খুব সুন্দর উপস্থাপনা। আর একটা কথা বলি যে নারায়ণ যখন তপস্যা করছিলেন তখন মাতা লক্ষ্মী নিজেই বদ্রী গাছ রূপে ছায়া দান করেছিলেন। সেজন্য নারায়ণ এখানে বদ্রীর নাথ মানে বদ্রীনাথ রূপে পূজিত। কলিযুগ যখন শেষ হবে তখন নর নারায়ণ পর্বতদ্বয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে। তখন বদ্রীনাথ এখান থেকে অন্তর্ধান হবেন এবং ভবিষ্য বদ্রীতে প্রকট হবেন। এটাই কথিত আছে। কলিযুগ শেষের সঙ্কেত পাওয়া যাবে নৃসিংহ অবতারের অঙ্গ খসে পরার মধ্য দিয়ে। আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয়🙏 ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারা 🙏
আপনার ব্লগ এই প্রথম দেখলাম। খুবই ভালো লাগলো।আপনার ভিডিও ও উপস্থাপনা খুবই ভালো।ভালো থাকবেন।ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ।আমি ভেবেছিলাম উনি কেদারনাথ পায়ে হেঁটে যেতে পারবেন না।কিন্তু উনার মনের জোর ও ইচ্ছা শক্তি সব বাধা অতিক্রম করে বাবা কেদারনাথ কে দর্শন করেছেন।উনাকে অনেক অনেক অভিনন্দন।
সত্যি বলতে আপ্লুত হলাম... আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তাই বুবুর চোখের জল আমার চোখেও জল এনে দিয়েছে... ভালো মানুষদের সাথে এমনই হয়... বদ্রীনাথ সকলের মঙ্গল করুন 🙏🙏🙏
আপনারা বলছেন, কাঁদছেন বলতে বলতে আর শুনতে শুনতে আমি কাঁদছি। ঈশ্বর এভাবেই তাঁর উপস্থিতি অনুভব করান তাঁর কৃপাদৃষ্টি দিয়ে, বোঝার ক্ষমতা যাদের দেন তারাই হয়ত বুঝি। খুব ভালো থাকবেন আপনারা ।
বুবুর বর্ণনা শুনে আমার ও চোখে জল এলো। ভক্তের ডাকে ভগবান বিচলিত হন। বর্ণনা অসাধারণ। সেই সাথে পশ্চাতে যে ভক্তিগীতি , শুনে মন ভরে গেল। ভালো থাকবেন।বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
ভাই অনিন্দ্য বদ্রীনাথ video দেখে আমি আপ্লুত আমরা ও গেছিলাম যেমন সুন্দর চারদিকের দৃশ্য তেমনি নীলকণ্ঠ শৃঙ্গ র অপূর্ব সবশেষে তোমাদের সাথে যে অলৌকিক ঘটনা টি ঘটলো tate আমিও শিহরিত বুবুর সাথে আমার ও চোখে জল আসলো জয় বদ্রীনাথ 🙏🏿
এত আবেগময় ভিডিও আগে কোনদিন দেখিনি। চক্ষু কর্ণ সার্থক হ'ল। আপনি পঞ্চবদ্রী, ছোট চারধাম ও বড় চারধামের যে তথ্য দিলেন তা অতীব গুরুত্বপূর্ণ। আর বৌদির আনন্দাশ্রু দেখে এই উপলব্ধি হ'ল চোখের জলই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ নিবেদন।।
সত্যি সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে স্বয়ং নারায়ন আপনাদের ব্যাকুলতায় সারা দিয়েছেন।আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয় ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারাI
ঈশ্বর মিলিয়ে দেন অনিন্দ্য দা। আপনার বক্তব্যের সাথে মিলিয়ে প্রাকৃতিক রূপ দর্শন...মন্দিরের অসাধারন স্থাপত্য...আপনার এই ব্লগটি আমার কাছে বাংলার ব্লগিং এর একটি পথপ্রদর্শক হয়ে থাকবে। ১৯৯৮ সালে বদ্রীবিশাল দর্শন করা আমি নতুন করে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওঁ নমঃ বাসুদেবায় নমঃ।
