বাবারা কখনো গরীব হয় না। বাবারা কখনো হারে না! ফজলুর রহমান বাবু মানেই চোখের কোণে জল এনে দেয়া একজন অভিনেতা। মেয়ে টার অভিনয় সত্যি অসাধারণ। স্যালুট বাবা তোমায়।
প্রতিটি বাবা-ই দুনিয়াতে সন্তানের জন্য এক একটা বট গাছ, দুনিয়াতে যার বাবা নেই সেই বুঝে জীবন যে কত কষ্ট, আল্লাহ পাক যেনো পৃথিবীর সকল বাবাদের সুস্থ রাখেন, এবং নেক হায়াৎ দান করেন।
বাবা রা কখনো দুর্বল হয় না... বাবা রা কখনো দরিদ্র হয় না.... বাবা রা কখনো হারে না... যাদের এই পৃথিবীতে মা বাবা বেঁচে আছে.. তারা কখনো দরিদ্র নয়.,, কখনো অসহায় নয়।।। তদের মধ্যে আমিও একজন।
আমরা ৮ ভাইবোন, বাবা একা নৌকা চালিয়ে আমাদের ছোট থেকে বড় করেছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাবা মারা গেল, এখন আমি জব করি কিন্তু বাবা নাই। মা আছে চেষ্টা করি মাকে সব সময় সুখি রাখতে।
শর্টফিল্ম টা দেখার পর নির্বাক হয়ে গেলাম; বাচ্চা মেয়েটা যতটা মিষ্টি তার থেকেও ততটা মিষ্টি তার অভিনয়; পরিচালক কে অনেক ধন্যবাদ যে গরিবের বাস্তব কাহিনী টা তুলে ধরার জন্য। পরিচালক কে অনেক ধন্যবাদ যে গরিবের বাস্তব কাহিনী টা তুলে ধরার জন্য। চোখে পানি চলে এলো
বলার ভাষা হারিয়ে পেলেছি। শুধু একজন বাবাই জানে সন্তান কি।আর সন্তান এর ভালো বাসা কি। আমি একজন বাবা তাই আমার চোখের পানি ধরেরাখতে পারলাম না। খোব সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য । ধন্যবাদ। এক কথায় অসাধারণ।
সত্যি অতুলনীয়। হৃদয় ছুয়ে গেলো। পৃথিবীতে বাবা-মায়ের মত আপন কেউ হয়না।নিজের জীবন বাজি রেখে শত কষ্টের মাঝেও সন্তানের ইচ্ছা পূরণ করার মানুষটি হলেন বাবা। miss you baba.
আমিও একজন বাবা, কখনো পূরণীয়, কখনো অপূরণীয় ! কিন্তু হার মানিনী কখনো সন্তানের কোন আব্দারীও প্রয়োজনে !! বাবারা সব পারে, পারতে হয় ! আর বাবাদের চেয়ে বড় অভিনেতা ভুবনে কেউ নেই !!
পৃথিবীর সমস্ত বাবারা তাদের সন্তানদের জন্য এরকমটাই করে। হয়তো আমরা সমস্ত সন্তানদের চোখের আরালে। পৃথিবীর সমস্ত বাবাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে স্যালুট। তাই আসুন আমরা আমাদের সবার বাবা/মা কে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আকড়ে রাখি। ঠিক যেমনটা ছোটবেলায় তারা করেছিল আমাদের জন্য।
অসাধারন একটা নাটক .আসলেই বাস্তবটা অনেক কঠিক দুনিয়াতে টাকা ছারা কারো মূল্য নেই 👍👍😭 নাটকের পরিচালকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য .
চোখের কোনে পানি এসে গেলো,😭😭😭😭 যারা ডিক্স লাইক দিয়েছি,তার প্রন্ন দেখে অভবস্ত তারা আবেগের কি বুঝবে,, আমার ত বাবা নেই মার কাছে সুনেছি আর সবাই বলে আমার ৬ মাসের সময় বাবা মারা যান,,,আমার বাবার জন্য সবাই দোয়া করবেন,,, আল্লাহ যেন জান্নাত বাসি করেন আমিন,
গা শিউরে উঠা একটি নাটক! অশেষ সালাম সবাইকে এরকম বাস্তব বাদী একটি নাটক উপহার দেয়ার জন্য। একজন বাবা তার ছেলে মেয়েদের আল্লাদ- ইচ্ছা পূরন করতে পৃথীবীর সকল কাজ করতে রাজি। তার যত কষ্ট বেদনা হোক সে তা সহ্য করেও তা করে।
ধন্যবাদ স্যার অনেক সুন্দর একটা শর্ট ফিল্ম। আসলে বাবারা এমনই হয়,কখনো তারা সন্তানের সুখের জন্য পিছপা হয় না। হৃদয় থেকে ভালোবাসা সকল বাবা দের জন্য..... @@@লাভ ইউ বাবা @@@
প্রথমত ধন্যবাদ জানাই এত সুন্দর গল্প লেখার জন্য গল্পকারকে।দ্বিতীয়ত,পরিচালক কে যে এত মেধা দিয়ে পরিচালনা করেছে আর তৃতীয়ত ফজলুল রহমান বাবু সাহেব যার অতুলনীয় অভিনয়ের জন্য।বাচ্চা মেয়েটাও অসাধারন অভিনয় করেছে।সব মিলিয়ে ভালো একটা প্যাকেজ।
