏
সিরাজউদ্দৈলাকে আপনি দেখেছেন বুঝি!! 🤣
নবাবী একটা ভাব তাদের মধ্যে এখনো আছে। স্মার্ট কথাবার্তা চাল চলন ব্যবহার ইত্যাদি সব মিলিয়ে তাদের মধ্যে কি সুন্দর গোছালো একটা মনোভাব এখনো রয়েছে। মাশাল্লাহ । তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইলো আমার।
নবাবী ডিএন এর পাওয়ার
নবাব সিরাজউদ্দৌলা যেদিন গাধার গাড়ি গেছিলেন সেদিন মীরজাফরের আনন্দের সীমা ছিল না। তবে যেদিন মীরজাফর দোজাকে গেছে সেদিন বাঙলা তথা বাঙলীর আনন্দের শেষ ছিল না। কারন সেদিন বাঙলার মানুষ বেইমান বিশ্বাস ঘাতকের কবরে পেচ্ছাপ করার সুযোগ পান। আর আল্লাহ তাআলার কাছে জানায় ওর যেন আর জন্ম না হয়।
ঠিক বলছেন
@@NRFP চেহারায় চট্টগ্রাম, হাতিয়া, আরকান ওই অঞ্চলের ছাপ দেখা যায় । রক্ত মিশ্রিত হয়ে গেছে ।
@@মানবসেবাবড়ধর্ম না আরাকানের সাপ নাই
আন্টির কথার মাঝেই বুঝা যাচ্ছে,,,তিনি রাজকীয় ফ্যামিলির মেয়ে❤️
দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের জন্য🌷
.m
Haha
আল্লাহ ভালো জানেন
সিরাজ কোনও বিশেষ ধর্মের নবাব নন, তিনি সকল মানুষের নবাব। আমরা সকল ভারতীয় তাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। সেখানে ধর্মের জায়গা কোথায়???
আসলে ভারতের অনেক হিন্দু নবাব সিরাজউদ্দৌলাকে পছন্দ করে না। তাদের মতে- "সেদিন নবাবের পরাজয় না হলে আজ হিন্দুরা মুসলিমদের গোলামী করতে হতো।" তাই তারা মীর জাফরের পক্ষে। "এমনকি একজনকে বলতে দেখেছি মীর জাফর হচ্ছেন আমাদের ঈশ্বর। তার কবর যিয়ারত করবো।"
❤️❤️❤️
👏👏👏🌹
তিনি শুধু বাংলার নবাব ছিলেন!
কিন্তু উনি ইসলাম ধর্মের হওয়ায়তো আপনাদের ভারতের মিডিয়া উনাকে খারাপ ভাবে দেখিয়েছে 😡
হে আল্লাহ নবাব সিরাজুদ্দৌলার কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মওকা দান করো আমিন
❤️❤️❤️
Amin
Amin
Amin
Ameen
ব্যাখ্যা-বিশ্লেষণ,যুক্তি-তর্ক,উপস্থাপনা সবমিলিয়ে অনন্য!❤️
👍👍❤️
আমার একটি জিনিস জানতে খুবই আগ্রহ,নবাব সিরাজুদুল্লাহ বা নবাবেরা কি মুঘলদের থেকেই আসা,কারণ মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগির রাহহমাতুল্লাহি এর এক সৎ ভাই এর কার সঙ্গে যেন আলীবর্দী খাঁ এর সম্পর্ক আসে।
দেশ ও ইতিহাসের প্রতি ভালবাসা না থাকলে এমন ভিডিও কেউ বানাতে পারবে না, নবাব সিরাজের অসমাপ্ত ইতিহাস, বংশ ধারার ইতিহাস ও বর্তমান বংশধরদের পরিচয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা। সুমন ভাই ভাল থাকবেন।
নবাব সিরাজদ্দৌলার প্রতি বাংলার সাধারন মানুষের শ্রদ্ধা, ভক্তি সব সময় ছিল, এবং আছে। কারন সিরাজের জন্ম ও মৃত্যু এই ভুখন্ডেই। এই টান কখনো মুছবে না।
