Valobasha hoy jodi oporadh | ভালবাসা হয় যদি অপরাধ.. জহির আহমেদ

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 554

  • @monermotomusic8461
    @monermotomusic8461 3 года назад +65

    ভাইরে একটা সময় ছিলো ক‍্যাসেট প্লেয়ারে এই গান গুলো শুনে শুনে ঘুমিয়ে পড়তাম। আমার অত্যন্ত প্রিয় এক জন শিল্পী জহির আহম্মদ স‍্যার।

  • @mdjamshed2155
    @mdjamshed2155 3 года назад +314

    এই সমাজের মানুষগুলো এমনি হয় রিলেশন করার আগে পরিবারের কথা মনে থাকে না, যখন সারাজীবনে জন‍্য হাত ধরার কথা বলা হয় তখন তাদের পরিবারের কথা মনে পরে পরিবারকে কষ্ট দিয়ে কিছুই করতে পারবে না, একটা বারও ভাবে না যাকে হাজার টা স্বপ্ন দেখিয়ে আজ তাকে পরিবারের ধোহাই দিয়ে ছেরে গেলে সেই মানুষ টা কিভাবে থাকবে,

    • @hajera6908
      @hajera6908 3 года назад +19

      ১০০% সত্যি কথা বলেছেন ভাই।

    • @AlAmin-ph6ze
      @AlAmin-ph6ze 3 года назад +7

      ১০০% মিলে গেছে আপনার কথাগুলো।।। আজ হাহাকার সাড়া আর কিচ্ছু করার নাই।। আজ আমার প্রথম বিবাহ বার সিকি সেই মনে পড়ছে তাকে............

    • @baristaksa1004
      @baristaksa1004 3 года назад +12

      ভাই সবচেয়ে বড় ভুল এটাই,পরিবারের মত ছারা বিয়ে করা,বিশেষ করে লাভ মারেজ একটা অভিশাপ

    • @mdjamshed2155
      @mdjamshed2155 3 года назад +5

      @@baristaksa1004 হুমম, সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই 😍

    • @simaraniteacher5234
      @simaraniteacher5234 3 года назад +3

      Iii iii iii ihi juicier iii iii iii iii iii iii iii iii iii iii iii iii iii iii iii iii iii ISI

  • @147tanvirahmed5
    @147tanvirahmed5 2 года назад +10

    ধন্যবাদ ভাই অনেক দিন পর জহির আহমেদ ভাইকে দেখতে পেলাম আমি যখন এত ছোট ছিলাম যে কি বলবো উনার গান এত পছন্দ করতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মনে করতাম উনি দুনিয়াতে নাই আলহামদুলিল্লাহ উনি আছেন । নতুন কোন গান এখন কি লেখেন না

  • @tazmulhussain9380
    @tazmulhussain9380 3 года назад +63

    এতো বৎসর পরে জহির আহমেদ ভাইকে দেখানোর জন্য ধন্যবাদ।

  • @shamimmollik5552
    @shamimmollik5552 2 года назад +17

    এ যেন গান নয় হৃদয়ের গভীর কান্নার বাণী। মানুষের মনের মাঝে বহু বছর বেঁচে থাকবে এ গান।

  • @fasumon9688
    @fasumon9688 Год назад +9

    এসব গান শোনানোর জন্য চ্যানেল কতৃপক্ষকে ধন্যবাদ। মনডায় কয় জীবনটাকে ৮০/৯০ দশকে নিয়ে যায়। আপনার চ্যানেল একদিন অনেক অনেক বড় হবে।

  • @ahmedroton8610
    @ahmedroton8610 3 года назад +46

    গুণিজন বলে গানে জ্ঞান, সেটা আপনার গানের কথাগুলো শুনে প্রমানিত হলো, অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য স্যার।

  • @Nazmul15
    @Nazmul15 2 года назад +21

    জহির আহমেদের অনন্য সৃষ্টি।।মাত্র অল্প কয়েকটি গান দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন।।

  • @oliaroliar9970
    @oliaroliar9970 3 года назад +131

    এখন কার দিনে জন্ডিস গাস্টিক মার্কা শিল্পিদের গান যখন শুনি,,তখন আপনাদের মত গুনি শিল্পিদের খুবই মিস করি

