ছোটবেলার বন্ধু দের সাথে দেখা হওয়ার মজাই আলাদা। তোমার ভিডিওতে আমার মামাবাড়ির অঞ্চল দেখতে পাচ্ছি আর ভীষণ ভালো লাগছে চন্দ্রিমা। যদিও একটুও চেনা লাগছে না।
Khub bhalo lage tomader vlog dekhte eto Shankaran bhabe shob kichu unmochito koro khub e enjoy kori.Sweden er barite boro ma ke Rekho vlog a dekhiyo ar khub anonde theko didi & dada
সত্যিই খুব খুব সুন্দর ভিডিও। ছোট্ট বেলার বন্ধুদের সাথে আড্ডার কোন জবাব নেই তার উপর এত বছর বাদে। এই সব মধুর স্মৃতি তোমার সুইডেনে ভাল থাকার রসদ। জমিয়ে আড্ডা দাও। খুব ভাল থাকবে। 👍
দিদি আশা করি আপনি মৈনাক দা এবং মীভান ভালো আছেন। আবার একটা ভালো ব্লগ দেখলাম। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া মানে নস্টালজিয়া। তার সাথে সুরজিৎ দা এর সাথে দেখা হওয়া দারুন ব্যাপার । ভালো থাকবেন।
তোমার ভিডিও টি দেখে মনটা ভালো হয়ে গেলো ।জানো তো রিম্পা আমরা ভাই বোনেরা যখন সবাই একসাথে হলে খুব আড্ডা জমে গল্প যেন আর শেষ হয় না 😊 যাক ভালো থেকো আর সুস্থ থেকো ❤ মিভানকে অনেক আদর আর ভালবাসা ❤❤❤
Aunty তোমার ব্লগ দেখতে আমার খুব ভালোলাগে 😊আর সবচেয়ে বেশি আনন্দ হয় এই ভেবে যে তুমি সেই সুইডেন থেকেও ভারতীয় সংস্কৃতি কে এত্ত ভালোবাসো,এভাবে সব মনে রেখেছো। আমার বাড়ি নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতার খুব কাছেই।
চন্দ্রিমা তোমরা খুব ভালো মানুষ তাই সবাই তোমাদের এতো ভালোবাসে আর বন্ধু দের সাথে আড্ডা দিতে ভীষন ভালো লাগে সত্যি এটা তো আলাদা অনুভূতি সৃষ্টি করে খুব ভালো লাগলো তোমার এই ভিডিও টা তোমার রান্না গুলো দারুণ হয়েছে । তোমাদের জন্য রইলো আমার প্রাণ ভরা ভালবাসা আর Mivaan কে আমার প্রাণ ভরা ভালবাসা ও আশীর্বাদ জানাই ভালো থেকো 👍👍❤️❤️❤️❤️
হ্যাঁ অবশ্যই নূর,তুমি ডমজুরে থেকো জেনে খুব ভালো লাগলো,আমাদের বাড়িতে ধুলা গড় থেকে মোহাম্মদ সাব্বির ভাই এসেছিলেন দেখা করতে, এসে গিফট দিয়ে যান কিন্তু আমরা বাড়িতে ছিলাম না, মৈনাক ওনাকে ফোন করে সরি বলে, মৈনাক এত লজ্জা পেয়েছে যে উনি এত দুর থেকে এসেছেন অথচ দেখা হলো না
Bandhu der sathe ei rakom adda r kono tulona hoi na.....Ami o bari theke onektai dure thaki eicrakim sujog kom yei pai jakhon sujog pai takhon khub enjoy kori ....tomra sab bandhura khub bhalo theko ❤️❤️
Ajke volg a nijeder dekhe khub valo laglo...tmra kichu diner jnno deshe asao amdr sathe meet krbe vabini...tmdr boromayer chobi ta upohar diye amra khub e Khushi hyechilam...boro ma tomader mongol koruk❤lots of love...
রীমা,আমাদের সঙ্গে দেখা করতে আসার জন্য প্রাণ ভরে প্রণাম জানাই তোমার মা কে, অনেক দূর থেকে কষ্ট করে এলে তোমরা, বড়মার ছবি কুরিয়ার করে আসছে,খুব ভালো থেকো তুমি
আজ আমি শেষ থেকে শুরু করব,,তোমাদের এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দেখতে দেখতে চোখ থেকে বেশ কয়েক ফোঁটা জল ঝরে পড়ল ,,সবার সব বন্ধুরা এভাবেই যেন ভালো থাকতে পারে🥰,,,মিভান বেটু তো কি সুন্দর খেলছে ছোট্ট বনির সাথে, আমি দুর্গাপুরে থাকি আমার দুটো বাচ্চা তাই মনে ইচ্ছা থাকলেও দ্যাখা করা হলো না তোমাদের সাথে,,কিন্তু আমি জানি একদিন দেখা হবেই আমাদের,,,তবে তোমার উত্তর পাবার পর সেটা পড়তে পড়তে মনে হয় আমরা যেন কত কাছের মানুষ 💞💞
ক্ষমা করো আমাদের রিনি দি, প্রায় ৬০০+ মেল এসেছিল,মৈনাক প্রায় প্রত্যেক কে ফোন করেছিলো, তারপরে অনেক মানুষ এসেছিলেন, কিছু মনে করোনা প্লিজ, কপালে থাকলে অবশ্যই কোনোদিন দেখা হবে
Sweden a Moinak mati te bose khai r ekhane tumi..childhood frnd der sathe norvejal adda jibon k fresh kore tole...porom anander somoy Ota,dikbidig gyan sunnyo hoye jai ami..just yesterday amr ek childhood frnd ese6ilo family niye amk dekhte amar sarir kharap sune..ami to asusthota vule golpe mete uthe6ilam...visn sundar vlog..tomader sathe dekha korar i6e amro roilo ,janina kokhono seta hobe kina..valo theko tomra❤
Khub valo laglo vlog ta r tumi j sober deoya jinis niye jaby sune khub valo laglo.......nijer bari firly nijer room tay sob theke shati pai ami o .....valo theko ❤❤❤
খুব সুন্দর আর একটা ভিডিও উপহার পেলাম। আপনার কথা এত মিষ্টি তাই আপনি এত ভালো। মৈনাক বাবুর আওয়াজ কম পেলাম এটাই দুঃখের কেননা আপনার ভিডিওতে মৈনাক বাবু অন্য একটি চরিত্র। ভালো থাকবেন।
তোমার বন্ধুদের দেখে আমার কান্না পেয়ে গেছে। প্রায় পঁয়ত্রিশ বছর অনেকের সাথে দেখা হয়নি! ভালো থেকো তোমরা সব বন্ধুরা। সকলের জন্যই অনেক অনেক ভালবাসা। Love you Chandrima🥰🥰.
