আজ ই প্রথম আপনার রিল দেখলাম। আপনার কথাবলা,উপস্থাপনা,সব মিলিয়েই খুব ভাল লাগল। আমার ট্রেনে যেতে আর ভাল লাগে না, ঝামেলা যেন নিত্যসঙ্গী, কিন্তু আপনার এই জার্নিটা দেখার পর মনে হচ্ছে আহা এইরকম একটা জার্নি করতে পারলে বেশ হত
অসম্ভব রকমের এনজয় করলাম। একদম আমাদের রাজধানীর ফার্স্ট এসি তে জার্নির কথা মনে পড়ছে। আমরা দুই বার ট্র্যাভেল করেছি এখোনো পর্যন্ত। সত্যি দারুণ এক্সপেরিয়েন্স ছিল। আবার যাবো😅😅প্লেনে সময় কম লাগে ঠিকই, কিন্তু এই ভাবে ট্র্যাভেল করার মজাই আলাদা। রাই একটা আদুরে আহ্লাদী আর খুব খুব মিষ্টি মেয়ে। ওকে একেবারে আমার মেয়ে তিতলির মতো লাগে😅😅😅❤❤❤❤
খুব সুন্দর হয়েছে এই ভিডিওটি। খুব আনন্দ পেলাম। রেল ভ্রমণ আমি ভীষণ ভালবাসি।হাতে সময় থাকলে ট্রেনে করে যাওয়াই আমার পছন্দের।কি সুন্দর শুয়ে বসে ঘুমিয়ে গল্প করে বইপড়ে আরাম করে যাওয়া যায়।আর রাতের স্টেশনগুলো কি মোহময় লাগে। প্লেনে ঐ সময়টুকু বাঁচানো ছাড়া আর কিছুই ভাল লাগে না।👌🙏
ভীষন প্রয়োজনীয় একটা vlog দিয়েছেন। অনেক সময় train আর flight fare same জেনেও আমরা কিছু মানুষ train journey কেই উপভোগ করি বা বলা ভালো অভ্যস্ত। আপনার vlog টা দেখে three tier এর সাথেও compare করতে পারলাম। আর হ্যাঁ দিদি ঠিক ই ধরেছেন, খাস্তায় খাওয়ার সোডা বেশি হয়ে গেলে সাবান সাবান গন্ধই লাগে।
বাহ, খুব ভাল লাগল সবটুকু। এই যে হাসিমুখে আপনার উপস্হাপনা মন ছুঁয়ে যায়। এবারের ট্রিপ সত্যিই স্পেশাল, মেয়ে রয়েছে, এর আনন্দ ই আলাদা। খুব ভাল করে ঘুরে আসুন সপরিবার। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আপনাদের সাথে পুরো জার্নিটা আমিও উপভোগ করলাম,খুব ভালো লাগলো, আসানসোলের কথা বলতেই আমার দুজনের প্রিয় মানুষের কথা মনে পরে গেলো কাজী নজরুল ও বাবুল সুপ্রিয়। আপনার ধারা বিবরনী চমৎকার প্রকাশ, শুভকামনা রইল।
এই পর্বটা খুব ভালো লাগলো। ট্রেন journey সব সময়েই enjoyable.As it is Rajdhani Exp এ travel এর always একটা charm আছে, আর তা যদি রাজধানীর 1st Class travel হয়...তাহলে তো কথাই নেই। আপনাদের ট্রেন এ ludo খেলা দেখে আমার সোনার কেল্লা সিনেমার কথা মনে পড়ে গেলো 😂। এটা ঠিক কথা রাজধানীর 1st Class এর যা fare তার সাথে plane fare এর খুব একটা ফারাক নেই।কিন্তু সব কিছু সব সময় এক ভাবে measure করা যায়না। When its a pleasure trip,then there is no harm in being bit indulgent at least once in a while 😊. বেশ enjoy করলাম এই ট্রেন journey। সবাই ভালো থাকবেন।
খুব ভালো লাগলো এরকম একটা হ্যাপি ফ্যামিলি দেখতে এসব থেকে মজার লাগে ভীষন আনন্দ সহকারে আপনি রিপ্রেজেন্ট করেন।আমি ভালবাসি আপনদের ব্লগ দেখতে বুবু কে খুব মিষ্টি লাগছে।আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় গেছি রাজধানীতে চড়েছি আজ আমার অন্য অবস্থা আমি খুব বড় ঘরের বউ কিন্ত্ত ভাগ্যের পরিহাস আমি একটা অসুস্থ ছেলে নিয়ে দিন কা টাই ছেলে ঘুরতে ভালবাসে ।বলতে চাই না মনের কষ্ট সবি কিছু বদলে গেল কারোর ফাঁকি দেবার জন্য ।যাক আপনার লাদাখ যাত্রা শুভ হোক ।বেশ লাগে তাই দেখি আপনার মত আমার ছেলে ও ট্রেন ফ্যান আপনার মত ঘুরে ঘুরে সব ছবি তোলে সারা ট্রেনের ।খুব ভালো থাকবেন আপনারা বেস্ট অফ লাক।
তিন জনকে একসঙ্গে নিয়ে অসাধারণ সুন্দর blog করেছেন. নিজের ফ্যামিলি নিয়ে ভ্রমণের মতো. রাই কে খুব ভালো লাগলো, ওর কথাবার্তা আমার মেয়ের কথা মনে করিয়ে দেয়. Happy Journey.
