আপনার চ্যানেল প্রথম দেখার পর কেমন করবেন তা নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নিরপেক্ষতা বজায় রেখে সত্যকে তুলে আনার চেষ্টা আজকাল খুব কম দেখা যায়। ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি আপনার যে ভালবাসা তা আমার ভালো লাগে। প্রতিটা ভিডিওর জন্য আপনি অনেক কষ্ট করছেন। আপনার সাফল্য কামনা করি।
রাজবাড়ির কত গুলি মন্দির ও শিব মন্দির দেখে আমার মন ভরে গেলো রাজশাহীর রাজবাড়ি ইতিহাস যেনে খুব খুশি হয়েছি পোড়া মাটির কারোকাজ এতো সুন্দর, আপনার এই প্রতিবেদন একটি খুব ভালো গালো মন ভাই আপনাকে ধন্যবাদ আমি ভারত থেকে সুদিপ।
বিশ্বনাথ দাস অপূর্ব, অসাধারণ, অনবদ্য, তুলনাহীন যতই বলি কম বলা হয়ে যায় 🙂 ওনার কথা বলার ধরণ এবং বাকশৈলী এতই সমৃদ্ধ যে, কথা বলে দেখে বোঝা যায় উনি একজন জ্ঞানী মানুষ।
সুমন বাবু এরকম অপূর্ব স্থাপনা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।🙏 টেরাকোটার কাজের জন্য বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসুন ও প্রাচীন বাংলার পুরনো অপূর্ব সব স্থাপনা দেখে যান।
অসাধারন ভাষাশৈলী ও সুন্দর উপস্থাপনায় এক অপূর্ব সমন্বয়।এক সময় বাংলাদেশের হিন্দুদের গৌরব ময় ইতিহাস ছিল। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। From kolkata, India.
কোন্ দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল.... .....সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে... সুমন ভাই, তোমার অসাধারন ভিডিও গুলো দেখতে দেখতে স্বদেশীয়ানার উপরে চেপে বসে বাঙালীয়ানা। কন্ঠ রোধ হয়, চোখে জল আসে - তবু মোহাবিষ্ঠ হয়ে দেখি। বার বার দেখি।
আপনার বিবরণ অপূর্ব। আমরা এপার বাংলার বাসিন্দা। আপনি এত সুন্দর ভাবে বাংলাদেশের গ্ৰাম গুলি চিত্রায়িত করেছেন তা অনবদ্য। সাথে সাথে সুন্দর করে ঐতিহাসিক স্থান এবং মন্দির দেখিয়েছেন তা অনন্য। আপনার এই ধর্মনিরপেক্ষ ভাবনা কে কুর্নিশ জানাই। এরকম ভাবনা যদি সবার থাকতো তবে আমাদের এই উপমহাদেশে অনেক শান্তি বিরাজ করতো।
অসংখ্য ধন্যবাদ । এমন সুন্দর মনোমুগ্ধকর নিদর্শন তুলে ধরার জন্য । বলার কথা এই --- সরকার আর একটু যত্নবান হলে এই অমূল্য ঐতিহ্যগুলো বর্তমান বাংলাদেশের সম্পদ হয়ে দীর্ঘদিন ৺বেচে থাকবে । (কলকাতা)
অপূর্ব । ধন্যবাদ দাদা। ইসলামী স্থাপত্য ছড়িয়ে আছে এ বাংলায় , আর ওখানে দেখছি হিন্দু রাজা রানীর প্রত্ন সম্পদ এর প্রাচুর্য । মুগ্ধ হলাম আর আপনার ফ্যান হয়ে গেলাম । আনেক আনেক শুভেচ্ছা।
আপনার ভিডিওতে অনেক কিছুই জানতে পারলাম। প্রাচীণ ইতিহাস আমাকে ভীষণ ভাবে টানে। তাই আপনার ভিডিওতে আমার জানার ইচ্ছাকে আরো বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনার বাচনভংগী। খুবই এনজয় করি। অনেক অজানা ইতিহাসকে জানতে পারি। ধন্যবাদ।
এই প্রজন্মকে প্রাচীন এই সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনি অন্যতম একজন মাধ্যম। কি ভাষাশৈলী আপনার!! অসাধারণ... সকল ভিডিও গুলো এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন...❤
আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর ইতিহাস লুকায়িত আছে বাংলাদেশ। আপনি এই ইতিহাস গুলো তুলে না ধরলে হয়তো জানতাম না, অপরূপ বাংলার সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, মন মাতানো, চোখ জুড়ানো ইতিহাস, আমার দেখা অনেক সুন্দর এই ভিডিওটা
ধন্যবাদ বন্ধু, বাংলাদেশের মধ্যে এত সুন্দর সৃষ্টি স্থাপনা আছে জানা ছিলনা, সৃষ্টির সূচনা, আর সময়ের তাড়না কি তা জানা গেল। কষ্টের হলেও সময়কে আমরা তো মানতে বাধ্য, thank you year thank you, এত সুন্দর সৃষ্টি তুলে ধরার জন্য।
