Tomake Na Lekha Chithita (Sayiaan) Cover | Rupak Tiary | Jakir | Full Video Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 2,7 тыс.

  • @rupaktiary
    @rupaktiary  4 года назад +1474

    Thank you So much !
    Aaro notun gaan asche,chesta korchi jate aaro bhalo kichu kora jaay .

  • @fahimraihan8180
    @fahimraihan8180 4 года назад +4582

    জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না

    • @trisharoy7550
      @trisharoy7550 4 года назад +98

      সেই দুঃখ গুলো অবচেতন থাকতে থাকতে মাঝে মাঝে উঁকি দেয়,কিছু সুরে, কিছু কথায়... 🙂

    • @arnabroy8023
      @arnabroy8023 4 года назад +25

      Heart touching kotha bolle.. Sotty jibone onk kosto thake jeta kaukei bojano jay na.. se jei hok na keno...

    • @fahimraihan8180
      @fahimraihan8180 4 года назад +6

      @@arnabroy8023 Stay connect us💔

    • @ria8636
      @ria8636 4 года назад +5

      ha re

    • @shuvomahmud5566
      @shuvomahmud5566 4 года назад

      🤕🤕

  • @MdNaeem334
    @MdNaeem334 3 года назад +879

    ভালোবাসাটা ততক্ষণ সুন্দর যতক্ষণ না তাকে বলা হয় "ভালবাসি"।
    তাই কিছু কথা থাক না, না লিখা চিঠির মতো। জীবনের ক্রান্তিলগ্নে যদি আবারও দেখা হয়ে যায়, সেই অপ্রকাশিত ভালোবাসটা যেন আবারো উঁকি দিয়ে হৃদয়কে আরও একবার আন্দোলিত করে দেয়!

  • @mowtushi9172
    @mowtushi9172 4 года назад +604

    বাহিরে বৃষ্টি, ☔☁
    কানে এয়ারফোন 🎧
    মৃদুস্বরে এই গান 🎶
    অনুভূতিটা অন্য রকম।😑😑😑

    • @inarticulatenonentity67
      @inarticulatenonentity67 4 года назад +4

      শিট, এখানে বৃষ্টি হতে পারতো এ্যাখন-মনে করায় দিলো এই কমেন্ট😁

    • @karin9682
      @karin9682 4 года назад

      Humm

    • @inarticulatenonentity67
      @inarticulatenonentity67 4 года назад

      @@karin9682 হুমটা আমাকে বলে থাকলে ইনবক্সকরা যাক, সেখানে বাকি কথা হোক 🙂? m.facebook.com/urtrustedtutor

    • @sojolbapari3677
      @sojolbapari3677 4 года назад +1

      ar hate ek cupe tea

    • @sharifhossain3246
      @sharifhossain3246 4 года назад

      Wow....bro...nice

  • @shahelanazneenbintakamalch1906
    @shahelanazneenbintakamalch1906 2 года назад +170

    - ২৭ ফেব্রুয়ারি,২০২২।। সে রাতটার কথা আমি আজও ভুলতে পারি নাহ...আমার জীবনের সবচেয়ে নির্মম আর যন্ত্রণাদায়ক রাত...ঘড়ির কাটায় যখন আনুমানিক রাত ১১ টা....কোনো অজানা কারণেই কান্না আসছিলো, ভিতরটা ছারখার হয়ে যাচ্ছিলো, হয়তো আমার ভালোবাসার জোর আর মনের টান আছে বলেই আগে থেকেই মন জানান দিয়েছিলো সব শেষ.....
    যখন হঠাৎ তোমার রক্তাক্ত নিথর হয়ে পড়ে থাকা লাশের ছবিটা নিউজফিডে দেখলাম বিশ্বাস করতে পারিনি তুমি আর নেই,,যখন সবাই তোমার মৃত্যুর খবর দিলো তখনও আমি বিশ্বাস করিনি যে তুমি সত্যি আমাকে ছেড়ে চলে গেছো না ফেরার দেশে....সারাটা রাত ঘুৃমোতে পারিনি,,,কান্নাটা কোনোভাবেই থামাতে পারছিলাম নাহ .....তোমার কাছেও যেতে পারছিলাম নাহ....রাত শেষ হলো...তারপর সকাল হতে না হতেই দৌঁড়ে গেলাম তোমাকে শেষবার দেখার জন্য.....
    জানো তো প্রিয়, সবাই বলে আমি নাকি খুবই স্ট্রং মেন্টালিটির....কিন্তু ঐদিন নিজেকে আর স্ট্রং বলে মনে হলো না, ঐ দিন মনে হয়েছিলো পৃথিবীতে মনে হয় আমার চেয়ে অসহায় আর কেউ নেই.....সত্যিই নেই.....নিজেকে কোনোদিনও এতোটা অসহায় লাগে নি,,,কথায় আছে নাহ সবারই একটা উইক পয়েন্ট থাকে; আমার সেই দুর্বল জায়গাটা ছিলে তুমি....
    যখন তোমার লাশটা গাড়ি থেকে নামিয়ে আমার সামনে রাখা হলো তখন মনে হয়েছিলো আমার পুরো পৃথিবীটা আল্লাহ নিয়ে গেছে.....এক মুহূর্তও তোমার লাশের পাশ থেকে আমি সরিনি...তবে একবার ও তোমাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে পারিনি,,কারণ প্রেমিকের লাশে প্রেমিকার কোনো অধিকার থাকে নাহ......
    আমি নিষেধ করবো বলে তুমি তোমার শখের বাইকটা কেনার সময় আমায় একবারও জানাও নি,,,সেই শখের বাইকটাই তোমার জন্য অভিশাপ হয়ে গেলো.... তুমি বলেছিলে সারপ্রাইজ দিবে.....এমন সারপ্রাইজ দিবে সত্যিই জানতাম নাহ....এতো বড় সারপ্রাইজ দিয়ে চলে গেলে...? আমি তো এমন সারপ্রাইজ চাইনি....!! আজ আমি সত্যি অসহায়....
    কিছু মানুষের শূন্যতা আসলেই কোনোদিনও পূরণ হয় না... যে মৃত্যু হাজার-কোটি আলোকবর্ষ সমান দূরত্ব সৃষ্টি করে,,,যে মৃত্যুর হাহাকার শ্বাসরোধ করে,,,সে মৃত্যু আসলে মৃত্যু নয়; সেটা এক পৃথিবী সমান শূন্যতা,প্রিয়জন হারানোর আর্তনাদ,নয়তো জীবনের শেষ অধ্যায়; যেখানে আর বেঁচে থাকার মানে নেই....!
    হয়তো এক পৃথিবী সমান দূরত্ব আমাদের.... তবুও তুমি আছো,আমার সাথেই....আমি প্রত্যেকটা সেকেন্ডে অনুভব করি তুমি আছো আমার পাশে.....
    কিন্তু আমি ভালো নেই মাফি....তোমাকে ছাড়া সত্যি ভালো থাকা যায় না.....জানি আর ফিরবে নাহ...তবুও ভালো থেকো ঐ পৃথিবীতে....আমার সময়ও ফুরিয়ে এলো বলে....আমিও খুব শীঘ্রই আসছি....তুমি ভালো থেকো চিরকাল....আল্লাহ তায়ালা তোমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামের ফায়সালা দান করুক......🖤🥀
    লিখা:- শাহেলা নাজনীন বিনতে কামাল (চৈতী) 🥀

