বন্ধুরা ও বৃষ্টিভেজা Darjeeling | দেখা হলো

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #darjeeling #westbengaltour #westbengaltourism #darjeelinghotel #explorershibaji
    Hotel View Point Residency:
    Contact number 9875635099 / 9163332283
    Email : safarimindslive@gmail.com
    safariminds.com
    Our previous Darjeeling Series: • Darjeeling and Sittong...
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

Комментарии • 514

  • @somachakraborty887
    @somachakraborty887 11 месяцев назад +56

    যেহেতু দার্জিলিং তাই দেখার আগেই লাইক দিয়ে কমেন্ট করতে চলে এলাম। ভালো লাগবে জানা কথাই 😊 এবার দেখি।

  • @dibborana
    @dibborana 11 месяцев назад

    ভূমিকা শুনেই কমেন্ট সেকশন e আসতে বাধ্য হলাম, মনে হলো এযেনো কেউ আমার মন এর কথা গুলোই একদম সুন্দর ভাষায় বুঝিয়ে দিল... আমার Darjeeling, এক মায়াবী সুন্দরী, যাকে উপেক্ষা করা যায়না....

    • @dibborana
      @dibborana 11 месяцев назад

      আবার কিছু কমেন্ট করতে বাধ্য হলাম, আমার মনে হয় পৃত্থিজিত দা কে একটা পডকাস্ট চ্যানেল খুলে দিন, উনি মনের সুখে বক বক করতে পারবেন আর নিজের ভাব প্রকাশ করতে পারবেন.
      ভিডিও r শুরুতে যে feel টা পেলাম নিখাদ দার্জিলিং এর, সেটা মাটি হয়ে গেল ওনার অত্যধিক কথা বলার জন্য, দার্জিলিং এ গিয়ে বেশ কিছু ঘণ্টা বাক্স বন্দি হয়ে সিনেমা দেখা একটু অপ্রাসঙ্গিক মনে হলো.
      তবে পৃত্থিজীত দার বক বকানি মাঝে মাঝে ওই গান গুলো র মতন e hoye যায়... শেষে একটু হতাশ হলাম.

  • @sonali9830
    @sonali9830 11 месяцев назад +2

    রাত্রে খাওয়দাওয়া করার সময় আপনার ব্লগ দেখতে গুছিয়ে বসি, কদিন ধরে ব্লগ না পেয়ে ঠিক জমছিলনা... যাক, খাবার নিয়ে রেডী হয়ে বসি এবার 😊

  • @rupakmazumder8830
    @rupakmazumder8830 11 месяцев назад

    দাদা, এই কমলি বাবু কিন্তু দারুন মিষ্টি। আগামী trip গুলো তে ওনাকে নিলে কিন্তু জমে যাবে।

  • @tamaltasan9625
    @tamaltasan9625 11 месяцев назад

    Nice very nice your vedio your Presantation so nice.

  • @jhumadeb7569
    @jhumadeb7569 11 месяцев назад

    Amra hotel balcony theke clear Kanchanjangha dekechilam👍👍

  • @kausikbanerjee967
    @kausikbanerjee967 11 месяцев назад

    Darun laglo

  • @somadhar9063
    @somadhar9063 11 месяцев назад

    Darun 👌👌👌

  • @77avijit
    @77avijit 11 месяцев назад

    Is it a old video...

  • @kadu2650
    @kadu2650 11 месяцев назад

    Dada link deben bolen kintu den na , anekbar hoyechhe ETA ektu kheal rakhben please.

  • @kkr12789
    @kkr12789 11 месяцев назад +1

    আপনি sponsorship ছাড়া বাইরে কোনো tour করেনা মনে হচ্ছে। অন্যদের মত যেমন কৌশিক নিজের পয়সায় বাইরে যায় তেমন নয়। 3:15

  • @sauravroychow
    @sauravroychow 11 месяцев назад +11

    Shibajida is so chilled, polite & speaks so calmly. I am a probashi Bangali but I despise all the loud Bengali tourists who visit Darjeeling. Total nuisance value. The local Nepali population are so much better behaved. I was in Goa recently and we were dining in a famous Goan eatery in South Goa, and on one table there was a Bengali family who at the start were talking loudly but that can be ignored, and then at the end one of the women started fighting with her husband or another male person in the group. This was a decently large group that had children with them. They did not seem embarrassed but I as a Bengali felt very embarrassed as I was with non-bengalis and everyone understood that the group was Bengali. Bengali tourists enjoy traveling, like to enjoy food and drink but why are we so loud, I just don't understand. A similar incident happened on the train from Goa to Mumbai. A large group Bengali of men were creating a nuisance, talking loudly, playing music on their mobile and then a couple of Maharashtrians had to tell them to reduce their volume and listen on headphones. There are many other loud people too, not just Bengalis btw, but I speak as a Bengali.