ভাই ধন্যবাদ তোমাকে, সুন্দর ভাবে প্রাচীন বাংলার ঐতিহ্যমন্দিত ইতিহাসকে তুলে ধরার জন্য।আমি গর্বিত যে তোমাদের মতো কিছু সাংবাদিক রয়েছে জন্য আমরা প্রাচীন বাংলার ইতিহাস কে জানতে পাচ্ছি।
অতি মূল্যবান প্রত্নতত্ত্ব বিষয় দেখার সুযোগে অংশগ্রহণ করলাম কলকাতা থেকে । ধন্যবাদ ভাই ! দয়াকরে ইতিহাস বজায় রাখুন - এই নিবেদন সকল বাংলাদেশের জনগণের কাছে ।
আপনার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার ঐকান্তিক প্রচেষ্টা দারুণ অভিনন্দন যোগ্য। আমি ভারত থেকে বলছি। দেশভাগের পর আমার পূর্ব পুরুষেরা ভারতে চলে আসেন। আপনি এরকম আরোও বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার কাজে এগিয়ে চলুন। শুভেচ্ছা রইল।
আমি বাংলার ঐতিহ্যকে ভালোবাসি।এই ঐতিহ্যগুলো হলো আমার আবেগ।মসজিদ দেখার জন্য যেমন বাগেরহাট ষাটগম্বুজ,বগুড়ার খেরুয়া মসজিদে ছুটেগেছি। ঠিক সে ভাবেই রাজশাহীতে পুঠিয়া রাজবাড়ি,শিবমন্দির এবং বগুড়ার মহাস্থানগড়,বেহুলার বাসরঘরে ছুটেগেছি। কোনো ধর্মের টানে যাইনি ঐতিহ্যের প্রতি আবেগ ভালোবাসার জন্য গিয়েছি❤
I'm a fan of your videos. দারুন লাগলো দাদা আপনার ভিডিও। আমার কোন ধারনায় ছিলনা যে রাজশাহীর পুঠিয়া তে এত ঐতিহাসিক নিদর্শন আছে। Love ❤️ from Kolkata,India 🇮🇳
বাংলাদেশে আরো অনেক কিছুই আছে যেটা আপনারা জানেন না। এখানে হিন্দুদের পাচটা শক্তিপিঠ আছে।আনুষ্ঠানিক প্রথম দূর্গা পুজার সুরুও হয় রাজশাহীর তাহিরপুরে রাজা কংসনারায়ণ এর বাড়িতে(মতান্তরে)।বাংলাদেশে প্রায় ৩৪ হাজার দূর্গা মন্ডপ হয়েছিল ২০১৯ সালে সুধু ঢাকা শহরেই প্রায় তিনশো।পুরান ঢাকার শাখারি বাজারে কালি পুজার জন্য বিখ্যাত। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা হয়।এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী মূর্তি বিশ্বের সবচাইতে বৃহৎ স্বরস্বতী মূর্তি হয়েছিল। বাংলাদেশের প্রায় প্রত্যেক টি শহর, বন্দর প্রায় গ্রামে দূর্গা পূজা হয়।এবং সেটা পশ্চিমবঙ্গের মতোই জাঁকজমকপূর্ণ ভাবে। বাংলাদেশের বাগেরহাটের সিকদার বাড়িতে যে দূর্গা পুজো হয় সেখানে ২০০+ মূর্তি থাকে।এবং সেখানে গ্লারী করে মহাভারতের ইতিহাস তুলে ধরা হয়।
আপনার ভ্লগ গুলো যতোই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, বিশেষ করে বাংলার এই প্রাচীন ঐতিহ্য গুল। ভারত বর্ষ থেকে আপনার একজন ভিউয়ার , অসংখ্য ধন্যবাদ দাদা, ভাল থাকবেন সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি 🙏❤️
সুমন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো নাহ।রাজবাড়ি গিয়েছি এবার বাট এতো কিছু দেখা বা জানার সুযোগ হয় নি।এমন ভাবে খুবই কম লোক তুলে ধরেন ইতিহাসের ইতি কথা।ভালোবাসা অবিরাম।💗💗
কত কষ্টই না হয়েছে এত সুন্দর সব মন্দির ও প্রাসাদ ছেড়ে আসতে আমাদের পূর্বপুুষদের 😞🇧🇩❤️ কিন্তু তাও দেখে ভালো লাগে যে সুমন দার মতন কিছু ইতিহাস প্রেমী মানুষ এখনও এই সব সম্পদ গুলির মূল্য মানুষের হৃদয়ে উজ্জ্বল করে রাখছেন❤️ Great Job Dada🙏❤️🙏 -Abhishek🇮🇳
কি আর করার আছে দাদা,,,দেশ ভাগ হওয়ার সময়ই চার ভাগের দুই ভাগ হিন্দুরা ভারত চলে গেছে,,, আবার ১৯৭১ সালেও দুই ভাগের এক ভাগ ভারতে চলে গেছে,,,বাকি আছে আর এক ভাগ,,নীজের জন্ম ভূমি ছেড়ে চলে যাওয়া সত্যিই খুব কষ্টের,,
ভারত( পশ্চিম বঙ্গ - মুর্শিদাবাদ) থেকে আপনার ভিডিও গুলো দেখি, মন ছুঁয়ে যাওয়া তথ্য ও উপস্থাপনা এক কথায় অপূর্ব । তবে একটা অনুরোধ পরের ভিডিও তে এই রকম রাজ বংশের বংশধরেরা বর্তমানে কোথায় আছেন এবং কি ভাবে জীবন নির্ধারণ করেছেন এটা জানাবেন ।
সুমন বাবু,আপনি এক ব্যতিক্রমী সাংবাদিক ।আপনার চিন্তা,চেতনা এক ভিন্ন ধারণা আপনার প্রতি জন্ম নেয়।আগে মানুষ তারপর ধরম।বাংলাদেশ সরকারের এক ব্যরথতা আপনার এই প্রচারের মাধ্যমে জানা গেল ।আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনা করি ।
