প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না। 🤕 তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম......😥 যখন কেউ এই গানটা শুনতে এসে কমেন্টটাতে লাইক দেবে তখন নোটিফিকেশন পেয়ে তোমার কথা ভেবে আবারো গানটা পুনরায় শুনবো, 💔🙂
ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত। যে ভালোবাসাটা জীবন থেকে হারিয়ে গিয়েছে ০৫-০২-২০২১ দিনে তবুও তার বাড়ির আশেপাশে দিয়ে গেলেও এবং সে আমার বাড়ির আশেপাশে দিয়ে গেলেও বুকের ভিতরটা অদ্ভুতভাবে কম্পন তৈরি হয়। জানি সে মানুষটা আমার না তবুও তার কথা ভেবে চোখের এক কোনে সমুদ্রের ঢেউ খেলে😢 ভালোবাসা থেকে একটা জিনিস বুঝতে পেরেছি মধ্যবিত্তদের জীবনে ভালোবাসা নামক ভাষাটা বোধয় না আসাটাই উত্তম😭 থাক না কিছু ভালোবাসা অপূর্ন 🙂 দোয়া করি সবসময় ভালো থাকো😊
গানের কথা গুলো শুনে মনে হচ্ছে, আমার হৃদয় থেকে বেরোচ্ছে...☺️ আসলেই সেই মানুষটা কখনোই জানতে পারেনি তাকে কতটা ভালোবেসেছি.... 🙂 তাকে ভুলে যাওয়া একেবারেই অসম্ভব,,,, কেউ যখন লাইক দেবে তখন গানটা আবারো শুনতে আসবো....☺️
গানটির প্রতিটি কথা এক একটা আবেগের প্রকাশ....গানটির মর্ম সমুদ্রের মতোই গভীর,আকাশের মতোই বিশাল,আর ভালোবাসার মতোই পবিত্র আর বিচ্ছেদের মত সুতীব্র যন্ত্রণাময়। সঠিক ভালোবাসায় পরা মানুষগুলো কতটা অসহায় হয়ে পরে নিজেদের জীবনের গল্পগুলো যখন গান হয়ে ব্যক্ত হয়। অসম সৃষ্টি হয়ে থাকবে সারাজীবন এটা। MAY GOD GIVE ENORMOUS STRENGTH TO BEAR AWAY WITH THEIR HEARTFELT EMOTION....
মাহতিম সাকিব এই গানটির জন্য আমাদের এপার বাংলায় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এ শ্রেষ্ঠ প্লে ব্যাক সিঙ্গার এর জন্য মনোনয়ন পেয়েছেন যা হতে চলেছে ২৯এ মার্চ আইটিসি রয়াল বেঙ্গল কলকাতায়।।অনুপম রায় রুপম ইসলাম অরিজিৎ সিং আরো দুজন রয়েছেন আমাদের এপার বাংলা থেকে।অনেক অনেক শুভকামনা রইলো ওনার জন্য।।❤❤ ওনার গলা ওনার গান সত্যিই অপূর্ব । মন পুরো শান্ত হয়ে যায়।।❤❤
তাকে পেয়ে গেলে কি আর এতো সুন্দর গানটা শুনতাম? ❤️🌸💔। আর মাহতিম সাকিব তো সবসময়ই প্রিয় কন্ঠশিল্পী আমার🇧🇩।আমাদের মাহতিম সাকিব 😊।আধুনিক এই যুগের একজন নম্র ভদ্র সুশীল শিল্পী 🌸❤️
বাংলা গানের মতো সহজ সরল আবেগকে এত শত সুন্দর শব্দের আচলে জড়িয়ে লেখা বা গাওয়া অন্য কোন ভাষায় সম্ভব বলে আমার মনে হয় না। অসম্ভব সুন্দর এই সৃষ্টিটির সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏 আমি গর্বিত বাঙালী হিসেবে জন্মেছি তাই ❤😊
অসাধারণ কিছু গান SVF যে অরিজিৎ সিং -কে না দিয়ে বাংলাদেশের মাহাতিম সাকিব -কে দিচ্ছে, এটার জন্য কেউ কি SVF একটা ধন্যবাদ দিয়েছে? SVF চাইলেই এই গানগুলো অরিজিৎকে দিতে পারতো, কিন্তু সেটা না করে সাকিবকে দিয়ে অন্য একটা ভাইভ নিয়ে এসেছে বা সাকিবও গানটার প্রতি ভালো জাস্টিস করেছে। SVF কেও ধন্যবাদ সাকিবকে সুযোগ করে দেয়ার জন্য।
কি আছে এই গানটার মধ্যে আমি জানি না... এই টুকু বলতে পারি আমার কাছে এই গানটা কোনোদিনও পুরানো হবে না, আজ অবদি পুরোনো বলে মনেও হয়নি... একটা অদ্ভুত শান্তি আছে এই গানে, অন্তত আমি তো তাই ফিল করতে পারি সবসময়... সত্যিই না! ভালোবাসার মানুষকে না জানতে দিয়েও যে ঠিক কতটা ভালোবাসা যায় তারই প্রমাণ হলো এই গানটা❤ ... অসম্ভব সুন্দর...
"তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি" গানের কথাগুলো মিলে গেলো আমার জীবনের সাথে 🩹
আমি একটি মেয়ে কে খুব ভালো বাসতাম আর এখনো ভালবাসি । মেয়েটির নাম না হয় সে আমার হলে বলব। কিন্তু সে আমাকে ভালোবাসতো কিনা জানিনা সে আমার সাথে ৪-৫ মাস কথা বলেছিলো । এখনো কথা হয় কিন্তু এগের তুলনায় অনেক কম। আমি আমার এই গানের স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে গানটি আবার শুনতে আসবো।❤❤
ভাই, এই বয়সে প্রেমরোগ হতে পারে। এতে বেশি মন না দিয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত কর, সুন্দরী মেয়ের অভাব হবে না। তাদের একজনকে বেছে নিয়ে ঘরকন্না করবে অনেক দোয়া/ শুভেচ্ছা রইল ❤ 🇧🇩🇮🇳
-প্রিয় সুকন্যা -আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর হয়ত কখনোই ফিরা হবে না তোমার হয়ে। তুমি জানতেই পারো নি তোমায় কত ভালোবেসেছি, বুঝনি, বুঝার চেষ্টাও করোনি, জানি কখনো তুমি আমার হবে না। আসলে জানো ভালোবাসাটা কি এক মারাত্মক রকমের আঠা,সহজে ছাড়তে চাই না। কতো ঝড় ঝঞ্ঝার পরেও তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি বেড়েই চলেছে। তুমি অন্যের ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমার সমস্ত আবগুলি কান্ডের জন্য, আমি সব টুকু দোষ আমায় দিয়েছি, হয়ত কিছুটা তোমারও। চলে যাচ্ছি এই শহর ছেড়ে এইবার তুমি কুয়াশায় লিখো তোমার ছদ্মনাম।কথা দিলাম আর কোনদিন ও তোমাকে বিরক্ত করবো না, ভালোবাসার দাবী জানাবো না। পিছু ফেরা আর ফিরে পাওয়া হয়তো এই শহরের ইতিহাসে নেই। তবুও শেষবারের মতো বলছি,আমি তোমাকে অনেক অনেকক.................... ভালবাসি। -যদি এই শহরে ফিরে আসি কখনো হয়তো এই শহর হবে আমার প্রাক্তন ভালোবাসার শহর। আচ্ছা ভালোবাসা কি প্রাক্তন হয়।হয়তো হয় না। এই শহর আমার ভালোবাসার শহর। আচ্ছা কলকাতার "ডিসেম্বরের শহরে" গানটা শুনেছো? watching shiddat movie ? কিংবা বাংলাদেশ এর "আমাদের সমাজবিজ্ঞান" নাটকটা দেখেছো?না দেখে থাকলে দেখে নিও। তোমার জন্য দেখা প্রয়োজন।
@@Abhi_say000 -আসলেই নাই।। যারা ফিরেছেন তারাও ভালো নেই।। মানুষের মন কখনো কোথায় থাকে বলা মুসকিল। আর যারটা আটকে থেকেছে সে জানে সেটার প্রতিফলতা কেমন লবনাক্ত, নিজের তুতু নিজে গেলে ফেলাও সহজ না।।
@@aeyshashiddiqua9280 -সে পড়েছে, আমি এটি লিখেছিলাম প্রায় ৭ মাস আগে, তখন ছিল তার Engagement এর দিন। লোকাল বাসে যাচ্ছিলাম আপু সাথে সেদিন তার শহর থেকে বাড়ি আসছিলাম জানতাম না তার Engagement ছিলো, বাসের মধ্যে যখন Scroll করতেছিলাম ফেসবুকের নিউজফিড হঠাৎ সামনে ছবি ভেসে উঠল, কতটা weird ছিল সময়টা যে আমি বাসের মধ্যে বাচ্ছাদের মত কান্না করছি আপুকে জড়িয়ে। অনেকে খেয়াল করেছিলো কতটা অসহায় ছিলাম। তার কিছু যায় আসে না এসবে।।
Ja hoy valor jonno hoy ,hoyto ekn kosto hobe .somoy sob kicu tik kore dibe..tar chole jawate jani ekn onek kosto paccen .Allahr kace dua kori Apnar bobissot jibon sati jeno apnake tar cheyeo besi valobase ❤..
