Tomarei ami chahiyachhi priyo তোমারেই আমি চাহিয়াছি প্রিয় I Nazrul Sangeet I Anindita Choudhury
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- #Bengaljukebox
-----------------------------------
Songs of Kazi Nazrul Islam rendered by Anindita Choudhury
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার।।
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্বুল্,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।।
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর-ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল-গন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে স্মৃতি-সম্ভার।।
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
We invite you to listen to more song-offerings by Anindita Choudhury
• নজরুল সংগীত l Anindita...
==================================
Bengal Foundation has been promoting Bengali music for decades in order to nurture and uphold the musical traditions of Bengal. The Foundation releases a wide selection of Bengali albums to the public, conducts workshops, and well as create opportunities to train under distinguished musicians at the Bengal Parampara Sangeetalay. Bengal Foundation’s music programme also frequently organises a number of large scale music events which include the Bengal Classical Music Festival.
Bengal Foundation’s music programme aims to pave the way for better appreciation and understanding of the fundamentals of music; as well as to energise, influence and promote the music industry of Bangladesh.
==================================
🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
👍 Website: www.bengalfound...
👍 Facebook: / bengalfoundat. .
👍 Twitter: / trustfortheart. .
👍 Instagram: / bengalfound.... .
------------------------------------------------------------------------
© Bengal Foundation 2022
সেই পরম পুরুষকে পাওয়ার জন্য আমাদের অনন্ত অভিসার চলছে চলতে থাকবে। তাকে লাভ করায় মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য ৷ যতদিন পর্য্যন্ত তাঁকে লাভ করতে পারছি ততদিন আমাদের প্রিয়মিলনের জন্য অভিসার থামবেনা। সুন্দর কন্ঠস্বর ও সুন্দর পরিবে শনা ৷
🥺
জয় গুরু । আপনার মতো করে ভাবার মানুষ খুব কম ! শুভকামনা । প্রণাম 🙏💙❤️
কি অসামান্য অনুভব,,কি অসামান্য কণ্ঠ,,কি সাবলীল সুললিত সুস্পষ্ট উচ্চারণ,,সঙ্গে এক যুগ পুরুষের রচিত অনবদ্য লেখনী,আহা ,যতবার শুনি ততবার আবার মনে এই গানের বলি প্রতিধ্বনিত হয়❤❤
এই গানটি একমাত্র শুধু মানবেনদ্র কন্ঠেই শুনতাম। আর কারো কন্ঠে শুনার ইচ্ছে হতনা। এই গায়িকার কন্ঠে এতো দেখছি পারিজাত ফুল গন্ধ। এত মধুর কন্ঠ।
I also heard the song first from manobendra but it is wrong tune.manobengra is the culprit of ruining of the original nazrul geeti tune. Sorry to say the truth is bitter.
সম্ভবত কবি নজরুল
তোমাকে নিয়ে আমার হয়ে
লিখেছেন এমন গান❤️❤️❤️
একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল সমগ্র হৃদয়জুড়ে। অসাধারণ কন্ঠ এবং গায়কীও। অজস্র ধন্যবাদ ও শুভকামনা রইল শিল্পী ও যন্ত্রীদের।
Asadharan surer velai chilam kichukhan, avinandan janai silpike
Nazrul scholar ,writer and professor
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা-২
যেথা আমি যাই না কো
তুমি প্রকাশিত থাক
আকুল নয়ন জলে
ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
তব মুখ সদা মনে
জাগিতেছে সঙ্গোপনে
তিলেক অন্তর হলে
না হেরি কুল কিনারা।
কখনো বিপথে যদি
ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ দেখি
শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
❤❤❤
আহা, খুব সুন্দর। প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ। খুব ভালো লাগলো
এমন সুন্দর রোমান্টিক গান টি শুনতে শুনতে মনে হচ্ছে মনটা যেন ভূমি ছেড়ে ভূমার দিকে অগ্রসর হচ্ছে।এক সুন্দর আবেশে মনটা ভরে গেল। আপনার কণ্ঠে গাওয়া গান টি শুনতে শুনতে মনে হচ্ছে সাগরের দুরন্ত ঘেউ যেন বারবার আছড়ে পড়ছে মনের তটভূমিতে।
গান টি শুনতে শুনতে মনে হচ্ছে কবির সঙ্গীতে বেজে উঠলো যেন সঙ্গীতের আরাধান ৷
কবির সঙ্গীতে বেজে উঠলো যেন সঙ্গীতের আরাধনা
অভিসার কথার অর্থ হল প্রিয় মিলনের উদ্দেশ্যে যাত্রা ৷ প্রিয় পরমের সঙ্গে মিলনের জন্য আমাদের অনন্তকাল ধরে অভিসার চলেছে। এর কোন শেষ নাই। নজরুলের এই (রোমান্টিক গানটি শুনতে শুনতে মনে হচ্ছে বড় সুন্দব. ভাবে উপস্থাপন করেছেন ' অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷
সত্যিই অসাধারণ। কবির প্রতি ভালবাসা।
মুগ্ধতা ছড়ানো গায়কী! এককথায় অসাধারণ!
