বেদনার ইতিহাস বুকে নিয়ে আজো কাঁদে পলাশী || History of Plassey
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- আড়াইশো বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যেখানে সংঘটিত হয়েছিলো বাংলাকে মুক্ত করার লড়াই, মীর জাফর ও তার সহচরদের বিশ্বাসঘাতকতার কারণে যেখানে অস্তমিত হয়েছিলো স্বাধীনতার লাল সূর্য, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঙালির পিছিয়ে পড়ার ইতিহাসের সাক্ষী সেই পলাশীর আম্রকানন নিয়ে তৈরি করেছি আজকের ভিডিও। সরেজমিনে ঘুরে পলাশীর প্রান্তরের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ফিরে দেখানোর চেষ্টা করতো অতীত ইতিহাস।
Contact email address for sponsorship, affiliate or other business purpose :
sumonmcj@yahoo.com
#plassey #battle_of_plassey #পলাশী #পলাশীর_যুদ্ধ
আমি একজন হিন্দু তবে আমি যত বার আমাদের শেষ স্বাধীন নবাব এর ব্যাপারে পড়ি চোখে জল চলে আসে..গর্বিত আমাদের বাংলায় এরকম একজন নবাব ছিল ❤️❤️❤️❤️❤️❤️❤️
চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসলো সিরাজদৌলার জন্য।
আমারও
আমার ও
As d
Akdom thik ..... 😢😢
@@nadiaafrin3329 b
অনেক ধন্যবাদ, ছোট বেলা যখন বাংলার ইতিহাস পড়তাম তখন অনেক কান্না পেত, কল্পনায় পলাশী চলে যেতাম। দেখার অনেক ইচ্ছে ছিলো এই বিডউর মাধ্যমে খবর কিছুটা হলেও মনোভাসনা পু্র্ন হলো।
আজ আমি বাংলাদেশী কিন্তু আমি প্রথমে একজন বাঙালি, মক্কায় মুসলমান যেমন কাঁদে, যেমন হিন্দুরা কাঁদে হরিদ্বারে, তেমনি আমরা বাঙালিরাও কাঁদি যখন আমরা পলাশী দেখি - 23শে জুন 1757 যখন সারা বাংলা কাঁদে, আমরা আজও কাঁদি। . ধন্যবাদ সুমন ভাই
সিরাজদৌলা কি বাঙ্গালী ছিলেল? তিনি কি বাঙলা ভাষা বুজতেন?
Ekdm thik bolechen😢
@@Skyfall024 na uni "nunu vasa"r Lok silen!!
@@habiburrahman4340 What do you mean by "nunu vasa'r? Brother.
@@Skyfall024আপনি হযতো জানেননা প্রাচীন যুগ হতে একেবারে আজ অবধি যারা বাংলা শাসন করেছেন তারা অধিকাংশই এ অঞ্চলে বহিরাগত। এমনকি বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ও বহিরাগত। একেবারেই বাঙ্গালি ছিলেন এমন খুজতে গেলে শশাঙ্ক এবং পাল রাজাদের নাম পাবেন হাতে গোনা কয়েকজনের। সুশাসক আলা উদ্দিন হোসেন শাহ, শায়েস্তা খাঁ, এমনকি ঈসা খা যাকে নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই এরা কেউ বাঙালি ছিলেন না। বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাঙালি নন। তবে উনারা সবাই বাংলাকে ভালোবেসেছেন। সিরাজউদ্দৌলা ইংরেজদের বশ্যতা স্বীকার করে নবাব থাকতে পারতেন তিনি তা না করে লড়েছেন জীবন দিয়েছেন মানুষের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে। প্রতিটি বাঙালির কাছে তিনিই সত্যিকারের নবাব
পলাশীর যুদ্ধ চিরকাল দেশকে রক্ষার, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বার্তাই দিয়ে যায়। দেশপ্রেমের মূর্ত প্রতীক হয়ে নবাব সিরাজউদ্দৌলা প্রতিটা বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন ❤️
মীর মদনের নবাব ভক্তি ও সাহসিকতায় তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তার বীরত্ব ও মৃতু চোখে জল ঝরাচ্ছে।
অসাধারণ কথা বলার স্টাইল আর ভাবভঙ্গি ও উপস্থাপন চমৎকার। কোনটার পর কোনটা কোন কথা কোনখানে সাজিয়ে বলতে হবে কোথায় থামতে হবে আবার কোথায় শুরূ করতে হবে সব কিছু যেন পরিপাটি ১০০% মিলানো। যেন বাস্তব প্রকৃতি, ভাই অনেক জ্ঞানের চর্চা করেন বুঝা যাচ্ছে। আল্লাহ আপনাকে অলৌকিক বলবো না লৌকিক মাধূর্যপুর্ন মসৃণ ক্ষমতা দিয়েছেন। আসলে আপনি এই সব ইতিহাস উপাস্থাপনের জন্য পরিপূর্ণ সম্পূর্ন। ধন্যবাদ
এসব ঘটনা শুনলে শরীরটা কেমন যেনো জ্বলে উঠে, বাংলার যমিনে এখনো বহু মীর জাফর রয়ে গেছে,
বাংলার বুকে যেন আর কখনো মীর জাফর, জগত শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভরা না জম্মায়
Banglar buke jeno ar kono siraj jonmo na hoy. Ei siraj koto ma boner samman nosto koreche
@@SAMIRBCROY তুমি ঠিক বলেছ। সিরাজের চরিত্রের খুব দোষ ছিল। আর সে অত্যাচারী শাসক ছিল। তার জন্য সবাই ইংরেজদের পক্ষ নিয়েছিল কিন্তু তখন মীরজাফর জগত সেট মুন্নি বেগম এরা বুঝতে পারে নাই যে সেই মাত্র গুটিকয়েক ইংরেজ পুরো দেশটাকে শাসন করবে
@@SAMIRBCROY dada apni ki gaja kheyechen
@@Tom20013 siraj holo ekjon doschoritro nawab.