বাবা মারা গেছে এমন এক মেয়ে যে খুব শান্ত,তার জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছিল,যেটাতে ভবিষ্যতে তার ক্ষতি হবে,হয়তো তার বাবা বেঁচে থাকলে তাকে এমন সিদ্ধান্ত নিলে কোনোদিন মেনে নিতো না, সেই মেয়েটাকে রাতের পর রাত জেগে গল্পের ছলে খারাপ দিক ভালো দিক বুঝিয়ে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পেরেছি, কিন্তু এই গল্প বলার অভ্যাস টা এখনো আছে আমি তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সে জানে না,যে আমি তাকে ভালোবাসি।
সে কোনো দিন জানলোই না... যে আমি তাকে ভালোবাসি... হয়তো চিরকালই বাসবো... সে না জানলেও সে আমার কাছে শুধু আমারই ছিল.. আর আমারই থাকবে ❤️🩹 তাই মনে হয়... 0:35 "তুমি জানতেই পারো না তোমায় কতো ভালোবেসেছি" চোখে জল এনে দেয়.... সবসময়.... 😢
খুব পচ্ছন্দের মানুষ কখনো নিজের হয় না। হয়তো হারিয়ে যাই, না হলে অন্য কারো হয়ে যাই। অনেক ভালোবাসি আপনাকে, বলার মত সুযোগ টাই পেলাম না, আর আপনি বুঝেও আমাকে বুঝতে চাননি। কি এমন ক্ষতি হতো যদি আমার হতেন। ১৪ বছর রানিং এখনো সেই জায়গা টা শুন্য। আর আপনি অন্যকাউকে নিয়ে পরিপূর্ণ 😊
তুমি বৃষ্টি চেয়েছো বলে, কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।। তুমি শান্ত, তবুও কি চেঁচিয়ে মন ভাঙতো? ভোর হবে ঠিকই রাত জানতো যতটুকু জড়িয়ে থাকা যায়। ওওওও.... তুমি হাসলে,নাকি ফের পেছন থেকে ডাকলে। বরাবর দোটানাতে থাকলে কীভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো আমি সবটুকু দোষ, তোমায় দিয়েছি তবু জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।। ❤❤❤ ৬-৯-২৩ ❤ মধ্যরাত। ভবিষ্যতের গায়কদের জন্য লিখে রাখলাম।
যেদিন তোমার ক্যালারটিউন এ এই গান টা শুনেছিলাম সেইদিন থেকে ই তোমার সাথে সাথেই এই গান টার প্রেমে পড়েগেছি। তুমি আমার না হলেও তোমার স্মৃতি হিসাবে এই গানটা আমার কাছে রেখে দিলাম।❤
তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি🙂 তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি🥺❤️ লাইনগুলো খুব মিলে গেল আমার জীবনের সাথে❣️
তুমি বৃষ্টি চেয়েছ বলে... কত মেঘের ভেঙেছি মন... তুমি যাওনি কিছু বলেই... আমি পাল্টে ফেলিনি মন... আমি নিজের বলতে তোমায় চেয়েছি।।। তুমি জানতে পারো না তোমায়, কত ভালবেসেছি......... ❤
এত অসাধারণ গলা যে সারাদিন শুনলেও মন ভরবে না....কিন্তু যখন youtube এ আসি..মাঝে মাঝে শুনি....এমন গানগুলি সারা জীবন শুনতে পারা যায়, thank you এত সুন্দর সুন্দর বাংলা গান শোনানোর জন্য❤
"তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো" লাইনটির মানে কেবল বাস্তব অনুভূতি থেকে বোঝা সম্ভব..... খুব পছন্দের মানুষটা যদি রাগ-অভিমানের মধ্যেও মনে রাখে তাও প্রাপ্তি। একতরফা ভালোবাসা সুন্দর, ভারি সুন্দর। বছর খানেক পর হলেও কোনোদিন গানটা শোনাকালীন কমেন্টটি তার চোখে পড়লে একবার আমার কথা মনে পড়ুক, এটাই হয়তো একতরফা ভালোবাসা । "শুধু নিজের বলতে তোমায় চেয়েছি " তবে সব চাওয়া পাওয়া হয়ে ওঠে না, হয়তো সারাজীবনের আক্ষেপ থেকে যায়। অনুভূতির মধ্যেই ভালো থেকো❤।
বাঙালী music-কে প্রতিনিধিত্ব করতে পারে- এটা এমন সৃজনশীল গান। গানের কথা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। গানের সুরকার বেশ ভালো সুর করেছেন এবং কণ্ঠশিল্পীও সঠিক আবেগ (feel) দিয়ে গানটি গেয়েছেন। যারা music পছন্দ করে, এ গান তাদের ভালো লাগবেই। কারো অনুকরণ না করে এমন ইউনিক গান বারবার আসুক - এ প্রত্যাশা করছি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়🙂💔। স্মৃতি রেখে গেলাম । যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা ❤️
একটা গান ফুল ভর্তি সাজির মতো - পাঁচ ফুল সাজিকে আলোময় করে তোলে। এই গানটিও কথা, সুর, কন্ঠ এবং যন্ত্রানুসঙ্গ - সব দিক দিয়ে ভরিয়ে তুলেছে গানটিকে। খুব ভালো লেগেছে।
এই নিয়ে পাঁচবার এইই গানটা শুনছি... lyrics গুলো আলাদাই ভাব দিচ্ছে! সেটা সহ্য করার মতো নয়..! কেউ যদি আমার এই কমেন্টে লাইক করে অমি আবার শুনতে আসব এইই গানটা.. আবার তোমার স্মৃতি মনে করে চোখের কোণায় জল থাকবে শুধু তোমার জন্য..হয়তো শেষ বারের মতো কাউকে ভালো বাসলাম... আমার সূর্যমুখি🌻❤️
তুমি বৃষ্টি চেওচো বলে, কতো মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছু বলে আজও পাল্টে ফেলেনি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি ❤❤❤❤ গানের কথা গুলো অসাধারণ, ❤❤একবার শুনলে বার বার শুনতে মন চাই।❤❤
আমি সাজিপ নামে একটি ছেলে কে খুব ভালো বাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসতো কিনা জানিনা সে আমার সাথে 2 মাস কথা বলেছিলো তারপর থেকে আমি ফোন করলে ও ওর বন্ধুদের দিয়ে কথা বলাতো।আমি আমার এই গানের স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে গানটি আবার শুনতে আসবো 😢😢😢😢😢😢😢😢😢😢
আজ তুমি আমার সাথে নেই। হয়তো আমরা আর কখনোই এক হবো না🥹🥹 কিন্তু তোমার সৃতিগুলা নিয়ে আমি সারাজীবন বাঁচবো,, তোমার জায়গা অন্য কাউকে কখনোই দিবো না সবসময় ভালো থাকো আমার না হওয়া প্রিয়তম
গানটার প্রত্যেকটা লাইনে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। সঙ্গে জানতাম একদিন এই গল্পো শেষ হবে পূরণ হবে না। তাও যতক্ষণ থাকছে ভালো লাগে। সেই সম্পর্ক গুলো বেশি মনের কাছে হয় যেগুলো পূরণ হওয়ার নয় ❤ । "তুই হয়তো ভাবিস যে তোর প্রতি আমার আর আগের মতো টান ভালোবাসা কিচ্ছু নেই অবশ্য তুই চেয়েছিস যাতে আমি এরকমটা হয়ে যাই, হয়তো বুঝিস বা হয়তো বুঝিস না, কিন্তু তোর প্রতি আমার এই টানটান সহজে যাওয়ার না, তুই যেমনই থাকিস ভালো থাকিস এটুকুই চাইবে।" তোর সামনে হয়তো কোনদিন বলতে পারব না,তাই এখানে বলে দিলাম। ❤