  • @bauishahparan4556
    @bauishahparan4556 2 года назад +21

    এমন একজন গুণি শিল্পী অনন্য কোনাে দেশে থাকতো,,,
    তাকে কুলে তুলে ২৪ ঘণ্টা পূজা করতো।
    এর কারন এমন শিল্পী কোটিতে একজনই হয়।
    আর যা হলো বাংলাদেশের আধুনিক শিল্পী জহির আহাম্মেদ।।
    যার কদর নাই আমার বাংলার মানুষের কাছে,, তাকে সব ধরনের সহযগিতা করার দরকার ছিলো।।। 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shantosk2956
    @shantosk2956 3 года назад +53

    ছোট বেলায়,, বড়ভাইকে দেখতাম এই গানগুলো শুনতো,, সেই থেকে আমার এই গান খুব মিস করি,, কোথায় হারিয়ে গেছে সেই দিন,,,???
    খুব ভালো লাগছে,, ধন্যবাদ আপনাকে স্যার,,

    • @belalreza4905
      @belalreza4905 Год назад

      Johor Ahmed sarer ai ganer album AJj obodhi Amar kase ace.ami je ai albumer gun je koto shuneci tar khobornai.akhon 2023 .Jodi shob sagorer jol Kali hoto .ETA akta shundor gun.also. best of luck

  • @mirshohan4238
    @mirshohan4238 3 года назад +45

    ১৯৯৯ সালে সর্ব প্রথম গানটি শুনি আর তারপর থেকে শুনি এখনো শুনি পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে এই গানটি ততোদিন শুনবে।

  • @khokonsarkar9679
    @khokonsarkar9679 2 года назад +16

    আপনার প্রতিটি গানে রয়েছে অফুরান শ্রদ্ধাবোধ ও ভালোবাসা।এ সুর টিকে থাকুক অন্তিম কাল পর্যন্ত।

  • @JunaidJoy-jr3kg
    @JunaidJoy-jr3kg 16 дней назад +1

    এতো বৎসর পরে জহির আহমেদ ভাইকে দেখানোর জন্য ধন্যবাদ।

  • @JunaidJoy-jr3kg
    @JunaidJoy-jr3kg 16 дней назад +1

    প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপক কে এবং এই চ্যানেল কে

  • @shohelstudio1703
    @shohelstudio1703 2 года назад +12

    আশির দশকে অনেকগুলো গানের মধ্যে,,,,
    এই শিল্পীর ক্যাসেটটিও জনপ্রিয় হয়েছিল।
    20 থেকে 22 বছরের গান আগের মতোই আছে আমাদের মাঝে অমর হয়ে থাকবে

  • @anupbiswas240
    @anupbiswas240 2 года назад +17

    গানের কথা দিয়ে ছেলেদের প্রেমের বাস্তব জীবন ছবি তুলে ধরেছেন৷৷ ধন্যবাদ শিল্পীকে

  • @BABUKHAN-bq3kg
    @BABUKHAN-bq3kg 2 года назад +2

    প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপক কে এবং এই চ্যানেল কে

  • @salehahamed6463
    @salehahamed6463 3 года назад +2

    ভাই এই রকম অনুষ্ঠান কারার জন‌্য আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন‌্যবাদ, এই রকম অমর শিল্পী‌দের কে আমরা যেন হা‌রি‌য়ে ফে‌লে‌ছি, আপনার মাধ‌্যমে ওনা‌দের কে দেখ‌তে পারায় আপনার কে ধন‌্যবাদ,

  • @MdMonir-qg6uu
    @MdMonir-qg6uu 2 года назад +3

    শিল্পী আপনারাই, আজ প্রেমে ব্যর্থ হয়ে বুঝতে পারছি আপনাদের এই গানের অবদান কতটা,,সোনার বাংলাদেশ আপনাদের অবদান ভরপুর রয়েছে, আপনারা বাস্তবতার সঙ্গে যে গানগুলো উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই, আজকাল শিল্পীরা কেন জানি সংস্কৃতি বদলে ফেলার লড়াই করছে, আজকাল গান বলে না ব্যবসা বলে, প্রকৃত শিল্পী আপনারাই,,,So old is gold ♥️♥️👍

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +2

    লেনিন কন্ঠ এতো সুন্দর গম্ভীর মিষ্টি গান ,,, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ অভিনন্দন রহিলেন 💚💌💚

  • @suhelkhan2123
    @suhelkhan2123 3 года назад +5

    বাহ্ অসাধারণ চমৎকার গান পিৃয় শিল্পুকে অসংখ্য ধন্যবাদ....

