"ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে" ব্যাপারটা আসলে "ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে"।। "সব কিছু আগের মত হয়ে যাবে" ব্যাপারটা আসলে "তোমাকে বাদে বাদবাকি প্রত্যেকটা সবকিছু আগের মতই চলে যাবে" সহ্য হয়ে যাওয়ার ব্যাপারটা খুব অসহ্য হলেও হাসি হাসি মুখে সবসময় বলতে হয় "এইতো ভালো আছি আপনার কি খবর?" মানিয়ে নেওয়ার সাথে মানিয়ে নিতে নিতে আমরা একদিন মরে যাবো হুট করে। অথচ মানিয়ে নেয়া ব্যপারটা আমাদের ক্রমাগত মেরে ফেলছে প্রতিদিন। ~ মামপুট 🌸
গান গুলোর মানে একেক জনের কাছে একেক রকম, কাউকে মনে করিয়ে দেয় তার কষ্টের স্মৃতি,, কেউ আবার হাসে তার সুখকর অনুভবে। গানের কথা গুলো শুধু কথায় নয়, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন আঙ্গিকের, জীবনের লুকানো কথা। যে কথা গুলো কারো একান্তই নিজের।। 💖💖
একতরফা ভালোবাসা গুলো খুবই অদ্ভুত, কখনো মুখ ফুটে বলতে পারিনি ভালোবাসি, বোঝানোর চেষ্টাও করেছি বহুবার সে বুঝেনি, হয়তো বুঝেছে আমাকে বুঝতে দেয়নি। সে বোধহয় অন্য কাউকে ভালোবেসেছিলো, অন্য কারো ভালোবাসার মাঝেই বেঁচে থাকুক আমার একতরফা ভালোবাসা.!!🙂
গানটার আভাস আগেই পেয়েছিলম, শুধু অপেক্ষায় ছিলাম পুরোপুরি উপভোগ করার। প্রত্যেক বারের মত এবারও হৃদয় ছুঁলো বাউন্ডুলে। *Lyrics এর পাশাপাশি গায়কও মন কারলো।❤ # তবে শেষ হইয়াও হইলনা শেষ😊
- সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো..?? যখন তোমার জন্য হওয়া মন খারাপের কোন নাম দিতে পারি না। কেউ প্রশ্ন করলে বলতে হয়। "ও কিছু না......... শুধু তোমার জন্য তোমার জন্যই এত মন খারাপ বেড়ে ওঠে প্রতিমুহূর্তে..... তবুও আগের মতো তোমাকে আর বলা হয় না।...... 😔🖤 - খুব ইচ্ছা হয় যদি তোমার মতোই কাউকে পেতাম.. কিন্তু সত্যিই কেউ তো আর কারো পরিপূরক হয় না ...!! 🌿🌺
Akao sukhe thaka jaay R ak jhon k j nijer life a anlai tmi vlo thakbe ta noy Deher jala to bessa khana teo metano jaay kintu moner jala metano muslik achy Tai jai bhabe vlo acho oi bhabai vlo thako karor kotha suno na Nijer moner kotha suno Vlo thako
এই মূহুর্তে আমার ফিলিংস 🔥❤ বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছুটা শীত ও পরছে !! হালকা পিনিকেও আছি আর তখন বাউন্ডলে র গান গুলো পুরাই হ্রদয় ছুঁয়ে গেলে ❤ ভালোবাসি বাউন্ডুলে ❤
If anyone who doesn't know Bangla is listening to this, I'm writing down the lyrics in English, hope you like them. Where will you go leaving me? There's water everywhere around you. I'm afraid. Oh I'm afraid. The ones who can't float Will obviously sink. I'm afraid. Oh I'm afraid. If you must leave, Leave after a few days. Everything in this world is fragile Other than love. Where will you go leaving me? There's water everywhere around you. I'm afraid. Oh I'm afraid. Another home inside my home Like the mind inside my mind That's where I keep you. With so much care. Absolutely personal. Lalon has said all these so long ago I understand them now The one who's inside my mind Why do I search for her out there? That's why, after all this search I found my salvation with you Where will I go if you let me go? I'm afraid. That's why I tell you Come with me Where will you go leaving me? There's water everywhere around you I'm afraid. Oh I'm afraid. Please pardon my mistakes. Feel free to offer changes where required. Also it's impossible for English to capture all the love Bangla holds.
সাঁঝ ঠিক সন্ধ্যা সময় এসেছিল জীবনে ঠিক তার নামের মত।বাতি ডেকে তাকে সন্ধ্যা বেলায় আলো জ্বেলে ছিলাম। আবার অন্ধকার দিয়ে চলে গেল।ভালো থাকুক সবার জীবনের বাতিগুলো 🖤 বাউণ্ডুলে এই গানটা একটা ছোট উপন্যাস এর পুরো একটা ব্যাখ্যা। মাহ্দী...