অসাধারন কনসেপ্ট যা সব সময় আমাদের সমাজে ঘটে যাচ্ছে , মেয়েটা র অভিনয় প্রতিভা অসাধারণ আর বাবু স্যার এর কথা কি বলবো, মনেই হয়না যে ক্যামেরা চলছে, চরত্রে র ভিতরে ঢুকে যান উনি এ জন্য উনার অভিনয় মন জয় করা। আপনাদের পুরা টিমকে আমার অভিনন্দন ।
তারা অলস না ভাই তারা কাজ পায়না...। আমরা তা দেখিনা....। আমরা তাদের ঘরেও গিয়ে দেখিনা যে তারা কি খাচ্চে...। দয়া করে না বুঝে কথা বলবেন না পারলে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করুন আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ
এই শর্ট ফিল্ম দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না সত্যি অসাধারণ এ সমাজের বাস্তব করুন এই চিত্র মানুষ মানুষের আজ কত ভেদাভেদ কেউ দৈনন্দিন কত খাবার নষ্ট করে আর কেউ এক মুঠো খাবার পায় না ধন্যবাদ আপনাকে আপনি এ সমাজের করুণ চিত্র টাকে ফুটিয়ে তোলার জন্য আর সেই সাথে আরিয়াকে জানাচ্ছি অজস্র ভালবাসা এবং দোয়া মাশাআল্লাহ মামনি তুমি অনেক সুন্দর অভিনয় করেছো
বাবু ভাই বাংলাদেশের সবচেয়ে শক্তিমান অভিনেতা। সম্মান জানাই সকল খাবারের প্রতি। বাবারা নিজেদের জীবনের সুখ আহলাদ সব ত্যাগ করে সারা দিন কেটে যায় শুধুমাত্র পরিবারের জন্য।
আমি কাতারে তাকি আমার একা মেয়ে, এখন পর্যন্ত আমি আমার মেয়েটাকে দেখি নাই. এই নাটকটা দেখে আমার মেয়ের কথা অনেক মনে হচ্ছে. আমার জীবনের প্রথমবার এই নাটক টা দেখে অনেক কেদেছি
ভালবাসার এক নাম ফজলুর রহমান বাবু ভাই। অাল্লাহ অাপনাকে নেক হায়াত দান করুক। অাপনার মতো লোকেরা অাছে বলেই এখনো মানুষ সামাজিক নাটক দেখে। তাছাড়া তো সবাই শুধু প্রেম অার হাসির নাটক নিয়ে ব্যস্ত।
অসাধারণ নাটকটা দেখে ঘুম কেটে গেল। কতদিন পর একটি রিয়েল নাটক দেখলাম। বাবু ও মামণির জন্য অনেক দোয়া রইল আমাদের যেন এরকম নাটক উপহার দিতে পারে। চোখের পানি ধরে রাখতে পারছিনা। অসাধারণ একশোতে একশো দশ।
It’s a nice short film. It’s very heart touching. I was very emotional while watching. I’m very grateful to the writer, producer and actors for creating such a wonderful film.
ফজলুর রহমান বাবু একজন অসাধারণ অভিনেতা, সত্যি বলতে বাবা কি জিনিস এই সর্ট ফিল্মটা দেখে উপলব্ধি করতে পারলাম। ছোট বাবুটা অসাধারণ অভিনয় করেছে। Sabrina anjum Mim এই কমেন্টটা স্মৃতিতে রেখে গেলাম।😊
আমার জীবনের দেখা সবথেকে সেরা নাটক। নাটকটি দেখার পরে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কারণ আমার বাবা বেচে নাই । আমার বাবা বেঁচে থাকলে এই নাটকটি থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে বাবার সেবা করার সুযোগ পেতাম।
mahfuj hasan ঠিক বলছেন"আমার বাবাও মানুষের বাডিতে কাজ করে এমনি করে খানা আইনা খাওয়াইছে আজ আমার বাবা নেই """"কিন্ত আমার চারিদিগে খাওয়া আছে বাবাকে খাওয়াতে পারি না"
সাপে না কামড়ালে যেমন সাপের ব্যাথা অনুভপ করা যায়না তেমনি বাবার স্নেহ, ভালবাসা, আদর যেকি তা তখনই অনুভপ করা যায় যখন সে নিযে বাবা হয়।আমি সকল সন্তন কেই বলবো সময় থাকতে বাবাকে মুল্যায়ন করুন। মায়ের পাশাপাশি বাবার অবদানকে কখনও ছোট করে দেখবেন না।পৃথিবির সকল বাবাকেই যেন আল্লাহ ভাল রাখেন।
আল্লাহর দুনিয়াটা বড়ই অদ্ভুত আল্লাহ তুমি যাকে দিয়েছো অটলভাবে দিয়েছো আর যাকে দাওনি তার কিছুই নেই তবুও তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ
Najmul Islam right Baiya
আলহামদুলিল্লাহ
বাবারা কখনো গরীব হয় না। বাবারা কখনো হারে না!