সিরাজুদ্দৌলা বাঙালি ছিলেন না। তার জন্মও বাংলাদেশে না। এমনকি মুর্শিদাবাদ বা পশ্চিম বঙ্গেও না। ওনার জন্ম বিহারের পাটনাতে!!! উনার বংশধররা এখন ঠেকায় পড়ে নিরুপায় হয়ে বাংলা শিখেছে বটে, কিন্তু উনি নিজে বাংলা বলতেন না, পারতেনও না। সিরাজের সাথে বাংলা বা বাঙালির কোনো সম্পর্ক নাই।
@@যমদূত সিরাজুদ্দৌলা ১৭৩৩ সালে
চেহেল সেতুন, মুর্শিদাবাদ, সুবাহ বাংলা এয় জন্মগ্রহণ করেন। (উকি তথ্য)। আরো কিছু মত আছে জন্মশাল নিয়ে তবে জন্মস্থান মুর্শিদাবাদ। এর জন্মের পর আলীবর্দি খান পাটনার গর্ভনর হয় সেখানে তিনি তার পিতা মাতার সাথে চলে যান। সিরাজের সময় দাপ্তরিক কাজকর্ম প্রায় সম আরবি-ফারসি ভাষায় হত। সেই সময়ের ডকুমেন্টস দেখলে বুঝতে পারবেন। আর সিরাজ যে বাংলা বলতে বা বুঝত পারতেন না এই তথ্য আদৌ কোন সমর্থিত সূত্রে পাওয়া যায় না। কাজেই উল্টা পালটা তথ্যদিয়ে ইংরেজদের মত সিরাজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি তে ফেলাবেন না। এবং এটাও স্পষ্ট ভাবে বুঝতে পারছি, সিরাজ কে বাংলার মুসলমান সমাজ সমাদৃত করে বলে আপনার মত বাংলার কিছু হিন্দু সম্প্রদায়ের লোক আছেন যারা ঈর্ষান্বিত হয়ে অদ্ভুত অদ্ভুত মিথ্যা তথ্য ছড়িয়ে পুরো বিষয়কে সাম্প্রদায়িক দাঙ্গার ক্যাটগরিতে নিয়ে গিয়ে পরিবেশ কলুষিত করেন।
@@razurahman7263 Right
@@যমদূতনবাব সিরাজদুল্লাহ বাংলার মুর্শিদাবাদের জন্মগ্রহণ করে...না জেনে ভুল বলবেন না
@@যমদূত mirjapor er bongsodor apni tai na
আন্টির কথা বলার ধরণ 😳 রয়েল ভাব আছে উনার মধ্যে ❤️
- ঠিক বলেছেন!- অসাধারণ স্টাইলে কথা বলেন!- অসাধারণ বাচনভঙ্গি!- আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন!- আমিন
কারণ তারা আসলেই রয়েল পরিবারের বংশধর ☺
আমারও তাই মনে হচ্ছে ।
Tik bolsan, royal vab asa, ❤️
Smart and intelligent...
সত্যি আম্মাজানের কথা আর তার ব্যবহারেই বংশের পরিচয় করিয়ে দিচ্ছে।। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের দোয়া আছে চালিয়ে যান ভাই ।।।
100%right I miss nobab siraj dowla.
পোশাক আর তোলয়ার নিয়ে চাচার দাবি, সে নবাবের বংসধর।
এমনও তো হতে পারে চাচার পূর্বপুরুষেরা যাত্রা পালার নবাবের চরিত্র ছিল।
হাহহাআহ। সর্বনাশী মানুষ এখনও বাংলাই আছে!!
ঐ বেটা ভন্ড
😃😃😃😂😂
আমি ও এতদিন এটাই ভাবছি
Thik akdom... (Mahadiuddoula)
Unar characteristics er moddhe konoi royality nei..
But ei videor sobai k dekhe bojha jay they have royal blood ❤️
এই ধরণের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে ইংরেজি সাবটাইটেল দিয়ে আন্তর্জাতিক দর্শকদের বোঝার সুযোগ করে দিন।
❤️❤️❤️
Yes you are absolutely right
Yes
ঠিক
International?
No one interested about Sirajudaula.