রাত ১.৪৫ । ডান হাতে মালবরো আর বাম হাতে ফোন স্ক্রল করতে করতে হঠাৎ ক্লিক হইয়ে যায় এই গানে।তারপর বিভিন্ন স্মৃতি মনে পড়ে এবং এভাবে এই গানের সাথে আমার প্রেম শুরু হয় ❤️❤️❤️ গায়ে কাঁটা দিয়ে দেয় এই গানের মিউজিক ❤️
না আমার কোনো পুরোনো গল্পঃ নেই আছে একটা প্রত্যাখ্যান,তবে গান টা যখন শুনি খুব একটা শান্তি অনুভব করি মনে,হয়তো তাকে পায়নি আর পাবো ও না, জীবন হয়তো ট্রাম গাড়ির মত ধুক ধুক করে চলতে থাকবে ,জানি না শেষ অব্দি তুমি আমার হৃদয় এ থাকবে কি না! কিন্তু এইটুকুই বলতে পারি ভালো থেকো প্রিয়❤️
বৃষ্টির সাথে বাউন্ডুলের নতুন গান🖤🖤🖤 যাবি কোথায় ছেড়ে বল চারিদিকে তোর অথৈ জল ভয় হয়,,, ওওও ,,,ভয় হয় ভেসে থাকা যাদের নয় তাদের ডুবেই যেতে হয় ভয় হয়... ওওও ...ভয় হয় যাবি যদি যাস রে তুই আর কটা দিন পর প্রেম বাদে তো এই পৃথিবীর সবই নশ্বর... যাবি কোথায় ছেড়ে বল চারিদিকে তোর অথৈ জল ভয় হয়,,, ওওও ,,,ভয় হয় ঘরের মধ্যে আরেকটা ঘর, মনের মাঝে মনের মতো... সেখানেতো তোকে রাখি, ভিষণ যত্নে ব্যক্তিগত... লালন কবে বলে গেছে এখন তার মর্ম বুঝি, মনের মধ্যে আছে যে জন বাইরে তাকে কোথায় খুঁজি গো... সব খোঁজার শেষে তাই তোর কাছেতেই পেলাম ঠাঁই ছেড়ে দিলে কোথায় যাই ভয় হয়... ... ... তাই বলি মন সাথে চল যাবি কোথায় ছেড়ে বল চারিদিকে অথৈ জল ভয় হয়... ,,, ...
কিছু সময়ের অপেক্ষা মাত্র ম্যাডাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনি এবং আপনার হৃদয় ভাঙ্গার কারণ দুটোই পরিবর্তন হয়ে যাবে.....just keep patience and realise your own worth...!!😊✌🏻
গত দু দিনে যখনই গান শুনেছি এ গানটিই বার বার শুনেছি। প্রতিটি লাইনই মন ছুঁয়ে যাওয়া। উপলব্ধি খুব গভীর না হলে এ লাইন গুলো কলমে আসতে পারে না। 'ধরো যদি হঠাৎ সন্ধ্যে' র পর আরো একটা গভীর ভাবে ছুঁয়ে যাওয়া গান।
কত মানুষ যে সত্যিকারের ভালোবেসেও তার প্রেমিক / প্রেমিকাকে হারিয়েছে তা এই বাউন্ডুলের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় 🥲 জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে কত্তজন তার মনের খবর কেউ রাখে না 🙃
অসাধারণ দরকার হলে একটা গানের জন্য ১ বছর অপেক্ষা করবো তারপরও এমন ধরনের গান চাই আপনাদের থেকে।।।।বাংলাদেশে থেকে অনেক পাগলা ভক্তদের মধ্যে একজন। ৩ টা গান কাপিয়ে দিয়েছেন। বাউন্ডাল টিম
This song is too good... Love the lyrics, composition, music arrangements, and ofcourse the singing.... onekdin por bhishon fresh Ekta gaan, from teachings of Lalon
গানটা একটু শুনেছি সেই শোনা কথাটাই পাগলের মত সার্চ করে খুজেছি কিন্তু আমি ব্যার্থ হই খুজতে আজ গানটা নিজে থেকেই ফিডে এসে হাজির ❤😍 অসম্ভব সুন্দর সুরের সঙ্গে দুর্দান্ত লেখা গানটা ❤❤❤ ঘরের মধ্যে আরেকটা ঘর , মনের মাঝে মনের মত সেখানেতো তোকে রাখি ভীষন যত্নে ব্যাক্তিগত 😙
You are amazing Spandan 💙💙 your creative mind, your madness about music, it heals me all time... Wanna see your name in the history of new era of Bengali Music as well as world music.. Lots of love for you 💙💙💙
পরশু (২৭ তারিখ) তার জন্মদিন। প্রতিবছর এই দিনটায় তাকে প্রথম শুভেচ্ছা জানাই। এবার আর হবেনা। ভাবতেই কেমন যেনো খালি খালি লাগছে। কখনো তাকে শুভ জন্মদিন বলে "ভালোবাসি" কথাটা বলা হবে না। ছেড়ে গিয়েছে সে আর ফিরবে না। 💔
Osadaron akta gaan.moner sokol kotha gulo shudhu ta k e bolte chai kinto onk voi shey th chole e jete chai.tai bolte chai.... Jabi kothai chere bol Charidike tor othoi jol Voi hoi,voi hoi🎵🎵🎵 ❤❤❤❤❤
I'm writing down the lyrics for you in English, hope you like them. Where will you go leaving me? There's water everywhere around you. I'm afraid. Oh I'm afraid. The ones who can't float Will obviously sink. I'm afraid. Oh I'm afraid. If you must leave, Leave after a few days. Everything in this world is fragile Other than love. Where will you go leaving me? There's water everywhere around you. I'm afraid. Oh I'm afraid. Another home inside my home Like the mind inside my mind That's where I keep you. With so much care. Absolutely personal. Lalon has said all these so long ago I understand them now The one who's inside my mind Why do I search for her out there? That's why, after all this search I found my salvation with you Where will I go if you let me go? I'm afraid. That's why I tell you Come with me Where will you go leaving me? There's water everywhere around you I'm afraid. Oh I'm afraid. Please pardon my mistakes. Also it's impossible for English to capture all the love Bangla holds.