ফজলুর রহমান বাবু মানেই চোখের কোণে জল এনে দেয়া একজন অভিনেতা। মেয়ে টার অভিনয় সত্যি অসাধারণ। স্যালুট বাবা তোমায়।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
চোখের পানি ধরে রাখতে পারি নায়।
ফজলুর রহমান বাবুর মতো শক্তিশালী অভিনেতা বাংলাদেশের অহংকার।
Hummm.ami onk onk like kore
???????? Apnara akta choto short film dekhe 0agol hoe gelen off allah
@@cartonzonebd2935 If you disagree than you had better ignore it.
প্রতিটি বাবা-ই দুনিয়াতে সন্তানের জন্য এক একটা বট গাছ, দুনিয়াতে যার বাবা নেই সেই বুঝে জীবন যে কত কষ্ট, আল্লাহ পাক যেনো পৃথিবীর সকল বাবাদের সুস্থ রাখেন, এবং নেক হায়াৎ দান করেন।
ঠিক বলেছেন,যে হারায়, সেই জানে কি হারিয়ে কি নিয়ে বেচেঁ আছে,বাবা ছাড়া দুনিয়াতে অনেক কষ্ট আছে,আর কিছু থাকুক বা না থাকুক।
বাবা রা কখনো দুর্বল হয় না...
বাবা রা কখনো দরিদ্র হয় না....
বাবা রা কখনো হারে না...
যাদের এই পৃথিবীতে মা বাবা বেঁচে আছে.. তারা কখনো দরিদ্র নয়.,, কখনো অসহায় নয়।।।
তদের মধ্যে আমিও একজন।
সঠিক।।।
Bhai akdom tik kotha bolsen.
Bai you are lucky man
I also had a great father...actually I remember words of Humayun Ahmed..
You will have lots of bad man in this earth...but not a single bad father...
R8
আল্লাহ তুমি দুনিয়াতে এই রকম অভাবি বাবা বা কোন মানুষ রাখিওনা।একটু হলেও সমর্তক দিও,,কান্না এসে গেল
Amin.
এরকম ভিড়িও দেখার পর চোখের পানি ধরে রাখা যায় না।
😢😢
আমার হাউজ Rain Films এর প্রথম প্রোডাকশন "পোলাও মাংস" এর সফলতায় আমি আনন্দিত।
”রেইন ফিল্মস” প্রোডাকশন হাউসের সংশ্লিষ্ট আমরা সকলেও আপনার সাথে একই ভাবে আনন্দিত।
Really....i love this film ...
baba ra a I rkome hy
কারা এই নাটক টা কে ১০০ তে ১০০ দিবেন??নিচে লাইকে জানিযে দিন!!এমন নাটক আমাদের সমাজকে পরিবর্তনন করে দেয়!!এই নাটক থেকে অনেক কিছুই শিখার আছে।
Ki shikhar ase?
@@breakpoint3319 ভাই এখানে শিখার আছে এটাই যদি সবাই সবার পাশে দাঁড়ায় তাহলে কোন সমস্যাই থাকবে না।দেশ আরো এগিয়ে যাবে।
Nothing to learning
Baler matok
@@jornaakternode9765 Aapu ki bolen???Apni ato baje kotha bolte parlen??
আমরা ৮ ভাইবোন, বাবা একা নৌকা চালিয়ে আমাদের ছোট থেকে বড় করেছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাবা মারা গেল, এখন আমি জব করি কিন্তু বাবা নাই। মা আছে চেষ্টা করি মাকে সব সময় সুখি রাখতে।
😢😢😢
Kosto paylam bhai
স্যালুট আপনাকে, এমন সত্য বলার জন্য। আপনাকে আল্লাহ অনেক বড় করুক আমীন
Thanks bro tmr maka Tumi ador koiro
অাল্লাহ অাপনাকে ভালো রাখুক(অামিন)
কিছু বলার নাই , চোখ দিয়ে পানি এসে পরলো , বাবা কে মনে পরে গেলো , যার বাবা আছে তার পৃথিবীর সব আছে , আর যার বাবা নেই তার হাজার কিছু থাকার পর ও কিছু নেই
পরিচালক কে অনেক ধন্যবাদ
যে গরিবের বাস্তব কাহিনী টা তুলে
ধরার জন্য।
আর ফজলুর রহমান বাবু মানেই
ভিন্ন কিছু।
খুব ভালো লাগলো
পরিচালকের পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ
akdom right....
