হাডুডু বা কাবাডি খেলার বিস্তারিত নিয়ম||জেনে নিন মাঠের পরিমাপ, সময় এবং score করার পদ্ধতি||
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- হাডুডু বা কাবাডি খেলার বিস্তারিত নিয়ম||জেনে নিন মাঠের পরিমাপ, সময় এবং score করার পদ্ধতি||
মাঠঃ কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় ১১ মিটার এবং চওড়ায় ৮ মিটার হয়। খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে। এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে। মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে ১ মিটার দূরে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয়।
সদস্যঃ প্রতি দলে ১২ জন খেলোয়াড় অংশ নেয়। কিন্তু প্রতি দলের ৭ জন খেলোয়াড় একসাথে মাঠে নামে। বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে। খেলা চলাকালীন সর্বাধিক তিন জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে।
সময়ঃ ৫ মিনিট বিরতি সহ দুই অর্ধে পুরুষদের ২৫ মিনিট করে এবং মেয়েদের ২০ মিনিট করে খেলা হবে। খেলা শেষে যেই দল বেশি পয়েন্ট পাবে সেই দলই জয়ী হবে। দুদলের পয়েন্ট সমান হলে দুঅর্ধে আরও ৫ মিনিট করে খেলা হবে। এরপরেও যদি পয়েন্ট সমান থাকে তবে যে দল প্রথম পয়েন্ট অর্জন করেছিল সে দলই জয়ী হবে।
পয়েন্টঃ যদি কোন খেলোয়াড় মাঠের বাহিরে চলে যায় তাহলে সে আউট হবে। এভাবে একটি দলের সবাই আউট হলে বিপক্ষ দল একটি লোনা(অতিরিক্ত ২ পয়েন্ট) পাবে। মধ্যরেখা থেকে দম নিয়ে বিপক্ষ দলের কোন খেলোয়াড়কে(একাধিক হতে পারে)স্পর্শ করে এক নিঃশাসে নিরাপদে নিজেদের কোর্টে ফিরে আসতে পারলে, যাদের কে স্পর্শ করবে সে বা তারা কয় জনই আউট হবে। এভাবে যতজন আউট হবে তাদের প্রত্যেকের জন্য এক পয়েন্ট পাওয়া যাবে।
সতর্কতাঃ এক নিঃশাসে স্পষ্ট ভাবে পুণঃপুণঃ কাবাডি বলে ডাক দেওয়াকে "দম নেওয়া" বলে। এই দম মধ্যরেখা থেকে শুরু করতে হবে।বিপক্ষ কোর্টে একসাথে একাধিক আক্রমণকারী যেতে পারবে না। কোন আক্রমণকারী বিপক্ষ দলের কোর্টে দম হারালে এবং বিপক্ষ দলের খেলোয়াড় তাকে স্পর্শ করতে পারলে সে আক্রমণকারী আউট বলে গণ্য হবে।
#hadudukhela #foryou #information #rules #games
It was Informative.Carry on!
😂 ok ok
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য আমরা শোকাহত 😢
সো নাইস দাদা! আপনার ভিডিও আমার অসাধারণ লাগে! অনেক অনেক শুভকামনা! ❤️
ধন্যবাদ ❤️ বন্ধু
এই ভিডিও দেখে অনেক কিছু শিখা যায়
অনেক ধন্যবাদ আপনাকে।❤️
Very good
Vlo laglo
Thankyou
Opppppppppppppp😮😮😮😮😮
Awesome video. Keep going 😁
Thank you so much 😁❤
কাবাডি খেলার সময়কাল কত
কাবাডি খেলার সময়কাল সাধারণত ৪০ মিনিটের হয়। ম্যাচটি দুটি অর্ধে বিভক্ত থাকে, প্রতিটি অর্ধের সময় ২০ মিনিট। দুই অর্ধের মাঝে ৫ মিনিটের বিরতি দেওয়া হয়।
After One year:)
Yeap 😊❤️
Vaiya bonas point kivabe neoya jay na kivabe bonas point hoy
অপর দলের কোর্ট এর লাস্ট লাইন touch করে ফিরে আসতে পারলে বোনাস পয়েন্ট পাবেন।
hadudu kabadi ak noy