    • @ankanabanu2457
      @ankanabanu2457 2 года назад

      Joto ta onuvob krlm tatei ga kepe uth6e ... tmi koto ta soye6o r soi6o aktu holeo andag krte pr6i
      Aktai parthona krbo tmi jano valo theko ... akta manush ato ta akta mnush k vlobaste pare seta dekhei vlo lglo
      Stti vlobasa asholei kosto diye jay ...
      Ki6u vul bolle khoma koro ... ami kono ki6u bolar word nei

    • @chinmayiroy9261
      @chinmayiroy9261 10 месяцев назад +3

      ভাষা হারিয়ে ফেলেছি আপু৷ আপনাকে কি বলা উচিত বুঝতেছি না। তবে আপনার মনের কষ্টটা ভগবান যেন কমিয়ে দেন🙏

    • @priyadutta1097
      @priyadutta1097 9 месяцев назад +1

      Puro lakha ta pore amr r bolar kono vasha nei😢😢

    • @Travelbee222
      @Travelbee222 9 месяцев назад +1

      প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কি ভয়ংকর সেটা সবাই জানে না।

    • @nazrinsultan1603
      @nazrinsultan1603 8 месяцев назад

      tomr kotha gulo sune amr gaye kata diye utlo ...r halka chok e pani o alo ki bolbo ami bujhi parchi na tomke

  • @imamulkawser6935
    @imamulkawser6935 3 года назад +335

    অন্ধকার রুম,কানে হেডফোন,প্লে-লিষ্টের প্রিয় কিছু গান,আর জীবনে জড়ানো কিছু অভিমান!জীবন সুন্দর!🖤

    • @NahidKhan-pn7fk
      @NahidKhan-pn7fk 3 года назад +3

      অন্যরকম একটা পৈচাশিক আনন্দ পাওয়া যায়।এই পরিবেশে।

    • @imamulkawser6935
      @imamulkawser6935 3 года назад

      Hummm 😔

    • @dilafrozakter2125
      @dilafrozakter2125 3 года назад +1

      অসাধারণ বলেছ

    • @imamulkawser6935
      @imamulkawser6935 3 года назад

      @@dilafrozakter2125 tnq

    • @confused_soul_
      @confused_soul_ 3 года назад +3

      তার সাথে প্রিয় মানুষটার দেওয়া চোখের জল 😊

  • @sayantagarai7802
    @sayantagarai7802 3 года назад +411

    যদি সব গান সত্যি হতো, তবে বাস্তব টা হয়তো আলাদা হতো,,
    হয়তো বাস্তব এর উপর ভর করেই গানের সৃষ্টি,,, তবুও কোথাও একটু সূক্ষ্ম ফাঁক থেকে যায়, গান ও বাস্তবে....

  • @DitisVoice
    @DitisVoice 2 года назад +27

    "ভালোবাসা এক আদর্শ শব্দ"। ভালোলাগা হয়তো বহুবচন কিন্তু ভালোবাসা একবচন। কি স্নিগ্ধ লাগলো গানটা শুনতে ❤

    • @kakolidas8904
      @kakolidas8904 2 года назад +1

      I really like your comment..?♥️

    • @DitisVoice
      @DitisVoice 2 года назад +1

      @@kakolidas8904 Thank you❤

  • @bonnaspassion
    @bonnaspassion Год назад +20

    এক জীবনে বহুবার মৃত্যু ঘটেছে... না শরীরের নয়...মনের🙂।
    প্রতিবারই নতুন করে জন্মিয়েছি❤

  • @debayandas9573
    @debayandas9573 3 года назад +23

    "আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
    তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে" this line has the separate fan base ❤️

  • @emonislam8975
    @emonislam8975 2 года назад +15

    গভীর রাত, চাঁদের আলো,হালকা মৃদু হাওয়া,ছাদে আমি একা, কানে এয়ার ফোন, সাথে পছন্দের গান.... আর পুরানো সেই স্মৃতি... অনুভূতি🖤

  • @ritamsarkar9809
    @ritamsarkar9809 4 года назад +453

    কমেন্ট রেখে গেলাম-!
    অনেকদিন পর যখন আমরা থাকবো না,আমাদের পরিচিত অপরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো। তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্য রাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!❤