অপূর্ব দেখলাম বদ্রীনাথ মন্দির ও চারপাশের দৃশ্য। আপনি সুন্দর ভাবে বদ্রীনাথের মাহাত্য বর্ণনা করলেন। আমাদের আদি গুরু শঙ্করাচার্য হিন্দুধর্ম পুনঃরুদ্ধারের জন্য ভারতের চার দিকে চারটি মঠ স্থাপন করেছিলেন উত্তরে বদ্রীনাথের কাছে যশিমঠ, দক্ষিনে রামেশ্বরমে শৃঙ্গেরি মঠ, পূর্বে পুরীতে গোবোর্দ্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকা তে সারদা মঠ। এই চারটিই হল চার ধাম যার মধ্যে তিনটি তে অধিষ্ঠিত দেবতা হলেন বিষ্ণু এবং রামেশ্বরমে মহাদেব। চার ধাম ঘোরা ভাগ্যের ব্যাপার। আপনারা ভাগ্যবান।
@@AnindyasTravelogue নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমার তিনধাম হয়েছে, আপনি বদ্রীনাথ দেখালেন, চারধাম হয়ে গেল, তবে সামনের বছর যাওয়ার ইচ্ছে আছে, তখন আপনার সাথে যোগাযোগ করা যাবে কি? একটু সাহায্য হতো।
ভিডিওটা দেখতে দেখতে চোখ থেকে জল গড়িয়ে গেল। আপনারা অনেক ভাগ্যবান। শৌভিককে উনিই পাঠিয়েছেন, নাহলে এই হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে উনি এত বছর পরে কিভাবে খুঁজে পেলেন।
আগেও বলেছি বারবার এবং এখনো বলছি আপনারা সত্যিই অশেষ ভাগ্যবান ও ভাগ্যবতী। নাহলে এই ভাবে দেব দর্শন করা সহজ নয়। বোন বুবুর ভক্তি মিশ্রিত এই আনন্দাশ্রু আমাদের মনকেও আপ্লুত করে। এই দুর্গম পথে যাত্রার শারীরিক ক্লেশ কে তুচ্ছ.করে যেভাবে হাসিমুখে পুরো ভিভিওটি উপস্থাপন করলেন দুজনে তা ভাষায় বর্ননা করা যায়না। আগের ভিডিওটিতে বোন বুবু যে অতি প্রোয়োজনীয় তথ্যগুলি ভ্রমনার্থী দের উদ্দেশে দিয়েছেন তার জন্য কোন ধন্যবাদ ও সাধুবাদ যথেষ্ঠ নয়। এই আন্তরিকতা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ঈশ্বর আপনাদের সংগে আছেন। খুব ভাল থাকবেন সবাই।
সত্যিই অনবদ্য এবং অপুর্ব সুন্দর ঐশ্বরিক শক্তির মনোরম অভাবনীয় প্রাকৃতিক শোভাবর্ধনের সাক্ষী হয়ে থাকলাম জয় বদ্রী নারায়ণের পাদপদ্মে আমার বিনম্র প্রনাম লহো সকলের মঙ্গল করো প্রার্থনা অব্যাহত থাক 🍃🌺🍃🌺🍃🌺🍃🌺🪔🙏🙇♀️🙇♀️🙇♀️
অসাধারণ অপূর্ব সুন্দর পরিবেশন .... আমার মত যারা এখনও এই তীর্থস্থান দর্শন করার সুযোগ পাইনি তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ... বুম্বা চক্রবর্তী বরানগর
আপনাদের সঙ্গে এই ঘটনা শুনে আমার চোখে ও জল এসে গেল কি অদ্ভুত করুনাময় নারায়ন তাকে অন্তঃস্থল থেকে ঢাকার অপেক্ষা খুব ভালো লাগলো এবারের ভিডিও আবার অপেক্ষায়।
Mon pran poripurno hoye gelo...odvut ek valo laaga r voktite mon pran aapluto hoye gelo...soshorire na giyeo sottyo ke anuvab korlam...chokhe bar bar jol ese jachchilo aapnar sabolil bornona sune...onek dhonyobad aapnake.. Khub valo thakun aapnara...