হৃদয় ছুঁয়ে গেলো❤, ফিল্ম লাইফের পরিস্থিতি কখনো সামনে চলে এলে নিজেকে হিরো বা হিরোইন ভাবার পরিবর্তে সেখান দিয়ে বেরিয়ে আসাটা অনেক বেশি জরুরি মনে হয়, কখনো একজনকে পাওয়ার পর নিজেকে ভাগ্যবান মনে করার সময় টুকু পাওয়ার আগেই যেনো কেউ বুক ফেটে চিৎকার করে কেঁদে ওঠে অন্য কাউকে হারানোর কথা জানতে পেরে, দোটানা শুধুই ফিল্ম এ শুনেছি কিন্তু ফেস করার জন্য প্রস্তুত ছিলাম না। কেনো এলো সে আমার জীবনে বা কেনো আগে এলো না এই তর্কের মধ্যেই জীবন যেনো নিজেকেই নিজেকে প্রতিনিয়ত কষ্ট আর ভয় দিয়ে চলেছে। তবে আঘাত করতে চাইনা কাউকেই আর নিজেকেও, তাই অপেক্ষা শুধুই সময়ের 🫂আমার দোটানার সাক্ষী রইলো এই 13/08/23🍁
"তুমি বৃষ্টি চেয়েছো বলে কতো মেঘের ভেঙ্গেছি মন , আমি নিজের বলতে তোমায় চেয়েছি " "তুমি জানতেই পারনা তোমায় কতো ভালোবেসেছি ........"❤️🌨️🤞🌹 কিছু কিছু শব্দ ,কিছু লাইন বলার ভাষা থাকে না এতটা গভীর অব্দি পৌঁছে যায় । কি ভীষণ শিহরণ অনুভূত হয় ......বছরের পর বছর অতিক্রান্ত হলেও ভালোবাসার মানুষ টার প্রতি মুগ্ধতার রেশ বিন্দুমাত্র কমেনি , কমবেও না । আসলেই ভালোবাসা দূর থেকে সুন্দর 🥹😊 ভালো থাকুক ভালোবাসা 🤞❤️😇
I listened this song more than 300 times in 2 weeks. This song has been a fren while cycling. I rode to Bangladesh in 2005 from Nepal. I learnt almost 80 percent of Bangla. Currently i dnt remember much but i still know some and love. Beautiful song and voice. Greetings from Nepal.
i listened this song more than 30 times কি যে আবেগ আপনার ওই সুরে " হয়তো দুষ্টু কোকিল ডাকে রে,,,গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিনিয়নস ভিউ পায়,এই গান গুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে না,,কিন্ত অনেকের রিদয়ে থাকে। এই গানটি আমার রিদয়ে ঠাই করে নিয়েছে,
জীবনে প্রথম বারের মতো কাউকে জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম 🥰 আর সেটাই হয়তো শেষ।। কিন্তু যাকে এতোটা ভালোবাসলাম সে কোনোদিন জানতেও পারলো না😊 কোনোদিন তাকে সাহস করে বলতে পারিনি,,,, আর কখনো বলাও হবে না,,, কারন সে এখন অন্য জনের😅 কিন্তু তার প্রতি ভালোবাসা একটুও কমে যাবে না কোনোদিন☺️
তাকে পেয়ে গেলে কি আর এতো সুন্দর গানটা শুনতাম,,,,💔💔😢😢 খুব খুব খুব পছন্দের মানুষ কখনো নিজের হয় না,,,মনে হচ্ছে গানের কথা গুলো আমার হৃদয় থেকে বেরোচ্ছে ,,, স্মৃতি রেখে গেলাম।❤️❤️❤️
Loved the song...Mahtim Shakib has done a great job....and last but not the least, hats off to the lyricist for writing such beautiful lyrics....Its on loop since its release...
তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙ্গেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি, ওও .. তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, হুম .. তুমি জানতেই পারোনা তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত, তবুও কি চেঁচিয়ে মন ভাঙতো ? ভোর হবে ঠিকই রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। ও ও.. তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে, কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরেই থেকো আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি, হুম .. তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি।
Show some Love on #Cheeni2 BookMyShow Page: in.bookmyshow.com/movies/cheeni-2/ET00360469
😊
1:38 Naam bolte chaina but tomar ktha khub mne porchhe❤❤❤❤.... Janina tomr chokhe ei comment ta porbe kina....Tobuo bhalobese .....❤❤❤
-please make lots this type of music for those folk who are really broken. please.
@sohamshyamal
😢😢😢0😢😢😢😢😢😢😢😢😢😢6😢
অপেক্ষায় থাকবো তোমার জন্য❤ তোমার বিবাহিত জীবন টা যেন আমার সাথে শুরু হয় এইটা ই চাই❤
এই ছেড়ে যাওয়ার যুগেও যারা সত্যি ভালোবেসে একে ওপরের সাথে থাকতে চায় ভগবান যেন তাদের আমরন বিচ্ছেদ না ঘটায়🙂🌸
🤍❤
@@lipiroy8822 🥰😘
Yup...
❤
Kintu tarai ek sathe thakte pare na.......
প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না। 🤕 তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম......😥 যখন কেউ এই গানটা শুনতে এসে কমেন্টটাতে লাইক দেবে তখন নোটিফিকেশন পেয়ে তোমার কথা ভেবে আবারো গানটা পুনরায় শুনবো, 💔🙂
🥰
❤❤
ভীষণ সুন্দর গান টি ❤❤
Forget her ...
Tumi amar shatea thaklea hoyto kono din amar AI gaan ta ar sona hoto na 😅😢
ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত। যে ভালোবাসাটা জীবন থেকে হারিয়ে গিয়েছে ০৫-০২-২০২১ দিনে তবুও তার বাড়ির আশেপাশে দিয়ে গেলেও এবং সে আমার বাড়ির আশেপাশে দিয়ে গেলেও বুকের ভিতরটা অদ্ভুতভাবে কম্পন তৈরি হয়। জানি সে মানুষটা আমার না তবুও তার কথা ভেবে চোখের এক কোনে সমুদ্রের ঢেউ খেলে😢 ভালোবাসা থেকে একটা জিনিস বুঝতে পেরেছি মধ্যবিত্তদের জীবনে ভালোবাসা নামক ভাষাটা বোধয় না আসাটাই উত্তম😭
থাক না কিছু ভালোবাসা অপূর্ন 🙂
দোয়া করি সবসময় ভালো থাকো😊
😢😢
😭😭
😢😢😢
গানের কথা গুলো শুনে মনে হচ্ছে, আমার হৃদয় থেকে বেরোচ্ছে...☺️ আসলেই সেই মানুষটা কখনোই জানতে পারেনি তাকে কতটা ভালোবেসেছি.... 🙂 তাকে ভুলে যাওয়া একেবারেই অসম্ভব,,,, কেউ যখন লাইক দেবে তখন গানটা আবারো শুনতে আসবো....☺️
আমারও একই অবস্থা 😢😢😢😢
আমি শোনার জন্যই লাইক দিলাম
তাই😢😢
লাইক দিলাম, কমেন্টও করলাম, গানটা আবার শুনুন।
সে জানতেই পারেনি তাকে কতো ভালোবেসেছি!!!