ট্রেন যাত্রা সর্বদা এক নষ্টালজিয়া । আপনাদের পরিবারের বন্ধন যে মজবুত সেটা খুব সুখের। আপনার সাথে তো টুক টুক করে ঘুরে ফেললাম অনেকগুলো জায়গা। ছবছরে লাদাখ কতটা পাল্টেছে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। যাত্রা শুভ হোক।
খুবই ভালো লাগলো ভিডিওটা স্যার। 2022 এর ডিসেম্বরে আমাদেরও ফার্স্ট ক্লাস চাপার সুযোগ হয়েছিল, দিল্লী থেকে ফেরার পথে। খুবই সুন্দর ছিল সেই অভিজ্ঞতা, আজ আবার সেই স্মৃতিটা ভেসে উঠলো। প্রসঙ্গত বলি সেই ট্রিপটায় আপনার ভিডিও থেকেই দেখে আমরা দুটো জিনিস করেছিলাম এক গতিমানে দিল্লী থেকে আগ্রা যাওয়া সবথেকে ভালো উপায় ছিল সেটা, আর হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার সময় রাজাজী ন্যাশনাল পার্ক এর সেই অপরূপ রাস্তা ধরে যাওয়া। যাই হোক লাদাখ vlog দেখার অপেক্ষায় আছি স্যার! রাই দিদির মতো এটা আমারও dream destination❤
ভিষণ ভিষণ ভালো লাগছে। আমি 2023 11র ই আগস্ট লাদাখ গিয়েছিলাম আপনার রুটেই মানে শিয়ালদহ দিল্লি রাজধানী করে। অবশ্যই ফার্স্ট ক্লাসে নয়। তারপর জম্মু তাওয়াই চড়ে জম্মু। এবারে বেশ রোমাঞ্চ লাগছে আবার আপনার ক্যামেরায় সেই ড্রীম ডেস্টিনেশন উপভোগ করবো। অপূর্ব যা ভাষায় প্রকাশ করা যায় না। বাড়ি ফিরে মনে হয়েছিল এতোদিন সপ্নের জগতে ছিলাম। খুব ভালো লাগছে আপনাদের। তিনজন মিলে একসঙ্গে কোথাও যাওয়া খুব আনন্দের। ধন্যবাদ ভাই আপনাদের। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি।
আপনাদের ট্রেন যাত্রার ভিডিও দেখে খুব ভালো লাগল। future group এ থাকা কালীন রাজধানী তে এই ভাবে যাত্রা করেছি। ঐ দিন গুলোর কথা মনে পড়ে গেল। দু বার ফ্লাইট টিকিট বাতিল করে শখ করে রাজধানী তে ফিরেছিলাম। ট্রেন যাত্রা আমার ও ভীষণ প্রিয়।
রাজধানীর 1st ক্লাস এর খাবার আমারো খুব প্ৰিয়। প্রায় একই ভাড়া হওয়া সত্বেও flight এ না গিয়ে রাজধানীতে যাওয়ার একটা বড়ো কারণ হলো ওই প্রায় জামাই আদর উপভোগ করা। অনেকতথাকথিত প্রথিত যশা explorer type vloger এর এই ধরণের ভিডিওতে খালি আমাদের দেশের রেল ব্যবস্থা ও রেলের খাবারের এতো নিন্দা শুনি। আপনার সঙ্গে সহমত হলাম সম্পূর্ণ। আপনাদের কেবিন এর খালি বার্থ এ মনে হলো আমিও travel করলাম। ধন্যবাদ আপনাদের।
স্যার প্রথমে এক লক্ষ পরিবারের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আপনার ভিডিও দেখলে আনন্দ গর্ব রোমাঞ্চ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি হয়। কী বলবো বুঝতে পারি না নির্বাক হয়ে থাকাই শ্রেয়। বলতে ভালো লাগছে আপনার ট্রাভেল গাইড অনুসরণ করে আমরা দীর্ঘ একুশ বছর পর (তখন আমার বয়স ছয়) আবার মধ্যপ্রদেশ ভ্রমণ করতে চলেছি আগামী নভেম্বরে। খুব ভালো থাকবেন। প্রণাম নেবেন। আরো নতুন সিরিজের অপেক্ষায় আছি। লাদাখ ভ্রমণ সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমন্ডিত হোক। ❤🙏
Dada apnader 3 jon r eksathe journey kora dekhe amar o khub bhalo laglo. R Rai ekta kotha thik boleche Travel luck..... Satty erokom 1st class e nijeder moto ki darun quality time katalen apnara. Bhalo laglo vedio ta. Next vlog r jonnyo wait kore thaklam.😊
Trip jome jabe bojhai jacche..Darun enjoy korlam ei train journey👌👌 apnader train er vlog amr boddo prio r ei vlog a puro poribar aksathe akta aladai feel...tobe caption ta "rajdhani exprs er 1st cls a chore ludo khelte khelte Delhi"hole mondo hoto na😂😂..nxt part er jonno opekkhai roilam..valo thakben sokole🥰🙋♂️🙋♂️
Onekei travel vlog koren kintu apnader moto antorik khub kom jon ke dekhi....aunty ato ta vaben onno manush er jnno sotti dekhe khub valo laglo....god bless you😊
First of all Rai ke anek anek abhinandan r bhalobasa janalum.Rajdhani te Delhi giyechi kichu bar kintu 1st class a konodin jaini.Khub bhalo laglo. Happy journey.Sobai bhalo thakben.
School ses er por apnake abar dekhte pelam.. Bhalo laglo sir ( Mane amader Priyo AC sir) .. Bhalo thakun sir.. Bhalo hoyeche ai hashi khushi vlog ti.. 😊😊❤
দারুন লাগলো দাদা আমি এখন রাজধানী চেপে বাড়ি ফিরছি ac ২ tier কিন্তু এত সুন্দর ভ্রমণ কাহিনী দেখলাম মন তো ভরেই গেলো।। এই ভাবে আর আর সুন্দর করে ঘুরুন আমরা রইলাম আপনার সাথে,,,শুধু একটা অনুরোধ আমার ট্রেন দরজা বেশি দাঁড়াবেন না,,,নিজের জীবনের যতটা ঝুঁকি কম নেওয়া যায় ভালো,,,খুব ভালো থাকুন আপনারা সবাই☺️☺️❤️❤️ প্রণাম স্যার
সপরিবার একসাথে ভ্রমণ এটা দেখে খুব ভাল লাগল ,শেষ পাতে মিষ্টি খেতে দেখলাম না ,অনেক ভিডিও তে দেখেছি বুবু ম্যাডাম অনেক খাবার সাথে নিয়ে ওঠেন এবং তার মধ্যে মিষ্টি ও থাকে এবার সেটা দেখলাম না ,যাইহোক ভাল থাকবেন, যাত্রা শুভ হোক 🙏🙏
রাজধানীতে AC 1st class এ ভ্রমন এক অভাবনীয় অভিজ্ঞতা,যারা জানে তারাই জানে! সময় বা টাকার মাপকাঠিতে এর পরিমাপ অসম্ভব। কাকতালীয় হলেও, ঘটনাচক্রে প্রায় ১৬ বছর আগে,ঐ লে(লাদাখ)যাত্রা কালে,আমি সপরিবারে মানে স্বয়ং মাতৃদেবী,আমার শ্রীমতি ও পুত্র সহ,এই রকম রাজধানীর AC 1st class অভিজ্ঞতাসহ নতুন দিল্লি পর্যন্ত ভ্রমনের কথা খুবই মনে পড়ছে(এখন নয়,তবে আপনার lens দিয়ে,এই লাদাখ ভ্রমনের Travelogue আবার ও দেখা(ও শোনার) পর আমাদের লাদাখ ভ্রমনের যাত্রাপথ share করব, তাতে অনেকে হয়ত নতুন angle of journey to Ladakh পেতেও পারেন! আপনাদের যাত্রা শুভ হোক। ✌️✌️
রাজধানীর অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই, কারণ একটা সময় মাসে দুবার করে আপ ডাউন করতে হয়েছে ........... তবে যেটা সবচেয়ে ভালো লাগছে যে রাই আপনাদের সঙ্গে যাচ্ছে। ও কে আপনাদের বেনারসের ভিডিও তে দেখেছিলাম ,...........ভারি মিষ্টি মেয়ে ও আপনাদের , ওর জন্য অনেক অনেক শুভকামনা ও আশির্বাদ রইল ❤
Tomar video amar khub bhalo lage,puri gie Tomar panda ke ph kore amra or sathe jagannath darsan kori,vision bhalo chele.Tomar information khub kaje lage amarder.amrao ektu travel kori …ichcha ache ekdin dekha korbo tomader sathe amra.stay blessed
আর একটা সুন্দর উপস্থাপনা। Train journey and in the appropriate class, আমার মতে, is for the classes while air travel is for the masses. Coleslaw বনাম কচুরি উপভোগ করলাম। সবথেকে ভালো লাগলো আপনাদের honest review of the amenities. আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে সবকিছুকে খারাপ বলা আর তুলনা করা। Looking forward to the next video.