সুমন আপনার তৈরীকরা ভিডিওতে পুঠিয়ার ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনগুলো দেখে খুব ভাল লাগল। এই ভিডিওর মাধ্যমে নাহলে আমাদের অনেকের পক্ষেই দেখা সমভব হতনা এই অমূল্য নিদর্শনগুলো। এগুলো আগের অবসথায় যেমন ছিল তেমনকরে সংরকখন করা একান্ত আবশ্যক। ভিডিওর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
সুমন ভাই, আমিও কিছুদিন আগে এই জায়গা গুলোতে ঘুরতে গিয়েছিলাম। তবে এতো এতো তথ্য আমার একেবারেই অজানা ছিল। আসলে আপনাকে শুধু মাত্র ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মন থেকে ভালোবাসা আর শুভ কামনা রইল।
শ্রদ্ধেয় কাকা বিশ্বনাথ দাসের মার্জনীয় সাবলীল সুন্দর কথা বার্তার উপস্থাপন,এবং তাহার কাছে বর্ণনার এই রাজবাড়ির ইতিহাস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বনাথ দাস কাকাকে ও আপনাকে।
Oshadharon, bishesh kore drone shot gulo r eta dekhe r o valo laglo j Bangladesh Sarkar amader hindu der mandir gulo ki sundor vabe sangrakshan kor6e, worth the watch
ভিডিওটা খুব সুন্দর হয়েছে। ভালো হওয়ার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট আজকের গাইডের। তার বচনভঙ্গি,মার্জিত ভাষা আর কথা বলার সৃজনশীলতা দেখে মনে হচ্ছে খুবই উচ্চ শিক্ষিত কেও কথা বলছে
A very informative video. You and others like you should impress upon the Government to preserve these monuments as they are a part of the history of undivided Bengal.
আমরা তো ভাই মন্দির ভেংগে দেখতে যাই না মন্দিরের আগে কি ছিলো। তাই এখনো বহু মন্দির অখ্যাত আছে। অনেকে তো আবার মুসলিম প্রতিষ্ঠিত কিছু পেলেই সেটা কিভাবে মন্দির করা যায় সেই চেষ্টায় থাকে
৬০ বছর আগে আমার এক শিক্ষয়িত্রী আমাকে এই পুঠিয়ার গল্প শোনাতেন তিনি ছিলেন ঐ রাজবাড়ীর মেয়ে। আজ এই ভিডিও দেখে মন ভরে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা আপনাকে সাগতম জানাই,আমার বাসা রাজবাড়ির পাশেই,, আসবেন আশাকরি
Amro bangladesh ghurte jaoar icha ache pore jodi somoy hoy artho hoy
ওয়াও😯
@@emonkhan9032
vai ami jabo vabce.. apnar stha contrak korbo ki vabe.. apnr phne number ta jodi detan
@@towhidhridoy9566 ops sorry ভাই,আমি চাকরীর কারনে টাঙ্গাইলে আছি ,
আপনার চ্যানেল প্রথম দেখার পর কেমন করবেন তা নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নিরপেক্ষতা বজায় রেখে সত্যকে তুলে আনার চেষ্টা আজকাল খুব কম দেখা যায়। ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি আপনার যে ভালবাসা তা আমার ভালো লাগে। প্রতিটা ভিডিওর জন্য আপনি অনেক কষ্ট করছেন। আপনার সাফল্য কামনা করি।
রাজবাড়ির কত গুলি মন্দির ও শিব মন্দির দেখে আমার মন ভরে গেলো রাজশাহীর রাজবাড়ি ইতিহাস যেনে খুব খুশি হয়েছি পোড়া মাটির কারোকাজ এতো সুন্দর, আপনার এই প্রতিবেদন একটি খুব ভালো গালো মন ভাই আপনাকে ধন্যবাদ আমি ভারত থেকে সুদিপ।
বিশ্বনাথ দাস অপূর্ব, অসাধারণ, অনবদ্য, তুলনাহীন যতই বলি কম বলা হয়ে যায় 🙂 ওনার কথা বলার ধরণ এবং বাকশৈলী এতই সমৃদ্ধ যে, কথা বলে দেখে বোঝা যায় উনি একজন জ্ঞানী মানুষ।
উনি একজন টিভি রিপোর্টার সাংবাদিক,,
সুমন বাবু এরকম অপূর্ব স্থাপনা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।🙏
টেরাকোটার কাজের জন্য বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসুন ও প্রাচীন বাংলার পুরনো অপূর্ব সব স্থাপনা দেখে যান।
অসাধারন ভাষাশৈলী ও সুন্দর উপস্থাপনায় এক অপূর্ব সমন্বয়।এক সময় বাংলাদেশের হিন্দুদের গৌরব ময় ইতিহাস ছিল। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। From kolkata, India.