Chandrima tmr vlog jedin theke dekhchi sotti asadharon lage tmr presentation. Tmr sob theke baro gun holo tumi sobar comments er jobab dao. Blogger er kache jmn viewers der comments khub important, ta ke vlog korte r o utsaho dei, thik tmn e viewers o aasha kore je se reply pabe tar priyo Blogger er theke. Hai to sob somay seta possible hai na. But tumi reply dao❤❤❤❤❤. Amar khub khub iche chilo tmder sathe giye dekha korar. But meyer final exam, tution, school, projects sob miliye puro has fas abostha. Aajker video ta dekhe khub mon kharap hoye gelo go. Kato manus giyechilen. Jak next time jakhon tmra kolkatai aasbe ami sure jabo dekha korte. Khub khub valo theko tmra. Ank ank valobasa roilo tmder sobar jonno.
অসংখ্য ধন্যবাদ তোমায় শ্যামাশ্রী দি,আমি চেষ্টা করি কিন্তু এত কমেন্ট আসে যে দেরি হয়ে যায়, খুব আপন করে কমেন্ট টা করলে তুমি, আমার ব্লগ দেখার জন্য তোমায় ধন্যবাদ জানাই, খুব ভালো থেকো তুমি
সত্যি দিদি ভাই স্কুল জীবনের বন্ধু দের সাথে বসে গল্প র মজাই আলাদা। সময় যে কখন কেটে যায় বোঝা যায় না।। তবে যাই বলো তুমি কিন্তু খুব ভালো ভালো রান্না জানো। খুব ভালো লাগলো আজকের ভিডিও টা ❤🙏🏻🙏🏻
Dearest Chandrima Mam video ta durdanto shundor hoyeychey really entertaining nd enjoyable aamar khoob bhalo laglo .Aaponake khoob lively lagchilo nd you were in high spirits, jai hok aaponara nijeder ke khoob anandey rakhben o khoob bhalo thakben. 😀😀😀
Khub valo laglo bondhu tomra sobai khub valo thako sushtho thako r khub khub moja kore din gulo katao tomar barir tin puchkur jonno anek valobasa ❤❤❤❤❤❤❤
Ei etto manush er bhalobasha tai j ki boro paona, jara paye tarai bojhe. Ei guloi sathe theke jaye sob somoy..onno manusher chokh e nijer jonno orjito sonman dekha ar tader moner bhalobasha , eigulo otulonio 😊
খুব ভালো লাগলো গো। আমি বড্ড মিস করলাম। খুব ইচ্ছে ছিল দেখা করার। ছেলের এবার ক্লাস ১২ বোর্ড, husband কর্মসূত্রে বাইরে। একা হাতে সব সামলে আর পেরে উঠলাম না দেখা করতে। এখন ভিডিওতে এত মানুষের সমাগম দেখে ভালোলাগার পাশাপাশি মন কেমন করে উঠলো গো। এতটা কাছে তোমরা এলে, অথচ দেখা হলো না। তবে আমিও আশাবাদী। পরেরবার নিশ্চয়ই দেখা হবে।
Aha Chandrima khub ichha chhilo tomader dekhi samne thheke. Kintu ekta karon e bolini. Seta ei je tomader ei small much awaited vacation is exclusively for friends and families. Tomra tomader characteristic big heartedness er sathe tar modhye amader youTube family r jonno jayga kore niyechho. Kintu seta te bhir barale tomader kosto hobe. Ar anurodh e na bolte tomader aro kharap lagbe. But my good wishes, love and as always lots of appreciation and admiration janbe. 😊
Sokal sokal tmdr vdo pelei mon ta etto vlo hoy jay.ekta vdo ami j kotto bar dekhi ki boli.khuub nijer lage tomader .vlo theko r erpr asle shyamnagar kali mondir theke ghure jeo parle.