  • @pritamsarkar3371
    @pritamsarkar3371 11 месяцев назад +2

    শিবাজী দা কে অনুরোধ, খুব ভালো ভাবে আপনাদের vlog উপভোগ করি , দয়াকরে কারোর শরীরের গঠন আর খাদ্যরুচি নিয়ে ভিডিও তে বিচার করবেন না, প্রত্যেকের বেঁচে থাকায় খাদ্যরুচি আর সুখে থাকা বিভিন্নরকম, সেগুলো কে ভিডিও এর কনটেন্ট না করাই ভালো , আপনার ভিডিও তে এমনিতেও কনটেন্ট এর প্রাচুর্য আছে। খুব খারাপ লাগলো বিষয়টা দেখে, সবজিনিস ভিডিও তে না দাওয়াই ভালো , মানুষগুলোর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে , তাদের নিজস্য পছন্দ কে সবার মধ্যে বিচারের কাঠগড়ায় আনা তাদের পছন্দ হয়নি। আপনি যথেষ্ট বুদ্ধিমান, আমার এই অভিমান ভরা অনুরোধ টা আশাকরি রাখবেন।

  • @sagnik.guha85
    @sagnik.guha85 11 месяцев назад +17

    গত মে মাসে আমি আর আমার স্ত্রী প্রথমবারের জন্য দার্জিলিং গেছিলাম। আবহাওয়া ঠিক এরকমই ছিল। প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছি আমরা দার্জিলিঙের। সত্যি, যতই আধুনিক হোক এই শহর, এর মাদকতা এড়ানো খুব মুশকিল। ভাল লাগল আপনাদের সবাইকে একসাথে দেখে। ভাল থাকুন❤️❤️

    • @hk56753
      @hk56753 11 месяцев назад +1

      Ha amaro giyechilam may te ei year ea . same weather chilo ekdom

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 11 месяцев назад +4

    আমিও কিন্তু অল্প চিনি দিয়ে ই Black coffee বা black Tea খাই😊। খুব অল্প মিষ্টি দিয়ে। কড়া মিষ্টি অবশ্যই নয়।
    Jawan cinema very well explained review.
    আর overall ভিডিও টা খুব enjoy করলাম। ভালো থাকবপন সকলে।❤️

  • @subarnabhattacharya414
    @subarnabhattacharya414 11 месяцев назад +9

    আহা আমার প্রিয় দার্জিলিং ❤❤ আগের বছর নভেম্বরে হারমিটেজ এ ছিলাম... শুয়ে শুয়ে বিশাল জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য আজও চোখের সামনে ঝকঝক করে। 😊😊

  • @prasundasphotographyandpho3791
    @prasundasphotographyandpho3791 11 месяцев назад +3

    প্রথমে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। আপনার মতই দার্জিলিং আমার একটা প্রিয় জায়গা। কেমন একটা আত্মিক যোগ খুঁজে পাই যেন। যতই রাগ করিনা কেন প্রচণ্ড ভিড় দেখে, মহাকালের দিকের কুয়াশা মাখা রাস্তায় হাঁটলে সব রাগ কুয়াশায় মিলিয়ে যায়। যাইহোক, আর একটা ভালোলাগা শেয়ার করছি। গান্ধী রোডের উপর একটা হোটেল আছে , নাম, the revolver. ব্রিটিশ রক ব্যান্ড Beatles দের ভালোবেসে এই হোটেলের ঘর গুলো সাজানো। ভালো কফি আর তারসাথে কিছু ভালো বই পড়া পাবেন এদের ছোট্ট ক্যাফেটেরিয়া তে।

  • @nurjesmin6751
    @nurjesmin6751 11 месяцев назад +2

    @ Shibaji, okay, I agree with your wife. It is rude to comment on other's food choices.
    Please do not promote body shaming in your renowned channel. You are a celebrity and we love you . Please do not comment on other's body weight of shape publicly. It is so rude. Please do it privately. I apologies to your friend. Sorry.

  • @aruntaps4871
    @aruntaps4871 11 месяцев назад +3

    দার্জিলিং শিবাজী দা পৃথ্বী দা কিরণ jawan কেস টা জমে গেছে রে তোপসে ,তুই আর আমাকে ভিডিও টা দেখার সময় একদম বিরক্ত করবি না ।❤❤❤❤❤❤❤❤

  • @swarajsamant6124
    @swarajsamant6124 11 месяцев назад +17

    বন্ধুত্ব দীর্ঘজীবী হোক ❤

  • @dipkhan91
    @dipkhan91 11 месяцев назад +5

    দাদা, আমি বাংলাদেশের রাজশাহী জেলা থেকে লিখছি। আপনার প্রতিটি ভিডিও অনেক সুন্দর এবং তথ্য বহুল হয়। এবার বাংলাদেশে আসলে অবশ্যই রাজশাহী জেলাটি ঘুরে যাবেন আশা করি। একটি আস্ত শহরকেই যে বাগানে রুপান্তরিত এবং ধুলোবালুমুক্ত এবং ট্রাফিক জ্যাম মুক্ত রাখা যায়, এ শহরটি তার জ্বলন্ত প্রমান। বরেন্দ্র গবেশনা জাদুঘর, পদ্মা নদী, সুবিশাল এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পুঠিয়ার রাজবাড়ি সহ অনবদ্য সব দর্শনীয় স্থান আছে এখানে।

