দাদা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পেলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে ইশ্বরের কাছে আপনার এবং বউদিদিমণির সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি । আপনার এবং বউদিদিমণির আকর্ষণীয় ব্যক্তিত্ব যেন সারা জীবন বজায় থাকে আনন্দে থাকুন সুস্থ সবল থাকুন ইশ্বরের কাছে এটাও প্রার্থনা করছি
আজ মন ভরে গেল দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনে… এত সুন্দর করে অপূর্ব বাচনভঙ্গিতে যখন বলছিলেন মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্যাবলী❤…প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিক যোগ সম্পূর্ণ হয়েছে বলেই ভ্রমণ আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়… দাদাভাইয়ের এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত❤ চলার পথের পাহাড়, নদী, আকাশ আর সবুজ গাছ সবমিলিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য … পাশে বয়ে চলা উচ্ছ্বল গঙ্গা আর ডানপাশের প্রাকৃতিক দৃশ্য বৌদিভাই ক্যামেরা বন্দী করেছে দুর্দান্ত ভাবে..❤মানেরি -তে ড্যাম , হরশিলের সৌন্দর্য ,গঙ্গোত্রী মাতার মন্দির, আরতি, সূর্যকুন্ড ও তার অপরূপ প্রাকৃতিক ভাস্কর্য যার ভৌগোলিক ও ধর্মীয় ব্যাখ্যা ও পঞ্চপ্রয়াগ সম্পর্কে দাদাভাইয়ের বিস্তারিত বর্ণনায় জানলাম অনেক কিছুই… ❤ আবহসঙ্গীত, অপূর্ব ভিডিওগ্রাফি আর অনবদ্য পরিবেশনায় অসাধারণ লাগল ভিডিওটি…❤দাদাভাই আর বৌদিভাইয়ের জন্য একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤
❤গতবছর ই আপনাদের এই ব্লগ টা দেখেছিলাম আজ আবার দেখলাম, খুবই সুন্দর লাগল 1996সালের ঘোরার স্মৃতিচারণ করলাম, তখন এত দোকানপাট ছিল না,গঙ্গার অপর পাড়ে ছিলাম একটা বাড়ীতে সেই স্মৃতি আজ ও অমলিন।
মন আপ্লুত। বেচে থাক হিমালয়, বেচে থাক গঙ্গা, রক্ষা করুক ভারতীয় সংস্কৃতি ও মানব সভ্যতাকে। অনিন্দ্যদা আর বুবুদিকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অসাধারণ ব্লগের মাধ্যমে আমাদের প্রকৃতি ও ভারতীয় ইতিহাসের সাথে খুব সুন্দর ভাবে পরিচয় করিয়ে দেবার জন্য।
গঙ্গোত্রী সমগ্র video আমার আর একবার দেখা হয়ে গেল। ক'দিন আগে আমার ছেলেদের তোলা video তে দেখেছি। কিন্তু সন্ধ্যা আরতি আপনার video তে দেখতে পেলাম। মন্দিরে এতো ভালো করে পুজো দিতে পেরেছেন জেনে আমারও খুব ভালো লাগলো।Indeed I could feel your emotion। সমগ্র গঙ্গোত্রীর যাত্রা পথে সাথে সাথে চলেছে খর স্রোতা মা গঙ্গা। মনে হয় যেন মা গঙ্গা পথ দেখিয়ে নিয়ে চলেছে। আর চারপাশে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য দিগন্ত বিস্তৃত করে রেখেছে। সব মিলিয়ে এ এক মায়ার রাজ্য।দেখে নিজেও কেমন ভাবুক হয়ে পরি। পথ চলতে চলতে আপনাদের সাবলীল কথোপকথন বেশ বিনোদনমুলক। ভালো থাকবেন আপনারা।
কি অপুর্ব!!! চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে তাই এই অকল্পনীয় প্রাকৃতিক রূপ স্বচক্ষে দর্শন করলেন। আমরাও অবশ্য ভাগ পেয়েছি। আমাদের দেশের মতো প্রকৃতির এই স্বর্গীয় রূপ আর কোথাও নেই । আমাদের দেশের মানুষ নিজের দেশটাকে ভালোভাবে না দেখে বিদেশে দৌড়ায় কেন জানি না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এরকম একটি চোখজুড়ানো, মন ভালো করা ভিডিও উপহার দেবার জন্য।য
MON HOATO SHANTITE VORE GALO KINTU APNI EKHANE JAOAR ANUBHUTI TA BUJHTE PARBEN NA JADI JAN TAHOHLE PARTHAKYA TA BUJHTE PARBEN. JADI SAMBHAB HOY CHOLE JAN. R OKHAN THEKE SUDARSAN PARBAT DEKHA JAI JETA ANINDA BABU MISS KORECHEN JADI DEKHATEN KHUB BHALO LAGTO. R GOMUKH TO R EK ASCHARJA ANUBHUTI. ABEG PROBAN HOYE PORCHI.
