EP 6 || Gangotri Dham || Uttarkashi থেকে Gangotri যাত্রা || Harsil || Chardham 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 848

  • @AnindyasTravelogue
    @AnindyasTravelogue  Год назад +9

    এই সিরিজের অন্যান্য ভিডিওগুলির Playlist Link -
    ruclips.net/p/PLKA_QKcJDDQizC4967ndZYgl-IXR8YBON

  • @mridulabhattacharjee4202
    @mridulabhattacharjee4202 Год назад +4

    অপূর্ব অসাধারণ দৃশ্য আপনার জন্য দেখতে পাই অনেক ধন্যবাদ

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Год назад +6

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤❤❤
    (Pranab Traveller's)

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee Год назад +2

    Excellent excellent excellent 👌

  • @sumantamukherjee8441
    @sumantamukherjee8441 Год назад +4

    দাদা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পেলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে ইশ্বরের কাছে আপনার এবং বউদিদিমণির সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি । আপনার এবং বউদিদিমণির আকর্ষণীয় ব্যক্তিত্ব যেন সারা জীবন বজায় থাকে আনন্দে থাকুন সুস্থ সবল থাকুন ইশ্বরের কাছে এটাও প্রার্থনা করছি

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে এইভাবেই উৎসাহিত করার জন্য 🙏

  • @atanughosh3193
    @atanughosh3193 Год назад +1

    Excellent👍

  • @aparnasengupta3593
    @aparnasengupta3593 8 месяцев назад +2

    Jai Ma Gange🙏
    Jai Ho Gangotri Dham ki 🙏

  • @sucharitalatu6662
    @sucharitalatu6662 Год назад +2

    প্রত্যেকটা সিরিজ দেখি। ভীষন ভীষন ভালো লাগে।

  • @sudiptabhattacharya4549
    @sudiptabhattacharya4549 7 месяцев назад +2

    ভিডিও দেখে মন ভরে গেল। বিস্তারিত বিবরণ সহ প্রাণ প্রাচুর্যে ভরপুর ভিডিও। খুব ভালো দর্শন করলাম আপনার জন্য। অনেক ধন্যবাদ।

  • @mrittikaganguly4492
    @mrittikaganguly4492 Год назад +4

    অপূর্ব সুন্দর। ঘরে বসে মা গঙ্গোত্রীকে আমার শতকোটি প্রনাম জানাই। ভিডিও টি এতো সুন্দর দেখে মন ভরে গেলো। 🙏🙏

  • @AbhishekDolui-v2g
    @AbhishekDolui-v2g 7 месяцев назад +1

    Khub khub valo legeche ......sob video guloi khub valo

  • @shibanibiswas217
    @shibanibiswas217 8 месяцев назад +2

    আজ মন ভরে গেল দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনে… এত সুন্দর করে অপূর্ব বাচনভঙ্গিতে যখন বলছিলেন মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্যাবলী❤…প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিক যোগ সম্পূর্ণ হয়েছে বলেই ভ্রমণ আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়… দাদাভাইয়ের এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত❤ চলার পথের পাহাড়, নদী, আকাশ আর সবুজ গাছ সবমিলিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য … পাশে বয়ে চলা উচ্ছ্বল গঙ্গা আর ডানপাশের প্রাকৃতিক দৃশ্য বৌদিভাই ক্যামেরা বন্দী করেছে দুর্দান্ত ভাবে..❤মানেরি -তে ড্যাম , হরশিলের সৌন্দর্য ,গঙ্গোত্রী মাতার মন্দির, আরতি, সূর্যকুন্ড ও তার অপরূপ প্রাকৃতিক ভাস্কর্য যার ভৌগোলিক ও ধর্মীয় ব্যাখ্যা ও পঞ্চপ্রয়াগ সম্পর্কে দাদাভাইয়ের বিস্তারিত বর্ণনায় জানলাম অনেক কিছুই… ❤
    আবহসঙ্গীত, অপূর্ব ভিডিওগ্রাফি আর অনবদ্য পরিবেশনায় অসাধারণ লাগল ভিডিওটি…❤দাদাভাই আর বৌদিভাইয়ের জন্য একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  8 месяцев назад +1

