Prayagraj Mahakumbh জমজমাট | মহাকুম্ভে সাধুদের আখাড়া | Bharat Sevashram Sangha | Mahakumbh Day 2
HTML-код
- Опубликовано: 11 янв 2025
- #prayagrajkumbh #mahakumbh2025 #mahakumbh #prayagraj #mahakumbh2025kitaiyari #explorershibaji
Our day 2 experience in Prayagram Mahakumbh
------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @explorershibaji
-------------------------------------------------------------------------------------------------------------------
For any query: shibaji.explorer@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------
Instagram: bit.ly/explore... (Preferable)
Facebook: bit.ly/explorer...
Facebook group: bit.ly/bhromon...
-------------------------------------------------------------------------------------------------------------------
Music from Epidemic Sound, get one month free using the following referral link:
www.epidemicso...
-------------------------------------------------------------------------------------------------------------------
Popular Playlists of Explorer Shibaji:
👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Vlogging camera:
I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
GoPro Hero 10 : amzn.to/3UjSFft
GoPro Hero 9: amzn.to/3KD7BlP
For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
but this is the best without doubt:
Here is the link: amzn.to/3nKWIoW
Mic that I use for voice over: amzn.to/411NkeN
Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
GoPro Battery: amzn.to/3Kb5GmR
GoPro Charger: amzn.to/414fk1C
2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
My Macbook: amzn.to/43cPyu2
এটা দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব সহ এই সিরিজের যাবতীয় ভিডিও পাবেন নিচের প্লেলিস্ট এর লিঙ্ক এ, এছাড়াও আমাদের ফেসবুক পেজ এর ইনস্টাগ্রাম এ live, আনকাট এবং রিলস দিচ্ছি, সেগুলোও দেখতে পারেন। ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দের সঙ্গে share করতে ভুলবেন না।
Mahakumbh 2025 Prayagraj: ruclips.net/p/PL67w8SUgzyzvNPa6ja5hb8ockMjlko55y
Once in a lifetime experience Sir. Thank you so much for taking us through this 🙏
অনবদ্য উদ্যোগ.... অসাধারণ উপলব্ধি....
নবনীতা দেব সেন এর একটা
description পড়েছিলাম কুম্ভে সাধু দের সম্পর্কে আজ তোমাদের চোখে দেখছি ও জানছি
Khub khub bhalo lagche apnader jonnoe eta sombhob hochhe j sodpure theke kumbhomela darson korchi. Gupidar gaan mane prithijhit dar kotha bolchi asadaron gaaner gola. Bhalo thakben .🎵🎵🙏🙏🙏🙏
খুব সুন্দর। ভারতবর্ষের জীবন রঙ এই কুম্ভমেলা।
সেই শৈশব থেকে মহাকুম্ভ, কুম্ভের শাহী স্নানের কথা শুনে আসছি। কিন্তু তার ব্যাপকতা নিয়ে শুধু সামান্য ধারণা ছিল, এমন মহা- যজ্ঞ সত্যিই ভাবিনি। হয়তো এর অনন্ত রূপ আমি স্বশরীরে উপস্থিত থাকলেও হৃদয়াঙ্গম করতে পারতাম না--আপনার আন্তরিক উপস্থাপনায় যেভাবে ছুঁতে পারছি। স্তব্ধ-বাক আমি! ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে।