না নবাব সিরাজ হারেনি,হেরেছে মীর জাফর,,, নবাব এখনো আছে কোটি কোটি বাংগালির হৃদয়,,
Yes
Yes
Yes
একজন বাঙ্গালী হিসেবে এটা যে কত বড় কষ্টের তা ভাষায় প্রকাশ করা কঠিন। শ্রদ্ধাভরে স্মরণ করি নবাব সিরাজউদ্দৌলাকে। আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
সিরাজের ইতিহাস শুনলে চোখে পানি আসে মনটা বড় কাদিতে থাকে। 😭😭
আমারো
আমার ও😥
@@shahnajnadia8344.
😢😢😢
Wonderful video....
এতদিনে শুধু বইয়ে পড়ছি মির মর্দান, সিরাজ, পলাশী যুদ্ধক্ষেত্রে, মোহনলাল ইত্যাদি নানা নাম। কিন্তু আপনার জন্য জায়গা গুলো দেখা হলো। আপনাকে অনেক ধন্যবাদ।
🙂🙂🙂🌍
পলাশী যুদ্ধ দেখিনি কিন্তু আপনার বর্ণনায় চোখের সামনে ভেসে উঠেছে জীবন্ত হয়ে। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1
Murshidabad histry a part of natak jatra colour full histry not original.
প্রতিটা বাঙালির হৃদয়ে "নবাব"❤️❤️❤️❤️❤️
নবাব বাঙ্গালী ছিল না।
@@harisurrahman2956 কে বলেছে আপনাকে?
তাহলে তাকে বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় কেন? বোকাচোদা @@harisurrahman2956
আমি আপনার খুব বড়ো ভক্ত। দারুন বলেন আপনি। মনে হয় আমার স্কুল জীবনের ইতিহাসের শিক্ষক কথা বলছেন।
অসাধারণ উপস্থাপনা, বাংলার ইতিহাস শুনতেই শরীর ছমছম করে উঠে। সব সময় অপেক্ষায় থাকি নতুন এপিসোডের।এইরকম ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আরও ভিডিও চাই।
❤❤ ভালোবাসা অবিরাম।❤❤❤
বাংলাদেশের মীরজাফরদের নিয়ে কিছু একটা বলুন
স্যালুট জানাই বাংলার বীর; মীর মদন,মোহন লাল কে জাতি তোমাদের সারা জীবন মনে রাখবে।
Rr33 e3dre3erd3dze3rerdreu3e3 rft3rdrsrsegre3errctrsyrrfxresere44ru3tssrtsdczf3rrhe3f4 rrsr33utvdszrrs3rerrfrrrrerrsrz3f3fdssrrserrfe3rrre rt3 rsffrtsfyetryfdssrr5rurrsssrrerrdddrrsrrzrrerr3syrdzfzrrrrsrrrrrrd34fsdrdrdtfrsf43sssr4ffsxrs5fryrrd3yr3r3yryrrrr3e3rx3dererrrrre,3rszttyyyreeftfff3eeetee3ew333e,r32e😁🅰🅰😁😁😁😁😁
🅰😁😁🅰😁😁🅰😁
🅰🅰🅰🅰😁🅰🅰🅰
🅰😁😁🅰😁😁🅰😁
🅰😁😁🅰😁😁😨🐶😊👞😅👞👞🔝😕😊🐱
@@mijanrafi3961 wtf
জঙ্গি সালা
সঠিক
সঠিক
আপনার মতোএত সুন্দর করে গুছিয়ে কথা বলতে আমি খুব কম ইউটিউবারকে দেখেছি। ধন্যবাদ নদীয়া জেলা থেকে।
কথাটা সত্যি ।
পলাশী থেকে বলছি
@@ilovemyindia4093 n vvnn
G
@@ilovemyindia4093 "loop ji
Oopqoo
আমি বাংলাদেশ থেকে বলছি
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
এরকম অনুষ্ঠান দেখান আমরা দেখি তার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই আপনি এরকম অনুষ্ঠান আরো বেশি করে করেন
ruclips.net/video/c3MWT8vgChk/видео.html
শুনুন
ভাই সুমন আপনার এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই উপমহাদেশের প্রায় সবাই কম বেশী বাংলার শেষ নবাব সিরাজউদৌলার সম্মন্ধে জানি কিন্তু বেশীর ভাগ মানুষই এই ঐতিহাসিক জায়গাগুলো দেখা থেকে বঞ্চিত। আপনার এই মহতি উদ্যোগের কারনে আমরা এবং নতুন প্রজন্ম এই ঐতিহাসিক জায়গাগুলো দেখার সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আরো নতুন কিছুর প্রতাশায়....