জ
Rain Films. knsts
Milon ( k name
চোখের জল সাক্ষী কতটা ভালো লেগেছে।
মেয়েটার অভিনয় বেশ ভালো লেগেছে। আর ফজলুর রহমান বাবুর অভিনয়ের কথা বলার অপেক্ষা রাখেনা।
অসাধারণ একটি নাটক।
শর্টফিল্ম টা দেখার পর নির্বাক হয়ে গেলাম; বাচ্চা মেয়েটা যতটা মিষ্টি তার থেকেও ততটা মিষ্টি তার অভিনয়; পরিচালক কে অনেক ধন্যবাদ
যে গরিবের বাস্তব কাহিনী টা তুলে
ধরার জন্য।
পরিচালক কে অনেক ধন্যবাদ
যে গরিবের বাস্তব কাহিনী টা তুলে
ধরার জন্য। চোখে পানি চলে এলো
কি টেলেন্টরে মাইরি,, এত সুন্দর অভিনয় দেখে সত্যি চোখে পানি এসে গেলো,,,আফসোস এগুলা ভাইরাল হয় না।
বলার ভাষা হারিয়ে পেলেছি। শুধু একজন বাবাই জানে সন্তান কি।আর সন্তান এর ভালো বাসা কি। আমি একজন বাবা তাই আমার চোখের পানি ধরেরাখতে পারলাম না। খোব সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য । ধন্যবাদ। এক কথায় অসাধারণ।
আমাদের ভিডিওটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ।
Vhai apnake Thanks
ফজলুর রহমান বাবু যদি আমেরিকা, ইংল্যান্ডে জন্মগ্রহন করতো অনেক আগেই অস্কারজয়ী হতো অভিনয়ের জন্য।
বলার অপেক্ষা রাখে না
@@fahadbinsalam4117 ji vi valo bollen
Right.
Right
শুখি মানুষের গল্প দেখার অনুরোধ। তার মতো অভিনয় বাংলাদেশের আর মেলবে না,,,,
চাপা কান্না আর শোয়ে থেকে বালিশ ভিজানো চোখের পানি তো লিখে বোঝানো যায়না!
যদি পারতাম তা হলে লিখে দিতাম!
ধন্যবাদ আভিনেতা এবং পরিচালক!
আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ ছাড়া আর কি দিতে পারি
Same here
কি দেখে চোখ পানি আসলেো? গল্প র বোকামি দেখে? হুজুগে বাংগালী
চোখে পানি এসে গেলো...........
বাবু ভাই আপনি এমন অভিনয় করেছেন হৃদয় ছুঁয়ে গেছে
সত্যি বাবা তুমি মহৎ,,এই hridoy er কাবায় প্রত্তেক বাবার স্থান,,,,,,বাব তুমি মহান,,
সত্যি অতুলনীয়। হৃদয় ছুয়ে গেলো। পৃথিবীতে বাবা-মায়ের মত আপন কেউ হয়না।নিজের জীবন বাজি রেখে শত কষ্টের মাঝেও সন্তানের ইচ্ছা পূরণ করার মানুষটি হলেন বাবা। miss you baba.
বাবা মা এতো মহান তারা যে কেনো কিছুর বিনিময়ে যা চাও তা যোগার করে দিবে যেতো ক্রাইসিস থাকুক না কেনো love you baba
চোখে পানি চলে আসলো,আমাদের সমাজে কিছূ মানুষ ভীষণ বড়লোক ,আবার কিছু মানুষ দুবেলা ঠিক ভাবে খেতে পায়না।বাস্তব বড়ো কঠিন।
আমিও একজন বাবা, কখনো পূরণীয়, কখনো অপূরণীয় !
কিন্তু হার মানিনী কখনো সন্তানের কোন আব্দারীও প্রয়োজনে !!
বাবারা সব পারে, পারতে হয় !
আর বাবাদের চেয়ে বড় অভিনেতা ভুবনে কেউ নেই !!
কস্ট লাগলো দেখে..... মানুষের জীবনও এমন..... হয় । আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি 😢😢😢
Good comment vi
সত্যিই অসাধারণ, যার বাবা নেই সেই বুঝে বাবা কি, থাকতে বুঝার দরকার ।
বাবা'কে নিয়ে কিছু লিখতে গেলে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু
বাবার কথা মনে পরলে চোখের পানি আসতে এক্টুও সময় লাগে না।।
সালাম জানাই সকল বাবাদের
Auntor boss একদম ঠিক
এই ভাই এদিকে আসেন,এই ডাকটা তখন একজন বাবার জন্য শ্রেষ্ঠ সময়
নাটকটা দেখতে দেখতে কখন যে চেখে জল আসলো বুজতেই পারিনি।
😢😢😢😢😢😢😢😢😢😢 love you baba😢😢😢😢😢😢😢😢
Brother r8
আমি ও কেদেছি ভাই
পৃথিবীর সমস্ত বাবারা তাদের সন্তানদের জন্য এরকমটাই করে।
হয়তো আমরা সমস্ত সন্তানদের চোখের আরালে।
পৃথিবীর সমস্ত বাবাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে স্যালুট।
তাই আসুন আমরা আমাদের সবার বাবা/মা কে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আকড়ে রাখি। ঠিক যেমনটা ছোটবেলায় তারা করেছিল আমাদের জন্য।
Amio
কি বলবো ভাষা হাৱিয়ে ফেলেছি, হে আল্লাহ তুমি সবাইকে ভাল ৱেখো
সব বাবা হয়তো হারে না.... তবে কিছু বাবা নিজেও হারে সন্তানকেও হারিয়ে দেয়....... তবুও সব বাবাদেরই ভালো রাখুক আল্লাহ...
একথা বলার কারণ কি
😭
অসাধারন একটা নাটক .আসলেই বাস্তবটা অনেক কঠিক দুনিয়াতে টাকা ছারা কারো মূল্য নেই 👍👍😭 নাটকের পরিচালকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য .