আমি চার টি কুম্ভ স্নানে গিয়েছি। কিন্তু বারবার যেতে ইচ্ছে করে।
খুবই ভালো করেছেন
অনেক অনেক শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন।
❤
চমৎকার গুপী বাঘা।দৈব জুতো অক্ষয় হোক। আমরা,যারা এরকম বিভিন্ন জায়গায় যাবার পক্ষে অসমর্থ, তাদের আনন্দের জায়গা এই সুন্দর ভিডিও গুলো।❤❤
আজ ১২ ই জানুয়ারি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী। সঙ্গে মহা কুম্ভ দর্শন🙏🙏 হে ঠাকুর সবাইকে ভালো রেখো।
খুব মিষ্টি কণ্ঠ
অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে এসেছেন আপনারা আমাদেরও সমৃদ্ধ করছেন।অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিশ্বাসের এই মহা যজ্ঞ দেখে। গত দুতিন দিন বেশ রোদ্দুর ছিল, থেকে আবার মেঘলা। আজ সঙ্গম যাচ্ছি দুপুরের সময়, আমার কোয়ার্টার থেকে 6 km, দেখা হলেও হতে পারে। খুব আনন্দ করুন।❤❤
দিনটা যেন ফ্রেশ করেদিল।
নিজেকে ভারত বাসী এবং সনাতনী হিসেবে গর্ব বোধ করি।
হর হর মহাদেব ❤🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
আমি বিশ্বাস করি 'সবার উপরে মানুষ সত্য। তাহার উপরে নাই' আর 'যত মত তত পথ'। এই মহাকুম্ভের মহামেলায় শিবাজী আর পৃথ্বিজিতের মাধ্যমে ভারতের সেই অকৃত্তিম আত্মাকে চেনার চেষ্টার করছি। খুব ভাল লাগছে। প্রতিটি পর্বই মনে হচ্ছে কালকূটের 'অমৃত কুম্ভের সন্ধানে'-র মতই সংগ্রহে রাখার যোগ্য। শিবাজীর ধারাভাষ্যের অনন্যতা সম্পর্কে নতুন কিছু বলার নেই। শেষ পাতে পৃথ্বিজিতের গান পর্বটার মূল বিষয়কে ফুটিয়ে তুলেছে। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম মূল ভারতকে জানার জন্য।
welcome to prayagraj Shibaji sir prithwijit sir .Ami aar amar didi apnar chanel ke regular follow kori.khub bhalo lage
কুম্ভ মেলাকে এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। আপনাদের চোখে কুম্ভ দেখা। দারুণ, দারুণ লাগলো। 👌👌👌
সনাতন ধর্মের সবচেয়ে বড় কথা আত্মার ভেতরে পরমাত্মার অবস্থান, কবি রজনীকান্ত বলেছেন তোমার ই দেওয়া প্রাণে তোমার ই অনুভূতি। খুব ভালো লাগলো। ❤❤
আহা কি উপলব্ধি সত্য ই অমৃত। ভাল থাকুন আর
সুন্দর রাখুন সবাইকে।
আপনার ভিডিও নিয়ে কোন কথা বলব না। কিন্তু আজ আপনারা যে কথা গুলো বললেন সেগুলো মন ছুঁয়ে গেল। সত্যি সত্যই অমৃত। 🙏🙏
ওঁম নম্ শিবায়। রুপম এবং শিবাজী তোমাদের চোখে কুম্ভ দেখে মন ভরে গেলো। আগে জানলে তোমাদের পিছন ধরতাম। তাড়িয়ে দিতে তো পারতে না। ❤❤❤ হর হর মহাদেব
ধন্যবাদ,ভালো থেকো, হর হর মহাদেব❤🙏
তোমাদের অনেক শুভেচ্ছা ও 🙏🙏 আমি এই মহা কুম্ভে গেলাম তোমাদের হাত ধরে।। আমাদের ধর্ম তোমাদের হাত ধরে আবারো প্রমাণিত হয়েছে যে টা কতটা শক্তিশালী।। ইহা শুধু মক্ত মানসিকতা প্রতীক ।। তাই ভারত এই বিশ্বের মহামানব মিলন ধাম । দাদা হয়ে যাক সেই গান।। আজ স্বামীজির জন্ম দিনে এই মহান কাজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও 🙏🙏🙏🙏❤
অসাধারণ লাগল। যেমন ফটোগ্রাফি, তেমনই ধারা ভাষ্য এবং গান।
রবিবারের সকাল টা জমে গেলো হর হর মহাদেব❤🙏🌸🌷