শুভ কামনা থাকলো..... ❤💚
Really... ইতিহাস পড়েছি, আর আজকে আবার দেখলাম, শুনলাম। মনের অজান্তই চোখে জল এল। ধন্যবাদ সালাউদ্দিন ভাই তোমাকে।
পাঠ্যপুস্তকে পড়া পলাশীর প্রন্তর আপনার এই ভিডিওর মাধ্যমে দেখে ছোটবেলায় ফিরে গেলাম, ফিরে গেলাম ২৫০ বছর পূর্বে। বাড়ির কাছে আরশি নগর- একদিন যেতে হবে একদিন যাবই। এই ভিডিওটার জন্য অনেক ধন্যবাদ। মিরজাফরের বংশধরের টা দেখেছি- আরো আরো হোক- এগিয়ে যান।
অনেক কষ্ট লাগে এখনও সেই বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে 😞😞যদি সেদিন নিজের মানুষ বিশ্বাসঘাতকতা না করতো তবে বাংলার শেষ নবাবই জয়ী হতো।
এই কারণে মুর্শিদাবাদের মুসলিম দের আজ ও মিরজাফর বলে ডেকে থাকে
@@BiswajitMondal-ps1wu সব জায়গায় ধর্ম কেন টানেন? বেইমানরা কোন ধর্মের না। কেন ভাই হিন্দুরা কি বাংলার সাথে বেইমানী করেনি? ইতিহাস ঘেটে দেখেন এই হিন্দুরাই সবচেয়ে বেশী পা চেটে দিছে ইংরেজদের৷
@@tanvirshohan2713 কি বলেন ভাই একবার তৎকালীন উত্তর পশ্চিম ভারত মানে বর্তমানে পাকিস্তান সেখানের বেশিরভাগ উচ্চপদস্থ মুসলিমরা ব্রিটিশদের সাথে যুক্ত ছিল যেটা সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত আব্দুল গফফর খান ও একবার বলেছিলেন
জগৎ শেঠ রাই দুলব জড়িত ছিলেন
@@himanshuroy8112 ৩ জন প্রধান প্রতারকের ২ জন হিন্দু ছিল , আর কিং সিরাজ কিন্তু মুসলিম ছিল সো এসব বলা উচিত না ❤️
নিউইয়র্ক থেকে। করণার এই মহামারী পরিস্থিতিতে দেখলাম আমাদের সেই গৌরবের কথা আর বেদনার কথা। ভাল লাগলো ধন্যবাদ।
সাবধানে থাকুন, সুস্থ্য থাকুন।
Apnio r apnar upostapona r concept gula onek valo dua roilo
ফিরে যেতে ইচ্ছে করে সেই ইতিহাসে
😭
ধন্যবাদ এত সুন্দর ও সাবলীলভাবে বাংলার গৌরবময় ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য।
ঐতিহাসিক স্থান দেখলে মনে ভোরে যায়। ইতিহাস পড়তে খুব ভালো লাগে
Ò। ভাই এতো কষ্ট করে এই ইতিহাস দেখালেন আমার খুব খুব ভালো লাগলো। আপনাকে হাজার সালাম ভাই। আমি নবাব সিরাজ কে খুব ভালো বাসি। আমিও খুব ভালোবাসি দেশটাকে আপনার মত।
ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার সবগুলো এপিসোড খুব ভালল লাগছে বিশেষ করে নওগাঁর আদমদিঘী এর রক্তদহ বিলটি মন কেড়েছে। মনে এক মুহূর্তে মনে হয়েছিলো যেনো প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম দেশে গেলে সেখানে অবশ্যই যাব ঘুরতে। সত্যিই সেটা অসাধারণ ছিলো। মন ছুয়ে গেছে প্রকৃতি।
সুমন ভাইয়া আপনার মত আমি আর কাউকে দেখিনি এভাবে সুন্দর ভাবে কথা বলতে। ধন্যবাদ ভাইয়া।চাঁদপুর ও নোয়াখালী থেকে বলছি....