নবাব সিরাজ সত্তিই বাংলার স্বাধীনতার জন্য আপ্রান চেষ্টা করেছিলেন । স্বাধীনচেতা এই বীরের জন্য আমি মাগফেরাত কামনা করি। আমিন ।
Ameen
Ameen 🤲
মুর্শিদাবাদ থেকে দেখছি খুব ভাল লাগছে
নবাব সিরাজউদ্দৌলা বংশ এখনো আচরণে কতো সম্ভ্রান্ত।আর চারপাশে নব্য ধনীদের আচরণ এর ধারে কাছে যাওয়া মুসকিল। তবে যারা সততার সাথে আছে তাদের মধ্যে অনেক ভদ্রতা দেখা যায়।
ঠিক বলেছেন❤❤❤
নবাব বংশধরদের বর্তমানে স্বীয় অবস্থানে ভালো দেখে মনে জুড়িয়ে গেলো। উনাদের ব্যবহারেই বুঝা যায় নবাবী কী ছিলো। দোয়া করি এই আভিজাত্য সবসময় বজায় থাকবে। আসলে নবাব সবসময়ই নবাব। হোক তা আড়াইশ কিংবা আড়াই হাজার বছর পর।
“অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার কারণে। অনেকেই হার মেনে নেয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।”
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ❣️❣️
❤️❤️❤️❤️
যতো ইতিহাস আর মানুষ বেঁচে থাকবে মিরজাফর কে বাঙলার শ্রেষ্ঠ বিশ্বাস ঘাতক বলবেই এটাই আমাদের স্বাভাবিক সত্যি।
ঠিক
Hasina r mujiber ceye bro gaddar banglar itihase nai
@@MD.IMRAN-n7w Apni maybe BNP Supported right😂pera nai aisob bnp side nai sheikh hasina oni onar rajniti hoito vul chilo kiso jaigai kintu Bangobondhu Sheikh mujib Ke bolar right apnr nai Karon je motki joddher je motivated korchen 7 koti manush Ke lorte shikhaiche take apnr motu akjon ba koiyek hazar manush diye bichar kore nah oni valo nah kharap.sei somoy kar manush ra ar bab dada der theke jene ashben sadinota pawya atu sohoj nah onar jaigai mirjahor boshar age nije Ke boilen apni desh ar jonno Ki korchen ar Ki korte perechen …
@@AnisurRahmanNibir right 👍
সবকিছু মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ সুমন ভাই ❤
❤️❤️👍
নবাব সিরাজউদ্দৌলা তার বংশধরদের তথ্য উপস্থাপন যথেষ্ট বিনয়ইতা মার্জিত ও সৌন্দর্যের সাথে উপস্থাপিত হয়েছে । বর্তমান সময়ে বংশধরদের পরিচয় জানতে পেরে অসাধারণ মনে হয়েছে। এত সুন্দর ভাবে পরিচয় তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️ ।
❤️❤️❤️❤️❤️
ইংল্যান্ডে এখনো যেভাবে তাদের রাজবংশ কে মর্যাদা দেয়, আমাদের সরাকারের কাছেও প্রত্যাশা করি আমাদের ভালোবাসা আর পরম শ্রদ্ধার মহান নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের রাজ পরিবারের সম্মান কামনা করছি।
এরাই হলো নবাবের সত্যিকারের যোগ্য বংশধর... চেহারা চলন এবং কথা বলার মধ্যেও একটা আর্ট আছে।
Agree. Kotha bolar modhe e akta royal/ nobab nobab vab lage.
দুই পরিবারই আসল..কিন্তুু চট্টগ্রামের ওই বুড়োটা ভুয়া
এটাই আসল আভিজাত্য। বসুন্ধরা, এসআলমের মতো লাখো কোটির টাকার মালিকেরাও এই আভিজাত্য কিনতে পারে না।
@@NRFP নাহ খারাপ হবে কেন? জাস্ট তো সাব্বিরকেই খুন করছিল, সেইটাও টাকা দিয়ে ভালো হয়ে গেছে। মুনিয়ার সাথে তো কোন খারাপ ব্যবহার করেনি, মেয়েটা এমনি এমনি মারা গেছে।
বসুন্ধরার চাকরগুলোকে দেখেছিলাম কয়দিন আগে অনলাইনে মালিকের চরিত্রের সাফাই গাইতে নামছিল অনলাইনে। এরকম চাটার দল যার আছে, তাকে তো ভালো বলতেই হবে।
Sirajul bepare Valo kore history janen taro tar cheyeo kharap kahini bashudhara s AlombMoto. Law jehetu porsen ek dike Rai deya thik na.jekhane sob des theke monarchy sorano plan hocce apni support korchen eirokom kharap plan k. Avijatto jekhane Nabi SM grinna korse sekhane support korchen. Taka bongsho dia ki hobe Amol Jodi na thake?