Aekjon Railfan Jei Enjoy Train Ae Pabe Seta flight Ae Pauya Jai na.Seta Railfan Ra Jane . Train Journey Aekta Emotions ❤ Amar Onekdiner Iccha Je Aekdin Rajdhani First Class Ae Journey Korbo❤
খুব সুন্দর একটা ভিডিও আর দাদা আপনি ঠিকই বলেছেন ফ্লাইট জার্নির থেকে ট্রেন জার্নি অনেক বেশি ভালো লাগে specialy রাজধানী 1st class এর ব্যাপারটাই আলাদা আর একটা ভালো লাগলো আপনারা দিল্লী হয়ে যাচ্ছেন direct Leh না গিয়ে এটা খুব ভালো decision
Ami o chollam tomader sathe. 2016 theke ami griho bondi karon amar sasur-sasuri dujon ei bed ridden. Sustho thakun apnara. Best of luck & happy journey 😊
Benaras er video dekhchilam... Khub bhalo legeche... Onek raat e apnara pouchechilen.... Bachchan Palace Hotel e uthechilen... Poroborti kale ami o amar family nie oi aki hotel e uthechilam... Thank you very much ato sundor kore guidance deoar jonne..
প্রথমেই ধন্যবাদ জানাই অনিন্দ্য দা ধানবাদ ষ্টেশন দেখানোর জন্য, আমার স্কুল জীবন কেটেছে ধানবাদে, বাবার রেলওয়ের চাকরির সুবাদে আমরা ওখানে থাকতাম, তাই ধানবাদ দেখে আমি আবেগ প্রবণ হয়ে গেলাম, আপনারা শ্রীনগর দিয়ে লাদাখ যাবেন মানে জজিলা পাস দেখতে পাব কি? এবার বুবু দি সঙ্গে রাই আছে বলে একটু বেশিই খুশি, যদিও সেটাই স্বাভাবিক সন্তান সঙ্গে থাকলে বাবা মার আনন্দ হয়। আপনারা সবাই খুব ভালো থাকুন।
অনেকদিন পরে তিনজনকে একসাথে দেখে খুব ভাল লাগল। ট্রেন যাত্রার মূহুর্তগুলি আপনাদের সহজ সাবলীল উপস্থাপনার গুনে প্রানবন্ত । আপনাদের আনন্দ আমাদের মধ্যেও সন্চারিত হয়। আমরা ও এই ট্রেন যাত্রার সহযাত্রী হয়ে যাই। যাত্রা শুভ হোক আপনাদের । খুব ভাল থাকবেন তিনজনেই।পরের পর্বগুলির অপেক্ষায় রইলাম।
Khubb valo laglo video ta ......sundar ekta positive vives pai apnader vlog dekhe...........jeta video guli ke aroo sundar kore tole.....valo thakben....😊
খুবই ভাল লাগল, ট্রেন যাত্রা অবশ্যই মজার এবং সেটা যদি হয় পরিবারের সাথে, আর 1st class হলে তো কথা নেই যাক আপনাদের যাত্রা শুভ হোক, পরবর্তী ভিডিও অপেক্ষা রইলো।
Kichhu mind korbe na, but ami tomader k tumi kore bolchhi. Tomader ei video ta dekhe amr eto bhalo laglo, mone holo tomader sathe amio jachhi. Just darun hoyechhe ❤
❤❤❤ প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সপরিবারে ব্লগটি করবার জন্য, আমিও আপনাদের মতো এক কন্যার পিতা সেইজন্য আপনার সঙ্গে মনে হচ্ছে আমি একাত্ম হয়ে পড়েছি, আমি ও আপনার পরিবারের সঙ্গে লাদাখ চললাম।
Khub valo lagchhe ancle, aunty tomader sabaike dekhe. Amio jakhon amar meyeke niye tour korte jai khub khub enjoy kori, amader sathe aro friend's rao jai tader family niye.
আপনার train journey কভারেজ সত্যি অসাধারণ । রাজধানীতে খাওয়া দাওয়া ভালো সংগে আছে কন্যা এই journey টা তাই speacial. লাদাখ সবাই মিলিয়ে ভালো একটা তথ্য চিত্র দেখতে পাবো এই আশায় থাকলাম আপনারা সবাই ভালো থাকুন ভালো ভাবে ঘুরবেন ।
আপনার লাদাখ ভ্রমণের ভূতাত্ত্বিক বিবরণ শোনার জন্য আমি অত্যন্ত উৎসুক। আশা করছি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবো। আপনাদের তিনজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আমি মার্চে দিল্লি গিয়েছিলাম অফিসের কাজে। তখন শিয়ালদহ রাজধানীর 1st class ধরেছিলাম। আপনাদের দেখে সেদিনের কথা মনে পড়ল। খুব ভালো লাগছে।
Very good
Fir se aaiye delhi me v sendha jati hu isse
@@sarojdey3116 thanku
I have board on 1st AC of Sealdah New Delhi Rajdhani express in the year 2015.