মিলনমেলার যে স্পন্দন সেই জায়গাগুলো দারুন ভাবে ক্যামেরাবন্দী করছেন। চমৎকার আবহ। একটা অজানা বিষয় আখাড়া ব্যাপারটা কি, সেই টা জেনে সমৃদ্ধ হলাম। একটা স্নান কি ভাবে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে সেইটা প্রানভরে দেখলাম। স্নান প্রকৃত অর্থে একটা বিশ্বাসের জন্মদিন। এক মিলনমেলা এক অদ্ভুত জীবনদর্শন যা আপনাকে এক উৎসবে সামিল করবে, আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে আর আপনাকে সামনের দিনে বাঁচবার আনন্দ দেবে।।। পুন্য আপনারা অর্জন করছেন এই মেলার প্রাসঙ্গিকতা আমাদের সামনে তুলে ধরে।। আপনাদের চোখে আমরা দেখলাম, সমৃদ্ধ হলাম।।। আপনাদের চলা মানে শুধু চলা নয়, এগিয়ে যাওয়া।। মনে শুভকামনা অফুরান।।।
এমন মহাযজ্ঞ দেখেও যেনো মুক্তি লাভ হবে ❤
খুব সুন্দর এগিয়ে যান 😊😊😊
অপূর্ব সুন্দর উপস্থাপনা...আপনাদের জন্য মহাকুম্ভের মহাযজ্ঞ দর্শনের সুযোগ প্রাপ্তি।অনেক শুভেচ্ছা রইল।
অসাধারণ অপূর্ব একটা অভিজ্ঞতা দেখলাম আর শুনলাম। মহাকুম মেলা ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট মেলা, জয় চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস এই ম মেলায় এসেছিলেন আপনারা কি জানেন স্বাধীনতা সংগ্রামী সাধু সন্ন্যাসী ঋষি মনি সবাইকে প্রণাম ভারতমাতা কি জয় 🇮🇳🇮🇳🙏❣️❣️
মহা কুম্ভ মেলা সম্বন্ধে তেমন কিছু জানা ছিল না। কিন্তু এই ভিডিও দেখে মনে ভরে গেল। সঙ্গে পৃথ্বীজিতের গান যোগ্য সঙ্গত।
অসাধারণ লাগছে। মহাকুম্ভ দেখে অভিভূত। পৃথিজিৎ is back Welcome back Prtjijit. দুজনকে একসাথে দেখে খূব খুশি হলাম।
Darun lagche... apnader maddhome
Mela ta ke dekhchi.. khub sundor oviggota
জীবনে চলার পথে প্রতিটি সদর্থক সুযোগ গ্রহণ করা উচিত কারণ কিছু সুযোগ জীবনে বারবার আসে না।❤❤❤❤❤
"তাই হেরি তায়( তাঁকে) সকল খানে"।
কিছু বলার নেই নতুন করে, অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য।
দুর্দান্ত হয়েছে, মন খুশ করে দিলে তোমরা দুজন ❤️❤️
😊❤❤
mokyolabh er logic ta solid laglo.. Sibajinda darun laglo series ta.. jabar iche hilo tomar chok diye dekhe nichi..
অনবদ্য লাগছে । ভীষণই ভালো লাগছে । মন ভরিয়ে দিচ্ছেন । একেবারে উজার করা উপস্থাপনা । আপনার আন্তরিক পরিবেশনা সাথে পৃথ্বীজিত বাবুর উদাত্ত কন্ঠে সংগীত ... ...অসামান্য জীবনবোধের সান্নিধ্যে আপনারা । আমরাও গর্বিত ভারতীয় সংস্কৃতির অন্যতম সেরা মিলন মেলায়.....অমিতাভ, পাপিয়া ও অনির্বাণ ধারা ...উখরা-অন্ডাল থেকে
Khub darun obhiggota hochhe. Dhonnobad Explorer Shivaji Maharaj.
সুপ্রভাত দাদা🙏🏻 আপনারা খু্ব খুব ভালো থাকবেন ,সুস্থ থাকবেন আর আমাদের এইরকম ভালো ভালো ভিডিও দেবেন। খুব enjoy করি 🙏🏻🙏🏻
আমি গর্বিত এই দেশে জন্ম গ্রহণ করেছি, বৈচিত্র্য ময় আমার দেশ , কুম্ভ মেলার বিভিন্ন দিক জানতে পারলাম ধন্যবাদ বিশাল আয়োজন ভাল থাকবেন
শিবাজী দা আপনাদের জন্য মহা কুম্ভ কর্মকাণ্ড ভালো ভাবে দেখতে পাচ্ছি এটা অনেক। ❤
সকাল সকাল উঠেই কুম্ভ দর্শন।
সবাই কে জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। আসুন আগামী দিনে আমরা ওনার দেখানো পথ অনুসরণ করি আর আবার বাংলা ও বাঙালি কে জগৎ আসনের শ্রেষ্ঠ বানিয়ে তুলে।
Ae video gulo khub bhalo lagcha. Akta onno rokom vibe. Thanking you and Privithraj for capturing these life moments from Prayag.