সত্য এই ধরণের ঘটনা হয় আমরা ক্ষেত্রে ও অনেক সময়েই হয়েছে, এটা কাকতালীয় বলুন বা অন্য যাই বলুন বাক্য হয় না যাক এবার আসল কথা হল Badrinath খুব ভালো লাগলো, পরবর্তী ভিডিও অপেক্ষা রইল।
আমি আপনাদের বদ্রীনাথের এপিসোড টাও দেখলাম ভীষণ ভালো লাগলো আর দিদির কথা গুলো শুনে আমারও কান্না পাচ্ছিল সত্যি আপনারা পরম ভাগ্যবান কথায় বলে ভক্তিতেই ভগবান দর্শন হয় আমিও গেছি বদ্রীনাথ ভীষণ ভালো লেগেছে আমার তবে আপনাদের দর্শন টা ভগবানের আশির্বাদ খুব ভালো থাকবেন জয় বদ্রীনাথ
আমি আপ্লুত । দিদির চোখের জলের সঙ্গে আমিও অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলাম ।আপনারা খুবিই পুন্যাবান তাই এ সম্ভম হয়েছে । আপনাদের জন্যা আমরা গর্বিত ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন । আপনাদের চোখে আমরা দেখি । ৭০+ তাই আর যাওয়া সম্ভম নয় । তবু আপনাদের মাধ্যমে নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকি ।আবার বলি ভালো থাকবেন।
অনেক মানুষের অপূর্ণ আশা কে আপনাদের ভিডিও র মাধ্যমে সাকার হতে দেখে আমি আপ্লুত। দেবভূমি হিমালয়ে , দেব দর্শন সবার ভাগ্যে ঘটে না। আপনারা ভাগ্যবান। আপনাদের দেব দর্শন ঘটেছে। এভাবেই এগিয়ে চলুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। চরৈবতী। চরৈবতী।
আমার ও তিনবার সৌভাগ্য হয়েছে বদ্রীনাথ দর্শনের কিন্তু আপনাদের কাছ থেকে এমন স্বর্গীয় অনুভুতির কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো ।মন ভরে গেল ।জয় বদ্রী বিশাল 🙏🙏
Khub khub valo laglo dada, apnader sathe ei sob kichu ghoteche bole bubu dir chokh diye jal ese geche r amar apnader ke dekhe r sob shune chokh diye jal ese geche, darun darun khubi sundor ❤❤❤
খুবই ভালো লাগল।দৈব আশীর্বাদ পেয়েছেন আপনারা।তেইশ বছর আগে গিয়েছিলাম।তখন এত ভীড় পাইনি।সুন্দর দর্শণ হয়েছিল।কুবের দেবের দর্শণ পেয়েছিলাম।মানা গ্রাম পায়ে হেঁটে ঘুরেছিলাম।ব্যাসগুহা,সরস্বতী নদী,ভীমপুল দেখেছিলাম।তবে সব থেকে অনির্বচনীয় ছিল কোজাগরী পূর্ণিমায় নীলকন্ঠ দর্শণ।নীলাভ আলোয় মাখা শৃঙ্গে মহাদেবের অবয়ব ফুটে উঠেছিল।সারারাত জানালার কাছে বসে থেকে যখন নর_নারায়ণের গায়ে প্রথম সুর্যালোক পড়লো তখন চেতনায় এলাম।চোখে জল আর সমস্ত শরীর রোমাঞ্চিত।
অসাধারণ লাগল ব্লগটা ।শুধুএই ব্লগ কেন প্রতিটি ব্লগই আমার খুব ভাল লাগে ।বেশিরভাগ সময় আমি টিভির ইউটিউব চ্যানেলে আপনাদের ব্লগগুলো দেখি তাই অনেক সময় comment করা হয় না আজ comment না করে পারলাম না ।সত্যিই ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন। আপনারা ভাল থাকবেন 🙏🙏🙏❤
খুব সুন্দর উপস্থাপনা। আর একটা কথা বলি যে নারায়ণ যখন তপস্যা করছিলেন তখন মাতা লক্ষ্মী নিজেই বদ্রী গাছ রূপে ছায়া দান করেছিলেন। সেজন্য নারায়ণ এখানে বদ্রীর নাথ মানে বদ্রীনাথ রূপে পূজিত। কলিযুগ যখন শেষ হবে তখন নর নারায়ণ পর্বতদ্বয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে। তখন বদ্রীনাথ এখান থেকে অন্তর্ধান হবেন এবং ভবিষ্য বদ্রীতে প্রকট হবেন। এটাই কথিত আছে। কলিযুগ শেষের সঙ্কেত পাওয়া যাবে নৃসিংহ অবতারের অঙ্গ খসে পরার মধ্য দিয়ে। আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয়🙏 ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারা 🙏
আপনার এই মন্তব্যটি পিন কমেন্ট করে রাখলাম । অনেকের উপকার হবে । তথ্যগুলির জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
@@AnindyasTravelogue 🙏
Sir please apnar no ta ektu deben.Kedarnath samporke kichhu information newar chhilo.
নর পরবত হলেন অরজুন লারায়ন হলেন শ্রীকৃষন শ্রী কৃষন উরুর উপরে একটি ফুল রেখে সৃষ্টি করেন সরগের অপসরা urboshi
অপূর্ব সুন্দর ,মন ভরে গেল ।
আপনারা খুবই পূণ্যবান। সত্যি সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে স্বয়ং নারায়ন আপনাদের ব্যাকুলতায় সারা দিয়েছেন।
জয় বদ্রীনাথ।
Superb Darun Laaglo joy Badrivishal
আপনার ব্লগ এই প্রথম দেখলাম। খুবই ভালো লাগলো।আপনার ভিডিও ও উপস্থাপনা খুবই ভালো।ভালো থাকবেন।ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ।আমি ভেবেছিলাম উনি কেদারনাথ পায়ে হেঁটে যেতে পারবেন না।কিন্তু উনার মনের জোর ও ইচ্ছা শক্তি সব বাধা অতিক্রম করে বাবা কেদারনাথ কে দর্শন করেছেন।উনাকে অনেক অনেক অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏 সঙ্গে থাকবেন ।
Khub khub bhalo laglo. Akta katha bolchie. Eije bolchen na apnader shate je aolukik ghotana gulo ghotche , tar karon holo apnara khub khub bhalo manush tai. Bhogoban apnader shatei thaken shob shomai. Bhalo thakben.
