🔥🔥স্ট্যাম্প কত প্রকার ও কি কি?||জুডিশিয়াল স্ট্যাম্প ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পের ব্যবহার জানুন
HTML-код
- Опубликовано: 30 окт 2024
- জমি-জমা সম্পর্কে আমাদের যেমন যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন, তেমনি ভূমি বিষয়ক বিভিন্ন আইন সম্পর্কে আমাদের জ্ঞান থাকাটাও অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্যাম্প কত প্রকার ও কি কি? বিভিন্ন প্রকারের স্ট্যাম্পের ব্যবহার যেমন: জুডিশিয়াল স্ট্যাম্প,ননজুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বা রাজস্ব স্ট্যাম্প। আর এই সকল স্ট্যাম্প পরিচালিত হয়-স্ট্যাম্প এ্যাক্ট ১৮৯৯ অনুযায়ী। জুডিশিয়াল স্ট্যাম্প সাধারণত আদালতের বিচারিক বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন: মামলার আরজি,মামলার জবাব,আসামির জামিনের আবেদন ইত্যাদি কাছে এই স্ট্যাম্প ব্যবহার করা। নন-জুডিশিয়াল স্ট্যাম্প সাধারণত জমির দলিল,চুক্তিপত্র,বিবাহের হলফনামা,তালাকের হলফনামা,এফিডেভিট,উইল ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আর রাজস্ব স্ট্যাম্প বিভিন্ন দপ্তরে কর্মচারীদের বেতন উত্তোলনের জন্য বেতন রেজিস্টারে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প বা রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে তাতে স্বাক্ষর করা হয়।তাই ধৈর্য্যসহকারে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।আশাকরি এই চ্যানেল থেকে আরো অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন।পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এ রকম নতুন নতুন ভিডিও পেতে Digital Land Master ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
Other vedios(অন্যান্য ভিডিও) :
****************************
🔗 • Khatian
🔗 • Land law & advice
🔗 • SA,RS,CS খতিয়ান
🔗 • জমি পরিমাপ পদ্ধতি
এছাড়া আমাকে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন।
Social Sites:
*************
Facebook page Link:
🔗 / digitallandmaster
Instagram Link:
🔗 / imran_gps
#বাংলাদেশ স্ট্যাম্প এ্যাক্ট-১৮৯৯ #Digital_Land_Master