Nostalgia
আজ ই প্রথম আপনার রিল দেখলাম। আপনার কথাবলা,উপস্থাপনা,সব মিলিয়েই খুব ভাল লাগল। আমার ট্রেনে যেতে আর ভাল লাগে না, ঝামেলা যেন নিত্যসঙ্গী, কিন্তু আপনার এই জার্নিটা দেখার পর মনে হচ্ছে আহা এইরকম একটা জার্নি করতে পারলে বেশ হত
বেরিয়ে পড়ুন। যাই হোক একটা অভিজ্ঞতা হবে। আমিও বহুদিন রেলে চড়া ছেড়ে দিয়েছিলাম। ইউটিউব এর দৌলতে এখন সুযোগ খুঁজি ট্রেন এ চাপার।
Ar par head light ala garur garir vlog dekhaben .amra garib,tai garur garir vlog dekhaben.
এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্লগ, ঝকঝকে সুন্দর. তিনজনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগলো অনিন্দদা.
অনেক ধন্যবাদ 🙏
অসম্ভব রকমের এনজয় করলাম। একদম আমাদের রাজধানীর ফার্স্ট এসি তে জার্নির কথা মনে পড়ছে। আমরা দুই বার ট্র্যাভেল করেছি এখোনো পর্যন্ত। সত্যি দারুণ এক্সপেরিয়েন্স ছিল। আবার যাবো😅😅প্লেনে সময় কম লাগে ঠিকই, কিন্তু এই ভাবে ট্র্যাভেল করার মজাই আলাদা। রাই একটা আদুরে আহ্লাদী আর খুব খুব মিষ্টি মেয়ে। ওকে একেবারে আমার মেয়ে তিতলির মতো লাগে😅😅😅❤❤❤❤
তিন জন কে একসাথে দেখে খুব ভালো লাগলো❤❤ পারিবারিক ভ্রমণ সবসময় আনন্দের হয়, এই ভ্রমণ টি ও তার ব্যতিক্রম হবে না❤❤
খুব সুন্দর হয়েছে এই ভিডিওটি। খুব আনন্দ পেলাম। রেল ভ্রমণ আমি ভীষণ ভালবাসি।হাতে সময় থাকলে ট্রেনে করে যাওয়াই আমার পছন্দের।কি সুন্দর শুয়ে বসে ঘুমিয়ে গল্প করে বইপড়ে আরাম করে যাওয়া যায়।আর রাতের স্টেশনগুলো কি মোহময় লাগে। প্লেনে ঐ সময়টুকু বাঁচানো ছাড়া আর কিছুই ভাল লাগে না।👌🙏
বাংলাদেশ থেকে বলছি। রাজধানীতে তে চড়ে দিল্লি যাওয়ার সুন্দর অভিজ্ঞতা রয়েছে আমার। কিন্তু এটা দেখে আবার যাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছে।
ভীষন প্রয়োজনীয় একটা vlog দিয়েছেন। অনেক সময় train আর flight fare same জেনেও আমরা কিছু মানুষ train journey কেই উপভোগ করি বা বলা ভালো অভ্যস্ত। আপনার vlog টা দেখে three tier এর সাথেও compare করতে পারলাম। আর হ্যাঁ দিদি ঠিক ই ধরেছেন, খাস্তায় খাওয়ার সোডা বেশি হয়ে গেলে সাবান সাবান গন্ধই লাগে।
Thank You❤
বাহ, খুব ভাল লাগল সবটুকু। এই যে হাসিমুখে আপনার উপস্হাপনা মন ছুঁয়ে যায়। এবারের ট্রিপ সত্যিই স্পেশাল, মেয়ে রয়েছে, এর আনন্দ ই আলাদা। খুব ভাল করে ঘুরে আসুন সপরিবার। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ ❤️
আপনাদের সাথে পুরো জার্নিটা আমিও উপভোগ করলাম,খুব ভালো লাগলো, আসানসোলের কথা বলতেই আমার দুজনের প্রিয় মানুষের কথা মনে পরে গেলো কাজী নজরুল ও বাবুল সুপ্রিয়।
আপনার ধারা বিবরনী চমৎকার প্রকাশ, শুভকামনা রইল।
যা বলেছেন। ট্রেন করে দুর পাল্লায় কোথাও যাওয়ার মেজাই আলাদা। প্লেন সময়টা বাঁচায় ঠিকই তবে মজা এটাতে।
Aajkal train abar plane er thekeo besi opore niye jay Manush k....
এই পর্বটা খুব ভালো লাগলো। ট্রেন journey সব সময়েই enjoyable.As it is Rajdhani Exp এ travel এর always একটা charm আছে, আর তা যদি রাজধানীর 1st Class travel হয়...তাহলে তো কথাই নেই।
আপনাদের ট্রেন এ ludo খেলা দেখে আমার সোনার কেল্লা সিনেমার কথা মনে পড়ে গেলো 😂।
এটা ঠিক কথা রাজধানীর 1st Class এর যা fare তার সাথে plane fare এর খুব একটা ফারাক নেই।কিন্তু সব কিছু সব সময় এক ভাবে measure করা যায়না। When its a pleasure trip,then there is no harm in being bit indulgent at least once in a while 😊.
বেশ enjoy করলাম এই ট্রেন journey।
সবাই ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹
খুব ভালো লাগলো এরকম একটা হ্যাপি ফ্যামিলি দেখতে এসব থেকে মজার লাগে ভীষন আনন্দ সহকারে আপনি রিপ্রেজেন্ট করেন।আমি ভালবাসি আপনদের ব্লগ দেখতে বুবু কে খুব মিষ্টি লাগছে।আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় গেছি রাজধানীতে চড়েছি আজ আমার অন্য অবস্থা আমি খুব বড় ঘরের বউ কিন্ত্ত ভাগ্যের পরিহাস আমি একটা অসুস্থ ছেলে নিয়ে দিন কা টাই ছেলে ঘুরতে ভালবাসে ।বলতে চাই না মনের কষ্ট সবি কিছু বদলে গেল কারোর ফাঁকি দেবার জন্য ।যাক আপনার লাদাখ যাত্রা শুভ হোক ।বেশ লাগে তাই দেখি আপনার মত আমার ছেলে ও ট্রেন ফ্যান আপনার মত ঘুরে ঘুরে সব ছবি তোলে সারা ট্রেনের ।খুব ভালো থাকবেন আপনারা বেস্ট অফ লাক।
ভালো থাকবেন 🌹
তিন জনকে একসঙ্গে নিয়ে অসাধারণ সুন্দর blog করেছেন. নিজের ফ্যামিলি নিয়ে ভ্রমণের মতো. রাই কে খুব ভালো লাগলো, ওর কথাবার্তা আমার মেয়ের কথা মনে করিয়ে দেয়. Happy Journey.