🙏🙏🙏 ভগবান শ্রী শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ সকলের মঙ্গল কর প্রভু 🙏🙏🙏
❤️
সত্যি বলতে আপ্লুত হলাম... আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তাই বুবুর চোখের জল আমার চোখেও জল এনে দিয়েছে... ভালো মানুষদের সাথে এমনই হয়... বদ্রীনাথ সকলের মঙ্গল করুন 🙏🙏🙏
আপনারাও ভালো থাকবেন । জয় বদ্রীবিশাল 🙏🙏
Amio chokher jol dhore rakhte parlam na...Bubu r aabeg feel korlam.
সত্যিই মন থেকে তাকে স্মরণ করলে তিনিই তাঁর দূত কে পাঠিয়ে দেন আমিও আপনার আবেগের সাথে নিজেকে জুড়ে নিলাম
জয় বদ্রী বিশাল 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
সৌভিক সত্যই ভগবানের দূত ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল❤❤❤❤
আপনারা বলছেন, কাঁদছেন বলতে বলতে আর শুনতে শুনতে আমি কাঁদছি। ঈশ্বর এভাবেই তাঁর উপস্থিতি অনুভব করান তাঁর কৃপাদৃষ্টি দিয়ে, বোঝার ক্ষমতা যাদের দেন তারাই হয়ত বুঝি। খুব ভালো থাকবেন আপনারা ।
আপনিও ভালো থাকবেন 🌹
খুব সুন্দর বর্ণনা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ইচ্ছাটা আন্তরিক হলে ভগবান সহায় হন।
বুবুর বর্ণনা শুনে আমার ও চোখে জল এলো।
ভক্তের ডাকে ভগবান বিচলিত হন।
বর্ণনা অসাধারণ।
সেই সাথে পশ্চাতে যে ভক্তিগীতি , শুনে মন ভরে গেল।
ভালো থাকবেন।বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
🙏🙏
ভাই অনিন্দ্য বদ্রীনাথ video দেখে আমি আপ্লুত আমরা ও গেছিলাম যেমন সুন্দর চারদিকের দৃশ্য তেমনি নীলকণ্ঠ শৃঙ্গ র অপূর্ব সবশেষে তোমাদের সাথে যে অলৌকিক ঘটনা টি ঘটলো tate আমিও শিহরিত বুবুর সাথে আমার ও চোখে জল আসলো জয় বদ্রীনাথ 🙏🏿
অসংখ্য ধন্যবাদ । জয় বদ্রীবিশাল 🙏🙏
@@AnindyasTravelogue 🙏🏿🙏🏿
আমি ২০১২ সালে গিয়েছিলাম ভীষণ ভালো দর্শন করেছিলাম আজ আপনার ভিড়িও টা দেখে খুব ভালো লাগলো ❤️❤️
Khub khub bhalo laglo,God bless you❤❤❤❤❤.
এত আবেগময় ভিডিও আগে কোনদিন দেখিনি। চক্ষু কর্ণ সার্থক হ'ল। আপনি পঞ্চবদ্রী, ছোট চারধাম ও বড় চারধামের যে তথ্য দিলেন তা অতীব গুরুত্বপূর্ণ। আর বৌদির আনন্দাশ্রু দেখে এই উপলব্ধি হ'ল চোখের জলই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ নিবেদন।।
অসংখ্য ধন্যবাদ 🙏
দিদি আপনার ভক্তি দেখে আমার ও চোখে জল এলো... 🙏🏻
খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা অসাধারন লাগলো দেখতে ধন্যবাদ আপনাকে
সত্যি সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে স্বয়ং নারায়ন আপনাদের ব্যাকুলতায় সারা দিয়েছেন।আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয় ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারাI
সরল এবং সৎ মানুষ, সর্বোপরি ঐকান্তিক ভক্তদের জন্য ভগবান এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আন্তরিক প্রণাম জানাই 🙏🙏
একটু সময় নিয়ে শান্ত মনে দেখলাম। আমার এই ভিডিও দেখার পর থেকেই মনের ভেতর থেকেই নিজেই নিজের মধ্যে আছি কিছুটা সময় ।❤ভাল থাকবেন দাদা ও দিদি❤❤❤❤
অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo jai shree Vishnu jai shree Krishna namaste 🙏
ঈশ্বর মিলিয়ে দেন অনিন্দ্য দা। আপনার বক্তব্যের সাথে মিলিয়ে প্রাকৃতিক রূপ দর্শন...মন্দিরের অসাধারন স্থাপত্য...আপনার এই ব্লগটি আমার কাছে বাংলার ব্লগিং এর একটি পথপ্রদর্শক হয়ে থাকবে। ১৯৯৮ সালে বদ্রীবিশাল দর্শন করা আমি নতুন করে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওঁ নমঃ বাসুদেবায় নমঃ।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখলাম
Apurba legeche...apnara khuby Bhagyaraj.