ধন্যবাদ দেখার জন্য
I love you baba😘😘😘😘
tnx
আমার বাবা গেছে..2 বছর হলো ...বাবার জন্য তো কিছু করতে পারিনাই ....মা আছে ....মায়ের জন্য যেনো কিছু করতে পারি ..সবাই দোয়া করবেন......
Same to you
@@sonyaakter5954Very sad ..ki kori
@@sonyaakter5954 fb ache
sme ree bhai...😥😥
ইনশাআল্লাহ।।।
মাশাআল্লাহ কি অসাধারণ প্রতিভা দিয়েছে ছোঠ মামণি টা কে,
এতো সুন্দর অভিনয় সবার খুবি ভালো লাগলো।।
Thanks this is her I'd facebook.com/ariya.arittra
পিচ্চি মেয়েটার অসাধারণ অভিনয়,মন ছুয়ে যায়....।
Thanks this is her I'd facebook.com/ariya.arittra
ধন্যবাদ।
পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একজনও নেই।।
তাহলে রাস্তায় যেসব শীশু পাওয়া যায় সেগুলো কি খেজুর গাছ থেকে টুপ করে খসে পরে?
আছে খারাপ বাবা! আমাদের শহীদ আঙ্কেল অনেক খারাপ একটা বাবা
চোখের কোনে পানি এসে গেলো,😭😭😭😭
যারা ডিক্স লাইক দিয়েছি,তার প্রন্ন দেখে অভবস্ত তারা আবেগের কি বুঝবে,,
আমার ত বাবা নেই মার কাছে সুনেছি আর সবাই বলে আমার ৬ মাসের সময় বাবা মারা যান,,,আমার বাবার জন্য সবাই দোয়া করবেন,,, আল্লাহ যেন জান্নাত বাসি করেন আমিন,
আমিন
Amin
শুধু সব বাবারাই এরকম নয়,,
অনেক ছেলেড়াও এরকম হয়,, মাঝে মাঝে চিন্তা করি, যদি
বাবারা না থাকত,,তাহলে আমাদের যে,
কি হত জানিনা,,,সত্যি অসাধারণ নাটক,,
বাবা না থাকলে আপনিও আসতেন না পৃথিবীতে।
খুব ইমোসনাল নাটক। যারা ডিসলাইক দিল তাদের মনুসত্য নেই। মেয়েটির অভিনয় অসাধারণ
R8
টুপুর এর অভিনয়টা অসাধারন।
ফজলুর রহমান মানেই স্পেশাল কিছু।
Thanks this is her I'd facebook.com/ariya.arittra
Fhhobf
গা শিউরে উঠা একটি নাটক!
অশেষ সালাম সবাইকে এরকম বাস্তব বাদী একটি নাটক উপহার দেয়ার জন্য।
একজন বাবা তার ছেলে মেয়েদের আল্লাদ- ইচ্ছা পূরন করতে পৃথীবীর সকল কাজ করতে রাজি। তার যত কষ্ট বেদনা হোক সে তা সহ্য করেও তা করে।
নাটক টা অনেক সুন্দর,, অসাধারণ গরিবদের বাস্তব জিবনের কাহিনী,,,
আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো।
এতটুকু মেয়ে এত অসাধারণ অভিনয় করলো আমি সত্যি অভিভূত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার প্রাপ্য 💚
Thanks this is her I'd
facebook.com/ariya.arittra
গরিবের সপ্ন গুলো সৃর্যকে স্পর্শ করার মত, যা শুধু কল্পনা করা যায়,বাস্তবে পৃরুন করা যায় না...বাস্তব জীবনের গল্প, মেয়েটার অভিনয়টা অসাধারণ,👌👌👌👌
Nabila Sultana right
right.
Nabila Sultana hi
Saik Rubel Ruel hi
বাছতোব ভড়ো কঠিন
অনেক অনেক ভালো লাগলো। বাবা পৃথিবীর সবচেয়ে বড় সৈনিক। যে নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার যোগায়।
এমন একটা শর্ট ফিল্ম দেখে সত্যিই আমার চোখের পানি আর ধরে রাখতে পারলামনা । আল্লাহ্পাক যেন এমন কষ্টে কোন বাবা মাকে না রাখেন ।
ধন্যবাদ স্যার অনেক সুন্দর একটা শর্ট ফিল্ম। আসলে বাবারা এমনই হয়,কখনো তারা সন্তানের সুখের জন্য পিছপা হয় না। হৃদয় থেকে ভালোবাসা সকল বাবা দের জন্য..... @@@লাভ ইউ বাবা
@@@
অসাধারন,,,,ফজলুর রহমান বাবু তার অভিনয় দেখলে মোনে হয়না সে অভিনয় করতেছে এতো নিখুত অভিনয়! শিশু মেয়েটা ও চমৎকার অভিনয় করছে!
ধন্যবাদ
Md.dBabu Kuwait
Prottek Meyer jonno ei rokom ekjon baba chai.