সৈয়দ মোহাম্মদ মুজতবা সাহেবের কথা ভালো লেগেছে তিনি বলেছেন একজন দুজনের কু কর্মের জন্য পুরো পরিবার কিংবা বংশধরকে দোষারোপ করা ঠিক হবে না যিনি অন্যায় করবেন শুধুমাত্র তাকেই শাস্তি পেতে হবে অন্য কেউ এর বদনাম কিংবা শাস্তি পাবে না।
নবাব সিরাজুদ্দৌলার প্রতি কোটি কোটি ফুলের শ্রদ্ধা ও ভালোবাসা কামনা করছি,, পরম করুনাময় সৃষ্টি কর্তা তাকে পড়ো কালে ভালো রাখুক
নবাব সেরজউদওলা কে জাননাতের উচু মাকাম দান করেন আমিন।
Uni to Shia chilen
@@user-k2f7q shia haq
এদের কথা বার্তার মধ্যেই একটা আভিজাত্যপূর্ণ ভাব আছে,
এই ভাষা গুলা কিন্তু চর্চার মাধ্যমে রপ্ত করা নয়, যেগুলা আমরা সাধারণত করে থাকি, এগুলা হচ্ছে জাতিপুর্ন ভাষার গাথুনি।
অত্যন্ত চমৎকার ভাবে, অনেক বিষয় গুলা উপস্থাপন করা হয়েছে।
খুব ভালো লাগ্লো।
ধন্যবাদ।
I respect them basically they are our Hero.
আরে ভাই ঢাকার সব শিক্ষিত ফ্যামিলির লোকজন এভাবেই কথা বলে 😄😄😄
তবে তাদের গায়ের রং, উচ্চতা দেখে মনে হচ্ছে বাঙ্গালী নন। মধ্যপ্রাচের বংশ ধর।
@@MasudRana-ql9uj
আপনার মনে হলেই কি আর না হলেই কি, এতে কার কি আসে বা যায়?
😂😂😂
@@MasudRana-ql9uj আজাইরা আলাপ । নবাব পরিবারের সাথে কার তুলনা
উনাদের কে অনেক অনেক শদ্ধা জানাচ্ছি ।
সুমন ভাই কে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা আর একটি অসাধারণ ভিডিও উপহার দেয়ার জন্য।
আমরা খুলনায় যে বংশধররা আছেন, উনাদেরও ভিডিও দেখতে চাই ।
ওনাদের দেখে কিন্তু সিরাজুদ্দৌলার চেহারার অনেক মিল খুঁজে পাওয়া যায়। দেশের শেষ স্বাধীন নবাবের বংশধরদের দেখেও অনেক শান্তি অনুভব করলাম।
সত্য ইতিহাস পড়তে শুনতে ও নিদশন তেখতে ভাললাগে,বত্ মানপ্রজনম্মের জন্য শিখা আছে,ধন্যবাদ ভাই 🇮🇳
i am a bengali and a hindu and i respect my king nawab shiraj , rest in peace king we wont be able to repay your sacrifice for us..
❤️❤️
RIP
@@ParadiseGarden রাজাকার দেশ বিরোধী তুম
@@ParadiseGarden mirjafor er bongsodhor tui
You are a good Hindu Bengali, love for you from Bangladesh❤️❤️
বাংলার আবেগের নাম "নবাব সিরাজউদ্দৌলা"
স্বাধীন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা জীবন্ত ইতিহাস আল্লাহ তাঁকে জান্নাত দান করুন আমীন ইউটুবার ভাই কে অনেক ধন্যবাদ
আপনার কাজগুলো দারুন। এভাবে সকলকে পুরাতন জানা-অজানা ইতিহাসগুলো নতুন করে পরিচয় করাচ্ছেনই না বরং নতুন প্রজন্মকেও নিজেদের ইতিহাস সম্পর্কে অবগত করছেন।
আপনার কাজগুলো আমার খুব ভালো লাগে। আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি কিন্তু নবাব সিরাজ উদ-দৌলা এবং মীর জাফর এর ভিডিও গুলো বিশেষ আকর্ষণ নিয়েই দেখি।
এছাড়াও বাংলার সর্ব সময়ের শ্রেষ্ঠ ইতিহাসগুলোই আপনি আমাদের মাঝে তুলে ধরেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🎞📼💖
Yes we the Hindu still love our Nwab Sirajuddyala and this love is eternal.