  • @aishibanerjee586
    @aishibanerjee586 3 года назад +98

    "তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোনে" - সত্যিই জীবনে কিছু কিছু কথা প্রিয় মানুষটিকে বলা অসম্পূর্ণ থেকে যায়।।। যা সারা জীবন মনের এক কোনে থেকে যায়।।।

  • @soumyaranjanmukherjee9075
    @soumyaranjanmukherjee9075 4 года назад +108

    অমায়িক লেগেছে গুরু।।
    আসল গানের মতো স্বাদ পেলাম। বহুজন কে এই গানটা গাইতে দেখেছি কিন্তু এরকম স্বাদ পাইনি। সেরা লাগলো। request রাখলাম পারলে একটু 'মনে রেখো আমার এ গান'-এর cover যদি আমাদের উপহার দেন।

  • @tayabataz2993
    @tayabataz2993 3 года назад +31

    কিছু না বলা কথা আর গভীর ভাবে ভালোবাসার আকুতি খুঁজে পাওয়া যায় এই গানে❤️🙂
    আর আসলেই কিছু ভালোবাসা থাকুক না লেখা চিঠির মতো❤
    # প্রিয়

  • @mrinmoysinghasarkar03
    @mrinmoysinghasarkar03 2 года назад +22

    আমি যানি না কেন যেন কান্না করছি...
    কিছু মানুষের সত্যি অজানা থেকে যাবে, যে তার জন্য কতটা পাগল ছিলাম, আছি, আর হয় তোবা আজীবন থাকবো
    চিঠি অনে‌ক লিখেছি কিন্তু দিতে পারি নি।কারন কোনো চিঠিতেই আমার অনুভূতি সাজিয়ে তুলতে পারতাম না।
    ভালোবেসে তার নাম দিয়েছিলাম
    ঝিনুক কারণ সে বাইরে শক্ত হলেও তার ভেতর টা ঝিনুক এর মতন ই নরম ছিল।
    শীত কালে আমি তাকে তুলনা করেছিলাম শিউলি ফুলের সাথে আবার কখনো বা চন্দ্রমল্লিকা আবার কখনো অলকানন্দ ফুলের সাথে।
    বিশাল ভালবাসা আমার সবাই বুঝতে পারে, বুঝে যায় আমার না বলা সাগর সমান ভালোবাসা,
    শুধু সেই মানুষটি ছাড়া।
    হয়তোবা সে বুঝেও না বোঝার অভিনয় করে গেছে।
    দোষ আমার ই আমি কোনদিন ও তাকে
    সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা, গল্প ছাড়া
    আমার আকাশ সমান আবেগ,অনুভূতি ,ভালোবাসা গুছিয়ে বলতে পারি নি। এখনো রোজ তাকে নিয়েই ভাবি আর এমনটা অনুভব হয়
    যে সে হয়তো আমার আশেপাশেই আছে
    এটি একটি অদ্ভুত অনুভূতি ♥️

  • @sintupaul8143
    @sintupaul8143 3 года назад +7

    সত্যিই খুব সুন্দর লাগলো ।
    হেড ফোন লাগিয়ে গান টা শুনলাম চোখ টাকে আর থামাতে পারলাম না জল বেরিয়ে গেল।
    সত্যিই অসাধারণ। ♥️♥️

  • @ankitahaldar241
    @ankitahaldar241 2 года назад +15

    কিছু কিছু কন্ঠ শুনলেই যেন মন টা ভীষন ভাবে শান্তি খুঁজে পাই , তোমার কন্ঠটা তার মধ্যে একটা.... দাদা❤️

  • @rupaktiary
    @rupaktiary  4 года назад +508

    Bhalolagle ekta share 😁

    • @dipankarbanerjee2018
      @dipankarbanerjee2018 4 года назад +5

      Share kora hoye gache 🤘🏻😌❤

    • @Souravpatra1
      @Souravpatra1 4 года назад +5

      Dada ata share na kore roete parbo na

    • @sanghamitrasamanta6263
      @sanghamitrasamanta6263 4 года назад +5

      Dada darun.....
      Osadharon ❤❤❤❤

    • @moumitasarkar5370
      @moumitasarkar5370 4 года назад +4

      Darun geyechen👌
      Heavy workout er por ei gan ta jkhn suni body and mind dutoi calm feel kre.khub refreshing.
      Erkm dhoroner gan er dabi roilo😋

    • @sanjupal7532
      @sanjupal7532 4 года назад +4

      nischoi

  • @ArinSaha-y5e
    @ArinSaha-y5e Год назад +10

    তোমার মত একরাশ নীল অনুভূতি নিয়ে আমার জীবনে আর কেউ না আসুক🌼
    তুমি সত্তা আমার; তুমি চিরন্তন🖤

  • @ashudhwabarnali9019
    @ashudhwabarnali9019 2 года назад +12

    কিছু কথা না বলাই সুন্দর
    কিছু চিঠি ডাকবাক্স না ছুঁয়ে যাক
    কিছু অনুভূতি মনের কোণে জমা থাকুক
    কিছু স্মৃতি আজীবন বুকের পাশে কষ্ট দিক
    কিছু সুর ,কিছু কথা মনে রেশ রেখে যাক ।
    কারণ জীবন সুন্দর
    বলা না বলা ,দেখা না দেখা
    জীবন সুন্দর 💙💙💙💙

  • @priyajitsarkar7028
    @priyajitsarkar7028 9 месяцев назад +6

    সত্যি না বলা কত কথা ডাকবাক্স তেই বন্দী হয়ে থেকে যায় , সেই কথা গুলি জানিনা তাদের কাছে কোনওদিন পৌঁছবে কিনা , কিন্ত এই গানটি এভাবেই তাদের কাছে পৌঁছে যাক ❤।
    তারা ভালোথাকুক সবসময়😌☺️।

  • @nakshatraghosh4949
    @nakshatraghosh4949 Год назад +341

    স্মৃতি রেখে গেলাম।😅😅✊ প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment এ like দিলে notifications পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা। 🖤💔🥀