  • @probahiray3369
    @probahiray3369 11 месяцев назад +1

    বাঙালিরা একটু বেশি মিষ্টি তাই চা এ চিনি খাই।
    আর সর্বোপরি চা এ চিনি হোক বা breakfast এ লুচি তরকারি .. সবটাই নিজস্ব Choice. এই বিষয়ে বারবার মজা করবেন না।
    Prithwijit এর ready wit as always প্রশংসনীয়।
    From,
    Probahi Ray

  • @amalchattopadhyay9460
    @amalchattopadhyay9460 11 месяцев назад +1

    আমি একটা কথা শুনেছি আপ রুচি খানা ,পর রুচি পর না । খাওয়া টা যে যার নিজের ব্যাপার , সে নিয়ে বিশেষ মন্তব্য না করাই শ্রেয় ।

  • @debadritabhattacharjee6155
    @debadritabhattacharjee6155 11 месяцев назад +4

    প্রথমের ধারাভাষ্যটা শুনে মনে মনে ভেবে দেখছিলাম,কথাগুলো বড্ড মিলে যাচ্ছে।
    আমার কাছেও দার্জিলিং মনের আরামের জায়গা।চোখেরও।

  • @AMLANDUTTA-sj6cf
    @AMLANDUTTA-sj6cf 11 месяцев назад +1

    আপনি অন্য কাওকে এতো গুরুত্ব দিলেন যে তা ভালোলাগলোনা। আরো অনেকটা আপনার ভিডিওটি দেখার ইচ্ছে ছিল। আপনি নিজেই তো সেরা অন্য কাউকে লাগে আপনার। প্লিজ এটা গুরুত্ব দেবেন দাদা। আমি জানি আপনি সামাজিক দায়িত্বটা সুন্দর পালন করেন কিন্তু... কালকের শেষ টা একদম ভালো লাগেনি দাদা, খুব দুঃখ লাগলো

  • @patsybourne6225
    @patsybourne6225 11 месяцев назад +2

    A very different view of Darjeeling . However what was shocking Shibaji disrespected one of the group members on public media about his weight, poor guy was watching his face… that was in poor taste and his judgemental attitude towards people who have milk in coffee, how else would you have a Latte or cappuccino. I’m glad his wife told him off. As I always watch your videos but a bit of respect for people around you would be great.

  • @Messironaldopelegoats
    @Messironaldopelegoats 2 месяца назад +1

    Shibaji what your doing to your friend in every vlog where your friend Komli is present is called "Body Shaming".. please dont do this as its not acceptable behaviour for someone as educated as you. I really like your vlogs so wanted to advice you on this . Really like your wife..

  • @gakuldas3062
    @gakuldas3062 11 месяцев назад +4

    ধন্যবাদ শিবাজী সুন্দর সুন্দর ভিডিও দেয়ার জন্য। আমি ঢাকা থেকে প্রতিটি ভিডিও দেখি। খুব ভাল লাগে কারন প্রতিটি ভিডিওর সাথে ঐতিহাসিক বর্ননা ও উপস্থাপনের জন্য।

  • @debaleenatitly7917
    @debaleenatitly7917 11 месяцев назад +1

    10:35 আর যারা black coffee খায়, আমি তাদের সহ্য করতে পারি না। 😂 দুধ চিনি ছাড়া কফি কি করে খায় কে জানে! 😒 জওয়ান এর রিভিউটা খুব ভালো লাগলো।

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 11 месяцев назад +2

    এই ভিডিওটা টার অপেক্ষাতে ছিলাম আপনার ক্যামেরাতে দার্জিলিং একটা আলাদাই ব্যাপার আপনার আগের দার্জিলিং এর ভিডিও আপনার চ্যানেল এর সেরা series দার্জিলিং মানেই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 11 месяцев назад +4

    আমি ফ্যামিলির সাথে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন এইরকম বৃষ্টিভেজা আবহাওয়া ছিল। যেদিন ফিরবো তার আগের দিন সূর্যের দেখা পেয়েছিলাম। সৌভাগ্যবশত সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। দার্জিলিং এর অপূর্ব সুন্দর এই দুই রূপ কখনোই ভুলবো না। ❤ আজকের ভিডিওটা দেখে সেই বেড়ানোর কথা মনে পড়ে গেলো। 👌
    আর হ্যাঁ, আমি তো কফির সাথে দুধ চিনি মিশিয়ে খাই 😁

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 11 месяцев назад +3

    শুভ বিজয়া, শিবাজীদা পৃথ্বী জিতদা, দার্জিলিং ট্যুরটা খুব ভালো লাগলো। বৃষ্টি আর কুয়াশা ভীষণ ভালো লাগলো। চায়ের আড্ডা টা খুব ইনজয় করলাম দার্জিলিং টা ফিরে দেখে মন টা ভালো হয়ে গেলো। ধন্যবাদ

  • @a_n_i_k_e_t_360
    @a_n_i_k_e_t_360 11 месяцев назад +2

    Apni ekjon khub khub valo manush, hoitoh tai apni jekhanei jan sekhanei anak manusher valobasa pan. Apni khubi jolly person, huge respect for you sir 💖💐🌹💫🙏🏻

  • @punyabratadutta2306
    @punyabratadutta2306 10 месяцев назад +1

    Shibaji da, etai amar dekha tomar channel er prothom video.. besh bhalo, sundor, r tomar narration tao khub i attractive. Darun akta vlog..