Next bar Kolkata ele tomader sathe dakha korboi Ki j valo lage tomader Sweden a giye Kolkata theke ki ki shopping korecho sob dekhbo kintu Tomra khb valo theko sustho theko
চন্দ্রিমা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো। তোমার মেলায় ঘোরা , বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, বাড়িতে আসা অতিথি সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো। তবে আমার একটা আফশোষ তোমাদের সাথে দেখা করতে পারলাম না। আশা করছি এর পরের বার তোমরা এলে নিশ্চয়ই দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। মিভানকে ভালো রেখো। মিভানকে আমার অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান ।চন্দ্রিমা তোমার এই ব্লগটি খুবই ভালো আর মজা লাগলো।তোমার।বন্ধুদের দেখে নিজেদের ছোটো বেলার কথা মনে পড়লো।আমরা তো আর বিদেশে থাকিনি!তবে যে যার নিজের শ্বশুর বাড়ি।!দেখা শোনা প্রায় হয়না।তবে যদি কোনোদিন দেখা হয় সেদিন আর আনন্দ রাখার জায়গা থাকেনা ।যাইহোক তুমি ও তোমার বন্ধুরা আমার স্নেহ ভালোবাসা নিও।ভালো থেকো।👌👌👌👌☘️🌷☘️🥰🥰
ছোটবেলার বন্ধু দের সাথে দেখা হওয়ার মজাই আলাদা। তোমার ভিডিওতে আমার মামাবাড়ির অঞ্চল দেখতে পাচ্ছি আর ভীষণ ভালো লাগছে চন্দ্রিমা। যদিও একটুও চেনা লাগছে না।
তোমার মামার বাড়ি খরদা ! জেনে খুব ভালো লাগলো সঞ্চিতা দি।
Apurbo, khub valo hoyeche video ta Chandrima di & Mainak da
অসংখ্য ধন্যবাদ তোমায় দিব্য ভাই, মৈনাক ও চন্দ্রিমা
Khub bhalo laglo.. Khardha theke lots of wishes
অসংখ্য ধন্যবাদ অভিষেক দা, ভালো থাকবেন দাদা
খুবই ভালো লাগলো ভিডিওটি রান্না গুলো দারুণ পারিবারিক গল্প অ তুলনীয় ভালো থেকো ভগবান তোমাদের মংগল করুন আরো উন্নতি করো।অসাধারণ সব রান্না ।ভালো থেকো।হরেকৃষ্ণ ।
হরে কৃষ্ণ অর্চনা দি, খুব ভালো থেকো তুমি,মিভান কে অনেক আশীর্বাদ করো প্লীজ
খড়দায় বন্ধুদের আড্ডা awesome
অতিথি দের ও খুব ভাল লাগলো
Go ahead
অসংখ্য ধন্যবাদ আপনাকে অনিরুদ্ধ দা, খুব ভালো লাগে দাদা আপনার নিয়মিত কমেন্ট পেয়ে,আপনি চ্যানেল শুরুর প্রথম দিক থেকেই সঙ্গে আছেন,ভালো থাকবেন দাদা
Tomar time distribution... Darun.... Sob kichu complete korecho... Jak ai short time fatafati... Thanks
অসংখ্য ধন্যবাদ অনিমেষ দা, খুব ভালো থাকবেন দাদা
বন্ধুদের সাথে আড্ডা একটা আলাদা আনন্দ দেয় ।খুব ভালো লাগল তোমার বন্ধুদের দেখে
অসংখ্য ধন্যবাদ তোমায় তপতী দি
Maddox square lekha dekhei chole elam.maddox squarer pasei Amar Babar bari ki j valo lagche dekhe.r Amar sosur bari Malda
Khub bhalo lage tomader vlog dekhte eto Shankaran bhabe shob kichu unmochito koro khub e enjoy kori.Sweden er barite boro ma ke Rekho vlog a dekhiyo ar khub anonde theko didi & dada
অসংখ্য ধন্যবাদ তোমায় সোহিনী,খুব ভালো থেকো তুমি
Tomra khub antorik, sejonne sobai khub bhalo base tomader, bhalo laglo blogta, bhalo theko tomra
অসংখ্য ধন্যবাদ তোমায় রঞ্জনা দি
সত্যিই খুব খুব সুন্দর ভিডিও। ছোট্ট বেলার বন্ধুদের সাথে আড্ডার কোন জবাব নেই তার উপর এত বছর বাদে। এই সব মধুর স্মৃতি তোমার সুইডেনে ভাল থাকার রসদ। জমিয়ে আড্ডা দাও। খুব ভাল থাকবে। 👍
একদমই ঠিক বলেছো ববিতা দি, সত্যি রসদ জোগাড় নিচ্ছি আমি
আমি কিন্তু তোমাদের প্রতি টা ব্লগ দেখি,মন ভালো হওয়া যায়,,। খুব সুন্দর লাইফ তোমার।r দাদা ও কিন্তু খুবই সিম্পল ।
অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা দি, খুব ভালো থেকো তুমি
দারুন লাগলো ভিডিও টা। আমার ও এরকম বন্ধুর groupআছে। তাই খুব আনন্দ পেলাম। 😊
অসংখ্য ধন্যবাদ তোমায় কস্তুরী দি, খুব ভালো থেকো তুমি
@@bonginsweden ❤🌹
Namaskaram
Jay Shree krishna
Onek onek valo laglo
জয় শ্রী কৃষ্ণ,ভালো থাকবেন
Chandrima Sab miliye vlog ta khub bhalo laglo.
অসংখ্য ধন্যবাদ তোমায় অগ্নিমিত্রা দি
দিদি আশা করি আপনি মৈনাক দা এবং মীভান ভালো আছেন। আবার একটা ভালো ব্লগ দেখলাম। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া মানে নস্টালজিয়া। তার সাথে সুরজিৎ দা এর সাথে দেখা হওয়া দারুন ব্যাপার । ভালো থাকবেন।
হ্যাঁ মলয় দা, ঠিক বলেছেন, আমরা সবাই সুস্থ আছি,ভালো থাকবেন দাদা
মেলা টা দারুন ছিলো, আর ছোটো বেলার বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাই আলাদা।ভালো থেকো তোমরা❤
অসংখ্য ধন্যবাদ তোমায় 💕💗♥️
খুব ভালো লাগলো। মেলা পুরোনো বন্ধু নতুন বন্ধু।
অসংখ্য ধন্যবাদ তোমায় গোপা দি
তোমাদের যতোই দেখি, ততোই দেখার অপেক্ষায় থাকি,কি নির্ভেজাল ঝকঝকে প্রেজেন্টেশন,খুব ভালো থেকো তোমরা,mivan কে অনেক আশীর্বাদ
অসংখ্য ধন্যবাদ তোমায় তুলিকা দি, আমাদের প্রণাম নিও
Khub bhalo laglo,. bandhuder sathe adda, satyi se ek onnya anubhuti😊❤ bole bojhano jabe na.