পলাশী এত বড় ঐতিহাসিক স্থান হওয়া সত্ত্বেও এখানে বড়ো পর্যটন কেন্দ্র গড়ে উঠেনি😔
Hi I'm
Hbe ki kore sob kheye niyeche ।amra prai oi monument er pechone বাধ এর ওখানে বসে আড্ডা মারি।।
Mamta begam ke bolun
ইংরেজ দের 3000 শৈন এর মধ্য 2200 ছিল বাঙ্গালি। ভাইয়া আপনার কাছে বেদনা দায়ক সত্য শুনে খুব কষ্ট পেলাম। কে কে ভিডিও দেখে কষ্ট পেয়েছ।like
২২০০ ছিল হিন্দু
@@romanticlove5047 Hindu jindabad ....
@@romanticlove5047 আমি একজন মুসলিম হিসেবে , আপনার মতামতকে ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করলাম ৷ কারণ আপনার জন্ম কদিন আগে বললেই হয় , আর আপনি গাল মারছেন 1757 বা 1857 সালের ! আবার হিন্দু ধর্মাবলম্বীদের কথাও টানছেন , আবার পবিত্র কাবা শরীফের ছবি দিছেন অন্যদিকে আইডি name হল romantic love ! কিভাবে বিশ্বাস করব আপনি একজন মুসলিম ?
Ami
Amitava Mondal ..
নবাব সিরাজ ঊদ্দৌলার ভাস্কর্য দেখে মন হল এ মনেহয় আমাদের আপনজন। তার ব্যর্থতা আজ কেমন যেন বুক ফেটে কান্না হচ্ছে।
ভাই সুমন সাজিয়ে গুছিয়ে বাংলার ইতিহাস দুই বাংলার নতুন প্রযর্ম কে উপহার দেওয়তে
বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার আন্তরের অন্তসথল থেকে সুক্রিয়া গ্যাপন করছি। আল্লাহ্ আমাদের সকল কেই সঠিক ও সত্য পথথে চলার তৌফিক দান করুন আমিন ***
সুমন ভাই, আপনার কন্টেন্ট আমি দেখা শুরু করেছি এবং আপনার মাধ্যমেই আমার দেখা হচ্ছে আমার পৃথিবী । আমি চেষ্টা করি বহুমাত্রিক দৃষ্টি ভঙ্গি থেকে সব কিছু দেখতে বা যেমনটি আপনি আপনার আবেগ অনুভূতির মাধ্যমে বলতে চান ।
আপনাকে বললে বিশ্বস করবেন কিনা জানি না। আমার কর্মজীবন যুদ্ধেও এমনি এক সিদ্ধান্তের উপনীত হতে যাচ্ছি আমি অতপরঃ সমাপ্তি । এমনই এক ঐতহাসিক ঘটনার আলোকে শুরু হয়েছিল আমার যুদ্ধও। ধন্যবাদ আপনাকে ।❤
গা শিউরে উঠলো মীরজাফর এর কর্মকান্ড দেখে, ধন্যবাদ প্রিয় ভাই আমাদের নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর জন্য,, ভালো লাগে এসব ইতিহাস জানতে পেরে,,❤️👍🤲
অনেক দিনের ইচ্ছে পূরণ করলেন দাদা,আপনার এই ভিডিও দেখে মন ভরে গেলো।আপনাকে অশেষ ধন্যবাদ,এরকম ভিডিও আরো করুন,খুব সুন্দর সঞ্চালনা করেছেন
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ বাংলার ইতিহাসকে তুলে দরার জন্য
মীর মদন আমার মতো সাহসী পুরুষ কে আছেন মীর মদন হবেন আসুন জীবন কে দেশের জন্য বিলিয়ে দেই
আমি আছি
বিশ্বাস করেন ভাই আপনার এই সুন্দর উপস্হাপনার আর পলাশী যুদ্ধের করুন কাহিনী শুনে ভেতরটা কেমন যানি হা হা কার দিয়ে উঠছে। সেদিন কাদতে পারিনী পাশে রুম মীট ছিল তার পর সবার আড়ালে চোখ দিয়ে কয়েকফোটা অশ্রু ভয়ে গেছে। দোয়া আল্লাহ যেন এই মহান বীরকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন আমিন।🤲🤲