মুগ্ধ হলাম, ২০১৮ তে আমি গেছি চোপতা তুঙ্গনাথ সেরে আরও একবার গঙ্গোত্রীর গাঙে, সে এক অমোঘ টান, হিমালয়ের টানে ,লেখার তাগিদে বারবার ছুটে যাই এই দেবাত্মার দ্বারে নেশাড়ুর মতোই, আপনার এই ভিডিও টি শিবাজী দার অনুরোধে দেখতে শুরু করলাম, এতো ভাল লাগছে, আপনার আর বুবু ম্যামের অত্যন্ত সু চারু, তথ্য সমৃদ্ধ বর্ণনা, পর্বতের গাত্রে যে সকল ঝর্ণা বা ঝোরা নেমে আসছে তা উপবীত বলে এতো চমৎকার একটি উপমা দিলেন, দেখে যেন মনে হল সত্যিই কোন ধ্যান মগ্ন দেবঋষির উপবীত বটে এই গিরিরাজ, আমার আনত শুভেচ্ছা রইলো, আপনার আরও এমন ভিডিও আসুক যা দেখে আমার মতো হিমালয় প্রেমীর মন আপ্লুত হোক 🙏🌿
কি বলব। সম্পুর্ন ভিডিওটি দেখে আমি আপ্লুত। আপনাদের দুজনের মিলিত প্রয়াসের যে অসাধারণ এবং সর্বোপরি আন্তরিক উপস্থাপনা আমাদের মনকে ভরিয়ে দেয়। গঙ্গা মাতার মন্দিরে পুজো দিয়ে বোন বুবুর আবেগ আমাদের মনকে গভীর ভাবে স্পর্শ করে। আমাদের ও চোখে জল আসে। সত্যি তো এই অভিজ্ঞতা দুর্লভ। আপনাদের চোখ দিয়েই আমরা এই অপূর্ব দৃশ্য দেখার সুযোগ পাই। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন সবাই।
Oo ki drisso dekhlam darun laglo. Sotti dada apnader jonno jano ghore bose punno arjon korchi .God bless u 😊. Valo thakun sustho thakun . Next video or apekkhay roilam😊👍👍👍
কে বলে তুমি নেই,তুমি আছো মন বলে তুমি সর্বত্র।চারধামের সব পথ ই যেন দৈব মাহাত্ম্যে ধন্য,। এই সৌন্দর্য মহিমা ব্যাখ্যার অতীত।।অনুভবে তাঁর প্রকাশ। আপনার আবহাওয়া মিউজিকে র সাথে প্রতিটা বাঁকে, প্রকৃতিতে রূপে, ভাগীরথী বহমানতায় তার প্রকাশ। অপূর্ব। তিনবার দর্শনের পর ও মুগ্ধ হয়ে দেখছিলাম গঙ্গোত্রী যাত্রা। আপনার উপস্থাপনায় আরো সুন্দর হয়ে উঠেছে এ যাত্রা। এই জায়গাগুলো পৌঁছানো টাই দর্শনের সমান বলে মনে হয়।হারশিলের আগে ঝালা বলে একটা জায়গা আছে। সেখানে প্রচুর আপেল গাছ আছে। আর হারশিল থাকার জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ। 🙏🙏