কি সুন্দর গানের কথা!! কি যে আবেগ সুরে!!! " তুমি অন্য ঘরে থেক, আমার নামে রাগ জমিয়ে রেখ, আমি সব টুকু দোষ তোমায় দিয়েছি... " বার বার শুনছি... ❤
😢
😔😔😔
❤
👍
আমিও
এই গানের মর্ম সবাই বুঝবে না,,,, শুধু তারাই, বুঝবে
যারা প্রিয় মানুষ টিকে হারিয়েছে,,
বা হারানোর পথে,,
❤❤❤
দীর্ঘশ্বাস
হারানোর পথে😢
তাহলে এই গানটা কি আমার জন্যে নয় কারণ আমার জীবনে এখনও প্রেম আসেনি আর কখনও আসবে কিনা সেই নিও সন্দেহ আছে 😂
Harai felechi😅
আজ আমরা বাঙালী বলে এতো ভালো ভালো গান উপলব্ধি করতে পারছি।। ❤❤
গানটির প্রতিটি কথা এক একটা আবেগের প্রকাশ....গানটির মর্ম সমুদ্রের মতোই গভীর,আকাশের মতোই বিশাল,আর ভালোবাসার মতোই পবিত্র আর বিচ্ছেদের মত সুতীব্র যন্ত্রণাময়। সঠিক ভালোবাসায় পরা মানুষগুলো কতটা অসহায় হয়ে পরে নিজেদের জীবনের গল্পগুলো যখন গান হয়ে ব্যক্ত হয়। অসম সৃষ্টি হয়ে থাকবে সারাজীবন এটা। MAY GOD GIVE ENORMOUS STRENGTH TO BEAR AWAY WITH THEIR HEARTFELT EMOTION....
💔💔
মাহতিম সাকিব এই গানটির জন্য আমাদের এপার বাংলায় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এ শ্রেষ্ঠ প্লে ব্যাক সিঙ্গার এর জন্য মনোনয়ন পেয়েছেন যা হতে চলেছে ২৯এ মার্চ আইটিসি রয়াল বেঙ্গল কলকাতায়।।অনুপম রায় রুপম ইসলাম অরিজিৎ সিং আরো দুজন রয়েছেন আমাদের এপার বাংলা থেকে।অনেক অনেক শুভকামনা রইলো ওনার জন্য।।❤❤ ওনার গলা ওনার গান সত্যিই অপূর্ব । মন পুরো শান্ত হয়ে যায়।।❤❤
অ্যাওয়ার্ড কে পেয়েছে?
@@mohammadridwanhossen7890 অরিজিৎ সিং পেয়েছেন।।
❤️
কি মায়া গানে
Amader gorbo..amader gourob
মানুষ প্রেম পড়লে গান শোনে.... আর একটা পর্যায় গানের অর্থ বোঝে....🙂
😊❤ hmmm akdom thik kotha breakup ar por gan ar ortho bujhte para jay
❤ ১১ বছর ধরে একজনকেই ভালোবেসেছি, আজও সে বোঝাে নি, তাই সে অন্য কারো।
Asole. Preme na porle ganer sur boja jai na❤
@riya_361 সেই অর্থ বোঝার একটা আর একমাত্র পর্যায় হল প্রেমে ব্যর্থতার পর 😊
Kosto pala o sona😂😂😂😂
তাকে পেয়ে গেলে কি আর এতো সুন্দর গানটা শুনতাম? ❤️🌸💔।
আর মাহতিম সাকিব তো সবসময়ই প্রিয় কন্ঠশিল্পী আমার🇧🇩।আমাদের মাহতিম সাকিব 😊।আধুনিক এই যুগের একজন নম্র ভদ্র সুশীল শিল্পী 🌸❤️
কথা সত্য😊❤
আজ আমি ও একটা লাস হয়ে গেলাম। যতবার এই লেখা টায় কেউ লাইক করবে প্রিয় আমি তোমায় মনে করে ততবারই এই গান টা শুনবো
ভুল বললেন বলুন জীবন্ত লাস
It's too much
❤❤
Asolei onek kosto hoy 😅😅
আগে লাশ হয়ে ওঠ😂😂😂😂
বাংলা গানের মতো সহজ সরল আবেগকে এত শত সুন্দর শব্দের আচলে জড়িয়ে লেখা বা গাওয়া অন্য কোন ভাষায় সম্ভব বলে আমার মনে হয় না। অসম্ভব সুন্দর এই সৃষ্টিটির সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏 আমি গর্বিত বাঙালী হিসেবে জন্মেছি তাই ❤😊
অসাধারণ কিছু গান SVF যে অরিজিৎ সিং -কে না দিয়ে বাংলাদেশের মাহাতিম সাকিব -কে দিচ্ছে, এটার জন্য কেউ কি SVF একটা ধন্যবাদ দিয়েছে? SVF চাইলেই এই গানগুলো অরিজিৎকে দিতে পারতো, কিন্তু সেটা না করে সাকিবকে দিয়ে অন্য একটা ভাইভ নিয়ে এসেছে বা সাকিবও গানটার প্রতি ভালো জাস্টিস করেছে। SVF কেও ধন্যবাদ সাকিবকে সুযোগ করে দেয়ার জন্য।
You are right
কেউ যখন ধন্যবাদ দেয় নি, বসে বসে আপনি ই ধন্যবাদ দেন
অভিজিৎ কে ১ টা গানের জন্য কতো টাকা দেওয়া লাগে জানেন? এইবার হিসাব করেন, মাহতিম কতো নিসে। তবুও, এইটা উইন উইন সিচুয়েসন ফর মাহতিম অ্যান্ড SVF।
Amar to osadharon laglo akjon sudhu gaibe Kano sobar sujog paoya uchit
Sobai k sujog daoa drkr ....sobai sobar moto kre nijer moto kre sundor....❤
"মানুষ হুট করেই হারাই যায়।
মহাবিশ্ব সমান ভালোবাসার পরেও নিয়তি অন্য ঘাটে নোঙর ফালায়।
নিয়তি বড়ই অদ্ভুত।"😔
Vison odvut...ekhn o take valobashi...dur theke dekhi...sudhu ...etota valobashar poreo kivabe manush chere cole k jane!!
Takhon bastobota r familyr dohai dey
Khub bhalo laglo kothata ......bhalo theko.
বসন্ত আসে যায়, সুদিন আর আসে না
❤❤❤
কি আছে এই গানটার মধ্যে আমি জানি না...
এই টুকু বলতে পারি আমার কাছে এই গানটা কোনোদিনও পুরানো হবে না, আজ অবদি পুরোনো বলে মনেও হয়নি...
একটা অদ্ভুত শান্তি আছে এই গানে, অন্তত আমি তো তাই ফিল করতে পারি সবসময়...
সত্যিই না! ভালোবাসার মানুষকে না জানতে দিয়েও যে ঠিক কতটা ভালোবাসা যায় তারই প্রমাণ হলো এই গানটা❤ ...
অসম্ভব সুন্দর...