ধন্যবাদ জনাব সালাহউদ্দীন সুমন প্রায় আড়াইশ বছর আগের ইতিহাস সঠিকভাবে প্রানবন্ত করে তুলে ধরার জন্য।
সত্যি কথা আমাদের অন্যরকম হতো ভাই আপনার অনুষ্ঠানটা দেখাতে অনেক সুন্দর হইছে
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার জন্য পলাশী জায়গাগুলো দেখতে পারলাম আর বাংলার ইতিহাস কিছু শুনতে পারলাম জানতে পারছি
সবই অবহেলা কারন আমাদের পলাশী এলাকায় মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশের বেশি। তাই কোনো সরকার এর উন্নতি চায় না।
আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমরা এত গুরুত্ব দিতে পারি না, কারণ আমাদের ছেলে মেয়েদের কাছে এই ইতিহাস পাঠ্য বইয়ের এক পাতায় সীমাবদ্ধ।
খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে, আবার ভারতে আসলে জানাবেন।
আপনাকে আল্লাহ ভালো রাখুক, ইতিহাস গুলো তুলে ধরুন।
ভাই আমি ভারতে এসে এইসব ঐতিহ্য দেখতে চাই, আপনার ফেসবুক আইডিটা দেন আপনার সাথে এড হয়ে নেই, যদি আসি আপনার সহযোগিতা পেতে চাই।
Pallasy te 70% muslim . Faltu katha keno bolen
এই toফালতু কথা
Bhaijan tomader didi ki kor6e.....didi ke bolo
এই আপনার মতো কুত্তা, এই দেশটাকে খারাপ করছে সব জায়গায় ধর্ম ধর্ম, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেবার সাহস নেই আপনার।
বীরযোদ্ধা মীর মদনের জন্য আমার অনেক শ্রদ্ধা ও সম্মান। তার কথা শুনে আমার অন্যরকম অনুভূতি হচ্ছিল
যখনি বাংলার মহানায়ক সিরাজুদ্দোলার কাহিনী শুনি বা পড়ি তখন ফেটে চিৎকার করে কান্না আসে😭😭
যুগে যুগে এই ধরনের মীর জাফরের কারনেই সত্যের পরাজয় হয়।
কিন্তু সত্য কখনো নির্মূল হবে না ইনশাআল্লাহ
যখন নবাব সিরাজউদ্দৌলার কাহিনী টা পরি বা শুনি বুক ফেটে কান্না চলে আসে। নবাব এর জন্য খুব খারাপ লাগে।
যতবার এই পলাশীর ঘটনা শুনি বা দেখি তখনি মনটা প্রচুর কালো অন্ধকারে ভারী হয়ে জায় 😞
Kosto hole dekha nised 😜😜
আপনার ভিডিওগুলো নিয়মিতই দেখি, স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি। আপনার ডকুমেন্টারিগুলো সত্যিই অতীত ইতিহাসের অনেক সন্নিকটে নিয়ে যায়৷❤️❤️❤️
এইসব ইতিহাস শুনার পর রক্তে আগুন ধরে যায়।
ঠান্ডা হতে হতে গন্টার পর গন্টা সময় লাগে।
Gosol Koren sob thek hobe 😜😜
অযরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল । গভীর সম্মান বাংলার মহান শাসক নবাব সিরাজউদ্দৌলা ।
চোখে পানি চলে এলো। মনে হচ্চে আমি যদি সেই যুদ্ধের যুদ্ধা হতে পারতাম
Khub kharap lagglo .