    • @anikkumardey1318
      @anikkumardey1318 Год назад +1

      Asun shunte abro

    • @nabilanusratnuha5439
      @nabilanusratnuha5439 Год назад

      Ami harai no tw😊

    • @beautyfashionworld127
      @beautyfashionworld127 Год назад

      1:01

    • @abidmahbub
      @abidmahbub Год назад +1

      তোমাকে ঠিক কতটা ভালোবাসলে তোমাকে পাওয়া যেতো, বিধাতা তোমাকে আমার করে দিতো- যদি জানতাম, তার থেকেও বেশী আরোও বেশী ভালোবাসা দিতাম প্রিয়..! 😊

    • @Rsow1965
      @Rsow1965 Год назад +2

      এখনো হারাই নি তবে হারানোর মুখে আপ্রাণ চেষ্টা করছি সেটা কে আটকানোর , যদিও দোষ তা আমার ই । একটু প্রার্থণা করবেন জানো আমার প্রাণের থেকে প্রিয় মানুষটিকে যেনো না হারাই । অনেক কষ্টে অনেক ঠকে গিয়ে এমন মানুষ পেয়েছি যে আমাকেই আগলে রেখেছে❤

  • @masudibnenur1782
    @masudibnenur1782 3 года назад +4

    যানি তাকে হয়তোবা আর ছুয়া যাবে না
    পাওয়া হবে না...কোন অভিযোগ নেই
    যেখানেই থাকুক মহান "আল্লাহ" তাকে ভাল রাখুক ।

  • @arpitasayed6956
    @arpitasayed6956 2 года назад +16

    গভীর রাতে যখন হেরে যাওয়া আমি, ভালোবাসা না পাওয়ার কষ্টে চোখের পানি ফেলি,তখন এই গানটাই শুধু আমার হয়।🥀

  • @shahriarkhanrabbi5338
    @shahriarkhanrabbi5338 4 года назад +63

    ভাই তুমি আসক্তি ধরায় দিলা! একটানা শুনেই চলেছি তোমাকে! ভালোবাসা নিও! ফ্রম বাংলাদেশ

  • @sanjeeda4420
    @sanjeeda4420 4 года назад +101

    কভার করা গানটাতেও যেন সেই একি স্বাদ। একি অনুভুতি ❤ ম্যাজিকাল ভয়েস। নিজেকে থামাতে পারছিনা গান টা শোনা থেকে।একজন সিংগার এর অর্জন টাই এখানে। Best of luck ❤Go ahead.

  • @sayanidas2215
    @sayanidas2215 4 года назад +7

    ❤️❤️যদি বলি সে সবই তোমারই... একা চিঠি একা একা গান.. Sayiaan.. ❤️

  • @debolinamaji95
    @debolinamaji95 2 года назад +7

    সত্যি হোক বা না হোক ..... ভালবাসার আলতো ছোঁয়াগুলো... মনের স্মৃতিপটে চিরকাল নিঃস্বার্থ ভাবে ভালবেসে যায়।।⚘⚘⚘

  • @AHMehediOfficial
    @AHMehediOfficial 4 года назад +13

    খুব মিষ্টি একটা কন্ঠ..😇
    আর কতগুলো তো গভীরতার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসার নীল কবিতা!
    🇧🇩 বাংলাদেশ থেকে ভালোবাসা নিও❤️💙

  • @mehedihasanlimon9285
    @mehedihasanlimon9285 4 года назад +6

    বিমোহিত হয়ে শুধু শুনি আপনার গান গুলো!!! অসম্ভব সুন্দর!! কিপ ইট আপ!! লাভ ফর এভারমোর!!

  • @mrinmoysinghasarkar03
    @mrinmoysinghasarkar03 Год назад +9

    ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটা মুহূর্তই যথেষ্ট

  • @be5764
    @be5764 2 года назад +1

    Ei gaan tar moddhe emon ekta anubhuti ache jeta bole bojhano jay na ❤ bhishon bhalo hoyeche

  • @jobayedhasan2557
    @jobayedhasan2557 2 года назад +68

    After sharing this song with my Spanish friend his compliment was : The melody is so unique and the voices and sounds for your language are very pleasant to my ears. Thank you for sharing this!! Great talent there

  • @acousticwithshishir5776
    @acousticwithshishir5776 4 года назад +19

    তোমাকে না লেখা চিঠিটা
    ডাকবাক্সের এক কোণে,
    সাদা খামের না লেখা নাম
    এঁকেছে তার গানে।
    তোমাকে না লেখা চিঠিটা
    ডাকবাক্সের এক কোণে,
    সাদা খামের না লেখা নাম
    এঁকেছে তার গানে।
    সেই চিঠি যত লেখা
    থাকে একা একা,
    সেই গানের না শোনা সুর
    একা একা আঁকা,
    ছুঁয়ে যায় তবু কখন এসে..
    যদি বলি সে সবই তোমারই
    একা চিঠি একা একা গান,
    যদি বলি সে সবই তোমারই
    একা চিঠি একা একা গান,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
    তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
    আমি আমিতে ভাসিনি কোনোদিন নীলে
    তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
    আজও আমার সারাটা নীল
    থাকে একা একা,
    সেই চিঠি না পড়া সুর
    একা একা আঁকা,
    ছুঁয়ে যায় তবু কখন এসে..
    যদি বলি সে সবই তোমারই
    দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,
    যদি বলি সে সবই তোমারই
    দুচোখে ভেসে যাওয়া নীল আমার,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    তোমার সাথে খেলার ছলে
    তোমার কথায় ছিলাম ভুলে,
    তোমার সাথে খেলার ছলে
    তোমার কথায় ছিলাম ভুলে,
    সেই খেলা নিয়ে
    ছিলাম হারিয়ে গিয়ে,
    সেই খেলা নিয়ে
    ছিলাম হারিয়ে গিয়ে।
    আজ খেলা শেষে এ শহরে
    হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
    আজ এতো আলোর এ আঁধারে
    এ মন তোমাকেই ছুঁতে চায়,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    তুমি ছিলে তোমার সাথে
    একলা চাঁদে একলা রাতে,
    তুমি ছিলে তোমার সাথে
    একলা চাঁদে একলা রাতে,
    আমি আমায় নিয়ে
    ছিলাম হারিয়ে গিয়ে,
    আমি আমায় নিয়ে
    ছিলাম হারিয়ে গিয়ে।
    আজ একা একা এ শহরে
    হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
    আজ এতো আলোর এ আঁধারে
    এ মন তোমাকেই পেতে চায়,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া।..