অসাধারণ পরিবেশনা অসাধারণ গায়কী অপুর্ব কম্পোজিশন আহা,,, শুনে মুগ্ধ হলাম,,,, আমারও খুব প্রিয় একটি গানের মধ্যে একটি,,,, কেয়াবাৎ কেয়াবাৎ কেয়াবাৎ।
একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম ৷
এত সুন্দর করে গান টা গেয়েছ প্রাণ মন জুড়িয়ে গেল।সাথে এত সুন্দর তবলা বাজছে..গান টাকে আরও rich করে তুলেছে।খুব ভাল থেক তোমরা সবাই। অনেক আদর রইল ❤
যে গান তন্ময়তা এনে দেয়, যে গান শ্রবণের সীমা অতিক্রম করে….
অপূর্ব!
নৃত্যে হবে, বসন্তে হবে। কথা ভুল ছাড়া অপূর্ব্ব গেয়েছেন।🎉
খুব দুঃখজনক, এ-সব ভুল সংশোধন না করেই গানটা বেজে যাবে হয়তো-বা... 😢
মধুর কন্ঠের অনবদ্য গায়কী পরিবেশন!! ❤
সুর সুরভি ছড়ানোর খুব সুন্দর ও পরিচ্ছন্ন নিয়ন্ত্রণ শিল্পীর গায়কীর মধ্যে
আহা,অনন্য অনন্য।সকালটি হয়ে গেল অন্যরকম এক লগ্ন।শিল্পির জন্য একরাশ মুগ্ধতা।যন্ত্রানুষংগ তাতে দিয়েছে ভিন্ন মাত্রা।
অসাধারণ গায়কি, প্রতিবার শোনার পর নতুনত্ব খুঁজে পাই ।
একবার শুনে মন ভরে না... বার বার শুনতেই ইচ্ছে করে.... অসাধারণ ❤❤🌹🌹🙏🙏
আর কয়বার শুনলে যে মন পূর্ণতা পাবে!!!!
কি যে মধুর মোহ আপনার গলায় দিদি♥ ভালো থাকবেন❤
জীবনে সবথেকে বেশি নজরুলের গান শুনেছি
আহা, কি অসাধারণ চমৎকার গায়কী। মন-প্রাণ জুড়িয়ে গেল। ভালবাসা রইল দিদি 🖤🤍🖤
Outstanding mind blowing performance,,,,, Ahha mugdho hoye shunlam.
বেশ দরদী গান পরিবেশন করেছেন।
অপূর্ব সুন্দর গাইলেন।
অসাধারণ লাগে তোমার কন্ঠ। কোথায় থাক, কোথায় আছো, কি করছো? খুব মনে পড়ে।
দিদি মনটা ভরে গেল। খুব ভালো লাগলো।
আহা!একরাশ মুগ্ধতায় হৃদয় ছুঁয়ে গেল,,,,এককথায়,,,,আসাধারন,,,, ♥️♥️♥️♥️
যেমন গানের কথা তেমনই সুর আর বাধকেরা বাজিয়েছেন অসাধারণ একটা সু সুন্দর মনের মাধুরি মেশানো উপহার।।
বেশ ভালো লাগলো।একটু অন্য ধরনের flavour পেলাম। তবলা বাদক কে অসঙখ্য ধন্যবাদ।
🙏🏻অসাধারণ গেয়েছেন👌🏻
মনোমুগ্ধকর 🥰
মন কে মোমের মতো গলিয়ে দেয়😊
অসাধারণ পরিবেশনা❤❤
Absolutely mind blowing performance.Waiting for your similar type of other melodious songs .