আপনার এই প্রকৃতিকে ভালো লাগার প্রকাশের ভাষাটিও অতি চমৎকার । অন্তর থেকে প্রকৃতিকে ভালবাসলে তবেই তা সম্ভব । এর সাথে আরো একটা নতুন জায়গার সন্ধান পেলাম । ভবিষ্যতে একত্রিতভাবে এই জায়গাগুলোতে অবশ্যই যাবো 👍
খুব ভালো লাগল । আমরা বাড়িতে বসে মন্দির দর্শন ও সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হলো । আপনার প্রতি ব্লগ অবশ্যই দেখি। সুন্দর ভিডিও ও আপনার বাচন ভংগি আমাদের মুগ্ধ করে। মা গংগা আপনাদের মনোকামনা পূর্ণ করুন।
আপনাদের এই ভ্রমণ পর্বের প্রতিটিই দেখলাম। অসাধারণ লাগলো। অপূর্ব উপস্থাপনা। চলার পথে আপনাদের খাওয়ার অংশ ও বেশ উপভোগ্য। আপনাদের প্রাণের আবেগ মনের উন্মাদনা খুব ই প্রেরণাদায়ক। এরকমই আনন্দে থাকবেন। ধন্যবাদ।
এই সিরিজের অন্যান্য ভিডিওগুলির Playlist Link -
ruclips.net/p/PLKA_QKcJDDQizC4967ndZYgl-IXR8YBON
😊😊l
What a beautiful VDO, please send more & more VDO
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤❤❤
(Pranab Traveller's)
অপূর্ব অসাধারণ দৃশ্য আপনার জন্য দেখতে পাই অনেক ধন্যবাদ
Excellent excellent excellent 👌
দাদা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পেলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে ইশ্বরের কাছে আপনার এবং বউদিদিমণির সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি । আপনার এবং বউদিদিমণির আকর্ষণীয় ব্যক্তিত্ব যেন সারা জীবন বজায় থাকে আনন্দে থাকুন সুস্থ সবল থাকুন ইশ্বরের কাছে এটাও প্রার্থনা করছি
অনেক ধন্যবাদ আপনাকে এইভাবেই উৎসাহিত করার জন্য 🙏
Excellent👍
Jai Ma Gange🙏
Jai Ho Gangotri Dham ki 🙏
Khub khub valo legeche ......sob video guloi khub valo
অপূর্ব সুন্দর। ঘরে বসে মা গঙ্গোত্রীকে আমার শতকোটি প্রনাম জানাই। ভিডিও টি এতো সুন্দর দেখে মন ভরে গেলো। 🙏🙏
ভিডিও দেখে মন ভরে গেল। বিস্তারিত বিবরণ সহ প্রাণ প্রাচুর্যে ভরপুর ভিডিও। খুব ভালো দর্শন করলাম আপনার জন্য। অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগল ।অতুলনীয় বক্তব্য পরিষ্কার বোঝা গেল ।
Khub-sundor-uposthapona-hoeche-Namami-Gange.koti-pronam.
আজ মন ভরে গেল দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনে… এত সুন্দর করে অপূর্ব বাচনভঙ্গিতে যখন বলছিলেন মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্যাবলী❤…প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিক যোগ সম্পূর্ণ হয়েছে বলেই ভ্রমণ আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়… দাদাভাইয়ের এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত❤ চলার পথের পাহাড়, নদী, আকাশ আর সবুজ গাছ সবমিলিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য … পাশে বয়ে চলা উচ্ছ্বল গঙ্গা আর ডানপাশের প্রাকৃতিক দৃশ্য বৌদিভাই ক্যামেরা বন্দী করেছে দুর্দান্ত ভাবে..❤মানেরি -তে ড্যাম , হরশিলের সৌন্দর্য ,গঙ্গোত্রী মাতার মন্দির, আরতি, সূর্যকুন্ড ও তার অপরূপ প্রাকৃতিক ভাস্কর্য যার ভৌগোলিক ও ধর্মীয় ব্যাখ্যা ও পঞ্চপ্রয়াগ সম্পর্কে দাদাভাইয়ের বিস্তারিত বর্ণনায় জানলাম অনেক কিছুই… ❤
আবহসঙ্গীত, অপূর্ব ভিডিওগ্রাফি আর অনবদ্য পরিবেশনায় অসাধারণ লাগল ভিডিওটি…❤দাদাভাই আর বৌদিভাইয়ের জন্য একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
অসাধারণ, আপনাদের চোখ দিয়ে আমি মন ভরে দেখলাম।
Daruuuuuuun
খুব সুন্দর বর্ণনা।
খুব ভালো লাগলো।
হর হর গঙ্গে
অনবদ্য
জয় মা গঙ্গা
🌺🌺🌺🌺
Beautiful imagination
প্রায় শেষ থেকে একেবারে উৎপত্তি স্থল।
Wow amazing video sharing 👌❤ darun laglo 👍
বাংলা ভাষার উপর আপনার দ্ক্ষতা সত্যিই চোখে পড়ার মতো। খুব সুন্দর উপস্থাপনা। দারুন লাগল👍
সব সিরিজের থেকে বর্তমান সিরিজ অনেকটাই এগিয়ে থাকবে । হিন্দু ধর্মের এই সকল পবিত্র স্থানগুলি দেখানোর জন্য অনেক ধন্যবাদ ❤
খুব ভালো লাগল। আপনার বান্ধবগড় ভ্রমণ ও খুবই ভালো।
❤গতবছর ই আপনাদের এই ব্লগ টা দেখেছিলাম আজ আবার দেখলাম, খুবই সুন্দর লাগল 1996সালের ঘোরার স্মৃতিচারণ করলাম, তখন এত দোকানপাট ছিল না,গঙ্গার অপর পাড়ে ছিলাম একটা বাড়ীতে সেই স্মৃতি আজ ও অমলিন।
খুব ভালো লাগল ।গঙ্গোত্রী যাবার ইচ্ছা আছে।আপনার video টি সত্যি খুব helpful.
অসামান্য প্রাকৃতিক দৃশ্য, গঙ্গোত্রীর ধর্মীয় মাহাত্ম্য আর আপনাদের যৌথ আন্তরিক উপস্থাপনা সবমিলিয়ে আজকের ভিডিও দেখে মন ভরে গেল।
প্রত্যেকটা সিরিজ দেখি। ভীষন ভীষন ভালো লাগে।
Thank you 😊😍
এতো সুন্দর করে বলেন আপনারা.... অপূর্ব... সার্থক জনম আপনাদের...জয় মা গঙ্গা 🙏
ধন্যবাদ 🙏
জয় মা গঙ্গা।🙏🙏🙏🙏🙏🙏ভিডিওটি দারুন লাগলো। ঘরে বসে আপনার মাধ্যমে গঙ্গওত্রঈ দর্শন হয়ে গেল।
অনেক ধন্যবাদ 🙏
Vdo dekhe mon vore galo.....khub valo laglo..... Joy Maa Ganga🙏🙏🙏
Thank you so much 😍
মন আপ্লুত। বেচে থাক হিমালয়, বেচে থাক গঙ্গা, রক্ষা করুক ভারতীয় সংস্কৃতি ও মানব সভ্যতাকে। অনিন্দ্যদা আর বুবুদিকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অসাধারণ ব্লগের মাধ্যমে আমাদের প্রকৃতি ও ভারতীয় ইতিহাসের সাথে খুব সুন্দর ভাবে পরিচয় করিয়ে দেবার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 🙏
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে গঙ্গোত্রী দর্শন হলো ।
🙏🙏
Apnader chok diye Mata Gangotri ke Darshan korlam, khub sunder, bhalo laglo.
অপূর্ব, অসাধারণ আর ভাষা জানা নেই। আপনারা দীর্ঘজীবী হোন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ।
ধন্যবাদ
আপনাদের সৌজন্যে আমাদেরও দর্শন হয়ে গেল। দারুণ লাগলো ভিডিও টা।
গঙ্গোত্রী সমগ্র video আমার আর একবার দেখা হয়ে গেল। ক'দিন আগে আমার ছেলেদের তোলা video তে দেখেছি। কিন্তু সন্ধ্যা আরতি আপনার video তে দেখতে পেলাম। মন্দিরে এতো ভালো করে পুজো দিতে পেরেছেন জেনে আমারও খুব ভালো লাগলো।Indeed I could feel your emotion।
সমগ্র গঙ্গোত্রীর যাত্রা পথে সাথে সাথে চলেছে খর স্রোতা মা গঙ্গা। মনে হয় যেন মা গঙ্গা পথ দেখিয়ে নিয়ে চলেছে। আর চারপাশে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য দিগন্ত বিস্তৃত করে রেখেছে। সব মিলিয়ে এ এক মায়ার রাজ্য।দেখে নিজেও কেমন ভাবুক হয়ে পরি।
পথ চলতে চলতে আপনাদের সাবলীল কথোপকথন বেশ বিনোদনমুলক।
ভালো থাকবেন আপনারা।
পথের দৃশ্য সত্যিই অতি মনোরম । আপনার বর্ণনা খুব মনে ধরল .. "যেন মা গঙ্গা পথ দেখিয়ে নিয়ে চলেছেন" অপূর্ব 💐
অপূর্ব সুন্দর বিস্ময় সৃষ্টিকারী ,
মন! তুমি এখানে ই প্রকাশিত হ ও।
Khub bhalo laglo, Joy ganga maa
Dhakla mon khushi hay. Valo laga. Thanks dada. Khushi dabar janno. Valo thakben
খুব ভাল পরিবেশনা...অসাধারণ কন্ঠ আপনার। বুবু দিদিও খুব সাবলীল, ভীষণ ভাল।
Apurbo asadharon video khub valo laglo Joy Maa Ganga 🙏🙏 valo o sustho thako both of you ❤❤
কি অপুর্ব!!! চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে তাই এই অকল্পনীয় প্রাকৃতিক রূপ স্বচক্ষে দর্শন করলেন। আমরাও অবশ্য ভাগ পেয়েছি। আমাদের দেশের মতো প্রকৃতির এই স্বর্গীয় রূপ আর কোথাও নেই । আমাদের দেশের মানুষ নিজের দেশটাকে ভালোভাবে না দেখে বিদেশে দৌড়ায় কেন জানি না।
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এরকম একটি চোখজুড়ানো, মন ভালো করা ভিডিও উপহার দেবার জন্য।য
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
Videota ashadharon sunder laglo
Khub bhalo laglo aapnara bhalo thakben
Apurbo. Khub khub khub bhalo laglo.
খুব ভালো লাগল।ভালো থাকবেন।
এক কথায় অনবদ্য
Video ta ek kothay asadharan laglo
মন ভরে গেল।অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাহুল্যবর্জিত অথচ তথ্যসমৃদ্ধ।
🎉 বলেন খুবই ভাল , তার সাথে অপূর্ব সুন্দর দৃশ্য পট । 🙏🌷
দারুন লাগলো দাদা ও দিদিভাই তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ভালবাসা ধন্যবাদ।
ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
Dada ja apnar kalyane dekhlam, mon shantite vore gelo. Joy Gangotri Ma.
MON HOATO SHANTITE VORE GALO KINTU APNI EKHANE JAOAR ANUBHUTI TA BUJHTE PARBEN NA JADI JAN TAHOHLE PARTHAKYA TA BUJHTE PARBEN. JADI SAMBHAB HOY CHOLE JAN. R OKHAN THEKE SUDARSAN PARBAT DEKHA JAI JETA ANINDA BABU MISS KORECHEN JADI DEKHATEN KHUB BHALO LAGTO. R GOMUKH TO R EK ASCHARJA ANUBHUTI. ABEG PROBAN HOYE PORCHI.
আপনার ভিডিও দেখে বলার কিছু থাকে না। ডিটেইলস দেখা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাদের।
কি বলবো,যে ভাবে দেখালেন মা গঙ্গাকে 🙏🙏🙏 মনে হলো আপনার সাথে দশন কিরলাম।
আহা কি সুন্দর দৃশ্য দেখলাম,মন ভরে গেল 🙏🙏🙏🙏
Khub e sundar...tai khub bhalo laglo
অপূর্ব !!! অসাধারণ !!! বললেও কম বলা হয়। যাক আপনার চোখ দিয়ে আমাদেরও দেখা হল !! হিমালয় না টানলে যাওয়া হয় না !!! তবু তো দেখা হয়ে যাচ্ছে ' দেবি সুরেশ্বরী ভগবতী গঙ্গে
ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে..... 👍👍👍👍🌹🌹🌹
মুগ্ধ হলাম, ২০১৮ তে আমি গেছি চোপতা তুঙ্গনাথ সেরে আরও একবার গঙ্গোত্রীর গাঙে, সে এক অমোঘ টান, হিমালয়ের টানে ,লেখার তাগিদে বারবার ছুটে যাই এই দেবাত্মার দ্বারে নেশাড়ুর মতোই, আপনার এই ভিডিও টি শিবাজী দার অনুরোধে দেখতে শুরু করলাম, এতো ভাল লাগছে, আপনার আর বুবু ম্যামের অত্যন্ত
সু চারু, তথ্য সমৃদ্ধ বর্ণনা, পর্বতের গাত্রে যে সকল ঝর্ণা বা ঝোরা নেমে আসছে তা উপবীত বলে এতো চমৎকার একটি উপমা দিলেন, দেখে যেন মনে হল সত্যিই কোন ধ্যান মগ্ন দেবঋষির উপবীত বটে এই গিরিরাজ, আমার আনত শুভেচ্ছা রইলো, আপনার আরও এমন ভিডিও আসুক যা দেখে আমার মতো হিমালয় প্রেমীর মন আপ্লুত হোক 🙏🌿
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । ভালো থাকবেন 🌹
খুব সুন্দর লাগলো বিশেষ করে আপনার তত্ত্ববহুল বর্ণনা ভিডিওটাকে আর সমৃদ্ধ করেছে...
Khoob sundor..jai Ma Ganga🙏
Khub bhalo laglo
তোমরা অনেক পুণ্যকর্ম করে ছিলে তাই এত জায়গা দেখতে পারছো। আমরা ঘরে বসে তোমাদের মাধ্যমে দেখলাম। মন ভরে গেল।
তোমাদের ভিডিও গুলো অসাধারণ মন ভরে গেল ।
অপূর্ব হয়েছে, খুবই ভালো লাগলো। মা গঙ্গার কৃপা থাকুক আপনার ওপর।
Audio, vedio, presentation, background music সব মিলিয়ে সত্যিই অসাধারণ লাগল, অপূর্ব ❤
আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গঙ্গোত্রী দর্শন করানোর জন্য। ভালো থাকবেন ৷
কি বলব। সম্পুর্ন ভিডিওটি দেখে আমি আপ্লুত। আপনাদের দুজনের মিলিত প্রয়াসের যে অসাধারণ এবং সর্বোপরি আন্তরিক উপস্থাপনা আমাদের মনকে ভরিয়ে দেয়। গঙ্গা মাতার মন্দিরে পুজো দিয়ে বোন বুবুর আবেগ আমাদের মনকে গভীর ভাবে স্পর্শ করে। আমাদের ও চোখে জল আসে। সত্যি তো এই অভিজ্ঞতা দুর্লভ। আপনাদের চোখ দিয়েই আমরা এই অপূর্ব দৃশ্য দেখার সুযোগ পাই। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন সবাই।
ভিডিওটি ভালো লাগার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
অসাধারণ লাগলো ....বিশেষ করে আপনার বলার ভঙ্গিমা ...👍👍
Pother sundar driswa o apner ato sundor bornona khub valo laglo tar sathe gomuk dekhat souvago holo.. Anek anek dhonobad.
অনেক ধন্যবাদ 🙏
এককথায় সবমিলিয়ে অসাধারণ coverage. 👍🏻👍🏻
খুব সুন্দর হয়েছে ভিডিও, পরের ভিডিওর অপেক্ষাতে রইলাম।
Oo ki drisso dekhlam darun laglo. Sotti dada apnader jonno jano ghore bose punno arjon korchi .God bless u 😊. Valo thakun sustho thakun . Next video or apekkhay roilam😊👍👍👍
Khub bhalo laglo dada natuner opekhai roilam apnar hasemukher katha besh sundar
সত্যি অপূর্ব লাগলো।
খুব ভালো লাগলো ভিডিও টা দেখে I
Khub sundor laglo video ta
Ashadharon obhiggota....Apnara bhalo thakben 🎉
Khub sundor
কে বলে তুমি নেই,তুমি আছো মন বলে তুমি সর্বত্র।চারধামের সব পথ ই যেন দৈব মাহাত্ম্যে ধন্য,। এই সৌন্দর্য মহিমা ব্যাখ্যার অতীত।।অনুভবে তাঁর প্রকাশ। আপনার আবহাওয়া মিউজিকে র সাথে প্রতিটা বাঁকে, প্রকৃতিতে রূপে, ভাগীরথী বহমানতায় তার প্রকাশ। অপূর্ব। তিনবার দর্শনের পর ও মুগ্ধ হয়ে দেখছিলাম গঙ্গোত্রী যাত্রা। আপনার উপস্থাপনায় আরো সুন্দর হয়ে উঠেছে এ যাত্রা। এই জায়গাগুলো পৌঁছানো টাই দর্শনের সমান বলে মনে হয়।হারশিলের আগে ঝালা বলে একটা জায়গা আছে। সেখানে প্রচুর আপেল গাছ আছে। আর হারশিল থাকার জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ। 🙏🙏
আপনার এই প্রকৃতিকে ভালো লাগার প্রকাশের ভাষাটিও অতি চমৎকার । অন্তর থেকে প্রকৃতিকে ভালবাসলে তবেই তা সম্ভব । এর সাথে আরো একটা নতুন জায়গার সন্ধান পেলাম । ভবিষ্যতে একত্রিতভাবে এই জায়গাগুলোতে অবশ্যই যাবো 👍
Osadharon view....khub sundor video....apni ato sundor bhabe Bolen je mone hoy apni teacher ba professor...
খূব সুন্দর লাগলো
Darun laglo
Darun darun valo thakben
দারুণ দারুণ ভিডিও টা দেখলাম এককথায় অভূতপূর্ব 🙏🙏
ধন্যবাদ
খুব ভালো লাগল । আমরা বাড়িতে বসে মন্দির দর্শন ও সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হলো । আপনার প্রতি ব্লগ অবশ্যই দেখি। সুন্দর ভিডিও ও আপনার বাচন ভংগি আমাদের মুগ্ধ করে। মা গংগা আপনাদের মনোকামনা পূর্ণ করুন।
অনেক ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন ।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মা গঙ্গা র দর্শন খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে গেলাম 🙏🙏🙏
জয় মা গঙ্গা
Darun apurba mugdha. Jay ma ganga 🙏 🙏🙏
Khub sundor video 👌👌👌
Khub sundor দর্শন হলো। জয় মা গঙ্গোত্রী।
Darun laglo video ta
খুব খুব ভালো লাগলো। অসাধারন।❤
দারুণ লাগল আপনার বর্ণনা অতুলনী।
Khub bhalo laglo vd Mon jurie gelo❤
Moñ bhare gelo Ki chamatkar biboran den apni!Apnara dujan Ma Gangar kripa peyechhe.Jay ma Ganga.
কি অপুর্ব যায়গা দেখে মন ভরে যায়❤❤
Khub khub bhalo laglo.❤
অসাধারণ, আপনার জন্য ঘরে বসে দেখতে পেলাম ...
একটি অমূল্য ভিডিও তৈরী হয়ে গেল,,, ঘরে বসে মাকে পেলাম আপনার মাধ্যমে।অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে 😍
Khub sundor laglo
আপনাদের এই ভ্রমণ পর্বের প্রতিটিই দেখলাম। অসাধারণ লাগলো। অপূর্ব উপস্থাপনা। চলার পথে আপনাদের খাওয়ার অংশ ও বেশ উপভোগ্য। আপনাদের প্রাণের আবেগ মনের উন্মাদনা খুব ই প্রেরণাদায়ক। এরকমই আনন্দে থাকবেন। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