ইয়েস
আমি ও
Love From NADIA , WB ❤️🇮🇳
চোখে পানি এসে যায় এগুলা দেখলে। শুধু আফসোস করা ছাড়া কিই বা করার আছে। হয়তো আজ দুনিয়ায় বুকে শুধু মাত্র বাংলা নামক এক দেশ হতো, যারা না ভারতের অংশ হতো না পাকিস্তানের অংশ হতো। সেটা শুধু আমার বাংলা সোনার বাংলা, বাঙালির বাংলাদেশ। আফসোস আফসোস আফসোস😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
আজ যদি আবারও পশ্চিমবঙ্গকে বলা হয় তুমি কার সাথে থাকবে ভারত না বাংলাদেশ তবে আজও আমরা সগর্বে বলব ভারত। এইসব ফালতু কথা বলা তো দূরে থাক ভাববেন ও না। শখ কত পশ্চিমবঙ্গ বাংলাদেশে আহা সোনা গো আমার। আপনারা নিজের ইচ্ছেতে আলাদা হয়েছেন, এটা ভালো করেছেন আপনাদের কোনো প্রয়োজন ও নেই আামাদের, খালি এটা দেখুন আজও আপনারা কোথায় আর আমরা কতদূর এগিয়ে গিয়েছি। জয় হিন্দ।
@@rajarshibrahma5301 আপনারা কলকাতার মানুষজন ঠিক করেছেন জানা নাই। দেশ ভাগের জন্য অবশ্যই বাঙালি হিন্দুরা দায়ি, সেটা একঅটু খুজলেই পাবেন ইন্টারনেটে। আর ইতিহাস ঘেটে দেখবেন বাংলা আজীবন নিজস্ব আলাদা দেশ হিসেবেই ছিলো। আপনাদের মতো আমরা কারো পায়ের নিচে লুকাই নি। নিজের দেশ নিজেরাই জয় করে নিয়েছি
ব্রিটিশ রা বাংলা ভাগের যে ভোট করে ছিলো তাতে বেশির ভাগ হিন্দুরাই ভাগের পক্ষে ভোট দিয়েছিলো সেটা নিশ্চয়ই জানা আছে। তারা কখনই চাইনি বাংলা আলাদা দেশ হোক, যেটা বাংঙালিদের হাজার বছরের সপ্ন
Na dada amra India tei khushi achi. Ei juddher beimani kore here jabar o poradhin hobar dukhho amra share kori thik e aapnader e moto - kintu ek bangla na howatei amader bangali hindu culture ekhono alive ache. Apnarao alada bhalo thakun, amrao bhalo thaki . Eksathe janwar er moto na theke alada alada manusher moto bancha tai bhalo noy ki
@@sumonhossainrana9273amra karo payer niche noi. Eta apnader bhul dharona. Bagha jatin, Khudiram, binoy-badol-Dinesh, Netaji tara sompurno bharat e swadhin korar jonnyo lorechilen sudhu bengal na. Apnarai borong pakistani der haath dhore golami korechen tarporr 71 e amader kachei sahajyo chailen.
Amader prothom porichoy amra Bharatiya/Indian.apnader amader kono mil nei. Oisb nostalgia baad din, somoy periye geche.
আমি পলাশী নিয়ে অনেক ভিডি ও দেখেছি কিন্তু আপনারটা সবচেয়ে সেরা, আপনার ভিডিও দেখে ফিল হচ্ছিল সামনাসামনি জায়গাটা দেখছি...
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সিরাজ দৌলার ইতিহাস গুলো আমাদেরকে ভিডিও করে তার পাশাপাশি কাহিনী শুনাচ্ছেন।
নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে কথা শুণলে
শরির কেমন যেন হয়ে যায়,৷, শরিরের পশম দাঁড়িয়ে যায়,,,
আল্লাহ আপনি নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাত দান করুন আমিন।
আমীন।
আমিন
আমিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -
বাংলার আরেক ইতিহাস ! আরেক ট্রাজেডি - বাংলার অশ্রু ! - প্রিন্স
দাদা আপনার ভিডিও টি দেখতে দেখতেই চোখে জল এসেছিলো।গায়ে কাটা দিয়ে উঠল ,সেই সঙ্গে মাথাই আগুন জ্বলে উঠলো ।নবাব সিরাজউদ্দৌলা আত্মার শান্তি কামনা করি ।সবাই মিলে একবার বলো,"নবাব সিরাজউদ্দৌলা জয়"😍
নবাব সিরাজুদ্দৌলা জয়
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা সুমন ভাই? সত্যিই অসাধারণ?আমার অনেক কিছুই জানা ছিল না আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম. আপনার মেধা আছে
ভাই সত্যি আপনাকে কিবাভে যে ধন্যবাদ জানাবো,আপনাকে আল্লাহ সুস্থ এবং হেফাজত করুন, আপনি অনেক কষ্ট করে আমাদের অজানা দেখা ও কথা জানিয়ে দেন এ ঘটনাগুলো অনেক কিছু শিক্ষা দেয়,
সম্পন্ন শরীর কাঁটা দিয়ে উঠছে।
Akdom amar o tai... Ess koto nikkriso jati amra...
Shiraj, hopefully you are proudly seeing from the other world that your beloved Bengal has got an independent nation.
Yes, India it is..
@@tarunmajumder9954
Lol.
Bengal sultanate was soverign from delhi sultanate
Now bangladesh is soverign
আমার বাড়ি পলাশী তে খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা।
ভিডিও দেখেই কি অদ্ভুত এক অনুভূতি আর আপনার সরাসরি দেখার সৌভাগ্য হলো আপনার অনুভূতি আসলেই ভিন্ন হবে এটাই স্বাভাবিক।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য।
এরকম আরো ভিডিও দিবেন আশা করি।😍
বাংলার শেষ নবাব তোমায় আমরা বুকের গভীরে লালন করি।কি হিন্দু কি মুসলিম তুমি সবার নয়নমনি প্রিয় সিরাজ।তোমায় সালাম।
নবাব সিরাজুলদ্দৌলা ছিলেন বাংলার মুসলিমদের জন্য পথপ্রদর্শক!