  • @nilanjanaghosh4152
    @nilanjanaghosh4152 4 года назад +8

    Ei gaan er age temon sunini Facebook thke 1st gaan ta sunechlm 3 din age..eto daarun lgeche voice r gaan ta kichu na hok ontoto ekodin e 16 17 bar sunechii..roo sundor gaan gaite thakun💖

    • @rupaktiary
      @rupaktiary  4 года назад +1

      Nilanjana Ghosh Thank you so much , you can check my another songs too hope you’ll like it ☺️

  • @outsider5437
    @outsider5437 4 года назад +25

    আমি কাভার টা অনেকদিন ধরেই চাইছিলাম
    অদ্ভুত সুন্দর❤❤❤

  • @gargibanerjee6479
    @gargibanerjee6479 Год назад +1

    ei gaan ta just priceless for me...thank u dear for choosing this song....Valo gaile ..❤

  • @mallikabasu887
    @mallikabasu887 2 года назад +1

    Koto baar sunlam tar kono thik neiii...amazing guys..

  • @shinjinihere
    @shinjinihere Год назад +22

    I've heard this zillion times, yet it remained my favorite. Nothing can replace this version of the song ❤️

  • @jebinkhan5701
    @jebinkhan5701 Год назад +4

    বাহিরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই গানটার কথা মনে পরলো😊তাই শুনতে চলে এলাম🙂কি যেন এক অদ্ভুত মায়া কাজ করে গানটায়

  • @nupursarkar4566
    @nupursarkar4566 3 года назад +11

    কিছু কিছু গল্প থাকে জীবনে যা শুধু নিজের মাঝেই আবদ্ধ।হয়তো সেই সুখের সময় টা অন্যরকম।আর দুঃখটাও নিজের একান্তই।।

  • @dipsFeelings
    @dipsFeelings 7 месяцев назад +2

    Hearing it from the 1St year of my college when i fell in love with someone who doesn't love me back... now I'm in my 4th year... and She loves me now... Still listening to it and remembering those days... Thank you for this gem... It works as a painkiller for us! ❤️🙌🏽

  • @sahelichoudhury9264
    @sahelichoudhury9264 3 года назад +1

    এই গানটি ঠিক কতটা সুন্দর ঠিক কতটা আবেগপ্রবণ সেটা ভাষার দ্বারা প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব । শুধু বলবো অসাধারণ ......❤️

  • @argha_dutta
    @argha_dutta 3 года назад +3

    বাহ।।কি অসাধারণ গাইলে দাদা🥺সুরের লালিত্য আর স্নিগ্ধতার এক অপূর্ব মাস্টারপিস 🥺

  • @nusratchaity1619
    @nusratchaity1619 3 года назад +19

    আমার অতীত ভালোই আছে তার যোগ্য প্রেমিকার সাথে...আমি অযোগ্য ছিলাম বলে চলে গেছে,আর আমার কাছে রেখে গেছে প্রথম প্রেমের স্মৃতি 🙃২০১৭ সালে এসএসসি পরীক্ষার হলে পরিচয় তার সাথে আর এই পরিচয়টাই আমার চঞ্চলতা কে গম্ভীরতায় পরিনত করেছে🙂

    • @mashallahagros
      @mashallahagros 3 года назад +3

      ভালোবাসা কত চঞ্চল মানুষকে নিরব বানিয়ে দিলো হিসাব নেই

  • @bablubarua3614
    @bablubarua3614 4 года назад +10

    অনুভূতি প্রকাশ করার মতো জ্ঞান আমার নেই,কিন্তু অসাধারণ।

  • @subratabasak2040
    @subratabasak2040 3 года назад

    অপূর্ব সুন্দর। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এতটাই সুন্দর , মনের ভাবাবেগ প্রকাশ করবো কিভাবে বুঝতে পারছি না।

  • @sujaybiswas5014
    @sujaybiswas5014 3 года назад +2

    খুব সুন্দর গেয়েছেন।
    জীবনে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে গেলো
    কি হারালে ভেবে লাভ নেই । কি পেলে সেটাই তোমার । আর তাকে ভালোবেসেই এগিয়ে যাওয়ার নাম জীবন।।।❤️

  • @zeeshaat
    @zeeshaat 3 года назад +79

    মানুষ বলে বরিং গান শুনলে নাকি ঘুম আসে,আসলে ওরা বোকা,মানুষের তখনই ঘুম পাই যখন সে কমফোর্ট ফিল করে এবং আরাম পাই,ঠিক তেমনই এখন রাত ৩টাই বসে গানটা শুনছি।এত কষ্ঠের মাঝেও কেমন যেন একটা শান্তি কাজ করছে ।ধন্যবাদ স্যার আপনাকে♥️

  • @pujagoswami8535
    @pujagoswami8535 4 года назад +11

    রাতের বেলায় শুনছি তাই হয়তো চোখের জল আটকাতে পারলাম নাহহহ....