"বাহিরের হাসি থাকুক অক্ষত,, ভিতরের কষ্ট গুলো থাকুক ব্যক্তিগত..! 🌸🍁
❤
Are bhai ekdm😁❤
Thik
"ধরো হঠাৎ যদি সন্ধ্যে" এর পর
"যাবি কোথায় ছেড়ে বল"
না প্রেম করেও বাউন্ডুলের প্রেমে পড়ে গেছি 😍
প্রেম ছাড়া বুঝি মানুষ বাঁচে?
"ধরো যদি হঠাৎ সন্ধ্যে" র পর অনেক অনেক দিন পর আবার বাউন্ডুলে র গান... অপেক্ষা র অবসান ঘটল
Majhe Mi Novia tao chilo
Aita best
এই অপেক্ষার অবসান কোনদিনও শেষ হবে না
Dhoro jodi ho that sondhye eta baunduler gan noy spandan er. Spandan bhattacharyar channele gele bujhte parben
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
সেই তো গেলি ছেড়ে, শত চেষ্টার পরেও গেলাম হেরে // ভালোবাসার দাম তো পেলাম খুবই অল্প, উপন্যাস হতে গিয়েও হলো সেটা ছোটো গল্প :)
👍❤️🥺
😢
"ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে" ব্যাপারটা আসলে "ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে"।।
"সব কিছু আগের মত হয়ে যাবে" ব্যাপারটা আসলে "তোমাকে বাদে বাদবাকি প্রত্যেকটা সবকিছু আগের মতই চলে যাবে"
সহ্য হয়ে যাওয়ার ব্যাপারটা খুব অসহ্য হলেও হাসি হাসি মুখে সবসময় বলতে হয় "এইতো ভালো আছি আপনার কি খবর?"
মানিয়ে নেওয়ার সাথে মানিয়ে নিতে নিতে আমরা একদিন মরে যাবো হুট করে। অথচ মানিয়ে নেয়া ব্যপারটা আমাদের ক্রমাগত মেরে ফেলছে প্রতিদিন।
~ মামপুট 🌸
osadharon bollen vai
Hmm
Moner kotha gulo bollen...valo laglo...🙂
👌
Ai comments tai boundule te chilo
বাউন্ডুলে আদতে কিন্তু বাউন্ডুলে নয়,
তার বাস মনের ঘরে💓💓
❤️🌻
একদম♥️
Akdom
কদিন ধরে শুনছি,কিন্তু আজ চলতি পথে গানটা শুনে হঠাৎ কেদেঁ দিলাম,কেন,জানি না,বাউন্ডুলেকে ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
রাত বাজে, দেড়টা। অকারণেই মনটা বিষন্ন ছিল কিন্তু গানটা শুনতে শুনতে অযথাই হেসে দিলাম! ধন্যবাদ।
"সেখানেতে তোকে রাখি,
ভীষণ যত্নে ব্যক্তিগত "
আমিও
amio
গগহজও
খুব অবাক করা বিষয় এখনো রাত দেড়টাই বাজে, আর গান টাও প্রথম বারের মতো শোনা,মন টাও খারাপ ছিলো...🙂
মিরাকেল নাকি🙄😎❤
😭
রাত বাজে, 4.21am । অকারণেই মনটা বিষন্ন ছিল কিন্তু গানটা শুনতে শুনতে অযথাই হেসে দিলাম! ধন্যবাদ।
"সেখানেতে তোকে রাখি,
ভীষণ যত্নে ব্যক্তিগত "
গান গুলোর মানে একেক জনের কাছে একেক রকম,
কাউকে মনে করিয়ে দেয় তার কষ্টের স্মৃতি,, কেউ আবার হাসে তার সুখকর অনুভবে। গানের কথা গুলো শুধু কথায় নয়, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন আঙ্গিকের, জীবনের লুকানো কথা। যে কথা গুলো কারো একান্তই নিজের।। 💖💖
Sotti e tai
..