Mirajafar o pothprodorshok toder
আমি হিন্দু। কিন্তু আমি এ কথা মানি না। হয়তো মীরজাফর আপনাদের পথপ্রদর্শক, কিন্তু সীরাজ নয়।
Rabindra shangeet beshi baris na..
Oli ahmed ki mirjafar er keo naki?
হযরত মুহাম্মদ (স) হলেন পুরো মানবজাতির পথপ্রদর্শক।
ভিডিও টা খুব ভালো লাগলো সুমন ভাই, এই ভাবেই বাংলার ইতিহাস কে তুলে ধরুন। ভালোবাসা রইলো।
মীর জাফর যুগে যুগে ছিলো এখনো আছে , আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে সে ও মীর জাফর
🤣🤣😃😄😄😅
🤣🤣🤣
মীর জাফর বেষ্টফ্রেন্ড তো দূরের কথা কোন ফ্রেন্ডই হতে পারেনা ||
😂😂😂
মনুমেন্টটা দেখানোর সময়ে background-এ যেই music-টা দিয়েছেন সেটা অনেক সুন্দর হয়েছে । music-টা শুনেই মনে দূঃখ চলে আসে । চোখে পানি চলে আসে । মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে । মন খারাপ হয়ে যায় । আমার বিশ্বাস যদি আমরা সেই দিন জিততাম তাহলে আজকে অ্যামেরিকার জায়গায় আমরা থাকতাম । এখন যেমন অ্যামেরিকাকে সবাই সেরা ভাবে সে রকম তখন আমাদেরকে সবাই সেরা ভাবতো । এখন যেমন অ্যামেরিকাকে সবাই সব কিছুতে ১ নম্বর বলে মানে, বিশ্বাস করে, ঠিক সে রকম তখন আমাদেরকে সবাই সব কিছুতে ১ নম্বর বলে মানতো, বিশ্বাস করতো ।
দাদা,আপনি কি সাংবাদিক।এত সুন্দর গুছিয়ে কথা বলেন যে মুগ্ধ হয়ে যাই।
হায় হায়!! সোনার বাংলার স্বাধীন সূর্য কীভাবে অস্তমিত হয়ে গেলো😭
মীর মদনের কবরের এত অযত্ন ছিঃ
এজন্যই আমরা পরাধীন ছিলাম।
মীর মদন তো হিন্দু ছিলেন
@@SOURAVDAS-so5os তার আসল নাম মীর মর্দান খান, কথায় কথায় বকশী মীর মদন নামটা প্রচলিত হয়ে গেছে
ওহ হ্যাঁ,,,, আসলে মোহানলাল এর সাথে এক করে ফেলেছিলাম
তার থেকে ও বেশি অযত্নে পড়ে আছে বাংলার শেষ নবাব সিরাজের এর কবর
দুঃখ জনক বীর সেনাপতি কে আমার সালাম
আমি আপনার প্রায় সব ভিডিও দেখি
নবাব সিরাজুদ্দউলার কথা বলতে গেলে
আবেগে বুকটা মনে হয় ফেটে যাচ্ছে।
আল্লাহ অনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।
মুসলিমরাই প্রকৃত দেশ প্রেমিক। মুসলিম ভাইদের কুর্নিশ জানাই
🤣🤣🤣🤣🤣
@@a-thegreat2412 কি হয়েছে?
ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো
আর ইতিহাস জানতে ও পড়তে খুব ভালো লাগে
এইরকম আরো ভিডিও বানাবেন।জানবেন এবং মানুষকে জানান।খুবই ভালো লেগেছে আাপনার ভিডিও গুলো।প্রতিনিয়ত আরো ভিডিও বানাবেন বলে আশা করছি।
নবাব সিরাজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা
আমি এই সব ঘটনাগুলো সব সিনেমার মাধ্যমে দেখতে চায়। 😍😍
কে কে একমত👇👇
👍🏻👍🏻
নবাব সিরাজুদ্দৌলা ছবিটা দেখতে পারেন
@@hillncer1 আছে সত্যি??