👍👍👍
But I don't...
@@souravghosh1440 They love Sirajdoullah and tell them to construct a big Hindu Temple on his memory.
Or,
Tell those Hindu to perform Puja on the houses of Siraj and establish a Hindu Deity Pratimaa as an expression of Hindu love to Sirajdoullah !!
বোকাচোদা ইতিহাস জান আগে। সিরাজ সম্বন্ধে তোর কোন ধারনা নেই ধারণা। লম্পট একটা।
@@souravghosh1440 🚩🚩
আগেও বলেছি। বারবার বলি পলাশীর যুদ্ধে বাঙ্গালা পরাধীন হয়নি। আমরা অলরেডী পরাধীনই ছিলাম। সেদিন আমাদের প্রভু বদল হয়েছিল মাত্র। মধ্য এশীয় প্রভুদের হাত থেকে ব্রিটিশ প্রভুদের হাতে‚ এক আব্রাহামিক প্রভুদের হাত থেকে অন্য আব্রাহামিক প্রভুদের হাতে বাঙ্গালীর হস্তান্তর হয়েছিল মাত্র। যার এক তৃতীয়াংশের স্বাধীনতা এসেছে ১৯৪৭ সালে। বাকি দুই তৃতীয়াংশ এখনো প্রাক-ব্রিটিশ প্রভুদের হাতেই থেকে গেছে।
তাকে আবার স্বাধীন করে মহারাজা শশাঙ্ক-দেবপাল-দনুজ রায়-প্রতাপাদিত্যের তলোয়ারচর্চিত সোনার বাঙ্গালার অখণ্ড রূপ পুনঃপ্রতিষ্ঠা আমাদের প্রত্যেকের কর্তব্য। এবং আমরা তা পালন করবোই।
আমি গর্বিত আমি মোহাম্মদ সাঃ উম্মত
মনে হচ্ছে যেন আপনি একাই উম্মত আর বাকি সবাই গংগার জলে ভাইসা আসছে।
সালাউদ্দিন ভাই, নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের দেখানোর জন্য আমি আপনাকে ও সিরাজউদ্দৌলার সকল বংশধরকে ধন্যবাদ জানাচ্ছি
ইতিহাস জানতে ও পড়তে খুবই ভালো লাগে, আপনার মাধ্যমে আরো সুপুষ্ট ও বিষদ ভাবে জানতে পারছি , শুভকামনা রইল প্রিয় ভাইয়া ..... খুব শীঘ্রই ১মিলিয়ন হবে ইনশাআল্লাহ ❤️❤️।
সুমন ভাই আপনি অসাধারণ একটি কাজ করছেন।এটি চালিয়ে যান। বাংলার ইতিহাস এর বই গুলো পড়তে গেলে আমার গায়ের লোম দাড়িয়ে যায়।আজ আপনার ভিডিও টি দেখার সময় ও আমার লোম দাড়িয়ে যাচ্ছিল বার বার।
আমার ও ভাই
বাংলার নবাব
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তোদের যত চুলকানি
This is real royal family...they are so polite, smart and elite.
অসাধারন
হুগলী,পশ্চিমবঙ্গ থেকে...,♥️
❤️👍👍👍
❤️❤️❤️
আব্বাস উদ্দওলা খুব বেশি আবেগ এবং হিংসুক ভাবাপন্ন মানুষ বাকি দুজন পলিটিকাল ইতিহাস বুঝতে পেরেছেন ধন্যবাদ তাদেরকে
হুম কথাবার্তা আওয়ামী লীগের মত
আব্বাসউদ্দৌলা কথাবার্তা মূর্খ মানুষের মত
@@mdzoherul9923 awami league Tor mayre chuieda tore poida korse baba der kharap bolte hoy na
@@ridoymj9037 তোমার ব্যবহার দেখে বোঝা যায় যে আওয়ামী লীগ তোমাকে পয়দা করছে আমাকে নয়
ঠিকি বলেছেন আপনি! আমি উর সাথে কথা বলে বুঝতে পেরেছি যে উনি একটা মোসট মোসট বেয়াদব!