চাচা সালাম নিবেন
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি😊❤️
Dilam like
Ar ekbar sune nin
Aj k abar sune new ai gaan tii , ar or smriti te duchokh bhoriye deww❤
স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনবে।মানুষ যখন এই গানটি শুনবেন নোটিফিকেশন হয় আমিও আবার শুনবো
জীবন মানেই কষ্ট।স্মৃতি হত্যা হয়তো করতে পারবনা কিন্তু জীবিত করে রাখবো এই জীবনে❤২০১৫সাল খুব প্রিয় একটা বছর ছিল❤️🥰
"তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি,
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি" গানের কথাগুলো মিলে গেলো আমার জীবনের সাথে 🩹
🧡🤍💚
Kichu manush kokhonoi jantei pare na amra tader koto ta valobashi😔
আমার সাথেও
Hmmm
গানটা খুব যত্ন করে লিখা এবং গাওয়া হয়েছে 😊 মনটা ভরে গেল✨ খুব সুন্দর ✨✨
আমাদের মাহতিম সাকিব 🫶🏻
Love from Bangladesh ♥️🇧🇩
এটা বাংলাদেশের এক শিল্পীর গলার শুর❤
মুগ্ধকর😇
❤❤
আমাদের বাংলাদেশের মাহতিম সাকিবের গান।সুরে আসলেই মুগ্ধতা আছে😩
🇧🇩🇧🇩
আমি একটি মেয়ে কে খুব ভালো বাসতাম আর এখনো ভালবাসি । মেয়েটির নাম না হয় সে আমার হলে বলব। কিন্তু সে আমাকে ভালোবাসতো কিনা জানিনা সে আমার সাথে ৪-৫ মাস কথা বলেছিলো । এখনো কথা হয় কিন্তু এগের তুলনায় অনেক কম। আমি আমার এই গানের স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে গানটি আবার শুনতে আসবো।❤❤
Bondhu amro 6 month r relationship chilo kintu akn r kotha hy amio thik oke onk valobasi kintu amr hlo nh r
আমি চাইবো তোমরা তোমাদের পছন্দের মানুষটিকে যেন নিজের করে পাও😊
ভাই, এই বয়সে প্রেমরোগ হতে পারে। এতে বেশি মন না দিয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত কর, সুন্দরী মেয়ের অভাব হবে না। তাদের একজনকে বেছে নিয়ে ঘরকন্না করবে অনেক দোয়া/ শুভেচ্ছা রইল ❤ 🇧🇩🇮🇳
আবেগ নয় বাসতবাতার মুখোমুখি হও,,
❤
-প্রিয় সুকন্যা
-আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর হয়ত কখনোই ফিরা হবে না তোমার হয়ে। তুমি জানতেই পারো নি তোমায় কত ভালোবেসেছি, বুঝনি, বুঝার চেষ্টাও করোনি, জানি কখনো তুমি আমার হবে না। আসলে জানো ভালোবাসাটা কি এক মারাত্মক রকমের আঠা,সহজে ছাড়তে চাই না। কতো ঝড় ঝঞ্ঝার পরেও তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি বেড়েই চলেছে। তুমি অন্যের ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমার সমস্ত আবগুলি কান্ডের জন্য, আমি সব টুকু দোষ আমায় দিয়েছি, হয়ত কিছুটা তোমারও। চলে যাচ্ছি এই শহর ছেড়ে এইবার তুমি কুয়াশায় লিখো তোমার ছদ্মনাম।কথা দিলাম আর কোনদিন ও তোমাকে বিরক্ত করবো না, ভালোবাসার দাবী জানাবো না। পিছু ফেরা আর ফিরে পাওয়া হয়তো এই শহরের ইতিহাসে নেই। তবুও শেষবারের মতো বলছি,আমি তোমাকে অনেক অনেকক.................... ভালবাসি।
-যদি এই শহরে ফিরে আসি কখনো হয়তো এই শহর হবে আমার প্রাক্তন ভালোবাসার শহর। আচ্ছা ভালোবাসা কি প্রাক্তন হয়।হয়তো হয় না। এই শহর আমার ভালোবাসার শহর। আচ্ছা কলকাতার "ডিসেম্বরের শহরে" গানটা শুনেছো? watching shiddat movie ? কিংবা বাংলাদেশ এর "আমাদের সমাজবিজ্ঞান" নাটকটা দেখেছো?না দেখে থাকলে দেখে নিও। তোমার জন্য দেখা প্রয়োজন।
"ফিরে পাওয়া এ শহরের ইতিহাসে নেই... "
@@Abhi_say000 -আসলেই নাই।। যারা ফিরেছেন তারাও ভালো নেই।। মানুষের মন কখনো কোথায় থাকে বলা মুসকিল। আর যারটা আটকে থেকেছে সে জানে সেটার প্রতিফলতা কেমন লবনাক্ত, নিজের তুতু নিজে গেলে ফেলাও সহজ না।।
যার উদ্দেশ্য এই লেখনী। সেই প্রাক্তন যেন এই লেখনী পড়ে। তাহলেই জীবন সার্থক হবে❤
@@aeyshashiddiqua9280 -সে পড়েছে, আমি এটি লিখেছিলাম প্রায় ৭ মাস আগে, তখন ছিল তার Engagement এর দিন। লোকাল বাসে যাচ্ছিলাম আপু সাথে সেদিন তার শহর থেকে বাড়ি আসছিলাম জানতাম না তার Engagement ছিলো, বাসের মধ্যে যখন Scroll করতেছিলাম ফেসবুকের নিউজফিড হঠাৎ সামনে ছবি ভেসে উঠল, কতটা weird ছিল সময়টা যে আমি বাসের মধ্যে বাচ্ছাদের মত কান্না করছি আপুকে জড়িয়ে। অনেকে খেয়াল করেছিলো কতটা অসহায় ছিলাম। তার কিছু যায় আসে না এসবে।।
Ja hoy valor jonno hoy ,hoyto ekn kosto hobe .somoy sob kicu tik kore dibe..tar chole jawate jani ekn onek kosto paccen .Allahr kace dua kori Apnar bobissot jibon sati jeno apnake tar cheyeo besi valobase ❤..
The voice of Mahtim Shakib is really so soothing ❤❤ proud of you
বাবা মারা গেছে এমন এক মেয়ে যে খুব শান্ত,তার জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছিল,যেটাতে ভবিষ্যতে তার ক্ষতি হবে,হয়তো তার বাবা বেঁচে থাকলে তাকে এমন সিদ্ধান্ত নিলে কোনোদিন মেনে নিতো না, সেই মেয়েটাকে রাতের পর রাত জেগে গল্পের ছলে খারাপ দিক ভালো দিক বুঝিয়ে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পেরেছি, কিন্তু এই গল্প বলার অভ্যাস টা এখনো আছে আমি তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সে জানে না,যে আমি তাকে ভালোবাসি।
❤
ছেড়ে গেছো যদিও ,
তবুও তুমি ভালো থেকো।
যার কাছেতে আছো,
তাকে ভালো রেখো।
যদিও তুমি নও আমার আজ
তবুও তুমি ভালো থাকো। ❣️
কত বার যে শুনলাম ❤❤। আমার মত কে কে শুনছেন??
Onek bar
Tomar moton adha kelane ar keu nei
Onk sundr lakce
Ami
@@sayandey8537 bujiye bolen.