একদমই তাই জয়তী দি,ভালো থেকো তুমি
চন্দ্রিমা ,পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া খুবই আনন্দের ।বড়মার ছবি উপহার পেয়েছো খুব ভালো।এখানে এসে তোমাদের এই ভিডিও গুলো দেখে খুব ভালো লাগছে।।
অসংখ্য ধন্যবাদ তোমায় কঙ্কনা দি
তুমি সাধারন, তা ই তোমাকে এত অসাধারন লাগে। তোমার বনধু দের দেখে খুব ভালো লাগল, মনটা কেমন করে উঠল। পৃথিবীর সব বনধুরা ভালো থাকুক, তোমার ,আমার।
একদমই ঠিক বলেছো বাপ্পী দি,ভালো থেকো তুমি
Apnar sob vlog darun
অসংখ্য ধন্যবাদ শতাব্দী দি
khub sundar lage tomar vlog
ব্লগ টা খুব ভালো লাগলো। তোমরা খুব ভালো,তাই তোমাদেরকে ও সবাই এতো ভালোবাসে। খুব খুব ভালো থেকো তোমরা। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ❤❤❤।
তোমাকে অনেক ধন্যবাদ, সময় বের করে যে দেখো এটাই আমাদের পাওনা🙏🏻🙏🏻
তোমার ভিডিও টি দেখে মনটা ভালো হয়ে গেলো ।জানো তো রিম্পা আমরা ভাই বোনেরা যখন সবাই একসাথে হলে খুব আড্ডা জমে গল্প যেন আর শেষ হয় না 😊 যাক ভালো থেকো আর সুস্থ থেকো ❤ মিভানকে অনেক আদর আর ভালবাসা ❤❤❤
ঠিক বলেছো পালি দি,ভালো থেকো তুমি
Khub sundor laglo video ta
অসংখ্য ধন্যবাদ তোমায় কোয়েল দি, ভালো থেকো
Khub valo laglo....konodin dekha hole khub khushi hobo ..khub bhalo theko tomra
অসংখ্য ধন্যবাদ তোমায় মলি দি
কি দারুণ লাগল
অসংখ্য ধন্যবাদ অনসূয়া দি,খুব ভালো থেকো তুমি
খুব ভালো লাগলো তোমরা খুব ভালো থেকো
অসংখ্য ধন্যবাদ তোমায় শ্বেতা দি
Khub valo laglo dekhe...purono bondhu der sathe dekha Kora adda deoa chotobelar sriti mne Kora er ekta aladai moja ache...valo theko❤❤
একদমই ঠিক বলেছো দেবী,ভালো থেকো তুমি
Khub sundor laglo
অসংখ্য ধন্যবাদ তোমায় চম্পা কাকিমা
Aunty তোমার ব্লগ দেখতে আমার খুব ভালোলাগে 😊আর সবচেয়ে বেশি আনন্দ হয় এই ভেবে যে তুমি সেই সুইডেন থেকেও ভারতীয় সংস্কৃতি কে এত্ত ভালোবাসো,এভাবে সব মনে রেখেছো। আমার বাড়ি নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতার খুব কাছেই।
অসংখ্য ধন্যবাদ তোমায় সম্বিত, খুব ভালো থেকো তুমি
খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ❤️🙏🏻
Khub valo laglo ajker vlog .. Desher vlog gulo amar vison valo lagche keno janina.. ❤
অসংখ্য ধন্যবাদ সৌমী দি, তোমার ভালো লাগলেই আমি খুশি
চন্দ্রিমা তোমরা ভালো তাই তোমাদের সকলে ভালোবাসে।আর বন্ধুদের সাথে আড্ডা দারুন,এই স্মৃতি গুলোই তো থেকে যাবে।তোমরা সকলে খুব খুব ভালো থেকো।
একদম ঠিক বলেছো তুমি শিখা দি,খুব ভালো থেকো তুমি
চন্দ্রিমা তোমরা খুব ভালো মানুষ তাই সবাই তোমাদের এতো ভালোবাসে আর বন্ধু দের সাথে আড্ডা দিতে ভীষন ভালো লাগে সত্যি এটা তো আলাদা অনুভূতি সৃষ্টি করে খুব ভালো লাগলো তোমার এই ভিডিও টা তোমার রান্না গুলো দারুণ হয়েছে । তোমাদের জন্য রইলো আমার প্রাণ ভরা ভালবাসা আর Mivaan কে আমার প্রাণ ভরা ভালবাসা ও আশীর্বাদ জানাই ভালো থেকো 👍👍❤️❤️❤️❤️
Khub sundor akta vlog upohar dile Chandima.... ❤️❤️👍👍
অসংখ্য ধন্যবাদ তোমায় সঙ্ঘ মিত্রা দি,তোমার ভালো লাগলেই আমি খুশি
Video ta dekhe khub valo laglo❤ tomra khub valo theko ,porer video dekhar jonno asai achi by by
হ্যাঁ অবশ্যই নূর,তুমি ডমজুরে থেকো জেনে খুব ভালো লাগলো,আমাদের বাড়িতে ধুলা গড় থেকে মোহাম্মদ সাব্বির ভাই এসেছিলেন দেখা করতে, এসে গিফট দিয়ে যান কিন্তু আমরা বাড়িতে ছিলাম না, মৈনাক ওনাকে ফোন করে সরি বলে, মৈনাক এত লজ্জা পেয়েছে যে উনি এত দুর থেকে এসেছেন অথচ দেখা হলো না
Darunnn ❤ laglo
অসংখ্য ধন্যবাদ তোমায় শিপ্রা দি
অতশত খাবার দেখে খুব লোভ লাগছিল তোমার vlog দেখেই শান্তি ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ গুরুদাস দা আমার ব্লগ দেখার জন্য
তোমার বন্ধুদের আড্ডা খুব ভাল লাগল। তোমরা তিন জনে আমার অনেক আদর ও ভালবাসা নিও ❤❤❤
চম্পা কাকিমা,আমাদের প্রণাম নিও