প্রথমত ধন্যবাদ জানাই এত সুন্দর গল্প লেখার জন্য গল্পকারকে।দ্বিতীয়ত,পরিচালক কে যে এত মেধা দিয়ে পরিচালনা করেছে আর তৃতীয়ত ফজলুল রহমান বাবু সাহেব যার অতুলনীয় অভিনয়ের জন্য।বাচ্চা মেয়েটাও অসাধারন অভিনয় করেছে।সব মিলিয়ে ভালো একটা প্যাকেজ।
অসাধারন কনসেপ্ট যা সব সময় আমাদের সমাজে ঘটে যাচ্ছে , মেয়েটা র অভিনয় প্রতিভা অসাধারণ আর বাবু স্যার এর কথা কি বলবো, মনেই হয়না যে ক্যামেরা চলছে, চরত্রে র ভিতরে ঢুকে যান উনি এ জন্য উনার অভিনয় মন জয় করা।
আপনাদের পুরা টিমকে আমার অভিনন্দন ।
Thanks this is her I'd
facebook.com/ariya.arittra
হে আল্লাহ আমার বাবা মাকে বেশি বেশি সেবা করার তৌফিক দান করুন
Got I love you
@@MdSabbir-kq5iy গট got না এবং গড god ও না। ONLY Allah
নাটকটা দেখে অনেক অনেক কস্ট পায় ছি একেই বলে বাবা
তুমাকে ধন্যবাদ ভাই
কে
এত্য নিখুত তোমাদের অভিনয়।সত্যি তোমরা বাস্তব জীবন তুলে ধরেছো।আসাধারন....
ফজলুর রহমান বাবু আমার খুব প্রিয় একজন অভিনেতা💜।খুবই সুন্দর হয়েছে নাটকটা✌,সত্যি বলতে চোখের পানি ধরে রাখতে পারিনি😭।
পিচ্ছিটাকে জাতীয় চলচিত্র পুরষ্কার দেওয়া উচিত।
আর বাবু ভাইয়ার কথা কি আর করবো।
অনেক কান্না করলাম।
যার বাবা নে সে বুঝে বাবা চেয়ে পৃথিবীতে আপন কেউ নেই, i love you baba i miss you so much
I love abbu
আমার খুব কষ্ট হয় আমার বাবাও নেই মাও নেই,এই পৃথিবীতে আমি একা,
miss baba
বরাবরের মতই ফজলুর রহমান বাবু ভাইয়ের অভিনয় অসাধারণ। অনেক পেইনফোল গল্প। বাবু টার অভিনয় দারুন হইছে।
ধন্যবাদ
পোলাও মাংস ২ দেখতে চাই,,
জানিনা কেনো যেনো হঠাৎ করেই চোখ পানি চলে এসেছে নাটকটি দেখাতে 💯 Allah jeno prithibir sokol babake sustho rakhen,amin
I love you baba.রক্ত দিয়েও তোমার ঋন শোধ করতে পারবো না ।💜😢😭
😓😓😓
Right
আমাদের দেশে এমন অনেক পরিবার আছে, যারা বছরে দুই ঈদে ও তারা এই পোলাও মাংস খেতে পারে না, সত্যি অসাধারণ একটি নাটক
AYNAL HQUE তারা অলস
তারা অলস না ভাই তারা কাজ পায়না...। আমরা তা দেখিনা....। আমরা তাদের ঘরেও গিয়ে দেখিনা যে তারা কি খাচ্চে...। দয়া করে না বুঝে কথা বলবেন না পারলে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করুন আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ
এরকম আরো শর্টফিল্ম দরকার যা মানুষের মনকে নরম করে দেয়।ফজলুর রহমান বাবু ওনার অভিনয় সবসময়ই সুন্দর হয়। বিশেষ করে মেয়েটার অভিনয় চমৎকার ছিল।
Thanks this is her I'd facebook.com/ariya.arittra
ফজলুল রহমান বাবু ,উনি সব ,সময়ই বাস্তব, জীবনের কাহিনী, তোলে ধরেন
নাটক টির শেষ করতে পারি নি, কারন এর আগেই চোখে পানি এসে গেলো, ধন্যবাদ জানাই পরিচালক ও আমার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই কে।
এই নাটকের পরিচালকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তবে হ্যা আমরা আশায় থাকবো যেন এই রকম অসাধারণ কাজ আমাদের উপহার দিতে পারেন।।।। সত্তিই খুব অসাধারন।
পরিচালক এবং “রেইন ফিল্মস” এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
বাবা তুমি আমার জন্য পোলাও মাংস আনছো। অসাধারন ছিল
Love u baba
ফজলুর রহমান বাবু মানেই সম্পদে ভরপুর যে বাংলাকে করেছে আরো সম্মানিত।। বাবু মানেই সেরাদের কাতারের সেরা।।।
বেচে থাকুক প্রত্যেকটা বাবা, বেচে থাকুক বাবাদের ভালোবাসা।।।
সম্মান আপনার জন্য"ফজলুর রহমান বাবু ভাই"
এক সময় আমি অনেক টাকা খরচ করেছি বা করতাম,এখন বাবা হওয়ার পরে অনেক কিছুই ত্যাগ করতে হয়,বাচ্চার জন্য।
💞
আপনি ও আমার মত ভাই
কিছু কিছু শর্টফিল্ম দেখে চোখে পানি ধরে রাখা যায় না,অসাধারণ অভিনয় করেছে মেয়ে টা.. 😢
tania rahman akie মেটাতো ভালো ওভিনয় করছে কিম্তু এটা অাবার কি রকোম সাটোক এইলোক টাকি কাজ করে খেতে পারেনা কাজকরলে কি ভাতের ওভাব নাকি
sagor khan এটাও ভাবনার বিষয়,,, নাটকেই এগুলো হয় ভাই...