খুব ভালো লাগলো, দারুন গানও শুনলাম। বাহ্ , খুব ভালো।
দারুন সুন্দর খুব সুন্দর ভাবে ঐতিহাসিক দিকটা তুলে ধরলে কুম্ভ মেলা সত্যি মন ছুয়ে গেল❤।
ছোটবেলা থেকে শুনেছি কুম্ভের মেলা। আজ দেখলাম। জিওগ্রাফিক চ্যানেল এর ভিডিও দেখলে মনে হতো অনেক দূরের কোথাও মেলা হত। ধন্যবাদ। ভিডিও দেখে যাবার ইচ্ছা জেগে গেলো। ধন্যবাদ দাদা।
কোনোদিন দেখিনি, আজ দেখলাম। অভূতপূর্ব ❤
অতুলনীয় পৃথিজিৎ দা শিবাজিদা ভীষন ভালো লাগছে । অপূর্ব অসাধারণ দৃশ্য ও সুন্দর গানের সাথে উপস্থাপনা । 1998 আমার কুম্ভ যাত্রার কথা মনে পরে যাচ্ছে
অভিনব ভারতবর্ষ । আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
প্রথম পর্ব থেকে দেখছি,খুবই ভালো লাগছে। আপনাদের মাধ্যমে ভারত আত্মা কে উপলব্ধি করার আশায় রয়েছি। বারেবারে কালকূটের অমৃত কুম্ভের সন্ধানের কথা মনে পড়ছে, এ এক অনন্ত যাত্রা। যাওয়ার সাহস পাইনা, কিন্তু মনটা ওখানেই চলে গেছে।
আমাদের অমরিত কুম্ভের সন্ধান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।❤❤
খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা অসাধারন কথা গুলো বললেন
ভীষণ ভাল লাগছে এই সিরিজ। ভীষণভাবে উপভোগ করছি। ভাল থাকবেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
দারুন লাগছে স্যার ভিডিও গুলো দেখতে । ❤ অনেক ধন্যবাদ আপনাকে এবং পৃথ্বীজিৎ স্যারকে এমন নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য । ❤
খুব ভালো লেগেছে। নিজে যেতে না পারার মনোকষ্ট নেই। ভালো থাকুন আপনারা।
খুব সুন্দর শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম ❤❤❤❤
অসম্ভব ভালো লাগছে এই কুম্ভমেলার ওপর আপনাদের প্রতিবেদন। এডিটিং খুব ভালো।
মহাকুম্ভ মহাস্থানযাত্রায় এই অজানা তথ্যগুলো তোমাদের এই ভ্রমন কাহিনীতে এতোটাই দৃশ্যমান যে মনটা ভরে গেল। ভালো থেকো।
দারুন মন ছুঁয়ে গেল। খুবই ভালো লাগছে। আপনাদের জন্য এই মহা কুম্ভ মেলা ঘরে বসে ভালো দেখতে পরছি।
Khub bhalo lagche
Mone koriye dichhe
Samaresh Basur amrito Kumbh er sandhane kaljoyee
Uponas tir kotha.
Bhalo thakben.