  • @sreejitmukherjee4285
    @sreejitmukherjee4285 11 месяцев назад +8

    Shibaji da when will you do a Europe trip? There is no well-made Europe travel vlogs in Bengali, you should definitely do a Europe tour and do come here in Germany..

    • @A-B-H-R-O-N-I-L
      @A-B-H-R-O-N-I-L 11 месяцев назад

      And please Collab with @nadinebreaty 😂
      Well known German content creator 👍👍

  • @bikramjitdasgupta9476
    @bikramjitdasgupta9476 11 месяцев назад +1

    Sudhu ektai prosno "Jahangir bhaiyer ki thanda Lage na ?"
    Arekta byapar ekhon Sealdah station eo kintu goyner dokan hoyeche 🙂

  • @upasana5921
    @upasana5921 11 месяцев назад +1

    shibaji babu plz. ektu vebe chinte katha balun karon apnar sangi vadra loker j vabe body shaming ba fat shaming korlen ebong camerar samne onake aswastite fallen seta apnar mato manusher kachhe kamya noi

  • @papaihazra6308
    @papaihazra6308 11 месяцев назад +3

    তুমি আমাদের বাঙালির অনুপ্রেরণা। ভালো থেকো তুমি দাদা সবসময় আবু ধাবি থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো❤

  • @creepy_clips
    @creepy_clips 11 месяцев назад +3

    অবশেষে মৈত্রেয়ী শিবাজীদার সাথে ঘোরার সুযোগ পেল,দারুণ লাগল ভিডিওটা।👍

  • @bluebayglobalinc.6292
    @bluebayglobalinc.6292 11 месяцев назад +2

    I’m 8300 miles away else I would have been there with you to take you around 😸

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 11 месяцев назад +4

    👍😊❤️ দেখলাম আর ভাবলাম যে কোথায় হারিয়ে গেলো সেই সত্তরের দশকের মায়াময় দার্জিলিং যা এখনও স্মৃতিতে অটুট 😊 এখনকার জগদ্দল দার্জিলিং যা হারিয়েছে চিরকালের জন্য

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 11 месяцев назад +4

    Shibaji dada I swear je bhabe video start e Darjeeling described korle amr o word 2 word same thought! Jotoi pahar hok or offbeat jayga bt Darjeeling Bangali jonno "Romanticism er prothom r sesh jayga"! 😍💙 Sotti bolecho Dada ei Darjeeling eo jno Time Slow hye jay as if same place jno kotokhon achi.. Amio last yr rainy foggy weather September e spent krechilam 💙
    Video ta dekhe amar o Romantic bhab jege uthlo😅 icha krche jete bt unfortunately or fortunately Mumbai trip ache ei week..
    Video te je je jayga gulo dekhale, specially Mall er okhane jst nostalgic, awesome & Mahakal temple ta personally favrt. 💙 😇
    Last yr amr birthday ta okhanei solo trip kre spent krlm & Birthday din Glenarys e oi Blueberry Cheesecake cake khelam becz emnite kono year cake kete celebrate kri na bt oi Cake ta awesome tasty 😋
    Black Coffee or without milk Tea amr favrt😁 Prithwijit dar sathe ei bishoye omil hye gelo😅..
    And lastly tomader sathe Darjeeling trip krar icha someday becoz thoughts eto similarity.. 😁😊

  • @Midnight-nu7zk
    @Midnight-nu7zk 11 месяцев назад +3

    আমাদের ছেলেবেলার ডার্জিলিং আর নেই । চারিদিকে নোঙরা , illegal construction. শহর থেকে পাহাড় দেখা যায়না ভালো করে ।ঘুম স্টেশনে দাঁড়িয়ে পাহাড় দেখা যায় না , শুধু দোকান আর দোকান । এখন গেলে মন খারাপ করে ।

  • @AriaynKhan-kz2iu
    @AriaynKhan-kz2iu 11 месяцев назад +3

    অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম।অবশেষে অবসান হলো।❤❤।আপনারা আবার বাংলাদেশে চলে আসুন।

  • @sayandutta904
    @sayandutta904 11 месяцев назад +3

    Pichoney puran dajur chobi ta uki marche! It was privilege to know him and work with him all those years! Ar ota Quich naaa uchharon ta keesh banan ta quiche. Great vlog btw dil khush ho gaya

  • @dipandat
    @dipandat 11 месяцев назад +1

    Nijer bondhu ke fat-shaming kore video baniye lokhyo lokhyo manusher samne pouchhe dilen... Baah... Apnar bou rather onek understanding and compassionate...pls ato to desh bidesh ghurchen...don't be so judgemental...Dubai teo onek ulto palta montobbo korchilen.