      অসংখ্য ধন্যবাদ জানাই 🙏

  • @tandraghosh9359
    @tandraghosh9359 7 месяцев назад +1

    অসাধারণ, আপনাদের চোখ দিয়ে আমি মন ভরে দেখলাম।

  • @PrasantaParui-v4q
    @PrasantaParui-v4q Год назад +1

    খুব ভালো লাগল ।অতুলনীয় বক্তব্য পরিষ্কার বোঝা গেল ।

  • @01souravbanerjee
    @01souravbanerjee Год назад +1

    জয় মা গঙ্গা
    🌺🌺🌺🌺
    Beautiful imagination
    প্রায় শেষ থেকে একেবারে উৎপত্তি স্থল।

  • @parthakumardutta2939
    @parthakumardutta2939 7 месяцев назад +1

    Khub-sundor-uposthapona-hoeche-Namami-Gange.koti-pronam.

  • @janmenjoydas6291
    @janmenjoydas6291 Год назад +1

    খুব সুন্দর বর্ণনা।
    খুব ভালো লাগলো।
    হর হর গঙ্গে

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Год назад +4

    বাংলা ভাষার উপর আপনার দ্ক্ষতা সত্যিই চোখে পড়ার মতো। খুব সুন্দর উপস্থাপনা। দারুন লাগল👍

  • @sukhendas2371
    @sukhendas2371 Год назад +1

    কি বলবো,যে ভাবে দেখালেন মা গঙ্গাকে 🙏🙏🙏 মনে হলো আপনার সাথে দশন কিরলাম।

  • @anjanadey8789
    @anjanadey8789 7 месяцев назад +1

    Joy maa ganga🙏🙏🙏🙏

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 Год назад +1

    অপূর্ব সুন্দর বিস্ময় সৃষ্টিকারী ,
    মন! তুমি এখানে ই প্রকাশিত হ ও।

  • @mahaprabhu1008
    @mahaprabhu1008 7 месяцев назад +1

    ❤গতবছর ই আপনাদের এই ব্লগ টা দেখেছিলাম আজ আবার দেখলাম, খুবই সুন্দর লাগল 1996সালের ঘোরার স্মৃতিচারণ করলাম, তখন এত দোকানপাট ছিল না,গঙ্গার অপর পাড়ে ছিলাম একটা বাড়ীতে সেই স্মৃতি আজ ও অমলিন।

  • @NamitaBiswas-dw6sc
    @NamitaBiswas-dw6sc 7 месяцев назад +1

    অনবদ‌্য

  • @suparnamondal2607
    @suparnamondal2607 7 месяцев назад +1

    Joy Maa Gangotri

  • @susmitanandy4750
    @susmitanandy4750 7 месяцев назад +1

    অপূর্ব

  • @uttrapal3786
    @uttrapal3786 Год назад +1

    তোমরা অনেক পুণ্যকর্ম করে ছিলে তাই এত জায়গা দেখতে পারছো। আমরা ঘরে বসে তোমাদের মাধ্যমে দেখলাম। মন ভরে গেল।

    • @lilynag9168
      @lilynag9168 7 месяцев назад

      তোমাদের ভিডিও গুলো অসাধারণ মন ভরে গেল ।

  • @karunamoymukherjee5141
    @karunamoymukherjee5141 10 месяцев назад +1

    খুব ভালো লাগল। আপনার বান্ধবগড় ভ্রমণ ও খুবই ভালো।

  • @srilekhabhattacharyya2656
    @srilekhabhattacharyya2656 7 месяцев назад +1

    Moñ bhare gelo Ki chamatkar biboran den apni!Apnara dujan Ma Gangar kripa peyechhe.Jay ma Ganga.

  • @manishakar833
    @manishakar833 7 месяцев назад +1

    Daruuuuuuun

  • @reshmiray586
    @reshmiray586 2 месяца назад

    খুব ভালো লাগল ।গঙ্গোত্রী যাবার ইচ্ছা আছে।আপনার video টি সত্যি খুব helpful.