খুব ভালো লাগলো আর আপনাদের উপস্থাপনার প্রশংসা না করে পারা যায় না । সুস্থ থাকুন ভালো থাকুন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অপূর্ব দেখলাম বদ্রীনাথ মন্দির ও চারপাশের দৃশ্য। আপনি সুন্দর ভাবে বদ্রীনাথের মাহাত্য বর্ণনা করলেন। আমাদের আদি গুরু শঙ্করাচার্য হিন্দুধর্ম পুনঃরুদ্ধারের জন্য ভারতের চার দিকে চারটি মঠ স্থাপন করেছিলেন উত্তরে বদ্রীনাথের কাছে যশিমঠ, দক্ষিনে রামেশ্বরমে শৃঙ্গেরি মঠ, পূর্বে পুরীতে গোবোর্দ্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকা তে সারদা মঠ। এই চারটিই হল চার ধাম যার মধ্যে তিনটি তে অধিষ্ঠিত দেবতা হলেন বিষ্ণু এবং রামেশ্বরমে মহাদেব। চার ধাম ঘোরা ভাগ্যের ব্যাপার। আপনারা ভাগ্যবান।
আপনার এই information গুলি খুব ভালো লাগলো । ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করতে পারি কি ?
@@AnindyasTravelogue নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমার তিনধাম হয়েছে, আপনি বদ্রীনাথ দেখালেন, চারধাম হয়ে গেল, তবে সামনের বছর যাওয়ার ইচ্ছে আছে, তখন আপনার সাথে যোগাযোগ করা যাবে কি? একটু সাহায্য হতো।
অবশ্যই । আমাকে Instagram or Facebook Messenger or email করতে পারেন । Description box -এ ld দেওয়া আছে ।
@@AnindyasTravelogue অনেক ধন্যবাদ।
ভাগ্যবানের বোঝা ভগবান বয়.... আবারও প্রমানিত হোলো। ভালো থাকুন, ধন্যবাদ 🙏
অনেক ধন্যবাদ 🙏
আমরা খুবই ভগবানের বিশ্বাসী, বুবু দির কথা শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো, সত্যি স্বয়ং নারায়ণ আপনাদের সাথে রয়েছেন।আমরা অপেক্ষা তে আছি কবে ডাক পাবো 🙏🙏
Apnara valo thakun, chakraborty pribar ata chay
Shotti Narayan apnader kripa korechhen....videoti dekhe amiyo apluto hoye porechhi ...bhalo thakben dujone ❤
এইসব অসাধারণ টুকরো টুকরো ঘটনাই ত জীবন সমৃদ্ধ করে। ধন্যবাদ।
অতীব সত্য ।
খুব সুন্দর লাগছে দারুণ একটা ভিডিও
দাদা খুবই সুন্দর লাগলো। অপূর্ব উপস্থাপনা।
ভিডিওটা দেখতে দেখতে চোখ থেকে জল গড়িয়ে গেল। আপনারা অনেক ভাগ্যবান। শৌভিককে উনিই পাঠিয়েছেন, নাহলে এই হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে উনি এত বছর পরে কিভাবে খুঁজে পেলেন।
সত্যিই তাই । এটাই অনেকে বুঝতে চায় না । সেদিন ওইভাবে দর্শন না হলে আমাকে শূন্য হাতেই হরিদ্বার ফিরে আসতে হতো ।
Ajker vlog dekhe mon bhore gelo
সব চেয়ে সুন্দর আপনাদের কথাবার্তা ও উপস্থাপনা । মনে হচ্ছিল যেন আমার ও দর্শন হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ জানাই এই দুর্লভ vdoটির জন্যে ।
অসংখ্য ধন্যবাদ 🙏
আপনাদের এতো ভালো দর্শন এর কথা শুনে আমার ও চোখে জল এসে গেলো সত্যি বিশ্বাস একটা ভীষণ বড়ো জিনিস বিশ্বাস আর ভক্তি থাকলে বোধহয় এটা সম্ভব
সত্যিই তাই 🙏
চোখ সার্থক হলো খুব ভালো লাগলো
আপনাদের আবেগ আমার মনকে ছুযেগেল
আগেও বলেছি বারবার এবং এখনো বলছি আপনারা সত্যিই অশেষ ভাগ্যবান ও ভাগ্যবতী। নাহলে এই ভাবে দেব দর্শন করা সহজ নয়। বোন বুবুর ভক্তি মিশ্রিত এই আনন্দাশ্রু আমাদের মনকেও আপ্লুত করে। এই দুর্গম পথে যাত্রার শারীরিক ক্লেশ কে তুচ্ছ.করে যেভাবে হাসিমুখে পুরো ভিভিওটি উপস্থাপন করলেন দুজনে তা ভাষায় বর্ননা করা যায়না। আগের ভিডিওটিতে বোন বুবু যে অতি প্রোয়োজনীয় তথ্যগুলি ভ্রমনার্থী দের উদ্দেশে দিয়েছেন তার জন্য কোন ধন্যবাদ ও সাধুবাদ যথেষ্ঠ নয়। এই আন্তরিকতা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ঈশ্বর আপনাদের সংগে আছেন। খুব ভাল থাকবেন সবাই।
অসংখ্য ধন্যবাদ । জয় বদ্রীবিশাল 🙏
Darun lageche mone hoche Ami apnader songe tirtho korlam.khub sundor.