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 11 месяцев назад +12

    Whenever you take us through Darjeeling..I go simply Nostalgic...it's my birth place....so many memories....thank you..❤🎉

  • @ajantasingha2361
    @ajantasingha2361 11 месяцев назад +2

    আমি অনেক বছর আগে গিয়েছিলাম।আবার মনে পড়ে গেলো।অনেক কিছু বদলে গেছে মানে নতুন করে হয়েছে।এখন আর যাওয়া হয় না হাঁটুর অবস্থা খারাপ।ছেলেরা যায়।খুব ভালো লাগলো শিবাজী তোমার ভিডিওটি।অনেক ধন্যবাদ তোমায় দেখানোর জন্য।ভালো থেকো সুস্থ থেকো ভাই

  • @kpopworld69
    @kpopworld69 11 месяцев назад +1

    আমরাতো মনে করছিলাম আপনারা কইলাশে চলে গেছেন ভিডিও না দেখতে পেয়ে আপনাদের ভিডিও না দেখতে পেলে ভালো লাগে না ❤

  • @swarnabhamukherjee3256
    @swarnabhamukherjee3256 11 месяцев назад +2

    শিবাজী দা এই রকমই থাকুন না আপনাদেরকে দেখে সব কষ্ট ভুলে যাই।

  • @abdulmutalib6382
    @abdulmutalib6382 11 месяцев назад +1

    এ মাসের ১১ থেকে ১৩ তারিখ ঘুরে এলাম দার্জিলিং। প্রথম দার্জিলিং দেখার যে উত্তেজনা তা অবর্ননীয়! ১৩ তারিখে দারুণ ভিউ পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা র। অবজারভেটরি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা র সেই রুপ দেখার জন্য আবার ফিরে আসব, প্রিয় শহর দার্জিলিং এ। আশা করি আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য হিসেবে কোন একদিন এক সাথে ট্যুর করার সুযোগ পাব। ভালো থাকবেন সব সময়।

  • @spc3461
    @spc3461 11 месяцев назад +7

    What a wonderful video, Explorer Shibaji da. You have captured the essence of Darjeeling and its rainy mood. The places you visited are amazing and the views are breathtaking. You have made me nostalgic about my trip to Darjeeling. Keep up the good work.

  • @nhprantik0008
    @nhprantik0008 11 месяцев назад +2

    দাদা একবার সিলেট আসুন! আপনার ববর্ণনায় চিরচেনা সিলেটকে নতুন করে জানতে চাই!
    সুনামগঞ্জ এর সিরিজ দেখেছি...স্পেসিফিক সিলেটে আসুন!
    আপনাদের প্রতি ভালবাসা 🌸

  • @pritambasu813
    @pritambasu813 11 месяцев назад +2

    খুব ভালো লাগলো। সত্যিই দার্জিলিং আমাদের সকলের একটা ভালোবাসার জায়গা। আর ড্রাইভার নিয়ে কথাটা খুব সত্যি। কাশ্মীরে গিয়ে আমার সেই অভিজ্ঞতা হয়েছে।

  • @probhakerdadubhai2731
    @probhakerdadubhai2731 11 месяцев назад +1

    আপনাদের ভ্রমন, দেশ বিদেশ দেখে বিছানায় বসে শুয়ে দেখি। অক্ষম বৃদ্ধ আপনার পৃথ্বীজিতের বর্ণনা খাওয়া দাওয়া দেখে খুব আনন্দ পাই।ঘন দুধের কফি সুগারফ্রী দিয়ে ভালবাসি। নিজের রুচি অন্যের রুচিকে নিন্দা না করাই কাম্য।

  • @tanzimbayezid2359
    @tanzimbayezid2359 11 месяцев назад +4

    Hello Shibaji Da, I'm from Dhaka Bangladesh. I visited Darjeeling back in 2019. Just like you, I just want to go back to Darjeeling only to spend hours after hours in Mall with a cup of coffee. Wish to meet you at Dhaka next time.

  • @gopalkundu9900
    @gopalkundu9900 11 месяцев назад +3

    দারুণ। শুধুই নজটালজিয়া। শীত, গ্রীষ্ম, বর্ষার নানা রোমাঞ্চকর ও মোহময়ী প্রকৃতির স্মৃতি। ইদানিং অনেক আধুনিক দার্জিলিং। আশির দশকের দার্জিলিং অনেক বেশি মোহময়ী ছিলো। খুব ভালো লাগলো ভিডিওটি। অনেক স্মৃতি জাগিয়ে দিয়ে গেলো। 31:59

  • @raihanurrahman01
    @raihanurrahman01 11 месяцев назад +1

    i really enjoy your blog much love shibaji from BD😍

  • @arpanchakraborty511
    @arpanchakraborty511 11 месяцев назад +1

    Re sumon da je..shibaji da..sathe Darjeeling❤

  • @DubaiVloggerRayaC
    @DubaiVloggerRayaC 11 месяцев назад

    Darun

  • @ashisdey5846
    @ashisdey5846 11 месяцев назад +2

    গত সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা বর্ণনার অতীত ♥️

  • @rajibpiuvlogs
    @rajibpiuvlogs 11 месяцев назад +2

    এক অদ্ভুত মায়া আছে দার্জিলিং এ সত্যি।।
    নিজের কাছে ডেকে নিয়ে যাওয়ার এক অদ্ভুত শক্তি আছে❤
    কবে যে আবার যাবো এখন শুধু দিন গুনছি ।।