কোন্ দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল....
.....সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে...
সুমন ভাই, তোমার অসাধারন ভিডিও গুলো দেখতে দেখতে স্বদেশীয়ানার উপরে চেপে বসে বাঙালীয়ানা। কন্ঠ রোধ হয়, চোখে জল আসে - তবু মোহাবিষ্ঠ হয়ে দেখি। বার বার দেখি।
অনেক অনেক ভালোবাসা দাদা❤️
@@SalahuddinSumon 💐
পুঠিয়া রাজবাড়ী কে নিয়ে সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
অনবদ্য উপস্থাপনা, অবিভক্ত বাংলার ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য ধন্যবাদ।🙏🙏🙏❤️❤️❤️
আপনার বিবরণ অপূর্ব। আমরা এপার বাংলার বাসিন্দা। আপনি এত সুন্দর ভাবে বাংলাদেশের গ্ৰাম গুলি চিত্রায়িত করেছেন তা অনবদ্য। সাথে সাথে সুন্দর করে ঐতিহাসিক স্থান এবং মন্দির দেখিয়েছেন তা অনন্য। আপনার এই ধর্মনিরপেক্ষ ভাবনা কে কুর্নিশ জানাই। এরকম ভাবনা যদি সবার থাকতো তবে আমাদের এই উপমহাদেশে অনেক শান্তি বিরাজ করতো।
অসংখ্য ধন্যবাদ । এমন সুন্দর মনোমুগ্ধকর নিদর্শন তুলে ধরার জন্য ।
বলার কথা এই --- সরকার আর একটু যত্নবান হলে এই অমূল্য ঐতিহ্যগুলো বর্তমান বাংলাদেশের সম্পদ হয়ে দীর্ঘদিন ৺বেচে থাকবে । (কলকাতা)
অপূর্ব । ধন্যবাদ দাদা। ইসলামী স্থাপত্য ছড়িয়ে আছে এ বাংলায় , আর ওখানে দেখছি হিন্দু রাজা রানীর প্রত্ন সম্পদ এর প্রাচুর্য । মুগ্ধ হলাম আর আপনার ফ্যান হয়ে গেলাম । আনেক আনেক শুভেচ্ছা।
এখানে প্রায় দুই কোটি হিন্দুও আছে।বাংলাদেশ বিশ্বের তৃতীয় হিন্দু সংখ্যাগরিষ্ট দেশ।
Masud 🤣
@Suvam Kayasth you are right bro.Love from Bangladesh
@মদিনার গোলাম Tv ❤️❤️
Dada In Bangladesh we have nearly 30 million Hindus, it’s 3rd largest in the world
খুবই সুন্দর লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা রইলো। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।
"ভারতবর্ষ থেকে"
আপনার ভিডিওতে অনেক কিছুই জানতে পারলাম। প্রাচীণ ইতিহাস আমাকে ভীষণ ভাবে টানে। তাই আপনার ভিডিওতে আমার জানার ইচ্ছাকে আরো বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনার বাচনভংগী। খুবই এনজয় করি। অনেক অজানা ইতিহাসকে জানতে পারি। ধন্যবাদ।
আপনিই সেই একমাত্র ইউটিউবার যার বল্গ দেখার জন্য অপেক্ষায় থাকি,আপনার উপস্থাপনা এবং তথ্য উপাত্তগুলো মনোমুগ্ধকর, এগিয়ে যান, শুভ কামনা সসসময়❤❤❤❤❤
Right you are.....