  • @srabanisarkar269
    @srabanisarkar269 Год назад +1

    Mugdho hoe dekhlam ...sunlam..pouche gelam pobitro gongotri dham🙏🙏

  • @RathindraNathSengupta-zq5dz
    @RathindraNathSengupta-zq5dz 8 месяцев назад +1

    আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে গঙ্গোত্রী দর্শন হলো ।

  • @adityakumarroy8309
    @adityakumarroy8309 Год назад +1

    মন আপ্লুত। বেচে থাক হিমালয়, বেচে থাক গঙ্গা, রক্ষা করুক ভারতীয় সংস্কৃতি ও মানব সভ‍্যতাকে। অনিন্দ‍্যদা আর বুবুদিকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অসাধারণ ব্লগের মাধ্যমে আমাদের প্রকৃতি ও ভারতীয় ইতিহাসের সাথে খুব সুন্দর ভাবে পরিচয় করিয়ে দেবার জন্য।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 🙏

  • @pareshbanerjee8213
    @pareshbanerjee8213 Год назад +1

    Dada ja apnar kalyane dekhlam, mon shantite vore gelo. Joy Gangotri Ma.

    • @sanjaysahu3110
      @sanjaysahu3110 Год назад

      MON HOATO SHANTITE VORE GALO KINTU APNI EKHANE JAOAR ANUBHUTI TA BUJHTE PARBEN NA JADI JAN TAHOHLE PARTHAKYA TA BUJHTE PARBEN. JADI SAMBHAB HOY CHOLE JAN. R OKHAN THEKE SUDARSAN PARBAT DEKHA JAI JETA ANINDA BABU MISS KORECHEN JADI DEKHATEN KHUB BHALO LAGTO. R GOMUKH TO R EK ASCHARJA ANUBHUTI. ABEG PROBAN HOYE PORCHI.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Год назад

    Wow amazing video sharing 👌❤ darun laglo 👍

  • @suchanabiswas2237
    @suchanabiswas2237 Год назад +5

    অসামান্য প্রাকৃতিক দৃশ্য, গঙ্গোত্রীর ধর্মীয় মাহাত্ম্য আর আপনাদের যৌথ আন্তরিক উপস্থাপনা সবমিলিয়ে আজকের ভিডিও দেখে মন ভরে গেল।

  • @exploremanoj
    @exploremanoj 7 месяцев назад +1

    আপনার ভিডিও দেখে বলার কিছু থাকে না। ডিটেইলস দেখা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাদের।

  • @sanjitsarkar5905
    @sanjitsarkar5905 Год назад

    খুব ভাল পরিবেশনা...অসাধারণ কন্ঠ আপনার। বুবু দিদিও খুব সাবলীল, ভীষণ ভাল।

  • @anupdasgupta3450
    @anupdasgupta3450 Год назад

    🎉 বলেন খুবই ভাল , তার সাথে অপূর্ব সুন্দর দৃশ্য পট । 🙏🌷

  • @mitaghosh5962
    @mitaghosh5962 Год назад

    জয় মা গঙ্গা।🙏🙏🙏🙏🙏🙏ভিডিওটি দারুন লাগলো। ঘরে বসে আপনার মাধ্যমে গঙ্গওত্রঈ দর্শন হয়ে গেল।

  • @sarmisthaacharya697
    @sarmisthaacharya697 Год назад

    অপূর্ব !!! অসাধারণ !!! বললেও কম বলা হয়। যাক আপনার চোখ দিয়ে আমাদেরও দেখা হল !! হিমালয় না টানলে যাওয়া হয় না !!! তবু তো দেখা হয়ে যাচ্ছে ' দেবি সুরেশ্বরী ভগবতী গঙ্গে
    ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে..... 👍👍👍👍🌹🌹🌹

  • @samirbhattacharya3061
    @samirbhattacharya3061 Год назад +2

    অপূর্ব, অসাধারণ আর ভাষা জানা নেই। আপনারা দীর্ঘজীবী হোন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ।