বাহ কি অপুর্ব নৈসর্গিক নিবেদন। সতত শুভকামনা। ❤️❤️❤️❤️
বাহ! কেয়াবাত। অসাধারণ হয়েছে
অপূর্ব গায়কী শৈলি। মুগ্ধ হয়ে গেলাম।
- দেবদুলাল।
বাহ। দারুণ গেয়েছেন দিদি। খুব সুন্দর কন্ঠ। মুগ্ধ হলাম।
একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম।
This is very heart touching song. Trevendous !! I like it very much.
অসাধারণ গয়কী... খোলা গলার কাজ এক কথায় ঝকঝকে আওয়াজ ❤❤
মন ভরে গেলো অপূর্ব কন্ঠ গাহিক
অপূর্ব গায়কি,মুগ্ধ হয়ে গেলাম
ভালোবাসা জানাই। অনেক সুন্দর গান উপহার পেয়েছি🌼🌼
বাহ্ অসাধারণ ❤
Khub sundor geyechen madam
এ ভাবে গাইলে গান হৃদয় ছুঁয়ে যায়
মুগ্ধ হয়ে শুনলাম!
অসাধারণ চিরকালীন গান মন ছুযে যায়
প্রেমকে এতো গভীর ও সুন্দরভাবে প্রকাশ করতে খুব বেশি গীতিকার পারেননি।
আহ! কি অপূর্ব 🌸🫶❤️
আহা! কি যে মধুর লাগলো বলে বুঝাতে পারবোনা।
Khub bhalo laglo ❤️
This song is a reason why we are still in bliss my friend. So beautiful.
তোমারেই আমি চাহিয়াছি প্রিয়
শতরুপে,, শতবার...💖🌹
অসাধারণ দিদি।
উথাল পাথাল ঢেউ আহা কি মধুরতা!
সুরের পবিত্র বশে শুনছি বসে স্নাত হতে অনুপম গীত রসে ।
বাঃ বেশ সুন্দর !
মুগ্ধতাই পরিপূর্ণ 🙏🙏🤍
এক কথায় অনবদ্য
জয় গুরু 🙏💙❤️
পরম প্রিয় নজরুল ❤
প্রণাম কাজীদা🙏
ভীষণ সুন্দর গাইলে, অনবদ্য!!
Very nice voice, nice singing
এত মিষ্টি করে আর কোথাও শুনিনি।
The best ever
অসাধারণ, অনবদ্য!!🙏🌹
অদ্ভুত একটা শান্তি ❤
কণ্ঠস্বর ও গায়কি খুব ভালো লাগলো ধন্যবাদ।
মন ভরে গেলো,
Very nice splender song for you r performance
Thanks for
From DUBAI
Darun Darun laglo
মুগ্ধ হলাম
অপূর্ব
আহা
চমৎকার কন্ঠ
অসাধারন অনেক বার শুনলাম ।
🌹🌹🌹💙💙💙👌👌👌💕💕💕 Speechless !!! From Houston .
আহা আহা আহা।
বাহ্ অসাধারণ
টানা ৫ বার শুনলাম, অপূর্ব
অসাধারণ
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার।।
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্বুল্,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।।
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর-ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল-গন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে স্মৃতি-সম্ভার।।
1:51
অনবদ্য !!!
চমৎকার।
অসাধারণ।
সত্যিই চমৎকার ❤
Excellent song and singing 👌
Vison valo laglo.....emontai darkar...
বাহ! চমৎকার!
আহা! অসাধারণ দিদি ♥
Darun❤️
কন্ঠ সুন্দর
সব মিলিয়ে
অ সাধারণ
অসাধারণ ❤❤❤
সত্যিই অসাধারণ ❤
দারুন পারফরমেন্স
👍 GREAT IMAGE.
গায়কী এককঘায় অসাধারণ।
চমৎকার
তোমারেই আমি চাহিয়াছি....শতরূপে শতবার...
তাহার কেসের গন্ধে কখন, লুটাই পড়িল লোভী আমার মন