  • @jiniaabriti979
    @jiniaabriti979 4 года назад +5

    আদুরে কন্ঠ❤❤ আপনার কন্ঠের ভক্ত হয়ে গেছি 💕💕

    • @inarticulatenonentity67
      @inarticulatenonentity67 4 года назад +1

      মেয়েদের এই এ্যাক দোষ, খালি আদর থাকলে খুজে পাবেই 😁 (ঠিক বলেছেন কিন্তু, বেশ কিছু জায়গায় কন্ঠের চমকপ্রদ ইসোভেটিভ লোয়ার স্কেলে গাওয়া দেখে অবাক হয়েছি, কানের জন্যে খুবই আরামদায়ক লেগেছে)

  • @koyenamitra4355
    @koyenamitra4355 2 года назад +1

    ভালোবাসা বাঁচুক অন্য কারোর ভালোবাসায়। কখনো ভালবাসতাম এটা ভুলে যাওয়া যতটা শক্ত তার থেকেও বেশি শক্ত এটা মেনে নিতে সে আজ আর আমার নয় অন্য কারোর। জীবনের খুব কাছের প্রিয় জিনিসগুলো হয় নিষিদ্ধ, নাহয় অমূল্য না হয় অন্য কারোর। ভালো থাকুক প্রত্যেকের ভালোবাসা এবং ভালো থাকুক তারাও যারা নিজের ভালোবাসাকে হারিয়ে আমার মতো নতুন করে বাঁচার চেষ্টা করছে, এবং সর্বোপরি অভাবনীয় অকল্পনীয় সুন্দর ভাবে আমার প্রিয় গান টা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।।❤️

  • @nowshinsultana4696
    @nowshinsultana4696 2 года назад +2

    Asolei kkn teke j tmare posondo kra suru krlam nijeo jni nhh☺️💙

  • @fiber9261
    @fiber9261 2 года назад +3

    I can feel each and every word ...it's heart touching song ....lots of love ❤️

  • @Rudravlog129
    @Rudravlog129 4 года назад +5

    এই প্রথম আপনার গান শুনলাম। অসাধারণ লাগলো। আপনার গানের ভক্ত হয়ে গেলাম।

  • @anikdutta5405
    @anikdutta5405 4 года назад +13

    Snowy day and listening to this song with a cup of coffee ☕.just made my day. Absolutely beautiful song..

  • @nandiniian17
    @nandiniian17 9 месяцев назад +2

    Rupak da , It's been 4 years,,,, believe me, tao jno notun e lage barbar tomar golay❤️

  • @ronysen6401
    @ronysen6401 9 месяцев назад +2

    খুব পছন্দের একটা গান।
    বেঁচে থাকুক সারাজীবন গান টা মানুষের মনে।❤

  • @GAMING2kg
    @GAMING2kg 7 месяцев назад +1

    অনেক দিন পর গান শুনলাম। ফেসবুক স্টোরিতে কারও শেয়ার করা এই গানের অংশ বিশেষ শুনে খুব ভালো লাগলো। তাই ইউটিউবে এসে পুরো গান টা শুনলাম। খুব ভালো লাগলো।

  • @shirinakter9065
    @shirinakter9065 3 года назад +4

    অনুভূতির গল্প গুলো এমনি,কেউ একজন গানটা ডেডিকেটেড করে, আর অজান্তেই জায়গা করে নেয় হৃদয়ে, যদিও বাস্তবতা ভিন্ন!!!

  • @barsharoy8025
    @barsharoy8025 4 года назад +4

    এক থমথমে সন্ধ্যায় বারান্দায় বসে গানটি শুনছি 🖤🖤🖤
    খুব প্রিয় একটি গান 🖤🥀

  • @sprihasarkar8540
    @sprihasarkar8540 3 года назад +31

    তোমাকে না লেখা চিঠিটা হয়তো আর দেওয়া হলো না 😊। হ্যা হয়তো একটু হলেও ভালোবেসেছিলাম তোমায় 💕
    তুমিই একদিন বলেছিলে যে তোমায় চিনে নিতে কিন্তু সেই সময় টা আর দিলে কই সেই তো অন্য কারুর হয়ে গেলে ❤️ সেই তুমি আর আজকের তুমীর মধ্যে আকাশ পাতাল তফাৎ ❤️ যাই হোক ভালো থেকো❤️

  • @abhishreetadas2716
    @abhishreetadas2716 Месяц назад +1

    Ei gaan ta amar rater songi... jokhon sarajibon hasanor manush tai majhe majhe voyanok kosto daay... jokhon sob kosto share korar manush tai kosto dea vison vabe kosto dea eka kore daay... tokhon ei gaan e amar rater songi hoye daray... dhonnobad dada eto shundor ekta gaan upohar debar jonno 🙏🏻❤️

  • @KROY0
    @KROY0 2 года назад +1

    হঠাৎ খুঁজে পেলাম। দারুন লাগলো beater যুগে এই গান কানের স্পার মত ❤️

  • @tukia4494
    @tukia4494 4 года назад +8

    আমার এতোটাই ভালো লাগছে, প্রতিদিন গানটা শুনি😍

  • @paramitasartandlifestyle2434
    @paramitasartandlifestyle2434 3 года назад +4

    তোমার কণ্ঠস্বর শুনে মন ছুয়ে গেলও.... পুরো গান 🔥🔥🔥😘

  • @suchismitamajee1144
    @suchismitamajee1144 2 года назад +9

    তোমাকে না লেখা চিঠিটা
    ডাকবাক্সের এক কোণে,
    সাদা খামের না লেখা নাম
    এঁকেছে তার গানে।
    সেই চিঠি যত লেখা
    থাকে একা একা,
    সেই গানের না শোনা সুর
    একা একা আঁকা,
    ছুঁয়ে যায় তবু কখন এসে..
    যদি বলি সে সবই তোমারই
    একা চিঠি একা একা গান,
    যদি বলি সে সবই তোমারই
    একা চিঠি একা একা গান,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
    আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
    তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
    আমি আমিতে ভাসিনি কোনোদিন নীলে
    তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
    আজও আমার সারাটা নীল
    থাকে একা একা,
    সেই চিঠি না পড়া সুর
    একা একা আঁকা,
    ছুঁয়ে যায় তবু কখন এসে..
    যদি বলি সে সবই তোমারই
    দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,
    যদি বলি সে সবই তোমারই
    দুচোখে ভেসে যাওয়া নীল আমার,
    সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
    Awesome song