"আমি নিজের বলতে তোমায় চেয়েছি"..😌❤ আহা! থেকে যাক লেখাটা, না হয় ৮-৯বছর পর হলেও দেখে যাবো কমেন্ট-টা.. আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন '০৮/০৮/২০২৩' 😌❤️
You are so cute and sweet 😻😻
সে কোনো দিন জানলোই না... যে আমি তাকে ভালোবাসি... হয়তো চিরকালই বাসবো... সে না জানলেও সে আমার কাছে শুধু আমারই ছিল.. আর আমারই থাকবে ❤️🩹
তাই মনে হয়... 0:35 "তুমি জানতেই পারো না তোমায় কতো ভালোবেসেছি" চোখে জল এনে দেয়.... সবসময়.... 😢
♡♡♡
খুব পচ্ছন্দের মানুষ কখনো নিজের হয় না।
হয়তো হারিয়ে যাই, না হলে অন্য কারো হয়ে যাই।
অনেক ভালোবাসি আপনাকে, বলার মত সুযোগ টাই পেলাম না, আর আপনি বুঝেও আমাকে বুঝতে চাননি। কি এমন ক্ষতি হতো যদি আমার হতেন। ১৪ বছর রানিং এখনো সেই জায়গা টা শুন্য। আর আপনি অন্যকাউকে নিয়ে পরিপূর্ণ 😊
😔💔it,s TRUE
3:10
Sooti manush boro baiman....
💔💔😢😢
Kichu bolar nai ☹️
"তুমি অন্য ঘরেই থেকো,
আমার নামে রাগ জমিয়ে রেখো।"
This line ❤️
হুম 😢😢😢😢😢😢😢
🥲🥲🥲
কেও কারো না
🤗
তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো।
আহ,,আমাদের মাহতিম সাকিব,,মিষ্টি কন্ঠ, ক্লাসিক গানের নতুন সুর।
তুমি বৃষ্টি চেয়েছো বলে,
কত মেঘের ভেঙেছি মন
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি।।
তুমি শান্ত, তবুও কি চেঁচিয়ে
মন ভাঙতো?
ভোর হবে ঠিকই রাত জানতো
যতটুকু জড়িয়ে থাকা যায়।
ওওওও....
তুমি হাসলে,নাকি ফের পেছন থেকে ডাকলে।
বরাবর দোটানাতে থাকলে
কীভাবে আজীবন বাঁচা যায়।
তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ, তোমায় দিয়েছি
তবু জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি।।
❤❤❤ ৬-৯-২৩ ❤ মধ্যরাত।
ভবিষ্যতের গায়কদের জন্য লিখে রাখলাম।
হৃদয়ে গেঁথে থাকবে চিরকাল তার কথা ❤ হঠাৎ কেউ হুট করে এই কমেন্টের লাইক দিবে তখন আবার তার কথা মনে পড়বে ❤ ২/৮/২৩ এ শুনলাম ❤
অতীতকে ভুলে যাওয়া টাই বেস্ট বলে আমি মনে করি,
হ্যা
ভুলতেও চাই না 🙋♀️
অতীত নিয়ে বেঁচে থেকো না বাস্তবতা অনেক সুন্দর। 🙂
Hut kore noy bat koment porei lik dilam
Nice song❤Mahtim shakib❤
"আমি নিজের বলতে তোমায়ই চেয়েছি... "
কী অসাধারণ একটা মন ভালো করা গান😘
ঠিক ❤️
Kl😅holl
Koby sunder
যেদিন তোমার ক্যালারটিউন এ এই গান টা শুনেছিলাম সেইদিন থেকে ই তোমার সাথে সাথেই এই গান টার প্রেমে পড়েগেছি।
তুমি আমার না হলেও তোমার স্মৃতি হিসাবে এই গানটা আমার কাছে রেখে দিলাম।❤
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি🙂
তুমি জানতেই পারো না
তোমায় কত ভালোবেসেছি🥺❤️
লাইনগুলো খুব মিলে গেল আমার জীবনের সাথে❣️
Same amr o
Same here
Same too amr story 😢
বেচারা
Same ..mile gelo life r sathe .
গানটার মধ্যে কী যে জাদু আছে... অসাধারণ ❤️ 💗 যতোবার শুনি, ততোবার আবার শুনতে ইচ্ছা করে! 💘
তুমি বৃষ্টি চেয়েছ বলে...
কত মেঘের ভেঙেছি মন...
তুমি যাওনি কিছু বলেই...
আমি পাল্টে ফেলিনি মন...
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।।।
তুমি জানতে পারো না তোমায়,
কত ভালবেসেছি......... ❤
"তুমি জানতেই পারোনা তোমায় কতো ভালোবেসেছি" hits different...😊❤
অসাধারণ কথা আমি নিজের বলতে তোমায় চেয়েছি 😢❤
😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sotty. Osadarun. Sunder
গানঠি
এত অসাধারণ গলা যে সারাদিন শুনলেও মন ভরবে না....কিন্তু যখন youtube এ আসি..মাঝে মাঝে শুনি....এমন গানগুলি সারা জীবন শুনতে পারা যায়, thank you এত সুন্দর সুন্দর বাংলা গান শোনানোর জন্য❤
This is how represent the country with the sweet voice💞
Love from BD🇧🇩💞
We proud of you Mahtim Sakib🌹
Ar Bangladesh indiar bodnam kore India ke represent korlo.. social media tulfar korlo.. ai holo Bangladesh... 🙏
"তুমি অন্য ঘরেই থেকো,
আমার নামে রাগ জমিয়ে রেখো"
লাইনটির মানে কেবল বাস্তব অনুভূতি থেকে বোঝা সম্ভব..... খুব পছন্দের মানুষটা যদি রাগ-অভিমানের মধ্যেও মনে রাখে তাও প্রাপ্তি। একতরফা ভালোবাসা সুন্দর, ভারি সুন্দর। বছর খানেক পর হলেও কোনোদিন গানটা শোনাকালীন কমেন্টটি তার চোখে পড়লে একবার আমার কথা মনে পড়ুক, এটাই হয়তো একতরফা ভালোবাসা ।
"শুধু নিজের বলতে তোমায় চেয়েছি " তবে সব চাওয়া পাওয়া হয়ে ওঠে না, হয়তো সারাজীবনের আক্ষেপ থেকে যায়। অনুভূতির মধ্যেই ভালো থেকো❤।
"তুমি শান্ত,
তবুও কি চেঁচিয়ে...
মন ভাঙতো?
ভোর হবে ঠিকই রাত জানতো"
উফঃ উফঃ উফঃ🔥🔥🔥 লেখনী💙
2024 সালে এসে কে কে এই গানটি শুনেছ তারা একটি লাইক দিও 🎉🎉🎉
From Assam Lumding
প্রতিটা লাইন তোর কথা মনে করিয়ে দিচ্ছে 🥺..হয়তো তুই চলে গেছিস বলেই আজ গানটার প্রতি এতো ভালোলাগা জন্মেছে ❤️...তোকে কতটা ভালোবেসেছিলাম সেটা বুঝলে আজ হয়তো গল্পটা অন্য রকম হয়তো😅🌼
Sotti tai
Apnake khub chana lagcha..ami jake vabchi apni ki se...
"তুমি জানতেই পারলেনা তোমায় কতোটা ভালোবেসেছি"....।।।।😌🖤🙌🙌......This line for One sided lovers.....🙌🖤.......