Khub sundor blog
Bishon e nostalgic hoye gechi, amar baper bari aage Maddox square er theke 10 mins dhure chilo 🥰🥰
তাই নাকি তনুশ্রী দি ! জেনে খুব ভাল লাগলো
Bandhu der sathe ei rakom adda r kono tulona hoi na.....Ami o bari theke onektai dure thaki eicrakim sujog kom yei pai jakhon sujog pai takhon khub enjoy kori ....tomra sab bandhura khub bhalo theko ❤️❤️
হ্যাঁ গো, চাকরি সূত্রে সবাই বাইরে চলে যায়, আরো যোগাযোগ কমে যায়,ভালো থেকো সোমা দি
Kolkata y Khub enjoy korun
অসংখ্য ধন্যবাদ তোমায় অরুন্ধতী দি, খুব ভালো থেকো তুমি
Ajke volg a nijeder dekhe khub valo laglo...tmra kichu diner jnno deshe asao amdr sathe meet krbe vabini...tmdr boromayer chobi ta upohar diye amra khub e Khushi hyechilam...boro ma tomader mongol koruk❤lots of love...
রীমা,আমাদের সঙ্গে দেখা করতে আসার জন্য প্রাণ ভরে প্রণাম জানাই তোমার মা কে, অনেক দূর থেকে কষ্ট করে এলে তোমরা, বড়মার ছবি কুরিয়ার করে আসছে,খুব ভালো থেকো তুমি
Bhison bhalo laglo bises kore eto bochor por bondhuder sathe dekha hoa eta ekta ono anubhuti.bhalo theko ❤️❤️
অসংখ্য ধন্যবাদ তোমায় পাপিয়া দি,খুব ভালো থেকো
আজ আমি শেষ থেকে শুরু করব,,তোমাদের এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দেখতে দেখতে চোখ থেকে বেশ কয়েক ফোঁটা জল ঝরে পড়ল ,,সবার সব বন্ধুরা এভাবেই যেন ভালো থাকতে পারে🥰,,,মিভান বেটু তো কি সুন্দর খেলছে ছোট্ট বনির সাথে,
আমি দুর্গাপুরে থাকি আমার দুটো বাচ্চা তাই মনে ইচ্ছা থাকলেও দ্যাখা করা হলো না তোমাদের সাথে,,কিন্তু আমি জানি একদিন দেখা হবেই আমাদের,,,তবে তোমার উত্তর পাবার পর সেটা পড়তে পড়তে মনে হয় আমরা যেন কত কাছের মানুষ 💞💞
নুপুর দি তাই নাকি ! দুর্গাপুর শুনলে মৈনাক খুব খুশি হয়, ওর মামার বাড়ি দুর্গাপুর,ও ইঞ্জিনিয়ারিং পড়েছে দুর্গাপুরে, ওর বাবা DVC DTPS এ চাকরি করতেন,খুব ভালো থেকো তুমি
@@bonginsweden 🥰🥰💓💓
Didi Ami khuv miss korlam.
Kintu ai notun lifestyle ar sathe match korte giya r aibar bodh hoi dekha Kora holo na.
Khuv miss korlam.
Love you didi.
Khub bhalo laglo tomar ei vlog.. Kotto bochor por tomar sey chotobalar boundhu der sathe dekha holo.. Bhalo theko khub 🥰
অসংখ্য ধন্যবাদ তোমায় শম্পা দি
Khub khub khub valo laglo go ❤️❤️
তোমার ভালো লাগলেই আমি খুশি কল্যাণী দি, ভালো থেকো
পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার যে আনন্দ সেটা বলে বোঝানো যায় না জানিনা যে আবার কবে দেখা হবে কি হবে না খুবই ভালো লাগে ❤❤
একদমই ঠিক বলেছো সন্দীপ ভাই,খুব ভালো লাগে তোমার নিয়মিত কমেন্ট পেয়ে
Darun darun video tha
অসংখ্য ধন্যবাদ তোমায় বৈশাখী দি
Khub bhalo laglo...osadharon blog.....tomader deklei mon bhalo hoye jay...aktai afsos ami parlam na dekha korte 😔..tobe asa korchi akdin dekha hobei 😊...aber asle obsoi jsr aso puchku ta k niye... bhalo theko ❤❤❤❤❤
সুমিতা দি, মৈনাকের মামা বাড়ি সনারী জামশেদপুর,আমিও বিয়ের পর গেছি, কিন্তু এই যাত্রায় হলো না, খুব ভালো থেকো তুমি
Friends are best Oder Sathe akta din er meet up sara bochor er energy diye dai❤r tomra sotti ei khub antorik oi jonno tomader amra bhalobasi bhujle
অসংখ্য ধন্যবাদ তোমায় Chandrani দি,একদমই ঠিক বলেছো তুমি
Bah!!ki bhalo laglo!!koto bochor pore bondhuder sathe milito hoye anondo korle chandrima.eiguloi mone theke jabe sarajibon. Kolkatay ele tomra kintu dakha korlam na .ete kichu akhkhep hochche na.ashole tomar video gulo dekhei to bhishon apon mone hoy tomader. Ar mivan sonar jonno roji thakur ke boli jano akjon manusher moton manush hoy jibone.
