@@apalaghosh সিরিয়াল এ কাউকে ভিলেন না দেখালে সিরিয়াল চলেনা। 😂 তাই দেখিয়েছে। Even পুরো mahishya জাতির নামেই বারোটা বাজিয়ে উপস্থাপন করেছিল পদ্মমনি অনেক সামাজিক কাজ করেছিলেন তার মা এর মত, সেগুলো তো দেখায় না বা সিরিয়াল চলবে না সেগুলো দেখালে রাণী রাসমণি কে জেলে বানিয়ে দিল কারণ ইংরেজ বিপক্ষে গিয়ে জেলে দের পক্ষ নেওয়াতে তাকে জেলেরা "কৈবর্ত রাণী" বলেছিল। সেই থেকে সেও হয়ে যায় জেলে। তারপর দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করতে একজন বিধবা মন্দির প্রতিষ্ঠায় অধিকার নেই, এটা fact। but প্রচার করল কী সিরিয়াল এ? শুদ্র ছিল বলে মন্দির প্রতিষ্ঠায় অধিকার নেই। সেটাও যদি মেনে নিই তাহলে রাসমণির মেয়ে জগদম্বা যখন ব্যারাকপুরে মন্দির প্রতিষ্ঠা করলেন অন্নপূর্ণার তখন কেন কোন ঝামেলা হলো না??? সব কিছুই অতিরঞ্জিত গল্প। মান্না বংশ আক্রর মান্না ও যুগলকিশোর মান্না ছিলেন কলকাতার তখনকার বিখ্যাত ভূস্বামী ব্যবসায়ী, তাঁদের প্রতিষ্ঠিত কিছু মন্দির আজও তাঁদের এলাকায় দেখা যায় যদিও সেই অঞ্চলে এখন সরকারি বিল্ডিং। শুধু জানবাজার এর দাস বংশই না উল্টোদিকে প্রীতিরাম এর শশুর বাড়ির সম্পত্তিও ছিল আকাশছোঁয়া, তাঁদের আবার কৌলীন্য মর্যাদা ছিল। এমনকি রানীর জামাই মথুরমোহন বিশ্বাসও কুলীন বংশীয় ছিলেন। রাসমণির মেয়েকে প্রাণকেষ্ট (মথুর এর দাদা) বিয়ে করেননি কারণ কন্যার মা (রাসমণি) কুলীন ছিলেন না। But সিরিয়াল এ দেখালো রানীর মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে, প্রাণকৃষ্ণ ছেড়ে চলে গেছে 😂 সব ই গন্ডগোল ঘটাল পাকিয়ে সিরিয়াল বানিয়ে আসল সব তথ্যই গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে।
Darun toh 😂 dekhe valoiee laglo ❤
0000000000000😊😅
😂😂😂 পদ্মমণির চরিত্র কে সিরিয়াল ওয়ালা রা 12 টা বাজিয়ে দিল।
মানে খলনায়িকা না বানালে সিরিয়াল চলবে না, এদের বিরুদ্ধে অভিযোগ আনা উচিৎ ছিল।
Kintu ami ja shunechi irl Rani rashmoni r boro meye and jamai shottyi khub hingshute and kuchute type er chilo
@@apalaghosh সিরিয়াল এ কাউকে ভিলেন না দেখালে সিরিয়াল চলেনা। 😂 তাই দেখিয়েছে। Even পুরো mahishya জাতির নামেই বারোটা বাজিয়ে উপস্থাপন করেছিল
পদ্মমনি অনেক সামাজিক কাজ করেছিলেন তার মা এর মত, সেগুলো তো দেখায় না বা সিরিয়াল চলবে না সেগুলো দেখালে
রাণী রাসমণি কে জেলে বানিয়ে দিল কারণ ইংরেজ বিপক্ষে গিয়ে জেলে দের পক্ষ নেওয়াতে তাকে জেলেরা "কৈবর্ত রাণী" বলেছিল। সেই থেকে সেও হয়ে যায় জেলে।
তারপর দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করতে একজন বিধবা মন্দির প্রতিষ্ঠায় অধিকার নেই, এটা fact। but প্রচার করল কী সিরিয়াল এ? শুদ্র ছিল বলে মন্দির প্রতিষ্ঠায় অধিকার নেই।
সেটাও যদি মেনে নিই তাহলে রাসমণির মেয়ে জগদম্বা যখন ব্যারাকপুরে মন্দির প্রতিষ্ঠা করলেন অন্নপূর্ণার তখন কেন কোন ঝামেলা হলো না???
সব কিছুই অতিরঞ্জিত গল্প।
মান্না বংশ আক্রর মান্না ও যুগলকিশোর মান্না ছিলেন কলকাতার তখনকার বিখ্যাত ভূস্বামী ব্যবসায়ী, তাঁদের প্রতিষ্ঠিত কিছু মন্দির আজও তাঁদের এলাকায় দেখা যায় যদিও সেই অঞ্চলে এখন সরকারি বিল্ডিং।
শুধু জানবাজার এর দাস বংশই না উল্টোদিকে প্রীতিরাম এর শশুর বাড়ির সম্পত্তিও ছিল আকাশছোঁয়া, তাঁদের আবার কৌলীন্য মর্যাদা ছিল। এমনকি রানীর জামাই মথুরমোহন বিশ্বাসও কুলীন বংশীয় ছিলেন।
রাসমণির মেয়েকে প্রাণকেষ্ট (মথুর এর দাদা) বিয়ে করেননি কারণ কন্যার মা (রাসমণি) কুলীন ছিলেন না। But সিরিয়াল এ দেখালো রানীর মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে, প্রাণকৃষ্ণ ছেড়ে চলে গেছে 😂
সব ই গন্ডগোল ঘটাল পাকিয়ে সিরিয়াল বানিয়ে আসল সব তথ্যই গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে।