এই পাহাড়ে একবার আসলে আর ফিরতে ইচ্ছে করবে না || Offbeat North Bengal || Mahaldiram || Darjeeling

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 798

  • @anilendu24
    @anilendu24 Год назад

    চোখের অপারেশনের জন্য দিন পনেরো আপনাদের ব্লগ দেখতে পারিনি... একদিকে ডাক্তার বাবুর কড়া সতর্কবার্তা, অন্যদিকে গিন্নির শ্যেন দৃষ্টি....!!! আজ উনি শপিং এ যাওয়ায় টুক করে এই দারুণ এপিসোডটা দেখে ফেললাম। মহলদিরামের vdo আগেও দেখেছি, আজ নতুন করে মনের খাতায় নামটা যুক্ত করলাম। ধন্যবাদ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      ভালো লাগলেও বলি ভিডিও তো চ্যানেলে বরাবরই থাকবে কিন্তু চোখের প্রতি যত্ন নিন । সাবধানে থাকবেন 🌹

  • @anupamabhattacharjee4728
    @anupamabhattacharjee4728 Год назад +1

    Apner vedior jonnyo wait kore thaki

  • @sattobratamittra8788
    @sattobratamittra8788 Год назад +3

    Mahaldiram dekhchi oshadharon, iswar er kache prarthoana ai poribesh ta jeno rokkha pai. 🙏🙏🙏🤩🤩🤓🤓💖

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 Год назад +2

    খুব সুন্দর জায়গা আর আকাশের রুপ এক এক রকম দারুন লাগল দেখে প্রকৃতির এতো সুন্দর রূপ সত্যি মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ দৃশ্য দারুন লাগল

  • @RabinGuharoy
    @RabinGuharoy Год назад +3

    অনিন্দ্য বাবু জীদদী সিনেমা মনে পড়ল। ।দারুণ যায়গা ।মহাহলদীরাম দেখে খুব ভাল লাগল। আপনাদের ধন্যবাদ ।

  • @Ananterkhoje
    @Ananterkhoje Год назад +4

    21 সালের নভেম্বর মাসে গেছিলাম।অসাধারণ লেগেছিল।3 দিন ধরে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গী ছিল।আর আমরা একই ঘরে ছিলাম।স্মৃতি ফিরে এলো আপনাদের সৌজন্যে।

  • @rumapalit9872
    @rumapalit9872 Год назад +2

    ভীষণ ভালো লাগলো! পাহাড় মানে সবসময়ই ভালো,,,,,,সত্যিই দারুণ জায়গা টা।👌👌

  • @aparajitaroychoudhury4480
    @aparajitaroychoudhury4480 Год назад +2

    আপনাদের দেখে মনে হয় কতো সহজে কী সুন্দর সুন্দর জায়গায় ঘুরছেন, কিন্তু এর পিছনে যে প্রবল পরিশ্রম রয়েছে তা বোঝা যায় ভীষণ ভাবে। খুব enjoy করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে 😍 ভালো থাকবেন 🌹

  • @tulijuthikasaha1996
    @tulijuthikasaha1996 Год назад +1

    দারুণ দারুণ দারুণ লাগল ।
    মুন্নার এর কথা মনে পরে গেল ।
    এত সুনদর একটা জায়গা আছে জানতামই না। ধন্যবাদ আপনাদের। 🥰🥰🥰🥰

  • @dibyendupaul92
    @dibyendupaul92 Год назад +22

    উত্তরবঙ্গ আমার খুব ভালো লাগার জায়গা। আর পাহাড় কখনো হতাশ করে না, মেঘ হোক কি রোদ কি বৃষ্টি যতই দেখি মন ভরে না।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +3

      একমত 👍

    • @sashis879
      @sashis879 Год назад +2

      Amaro north bengal bhishon pachonderr jayga Jalpaiguri aamar janmbhumi

  • @adventureavenueofpankaj
    @adventureavenueofpankaj Год назад

    আপনার এত সুন্দর picturisation দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি বারে বারে এইরকম picturisation যেনো দেখতে পাই

  • @Paeapaeasuku
    @Paeapaeasuku Год назад +1

    Darun,, kono kotha hobe na ssudhu chabi hobe. Thanks

  • @debasishmandal4754
    @debasishmandal4754 Год назад +2

    এক কথায় অসাধারণ অনবদ্য নির্বাচন।

  • @subratadas6654
    @subratadas6654 Год назад +5

    হঠাৎ পাওয়া এক ঝলক নির্মল আনন্দ ও ভাললাগা। দারুণ নিভৃত যাপন ।

  • @ashokekumarbag3033
    @ashokekumarbag3033 Год назад +2

    কি বলবো ভাই এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। আমার ও পাহাড় খুব ভালো লাগে, মনে হয় বার বার ছুটে যাই। খুব ভালো থাকবেন, নমস্কার।

  • @mousumichatterjee611
    @mousumichatterjee611 Год назад

    একদম স্বর্গীয় অনুভূতি l অসাধারণ জায়গা l খুব খুব ভালো লাগলো l

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад +1

    ভীষণ সুন্দর পরিচ্ছন্ন প্রকৃতি। অফ বিট জায়গাগুলো দারুণ রোমান্টিক ও রোমাঞ্চকর। খুব সুন্দর ভিডিও।

  • @arupkumarbhattacharyya2811
    @arupkumarbhattacharyya2811 Год назад +1

    দুর্ধর্ষ এক ভিডিও দেখলাম। মহলদিরাম জায়গাটার উপর দিয়ে গিয়েছি সিটং এ কিন্তু থাকা হয়নি। এই ভিডিও দেখে সত্যি জায়গাটার প্রেমে পড়লাম। যাবই ওখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর এক জায়গার দৃশ্যপট চোখের সামনে তুলে ধরার জন্য। 🌹🙏🌹

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 ভালো থাকবেন । আপনার ছেলের পা কেমন আছে ?

  • @subratabasu5822
    @subratabasu5822 Год назад +1

    অসাধারণ লাগল । মনোমুগ্ধকর পরিবেশ । ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন আর আমাদের এইরকম আরো অসাধারণ জায়গাগুলি দেখাতে থাকুন । 🙏🙏🙏🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @udaybhattacharya5022
    @udaybhattacharya5022 Год назад +1

    Darun..asadharan. .ato sundar apnar video r description tar janna apnake asankho dhannobad...valo thakben r sundar video amader upohar die jaben

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui Год назад

    অপূর্ব সুন্দর লাগল। সবথেকে ভাল লাগল চা বাগান।আর kanchenjunga তো দেখলে মন ভরে যায়।

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 4 месяца назад

    অনেকক্ষণ যেন মোহগ্রস্ত হয়েছিলাম, কি অসাধারণ দৃশ্যপট, কোন কথা নয় শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখতে হয় তার রচনা, মন প্রাণ জুড়িয়ে গেল।

  • @gopalmondal5488
    @gopalmondal5488 Год назад +1

    অনেকদিন পর পাহাড়ের একটা ভালো ভিডিও পেলাম খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @adityakumarroy8309
    @adityakumarroy8309 Год назад

    অসাধারণ। দাদার ব্লগে পাহাড় ও প্রকৃতি উভয়েই প্রাণ খুলে কথা বলে। আমি এর আগে মহলদিরামের অনেকের ব্লগ দেখেছি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যাব না। কিন্তু দাদার ব্লগ মত পরিবর্তন করতে বাধ্য করল। অবশ্যই একবার যাব। পরবর্তী ব্লগের জন্যে অধীর আগ্ৰহ নিয়ে থাকলাম।

  • @sujitkumarnath1208
    @sujitkumarnath1208 Год назад +1

    খুব সুন্দর জায়গা আপনি দেখালেন। পাহাড় , চা বাগান ও কাঞ্চনজঙ্ঘা সব মিলিয়ে মনমোহক পরিবেশ।👌👍

  • @GoutamSarkar-ws3mg
    @GoutamSarkar-ws3mg 8 месяцев назад +1

    আসলে আপনাদের যুগলবন্দী উপস্থাপনা এত সুন্দর, একেবারে made for each other, দেখে মনেহয় পৌঁছে যায়

  • @rumaballav2688
    @rumaballav2688 Год назад

    বাহ্, খুব সুন্দর জায়গাটা। একেবারে চা বাগানের মধ্যএ। অসাধারণ পাইন বনের হাতছানি,মেঘের লুকোচুরি, তরঙ্গায়িত সবুজ পাহাড়ের দল।ছবি গুলো অসাধারন। দারুণ একটা অফবিট পেলাম।🙏🙏👍👍

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      আকাশ পরিষ্কার থাকলে সত্যিই চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে যাবে।

  • @somachakraborty887
    @somachakraborty887 Год назад +2

    বেশ কিছদিন ধরেই মনটা পাহাড় পাহাড় করছিলো। খুব আনন্দ পেলাম এবং অপেক্ষায় রইলাম পুরো সিরিজের।

  • @sukantamitra4132
    @sukantamitra4132 Год назад

    Apurbo sundor jayga. Music o valo laglo. Sob milia darun.