Thank you ❤️
আমার রাজধানীর 1st AC travel করতে ভীষণ ভালো লাগে। একটা luxurious experience যেটা প্লেন চেয়ে অনেক অনেক ভালো। আপনাদের যাত্রা শুভ হোক।
বাংলাদেশ থেকে দেখলাম অনেক ভালো লাগলো
আমি একজন বাংলাদেশি হিসেবে বলতে চাই ইন্ডিয়া অনেক সুন্দর দেশ।অসম্ভব সুন্দর ট্রেন ভ্রমণ
ট্রেন যাত্রা সর্বদা এক নষ্টালজিয়া । আপনাদের পরিবারের বন্ধন যে মজবুত সেটা খুব সুখের। আপনার সাথে তো টুক টুক করে ঘুরে ফেললাম অনেকগুলো জায়গা। ছবছরে লাদাখ কতটা পাল্টেছে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। যাত্রা শুভ হোক।
খুব ভালো লাগলো সবাইকে একসঙ্গে বেড়াতে যেতে দেখে। এটা ঠিক বলেছেন ট্রেনে করে বেড়াতে যেতে আলাদা একটা মজা লাগে। ভালো থাকবেন সকলে। 🙏🙏🙏
আপনারা আমাদের ভ্রমনের অনুপ্রেরনা , খুব ভালো লাগলো , ভালো থাকবেন । নমস্কার ।
খুবই ভালো লাগলো ভিডিওটা স্যার। 2022 এর ডিসেম্বরে আমাদেরও ফার্স্ট ক্লাস চাপার সুযোগ হয়েছিল, দিল্লী থেকে ফেরার পথে। খুবই সুন্দর ছিল সেই অভিজ্ঞতা, আজ আবার সেই স্মৃতিটা ভেসে উঠলো। প্রসঙ্গত বলি সেই ট্রিপটায় আপনার ভিডিও থেকেই দেখে আমরা দুটো জিনিস করেছিলাম এক গতিমানে দিল্লী থেকে আগ্রা যাওয়া সবথেকে ভালো উপায় ছিল সেটা, আর হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার সময় রাজাজী ন্যাশনাল পার্ক এর সেই অপরূপ রাস্তা ধরে যাওয়া।
যাই হোক লাদাখ vlog দেখার অপেক্ষায় আছি স্যার! রাই দিদির মতো এটা আমারও dream destination❤
খুব ভালো লাগলো । Thank you so much ❤️
ভিষণ ভিষণ ভালো লাগছে। আমি 2023 11র ই আগস্ট লাদাখ গিয়েছিলাম আপনার রুটেই মানে শিয়ালদহ দিল্লি রাজধানী করে। অবশ্যই ফার্স্ট ক্লাসে নয়। তারপর জম্মু তাওয়াই চড়ে জম্মু। এবারে বেশ রোমাঞ্চ লাগছে আবার আপনার ক্যামেরায় সেই ড্রীম ডেস্টিনেশন উপভোগ করবো।
অপূর্ব যা ভাষায় প্রকাশ করা যায় না। বাড়ি ফিরে মনে হয়েছিল এতোদিন সপ্নের জগতে ছিলাম।
খুব ভালো লাগছে আপনাদের। তিনজন মিলে একসঙ্গে কোথাও যাওয়া খুব আনন্দের। ধন্যবাদ ভাই আপনাদের। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি।
Thanks for sharing your experience ❤️
ভীষণ উপভোগ করলাম আপনার ভিডিও। আপনাদের সাথে রাজধানী এক্সপ্রেস এ আমরাও মানস যাত্রা করলাম। অনবদ্য।❤❤
আপনাদের রেল ব্লগ আমার সবসময় খুব ভালো লাগে আর এবার তো রাই আছে তাই বিশেষ করে ভালো লাগলো। ভীষন ভাবে নিজেদের বেড়ানোর সাথে একাত্ম হতে পারি। ❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আমরা হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে দিল্লি গিয়ে ছিলাম। খুব ভালো লেগেছিল। আর লে লাদাখ গিয়ে ছিলাম শ্রীনগর অবধি প্লেনে। তারপর বাই রোডে।
রাই ❤কে খুব ভালো লাগলো । ভীষন মিষ্টি মেয়ে । আশা করছি ওকে নিয়ে এবারের জার্নিটা খুব জমজমাট হবে ।
Happy journey and be safe.❤
Thank you ❤️
@@AnindyasTravelogue FIRST CLASS FARE KI DYNAMIC
আপনাদের ট্রেন যাত্রার ভিডিও দেখে খুব ভালো লাগল। future group এ থাকা কালীন রাজধানী তে এই ভাবে যাত্রা করেছি। ঐ দিন গুলোর কথা মনে পড়ে গেল। দু বার ফ্লাইট টিকিট বাতিল করে শখ করে রাজধানী তে ফিরেছিলাম। ট্রেন যাত্রা আমার ও ভীষণ প্রিয়।
যাদের ট্রেন যাত্রা ভালো লাগে তারাই বুঝবে রাজধানীর ফার্স্ট ক্লাসে যাত্রা করার মজা ❤️
@@AnindyasTravelogue একদম তাই
খুব ভাল লাগল সত্যিই একটা ভদ্র পরিবার এত মার্জিত কথাবার্তা ,ঈশ্বরের আশীর্বাদ আপনারা একই পরিবারে জন্মগ্রহণ করেছেন
ধুর উনারা স্বামী স্ত্রী, এক পরিবারের জন্ম নেবে কেন, খাঁটি বাঙালি হিন্দু সন্তান। দারুন পরিবার। উনারা বিয়ে করে পরিবার সংসার তৈরী করেছেন।
রাজধানীর 1st ক্লাস এর খাবার আমারো খুব প্ৰিয়। প্রায় একই ভাড়া হওয়া সত্বেও flight এ না গিয়ে রাজধানীতে যাওয়ার একটা বড়ো কারণ হলো ওই প্রায় জামাই আদর উপভোগ করা। অনেকতথাকথিত প্রথিত যশা explorer type vloger এর এই ধরণের ভিডিওতে খালি আমাদের দেশের রেল ব্যবস্থা ও রেলের খাবারের এতো নিন্দা শুনি। আপনার সঙ্গে সহমত হলাম সম্পূর্ণ। আপনাদের কেবিন এর খালি বার্থ এ মনে হলো আমিও travel করলাম। ধন্যবাদ আপনাদের।
Thank you so much 🌹
খুব ভালো লাগে আপনাদের জার্নি গুলোর ভিডিও দেখতে। অসংখ্য ধন্যবাদ, এভাবেই এগিয়ে চলুন। আপনারা সবাই ভালো থাকবেন।
স্যার প্রথমে এক লক্ষ পরিবারের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আপনার ভিডিও দেখলে আনন্দ গর্ব রোমাঞ্চ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি হয়। কী বলবো বুঝতে পারি না নির্বাক হয়ে থাকাই শ্রেয়। বলতে ভালো লাগছে আপনার ট্রাভেল গাইড অনুসরণ করে আমরা দীর্ঘ একুশ বছর পর (তখন আমার বয়স ছয়) আবার মধ্যপ্রদেশ ভ্রমণ করতে চলেছি আগামী নভেম্বরে। খুব ভালো থাকবেন। প্রণাম নেবেন। আরো নতুন সিরিজের অপেক্ষায় আছি। লাদাখ ভ্রমণ সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমন্ডিত হোক। ❤🙏
মধ্যপ্রদেশ ভ্রমণের জন্য শুভেচ্ছা রইল 🌹
@@AnindyasTravelogue 🙏😊
আপনাদের তিনজনকে একসঙ্গে দেখে ভীষণ ভালো লাগলো train journey তে সময় লাগে ঠিকই কিন্তু বেশ আনন্দও আছে। ধন্যবাদ ভালো থাকবেন আপনারা
Dada apnader 3 jon r eksathe journey kora dekhe amar o khub bhalo laglo.