sagor khan Vai vastobota manush k Amon porikkahi fela ar aikhane akdin er kahini bola hoisa so apni kmne janen Lok ta kaj Kore kina
😂🤣
apa acen tahole ekhane welcome
এই শর্ট ফিল্ম দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না সত্যি অসাধারণ এ সমাজের বাস্তব করুন এই চিত্র মানুষ মানুষের আজ কত ভেদাভেদ কেউ দৈনন্দিন কত খাবার নষ্ট করে আর কেউ এক মুঠো খাবার পায় না ধন্যবাদ আপনাকে আপনি এ সমাজের করুণ চিত্র টাকে ফুটিয়ে তোলার জন্য আর সেই সাথে আরিয়াকে জানাচ্ছি অজস্র ভালবাসা এবং দোয়া মাশাআল্লাহ মামনি তুমি অনেক সুন্দর অভিনয় করেছো
আপনাকেও অনেক ধন্যবাদ
Very very hard
বাবু ভাই বাংলাদেশের সবচেয়ে শক্তিমান অভিনেতা।
সম্মান জানাই সকল খাবারের প্রতি। বাবারা নিজেদের জীবনের সুখ আহলাদ সব ত্যাগ করে সারা দিন কেটে যায় শুধুমাত্র পরিবারের জন্য।
চোখের পানি সত্যিই ধরে রাখতে পারিনি।।। কলিজাটা ফেটে কান্না আসতেছে।।।।
Same happened to me.
আমাদের মাঝে হাজারো অসহায় বঞ্চিত মানুষ না খেয়ে জীবন কাটায়,আমরাই পারি তাদের পাশে দাড়াতে,আসুন এক এক করে সবাই গরিব দুঃখিদের পাশে দাঁড়ায়
অসাধারন শর্টফিল্ম। রেইন ফিল্মস এর পথচলাকে স্বাগত জানাচ্ছি।
babu via is the great caters.
ধন্যবাদ হাজারবার।অভিনয় এমনই হওয়া চাই যার আড়ালে নৈতিক শিক্ষা থাকবে।বিবেক জাগ্রত করবে।তবেইতো অভিনয় স্বার্থক।
😥😥😥😥😥😥 মা বাবা,,,, আমি আমার কান্না থামাতে পারছিনা। ইয়া আল্লাহ্ পাক আপনি কোন শিশু কে এমন মা হারা করবেন না মালিক।
সত্যি অসাধারণ মেয়েটা, এটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,কে কে আছো
😭
অসাধারন একটি নাটক,বাবারা কখনো হার মানে না!সব বাবা চায় তার সন্তান যেন সুখে থাকে.... মেয়েটির অভিনয় খুব ভালো!
Thanks this is her I'd
facebook.com/ariya.arittra
স্যালুট ফজলুর রহমান বাবু স্যার।
আপনার অভিনয় বলার অপেক্ষা রাখে না।কি সুন্দর আপনার বাচনভঙ্গি।
আমার আব্বা ও অনেক কষ্ট করে আমাদের পরিবারের প্রত্যেককে খাবার সহ প্রত্যেকটি জিনিস এর নিশ্চয়তা দিয়ে থাকে। আব্বা জান তুমি সুপার ম্যান তুমি আমাদের সব।
আমি কাতারে তাকি আমার একা মেয়ে, এখন পর্যন্ত আমি আমার মেয়েটাকে দেখি নাই. এই নাটকটা দেখে আমার মেয়ের কথা অনেক মনে হচ্ছে. আমার জীবনের প্রথমবার এই নাটক টা দেখে অনেক কেদেছি
Baiya apnar wife kothay
Baiya apnar wife kothay
Apner meyeke anek doya janai. Se jeno bhalo thake.
ভালবাসার এক নাম ফজলুর রহমান বাবু ভাই। অাল্লাহ অাপনাকে নেক হায়াত দান করুক। অাপনার মতো লোকেরা অাছে বলেই এখনো মানুষ সামাজিক নাটক দেখে। তাছাড়া তো সবাই শুধু প্রেম অার হাসির নাটক নিয়ে ব্যস্ত।
এই ভিডিওটা দেখে অনেক কান্না করছি।
কত মানুষ আছে এই ভাবে ভাবতে শরিরটা শিহরে উঠে, কতশত মানুষ খাওয়ার জন্য মরে যাচ্ছে।
দারিদ্র্যতার কিছু অংশ ফুটে উঠেছে, আসুন আমরা সাধ্যমতো পাশের হত দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই।
এমন একটা শর্টফিল্মেও যারা ডিস লাইক দেয় তারা কেমন মানুষ খুব জানতে ইচ্ছে করে 👎👎
Ashikujjaman Tusher ora manus na kuta
Tara asla buja na tara buja suthu manuser kosto dhakha
Aomanush
@@theboiii5874 ddg hula tty fghjkfggjyt...yioxvn
@Sobuz right
আমরা মধ্যবিত্ত! আমরা অভাব টা খুব কাছ থেকে দেখতে পাই!