  • @rukminath1533
    @rukminath1533 11 месяцев назад +2

    সেই চেনা পথ চেনা পাহাড় চেনা শহর আর একবার চেনা শিবাজীদার সাথে। খুব খুব মন কেমন।❤

  • @JustGraphic87
    @JustGraphic87 11 месяцев назад +1

    Amar khub priyo jaiga Darjeeling. Ekhane bristir somoi teo bhalo lage winter eo bhalo lage prottek ta season e bhalo lage. Ei kuwasa er weather tao alada ekta bhalo lage. Ami prottek bochor ekbar kore jai Darjeeling. Khub bhalo laglo Darjeeling dekhe abar. Paaye hethe ghorar anondo tai alada Darjeeling er. Ami prottek baar Observatory hill er pas diye hethe zoo chole jai okhan theke abar ferar time e nicher dike station e je rasta ta geche okhan theke giye Ghoom obdi hethe chole jai sondhe belai shuttle niye abar back kore jai Darjeeling e. Video ta dekhe abar icche korche jete

  • @tapashduttachoudhury4904
    @tapashduttachoudhury4904 11 месяцев назад +2

    Mr Shibaji+ Mr Prithweejit>> Rainy Darjeeling is awesome!!! Wish your best of luck. Bangladesh. 28/Oct/2023.

  • @devonmatt7670
    @devonmatt7670 11 месяцев назад +2

    বৃষ্টি ভেজা দার্জিলিং এর অন্য রকম। আমরা সাধারনত যে দার্জিলিং কে দেখি তার থেকেও সুন্দর

  • @sayaksc3590
    @sayaksc3590 11 месяцев назад +1

    Baah Shibajj Da daroon daroon 👌👌❤️ Amazing Vlog 👌 Darjeeling Jomjomat 🔥 Sotti Ei Brishti Te Darjeeling aro sundor bhabe futey uthechhe..Sathe view ebong Bong Guy jome gachhe 🔥 porer golper opekkhay thaklam..❤❤❤❤

  • @SrimonMondal
    @SrimonMondal 11 месяцев назад +1

    Khub bhalo laglo dada.
    Apni kobe gachilen dada?

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 11 месяцев назад

    Kanchonjungha movie te....kuwashai..chilo.. first'..topic.. Darjeeling mne. Kuwasha...😅😅😅ar kanchonjhungha..dekha na paoya..ba peleo..olpo time er jonno...😅😅😅

  • @akashmondal12315
    @akashmondal12315 11 месяцев назад +4

    I think the much awaited video for each and every Bengali's.. Shibaji da r chokhe Darjeeling vromon...Love for Darjeeling is forever ❤

  • @SuperSoumyabasu
    @SuperSoumyabasu 11 месяцев назад +2

    Its very nice to see again in Darjeeling , In rainy season darjeeling is really awsm, its a another beauty .
    But Shibaji da 1 objection - Coffee is is much better with milk & sugar rather than Black Coffee .

  • @manabendrabhattacharya2983
    @manabendrabhattacharya2983 11 месяцев назад +2

    Darjeeling is really a balm for bruised heart.

  • @vaskarmajumder9775
    @vaskarmajumder9775 11 месяцев назад +1

    সত্যিই, দার্জিলিং একটা ইমোশন। আপনি যেমন কফি তে চিনি মেশানোতো অবাক হলেন তেমনই আমি অবাক হলাম দার্জিলিঙে এসে ভাত ডাল তরকারি ডিম খেতে দেখে !!!
    😂😂😂

    • @explorershibaji
      @explorershibaji  11 месяцев назад +2

      আরে সে তো এক বেলা, আমিও দার্জিলিং এ ওই খাবারের পক্ষপাতী নই, তবে সেইদিন পাবলিক ডিমান্ড 😅

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 11 месяцев назад +1

    দার্জিলিং যুগ যুগ ধরেই বাংলা ও বাঙালির প্রথম প্রেম প্রথম উত্তেজনা !!

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp 11 месяцев назад +1

    2021 সালের দার্জিলিঙে ভ্রমনের কথা মনে পড়ে গেল ধন্যবাদ দাদা অসাধারণ ভিডিও করার জন্য।

  • @sharminAkterrecipes
    @sharminAkterrecipes 11 месяцев назад +1

    দাদা অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম আমার বাবা অনেক অসুস্থ ছিল বাবাকে সময় দিতে গিয়ে অনেক দিন ভিডিও দেখা হয় নাই তোমার ভিডিও দেখে মনটা অনেক ভালো লাগছে black coffee আমার অনেক প্রিয় আমার বাবা জন্য দোয়া কর তোমরা ভালো থেক ❤❤

  • @goutamdas8614
    @goutamdas8614 2 месяца назад

    Fraindsder sathe bristi veja male of Darjeeling photography O coffekhaoa khub Enjoykorlam. Aj 19th July2024 vlogta dekchi. Thanks To Explorer Shibaji O Prithijit ar Moittri Didi Bhai👌😍

  • @SoumitraGhanta-b8q
    @SoumitraGhanta-b8q 7 месяцев назад

    আহাঃ ❤❤❤ Shivaji da সত্যিই তুমি অসাধারণ ❤️🙏 পৃথিজিৎ দা keep entertaining us with your song❤️❤️❤️

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 11 месяцев назад +1

    দাদা,
    সাধারণত ভ্লগের শুরুতেই তো ঐদিনের তারিখ বলে দেন আপনি। যেটা অনেক সুবিধা হয় ভ্লগের সাথে কানেক্ট হতে।
    কিন্তু আজ যে তারিখ প্রকাশ করলেন না??
    কোনো বিশেষ কারন আছে কি??