সুমন ভাই প্রবাস থেকে দেখতেছি খুব ভালো লাগলো ধন্যবাদ
নবাবের বংশধর আরো অনেক আছে। একজন মানুষের তো আর একজন বংশধর থাকতে পারে না। বংশের বিস্তার তো ঘটেছে তাই না,,,
Perfect hote pare.
@lima akter
ঠিক আনেক বংস আছে তারা সামনে আসে না ডাক ডোল বাজাচ্ছে না
আমাদের দাদু আম্মা নাবাব বারির জেনারেসন ছিলেন
কুঠিতে জেতাম দাদু আম্মার সাথে
আমাদের না না ভাই এর নামের সামনে মির্জা টাইটেল ইনার বংস ধর ছরিয়ে ছিটিয়ে
ঊনি British Calcutta commissioner ছিলেন
Tittle টা Mirza only family
ঊনার লিখিত জিবনিতে বহু ঘটনা লিখা
বেঈমানদের কখনো ক্ষমা করা উচিত নয় ।
ইতিহাস তো ইতিহাসই
যা, যে কোনো সময়ই সবার দৃষ্টিতে আসবেই আসবে
যে যেখানেই থাকুক ভালো থাকুক নবাব বংশধর
আমি এ অধমের মত সবারই কি একই কামনা?
সালাউদ্দিন সুমন ভাই এর কাছে আমার অনুরোধ করছি আপনি আমার পাশের জেলা জয়পুরহাটের বৃহত্তর বগুড়ার আদমদিঘী থানার মানুষ হিসেবে আপনার নিকটে অনুরোধ করছি আমি ও আমরা আমাদের দেশের সবাই আপনার এই চ্যানেলের ভক্ত এর মধ্যে চট্টগ্রাম জেলার ঐ ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন ভিডিও বানিয়েছেন তাহা নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত হয়েছেন - তাই কোনো সঠিক জিনিস যাচাই-বাছাই না করে খালি মানুষের মুখের কথায় বিশ্বাস করে তৈরী করবেন না কারন ইতিমধ্যে আপনি এই ধরনের ভালো ভালো ভিডিও গুলো তৈরী করে দেশ ও দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন এখন আপনার কাছে দাবী জানাচ্ছি আমাদের দেশের মানুষের কাছে নবাব শিরাজউদদৌলা এবং মীর জাফরের একেবারে খাঁটি ও সঠিক ইতিহাস বের করে দেখান ও তাহাদের প্রকৃত বংশধর কারা
বাংলাদেশের মিরজাফর ও নবাবের কোনো বংশধর নেই
@@newcartoonmovie3100 ধুর ভুদাই!! গুজ্রাট পাঞ্জাবি তামিলদের বিহারিদের পা চাটা ছাড়া পশ্চিম কাংলুদের ভাত হজম হয় না!! বাংগালি নামের কলংক!! বেঈমান জাত!!
অসাধারন ।আমাদের গৌরে সোনা মসজিদ আরও অনেক কিছু আছে এই গুলোর ভিডিও বানান।
মালদা পশ্চিমবঙ্গ ভারত থেকে
মেহেবুব আলাম
সত্যি আমি ও মালদহ শহর এর গৌর এ অনেক ইতিহাস লুকিয়ে আছে অনেক অনেক
কথা বার্তা গুলো খুব মার্জিত ছিলো।
অনেক ভালো লাগলো।চিন্তা ধারাই দারুন।
আমি এই আন্টি এবং ভাইয়াকে চিনি। তাদের সাথে প্রায় সময়ই দেখা হয়। খুবই মার্জিত এবং অমায়িক মানুষ উনারা❤
নবাবের সব বংশধর দের চেহারা গুলার অনেক মিল আছে
He was king so he was dear to all Bengalis. Religion wasn't important. He is still loved and respected today as he was then. His courage to fight the British is an example for all.