বাঙালী music-কে প্রতিনিধিত্ব করতে পারে- এটা এমন সৃজনশীল গান। গানের কথা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। গানের সুরকার বেশ ভালো সুর করেছেন এবং কণ্ঠশিল্পীও সঠিক আবেগ (feel) দিয়ে গানটি গেয়েছেন। যারা music পছন্দ করে, এ গান তাদের ভালো লাগবেই। কারো অনুকরণ না করে এমন ইউনিক গান বারবার আসুক - এ প্রত্যাশা করছি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়🙂💔। স্মৃতি রেখে গেলাম । যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা ❤️
❤✨
❤
কিছু জিনিস ভুলে যাওয়াই শ্রেয়।
কমেন্ট টা ডিলিট করে দিও ভাই। মায়া কাটিয়ে এগিয়ে যাও, নতুন করে জীবন শুরু করো। অনেক শুভেচ্ছা রইলো।
এই গানের মধ্যে কতটা আবেগ কতটা ভালোবাসা সেই কণ্ঠের মধ্যেই বুঝা যাচ্ছে❤️খুব সুন্দর একটা লিরিক্স ❤️মনে পড়ে গেলো তার কথা❤️❤️
একটা গান ফুল ভর্তি সাজির মতো - পাঁচ ফুল সাজিকে আলোময় করে তোলে। এই গানটিও কথা, সুর, কন্ঠ এবং যন্ত্রানুসঙ্গ - সব দিক দিয়ে ভরিয়ে তুলেছে গানটিকে। খুব ভালো লেগেছে।
এই নিয়ে পাঁচবার এইই গানটা শুনছি... lyrics গুলো আলাদাই ভাব দিচ্ছে! সেটা সহ্য করার মতো নয়..! কেউ যদি আমার এই কমেন্টে লাইক করে অমি আবার শুনতে আসব এইই গানটা.. আবার তোমার স্মৃতি মনে করে চোখের কোণায় জল থাকবে শুধু তোমার জন্য..হয়তো শেষ বারের মতো কাউকে ভালো বাসলাম... আমার সূর্যমুখি🌻❤️
🥲🥲
তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি,😊
তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন🥀
আমি নিজের বলতো তোমায় চেয়েছি 🥰
তুমি যাও নি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি মন🫠🙂
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি 😊
তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি😍
❤
আমরা সব সময় ভুল মানুষের প্রেমে পড়ি,,,,যার জন্য সারা জীবন কষ্ট পেয়ে যেতে হয়😅💔
Thik bolecho
আমি আমার ভালোবাসার মানুষ টাকে পেয়ে গেছি তবুও গান টা আমি শুনি খুব সুন্দর ❤❤ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্লিজ খুব ভালো লাগবে ❤❤
তুমি বৃষ্টি চেওচো বলে, কতো মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছু বলে আজও পাল্টে ফেলেনি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি ❤❤❤❤ গানের কথা গুলো অসাধারণ, ❤❤একবার শুনলে বার বার শুনতে মন চাই।❤❤
অনুপম,অরিজিৎ ও মাহতিম সাকিব বাংলা গানের জগতে বিচ্ছুরণ ছড়িয়ে নতুন প্রজন্মের কাছে বাংলা গানের সুরে সুরে ভরিয়ে তুলেছে।
কতবার যে শুনি!!!
যেন গানটা আমরা জন্য গেয়েছে মাহতিম 😅
কেউ কমেন্টে লাইক দিক বা না দিক গানটা শুনেই যাব । আর তার কথা সবসময় মনে পরবেই 🩹
Ekdom 😅👍🏻
ভোর হবে মন জানতো
তবুও যতটুকু জড়িয়ে থাকা যায়।
কেউ লাইক দিলে আবার এসে শুনবো।
প্রিয় মানুষ টা কে মনে করে দুফোঁটা চোখের গরম জল ঝড়াবো।
😂😂😂😂last line
কম হলেও ৩০০ বারের উপরে শুনা শেষ❤
সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ 🖤🌺
The voice of Mahtim Shakib is really so soothing . Proud of You Bangladeshi Chele.
এই ছেড়ে যাওয়ার যুগেও যারা সত্যি ভালোবেসে একে ওপরের সাথে থাকতে চায় ভগবান যেন তাদের আমরন বিচ্ছেদ না ঘটায় 🌸
Thanks❤
Ami ei bicheder kosto ta khub pacchi... Tumi jantey paroni tomay koto valobesechi❤❤💔
সত্যি অসাধারণ বলেছেন,
হৃদয় ছুঁয়ে যাবার মতো❤️
বাংলাদেশ থেকে🇧🇩
এই ছেড়ে যাওয়ার যুগেও যারা সত্যি ভালোবেসে একে ওপরের সাথে থাকতে চায় ভাগ্যবান যেনো তাদের অমর বিচ্ছেদ না ঘটায় 😂❤
কেউ একটা লাইক দিলে আবার শুনবো গানটা ❤
কত বার যে শুনলাম ❤❤ | গানটা খুব যত্ন করে লিখা হয়েছে ও গাওয়া হয়েছে 😮💨😫 আমি ও একটি স্মৃতি রেখে গেলাম 😔 আপনারা লাইক করলে আবার সোনার সুযোগ পাবো 😊
When Mahtim Sakib said "তুমি জানতেই পারো না তোমায় ,কতো ভালোবেসেছি" this lines touch my Heart!😌🖤
তুমি বৃষ্টি চেয়েছো বলে,
কত মেঘের ভেঙেছি মন!
তুমি যাওনি কিছু বলে,
তাই পাল্টে ফেলি নি মন!
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি,
তুমি জানতে পারো নি তোমায়
কত ভালোবেসেছি।
🧡🤍💚
অল্প দিনেই গানটা প্রিয় হয়ে উঠেছে! কাকতালীয় হলেও অনেকের জীবনের সাথে জুড়ে থাকবে......💖💖
বারবার শুনছি হৃদয়টা কেঁপে উঠছে, যতবার শুনি ততোই ভালো লাগে ❤
আমি সাজিপ নামে একটি ছেলে কে খুব ভালো বাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসতো কিনা জানিনা সে আমার সাথে 2 মাস কথা বলেছিলো তারপর থেকে আমি ফোন করলে ও ওর বন্ধুদের দিয়ে কথা বলাতো।আমি আমার এই গানের স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে গানটি আবার শুনতে আসবো 😢😢😢😢😢😢😢😢😢😢
তাই😢😢
😢😢
se tumk valo vasto na
আমি সৃতি নামে একটা মাইয়া সাথে ৯ মাস রিলেশন করছিলাম সে আমার সাথে হাঠাৎ করে যোগোযোগ বন্ধ করে দিলো জানি না সে কি আমাকে সত্যি ভালোবেসেছিলো 😢😢😢😢
😢
এখন রাত ১:৪০।বাহিরে অনেক বৃষ্টি।আমার জানালা খোলা।ছোটো ছোটো বৃষ্টির পানি মুখে এসে পরছে।ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে
আমার এখানেও বৃশ্টি। ইমু পিলিজ
@@MdRanikhan-q6i😂😂 ইমু ফ্রিল্যান্সিং করেন নাকি
গানটার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে.. আর সেই জাদুর টানে মুগ্ধ হয়ে বার বার ফিরে আসছি গানটা শুনতে.....❤
আজ তুমি আমার সাথে নেই। হয়তো আমরা আর কখনোই এক হবো না🥹🥹
কিন্তু তোমার সৃতিগুলা নিয়ে আমি সারাজীবন বাঁচবো,, তোমার জায়গা অন্য কাউকে কখনোই দিবো না
সবসময় ভালো থাকো আমার না হওয়া প্রিয়তম
সারাজীবন তোমাকে ভুলতে পারবো না তুমি যেখানেই থাকো ।
ভুলটা হয়তো আমার যে আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারিনি তোমাকে কতটা ভালোবেসেছি । হয়তো এবার আর পারলাম না হয়তো পরের জন্মে পারবো । ❤
কিছু লাইন আমাদের না বলা কথা গুলো বলে দেয় 😊❤ - " তুমি জানতেই পারো নি , তোমায় কত ভালোবেসেছি"🥺❤️
তাকে জানাতেই পারলাম না 😅😅
Sotti i tai..🙃🥀😅
Ekdom....