  • @lailarupa3419
    @lailarupa3419 10 месяцев назад +2

    ভালোবাসা বলে কিছু নেই। তারপরও অনুভূতিটা অনেক সুন্দর। সবার অনুভূতিগুলো যেনো ভালো কিছু বয়ে নিয়ে আসে

  • @dipanwitapramanik6402
    @dipanwitapramanik6402 3 года назад +1

    যদি বলি সে সবই তোমারই ....
    একা চিঠি একা...
    একা গান ... This Line 😌❤️

  • @MDHumayunAhmedofficial
    @MDHumayunAhmedofficial 3 года назад +3

    ডাকবাক্সের কোণায় ধূলো জমা কোনো চিঠি নেই, যেই তুমি ঠিকানায় পাঠাবো, ঐ তুমিটা ও অনুপস্থিত।
    তারপর ও কেনো এমন মনে হচ্ছে, আপনার গাওয়া গানটা ডাকপিয়ন হয়ে ডাকতেছে।
    অনেক বেশি সুন্দর ❤️

  • @arpitabose7798
    @arpitabose7798 4 года назад +12

    পছন্দের গান❤️❤️❤️❤️❤️❤️
    কি ভালো গলা টা😍😍😍😍

  • @barisalmixer2831
    @barisalmixer2831 4 года назад +9

    প্রথম বার শুনছি অসাধরন গেয়েছেন😍
    ফ্যান হয়ে গেলাম

  • @মেঘ-ব১ছ
    @মেঘ-ব১ছ 2 года назад +2

    অনেক চেনা - অচেনা গল্প ধরা দেয় এই গানগুলোর সুর, তাল, ছন্দে। তোমাকে না লেখা সেইসব অগুনতি চিঠি, মনের ডাকবাক্সে প্রতিদিন ধাক্কা মারে, না পারি অদৃশ্য এই নামহীন সম্পর্কের সুতোটাকে ছিঁড়ে ফেলতে আবার না কখনো পারব তোমার সামনে নিজের ভালোবাসাকে চিৎকার করে জাহির করতে! তুমি নিজেও জানো তোমাকে ভালো না বেসে থাকা যায়না, প্রতিটা পুরুষের স্বপ্নচারিণী তুমি, এককথায় absolutely perfect। তোমার প্রেমে মত্ত কত অসংখ্য পুরুষ, তারাও এভাবে আমার মত কমেন্ট বক্সে এসে তোমাকেই মনে করে কিন্তু তোমার দৃঢ় ব্যক্তিত্বের সামনে সবকিছু মলিন হয়ে যায়.......যত দূরেই যাই না কেন, অন্য যেই জীবনে আসুক না কেন, তোমার আসন চিরকাল আমার মনের মন্দিরে থাকবে..... কোয়েনা ✨️♥️✨️

  • @bimalroy8945
    @bimalroy8945 3 года назад +1

    অন্ধ কার ঘর,,,
    কানে হেড ফোন🎧
    আর তার সাথে ঝোরো বৃষ্টি,,,,,,
    আর এই গানটা🎶🥀
    কি দারুণ !!!!

  • @freetutionstudycentref.t.s6835
    @freetutionstudycentref.t.s6835 4 года назад +5

    God bless you. Fantastic voice..... I love your voice soo much.... খুব ভালো থেকো।

  • @mmmeem532
    @mmmeem532 Год назад +3

    বলেছিলাম ছেড়ে যেও না আমি পাগল হয়ে যাব।
    ঈশ্বর হেসে বলেছিল, জন্ম থেকেই যে পাগল সে আর নতুন করে পাগল হয় না।
    দোয়ায় থাকবে প্রত্যেক সেকেণ্ড যতদিন বাঁচব।

  • @myactivity123
    @myactivity123 Год назад +4

    আমরা যখন সত্যিকারের মত কাউকে ভালোবাসি তখন নিজের সবগুলো অস্তিত্ব দিয়ে ভালোবাসি
    এই ভালোবাসাটা কখনো পূর্ণ হয় আবার হয় না
    যখন পূর্ণ হয়না তখন আমাদের আত্মাটা খুব ক্লান্ত হয়ে যায়
    ক্লান্ত হলেই মনে ভয়ংকর ঝড় শুরু হয়
    আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যাখ্যান শব্দটা জড়িত
    যে প্রত্যাখ্যান কে বরণ করতে তার জীবন সুন্দর

  • @sanchitadas6136
    @sanchitadas6136 2 года назад +1

    Gaanta aage sunechi but khub ekta mon chuye jaini....but tomar ei gaaner cover sonar por jst preme pore gechi....😍

  • @showmyself487
    @showmyself487 2 года назад +2

    গান এমন একটা সৃষ্টি যা
    কখনো হাসায়, কখনো কাঁদায়-
    কখনো আবেগি করে কখনো বিবেকি-
    কখনো দুঃখ ভুলিয়ে মন হালকা করে কখনো কস্টে বুক ভারি করে তোলে-
    কখনো বা মনকে দোলা দেয় 💌

  • @aspirant9533
    @aspirant9533 4 года назад +5

    খুবই সুন্দর গলা আপনার। অনেকদিন পরে গানটা শুনে খুব ভালো লাগলো।

  • @shajinshariar8174
    @shajinshariar8174 3 года назад +4

    দাদা আপনার গান গুলা সত্যি অনেক আবেগ ঘন,,,,,আপনার গান গুলো শুনলে মনে হয় নিজের মাঝে নাই আর আমি,,,,,দাদা ভালোবাসা নিবেন 🇧🇩🇧🇩🇧🇩