  • @malayroy8249
    @malayroy8249 Год назад

    এককথায় সবমিলিয়ে অসাধারণ coverage. 👍🏻👍🏻

  • @prabirkumarbasu1447
    @prabirkumarbasu1447 Год назад +1

    খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ

  • @85426411
    @85426411 3 месяца назад

    কি অপুর্ব যায়গা দেখে মন ভরে যায়❤❤

  • @mausumisarkar6835
    @mausumisarkar6835 Год назад +1

    এতো সুন্দর করে বলেন আপনারা.... অপূর্ব... সার্থক জনম আপনাদের...জয় মা গঙ্গা 🙏

  • @anilendu24
    @anilendu24 Год назад

    আপনাদের সৌজন্যে আমাদেরও দর্শন হয়ে গেল। দারুণ লাগলো ভিডিও টা।

  • @diapkdas2470
    @diapkdas2470 Год назад

    Apnader chok diye Mata Gangotri ke Darshan korlam, khub sunder, bhalo laglo.

  • @barnaligupta4702
    @barnaligupta4702 Год назад +1

    কি অপুর্ব!!! চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে তাই এই অকল্পনীয় প্রাকৃতিক রূপ স্বচক্ষে দর্শন করলেন। আমরাও অবশ্য ভাগ পেয়েছি। আমাদের দেশের মতো প্রকৃতির এই স্বর্গীয় রূপ আর কোথাও নেই । আমাদের দেশের মানুষ নিজের দেশটাকে ভালোভাবে না দেখে বিদেশে দৌড়ায় কেন জানি না।
    আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এরকম একটি চোখজুড়ানো, মন ভালো করা ভিডিও উপহার দেবার জন্য।য

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @anirbanpaul5752
    @anirbanpaul5752 Год назад

    Audio, vedio, presentation, background music সব মিলিয়ে সত্যিই অসাধারণ লাগল, অপূর্ব ❤

  • @krishnabanerjee8557
    @krishnabanerjee8557 Год назад +1

    এক কথায় অনবদ্য

  • @mamataguha4285
    @mamataguha4285 Год назад

    Apurbo asadharon video khub valo laglo Joy Maa Ganga 🙏🙏 valo o sustho thako both of you ❤❤

  • @samirmukherjee4524
    @samirmukherjee4524 Год назад

    দারুন লাগলো দাদা ও দিদিভাই তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ভালবাসা ধন্যবাদ।

  • @subhasreeguha
    @subhasreeguha Год назад

    গঙ্গোত্রী সমগ্র video আমার আর একবার দেখা হয়ে গেল। ক'দিন আগে আমার ছেলেদের তোলা video তে দেখেছি। কিন্তু সন্ধ্যা আরতি আপনার video তে দেখতে পেলাম। মন্দিরে এতো ভালো করে পুজো দিতে পেরেছেন জেনে আমারও খুব ভালো লাগলো।Indeed I could feel your emotion।
    সমগ্র গঙ্গোত্রীর যাত্রা পথে সাথে সাথে চলেছে খর স্রোতা মা গঙ্গা। মনে হয় যেন মা গঙ্গা পথ দেখিয়ে নিয়ে চলেছে। আর চারপাশে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য দিগন্ত বিস্তৃত করে রেখেছে। সব মিলিয়ে এ এক মায়ার রাজ্য।দেখে নিজেও কেমন ভাবুক হয়ে পরি।
    পথ চলতে চলতে আপনাদের সাবলীল কথোপকথন বেশ বিনোদনমুলক।
    ভালো থাকবেন আপনারা।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      পথের দৃশ্য সত্যিই অতি মনোরম । আপনার বর্ণনা খুব মনে ধরল .. "যেন মা গঙ্গা পথ দেখিয়ে নিয়ে চলেছেন" অপূর্ব 💐

  • @tusharsingharoy1796
    @tusharsingharoy1796 Год назад

    অসাধারণ লাগলো ....বিশেষ করে আপনার বলার ভঙ্গিমা ...👍👍

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 Год назад +20

    সব সিরিজের থেকে বর্তমান সিরিজ অনেকটাই এগিয়ে থাকবে । হিন্দু ধর্মের এই সকল পবিত্র স্থানগুলি দেখানোর জন্য অনেক ধন্যবাদ ❤

  • @meghma1
    @meghma1 Год назад

    মন ভরে গেল।অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাহুল্যবর্জিত অথচ তথ্যসমৃদ্ধ।