গ জ্ঞ্যভভ হয় উইগ উগুয় জ্ঞানের গ্যুহভ হহভ্যগভ হগ হতে গ্য
😢😢
@@tiya1436 এটা কি
ruclips.net/video/NOT1Vy4qEOc/видео.html
সত্যি ছেড়ে যাবো বললেই ছেড়ে যাওয়া যায় না😇😇😇😇 । সে সামনে এলে আর ছেড়ে যাওয়ার কথা মাথায় আসে না🙂🙂...কি জাদু তোমার !!!!❤️❤️❤️
এটাই হলো সত্যি কারের প্রেমের দুর্বলতা।💔
@@shourovhowlader6908 সত্যি মায়া বড়ই দুর্বল❤️❤️😊😊😊😊
@@priyadebnath1075 হুম কারো মায়ায় পরে গেলে ঐ মায়া কেটে আর এ জীবনে উঠা যায়না।🙂
@@shourovhowlader6908 হ্যাঁ সত্যি 😊😊😊
আসলেই। কিন্তু জানিনা তার অনুভূতি কেমন থাকে তখন।
একতরফা ভালোবাসা গুলো খুবই অদ্ভুত, কখনো মুখ ফুটে বলতে পারিনি ভালোবাসি, বোঝানোর চেষ্টাও করেছি বহুবার সে বুঝেনি, হয়তো বুঝেছে আমাকে বুঝতে দেয়নি। সে বোধহয় অন্য কাউকে ভালোবেসেছিলো,
অন্য কারো ভালোবাসার মাঝেই বেঁচে থাকুক আমার একতরফা ভালোবাসা.!!🙂
একদম আমার ও একই অবস্থা 🖤🖤🥀
Same
me too😔
ঘরের মধ্যে আরেকটা ঘর, মনের মাঝে মনের মতো, সেখানেতে তোকে রাখি, ভীষণ যত্নে ব্যক্তিগত🍁🍁
হুম
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
Amon ki hoii
ঘরের মধ্যে আরেকটা ঘর, মনের মাঝে মনের মতো, সেখানে তোমাকে রাখী, ভীষণ যত্নে ব্যাক্তিগত 🍁🍁🍁🥀🌹🥀💐
ruclips.net/video/aL-dafRjfBU/видео.html💖
গানটায় কিছু প্রেম, কিছু ভুল, কিছু বিরহ, কিছু খুশি, কিছু স্মৃতি, কিছু না বলা কথা, সব মিলেমিশে যেন গেছে। ❤️❤️❤️
পাঁচ বছর আগে হেরে ছিলাম তার চোখ দুটোর কাছে। আজ আবার হারলাম গান টার লাইন গুলোর কাছে। বাউন্ডুলে অসাধারণ❤️
পেইন্টিং 👌
শেষে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তা যেন হৃদয়ের সবটুকু ছুয়ে গেছে।
এই গান কানের শান্তি
Kaner + moner oo shanti 💕
Painting ta copy kora ......
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
Composition ta..... Composition ta Sottie Sundor tai gan ta eto views.....
কাছের মানুষগুলোর ছেড়ে যাবার ভয় তো সবারই হয়, সে মা, বাবা, বন্ধু হোক কি প্রেমিকা 💖।
কাছেই থাকুক সবার কাছের মানুষ 💓সব সময়, শেষ অবদি।
বাউন্ডুলে একটা অনুভূতি যা শুধুই অনুভব করা যায়।গান টার কথা গুলো কেন জানি নিজের সাথে মিলে যায়।অনেক ভালোবাসা রইল বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩
ভেসে থাকা যাদের নয় তাদের ডুবে যেতে হয় ❤️❤️❤️
মন যে বাউন্ডুলে হয়ে গেল
ruclips.net/video/xhCjQTGNh24/видео.html
Composition....❤️
Composition ta r jnnoi monta baundule hoache..... Partho da. Nijer name dao channel er
একটা প্রার্থনা করে যাচ্ছি এইগানের কথায় অনুপ্রেনিত হয়ে যেন সকল বিচ্ছেদের অবসান ঘটে।💌
Hobe na dada... R hobe na.. Amar mon to korche fire jete.. Se r manbe na.. Tar akhon onno mone manus.. R ami bhoboghure
গানটার আভাস আগেই পেয়েছিলম, শুধু অপেক্ষায় ছিলাম পুরোপুরি উপভোগ করার।
প্রত্যেক বারের মত এবারও হৃদয় ছুঁলো বাউন্ডুলে।
*Lyrics এর পাশাপাশি গায়কও মন কারলো।❤
# তবে শেষ হইয়াও হইলনা শেষ😊
প্রেম বাদে তো এই পৃথিবীর সব ই নশ্বর...
অসাধারণ !!
খুব ভালো লাগলো !!
- সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো..??
যখন তোমার জন্য হওয়া মন খারাপের কোন নাম দিতে পারি না।
কেউ প্রশ্ন করলে বলতে হয়। "ও কিছু না.........
শুধু তোমার জন্য তোমার জন্যই এত মন খারাপ বেড়ে ওঠে প্রতিমুহূর্তে.....