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 11 месяцев назад +1

    দার্জিলিং আমার প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি..আর কিচ্ছু না..যে কোন ঋতুতে দার্জিলিং অনবদ্য..খুব ভালো লাগলো আজকের ভিডিও..
    সকলকে অনেক ধন্যবাদ..খুব আনন্দে থাকুন আপনারা ❤❤❤❤

  • @SaubhikBasu001
    @SaubhikBasu001 5 месяцев назад

    আমরা থাকি ডুয়ার্সে। বলা যায় পাহাড়েই থাকি। আমাদের বাড়ি থেকে কালিম্পং জেলা(মানে পূর্বতন অবিভক্ত দার্জিলিং জেলার অংশবিশেষ)-এর দূরত্ব ১৫ কিমির মতো। অথচ আমি আর আমার বাবা এই প্রথমবার দার্জিলিং গিয়েছিলাম মার্চ মাসের ২০ তারিখে। প্রথমবার গিয়েই দেখা পেয়েছিলাম বৃষ্টিভেজা দার্জিলিং-এর। প্রথমে খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু পরে সেই মায়ামাখা দার্জিলিং-এর অপরূপ রূপ আমাদের মুগ্ধ করে দেয়। হ্যাঁ, আশপাশের দৃশ্য অনেকাংশেই ঢাকা ছিল, কিন্তু তাও যা পেয়েছি, ভাষায় প্রকাশ করার মতো নয়। রোপ ওয়ে থেকে বৃষ্টির মধ্যে দেখা সেই কুয়াশামাখা, মেঘাচ্ছন্ন পাহাড় মনকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। ডুয়ার্স নিবাসী হওয়ার কারণে অনেকবারই শিলিগুড়ি বা জলপাইগুড়ি যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তবে দার্জিলিং থেকে দেখার একটা আলাদাই আকর্ষণ কাজ করছিল। সেটা পূরণ হয়নি ঠিকই। তাই দার্জিলিং-এর কাছে কথা দিয়ে এসেছি, আবার আসব। আশা করি খুব শীঘ্রই আবারও যেতে পারবো।
    অনেক ভালোবাসা ও প্রণাম নেবেন ❤🙏🏻

  • @sujoyroy813
    @sujoyroy813 11 месяцев назад

    দারুণ! অসাধারণ! খুব সুন্দর! রিপিট ওয়াচ ভ‍্যালু পুরো আছে। একটা কথা জানতে আগ্রহী। এনজেপি পৌঁছনোর সেরা ট্রেন কি বন্দে ভারত? সম্ভব হলে উত্তর দেবেন, আশা করি।

  • @arabindananda6031
    @arabindananda6031 5 месяцев назад

    ইয়ংবয়সে ডিসেম্বরে দার্জিলিং দেখার অভিজ্ঞতা শেয়ার করছি, ঝকঝকে আকাশ অনেক ভোরে হোটেলে ট‍্যাক্সিড্রাইভার এসে টাইগার হিল যাওয়া ওখানে কাঁচের ঘরের ভিতর থেকে ক্ষণে ক্ষনে কাঞ্চনজঙ্ঘার শিখরের রঙের বাহার পরিবর্তন দেখার অভিজ্ঞতা।

  • @RanjayGhosh-n3r
    @RanjayGhosh-n3r 11 месяцев назад

    Apnader video dekhte bholo lage , bekar cenema niye vlog kore nijeder slot nosto korben na please. Ami apnader vlog e bhalobasi a sob cinema onoryhok tao Darjeeling a berate giye..

  • @sohelranashaikh2001
    @sohelranashaikh2001 24 дня назад

    @Explorer Shibaji apni science er student hoya sotteo apnar sobdo chayan ebong bachan saili just outstanding....

  • @barunkumarthakur1583
    @barunkumarthakur1583 13 дней назад

    Aapner prothekta comment khooboi bhalo kintu satha ektu rasthsghater bepera majha majha comment korly haito rajyo sarkar o kendro sarkerar najor parto..........

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 2 месяца назад

    আমি গেছি। বৃষ্টি ভেজা দার্জিলিং চমৎকার লাগলো। অনেক ধন্যবাদ।

  • @riteshnayak5527
    @riteshnayak5527 11 месяцев назад +1

    দাদা একটা কথা বলতেই হবে vlog শুরুটা অসাধারণ আর বাকিটা ❤, তবে গ্রীন টিতে একটু চিনি দিয়ে খাওয়া যায় ,❤👍

  • @susmitlahiri7749
    @susmitlahiri7749 11 месяцев назад +2

    Shibaji Babu, outstanding presentation. Enjoyed this vlog very well. Stay well. From Cooch Behar town

  • @ANIRBANDASGUPTA-m6d
    @ANIRBANDASGUPTA-m6d 11 месяцев назад +2

    I have never been to Darjeeling. But I thoroughly enjoyed every second of this video.
    Thank you. The "mock fight" on adding sugar and milk to coffee was
    an innocent delight.