সত্যিই অনবদ্য এবং অপুর্ব সুন্দর ঐশ্বরিক শক্তির মনোরম অভাবনীয় প্রাকৃতিক শোভাবর্ধনের সাক্ষী হয়ে থাকলাম জয় বদ্রী নারায়ণের পাদপদ্মে আমার বিনম্র প্রনাম লহো সকলের মঙ্গল করো প্রার্থনা অব্যাহত থাক 🍃🌺🍃🌺🍃🌺🍃🌺🪔🙏🙇♀️🙇♀️🙇♀️
জয় বদ্রীবিশাল 🙏
অসাধারণ অপূর্ব সুন্দর পরিবেশন ....
আমার মত যারা এখনও এই তীর্থস্থান দর্শন করার সুযোগ পাইনি তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ...
বুম্বা চক্রবর্তী
বরানগর
বুবু, আপনাদের অপূর্ব দর্শনের কথা শুনে আমারও চোখে জল এলো l ঈশ্বর কে বিশ্বাস করার মতো শান্তি আর কিছুতেই নেই l আপনাদের মঙ্গল হোক l
প্রকৃত ভক্ত না হলে নারায়ণ তাকে এই ভাবে দর্শন দেননা,সত্যিই আপনারা খুব ভাগ্যবান, ঠাকুর সব সময়ই আপনাদের সহায়ক হন।
সত্যিই সবই ইশ্বরের কৃপা 🙏
@@AnindyasTravelogue amk apner contact ta deben plz...ki6u ki6u jinis amr apner theke janar 6ilo
আপনারা খুব ভালো মানুষ আর সৌভাগ্যবান, টিসি নারায়ণ আপনাদের কৃপা করেছেন 🙏
Ashadharon, apnara satti e purnaban, bhagabaner ashim kripa ❤🙏🪔
সত্যিই ঈশ্বর করুণাময়। আপনাদের কথা শুনতে শুনতে চোখ ভিজে গেলো। ভালো থাকুন আপনারা। 🙏
Mon bhore gelo Dada,Bubu .... satti kotha thakurer kripa na hole erokom bhabe dorshon kora jai na ...amaro chokhe jal ese gechhe Bubu tomar sathe ...❤️❤️❤️👍🙏🙏🧘🧘
Ajker video ta satti i onobodyo❤...khub bhalo laglo❤....
একটি শব্দ ই মনে এলো।
অসাধারণ 🎉।
🥰🥰
আপনাদের সঙ্গে এই ঘটনা শুনে আমার চোখে ও জল এসে গেল কি অদ্ভুত করুনাময় নারায়ন তাকে অন্তঃস্থল থেকে ঢাকার অপেক্ষা খুব ভালো লাগলো এবারের ভিডিও আবার অপেক্ষায়।
Khub valo laglo sune chokhe jal ese jay
And a special thanks 😊 to you Sir and Mam for your unique erudite informative video.
Khub sundar laglo, apnader jonnoi ei manas bhraman somvob hochhe, dhanyobad
Anak bachat aga dechachilam apnar video decha monta vora galo
দারুন সুন্দর একটি পর্ব আমি চোখের জল ধরে রাখতে পারিনি
Apnake Pranam 💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Hari🕉️shree Laxmi Narayanay Namah🕉️🪔🪔🪔🪔🪔🥀🌹💐🥀🌹💐🥀🌹💐🥀🌹💐🥀🌹🌷🙏🙏🙏🙏Jai Jai shree Badrinath Dham🪔🪔🪔🪔🪔💐🥀🌹🌷💐🥀🌹🌷🙏🙏🙏🙏
🙏🙏
awsadharon laglo kedarnath... badri narayan bhromon er video....aha...... protita background music er byabohar mon chhuye gelo...bhalo thakun aapnara 🙏
অনেক ধন্যবাদ 🙏
Apnadr ato simple vaba ato sundor uposthapon.. khub valo laglo ❤
Mon pran poripurno hoye gelo...odvut ek valo laaga r voktite mon pran aapluto hoye gelo...soshorire na giyeo sottyo ke anuvab korlam...chokhe bar bar jol ese jachchilo aapnar sabolil bornona sune...onek dhonyobad aapnake..