I admire him for using more Bengali words than many Benglish loving Bangladeshi vloggers
From Rajshahi 🖤
Visit My RUclips channel
Right ✅
নিজ দেশে এতো সুন্দর ঐতিহাসিক নিদর্শন আছে জানতামই না।।। আপনাকে অনেক ধন্যবাদ।
এরকম হাজার হাজার আছে ভাই।
সরকারের অবহেলায় পড়ে আছে সব
এই প্রজন্মকে প্রাচীন এই সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনি অন্যতম একজন মাধ্যম। কি ভাষাশৈলী আপনার!! অসাধারণ... সকল ভিডিও গুলো এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন...❤
আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর ইতিহাস লুকায়িত আছে বাংলাদেশ। আপনি এই ইতিহাস গুলো তুলে না ধরলে হয়তো জানতাম না, অপরূপ বাংলার সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, মন মাতানো, চোখ জুড়ানো ইতিহাস, আমার দেখা অনেক সুন্দর এই ভিডিওটা
খুবই সুন্দর। আমি এখানে গিয়েছিলাম ২০১২ সালে। আমার খুব ভালো লেগেছে এই পুঠিয়া রাজবাড়ি। মন্দির টা দারুন। তখন অবশ্য রাজবাড়ীতে কিছু সংস্কার কাজ চলছিল।
ঐতিহাসিক স্হান গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমিও গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়ী দেখতে অনেক সুন্দর জায়গা.. পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল
ধন্যবাদ বন্ধু, বাংলাদেশের মধ্যে এত সুন্দর সৃষ্টি স্থাপনা আছে জানা ছিলনা, সৃষ্টির সূচনা, আর সময়ের তাড়না কি তা জানা গেল। কষ্টের হলেও সময়কে আমরা তো মানতে বাধ্য, thank you year thank you, এত সুন্দর সৃষ্টি তুলে ধরার জন্য।
আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও খুব ভালো লাগে।আমার বাংলাদেশ ইচ্ছে আছে।
ইন্ডিয়া কোথায় থাকেন??
From Rajshahi 🖤
Visit My RUclips channel
Asben dada am Bangladeshi
@@masudhasan6990 I live in Calcutta.
@@ranadear8983 mane ?
ভাই ধন্যবাদ তোমাকে, সুন্দর ভাবে প্রাচীন বাংলার ঐতিহ্যমন্দিত ইতিহাসকে তুলে ধরার জন্য।আমি গর্বিত যে তোমাদের মতো কিছু সাংবাদিক রয়েছে জন্য আমরা প্রাচীন বাংলার ইতিহাস কে জানতে পাচ্ছি।
সবচেয়ে আমার ঐ মানুষটিকে ভালো লাগলো তিনি আবেগের বসে ,,,কেঁদে ফেলেছেন,, সত্যি বাংলাদেশটাকে যদি আগের মতো করে ফিরে পেতাম 😭😢😭
- সব সময় দেশ এক থাকলে হবে ? সময়ের সাথে সবকিছুর ই পরিবর্তন দরকার।
বিশ্বনাথ বাবু কে অসংখ্য ধন্যবাদ । উনার কাছ থেকে এই ইতিহাস বাংলাদেশ সরকারের উচিত লিপিবদ্ধ করে সংরক্ষণের ব্যবস্থা করা ।
" ভারত থেকে বলছি"
হে ধরিত্রী মাতা দেশ মাতা তোমাকে শতকোটি প্রণাম 🙏
মাগো আমার এই দেশে তে জন্ম যেনো এই দেশে তে মরি ।
প্রাণের দেশ আমাদের এই বাংলাদেশ 🇧🇩
@@nasrinhakim8071 banan thik koro😂
@@nasrinhakim8071 tumi jodi India shomporke kisu jano taile unar jonno Bang shom jana kothin kichu noy
ধন্যবাদ ভাইয়া
দেশপ্রেম দেখে ভালো লাগলো দাদা,,যেখানে থাকেন ভালো থাকেন দুয়া রাখি,,সিলেট থেকে,,
I have seen your comment everywhere 😂
অতি মূল্যবান প্রত্নতত্ত্ব বিষয় দেখার সুযোগে অংশগ্রহণ করলাম কলকাতা থেকে । ধন্যবাদ ভাই ! দয়াকরে ইতিহাস বজায় রাখুন - এই নিবেদন সকল বাংলাদেশের জনগণের কাছে ।
অসাধারণ। আমার বাড়ীও পুঠিয়াতে। শৈশব কাটলো ওখানে। রানীর ঘটে বসলে মনটা জুড়িয়ে যায়।
অসাধারণ। পুঠিয়ার এই ইতিহাস ও তার স্মৃতিচিহ্ন অনেকটা অন্তরালে। এগুলোকে আরো গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও প্রসার প্রয়োজন। আপনাকে ধন্যবাদ।
*মুরুব্বির আবেগজড়িত কন্ঠে বুঝিয়ে বলা কথাগুলো শুনে সত্যি শরীরের পশম দাঁড়িয়ে গেছে* ❤❤ *অসংখ্য ধন্যবাদ সালাহউদ্দীন সুমন ভাইকে এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য*
আপনার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার ঐকান্তিক প্রচেষ্টা দারুণ অভিনন্দন যোগ্য।
আমি ভারত থেকে বলছি। দেশভাগের পর আমার পূর্ব পুরুষেরা ভারতে চলে আসেন।
আপনি এরকম আরোও বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার কাজে এগিয়ে চলুন। শুভেচ্ছা রইল।
আমি বাংলার ঐতিহ্যকে ভালোবাসি।এই ঐতিহ্যগুলো হলো আমার আবেগ।মসজিদ দেখার জন্য যেমন বাগেরহাট ষাটগম্বুজ,বগুড়ার খেরুয়া মসজিদে ছুটেগেছি।
ঠিক সে ভাবেই রাজশাহীতে পুঠিয়া রাজবাড়ি,শিবমন্দির এবং বগুড়ার মহাস্থানগড়,বেহুলার বাসরঘরে ছুটেগেছি।
কোনো ধর্মের টানে যাইনি ঐতিহ্যের প্রতি আবেগ ভালোবাসার জন্য গিয়েছি❤
জীবনে যেতে পারব কিনা জানিনা। ভিডিও গুলো দেখে মন জুড়াই । এত সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
হ্নদয়ের গভীর থেকে আপনাকে ভালোবাসা জানাই। এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য। আপনি না থাকলে এত ইতিহাস জানতেই পারতাম না।।
এক কথায় অসাধারণ একটি ভিডিও দেখলাম। খুব ভালো লাগল।
আমি গর্বিত আমি বাংলাদেশী হিন্দু 🇧🇩🕉🚩
আমি গর্বিত আমি গোপালগঞ্জ বাসি 🙏
মাতৃ ভিটা কত যেন মূল্যবান সেটা আমরা বাংলাদেশীরা বুঝি ।
👍🙏🙏
ভালো থেকো ভাই...