  • @Prilosophy
    @Prilosophy Год назад +4

    আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গঙ্গোত্রী দর্শন করানোর জন্য। ভালো থাকবেন ৷

  • @somamukhopadhyay493
    @somamukhopadhyay493 4 месяца назад

    মুগ্ধ হলাম, ২০১৮ তে আমি গেছি চোপতা তুঙ্গনাথ সেরে আরও একবার গঙ্গোত্রীর গাঙে, সে এক অমোঘ টান, হিমালয়ের টানে ,লেখার তাগিদে বারবার ছুটে যাই এই দেবাত্মার দ্বারে নেশাড়ুর মতোই, আপনার এই ভিডিও টি শিবাজী দার অনুরোধে দেখতে শুরু করলাম, এতো ভাল লাগছে, আপনার আর বুবু ম্যামের অত্যন্ত
    সু চারু, তথ্য সমৃদ্ধ বর্ণনা, পর্বতের গাত্রে যে সকল ঝর্ণা বা ঝোরা নেমে আসছে তা উপবীত বলে এতো চমৎকার একটি উপমা দিলেন, দেখে যেন মনে হল সত্যিই কোন ধ্যান মগ্ন দেবঋষির উপবীত বটে এই গিরিরাজ, আমার আনত শুভেচ্ছা রইলো, আপনার আরও এমন ভিডিও আসুক যা দেখে আমার মতো হিমালয় প্রেমীর মন আপ্লুত হোক 🙏🌿

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  4 месяца назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । ভালো থাকবেন 🌹

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 Год назад

    কি বলব। সম্পুর্ন ভিডিওটি দেখে আমি আপ্লুত। আপনাদের দুজনের মিলিত প্রয়াসের যে অসাধারণ এবং সর্বোপরি আন্তরিক উপস্থাপনা আমাদের মনকে ভরিয়ে দেয়। গঙ্গা মাতার মন্দিরে পুজো দিয়ে বোন বুবুর আবেগ আমাদের মনকে গভীর ভাবে স্পর্শ করে। আমাদের ও চোখে জল আসে। সত্যি তো এই অভিজ্ঞতা দুর্লভ। আপনাদের চোখ দিয়েই আমরা এই অপূর্ব দৃশ্য দেখার সুযোগ পাই। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন সবাই।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      ভিডিওটি ভালো লাগার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।

  • @sarmisthadattapoddar1458
    @sarmisthadattapoddar1458 Год назад

    Vdo dekhe mon vore galo.....khub valo laglo..... Joy Maa Ganga🙏🙏🙏

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 Год назад

    খুব সুন্দর লাগলো বিশেষ করে আপনার তত্ত্ববহুল বর্ণনা ভিডিওটাকে আর সমৃদ্ধ করেছে...

  • @jayantapanja3631
    @jayantapanja3631 Год назад

    Dhakla mon khushi hay. Valo laga. Thanks dada. Khushi dabar janno. Valo thakben

  • @tirthasankarghosal2834
    @tirthasankarghosal2834 Год назад

    Bhabini eto sunder gangotri Darshan hobe, darun, dhanyabad bhai

  • @prasad664
    @prasad664 Год назад

    এত কষ্ট স্বীকার করেও আমাদেরকে মনে রাখার জন্য অনেক শুভকামনা।
    হর হর মহাদেব। জয় মা।
    ঠাকুর মঙ্গলময়।🕉️🇮🇳🙏

  • @alobhattachariya8995
    @alobhattachariya8995 Год назад

    Apurbo....tulohin valo...Horsil dekhe ami abivuto❤❤❤❤

  • @tuhinabanerjee8963
    @tuhinabanerjee8963 Год назад

    মনের মধ্যে গঙ্গোত্রী যমুনোত্রী যাওয়ার বাসনাকে লালন করতে শুরু করেছি। যদি ঈশ্বরের কৃপা হয়, আগামী বছর পাড়ি দেবো দেবভূমি'র উদ্দেশ্যে।
    আপনার ভিডিও তথ্য সম্পন্ন এবং হৃদস্পর্শী। ভালো থাকবেন। 🙏

  • @subhasishmondal489
    @subhasishmondal489 Год назад

    আপনার ভিডিও দেখতে সব সময়ই ভালো লাগে।।।

  • @manoshichakraborty1956
    @manoshichakraborty1956 Год назад

    এক কথায়, খুব সুন্দর, অনেক কিছু জানতে পারলাম, 👌👌

  • @kiransankardutta6534
    @kiransankardutta6534 Год назад

    Uttar Kasi theke Gangotri Jaber rasta darun. Amra 2013 te giyechilam .harsil e khub bhalo appeal kheachilam. Purono Smriti natun kore phira pelam apner sathe ei vedeo te. Thank you.