মধ্যবিত্ত না আপনি গরীব like আমি। মধ্যবিত্ত ওরা যারা বড়লোক না কিন্তু অভাব ও নেই।
অসাধারণ নাটকটা দেখে ঘুম কেটে গেল। কতদিন পর একটি রিয়েল নাটক দেখলাম। বাবু ও মামণির জন্য অনেক দোয়া রইল আমাদের যেন এরকম নাটক উপহার দিতে পারে। চোখের পানি ধরে রাখতে পারছিনা। অসাধারণ একশোতে একশো দশ।
এ ভাই এদিকে আসেন ঠিক এমন একটা ডাকের জন্য বসে থাকতাম,
আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে এখন ওনেক ভালো আছি অন্তত না খেয়ে থাকতে হয়না😒😒😒
It’s a nice short film. It’s very heart touching. I was very emotional while watching. I’m very grateful to the writer, producer and actors for creating such a wonderful film.
Pricila New York আপনি কি বাংলাদেশী?
পৃথীবিতে বাবারাই হলো সন্তানদের মাথার উপরের ছাঁদ। বাবারা কখনো হারতে শিখেনি।
বাবা ও বাবা তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি
দারুন
চোখের জলটা ধরে রাখতে পারলাম না।বাবা-মা কে খুব মিছ করছি,😥😥😥আসুন আমরা আমাদের সামর্থমত এইসব অসহায় বাচ্চা/মানুষের পাশে দাঁরাই।
সত্যি বাবার কোনো তুলনা হয় না। সবাই মায়ের ভালোবাসা টাকেই দেখে। কিন্তু তার পিছনে বাবার সেক্রিফাইজ টা কারো চোখে পড়ে না।
Right
Right
Best movie in my life😭😭😭😭
Amar baba r shathe mil ase😯😯
My baba is the best baba in the world ❤❤❤❤❤❤❤
Shahin Mridha
প্রথমে পরিচালক কে ধন্যবাদ জানাই, গরীবের দুঃখ কষ্টগুলা তুলে ধরার জন্য এবং আমাদের কে অসাধারণ একটি নাটক উপহার দেওয়ার জন্য।
পরিচালকের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ
ফজলুর রহমান বাবু একজন অসাধারণ অভিনেতা, সত্যি বলতে বাবা কি জিনিস এই সর্ট ফিল্মটা দেখে উপলব্ধি করতে পারলাম। ছোট বাবুটা অসাধারণ অভিনয় করেছে। Sabrina anjum Mim এই কমেন্টটা স্মৃতিতে রেখে গেলাম।😊
কান্না করে দিয়েছি😭অনেক ভালো লেগেছে😍👌
nayes
আমার জীবনের দেখা সবথেকে সেরা নাটক। নাটকটি দেখার পরে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কারণ আমার বাবা বেচে নাই । আমার বাবা বেঁচে থাকলে এই নাটকটি থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে বাবার সেবা করার সুযোগ পেতাম।
Mehedi Hasan আমার তো বাবা না বাবা কে অনেক ভালবাসা
Mehedi Hasan is it true 😭😭😭😭 but time will never come back again 😭 im so sorry my baba
অসাধারন একটি গল্প। কার সাধ্য আছে এইটি দেখার পর চোখের পানি আটকে রাখবে?
Amr cokhe pani ase ni
Amar ase
Amar asini . Kinto kosto hoyeche khub.
আমি পেরেছি
আমার বেলায় এই কষ্ট হয়ে ছিল
বলার মতো কিছুই পাই না,অসাধারণ, কোনো সাধারণ মানুষের পক্ষে এইটা করা সম্ভব না,এতো নিখুঁত অভিনয়, স্যালুট ভাই আপনাকে,
পিচ্চি মেয়েটার অভিনয় ছিল অসাধারণ 😲
Thanks this is her I'd facebook.com/ariya.arittra
বাবা অনেক ভালোবাসি তোমাকে 💕
I love too natok
I love too natok
I love my baba
বাবারা কখনো হারে না!!
নাটিকাটিকে অসাধারন বললেও হয়তো কম হয়ে যাবে।
mahfuj hasan ঠিক বলছেন"আমার বাবাও মানুষের বাডিতে কাজ করে এমনি করে খানা আইনা খাওয়াইছে আজ আমার বাবা নেই """"কিন্ত আমার চারিদিগে খাওয়া আছে বাবাকে খাওয়াতে পারি না"
james 2000 আল্লাহ দেখবেন আপনার বাবাকে ইনশাআল্লাহ! আপনি তার জন্যে শুধু নিশ্যাসে নিশ্যাসে দুয়া করেন, তার জন্যে এটাই এখন অনেক বড় পাওয়া হবে!
সাপে না কামড়ালে যেমন সাপের ব্যাথা অনুভপ করা যায়না তেমনি বাবার স্নেহ, ভালবাসা, আদর যেকি তা তখনই অনুভপ করা যায় যখন সে নিযে বাবা হয়।আমি সকল সন্তন কেই বলবো সময় থাকতে বাবাকে মুল্যায়ন করুন। মায়ের পাশাপাশি বাবার অবদানকে কখনও ছোট করে দেখবেন না।পৃথিবির সকল বাবাকেই যেন আল্লাহ ভাল রাখেন।