Khub valo thakun aapnara...
অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর খুব সুন্দর লাগলো ভিডিও টি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য । জয় বাবা বদ্রীনাথ 🙏🌹🙏।
অপূর্ব সুন্দর। গায়ে কাঁটা দিয়ে উঠলো।
Sotti e kichu bolar bhasha hariye felechi ... Narayan er osesh kripa 🙏
Khub bhalo laglo.Amar o darshan korar khub ichha jodi Prabhu kripa kore niye jan.Joy Badrinath
খুব ভাল লাগছে আপনাদের vlog দেখতে।সত্যিই সবকিছুই ঠাকুরের ইচ্ছে।
Khub bhalo legeche dada o didibhai.nomo narayayono
অপূর্ব সুন্দর অসাধারণ.. 👌
সত্য এই ধরণের ঘটনা হয় আমরা ক্ষেত্রে ও অনেক সময়েই হয়েছে, এটা কাকতালীয় বলুন বা অন্য যাই বলুন বাক্য হয় না যাক এবার আসল কথা হল Badrinath খুব ভালো লাগলো, পরবর্তী ভিডিও অপেক্ষা রইল।
এর ব্যাখ্যা হয় না । ঈশ্বর নিজেই দর্শণের ব্যবস্থা করে দেন ।
আপনার উপস্থাপনা সত্যিই অপূর্ব,সব ভিডিও গুলো আমি দুচোখ ভরে দেখেছি,জয় বাবা বদ্রিনারায়ান,জয় বাবা কেদার নাথ
🙏🙏🙏 অসাধারণ একটি অভিজ্ঞতা আপনাদের ! ভালো থাকবেন | ঈশ্বর মঙ্গলময় | 🙏🙏🙏
আপনারা সৌভাগ্য বান সেই জন্য আপনাদের বদ্রিনাথ দর্শন এত সুন্দর ভাবে হল আমি আপনাদের মঙ্গল কামনা করি।
অসাধারণ লাগলো আপনারা যেভাবে দর্শন করলেন সত্যি তো ঈশ্বর আছেন ।🙏🙏🙏🙏
Dada, সত্যিই অপূর্ব দৃশ্য, মন প্রাণ সব ভরে গেল। 🙏🏻🙏🏻 জয় বদ্রীনাথ 🙏🏻🙏🏻🧡🧡
আমি আপনাদের বদ্রীনাথের এপিসোড টাও দেখলাম ভীষণ ভালো লাগলো আর দিদির কথা গুলো শুনে আমারও কান্না পাচ্ছিল সত্যি আপনারা পরম ভাগ্যবান কথায় বলে ভক্তিতেই ভগবান দর্শন হয় আমিও গেছি বদ্রীনাথ ভীষণ ভালো লেগেছে আমার তবে আপনাদের দর্শন টা ভগবানের আশির্বাদ খুব ভালো থাকবেন জয় বদ্রীনাথ
সত্যিই তাই । জয় বদ্রীবিশাল 🙏
🙏🙏ঈশ্বরের আশীর্বাদ ধন্য আপনারা ..আপনাদের ভাগ্যে আমরাও দর্শন লাভ করলাম🙏🙏
আমি আপ্লুত । দিদির চোখের জলের সঙ্গে আমিও অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলাম ।আপনারা খুবিই পুন্যাবান তাই এ সম্ভম হয়েছে । আপনাদের জন্যা আমরা গর্বিত ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন । আপনাদের চোখে আমরা দেখি । ৭০+ তাই আর যাওয়া সম্ভম নয় । তবু আপনাদের মাধ্যমে নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকি ।আবার বলি ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন 🌹
thakur er kripa apnader upor. tnar lila dekhlam apnader sathe. thank you
অনেক মানুষের অপূর্ণ আশা কে আপনাদের ভিডিও র মাধ্যমে সাকার হতে দেখে আমি আপ্লুত। দেবভূমি হিমালয়ে , দেব দর্শন সবার ভাগ্যে ঘটে না। আপনারা ভাগ্যবান। আপনাদের দেব দর্শন ঘটেছে। এভাবেই এগিয়ে চলুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। চরৈবতী। চরৈবতী।
অসংখ্য ধন্যবাদ 😍
আমার ও তিনবার সৌভাগ্য হয়েছে বদ্রীনাথ দর্শনের কিন্তু আপনাদের কাছ থেকে এমন স্বর্গীয় অনুভুতির কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো ।মন ভরে গেল ।জয় বদ্রী বিশাল 🙏🙏
জয় বদ্রীবিশাল 🙏