আমরা গর্বিত আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি।যেখানে হিন্দু-মুসলিম ভাই ভাই।
আমি গর্বিত আমি বাংলাদেশি
গোপালগঞ্জ থাকো কোথায়?
ইন্ডিয়া থেকে বলছি সমান দাদা আপনার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
I'm a fan of your videos.
দারুন লাগলো দাদা আপনার ভিডিও। আমার কোন ধারনায় ছিলনা যে রাজশাহীর পুঠিয়া তে এত ঐতিহাসিক নিদর্শন আছে।
Love ❤️ from Kolkata,India 🇮🇳
বাংলাদেশে আরো অনেক কিছুই আছে যেটা আপনারা জানেন না।
এখানে হিন্দুদের পাচটা শক্তিপিঠ আছে।আনুষ্ঠানিক প্রথম দূর্গা পুজার সুরুও হয় রাজশাহীর তাহিরপুরে রাজা কংসনারায়ণ এর বাড়িতে(মতান্তরে)।বাংলাদেশে প্রায় ৩৪ হাজার দূর্গা মন্ডপ হয়েছিল ২০১৯ সালে সুধু ঢাকা শহরেই প্রায় তিনশো।পুরান ঢাকার শাখারি বাজারে কালি পুজার জন্য বিখ্যাত।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা হয়।এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী মূর্তি বিশ্বের সবচাইতে বৃহৎ স্বরস্বতী মূর্তি হয়েছিল।
বাংলাদেশের প্রায় প্রত্যেক টি শহর, বন্দর প্রায় গ্রামে দূর্গা পূজা হয়।এবং সেটা পশ্চিমবঙ্গের মতোই জাঁকজমকপূর্ণ ভাবে।
বাংলাদেশের বাগেরহাটের সিকদার বাড়িতে যে দূর্গা পুজো হয় সেখানে ২০০+ মূর্তি থাকে।এবং সেখানে গ্লারী করে মহাভারতের ইতিহাস তুলে ধরা হয়।
Hi
@@shakhawathossain7537 00
@@MasudRana-ql9uj actually 5 ta noi
bangladesh e 7 ta shaktipith ache
তোমরা বাংলাদেশ সম্পর্কে জানোই বা কি
দুই বছর আগে গিয়েছিলাম,, অনেক সুন্দর জায়গা।
বাংলার আদি ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
আমি 2010 সালে এখানে এসে এই চমৎকার স্থাপনা ঘুরে দেখেছিলাম।
অনেক আগে একবার গিয়েছেলাম,,,,আবার দেখা হয়ে গেলো,,,কিন্তু এইবার সব থেকে ভাল করে দেখলাম,,,
আপনার ভ্লগ গুলো যতোই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, বিশেষ করে বাংলার এই প্রাচীন ঐতিহ্য গুল। ভারত বর্ষ থেকে আপনার একজন ভিউয়ার , অসংখ্য ধন্যবাদ দাদা, ভাল থাকবেন সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি 🙏❤️
ভালো একজন গাইড এর কারণে ভিডিও টা আরো অনেক বেশি সুন্দর হয়েছে সুমন ভাই।
অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে পুরনো ঐতিহ্যকে বিশদ ভাবে তুলা ধরার জন্য। আবার শুভ কামনা।
আপনার প্রতিটি উপস্থাপনা অসাধারণ। বাংলার গৌরবময় ঐতিহ্য আপনি যে ভাবে তুলে ধরছেন তা অতুলনীয়। 👌👌
সুমন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো নাহ।রাজবাড়ি গিয়েছি এবার বাট এতো কিছু দেখা বা জানার সুযোগ হয় নি।এমন ভাবে খুবই কম লোক তুলে ধরেন ইতিহাসের ইতি কথা।ভালোবাসা অবিরাম।💗💗
বাংলার গর্ব হবে তখনি, যখন অবিভক্ত বাংলার কথা হবে।
অসাধারণ! খুব ভালো লাগলো। এগুলি দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ।
কত কষ্টই না হয়েছে এত সুন্দর সব মন্দির ও প্রাসাদ ছেড়ে আসতে আমাদের পূর্বপুুষদের 😞🇧🇩❤️
কিন্তু তাও দেখে ভালো লাগে যে সুমন দার মতন কিছু ইতিহাস প্রেমী মানুষ এখনও এই সব সম্পদ গুলির মূল্য মানুষের হৃদয়ে উজ্জ্বল করে রাখছেন❤️
Great Job Dada🙏❤️🙏
-Abhishek🇮🇳
কি আর করার আছে দাদা,,,দেশ ভাগ হওয়ার সময়ই চার ভাগের দুই ভাগ হিন্দুরা ভারত চলে গেছে,,, আবার ১৯৭১ সালেও দুই ভাগের এক ভাগ ভারতে চলে গেছে,,,বাকি আছে আর এক ভাগ,,নীজের জন্ম ভূমি ছেড়ে চলে যাওয়া সত্যিই খুব কষ্টের,,
@@mdzakirhossen5818 dher fat