  • @rumaballav2688
    @rumaballav2688 Год назад

    কে বলে তুমি নেই,তুমি আছো মন বলে তুমি সর্বত্র।চারধামের সব পথ ই যেন দৈব মাহাত্ম্যে ধন্য,। এই সৌন্দর্য মহিমা ব্যাখ্যার অতীত।।অনুভবে তাঁর প্রকাশ। আপনার আবহাওয়া মিউজিকে র সাথে প্রতিটা বাঁকে, প্রকৃতিতে রূপে, ভাগীরথী বহমানতায় তার প্রকাশ। অপূর্ব। তিনবার দর্শনের পর ও মুগ্ধ হয়ে দেখছিলাম গঙ্গোত্রী যাত্রা। আপনার উপস্থাপনায় আরো সুন্দর হয়ে উঠেছে এ যাত্রা। এই জায়গাগুলো পৌঁছানো টাই দর্শনের সমান বলে মনে হয়।হারশিলের আগে ঝালা বলে একটা জায়গা আছে। সেখানে প্রচুর আপেল গাছ আছে। আর হারশিল থাকার জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ। 🙏🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      আপনার এই প্রকৃতিকে ভালো লাগার প্রকাশের ভাষাটিও অতি চমৎকার । অন্তর থেকে প্রকৃতিকে ভালবাসলে তবেই তা সম্ভব । এর সাথে আরো একটা নতুন জায়গার সন্ধান পেলাম । ভবিষ্যতে একত্রিতভাবে এই জায়গাগুলোতে অবশ্যই যাবো 👍

  • @amitghosh5948
    @amitghosh5948 2 месяца назад

    খুব ভালো লাগল।ভালো থাকবেন।

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 Год назад

    অপূর্ব হয়েছে, খুবই ভালো লাগলো। মা গঙ্গার কৃপা থাকুক আপনার ওপর।

  • @sudipchowdhury7812
    @sudipchowdhury7812 Год назад

    ভা‌লো লে‌গে‌ছে। অ‌নেক ধন‌্যবাদ।

  • @animanaskar679
    @animanaskar679 Год назад

    আহা কি সুন্দর দৃশ্য দেখলাম,মন ভরে গেল 🙏🙏🙏🙏

  • @sanhatasantra1476
    @sanhatasantra1476 Год назад

    কোন প্রশংসাই যথেষ্ট নয়! এত সুন্দর, সাবলীল বর্ণনা আপনারা করেন..সত্যিই খুব ভাল লাগে আপনাদের ব্লগগুলো দেখতে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দৃশ্যাবলীর সাথে ভীষণই সামঞ্জস্যপূর্ণ! এককথায় অসাধারণ!! 👌🏻👌🏻

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অনেক ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন।

  • @pueroy1771
    @pueroy1771 Год назад

    Osadharon view....khub sundor video....apni ato sundor bhabe Bolen je mone hoy apni teacher ba professor...

  • @ashimsharma6875
    @ashimsharma6875 7 месяцев назад

    Khub bhalo laglo dada natuner opekhai roilam apnar hasemukher katha besh sundar

  • @sujitkumarnath1208
    @sujitkumarnath1208 Год назад

    খুব ভালো লাগল । আমরা বাড়িতে বসে মন্দির দর্শন ও সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হলো । আপনার প্রতি ব্লগ অবশ্যই দেখি। সুন্দর ভিডিও ও আপনার বাচন ভংগি আমাদের মুগ্ধ করে। মা গংগা আপনাদের মনোকামনা পূর্ণ করুন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অনেক ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন ।

  • @subratachakraborty7310
    @subratachakraborty7310 Год назад

    অসাধারণ , আপনাদের জুটি সবার সেরা ❤❤❤

  • @gobindachakravarty5726
    @gobindachakravarty5726 Год назад

    খুব সুন্দর লাগলো । আর আপনাদের দুজনের জুটি ...জবাব নেই ..এক জন আরেক জনের পরিপূরক ...