তবুও আগের মতো তোমাকে আর বলা হয় না।...... 😔🖤
- খুব ইচ্ছা হয় যদি তোমার মতোই কাউকে পেতাম.. কিন্তু সত্যিই কেউ তো আর কারো পরিপূরক হয় না ...!! 🌿🌺
আমার মতো আমি ও কাউকে বলতে পারি না
একদম ঠিক বলেছেন এই নামনাজানা দুঃখের কারণ মোন ঠিক ই বোঝে কিন্তু সে বোঝেনা😊
লালন কবে বলে গেছে, এখন তার মর্ম বুঝি
"মনের মধ্যে আছে যেজন, বাইরে তাকে কোথায় খুঁজি গো ? " ♥️
এই প্রথম শুনছি...এখনি প্রিয় গানের তালিকায় যোগ করে নিলাম❤️
Koyek din por ai song tai kono na kono Movie te sunte paoya jabe. Awesome work Baundule.
তাকে পাবার ভয়টা দিন দিন বেড়েই যাচ্ছে। যদি ও হারিয়ে যায় সেই ভয়🥰
Uffff jst osm ..likhe bojhate parbo na koto ta Mone dhoreche gaan ta ..jst osmmmmmmm💝
আজ ৫ বছর 😞
আজ তুমি ঠিকি আকাশের তারা।
জানো আমিও না তোমায় দেয়া কথা রেখেছি।এখনো বিয়ে করি নি।
মা বাবা অনেক বকা দেয়।কিন্তু তোমায় ছাড়া কাউকেই ভাবি না 🙂💝
Ahare
😢😢😢😢
Akao sukhe thaka jaay
R ak jhon k j nijer life a anlai tmi vlo thakbe ta noy
Deher jala to bessa khana teo metano jaay kintu moner jala metano muslik achy
Tai jai bhabe vlo acho oi bhabai vlo thako karor kotha suno na
Nijer moner kotha suno
Vlo thako
🙏🏻🙏🏻🙏🏻🥲
হুম
এই মূহুর্তে আমার ফিলিংস 🔥❤
বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছুটা শীত ও পরছে !! হালকা পিনিকেও আছি আর তখন বাউন্ডলে র গান গুলো পুরাই হ্রদয় ছুঁয়ে গেলে ❤
ভালোবাসি বাউন্ডুলে ❤
গানের কথা গুলো বিপন্ন স্মৃতি গুলো কে মনে করিয়ে দেয়,,
পেইন্টিং অসাধারণ😊😊
শেষের ব্যাকগ্রাউন্ড আওয়াজ তা অসাধারণ❤️❤️❤️
If anyone who doesn't know Bangla is listening to this, I'm writing down the lyrics in English, hope you like them.
Where will you go leaving me?
There's water everywhere around you.
I'm afraid.
Oh I'm afraid.
The ones who can't float
Will obviously sink.
I'm afraid.
Oh I'm afraid.
If you must leave,
Leave after a few days.
Everything in this world is fragile
Other than love.
Where will you go leaving me?
There's water everywhere around you.
I'm afraid.
Oh I'm afraid.
Another home inside my home
Like the mind inside my mind
That's where I keep you.
With so much care. Absolutely personal.
Lalon has said all these so long ago
I understand them now
The one who's inside my mind
Why do I search for her out there?
That's why, after all this search
I found my salvation with you
Where will I go if you let me go?
I'm afraid.
That's why I tell you
Come with me
Where will you go leaving me?
There's water everywhere around you
I'm afraid.
Oh I'm afraid.
Please pardon my mistakes. Feel free to offer changes where required. Also it's impossible for English to capture all the love Bangla holds.
Thank you. I've been searching for a translation but couldn't find any.
Thanks a lot ❤️
Thank u bro 😊😄😋
Thanks 😌
You helped me a lot🌼
" মনের মধ্যে আছে যেজন
বাইরে তাকে কোথায় খুঁজি " ~ ❤️
💘💘
কিছু জিনিস খুব লোকানোর, আদুরে যত্নের, সেইগুলো কখনো ভুলিনা, শুধু লুকিয়ে রাখা দুনিয়ার কাছ থেকে, আমি সেই জিনিসগুলো অনুভব করি বাউন্ডুলের গান থেকে। ♥️
খুব সুন্দর ভাবে বলে ফেললে তো 😀❤️
The saddest part of life is when the person who gave you the best memories becomes a memory
প্রথম শুনলাম গানটা,, সত্যি হৃদয়ে লাগছে।।💙💙
প্রথমে ছিল ভবিষ্যত তারপর পেলাম অতীতের গল্প আর এখন এটা তো বর্তমানের গল্প বললে......😍❤❤
Dhoro Jodi Hotath - Future Imagination
Mi Novia - Past Memories
Jabi Kothay - Present Situation
That's great innovation. Best of Luck Baundule
Sudirgho opekkhar obosan ghotlo....baundule r gan ...mon ta voria dilo ro akbar❤❤❤❤
"ভীষন যত্নে ব্যক্তিগত "👌🏻👌🏻
সাঁঝ ঠিক সন্ধ্যা সময় এসেছিল জীবনে ঠিক তার নামের মত।বাতি ডেকে তাকে সন্ধ্যা বেলায় আলো জ্বেলে ছিলাম। আবার অন্ধকার দিয়ে চলে গেল।ভালো থাকুক সবার জীবনের বাতিগুলো 🖤
বাউণ্ডুলে এই গানটা একটা ছোট উপন্যাস এর পুরো একটা ব্যাখ্যা।
মাহ্দী...