  • @subhasishmondal489
    @subhasishmondal489 Год назад +1

    দারুন জায়গার সন্ধান দিলেন,,, খুব ভালো লাগলো।।।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Год назад

    Asadharon. Ato sundor prokriti jano dele sajiye diyeche Mahaldiram ke.Hoyto konodin jete parbo na kintu ghore bosei dekha hoye galo.Apnake anek dhonnobad.Bhalo thakben.

  • @aninditadeb855
    @aninditadeb855 Год назад

    Besh bhalo, pahar dekhle e mon bhalo hoye jay,pujor samay ichche chilo jaoar,kintu akhon habe na,tabe samay kre akbar nischoi jbo Mahaldiram

  • @Sorpuria
    @Sorpuria Год назад

    যথারীতি অসাধারণ । সকাল বেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে আপনার ব্লগ দেখা মানে সারাদিন এর জন্য মন ভালো হয়ে যাওয়া 😊

  • @bharatmondalpalbharat
    @bharatmondalpalbharat Год назад

    অপনার ভিডিওটি অসাধারণ লাগলো আমরা এই বছর সিটং যাবার সময় কিছুক্ষণ দেখেছিলাম খুব সুন্দর জায়গা।

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 Год назад

    Ami apnader songe
    Shuvechha roilo jachhi. 68 yrs age ,ei bhai aami bhromon.kori

  • @sanatchowdhury4623
    @sanatchowdhury4623 Год назад

    Anindyoda k anek abhinandan erokom Sundor ekta tathyobhittik vlog upohar debar jonyo.
    Data k o boudi k janai sharodiyo subhechhya

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 Год назад +1

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিওটা আর উত্তর বঙ্গ মানেই আলাদাই ভালোলাগা ও ভালোবাসা ❤

  • @aparnamondal1342
    @aparnamondal1342 Год назад

    Cha baganer modhye homestay.khub sundar. short trip er janya ekdam perfect .

  • @kuntala5227
    @kuntala5227 7 месяцев назад

    Mahaldiram ,,,, অপূর্ব অপূর্ব ,, সত্যি ,,, চোখ -মনের শান্তি 👌👌
    এবার আসি ,,,,, অনিন্দ্য - বুবুর (( নাম ঠিক লিখলাম তো ! )) কথায় ------ অনবদ্য তোমাদের chemistry ❤❤❤❤

  • @pradipray748
    @pradipray748 Год назад

    খুব ভালো লাগলো, পরের নতুন ভিডিও দেখতে অপেক্ষা করে রৈলাম। ধন্যবাদ🙏

  • @sarmisthadattapoddar1458
    @sarmisthadattapoddar1458 Год назад

    Khub valo laglo.....khub sundar jaiga....

  • @santubanerjee1457
    @santubanerjee1457 Год назад

    Video ta dekhlm... Ato sundor akta jaygar sathe porichoy koria daoar jonno ank dhonnobad dada... Apnar video Gulo stti khub sundar

  • @subratachakraborty1990
    @subratachakraborty1990 Год назад +1

    Prakritic drisha ar soundarja dekhe mon bhore gelo

  • @santanusahu9113
    @santanusahu9113 Год назад +1

    মহালদিরাম সত্যিই খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগলো

  • @suvrajyotidey1746
    @suvrajyotidey1746 Год назад +1

    সত্যি বলছি অসাধারণ লাগলো ❤ বসিরহাট থেকে আপনারা দুজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও ভালো ভালো জায়গার সন্ধান দেবেন

  • @milansen3503
    @milansen3503 Год назад

    খুব সুন্দর জায়গা।
    আমার কাছে খুবই ভালো লেগেছে।
    আপনারা ভালো থাকবেন।

  • @manishachakraborty2290
    @manishachakraborty2290 Год назад

    Khub laglo..sir..mam..
    Waiting for next one

  • @udayanghosh6837
    @udayanghosh6837 Год назад +1

    প্রথমেই দিদি কে ধন্যবাদ জানাই আপনাকে পাহাড় ভ্রমণে রাজি করানোর জন্য।
    দ্বিতীয় আপনাদের এনার্জি লেভেল দেখে অবাক হয়ে যেতে হয়, যেভাবে আপনারা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছেন, অসাধারণ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      না গিয়ে উপায় নেই 🤣🤣 তবে আমারও পাহাড় ভালোই লাগে ।