ক্ষমা করো আমাদের রিনি দি, প্রায় ৬০০+ মেল এসেছিল,মৈনাক প্রায় প্রত্যেক কে ফোন করেছিলো, তারপরে অনেক মানুষ এসেছিলেন, কিছু মনে করোনা প্লিজ, কপালে থাকলে অবশ্যই কোনোদিন দেখা হবে
খুব ভাল লাগল
অসংখ্য ধন্যবাদ তোমায় দিদি
Wonderful video. Enjoyed thoroughly 👌👍❤️
অসংখ্য ধন্যবাদ তোমায় উজ্জয়িনী দি
Valo legeche friend
অসংখ্য ধন্যবাদ তোমায় নন্দিতা,খুব ভালো থেকো তুমি
Eto byastota r majhe o dhore dhore sobaik reply korecho. Celebrity na moner manush hoe e theko tomra❤. Onek valobasa roilo.
হ্যাঁ চৈতালি দি, আমি চেষ্টা করি,নিজে না পারলে মৈনাক করে, আমার ব্লগ দেখার জন্য তোমায় ধন্যবাদ জানাই
সুন্দর উপস্থাপনা। দারুন।
অসংখ্য ধন্যবাদ ধনঞ্জয় দা, খুব ভালো থাকবেন
Sweden a Moinak mati te bose khai r ekhane tumi..childhood frnd der sathe norvejal adda jibon k fresh kore tole...porom anander somoy Ota,dikbidig gyan sunnyo hoye jai ami..just yesterday amr ek childhood frnd ese6ilo family niye amk dekhte amar sarir kharap sune..ami to asusthota vule golpe mete uthe6ilam...visn sundar vlog..tomader sathe dekha korar i6e amro roilo ,janina kokhono seta hobe kina..valo theko tomra❤
সুইডেনে পারলে মৈনাক বিছানায় বসে খায়,আমি করতে দি না তাই সুস্মিতা দি🤭 খুব ভালো থেকো তুমি
Khub valo laglo vlog ta r tumi j sober deoya jinis niye jaby sune khub valo laglo.......nijer bari firly nijer room tay sob theke shati pai ami o .....valo theko ❤❤❤
হ্যাঁ সোনালী, ১৮ কেজি করে ১২টা বক্স আসছে একটার পর একটা, মৈনাক সব প্যাক করে এসেছে
খুব সুন্দর আর একটা ভিডিও উপহার পেলাম। আপনার কথা এত মিষ্টি তাই আপনি এত ভালো। মৈনাক বাবুর আওয়াজ কম পেলাম এটাই দুঃখের কেননা আপনার ভিডিওতে মৈনাক বাবু অন্য একটি চরিত্র। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ অঙ্কন দা, এটা ঠিক বলেছেন আপনি,ভালো থাকবেন
তোমার বন্ধুদের দেখে আমার কান্না পেয়ে গেছে। প্রায় পঁয়ত্রিশ বছর অনেকের সাথে দেখা হয়নি! ভালো থেকো তোমরা সব বন্ধুরা। সকলের জন্যই অনেক অনেক ভালবাসা। Love you Chandrima🥰🥰.
অসংখ্য ধন্যবাদ তোমায় স্মৃতি দি, খুব আপন করে কমেন্ট টা করলে তুমি, খুব ভালো থেকো তুমি
মনে হচ্ছে যেন ওই আড্ডার অংশীদার আমি ও। খুব ভালো লাগলো ❤❤❤
অসংখ্য ধন্যবাদ তোমায় স্বর্ণলতা দি, ভালো থেকো তুমি
Chandrima tmr vlog jedin theke dekhchi sotti asadharon lage tmr presentation. Tmr sob theke baro gun holo tumi sobar comments er jobab dao. Blogger er kache jmn viewers der comments khub important, ta ke vlog korte r o utsaho dei, thik tmn e viewers o aasha kore je se reply pabe tar priyo Blogger er theke. Hai to sob somay seta possible hai na. But tumi reply dao❤❤❤❤❤. Amar khub khub iche chilo tmder sathe giye dekha korar. But meyer final exam, tution, school, projects sob miliye puro has fas abostha. Aajker video ta dekhe khub mon kharap hoye gelo go. Kato manus giyechilen. Jak next time jakhon tmra kolkatai aasbe ami sure jabo dekha korte. Khub khub valo theko tmra. Ank ank valobasa roilo tmder sobar jonno.