টিপু সুলতানের বংশধর নিয়ে একটি ভিডিও বানান
খুবই পুলকিত হলাম নবাব সিরাজুদ্দৌলার কিছু বংশধর লন্ডনে আছে শুনে।
I'm from murshidabad
জাষ্ট অসাধারন সুমনভাই।আর ধারাভাষ্য তো জুড়িনাই।
অসাধারণ ,অপেক্ষায় ছিলাম, মাঝে মাঝে বেড়াতে যাই মুর্শিদাবাদ। অন্তত 50 বার আমি গিয়েছি। এইতো নভেম্বর মাসের 2 তারিখে ঘুরে এলাম। এবার এই প্রথম দেখলাম একজন মহিলা নবাবের কবরে ফুল দিচ্ছে এলাকার মানুষ নবাবের বেগম লুৎফুন্নেসা বলে সম্বোধন করেন। কি অসাধারণ ভক্তি-শ্রদ্ধা নবাবের প্রতি তার উনার সাথে বসে গল্প করলাম সেলফি তুললাম,,, বারবার আমার কাছে মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের অংশ হয়ে গেলাম।
নবাবের এর নতুন বেগমকে নিয়ে একটা প্রতিবেদন চাই,,,,,, চাই চাই চাই,,,,
Manos. Bangla. Dakuhun
সুমন তোমাকে আবার ও ধন্যবাদ .জাপান থেকেঅনুরোধ করছি কুমিল্লাকে নিয়ে সুন্দর একটা ভিডিও বানানোর জন্য . সত্যি তোমার উপস্হাপন মন মুগ্ধকর ,
কথা বার্তা কত মার্জিত ও নম্রতা সহকারে বলতেছে মাশা-আল্লাহ
এই পোস্ট টা যে পোরছে তার বাবা মা যেন জান্নাত বাসি হয়❤️আমিন😍.,
Like..ফকির
Ai meye kiser post tore pitabo kintu
Amin
amin
Ami Nawab Siraj-ud-doula k all time respect Kori ... thank you so much eto ki6u jananor jonyo.....west Bengal thek
Salahuddin Sumon apni ekjon boro maaper journalist...love from India..!!
Nabab Is the great of
Bengla ...
Bravo bravo.....
নবাব সিরাজের
জন্য খুব খারাপ লাগে
তাঁর আত্মার জন্য ও লৎফা বেগমের জন্য দোআ করি।
আর যে টা না বললেই নয়
তা হল❤🌹❤ (সিরাজ + লুৎফার)❤🌹❤ অসমাপ্ত ভালোবাসার কথা।
চির অমর হয়ে রইবে।
সুমন ভাই, নবাব সিরাজ উদ-দৌলা স্বাধীন বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক, অতএব, তাদের ব্যাপারে ভিডিও করার সময় আপনাকে অত্যান্ত সতর্ক হয়ে কাজ করতে হবে,যেমন রাউজানের ভিডিওটা খুবই দুঃখ জনক , বলা বাহুল্য আপনি বাঙালি জাতির অতীত ঐতিহ্যে নিয়ে আপনি যে কাজ গুলো করতেছেম তা অতুলনীয়,।💖
রাওজানের ভিডিও তে অনেক ইনফরমেশন দেখলাম
ভাই আপনি কোনো একটা বিষয় বিশ্লেষণ করা ছাড়া আন্তাজে কথা বলতে পারেন না।এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে রাউজানের নবাব সিরাজুদ্দৌলার বংশধর মিথ্যা।তাই বুঝে শুনে কথা বলা উচিত।
@@প্রেমসম্রাট-ঝ৯ঘ Link
@@SH-hl7eu আসহলে কি হইছে
@@NRFP তার থেকে যেসব জিনিস আছে তা অন্য কারো নাই।তারটা সত্যি হওয়ার সম্ভবনা বেশি।
অসাধারণ ভিডিও আমি ইন্ডিয়া থেকে দেখছি
I am an Indian and I also respect Nawab Siraj dullya
জান্নাত বাসী করুক আল্লাহ আমাদের নবাবকে ❤️❤️❤️মনখুলে দোয়াকরলাম
অসাধারণ ডকুমেন্টারি ❤️
সরকারের উচিৎ এদের আজীবন দায়িত্ব নেওয়া এবং ঐতিহ্য রক্ষা করা
yes
আসলেই উনি যে নবাবের বংশধর তা উনার কথার মধ্যেই পরিস্ফুটিত হচ্ছে উনার কথার স্টাইল কত সুন্দর।
নবাব পরাজিত না হলে আমরাও ইউরোপ আমেরিকার মত জীবন যাপন করতে পারতাম
ভাই খুব শীঘ্রই ১ মিলিয়ন সাবস্ক্রাইব হবে। আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল ❤️❤️❤️
Inshaallah
মোস্তাফা জীকে কত সুন্দর দেখতে, যেন সত্য নবাব। 😍😍😍😘❤️
আলহামদুলিল্লাহ নবাবের ভাগ্যে না থাকলেও তার বংশকে ভালো রেখেছেন❤️
উনার কথায় অনেক সত্যতা আছে,আমার মতে উনি ওরজিনাল বংশধর
Mrs. Kanij এর Husband এর blood line টা clear করা দরকার ছিলো...উনিও তো নবাবজাদা...যদি উনি মিরজাফরের Blood Line এ হয়....স্বভাবিক ভাবেই...Mrs.Kanij এবং তার ছেলে...মিরজাফর এর সম্পর্কে negative বক্তব্য দিবে না...