ভারত( পশ্চিম বঙ্গ - মুর্শিদাবাদ) থেকে আপনার ভিডিও গুলো দেখি, মন ছুঁয়ে যাওয়া তথ্য ও উপস্থাপনা এক কথায় অপূর্ব । তবে একটা অনুরোধ পরের ভিডিও তে এই রকম রাজ বংশের বংশধরেরা বর্তমানে কোথায় আছেন এবং কি ভাবে জীবন নির্ধারণ করেছেন এটা জানাবেন ।
ধন্যবাদ আপনাকে ভাই, আমাদের পুঠিয়া রাজবাড়ীকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
সুমন বাবু,আপনি এক ব্যতিক্রমী সাংবাদিক ।আপনার চিন্তা,চেতনা এক ভিন্ন ধারণা আপনার প্রতি জন্ম নেয়।আগে মানুষ তারপর ধরম।বাংলাদেশ সরকারের এক ব্যরথতা আপনার এই প্রচারের মাধ্যমে জানা গেল ।আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনা করি ।
আপনার ভিডিও গুলি মন দিয়ে দেখি, এই বঙ্গদেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। অনেক ধন্যবাদ, পশ্চিমবঙ্গ থেকে🙏
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরোনে এই ইতিহাস তুলে ধরার জন্য
সুমন আপনার তৈরীকরা ভিডিওতে পুঠিয়ার ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনগুলো দেখে খুব ভাল লাগল। এই ভিডিওর মাধ্যমে নাহলে আমাদের অনেকের পক্ষেই দেখা সমভব হতনা এই অমূল্য নিদর্শনগুলো। এগুলো আগের অবসথায় যেমন ছিল তেমনকরে সংরকখন করা একান্ত আবশ্যক। ভিডিওর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳আমি ভারত থেকে বলছি, আপনার ভিডিও গুলি খুব সুন্দর ❤️❤️❤️❤️, আমার ও আমার দেশ ভারতের পক্ষ থেকে আপনার জন্য রইলো বুক ভরা অসংখ্য ভালবাসা
সুমন ভাই, আমিও কিছুদিন আগে এই জায়গা গুলোতে ঘুরতে গিয়েছিলাম। তবে এতো এতো তথ্য আমার একেবারেই অজানা ছিল। আসলে আপনাকে শুধু মাত্র ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মন থেকে ভালোবাসা আর শুভ কামনা রইল।
Amazing Bangladesh. Love from India.
অভিভূত হয়ে গেলাম। সুন্দর ভিডিও
I really astonished to see Shiva linga of Puthia Rajbari many thanks to Suman Bhai watching from India
ঘটনার বর্ণনা, সাউন্ড সিস্টেম সব মিলিয়ে দারুণ।
পৌরানিক মন্দির টি সম্পুর্ন দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে বানানো । খুব সুন্দর জায়গা এটি
Dui tai nij cokhe dekhesi
সুমন ভাই তোমাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর ঐতিহাসিক প্রাচুর্য দেখানোর জন্য
মনেহল আমিও সব ঘুরে দেখেছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ🙏💕
Apnar video gulo khub e sundor...Apnar Uposthapona mono mughdhokor . ❤️❤️❤️ Shuvomaomona janai 🥀🥀
পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি।যত দেখছি বিশ্মিত হচ্ছি।
খুব ভালো লাগলো,অজানা তথ্যগুলো জানতে পারলাম,শুভকামনা রইলো।❤️❤️
আপনার উপস্থাপনা দারুন 😍 🇮🇳🇮🇳
Vaiya tomr video gula dkla mood thik hoiya jai 🤗🤗
আপনার জন্য শুভকামনা রইলো।
দেশের ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ। ❤❤❤
পুটিয়ার পোড়ামাটির মন্দির দেখে বিষ্ণুপুরের মন্দিরগুলোর কথা মনে পড়ছে । সুমনভাইকে বিষ্ণুপুরের মন্দির নিয়ে ছবি তোলার আমন্ত্রণ জানাই ।
আমি ঢাকায় থাকি,
কিন্তু আমার বাড়ি ষষ্ঠীতলা, রাজশাহী।
এবং এই কারনেই আমি গর্বিত।
শ্রদ্ধেয় কাকা বিশ্বনাথ দাসের মার্জনীয় সাবলীল সুন্দর কথা বার্তার উপস্থাপন,এবং তাহার কাছে বর্ণনার এই রাজবাড়ির ইতিহাস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বনাথ দাস কাকাকে ও আপনাকে।
অসাধারণ!👏👏
অসামান্য স্থাপত্য...