R Rai ekta kotha thik boleche
Travel luck.....
Satty erokom 1st class e nijeder moto ki darun quality time katalen apnara.
Bhalo laglo vedio ta.
Next vlog r jonnyo wait kore thaklam.😊
Thank you so much ❤️
সপরিবার ভ্রমণ দেখতে খুব সুন্দর লাগলো। রাজধানীতে ভ্রমণ না করেই ভালো অভিজ্ঞতা হল।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনাদের ব্যবহার ই আপনাদের পরিচয়। খুব ভালো লাগে আপনাদের জার্নি গুলোর ভিডিও দেখতে। অসংখ্য ধন্যবাদ, এভাবেই এগিয়ে চলুন।
Khub bhalo laglo . Happy journey ♥️♥️♥️ . Rai khub sweet 🎉🎉 . Tomra sab samay bhalo theko anande theko ❤❤
khub bhalo laglo vlog ta.meye ke niye apnara dujon khub khusi.khub enjoy korte korte jachhen khub bhalo laglo.sotti toh sontan songe thakle anonder matra onekta bere jae.eta amio upolobdhi korte pari.😊, karon amadetmro apnader motoi obostha. meye amar probasi
তাহলে আপনি অবশ্যই বুঝবেন 🌹
Trip jome jabe bojhai jacche..Darun enjoy korlam ei train journey👌👌 apnader train er vlog amr boddo prio r ei vlog a puro poribar aksathe akta aladai feel...tobe caption ta "rajdhani exprs er 1st cls a chore ludo khelte khelte Delhi"hole mondo hoto na😂😂..nxt part er jonno opekkhai roilam..valo thakben sokole🥰🙋♂️🙋♂️
As usual ashadharon laglo, aro bhalo laglo apnara tinjone anek din pore abar akshathe travel korchhen ❤ next video dakhar opekshaye thakbo 😊
অনেক ধন্যবাদ 🙏
আজই টিভিতে দেখেই এখন এখানে লিখছি।অপূর্ব সুন্দর লাগল। Happy family. ❤❤❤❤❤রাই সঙ্গে আছে বলে আরো ভাল লাগছে।পরের ভিডিও গুলোর অপেক্ষায় রইলাম আমরা সবাই।
আপনাদের এত ভালো সমর্থন পেয়ে খুব ভালো লাগে।🙏🙏
বাংলাদেশ থেকে দেখছি, আপনাদেরকে ভ্রমণ করতে দেখে খুব ভালো লাগছে। খুব ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরে দেখতে। বহুবছর আগে এসেছিলাম
Onekei travel vlog koren kintu apnader moto antorik khub kom jon ke dekhi....aunty ato ta vaben onno manush er jnno sotti dekhe khub valo laglo....god bless you😊
First of all Rai ke anek anek abhinandan r bhalobasa janalum.Rajdhani te Delhi giyechi kichu bar kintu 1st class a konodin jaini.Khub bhalo laglo. Happy journey.Sobai bhalo thakben.
Thank you ❤️
Darun lagche full team ke dekhe plus family niye ladakh tour er idea ta pabo etao khub dorkar chilo ...best wishes 🎉
School ses er por apnake abar dekhte pelam.. Bhalo laglo sir ( Mane amader Priyo AC sir) .. Bhalo thakun sir.. Bhalo hoyeche ai hashi khushi vlog ti.. 😊😊❤
Thank you ❤️
দারুন লাগলো দাদা আমি এখন রাজধানী চেপে বাড়ি ফিরছি ac ২ tier কিন্তু এত সুন্দর ভ্রমণ কাহিনী দেখলাম মন তো ভরেই গেলো।। এই ভাবে আর আর সুন্দর করে ঘুরুন আমরা রইলাম আপনার সাথে,,,শুধু একটা অনুরোধ আমার ট্রেন দরজা বেশি দাঁড়াবেন না,,,নিজের জীবনের যতটা ঝুঁকি কম নেওয়া যায় ভালো,,,খুব ভালো থাকুন আপনারা সবাই☺️☺️❤️❤️ প্রণাম স্যার
অনেক ধন্যবাদ 😍
@@AnindyasTravelogue ভালো থাকবেন স্যার ❤️☺️❤️☺️
সপরিবার একসাথে ভ্রমণ এটা দেখে খুব ভাল লাগল ,শেষ পাতে মিষ্টি খেতে দেখলাম না ,অনেক ভিডিও তে দেখেছি বুবু ম্যাডাম অনেক খাবার সাথে নিয়ে ওঠেন এবং তার মধ্যে মিষ্টি ও থাকে এবার সেটা দেখলাম না ,যাইহোক ভাল থাকবেন, যাত্রা শুভ হোক 🙏🙏
অনেক দিন পর রাই মায়ের হাসি মুখ দেখে খুব ভালো লাগলো। সময় পাচ্ছিলাম না বলে ভিডিও দেখতে দেরি হয়ে গেল। খুব ভালো লাগলো।❤🙏
Wow...ebar er vlog puro jome jabe...Rai is a sweetheart...ok amar anek bhalobasha diyo...durdanta vlog chilo eta.. Waiting for new vlog...
Bah.. 😊😊😊 aapnader anondo dekhe khub khushi mon... Aapnader trip-er proti muhurto anandomoy hoy uthuk... Ei prarthana roilo.. 🙏
Thank you 🌹
Khub bhalo lagey apnader vlogs.. bhison cheerful.. apnara sobai khub bhalo thakun.. 😊😊
Apurbo.apnader kothagulo sunte darun lage.positivity o knoledge er chhoa achhe.