লালন কবে বলে গেছে ,এখন তার মর্ম বুঝি,মনের মধ্যে আছে যেজন বাইরে তাকে কোথায় খুঁজি😊
অসম্ভব কিছু সুন্দর মুহূর্তগুলোকে মনে করে দেওয়া এক অবিনশ্বর ভালোবাসার গল্পের গীতিকাব্য,,,,,, ছুঁয়ে থাক ভালোবাসারা অন্তহীন......
চারিদিকে অথৈই জল, ভয় হয়....
বাহ অথৈই ঝামেলার দুনিয়ায় গানটা কেমন প্রশান্তি এনে দিলো। এভাবেই আমাদের উপহার দিতে থাকেন 💝💝💝
Lyrics😍
রাত ১.৪৫ । ডান হাতে মালবরো আর বাম হাতে ফোন স্ক্রল করতে করতে হঠাৎ ক্লিক হইয়ে যায় এই গানে।তারপর বিভিন্ন স্মৃতি মনে পড়ে এবং এভাবে এই গানের সাথে আমার প্রেম শুরু হয় ❤️❤️❤️
গায়ে কাঁটা দিয়ে দেয় এই গানের মিউজিক ❤️
সারাদিনে ঘুরেফিরে কতবার যে শুনছি গানটা... কী নরম উষ্ণ গান একটা...❤️❤️❤️❤️❤️
Sohoje chere dile se ki aar bhalobasha?... Gaan ta sotti darun❤
ভালোবাসার কখনো past tense হয় না,,❤
আহা কি একটা গান শুনলাম পুরা মনে ধরে গেছে......অসাধারণ অসাধারণ!😍😍
Partho da ❤️❤️❤️❤️ ank vlobasa roilo ❤️❤️ Mon a dag lge gelo gan ta 😇😇
Bhishon bhishon sundor akta gaan and rhythm.. music lyrics.. ashadharon. ek kathay.. pran ta chuye gelo..
"ছেড়ে দিলে কোথায় যাই?
ভয় হয়...." খুব সুন্দর লিরিক্স পার্থদা👌💝।
শত-শত ভালো গান গুলো এভাবেই লুকিয়ে থাকে লাখো আজেবাজে গানের ভীরে।
না আমার কোনো পুরোনো গল্পঃ নেই আছে একটা প্রত্যাখ্যান,তবে গান টা যখন শুনি খুব একটা শান্তি অনুভব করি মনে,হয়তো তাকে পায়নি আর পাবো ও না, জীবন হয়তো ট্রাম গাড়ির মত ধুক ধুক করে চলতে থাকবে ,জানি না শেষ অব্দি তুমি আমার হৃদয় এ থাকবে কি না! কিন্তু এইটুকুই বলতে পারি ভালো থেকো
প্রিয়❤️
"যেতে চাও, যাবে
আকাশ-ও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে? "
Onnorokom ekta sundor hoeche eta❤
"প্রেম বাদে তো এই পৃথিবীর সবই নশ্বর" ❤️
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
Ekdom
এই প্রথম শুনলাম আপনাদের গান। এক কথায় অসাধারণ ❤️
কথা গুলো উফফ ❤️❤️ ভীষণ ভালো লাগলো
দাদা আবার মন্ ছুঁয়ে গেল ....দারুন একটা গান শুনলাম😇❤️😇❤️😇😍😍
Eto sundor lyrics gulo🤘..mne h66ilo aro ki6ukhn jno gan ta chlte thke..ktobar sunlam count kra jbe na..sunei chle6i👌👌👌
বৃষ্টির সাথে বাউন্ডুলের নতুন গান🖤🖤🖤
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে তোর অথৈ জল
ভয় হয়,,, ওওও ,,,ভয় হয়
ভেসে থাকা যাদের নয়
তাদের ডুবেই যেতে হয়
ভয় হয়... ওওও ...ভয় হয়
যাবি যদি যাস রে তুই
আর কটা দিন পর
প্রেম বাদে তো এই পৃথিবীর
সবই নশ্বর...
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে তোর অথৈ জল
ভয় হয়,,, ওওও ,,,ভয় হয়
ঘরের মধ্যে আরেকটা ঘর,
মনের মাঝে মনের মতো...
সেখানেতো তোকে রাখি,
ভিষণ যত্নে ব্যক্তিগত...
লালন কবে বলে গেছে
এখন তার মর্ম বুঝি,
মনের মধ্যে আছে যে জন
বাইরে তাকে কোথায় খুঁজি গো...
সব খোঁজার শেষে তাই
তোর কাছেতেই পেলাম ঠাঁই
ছেড়ে দিলে কোথায় যাই
ভয় হয়... ... ...