  • @PappuMaity-s2r
    @PappuMaity-s2r Год назад

    Anek din theke try korchi mahaldiram jaoar, kichu tei hocche na, Blog ta dekhe sei ichhe ta aro uske dilo, nice blog, keep it up

  • @nikhileshroyghatak7605
    @nikhileshroyghatak7605 9 месяцев назад

    ভীষণ ভালো লাগ লো আপনাদের এই উপাস্হাপনা। এমনই আরও সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যান এবং ভিডিও করুন। সত্যিই খুবই সুন্দর জায়গাটা। অনেক ধন্যবাদ।

  • @amalbisi9971
    @amalbisi9971 Год назад

    Khub sunder place . Mon bhore galo dada.

  • @barnalimukhopadhyay5552
    @barnalimukhopadhyay5552 Год назад

    Darun laglo.....na jaoya abdhi santi pabo na ....

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 Год назад

    খুব ভালো যাওয়ার খুবই ইচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ এই রকম সব জায়গা দেখাবার জন্য। ভালো থাকবেন।

  • @chhandasen574
    @chhandasen574 Год назад

    অসাধারণ জায়গার সন্ধান পেলাম। আপনাদের এমন একটা পাহাড়ের ব্লগের আশায় ছিলাম। শুভেচ্ছা নিরন্তর।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @suklachatterjee9476
    @suklachatterjee9476 Год назад +1

    অনেক অপেক্ষার পর আবার সেই আনন্দ উপভোগের সুযোগ পেলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের।

  • @atanuch1961
    @atanuch1961 Год назад

    আপনার বলার ধরন খুব সহজ সাধারণ অথচ attractive, camera ও বেশ ভালো qualityr, পাহাড় আমার বড়ো প্রিয়, বিশেষ করে kanchenjangha পাহাড় , তাই ভীষন ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে আমিও যাচ্ছি সঙ্গে, background গান বা music খুব subject related পাহাড়ি সুরে, খুব ভালো করছেন আপনারা 👍

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @lipikanandy7049
    @lipikanandy7049 Год назад +1

    অসাধারণ ।মন ভরে গেলো ।

  • @souravpaul6213
    @souravpaul6213 Год назад

    Anindya da mahaldiram beauty ta just fatafati, eto sundor jaiga ta eto sundor natural beauty sotiee dekhar r jaor ichee roilo.. Homestay tao bes bhalo..porer vlog er jonno wait kore roilam

  • @srabanisarkar269
    @srabanisarkar269 Год назад

    Abar apnader sathe berie porlam..darun enjoy o korlam..thanks...asadharon laglo

  • @jhumabanerjee5394
    @jhumabanerjee5394 Год назад

    Darun darun. Onoboddo, kono kotha hobe na.

  • @debashisghosh6506
    @debashisghosh6506 Год назад

    খুব ভালো লেগেছে
    অনেক ধন্যবাদ অনিন্দ্য দা
    ভালো থাকবেন

  • @subratasarkar3728
    @subratasarkar3728 Год назад

    অসাধারণ - অপূর্ব জাগগা ৷ ফটোগ্রাফী এবং বর্ণনা ও খুবই সুন্দর আগামীতে আরও ভাল ভাল জায়গা দেখার আশায় রইলাম ৷ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ৷

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @pankajsarkar1245
    @pankajsarkar1245 Год назад

    Oh, asaadhaaran, darun laglo video ta. Er janna dhyonabad janai Bubu di ke. Jini eai asadharan Homestay ar jaiga ta choose korar janna. Anindya da aponara dujonai khub valo. Valo thakben.

  • @aveekbanerjee8731
    @aveekbanerjee8731 Год назад

    আপনার ভ্রমণের স্থান নির্বাচন এক কথায় অনবদ্য... আর খুব তথ্যবহুল এবং ঝকঝকে উপস্থাপন... ভিডিওতে আপনার গানের নির্বাচন সত্যি মন ছুঁয়ে যায়... নেপালি যে গানটি ভিডিওতে ব্যবহার করেছেন সেটা বারবার শুনতে ইচ্ছে করে... কি গান বলতে পারবেন?