  • @arindambose5343
    @arindambose5343 3 года назад +4

    সত্যিই "সে সবই তোমারই❤️ "

  • @ujjwalbarik143
    @ujjwalbarik143 2 года назад +1

    Guitarist tumi sera..!!👌 Ar voice taoo uff

  • @babludey169
    @babludey169 3 года назад

    Ati amr ato ta valo j ami jata offline a o sunta pari sa jonno download kora rakkha disi..It's amazing ❤️❤️❤️i love it..😍

  • @barshapatra2750
    @barshapatra2750 4 года назад +19

    Your voice is so adorable you sing flawlessly 🤗🤗🤗 I never heard such a gentle and sweet voice before I loved it sooo much ❤️ ❤️❤️🌹

    • @rupaktiary
      @rupaktiary  4 года назад +1

      thank you so much ☺️

    • @tamagnibiswas2581
      @tamagnibiswas2581 Год назад

      Tomar jibon sarthok dada koti koti pronam tomay 🙏

  • @domurcapital7813
    @domurcapital7813 3 года назад +15

    জীবনের দেখা না দেখা গল্প গুলো অনেক টা অবহেলায় পড়ে যায়। যা শুধু বছর পর বছর আগলে রাখতে হয় আর তা একটা সময় পর হারিয়ে ফেলে।

  • @aakashmitra4014
    @aakashmitra4014 4 года назад +15

    Your music just touches soul immediately ! Keep up your great work

  • @krishanudutta7158
    @krishanudutta7158 Год назад +1

    সত্যি ভালোবাসা বিরহে। ভালো থেকো mano ❤️

  • @sayan0000
    @sayan0000 9 месяцев назад +1

    Rupak Da holds different emotion for this song💖 Proud to be a bengali😌🧖‍♂️

  • @reetisarker2182
    @reetisarker2182 Год назад +5

    তোমাকে না বলা কথাগুলো মনের এক কোনে জমা হয়ে আছে 💔 তোমার কি একটু সময় হবে সেই কথাগুলো শোনার জন্য? 🥺

  • @ayushmanbanerjee122
    @ayushmanbanerjee122 3 года назад +7

    Whenever I listen👂 this song🎵 I don't know why but I feel something special in my heart and soul.. Mr. Rupak tiwari you had put a unique style to sing the song.. It's much better than the original one as per my opinion.....

  • @santaislamshaela6373
    @santaislamshaela6373 2 года назад +1

    Oshadharon Mon chuye jay 🥰😊

  • @monggaming...
    @monggaming... 8 месяцев назад +1

    গানের সাথে লাইনে লাইনে কথাগুলা মিলিয়ে গেলো আমার গল্পটা.......😊😊😊।
    ধন্যবাদ গানটাযে বাণিয়েছে।

  • @farhanatonni9965
    @farhanatonni9965 2 года назад +19

    প্রিয় অতীত,
    কখনো আমার এই লেখা পড়বা কিনা জানিনা। তোমাকে কিছু প্রশ্ন করার বাকি ছিল।
    কেমন আছো তার সাথে? সে কি তোমাকে আমার মতোই ভালোবাসে? আমার মতোই যত্ন করে তোমাকে? আমাকে কি এখনো মনে পড়ে আর? ভালোবাসো একটুও? তার হাত ধরার সময় কি মনে পড়ে আমার হাত তুমি প্রথম কবে ধরেছিলে? প্রথম কবে কথা হয়েছিলো? একটুও কি মনে পড়ে আমার কথা? কি হতো যদি আমাকে কষ্ট না দিয়ে শুধু এক নারীতেই আসক্ত হতে? আমি তো তোমাকে এভাবে কষ্ট দি নি। আমি তো ভালোবেসেছিলাম। কি হতো যদি তুমিও ভালোবাসতে আমাকে! আমি তোমাকে ছেড়ে আসতে চাই নি। তুমি আমাকে বাধ্য করেছিলে।
    ইতি
    পরিচিত একজন।

  • @ruksanaafroj7719
    @ruksanaafroj7719 4 года назад +13

    Oh my god..how amazing is your voice..heart touch.❤

  • @zakirhossain8172
    @zakirhossain8172 3 года назад +9

    You'r voice is amazing.
    Love u bro❤️❤️
    From Bangladesh 🇧🇩

  • @ZakirHossain-os1dp
    @ZakirHossain-os1dp 3 месяца назад +1

    কিছু গান থাকে যেগুলো মানুষ বারবার শুনে না। রেখে দেয় কিছু বিশেষ মুহূর্তের জন্য। আমার কাছে এ গানটা এমন‌ই একটা। ২০১৭ সালে ব্যাচ ট্যুরে যে বান্ধবীর হাত ধরে এই গানটা শুনতে শুনতে আমি প্রেম ও তার অনুভূতি কেমন সেটা বুঝতে পেরেছিলাম, অপেক্ষায় আছি তাকে পাওয়ার 🌸

  • @jasminerahmanmomo723
    @jasminerahmanmomo723 Год назад +2

    প্রেমে পড়ার ঠিক আগের সময়টায় মাথাভর্তি এই গানটা ঘুরতো। প্রেমের বয়স ৮ বছর, মান-অভিমান আর ভালোবাসায় কাটানো। মাঝেমধ্যে এক পৃথিবী কিংবা এক আকাশ অকারণ অভিমান জমা হয়। এমনই একটা দিনে এই গানটা শুনে ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে গেল। 🥺

  • @bodiuzzamanbodi4719
    @bodiuzzamanbodi4719 Год назад +4

    ভালোবাসা অনুভুতিটা অনেক সুন্দর,, তবে কাউকে ভালোবেসে প্রকাশ না করার অনুভূতিটা অনেক কষ্ট দায়ক...!🥀