সত্যি আপনারা খুব ভাগ্যবান। অনেক পুণ্য করেছেন তাই এই মহাকুম্ভের সাক্ষী থাকলেন। আর পুণ্য স্নান/মোক্ষলাভের স্নান নিয়ে আপনাদের মতামত খুব ভালো লাগলো।
Eto details e kokhono kono video paini dekhte.. asadharon coverage.. dada darun..ei manas vromon sattyee asdharon. Samriddho hochchi
দাদা আপনার সব vedio আমি দেখি
কুম্ভের এই ভিডিও দেখার জন্যে রোজ অপেক্ষা করে থাকি । অপূর্ব অসাধারণ দৃশ্য উপভোগ করছি । সত্যিই কুম্ভ গেলে এ এক অন্য ভারতবর্ষ কে দেখা যায়।
আপনার সবকিছু vedio র থেকে এটা যেনো অনেক এগিয়ে গেলো । এটাই মনে হয় বড় পূণ্য । খুব ভালো থাকবেন আপনারা দুই বন্ধ ও আপনাদের পরিবার
🙏🙏🙏🙏
সেই কবে অমৃত কুম্ভের সন্ধানে পরে ছিলাম,আজ মহাকুম্ভ দেখছি আমাদের প্রিয় শিবাজী দা ও পৃথ্বী জিৎ দার সাথে । ধন্যবাদ ❤❤❤
দারুন ভালো লেগেছে এই গুলাই তো হাজার হাজার বৎসরের আমার বাংলার সভ্যতা। আমি ব্যক্তিগতভাবে কোন ধর্ম ও তার সমাজ দর্শনকে ছোট করে দেখিনা কারন সব ধর্মের একজনই পথ প্রদর্শক আর উনাকে আমরা একেকজন একেক নামে ডেকে থাকি । তেমনি মানুষের বেলায় ও একেকজন একেক রকমের এবং বিভিন্ন ধর্ম গোত্রের কিন্ত শরীরের শক্তির উৎস রক্তের রং সবার এক । পৃথ্থিজীৎ দাদুর গানটা সেই রকম হয়েছে। আপনাদের জন্য মন ভরে আর্শীবাদ রইলো । সময়ের অভাবে সময় মতো দেখতে পারিনা বলে দুঃখিত তবে সব পর্বই দেখে থাকি । নমঃষ্কার শিবাজী দা ও পৃথ্থী বাবুর করদ কমলে ।
আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। ভালো থাকবেন। নিশ্চই কখনও দেখা হবেই।
আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। ভালো থাকবেন। নিশ্চই কখনও দেখা হবেই।
Baah Daroon Daroon 👌❤️ Fantastic Vlog ❤️❤ besh bhalo laglo 👌 Chokh Juriye galo Kumbho dekhe 🙏🙏 tmar chokh diyei upobhog korchhi..Har Har Mahadev 🙏🙏❤️♥️
অসাধারণ! মহাকুম্ভ ২০২৫-এর দ্বিতীয় দিনের অভিজ্ঞতা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। সাধুদের আখাড়া আর ভারত সেবাশ্রম সংঘের সুন্দর দৃশ্যপট দেখে মন ভরে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য! 🙏😊
আপনাকে অশেষ ধন্যবাদ এই কুম্ভের অনুষ্ঠান দেখানোর জন্য স্নান দেখানোর জন্য
আপনাদের অসংখ্য ধন্যবাদ মহাকুমভের দৃশ্য তুলে ধরার জন্য ।খুব খুব ভালো লাগছে ।
Thank you for showing MahaKumbh in detail. So many different types of personalities, colours and spiritual sadhus in a single place. Mahakumbh in Prayagraj is a must visit place for that experience which happens once in 144 years.
Darun apner chokh die eto sundar jinis amra dekhte parchi.anek dhonnobad apnake.
Good morning with explorer shibaji. Har har mhadev. I am from Bangladesh.