সমৃদ্ধ হলাম।
অনেক ধন্যবাদ, দিদি
Tumi jabey naki?
@@SalahuddinSumonyour mob. no pls.
Oshadharon, bishesh kore drone shot gulo r eta dekhe r o valo laglo j Bangladesh Sarkar amader hindu der mandir gulo ki sundor vabe sangrakshan kor6e, worth the watch
ভিডিওটা খুব সুন্দর হয়েছে। ভালো হওয়ার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট আজকের গাইডের। তার বচনভঙ্গি,মার্জিত ভাষা আর কথা বলার সৃজনশীলতা দেখে মনে হচ্ছে খুবই উচ্চ শিক্ষিত কেও কথা বলছে
Salahuddin Sumon may be one of the few Bangladeshi vloggers who speak Bangla, not Benglish
ঠিক বলেছেন !
খুব ভালো লাগলো। আপনার অনেক প্রচেস্টায় এই দুর্লভ রাজবাড়ী দেখতে পেলাম। আপনাকে লখনৌ ভারত থেকে অনেক ধন্যবাদ।
Love from Dhaka, Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩💗💝. I love Bangladesh
অাপনার এবং গাইডের সুন্দর উপস্হাপনা সত্যির মনোমুগ্ধকর ধন্যবাদ...
ধন্যবাদ ভাই আপনার জন্যই বাংলাদেশকে নতুন করে চেনা হচ্ছে 🖤 খুবই ভালো উদ্দেশ্যে 🖤
Beautiful videos. One of the best channels on history, culture, and heritage!
অসাধারন একটি ভিডিও খুব ভালো লাগলো। সুমন ভাইয়ের সমস্ত ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সুমন ভাইকে।
Bah. Khub sundor. Khub bhalo laglo dekhe. Ami India, Kolkata theke
A very informative video. You and others like you should impress upon the Government to preserve these monuments as they are a part of the history of undivided Bengal.
Thx ❤️
বাংলাদেশে এখনো এই মন্দির অখ্যাত অবস্থায় আছে। ভালো লাগলো
আমরা তো ভাই মন্দির ভেংগে দেখতে যাই না মন্দিরের আগে কি ছিলো। তাই এখনো বহু মন্দির অখ্যাত আছে। অনেকে তো আবার মুসলিম প্রতিষ্ঠিত কিছু পেলেই সেটা কিভাবে মন্দির করা যায় সেই চেষ্টায় থাকে
অসাধারন একটা স্ক্রিপ্ট... খুবই ভাল লেগেছে... অসাধারন সুমন ভাই... তুমি সেরা...
Sudhui kandlam..asadharan video..durdanta guide ba former caretaker..highly educated shunei bujhlam..Love from Kolkata..bhalo thakben..isshh amra jodi sobai eksathe thakte partam..bhite chere ashte na hoto..koto bhalo lagto dui bhaiye..😪😪😪😪
আমি জীবনে একবার হলেও আপনার সঙ্গে বাংলাদেশ ঘুরে দেখতে চাই। ভারত থেকে ভালোবাসা রইলো 🙏🙏🙏
wr
Ewewrwrwrww
E
D
Wwrwwwwr
বড়দা আমি ভারত থেকে খুবই সুন্দর লাগলো আপনি এতো করে আমাদের কে দেখানোর জন্য চেষ্টা করেন ভগবান মঙ্গল করেন যেনো আপনাকে
ধন্যবাদ ভাই | আপনার চোখ দিয়ে পূর্বপুরুষ এর জায়গা নিজের মতন করে ঘুরে দেখলাম..
ভালো থাকবেন|
অর্নব দা সাগতম আপনাকে আমার প্রানের পুঠিয়াতে "
সত্যি খুব সুন্দর
Excellent. Historical. Video Beautiful. Trample carry on Brother Sumon from Kolkata
হৃদয়স্পর্শী স্থাপনা, অপার মুগ্ধতা
ড্রোনশট অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার যাদুকরি ধারাভাষ্য সাথে নান্দনিক ভিডিও চিত্র সবমিলিয়ে অসাধারণ।
darun laglo
প্রথম কমেন্ট, আপনার এপিসোড গুলো আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, এবং আপনার টিমকে,
পুঠিয়া দেখার মতো স্থান।
দাদা পশ্চিম বাংলা থেকে 👍👍👍
অপূর্ব এই নিদর্শন টি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।