  • @arghyasen8426
    @arghyasen8426 11 месяцев назад +1

    Darjeeling সবসময় special... কখনও পুরোনো হবে না । আপনাদের চোখ দিয়ে আবার দেখতে পেলাম । অসংখ্য ধন্যবাদ🙏

  • @AmitMandal-y7j
    @AmitMandal-y7j 11 месяцев назад

    প্রায় দুই বছর ধরে আমি এবং আমার স্ত্রী আপনার এই চ্যানেল খুব উৎসাহ আর আনন্দ করে দেখি। কিন্তু subscribe করিনি।
    আমাদের বিবাহিত জীবনে অনেক জায়গাতে ঘুরেছি। এখন মনে হয় আগে থেকে আপনার সাথে যোগাযোগ হলে ভালো হতো।
    কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এটা যে গত বছর আমি হটাৎ ই 4th stage ক্যান্সারে আক্রান্ত হই।
    আমার পরিবারের এখন আর বেড়ানো হয় না। আপনার এই চ্যানেলই কিছুটা হলেও আমাদের বেড়ানোর আশা মেটায়।
    আপনি just অনবদ্য। খুব ভালো থাকবেন।

  • @SumanaC01
    @SumanaC01 11 месяцев назад

    Nijer gaan r apner tripgulo dekhte khub vhalo lage....mon vhalo hoye jay , monehoy nije ghure beracchi😊.... khub vhalo thakben. From Ahmedabad

  • @rashidasultana7982
    @rashidasultana7982 11 месяцев назад +1

    দারুণ উপভোগ করলাম। খুব ভালো লেগেছে সবাই কে দেখে। সব পরিচিত মুখ। জাওয়ান এর মতামত শুনে আরও খুশি হলাম। দাদা বাড়িয়ে বলছি না আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি।তাই বারবার দেখে ও মন ভরে না।ভালো থাকবেন সুস্থ থাকবেন।আমরা আছি এবং থাকবো। 💙❤️🙏🙏

  • @swagatalakshmisaha6586
    @swagatalakshmisaha6586 11 месяцев назад

    অসম্ভব ভাল ভিডিও। আর Jawaan সিনেমার রিভিউ এই ভিডিও-র বড় পাওনা।
    আমি অনেকবার দার্জিলিং গেছ কিন্তু সবসময় কাজের জন্য। তাই দার্জিলিং আমার কখনো ভাল করে ঘোরা হয়নি। এবার ছুটি কাটাতে যাব। আর আপনাদের ভিডিও হবে আমার গাইড।

  • @galibjahan8509
    @galibjahan8509 11 месяцев назад

    😂😂😂প্রিয় বন্ধু কাকা আমিও কিন্তু কফিতে দুধ চিনি মিশিয়ে তাও আবার ঘন দুধ চিনি মিশিয়ে খেতে পছন্দ করি।যেটা প্রিয় বন্ধু কাকিমার সাথে মিলে গেছে, বুঝলে প্রিয় বন্ধু কাকা। হা হা হা 😂😅।💝🇧🇩🇮🇳🇧🇩👦👨‍👩‍👦👳👰🙋🙂🙂🙂👍💚📸☕🌧🌦🌧🌳🌴🌳🌴🌿🍀🌿☺☺

  • @amritamondal2685
    @amritamondal2685 11 месяцев назад +1

    আমরাও গত বছর এই হোটেলেই ছিলাম। খুব ভালো ওদের ব্যবস্থা। তবে সমস্যা একটাই ভারি লাগেজ নিয়ে উঠতে একটু কষ্ট হয়েছিল।

  • @dsaikat4334
    @dsaikat4334 11 месяцев назад

    বাংলাদেশের video দেখে খুব কিছু ভাল লাগেনি, দেশটাকেও পছন্দ করি না, অনেক মহা মানুষের জন্মভূমি হওয়া সত্বেও । দার্জিলিং ও খুব পরিচিত একটা জায়গা ।
    এবার ভারতকে আরেকটু ভাল ভাবে explore করুন, ভারতের থেকে সুন্দর দেশ আর নেই ।

  • @1009sm
    @1009sm 11 месяцев назад +1

    কাকা এতো দেরি কোরলেন vlog দিতে!? 🤔🤔 না কোনো পুজোর vlog বা কিছু!! 😂😂 আমি তো literally দিসেহারা হোয়ে গেছিলাম!! FINALLY, FINALLY A NEW VIDEO After so long!!

  • @meghlab2978
    @meghlab2978 11 месяцев назад

    শুভ জন্মদিন উপলক্ষে ময়িত্রী বউ দিকে জানাচ্ছি অফুরন্ত শুভেচ্ছা। আমার একটা অভিযোগ আছে , ( কেকের উপরে বউদির নাম ছিল না আর ছিলনা নাম্বার).। কি উপহার দিলেন দাদা????❤❤😂😂🎂🎂🎂🎂