তাই বলি মন সাথে চল
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে অথৈ জল
ভয় হয়... ,,, ...
Where to get the lyrics
@@debjyotiroy2904 Search on google... Or ss it
😍😍😍😍
Tnx for the lyrics 😊😊
Does anyone know the English translation? I have no idea what they’re saying for the most part
আবার একটা অসাধারন ইন্ট্রো মিউজিক। এই গান শুনতে শুনতে পূর্ব জন্মে যেতে hoy
গতকাল সম্পর্কটা ভেঙে গেল.. রাত ১২.৫০..এই মূহুর্তে তাকে বলতে ইচ্ছে হচ্ছে "যাবি কোথায় ছেড়ে বল,
চারদিকে তোর অথৈ জল"
"ভয় হয়"❤️✨
কিছু সময়ের অপেক্ষা মাত্র ম্যাডাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনি এবং আপনার হৃদয় ভাঙ্গার কারণ দুটোই পরিবর্তন হয়ে যাবে.....just keep patience and realise your own worth...!!😊✌🏻
গত দু দিনে যখনই গান শুনেছি এ গানটিই বার বার শুনেছি। প্রতিটি লাইনই মন ছুঁয়ে যাওয়া। উপলব্ধি খুব গভীর না হলে এ লাইন গুলো কলমে আসতে পারে না। 'ধরো যদি হঠাৎ সন্ধ্যে' র পর আরো একটা গভীর ভাবে ছুঁয়ে যাওয়া গান।
আপনাদের জন্য বাংলা গানের আপন সংস্কৃতি চিরন্তন সত্য হয়ে থাকবে।
কত মানুষ যে সত্যিকারের ভালোবেসেও তার প্রেমিক / প্রেমিকাকে হারিয়েছে তা এই বাউন্ডুলের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় 🥲
জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে কত্তজন
তার মনের খবর কেউ রাখে না 🙃
সব খোঁজার শেষে তাই
তোর কাছেতেই পেলাম ঠাঁই
ছেড়ে দিলে কোথায় যাই
ভয় হয়
Ah
Aha
সব খোঁজার শেষে তাই
তোর কাছেতেই পেলাম ঠাঁই
ছেড়ে দিলে কোথায় যাই
ভয় হয়....
দেখার আগেই লাইক দিয়েছি,,,মনটা ভরে গেলো গানটা শুনে😊💚💜💕💞& illustrations is too good...
গানটা শুনেই চলেছি। আঁকা, গানের সুর, লেখা সবই ঠাঁই পেয়েছি। কি করবো বাউন্ডুলে মন কিনা! যতক্ষণ না 1 মিলিয়ন ভিউ হচ্ছে শুনেই যাব।।
Protek ta word ar khub deep meaning.
Gan tar composition, lyrics, voice sob mile ak ta outstanding peace.
Great job guys..
Gan ta darun ..sotti Love is a wonderful emotion
দুইটা গান আর কয়েকটা বাক্য।।ব্যাস।। এই টুকুতেই বাউন্ডুলে একটা ভালোবাসার নাম হয়ে গেছে।।।💚❤❤ #অবিরাম ভালোবাসা
অসাধারণ
দরকার হলে একটা গানের জন্য ১ বছর অপেক্ষা করবো তারপরও এমন ধরনের গান চাই আপনাদের থেকে।।।।বাংলাদেশে থেকে অনেক পাগলা ভক্তদের মধ্যে একজন। ৩ টা গান কাপিয়ে দিয়েছেন। বাউন্ডাল টিম
কি অদ্ভুত একটা মায়া লুকিয়ে আছে গানটাই! কেমন যেন তার কথা মনে করিয়ে দেয়। 🙂
Baundule ganaer specillity- last e surer resh rekhe jawa ❤️
Baire bristi..Songe amn sundr gan ..Asadharan.....
This song is too good... Love the lyrics, composition, music arrangements, and ofcourse the singing.... onekdin por bhishon fresh Ekta gaan, from teachings of Lalon
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
গানটা একটু শুনেছি সেই শোনা কথাটাই পাগলের মত সার্চ করে খুজেছি কিন্তু আমি ব্যার্থ হই খুজতে
আজ গানটা নিজে থেকেই ফিডে এসে হাজির ❤😍
অসম্ভব সুন্দর সুরের সঙ্গে দুর্দান্ত লেখা গানটা ❤❤❤
ঘরের মধ্যে আরেকটা ঘর , মনের মাঝে মনের মত
সেখানেতো তোকে রাখি ভীষন যত্নে ব্যাক্তিগত 😙
বাউণ্ডুলের লিরিক্স সর্বদা 💕
Kothin
R u in Instagram?
কথাটা সত্যি🙃
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
Onobodyo Lekha ..sur.. gayoki.. arrangements..!! Protyekta byapar eke opor ke compliment korchhe..!! Osadharon ekta gaan shonale..!!