@@szcreation1983 এটা দেখতে পারেন ruclips.net/video/gqaOuFafo_A/видео.html
@@hillncer1 thanks😎
আজও কষ্ট হয় সেই ইতিহাস স্মরন করলে।বাংলা ভাগ এ যুদ্ধের সবচেয়ে করুণ পরিণতি।আশা করি আবারও দুই বাংলা এক হবে।
আপনার কন্টেন্ট গুলো খুব সুন্দর। অনেক অজানা বিষয় ও ঐতিহাসিক স্হান গুলো খুব সুন্দর ভাবে সকলের সামনে উপস্থাপন করছেন।।
নবাব সিরাজুদ্দৌ হৃদয়ের মনি কোঠায়। আবারও কাঁদলাম।
যে ১২জন ডিসলাইক দিয়েছে তারা মির্জাফরের বংশদর ।
তোমার এতো হিংসা কেন ভাই
ভাই
ডিসলাইকের সংখ্যা বেড়েই যাচ্ছে।😊😊
Akdom thik bolecen...
Hasan Ahmed 🤣😂😂😂
@@ejabulhaque7188 karon tor abbar jonni Bharat poradhin hoyechilo tai..
মীরজাফর নামটা শুনলেই মনের মাঝে ঘ্রনা চলে আসে
ভাইয়া আপনার ভিডিও আমি দেখি বগুড়া থেকে নবাব সিরাজউদ্দৌলার ভিডিও দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল তবে দোয়া করবো এই বীর মুক্তিযোদ্ধা এবং তার সাথিদের জন্য ধন্যবাদ আল্লাহ মহান
ইতিহাস কে স্মরণ করিয়ে ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে দেখতে ছি
মনের অজানতেই চোখে পানি চলে আসল😢😢
বাংলার অশ্রু ঝরা ভালবাসা - নবাব সিরাজুদ্দৌলা ! - প্রিন্স
ভালোবাসি তোমাই,,,,নবাব❤❤❤
সুমন ভাই অামি অাপনার ভিডিওর পাগল। অামি মনে প্রানে ভালোবাসি এমন পুরাতন রাজ বাড়ি... জমিদার বাড়ি। অামি অনেক রাজ বাড়ি জমিদার বাড়ি ঘুরে দেখেছি। ভাবি অার উপলদ্ধি করি সেই সময়কার রাজা ও জমিদারদের কথা ও তাদের জীবন জাপন। চোখের সামনে ভাসতে থাকে। অামর খুবি ভাল লাগে পুরানো অমলের রাজ বাড়ি। তেমনি কষ্ট লাগে এমন সুন্দর স্থাপনা গুলো সরকারি নজরে অানা হয় না। এই গুলা অামাদের বাংলার সুন্দরয্য।
আপনার রিভিউগুলো সত্যিই খুব ভালো লাগে। ইতিহাস যেন চোখের সামনে দেখতে পাই....
মনে হচ্ছে আমিই ছিলাম সেই মির মদন বির সিপাহী,
আমাকে কাছে ডাকছে সেই পলাশী প্রান্তর,
ইতিহাস গুলো যখনই সুনি, একটা কষ্টো অনুভব করি 😥😥
বাঙালির আবেগ😪😪ধন্যবাদ আপনাকে
আপনার কথা শুনে সত্যিয় কান্না পায়। হায়রে মীর জাফর। নর পিচাশ।
আমি আপনার সব ভিডিও দেখি😢😢
আর অঝোরে কাঁদি😭😢
কাহিনী গুলো শুনে সিরাজউদ্দৌলা ও মীর মদনের জন্য চোখে পানি চলে এসেছে, একটি পুরুষ মানুষের মনে কতটুকু ক্ষতবিক্ষত হলে চোখে পানি আসতে পারে সেটা শুধু পুরুষ মানুষই জানে, নবাব সিরাজউদ্দৌলা ও মীর মদনের এর কাহিনী শুনে আমার মত কার চোখের পানিতে বুক বেসেছে?
আমার
নবাব সিরাজুদ্দৌলা মোহন লাল মিরমদন বাংলা মায়ের গর্ব
আপনার প্রতিটি ভিডিও প্রতিটি নিবেদন শ্রেষ্ঠ।।
নতুন করে বারে বারে ইতিহাস খুঁজে পাই।
ভাই এসব ঘটনা সুনলে মনের ভিতরটায় অনুভূতি জাগে
এটা জদী বাংলাদেশে হত আমারা অনেক জত্ন করে আর অনেক সূন্দর রাখতাম বাংলার ইতিহাসিক সর্বচো জায়গা হত।
ঢাকার জিঞ্জিরা প্রাসাদের কি অবস্থা? ঠিকঠাক আছে তো? গেলে দেখতে পাব তো কোন ঘরে লুফতুন্নিসা বা আমীনা থাকতেন?
আফসোস! ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য আমরা পুরো দেশ বেঁচে দিতে পারি। আর সেই ধারা এখনো অব্যাহত আছে।