অসংখ্য ধন্যবাদ তোমায় শ্যামাশ্রী দি,আমি চেষ্টা করি কিন্তু এত কমেন্ট আসে যে দেরি হয়ে যায়, খুব আপন করে কমেন্ট টা করলে তুমি, আমার ব্লগ দেখার জন্য তোমায় ধন্যবাদ জানাই, খুব ভালো থেকো তুমি
অনেক দিন পর, কিন্তু খুব সুন্দর ভিডিও, দেখে মন ভালো হয়ে গেলো।❤❤❤🙏
অসংখ্য ধন্যবাদ তোমায় গৃষমা দি, খুব ভালো থেকো তুমি
অপূর্ব দিদি।মন ভরে গেলো❤।
অসংখ্য ধন্যবাদ তোমায় পিউ,খুব ভালো থেকো তুমি
Tomar video manei mon valo hoye jaowa,, khub valo theko tomra,,
Chotto mivaan ke onek valobasha r ador 🥰🥰
অসংখ্য ধন্যবাদ তোমায় দিয়া দি,একদম ব্লগ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কমেন্ট পাই নিয়মিত,খুব ভালো থেকো তুমি
@@bonginsweden 💗💗💞💞💓💓
তোমাদের video দেখতে খুব ভালো লাগে......আর আমিও আমার বন্ধুদের সাথে কতদিন আড্ডা দেই না......কতো কথা জমে আছে সবার.....
অসংখ্য ধন্যবাদ তোমায় মৌমিতা দি
সত্যি দিদি ভাই স্কুল জীবনের বন্ধু দের সাথে বসে গল্প র মজাই আলাদা। সময় যে কখন কেটে যায় বোঝা যায় না।। তবে যাই বলো তুমি কিন্তু খুব ভালো ভালো রান্না জানো।
খুব ভালো লাগলো আজকের ভিডিও টা ❤🙏🏻🙏🏻
সত্যি গো রিয়া, ভিডিও গুলো দেখছি আর মন খারাপ লাগছে
@@bonginsweden
সেটাই স্বাভাবিক দিদি ভাই। এবারে দেশে এলে তোমার সাথে দেখা করতে যাবো। ইচ্ছা রইল।😊😊🌹🌹
Tomar hath r ranna dekhei khete echhe kore Ektu annyorokom hoi and of course tasty 😋..I know ..tumi khawate bhalo baso seta rannna dekhlei bhoja jai ❤
মৌ, এটা ঠিক বলেছো তুমি, আমি সত্যি রান্না করে মানুষ জন কে খাওয়াতে খুব ভালোবাসি,স্বাদ কেমন হয়ে সে আর জানিনা 😆,ভালো থেকো তুমি
Dearest Chandrima Mam video ta durdanto shundor hoyeychey really entertaining nd enjoyable aamar khoob bhalo laglo .Aaponake khoob lively lagchilo nd you were in high spirits, jai hok aaponara nijeder ke khoob anandey rakhben o khoob bhalo thakben. 😀😀😀
একদমই ঠিক বলেছো তুমি লোপা,খুব ভালো থেকো তুমি
আজকের ব্লগ অসাধারণ, দেখে মন ভরে গেল ।
অসংখ্য ধন্যবাদ তোমায় সুস্মিতা দি,খুব ভালো থেকো তুমি
আমি তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম।খুব খুব ভালো লাগে তোমাদের।
অসংখ্য ধন্যবাদ তোমায় রুনা দি, তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের
Khub valo laglo bondhu tomra sobai khub valo thako sushtho thako r khub khub moja kore din gulo katao tomar barir tin puchkur jonno anek valobasa ❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ তোমায়, তোমার নাম রঞ্জনা তাই না ! খুব ভালো থেকো তুমি
Na amar naam supriti
❤️
Love your vlog chandrima.tumi aaro unnoti korbe .parle roj ektu kore vlog dio❤❤❤
হ্যাঁ মৌসুমী দি, চেষ্টা করবো অবশ্যই, খুব ভালো থেকো তুমি
Darun
অসংখ্য ধন্যবাদ তোমায় রেশমি দি, আশা করি বাড়ি ফিরেছ তুমি
Ei etto manush er bhalobasha tai j ki boro paona, jara paye tarai bojhe. Ei guloi sathe theke jaye sob somoy..onno manusher chokh e nijer jonno orjito sonman dekha ar tader moner bhalobasha , eigulo otulonio 😊
একদমই ঠিক বলেছো তুমি পিয়ালী দি,খুব ভালো থেকো তুমি
খুব ভালো লাগলো গো। আমি বড্ড মিস করলাম। খুব ইচ্ছে ছিল দেখা করার। ছেলের এবার ক্লাস ১২ বোর্ড, husband কর্মসূত্রে বাইরে। একা হাতে সব সামলে আর পেরে উঠলাম না দেখা করতে। এখন ভিডিওতে এত মানুষের সমাগম দেখে ভালোলাগার পাশাপাশি মন কেমন করে উঠলো গো। এতটা কাছে তোমরা এলে, অথচ দেখা হলো না। তবে আমিও আশাবাদী। পরেরবার নিশ্চয়ই দেখা হবে।
গার্গী দি, মন খারাপ করোনা 🥺,কপালে থাকলে তোমার ইছে অবশ্যই পূরণ হবে, আমাদের ক্ষমা করো, মিভান কে আশীর্বাদ করো প্লীজ, ছেলের জন্য মৈনাক শুভ কামনা জানিয়েছে
অনেক ধন্যবাদ জানাই মৈনাকবাবুকে। তোমার জন্য একরাশ ভালোবাসা। মিভানের জন্য তো সবসময় আমার আশীর্বাদ আর ভালোবাসা আছেই গো।❤❤
Aha Chandrima khub ichha chhilo tomader dekhi samne thheke. Kintu ekta karon e bolini. Seta ei je tomader ei small much awaited vacation is exclusively for friends and families. Tomra tomader characteristic big heartedness er sathe tar modhye amader youTube family r jonno jayga kore niyechho. Kintu seta te bhir barale tomader kosto hobe. Ar anurodh e na bolte tomader aro kharap lagbe. But my good wishes, love and as always lots of appreciation and admiration janbe. 😊
তুমি আসতেই পারতে দেবযানী দি, প্রায় ১৫০ জন এসেছিলেন,সময়ের অভাবে ভুগেছি খুব শেষদিকে কিন্তু ম্যানেজ হয়ে গেছে,খুব ভালো থেকো তুমি
@@bonginsweden ❤
আপনার বলার ধরনটা খুব ভালো। আমার মনের মতো। Kip it👌
অসংখ্য ধন্যবাদ সুবীর দা, ভালো থাকবেন দাদা
খুব ভাল লাগল সবটুকু ❤❤
অসংখ্য ধন্যবাদ তোমায় সম্পা দি
@@bonginsweden ❤️
Khub.enjoy.karo.toumar.♥️♥️
অসংখ্য ধন্যবাদ তোমায় অরুন্ধতী দি, খুব ভালো থেকো তুমি
Sotti ai bondhu der ek sathe dekhe amar o khub echa korche sobar sathe dekha korar. 😢
ঠিক বলেছো কমলা দি, ভালো থেকো তুমি
Very nice
খুব ভালো থাকবেন অশোক দা
Sokal sokal tmdr vdo pelei mon ta etto vlo hoy jay.ekta vdo ami j kotto bar dekhi ki boli.khuub nijer lage tomader .vlo theko r erpr asle shyamnagar kali mondir theke ghure jeo parle.