🙂
💔
মাঝে মাঝে অভিভূত হয়ে ভাবি এতো সুন্দর ভয়েস কার! মাহতিম সাকিব সত্যিই অসাধারণ ❤
গানটার প্রত্যেকটা লাইনে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। সঙ্গে জানতাম একদিন এই গল্পো শেষ হবে পূরণ হবে না। তাও যতক্ষণ থাকছে ভালো লাগে। সেই সম্পর্ক গুলো বেশি মনের কাছে হয় যেগুলো পূরণ হওয়ার নয় ❤ । "তুই হয়তো ভাবিস যে তোর প্রতি আমার আর আগের মতো টান ভালোবাসা কিচ্ছু নেই অবশ্য তুই চেয়েছিস যাতে আমি এরকমটা হয়ে যাই, হয়তো বুঝিস বা হয়তো বুঝিস না, কিন্তু তোর প্রতি আমার এই টানটান সহজে যাওয়ার না, তুই যেমনই থাকিস ভালো থাকিস এটুকুই চাইবে।" তোর সামনে হয়তো কোনদিন বলতে পারব না,তাই এখানে বলে দিলাম। ❤
হৃদয় ছুঁয়ে গেলো❤, ফিল্ম লাইফের পরিস্থিতি কখনো সামনে চলে এলে নিজেকে হিরো বা হিরোইন ভাবার পরিবর্তে সেখান দিয়ে বেরিয়ে আসাটা অনেক বেশি জরুরি মনে হয়, কখনো একজনকে পাওয়ার পর নিজেকে ভাগ্যবান মনে করার সময় টুকু পাওয়ার আগেই যেনো কেউ বুক ফেটে চিৎকার করে কেঁদে ওঠে অন্য কাউকে হারানোর কথা জানতে পেরে, দোটানা শুধুই ফিল্ম এ শুনেছি কিন্তু ফেস করার জন্য প্রস্তুত ছিলাম না। কেনো এলো সে আমার জীবনে বা কেনো আগে এলো না এই তর্কের মধ্যেই জীবন যেনো নিজেকেই নিজেকে প্রতিনিয়ত কষ্ট আর ভয় দিয়ে চলেছে। তবে আঘাত করতে চাইনা কাউকেই আর নিজেকেও, তাই অপেক্ষা শুধুই সময়ের 🫂আমার দোটানার সাক্ষী রইলো এই 13/08/23🍁
অসাধারণ লিরিক্স, অনেক জনের মনের কথা বলে দেয় এই গান 😊❤
তুমি বৃষ্টি চেয়েছো বলে,কত মেঘের ভেঙেছি মন।The line has a separate fan base.❤️😌
সত্যিই তুমি জানতেই পারো না।✨💙
ভোর হবে ঠিকই রাত জানতো , যতটুকু জড়িয়ে থাকা যায়.... ❤ লাইন গুলি প্রত্যেকটি সুন্দর। আর এই soothing কণ্ঠস্বর উফ কি অসাধারণ।
আমি গর্বিত এমন একটি দেশে জন্মেছি। যেখানে এত এত সুন্দর গানের শিল্পী আছে।
মাহতিম সাকিব মানেই একটি বাস্তববাদী আধুনিক গান। যা মন ভালো করার মতো।
What a magical voice 🎉🎉😍😍 absolutely flawless
প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা আর শোনা হতো না😢💔❤️🔥
গানটির লিরিক্স,সুর, তাল, লয় এক কথায় হৃদয় হৃদয় ছুঁয়ে গেছে ❤❤❤
"তুমি বৃষ্টি চেয়েছো বলে কতো মেঘের ভেঙ্গেছি মন , আমি নিজের বলতে তোমায় চেয়েছি "
"তুমি জানতেই পারনা তোমায় কতো ভালোবেসেছি ........"❤️🌨️🤞🌹
কিছু কিছু শব্দ ,কিছু লাইন বলার ভাষা থাকে না এতটা গভীর অব্দি পৌঁছে যায় । কি ভীষণ শিহরণ অনুভূত হয় ......বছরের পর বছর অতিক্রান্ত হলেও ভালোবাসার মানুষ টার প্রতি মুগ্ধতার রেশ বিন্দুমাত্র কমেনি , কমবেও না । আসলেই ভালোবাসা দূর থেকে সুন্দর 🥹😊
ভালো থাকুক ভালোবাসা 🤞❤️😇
I listened this song more than 300 times in 2 weeks. This song has been a fren while cycling. I rode to Bangladesh in 2005 from Nepal. I learnt almost 80 percent of Bangla. Currently i dnt remember much but i still know some and love. Beautiful song and voice. Greetings from Nepal.
i listened this song more than 30 times
কি যে আবেগ আপনার ওই সুরে "
হয়তো দুষ্টু কোকিল ডাকে রে,,,গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিনিয়নস ভিউ পায়,এই গান গুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে না,,কিন্ত অনেকের রিদয়ে থাকে। এই গানটি আমার রিদয়ে ঠাই করে নিয়েছে,
কত বার যে শুনলাম ❤❤আমার মত কে কে শুনছেন।
Me
ভালোবাসা তখনই মনে থাকে যখন ভালোবাসাটা হয় দুর থেকে কাছে আসলে বারে শুধু দুরত্ব ❤❤
জীবনে প্রথম বারের মতো কাউকে জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম 🥰 আর সেটাই হয়তো শেষ।। কিন্তু যাকে এতোটা ভালোবাসলাম সে কোনোদিন জানতেও পারলো না😊 কোনোদিন তাকে সাহস করে বলতে পারিনি,,,, আর কখনো বলাও হবে না,,, কারন সে এখন অন্য জনের😅 কিন্তু তার প্রতি ভালোবাসা একটুও কমে যাবে না কোনোদিন☺️
ভালোবাসি না হয় ভালোবাসিনি ভালোবাসবো বলে কিছু হয়না, আর মানুষের বয়স বাড়ার সাথে সাথে ভালবাসাও বারে।।।❤
তুমি মস্তিষ্কের নিউরনে বাড়তে থাকা
অদৃশ্য এক ক্ষত!😇💞
সত্যিই তাই
. তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি😊🖤
আমার প্রিয় শিল্পী মাহতিম সাকিব! আধনিক যুগের একজন নম্র ভদ্র সুশীল শিল্পী 🌻🖤
❤
এই গানের মর্ম সবাই বুঝবে না,,,, শুধু তারাই বুঝবে
যারা প্রিয় মানুষটিকে হারিয়েছে
কি সুন্দর গানের কথা!! কি যে আবেগ সুরে!!!
from Bangladesh
😊
Ha 😢
বার বার শুনি ,,, আলাদাই শিহরণ,, প্রিয় মানুষ এর জন্যে তৈরি হওয়া এক কল্পনা......❤
"তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি 😌 "......❤❤
তাকে পেয়ে গেলে কি আর এতো সুন্দর গানটা শুনতাম,,,,💔💔😢😢 খুব খুব খুব পছন্দের মানুষ কখনো নিজের হয় না,,,মনে হচ্ছে গানের কথা গুলো আমার হৃদয় থেকে বেরোচ্ছে ,,, স্মৃতি রেখে গেলাম।❤️❤️❤️
Loved the song...Mahtim Shakib has done a great job....and last but not the least, hats off to the lyricist for writing such beautiful lyrics....Its on loop since its release...
তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙ্গেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি,
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি, ওও ..
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি।
তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি, হুম ..
তুমি জানতেই পারোনা তোমায়
কত ভালোবেসেছি।
তুমি শান্ত, তবুও কি চেঁচিয়ে মন ভাঙতো ?
ভোর হবে ঠিকই রাত জানতো,
যতটুকু জড়িয়ে থাকা যায়।
ও ও.. তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে,
বরাবর দোটানাতে থাকলে,
কিভাবে আজীবন বাঁচা যায়।
তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো,
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি, হুম ..
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি।
❤❤❤
আট মাস পরে, ২০২৪ সালের এপ্রিলে আবার শুনছি, গানটা মাস্টারপিস...., ছিলো, আছে, থাকবে....❤❤
same.. Amio 8 month por sunchi
তোমাকে না পেলে হয়তো এই গানটা এতো সুন্দর করে বুঝতে পারতাম না।তোমার শূন্যতা আরও বেশি উপলব্ধি করতে পারি এই গান শুনে। স্মৃতি হিসেবে কমেন্ট করলাম। 💔