Well said, very true
Agreed
ঠিক বলেছেন..
খুবই ভালো লাগলো।মুজতবা ও উনার আম্মার কথাগুলো রয়াল ফেমেলী র মতোই।
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে দোয়া করি আপনি আরো এগিয়ে যান
Just অসাধারণ, আমি অনেকদিন ধরে এই সত্যটা জানার চেষ্টা করছিলাম, আমি ইতিমধ্যে তা উত্তর পেলাম, ধন্যবাদ আপনাকে 👍🙏💯💓👌
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক আশীর্বাদ ও দোয়া শুভকামনা রইলো।
ভিষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একজন ইতিহাস প্রিয় মানুষ। প্রতিটি মানুষেরই ইতিহাসের চর্চা করা উচিত।
👍👍
পুরাতন ইতিহাস তুলে ধরার যে চেষ্টা, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ❤️
প্রিয় সুমন ভাই কুমিল্লার সালবন বিহার এর কাহিনি টা ভিডিও করে আপলোড করবেন প্লিজ 🙏🙏🙏
যার মা আছে, সে কখনও গরীব নয়
অসাধারণ, দুর্দান্ত একটা দারুন সব তথ্য পেলাম, নতুন করে জানলাম নবাবের ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।
আব্বাসউদ্দৌলার কথা ও যুক্তির সাথে আমার পুরো সমর্থণ রয়েছে !!!
আব্বাস উদ্দৌলা একজন মানুষ রুপি গাধা, আর তার যুক্তি আপনি বুকে ধারণ করেছেন, কারণ আপনি একজন মানুষ রুপি ছাগল, আর যারা আপনাকে লাইক দিয়েছেন, তারা হচ্ছে মানুষ রুপি প্রথম শ্রেণীর গরু।
Congratulations, Salahuddin Simon. You did a good job of presenting the two sides of the Nawab family. What you did was to present a balanced way. We’ll fine.
খুব দারুন এক ঐতিহাসিক ভিডিও দেখলাম, অনেক তথ্য সহ। ধন্যবাদ, ভাইয়া।
❤️❤️👍👍👍
খুব সুন্দর একটা ভিডিও হয়েছে ভাই। আর আপনার উপস্থাপনাও বরাবরের মত ভালো। আপনার জন্য শুভকামনা।
যথেষ্ট শিক্ষত মানুষের মত কথা।।
নবাব এর বংশ এরা
এটা কথা বার্তা চালচলনে বুঝা যাচ্ছে।
রাজকীয় ব্লাড❤️❤️
আমার খালা উনি।আমার মায়ের কাজিন
আল্লাহ যেন নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাতবাসী করেন আমিন👍👍🤲🤲
Very impressive interview ! They are educated and entitled people. It is natural to have different opinions. I have seen other videos. This is the best one. Thanks.
সুন্দর প্রতিবেদন
সুমন ভাইকে ধন্যবাদ এগুলো তুলে ধরার জন্য ❤❤
আপনার ভিডিওর নিয়মিত দর্শক, আপনার সাথে দেখা ঽওয়ার ইচ্ছা রইল।
যদিও পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্যে কিন্তু ইতিহাস,বিশেষ করে মুঘল ইতিহাস আমায় সবসময় মুগ্ধ করে।একটা চৌম্বকীয় অবস্থা ইতিহাস আর আমার মধ্যে।
সুমন ভাই,আমি সত্যিকার অর্থে আপনার এক ক্ষুদ্র ভক্ত।
অনেক ধন্যবাদ অসীম দা💕
এটা বাংলার নবাবদের ইতিহাস..মোগল ইতিহাস না
চমৎকার। খুব ভালো লাগলো।