You are amazing Spandan 💙💙 your creative mind, your madness about music, it heals me all time... Wanna see your name in the history of new era of Bengali Music as well as world music.. Lots of love for you 💙💙💙
Kub kub sundor..doro Jodi r por wait a chilam....thank u...💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
পরশু (২৭ তারিখ) তার জন্মদিন। প্রতিবছর এই দিনটায় তাকে প্রথম শুভেচ্ছা জানাই। এবার আর হবেনা। ভাবতেই কেমন যেনো খালি খালি লাগছে। কখনো তাকে শুভ জন্মদিন বলে "ভালোবাসি" কথাটা বলা হবে না। ছেড়ে গিয়েছে সে আর ফিরবে না। 💔
15 February tar jonmodin..........kintu akhn r valobasi bolar odhikar ta nei🙂...... avabei hoyto sojjo korte hobe... tomakeo r amkeo...
Isss
তোমার গান গুলো শুনে আবার করে ভালোবাসতে ইচ্ছে করে জানো। আশা গুলো বার বার ফিরে আসে। খুব সুন্দর গান পার্থ দা.....
যে চলে যাবে তাকে কোনভাবেই আটকে রাখা যায় না, তাকে চলে যেতে দেওয়াই ভালো ❤️।
একদম অন্যরকম একটি গান ।।। ভীষণ ভালো ।।। ❤💜
বাউন্ডুলের গানে অন্য রকম একটা অনুভূতি হয় ।
Mind blowing ... Ratar blar headphone ai song just awesome ❤️❤️❤️❤️❤️❤️
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
Impact full... Just close your eyes and feel the song it's on the different levels all together
Seitai korci ..tnx
Osadaron akta gaan.moner sokol kotha gulo shudhu ta k e bolte chai kinto onk voi shey th chole e jete chai.tai bolte chai....
Jabi kothai chere bol
Charidike tor othoi jol
Voi hoi,voi hoi🎵🎵🎵
❤❤❤❤❤
আমার এই বছরে শুনা সবথেকে সুন্দর গান এটা 💘💘❤❤
মনের খোরাক যোগায় এমন সব গান,
অসাধার, মন ছুয়ে গেল 💙💙💙
❝সেখানেতে তোকে রাখি,
ভীষণ যত্নে ব্যাক্তিগত❞
শুধুমাত্র এই লাইন এর জন্যই তুমি রয়ে গেছো আজো।
হয়তো তুমি অনেক দূরে,
তবে রয়েছো আজো আমায় জুড়ে❤️
ভালো লাগলো বেশ, গানটি শুনতে শুনতে বার বার একটা অন্য জগতে চলে যাচ্ছি || 😊😘
সক্কাল সক্কাল মন ভালো হয়ে গেল..🤗♥️♥️
দিন ও ভালো যাক..
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
Darun laglo just aswn fatafati.....😊😊
আচ্ছা এ গানটা আর কতবার শুনতে হবে, কতবার!!!
সন্ধ্যে হলেই নিয়ম করে ছ'তলার বারান্দা দিয়ে পা দু'টা ঝুলিয়ে কেবল শুনেই যাচ্ছি....
'ভয় হয়.. .. ..
১১আশ্বিন সন্ধ্যা ৬.৪৪
কিছু গানে ম্যাজিক আছে🖤
কতবার যে শুনেছি তার কোনো ঠিক নেই আর কতবার যে শুনবো তার ও কোনো ঠিক নেই।।
ভালোবাসি বাউন্ডুলে।
"ধরো যদি" এর কাছাকাছি তবে উচ্চাশা এতটাই বাড়িয়ে দিয়েছে প্রথম গান, যে আরো আরো ভালো চাই... খুব ভালো লেগেছে গান টা, আমিও গাইবো
ruclips.net/video/ulBR0r5xO3w/видео.html
গানটা কতো শ বার যে শুনেছি হিসাব নেই।
ভাষায় প্রকাশ করার মতো না কতো ভালো লাগে গানটা
Beautiful ❤️
I wish I know Bangla so that I can understand the meaning n also read all other comments written by Bengali brothers 😇😇
obviously my brother,keep trying it
I'm writing down the lyrics for you in English, hope you like them.
Where will you go leaving me?
There's water everywhere around you.
I'm afraid.
Oh I'm afraid.
The ones who can't float
Will obviously sink.
I'm afraid.
Oh I'm afraid.
If you must leave,
Leave after a few days.
Everything in this world is fragile
Other than love.
Where will you go leaving me?
There's water everywhere around you.
I'm afraid.
Oh I'm afraid.
Another home inside my home
Like the mind inside my mind
That's where I keep you.
With so much care. Absolutely personal.
Lalon has said all these so long ago
I understand them now
The one who's inside my mind
Why do I search for her out there?
That's why, after all this search
I found my salvation with you
Where will I go if you let me go?
I'm afraid.
That's why I tell you
Come with me
Where will you go leaving me?
There's water everywhere around you
I'm afraid.
Oh I'm afraid.
Please pardon my mistakes. Also it's impossible for English to capture all the love Bangla holds.
ruclips.net/video/z3zjOWqpHcU/видео.html
এত ভালো উপহার পেতে হলে তো অপেক্ষা করতেই হয় 😇❤️