গতকালের ভিডিও দেখেই মন ভীষণভাবে টানছিল , তাই তড়িঘড়ি 26 ফেব্রুয়ারী স্নানের জন্য ট্রেনের টিকট নিয়ে নিলাম ।
খুব সুন্দর লাগলো। কত কিছু জানতে পারছি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
For people like jara kumbh e jabe na tader jonno this series is a blessing 😊❤ thank you shibaji da and prithijit da for this series….ei bhire thanday apnara ei video anchen etar jonno onek onek dhonnobad
দুর্দান্ত একটি অভিজ্ঞতা, খুব সুন্দর খুব ভালো লাগলো।❤
ভীষণ ভাল লাগল
Khub valo lagche. Keep it up
যদি সম্ভব হয় একটি রাত ঐ মেলার উন্মুক্ত প্রান্তরে কাটিয়ে আসুন।এ এক অসাধারণ অভিজ্ঞতা, কোন অসুবিধা হবে না।
মহাকুমভের এমন দর্শন সরাসরি আপনাদের কাছ থেকে পেয়ে এত ভালো লাগছে তা ভাষায় বোঝাতে পারবো না।explorer শিবাজী কে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও টা ভীষণই ভালো লাগলো। বাঙ্গালী দের জন্য ভারত সেবা শ্রম এর তথ্য টা সত্যি অনেকের কাজে লাগবে।সর্বোপরি আমার বেস্ট লেগেছে পৃথ্বীর গলার গান টা।
Sokal ta darun vabe suru holo....apnader video dhake...Har Har Mahadev.
আপনাদের মাধ্যমে মহাকুম্ভের দর্শন হয়ে গেল।
হর হর মহাদেব, জয় মহাকাল 🙏
Darun... tomar vlog dekhar jone sab samay wait kre achi... Shibaji da tumi r Prithida r khunsutimi khub valo moja lage
Prithi dar vlog r end a gan ta khub khub valo laglo. Mona hoi 16 kola purno.
Khub bhalo laglo. Sob purono koth mone pore galo ami forty-five years. Chlam. Aajkal ami Delhi thaki. Love you ❤
Thank you Dada ra.. apnader vlog er madhyome amio jeno ghore bose ghure elam Prayagraj kumbho melay... Chaliye jaan... Waiting for next vlog
দারুন ব্লগ হয়েছে দাদা। সারা কুম্ভমেলা আপনাদে র সাথে থাকবো। পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। 👍👍👍😍😍😍
মন ভালো হয়ে গেলে আজকের ভিডিও দেখে..অনেক ধন্যবাদ..খুব ভালো থাকুন আনন্দে থাকুন আপনারা..পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤❤❤❤
Apnader madhyme kichu punno labh hochche.... Darun..
romanchokor..
❤
Khub sundor hoyeche video ta... emon bhabe daily ekta video pele khub bhalo lage... sakal sakal pele to arooo bhalo... emon bhabe daily video er অপেক্ষায় roilam Dada...🎉🎉🎉
👍💐💐💐🫡 ভীষণ ভীষণ ভালো লাগলো
Vison sundar. Sibaji, prithvi jit, dujonkei avinandan
Super vedeo dekhe mon bhore galo khub bhalo laglo thanks
দুর্দান্ত একটা অভিজ্ঞতা,খুব ভালো লাগলো।❤❤
প্রথম পর্ব দেখার পর এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম ।
কুম্ভ মেলায় “প্রাণের মানুষ” গান টা শুনে, শুধু মন নয়, প্রাণটা ভরে গেল ❤️
😊❤❤
khub ভালো লাগলো ❤❤
Aha Subho Sokal dui praner dada der... Khub sundor...❤❤
খুব ভালো লাগছে এই প্রতিবেদন। সাথে পৃথ্যিজিতবাবুর ঢুলু ঢুলু চোখে অসাধারণ টিপ্পনী। পরিক্রমা চলতে থাকুক। 😊
😁😁😁🙏🙏🙏
Sibaji dada ar pirthajit dada darun lagche aapnader chestay amra ghare base kumbha Mela dekchi tar Jonna aapnader ke anek anek dhonyobad 🙏🙏
আপনাদের অশেষ ধন্যবাদ, এই মহাকুম্ভের অভিজ্ঞতা এত কষ্ট করে আমাদের কাছে তুলে ধরার জন্য।
ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন।😊
বারো বচোর আগে গেছিলাম দাদা. সাব মনে পোরে গেলো দেখে। আসাধারন.
Khub valo lagche kumbho mela series 👌👌❤❤
তোমাদের সাথে আমাদেরও এক অসাধারণ অভিজ্ঞতা হল, অনেক অনেক ধন্যবাদ 🙏
Darun laglo.
Prithwi dar gaan osadharon ❤
Getting a vivid picture of Mahakumbha.Thanks to Explorer Shivaji.❤