রাজশ্রী, এ বার হলনা,কিন্তু খুবই ইছে আছে শ্যাম নগর যাওয়ার,মৈনাকের খুব কাছের বন্ধুর বাড়ি ওখানে,খুব ভালো থেকো তুমি 💕♥️💗
এক কথায় অসাধারণ!খুব খুব ভালো থেকো তোমরা সব্বাই।
অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা, ভালো থাকবেন দাদা
আজকের এপিসোড প্রথম থেকে শেষপর্যন্ত সব মিলিয়ে ভীষণ উপভোগ করলাম। ❤❤❤
অসংখ্য ধন্যবাদ তোমায় দিদিভাই🙏🏻🙏🏻🙏🏻
Next bar Kolkata ele tomader sathe dakha korboi
Ki j valo lage tomader
Sweden a giye Kolkata theke ki ki shopping korecho sob dekhbo kintu
Tomra khb valo theko sustho theko
হ্যাঁ জয়শ্রী দি, অবশ্যই দেখাবো কি শপিং করলাম, ভালো থেকো তুমি
মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা খুব ভাল। তার উপর বিদেশ থেকে এসে আড্ডায় বসা তো আলাদাই ব্যাপার। এখন তো আড্ডা প্রায় উঠেই গেছে।
একদমই ঠিক বলেছেন অশোক দা, খুব ভালো থাকবেন
মন ভালো করা ব্লগ। খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ তোমায় দেবযানী দি💕🙏❤️
চন্দ্রিমা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো। তোমার মেলায় ঘোরা , বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, বাড়িতে আসা অতিথি সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো। তবে আমার একটা আফশোষ তোমাদের সাথে দেখা করতে পারলাম না। আশা করছি এর পরের বার তোমরা এলে নিশ্চয়ই দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। মিভানকে ভালো রেখো। মিভানকে আমার অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
কাকলী দি, আমাদের ক্ষমা করো প্লীজ, কপাল থাকলে অবশ্যই দেখা হবে কোনোদিন, খুব ভালো থেকো তুমি
Kamon acho sobai didibhai? Vlog to always valoi hoi
Mampi, আমরা সবাই সুস্থ আছি গো,খুব ভালো থেকো তুমি
Mainak khub helpful chele.. Bujhlam... Bhalo theko, ajkal erokom chele khub kom.. Nijer dhak petatei byasto. O ki sundor advertisement korlo boutique er❤❤
অসংখ্য ধন্যবাদ তোমায় বন্যা দি ! মৈনাক তোমায় প্রণাম জানিয়েছে
Thank you bhai.. Bhalo theko. ❤❤
Didi tumk amr onak valo lagi Ami Deepa ghy (Assam)❤️
আমি তোমায় চিনি দীপা, অনেক পুরনো পরিবারের সদস্য তুমি, আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় 🙏🏻🙏🏻❤️❤️
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ কমলা দি, খুব ভালো থেকো তুমি
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান ।চন্দ্রিমা তোমার এই ব্লগটি খুবই ভালো আর মজা লাগলো।তোমার।বন্ধুদের দেখে নিজেদের ছোটো বেলার কথা মনে পড়লো।আমরা তো আর বিদেশে থাকিনি!তবে যে যার নিজের শ্বশুর বাড়ি।!দেখা শোনা প্রায় হয়না।তবে যদি কোনোদিন দেখা হয় সেদিন আর আনন্দ রাখার জায়গা থাকেনা ।যাইহোক তুমি ও তোমার বন্ধুরা আমার স্নেহ ভালোবাসা নিও।ভালো থেকো।👌👌👌👌☘️🌷☘️🥰🥰
অসংখ্য ধন্যবাদ তোমায় রত্না কাকিমা
Khub bhalo laglo tomar kolkata r journey gulo, daruun. Tomra Stockholm er kothay thako, amar chele last akmash holo office er kaaje Solna te ache.
মনীষা কাকিমা,আমরা থাকি স্টকহোমের দক্ষিণ দিক সদেরটালিয়ে, আমাদের প্রণাম নিও
খুব ভাল লাগে তোমার ভিডিও। গানের ভিডিও ছাড়া তোমার ভিডিওই একবারে শেষ করি। খুব ভাল থাকো তোমরা। ❤️❤️❤️
শর্মিলা দি, তোমার মত পরিবার পেয়েছি এটাই বড় প্রাপ্তি আমাদের