এক কথায় অসাধারণ হয়েছে ব্লগ টা , জয় শ্রী লক্ষ্মী নারায়ণ ❤❤❤
প্রাণ ছুয়ে গেলো, জয় বাবা Badrinath
Khub khub bhalo laglo joy badrinarayan
সত্যিই তাই খুব ভাল লাগল। আমিও আপনাদের দর্শন ও আর্শিবাদী কাপড় পাওয়া,সত্যিই ঠাকুর এর বিশাল আর্শিবাদ ছাড়া অসমভব,অভিভূত।আপনারা ঠাকুরের আর্শিবাদ ধন্য।
সবই ইশ্বরের কৃপা । জয় বদ্রীবিশাল 🙏🙏
দারুণ অভিজ্ঞতা সত্যি নারায়ণ আপনাদের সাথে আছেন এরকম অলৌকিক ঘটনা ভাবা যায় না জয় বদ্রি বিশাল🙏🙏🙏
এই ধরনের ঘটনার কোনও ভাবে বুঝিয়ে ওঠা যায় না ,আপনারা ঠাকুরের কৃপা পেয়েছেন , দৃশ্য অসাধারন ভালো থাকবেন
অনেক ধন্যবাদ 🙏
Khub khub valo laglo dada, apnader sathe ei sob kichu ghoteche bole bubu dir chokh diye jal ese geche r amar apnader ke dekhe r sob shune chokh diye jal ese geche, darun darun khubi sundor ❤❤❤
জয় বদ্রীবিশাল 🙏
Apnara khub punnoban apnader pronaam
খুবই ভালো লাগল।দৈব আশীর্বাদ পেয়েছেন আপনারা।তেইশ বছর আগে গিয়েছিলাম।তখন এত ভীড় পাইনি।সুন্দর দর্শণ হয়েছিল।কুবের দেবের দর্শণ পেয়েছিলাম।মানা গ্রাম পায়ে হেঁটে ঘুরেছিলাম।ব্যাসগুহা,সরস্বতী নদী,ভীমপুল দেখেছিলাম।তবে সব থেকে অনির্বচনীয় ছিল কোজাগরী পূর্ণিমায় নীলকন্ঠ দর্শণ।নীলাভ আলোয় মাখা শৃঙ্গে মহাদেবের অবয়ব ফুটে উঠেছিল।সারারাত জানালার কাছে বসে থেকে যখন নর_নারায়ণের গায়ে প্রথম সুর্যালোক পড়লো তখন চেতনায় এলাম।চোখে জল আর সমস্ত শরীর রোমাঞ্চিত।
অপূর্ব অভিজ্ঞতা আপনার । শুনে আমারই শিহরণ লাগছে । সময়ের অভাবে আমি এবারে ভালো করে ঘুরতে পারলাম না । খুব আফসোস হচ্ছে ।
অসাধারণ লাগল ব্লগটা ।শুধুএই ব্লগ কেন প্রতিটি ব্লগই আমার খুব ভাল লাগে ।বেশিরভাগ সময় আমি টিভির ইউটিউব চ্যানেলে আপনাদের ব্লগগুলো দেখি তাই অনেক সময় comment করা হয় না আজ comment না করে পারলাম না ।সত্যিই ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন। আপনারা ভাল থাকবেন 🙏🙏🙏❤
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
ঠাকুরের অসীম কৃপা ....khub bhalo laglo ❤❤
Apnader pronam 🙏🏻khub bhaggo ban apnara. Ami o osru dhore rakhte parchina video ta dekhe.
Vison vison sundor laglo Sri Sri Badrinath dorshon. Really Badrinath ji r ashes kripa na Thakley aei bhavey darshon hoina.satty apnara bhagoban. Bhogobot somophey aponader sorbongeen KUSHOL kamona kori.Bhalo thakben apnara Dhanyabad,
🙏🙏
খুব ভালে লাগলো। তিনিই স্রস্টা, তিনিই পালন কর্তা। ভালো থাকুন 🙏
আপনারা খুব পূণ্যবান মানুষ ।ঈশ্বরের আশীর্বাদ আছে আপনাদের ওপর।
Apnader uposthapona khubi sundor.❤❤
ভগবানকে আপনারা যেভাবে পেয়েছেন দেখে শুনে আমার চোখে জলচলে এসেছে🙏🏼🙏🏼খুব ভালো লাগল
আমিও তোমাদের সঙ্গে আনন্দে অশ্রু ধরে রাখতে পারিনি l
খুব ভাল লাগলো। 🙏🙏❤️❤️
ভীষন ভালো লাগলো ❤️, ওখানে ভগবান শ্রী বিষ্ণু জাগ্ৰত, ওনার ইচ্ছাতে ই পৌঁছাতে হয়।
ভালো মানুষের সাথে ঈশ্বর সর্বদা থাকেন। তাই আপনাদের সাথেও তিনি আছেন। খুব ভালো থাকুন আপনারা।❤❤
সবই তাঁর কৃপা 🙏
আপনারা সত্যি ই ভাগ্যবান। খুব ভালো লাগলো।