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      এই মিউজিকগুলি বিভিন্ন paid music site থেকে নেওয়া । সেখানে নাম দেওয়া থাকে না ।

  • @rinamaiti6480
    @rinamaiti6480 Год назад

    কি দারুন দেখালেন! মন ভরে গেল। মনে হচ্ছে এখন ই চলে তাই। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 Год назад +1

    নিস্তব্ধ নিরিবিলি চারপাশ সবুজে ঘেরা, দুপাশে দিগন্ত বিস্তৃত চা বাগান, সত্যিই অপূর্ব লাগল 👌👌👍👍

  • @sanjibbagchi2469
    @sanjibbagchi2469 Год назад

    অসাধারণ লাগল আপনার এই জায়গার VDO টি।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад

    অসাধারণ সুন্দর একটি জায়গা দেখার সৌভাগ্য হল আপনাদের জন্য। এই সব অখ্যাত স্থান কত সুন্দর হতে পারে তা না দেখলে জানা যেত না। অনেক ধন্যবাদ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      সবসময় পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏

  • @dibyendubanerjee9613
    @dibyendubanerjee9613 Год назад

    খুব ভালো লাগলো। এইরকম আরো অফবিট জায়গা দেখার ইচ্ছা রইলো।

  • @subratachakraborty1990
    @subratachakraborty1990 10 месяцев назад

    Apurba laglo,khub sundar prakritic drishya

  • @smjoymukherjee1990
    @smjoymukherjee1990 Год назад

    Osadharon... Mindblowing spot

  • @dreamrealitydk
    @dreamrealitydk Год назад

    Vlog dekhte dekhte Amio kintu apekkhay chilam sokaler akash kemon thake dekhar janyo....jei dekhlam Kanchanjanghar jholok omie dil ta khush hoye gelo..

  • @naturelover8556
    @naturelover8556 Год назад

    সত্যিই অসাধারণ। জায়গা টার সৌন্দর্য অতুলনীয়।আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর জায়গা দেখানোর জন্য।

  • @sukantasamanta6268
    @sukantasamanta6268 Год назад

    খুব সুন্দর ভিডিও! দারুণ জায়গাটা।

  • @susmitamajumdar8683
    @susmitamajumdar8683 6 месяцев назад

    Khub shundor uposthapona.jabar ichche roilo

  • @Nightingale_Kasturi
    @Nightingale_Kasturi Год назад

    etto sundor.. dekhte dekhte mone hoche jeno megh gulo jodi dhorte partam.. r etto sundor cha bagan er majhe 2din thaklei mon valo hoye jabe😍😍.. eto sundor bagan er majhe niribili te pahar ghera jayga megher chora chori. r ki chai❤❤
    darun.. jetei hobe ekbar❤❤

  • @exploreramitava6119
    @exploreramitava6119 Год назад

    Darun darun laglo as usual...jaoar icche roilo

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 Год назад

    এতদিন দেখার পর আজ সাবস্ক্রাইব না করে আর থাকতে পারলাম না। আপনাদের ভিডিওর দৌলতে আমাদের মহালদিরাম ভীষণ টানছে। অবশ্যই যাব।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @sbanerjee9776
    @sbanerjee9776 9 месяцев назад

    অপূর্ব,অসাধারণ, ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ।

  • @susmitaroy2143
    @susmitaroy2143 Год назад

    আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি।খুব ভালো লাগে।

  • @uttamchatterjee9981
    @uttamchatterjee9981 Год назад

    খুব সুন্দর লাগলো। ধন্যবাদ জানাই।

  • @anjanasarkar7239
    @anjanasarkar7239 Год назад

    আজ হঠাৎ ই দেখে ফেলাম। খুব ভালো লাগলো।

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 Год назад

    মহলদিরাম খুব ভালো লেগেছে। বেশী প্রশংসা করছিনা কারণ করলেই আপনি ভাবেন যে আমি হয়তো আপনাকে মিথ্যে কথা বলছি। কিন্তু অনিন্দ্যবাবু আপনারা আসলেই আমি খুশী হই আপনাদের অনিন্দ্যসুন্দর উপস্থাপনার জন্য। আপনাদেরকেই আমার খুব ভালো লাগে। অনেকদিন আপনার কন্যার সঙ্গে দেখাসাক্ষাৎ হচ্ছেনা। ভালোবাসা সবাইকে। ❤❤❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      আপনারাই আমার বড় ভরসা । আপনারা পাশে আছেন, তাই উৎসাহ নিয়ে ভিডিওগুলো করি ।

  • @prabirbiswas7694
    @prabirbiswas7694 Год назад

    Khub enjoy korlam mahadira. Home stay ta khub sundar. Upner presentation khub valo.madam o khub sundar deacribe korechen.