দাদার অপূর্ব কথাবার্তা আমাকে খুবই মুগ্ধ করেছে।
রাজধানীতে AC 1st class এ ভ্রমন এক অভাবনীয় অভিজ্ঞতা,যারা জানে তারাই জানে!
সময় বা টাকার মাপকাঠিতে এর পরিমাপ অসম্ভব।
কাকতালীয় হলেও, ঘটনাচক্রে প্রায় ১৬ বছর আগে,ঐ লে(লাদাখ)যাত্রা কালে,আমি সপরিবারে মানে স্বয়ং মাতৃদেবী,আমার শ্রীমতি ও পুত্র সহ,এই রকম রাজধানীর AC 1st class অভিজ্ঞতাসহ নতুন দিল্লি পর্যন্ত ভ্রমনের কথা খুবই মনে পড়ছে(এখন নয়,তবে আপনার lens দিয়ে,এই লাদাখ ভ্রমনের Travelogue আবার ও দেখা(ও শোনার) পর আমাদের লাদাখ ভ্রমনের যাত্রাপথ share করব, তাতে অনেকে হয়ত নতুন angle of journey to Ladakh পেতেও পারেন!
আপনাদের যাত্রা শুভ হোক।
✌️✌️
Thanks for sharing your experience ❤️
আমি এই চ্যানেল প্রথম দেখলাম বেশ লাগলো।
আমি শিবাজী এক্সপ্লোরার দেখি
ভীষণ ভালো লাগলো এই ব্লগ টা...পরিবারের সবার সঙ্গে বেড়াতে যাওয়ার মজাই আলাদা।পরের ব্লগ এর জন্যে অপেক্ষা করছি😊😊
এই ব্লগটা রাই-এর জন্যে আরো সুন্দর হয়ে উঠেছে। খুব ভালো লাগলো।
❤️❤️
রাজধানীর প্রথম শ্রেণি AC আলাদা অনুভূতি।
রাজধানীর অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই, কারণ একটা সময় মাসে দুবার করে আপ ডাউন করতে হয়েছে ........... তবে যেটা সবচেয়ে ভালো লাগছে যে রাই আপনাদের সঙ্গে যাচ্ছে। ও কে আপনাদের বেনারসের ভিডিও তে দেখেছিলাম ,...........ভারি মিষ্টি মেয়ে ও আপনাদের , ওর জন্য অনেক অনেক শুভকামনা ও আশির্বাদ রইল ❤
অনেক ধন্যবাদ 🙏
Aninda bhai, khub bhalo laglo, tomra tinjanei ebar vromon sangei.. All the best
Tomar video amar khub bhalo lage,puri gie Tomar panda ke ph kore amra or sathe jagannath darsan kori,vision bhalo chele.Tomar information khub kaje lage amarder.amrao ektu travel kori …ichcha ache ekdin dekha korbo tomader sathe amra.stay blessed
আর একটা সুন্দর উপস্থাপনা। Train journey and in the appropriate class, আমার মতে, is for the classes while air travel is for the masses. Coleslaw বনাম কচুরি উপভোগ করলাম। সবথেকে ভালো লাগলো আপনাদের honest review of the amenities. আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে সবকিছুকে খারাপ বলা আর তুলনা করা। Looking forward to the next video.
আজ প্রথমবার আমি আপনাদের ভিডিও দেখলাম ভীষণ ভালো লাগলো❤❤❤ ভালো থাকবেন সবাই
Thank you so much ❤️
Aekjon Railfan Jei Enjoy Train Ae Pabe Seta flight Ae Pauya Jai na.Seta Railfan Ra Jane . Train Journey Aekta Emotions ❤
Amar Onekdiner Iccha Je Aekdin Rajdhani First Class Ae Journey Korbo❤
Eto sundor vlog r eto bhalo family bonding , cholte thakuk ei bhabei
খুব সুন্দর একটা ভিডিও আর দাদা আপনি ঠিকই বলেছেন ফ্লাইট জার্নির থেকে ট্রেন জার্নি অনেক বেশি ভালো লাগে specialy রাজধানী 1st class এর ব্যাপারটাই আলাদা আর একটা ভালো লাগলো আপনারা দিল্লী হয়ে যাচ্ছেন direct Leh না গিয়ে এটা খুব ভালো decision
ঠিকই 👍 হঠাৎ করে উচ্চতার পরিবর্তনে সমস্যা হতে পারে ।
Sera... ladakh r full series r jnno waiting roilm❤.kub vlo travel koro nd Amra dkte thki
video ta sottie khub khub bhalo laglo Anondya da tarsathe natun sangjojon Ludo khela haha sob milie bes bhalo hoeche khub khub bhalo thakben sustha thakben ....
ট্রেনে যাত্রা আমার কাছে বরাবরই ভালো লাগে তাই আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগলো ধন্যবাদ।
Ami o chollam tomader sathe. 2016 theke ami griho bondi karon amar sasur-sasuri dujon ei bed ridden. Sustho thakun apnara. Best of luck & happy journey 😊
Aninda babu khub bhalo laglo R aponader meyeuo khub Misti, aponader Blog khub Enjoy kori amra, have a good Journey, wait for Next
Darun laglo. First time aapnar blog dekhlam. Ami Delhi te thaki.❤
Thank you ❤️
Khub sundor laglo Dada ❤❤
Opekha teh Roylam Ladakh Series er jonno ❤️❤️
Benaras er video dekhchilam... Khub bhalo legeche... Onek raat e apnara pouchechilen.... Bachchan Palace Hotel e uthechilen... Poroborti kale ami o amar family nie oi aki hotel e uthechilam... Thank you very much ato sundor kore guidance deoar jonne..
Most welcome 🌹
ajke first dekhchi.. khubi bhalo laglo.. subscribe korlam❤
Thank you 🌹
প্রথমেই ধন্যবাদ জানাই অনিন্দ্য দা ধানবাদ ষ্টেশন দেখানোর জন্য, আমার স্কুল জীবন কেটেছে ধানবাদে, বাবার রেলওয়ের চাকরির সুবাদে আমরা ওখানে থাকতাম, তাই ধানবাদ দেখে আমি আবেগ প্রবণ হয়ে গেলাম, আপনারা শ্রীনগর দিয়ে লাদাখ যাবেন মানে জজিলা পাস দেখতে পাব কি? এবার বুবু দি সঙ্গে রাই আছে বলে একটু বেশিই খুশি, যদিও সেটাই স্বাভাবিক সন্তান সঙ্গে থাকলে বাবা মার আনন্দ হয়। আপনারা সবাই খুব ভালো থাকুন।
আশা করি দেখতে পাবেন । অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
@@AnindyasTravelogueজজিলা পাস দেখতে পাব ভেবেই খুব আনন্দ হচ্ছে।
Apnar meye kotha gulo khub misti kore bole tai jeta bollen seta na hole cholbe 😅Khub valo laglo vlog ti❤
Khub Bhalo Kore ghure asun. Best of Luck for your dream destination.....
অনেকদিন পরে তিনজনকে একসাথে দেখে খুব ভাল লাগল। ট্রেন যাত্রার মূহুর্তগুলি আপনাদের সহজ সাবলীল উপস্থাপনার গুনে প্রানবন্ত । আপনাদের আনন্দ আমাদের মধ্যেও সন্চারিত হয়। আমরা ও এই ট্রেন যাত্রার সহযাত্রী হয়ে যাই। যাত্রা শুভ হোক আপনাদের । খুব ভাল থাকবেন তিনজনেই।পরের পর্বগুলির অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 🌹
Anindya Da , apnader sobar Smiling Face ta dekhle Happy Family bojhai jae , Bhalo thakben Dada sobai mile ebhabei .
খুব ভালো লাগলো ভ্রমণ কড়চা। রাজধানী এক্সপ্রেস খুব ভালো চলেছে। আপনাদের জন্য শুভকামনা।
অসাধারন লাগলো। ট্রেনে লুডো খেলাটা একদম অভিনব। শেষ দেখেছিলাম “সোনার কেল্লা” সিনেমাতে ভবানন্দ আর মন্দার বোসের মধ্যে। 😂😂👍
🤣❤️
Khubb valo laglo video ta ......sundar ekta positive vives pai apnader vlog dekhe...........jeta video guli ke aroo sundar kore tole.....valo thakben....😊
Thank you ❤️
খুবই ভাল লাগল, ট্রেন যাত্রা অবশ্যই মজার এবং সেটা যদি হয় পরিবারের সাথে, আর 1st class হলে তো কথা নেই যাক আপনাদের যাত্রা শুভ হোক, পরবর্তী ভিডিও অপেক্ষা রইলো।
Thank you 🌹
দাদা তোমার ভিডিও নিয়ে তো কোনো কথা হবে না । এক কথায় সেরার সেরা। কিন্তু সিলভার প্লে বাটনের ভিডিও কবে দেখাবে বলো
ভিডিও করবো না 😊
আপনার কথা এবং উপস্থাপনা সত্যি যেকোনো দর্শকের মন কেড়ে নেয়ার জন্য যথেষ্ট, এভাবেই আমাদেরকে সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করা, happy journey
করান*
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
খুব ভালো লাগলো Frist class journey ।রাইকে সঙ্গে দেখে খুব ভালো লাগলো। রাইকে দেখে খুব সরল প্রকৃতির মনে হলো। রাজধানী ফাস্ট ক্লাস জার্নি খুব enjoy করলাম।
অনেক ধন্যবাদ 🙏
দারুণ সুন্দর মন ভরে উঠলো ভ্রমণ দেখে।যাত্রা শুভ হোক।ভগবান আপনাদের মংগল করুন ।হরেকৃষ্ণ
খুব ভাল লাগল vlog .. দারুন presentation..
Kichhu mind korbe na, but ami tomader k tumi kore bolchhi. Tomader ei video ta dekhe amr eto bhalo laglo, mone holo tomader sathe amio jachhi. Just darun hoyechhe ❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@@AnindyasTravelogue sir apni na tumi kore bolbe...ami bodhoy Di er theke o chhoto
ঢাকা থেকে জাহিদ। খুব মজা করে উপভোগ করলাম তোমাদের ভ্রমণ। রাই মা কে খুব ভালো লেগেছে। বাবার সবকিছু ও পেয়েছে। ভালো থেকো তোমরা। 🙏🙏
অনেক ধন্যবাদ 🌹
❤❤❤ প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সপরিবারে ব্লগটি করবার জন্য, আমিও আপনাদের মতো এক কন্যার পিতা সেইজন্য আপনার সঙ্গে মনে হচ্ছে আমি একাত্ম হয়ে পড়েছি, আমি ও আপনার পরিবারের সঙ্গে লাদাখ চললাম।
Thank you 🙏
Darun presentation Anindya babu. Ageo bolechi ur daughter is a very well spoken person. Best wishes from Behala 😊
Thank you 🥰
খুউউউউউউব ভালো লাগল আপনাদের ট্রেন জার্নির দারুণ গল্প! মনে হল 4th প্যাসেঞ্জারটি আমিই ছিলাম!
মৌসুমী
এডমন্টন
কানাডা।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
Khub valo lagchhe ancle, aunty tomader sabaike dekhe. Amio jakhon amar meyeke niye tour korte jai khub khub enjoy kori, amader sathe aro friend's rao jai tader family niye.
Apnader vlog sb samay valo lage. Ajker vlog tao asadharon laglo. 😊
Thank you 🙏
@@AnindyasTravelogue welcome sir. ☺
আপনার এই সিরিজটার জন্য অপেক্ষা করছিলাম। পূজোর সময় যাবো
An another adventurous trip shuru holo.
Saab valo hobey surely.
Dekhbo aamra sabay and enjoy korbo baki episodes.
😊😊
Thank you ❤️
সত্যি, এই কথাটা ঠিক যে শীততাপোনিন্ত্রিত রাজধানী এক্সপ্রেসের একটা বিশেষত্ব.
আপনার train journey কভারেজ সত্যি অসাধারণ ।
রাজধানীতে খাওয়া দাওয়া ভালো সংগে আছে কন্যা এই journey টা তাই speacial. লাদাখ সবাই মিলিয়ে
ভালো একটা তথ্য চিত্র দেখতে পাবো এই আশায় থাকলাম আপনারা সবাই ভালো থাকুন ভালো ভাবে ঘুরবেন ।
লাদাখের ছটি পর্ব চ্যানেলে এসে গেছে । পর পর দেখতে থাকুন । অনেক ধন্যবাদ 🙏
First ei boli Happy journey .......Rai jachhe dekhe আমারও খুব ভালো লেগেছে.......3jone khub bhalo bhabe আনন্দ kore ghure আসুন ❤❤
আপনার লাদাখ ভ্রমণের ভূতাত্ত্বিক বিবরণ শোনার জন্য আমি অত্যন্ত উৎসুক। আশা করছি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবো। আপনাদের তিনজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