  • @rumapalit9872
    @rumapalit9872 Год назад +2

    বেশ ভালো লাগলো গঙ্গোত্রী ভ্রমণ ।হিন্দু ধর্মের এই পবিত্র স্থান দেখে মনটা ভরে গেল ।অনেক ধন্যবাদ আপনাকে ❤ ❤ ভালো থাকবেন ।

  • @arindambhattacharjee3560
    @arindambhattacharjee3560 Год назад

    Khub sundor দর্শন হলো। জয় মা গঙ্গোত্রী।

  • @jaydipdhar7593
    @jaydipdhar7593 Год назад

    প্রতিবারের মতোই ফাটাফাটি উপস্থাপনা। দুর্দান্ত কভারেজ।

  • @sargamthemusicacademy2460
    @sargamthemusicacademy2460 Год назад

    Oo ki drisso dekhlam darun laglo. Sotti dada apnader jonno jano ghore bose punno arjon korchi .God bless u 😊. Valo thakun sustho thakun . Next video or apekkhay roilam😊👍👍👍

  • @prodipmondal7851
    @prodipmondal7851 Год назад

    Gangotri mata r mandir, sandha arati khub sundar dekhiyachen.

  • @tumpabiswas5739
    @tumpabiswas5739 Год назад

    Khoob sundor..jai Ma Ganga🙏

  • @santanusahu9113
    @santanusahu9113 Год назад

    খুব সুন্দর হয়েছে ভিডিও, পরের ভিডিওর অপেক্ষাতে রইলাম।

  • @lipikasaha2563
    @lipikasaha2563 6 месяцев назад

    Apnar kotha eto valo lage ....Ami jabar ichha rukhi

  • @supriyadutta25
    @supriyadutta25 Год назад

    Khub bhalo laglo, Joy ganga maa

  • @gaurisaha4887
    @gaurisaha4887 Год назад

    2018 তে গিয়েছিলাম চার ধাম করছি, এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো l

  • @sayandeepdhar4096
    @sayandeepdhar4096 Год назад

    অসাধারণ, আপনার জন্য ঘরে বসে দেখতে পেলাম ...

  • @rubinaha377
    @rubinaha377 Год назад

    অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মা গঙ্গা র দর্শন খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে গেলাম 🙏🙏🙏
    জয় মা গঙ্গা

  • @pradipthakur9756
    @pradipthakur9756 7 месяцев назад

    সুললিত এবং শুদ্ধ বাংলায় আপনাদের ধারাভাষ্য অনুষ্ঠানটিকে আলাদা মাধুর্য ও মর্যাদা দান করেছে। অভিনন্দন গ্রহণ করুন।

  • @dinabandhuchatterjee2626
    @dinabandhuchatterjee2626 Год назад

    Darun apurba mugdha. Jay ma ganga 🙏 🙏🙏

  • @debjaniporel4626
    @debjaniporel4626 Год назад

    আপনার ব্লগ এ সাধারণ কথা এবং নানা তথ্য , পৌরাণিক কাহিনী ও গল্প গাথা মন কেড়ে নেয় । আমরা গিয়েছিলাম ২০০৮ সালে , আবার সেই স্মৃতি ফিরে পেলাম , ধন্যবাদ।

  • @satyakidbest
    @satyakidbest 6 месяцев назад

    What an excellent video, it’s more spiritual than informative or religious, so emotional so transparent! Dada pronam 🙏🏻

  • @pritipradipdas9196
    @pritipradipdas9196 Год назад

    ধন্য আপনাদের বেড়ানো, ধন্য আপনাদের জুটি। ভীষণ ভালো লাগলো। 🙏ভালো থাকবেন।

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 Год назад

    Video ta ek kothay asadharan laglo

  • @prodipghosal180
    @prodipghosal180 Год назад

    Anindya da asadharan bhalo Laglo video ta obak hoa takia dekchi bhalo thakben dada