  • @parthaghosh9796
    @parthaghosh9796 Год назад

    প্রথমেই আপনাদের দীর্ঘ সুস্থতা কামনা করি নিজের স্বার্থে ও রইলো একরাশ আন্তরিক ভালোবাসা। আমি এর আগে আপনাদের কোন ব্লগে কমেন্ট করিনি, আজই প্রথম। প্রতিটি ব্লগ ভীষণ ভালো, ঘরে বসে আমার মনন কে ভালো থাকার প্রেরণা দেয়। এক অপূর্ব সুন্দর পাহাড়ী জনপদকে আমার মনের মণিকোঠায় রেখে দিলাম আপনাদের উপস্থাপনায়। স্থানীয় সংগীত সহকারে ভিডিও টিকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। পরিশেষে আবার রইলো আমার আন্তরিক ভালোবাসা। খুব ভালো থাকবেন।❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 এভাবেই সঙ্গে থাকবেন ও মতামত জানাবেন 🌹

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 Год назад

    Apnar ei vlog ta osadharon.
    Jabar icche hocche.
    Thanks n keep well, both of u.

  • @mamataguha4285
    @mamataguha4285 Год назад

    Asadharon vlog monta vore gelo valo o sabdhana thako ❤❤❤❤❤

  • @sreeparnapaul5649
    @sreeparnapaul5649 5 месяцев назад

    ভীষণ ভালো লাগল, আপনারা এতো সুন্দর সুন্দর জায়গা দেখান মন ভালো হয়ে যাচ্ছে। বেড়াতে যাওয়ার জন্য অনেক জায়গা জানতে পারছি। খুব ভালো থাকবেন

  • @dhrubojyotinandy3127
    @dhrubojyotinandy3127 Год назад

    Darun laglo...jabar ichcha roilo❤

  • @ritaganguly6040
    @ritaganguly6040 Год назад

    Khub sundor jaega bhalo laglo

  • @m.g4160
    @m.g4160 Год назад

    2021e pujor time akhane chhilam 2nights,, asadharon legechhilo jaiga ta...

  • @prabirpal6461
    @prabirpal6461 Год назад

    খুব সুন্দর একটা offbeat জায়গা choose করেছেন. Video টা দেখে মন ভরে গেল. 👍

  • @pinkibanerjee7518
    @pinkibanerjee7518 Год назад

    Apurbo sundor picturisation ar tar sathe manansoi background music.... asadharon ekta jaayga 👌👌

  • @samitabasu9629
    @samitabasu9629 Год назад +1

    জায়গাটি তো বেশ তার সঙ্গে আপনাদের যুগলবন্দী দুর্দান্ত।

  • @dwbardhan
    @dwbardhan Год назад +1

    Wonderful site selection; Wonderful video!! 🎉

  • @KrishnaDas-tr1vk
    @KrishnaDas-tr1vk 11 месяцев назад

    Khub valo laglo ,next destination hobe eta amar

  • @sauravpaul3141
    @sauravpaul3141 Год назад

    Darun laglo. Ekbar jabo sure.

  • @amitavaghosh1423
    @amitavaghosh1423 Год назад

    তোমাদের প্রত‍্যেকটি ভিডিওই আমার ভালো লাগে, এটিও ভালো লাগল। বয়স হয়ে যাওয়ার কারণে এতো ঘুরে বেড়ানো সম্ভব হয়না কিন্তু তোমাদের ভিডিও আমার এই অবসর জিবনের অপ্রাপ্তিকে অনেকটাই প্রশমিত করে। ভালো থেকো আর এইভাবেই আমাদের সুন্দর ভ্রমণের ভিডিও উপহার দিও।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 🙏

  • @gourisankarjana4527
    @gourisankarjana4527 Год назад

    অসাধারণ, মন জুড়িয়ে গেল।

  • @GiridhariMahapatra
    @GiridhariMahapatra Год назад

    Ai january te gechilam..oshadharon jaiga..Bapi Da Rocking Manus