  • @shakhaoathossain7110
    @shakhaoathossain7110 9 месяцев назад +1

    এক কথায় অসাধারন, ছোট বেলায় ক্যাসেট এ কত শুনতাম, আজ জহির আহমেদ স্যার দেখলাম, মনটা ভরে গেলো।

  • @mahadehasan2923
    @mahadehasan2923 3 года назад +28

    আমি স্যারের সবগুলো গান মনযোগ সহকারে শুনি।।মন জুড়িয়ে যায়।অন্যতম গান সারাদিন গান গেয়ে পাখিটা❣️❣️
    ২১/০৮/২০২১

  • @AtikHasan-t1g
    @AtikHasan-t1g 12 дней назад +1

    বিরহ গানের এই মহান শিল্পী সারা জিবন পর্দার আড়ালে থেকে গেলেন। শিল্পীর মনে কেন এত অভিমান তার ভক্তরদের অজানাই থেকে গেল।

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +2

    সত্যি দু -:ই সমান অপরাধ 💌 আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকা তুহ শুভকামনা ভবিষ্যতের জন্য আল্লাহ হাফেজ খুব বেশি মনে পড়ে কেন , ? ❤

  • @ronihaydar4288
    @ronihaydar4288 11 месяцев назад +5

    জনাব জহির রায়হান সাহেবকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @AsarAlok819
    @AsarAlok819 2 года назад +27

    20 থেকে 22 বছরের গান আগের মতোই আছে আমাদের মাঝে অমর হয়ে থাকবে

    • @md.sazzadulhaque3859
      @md.sazzadulhaque3859 2 года назад +1

      ৪০-৪২ বছরের পুরনো গান।

  • @Gurusuru100
    @Gurusuru100 3 года назад +20

    এই এলবামের গানগুলো অসম্ভব প্রিয় ছিল আমার, এখনও সমান পছন্দের

  • @JunaidJoy-jr3kg
    @JunaidJoy-jr3kg 16 дней назад +1

    ভাইরে একটা সময় ছিলো ক‍্যাসেট প্লেয়ারে এই গান গুলো শুনে শুনে ঘুমিয়ে পড়তাম। আমার অত্যন্ত প্রিয় এক জন শিল্পী জহির আহম্মদ স‍্যার।

  • @hamidulhaque9695
    @hamidulhaque9695 3 года назад +4

    এতো বৎসর পরে জহির আহমেদ ভাইকে দেখানোর জন্য ধন্যবাদ,

  • @mdamirlove2344
    @mdamirlove2344 Месяц назад +1

    হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটি সুন্দর গান ধন্যবাদ জহির আহমেদ কে

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +3

    আল্লাহ হাফেজ শুভ রাএি ❤❤❤❤❤🌹🌹

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +3

    আপনাদের কে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকা তুহ শুভকামনা ভবিষ্যতের জন্য আল্লাহ হাফেজ 👍🏻👍🏻👍🏻

  • @rafsan_God8491
    @rafsan_God8491 3 года назад +70

    আশির দশকে অনেকগুলো গানের মধ্যে,,,,
    এই শিল্পীর ক্যাসেটটিও জনপ্রিয় হয়েছিল।

    • @jahangiralam2290
      @jahangiralam2290 2 года назад

      Oko
      O
      Iii ini boohoo ini boohoo ini oro July these ooze oo

    • @jahangiralam2290
      @jahangiralam2290 2 года назад

      Kong olio look olio loop holes o
      Oookok
      O
      Ooo
      O
      o o oolong Iowa agricultural o
      Oooo
      Lost iooikoook
      Kokoli
      Ooze oo
      One ojiooook
      Oo
      Olio poo Look Jail pop oo

  • @mdnasiruddin3812
    @mdnasiruddin3812 2 года назад +23

    জহির ভাই ধন্যবাদ আসাধারণ গানের জন্য। 2000সালে প্রথম প্রবাস জীবনে, প্রবাসে আপনার গান গুলো আমার জন্য শান্তনার হাতিয়ার হিসেবে কাজ করেছে 🙏🙏🙏🙏💖💖

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +2

    আপনাদের দুই জন কে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকা তুহ শুভকামনা ভবিষ্যতের জন্য আল্লাহ হাফেজ , 👍🏻 সমানভাবে অপরাধ সুন্দর গান শুনানোর জন্য ধন্যবাদ ✌ খুব ভালো থাকুন দোয়া রহিলেন ,,,,,, 🙏

  • @1256mizan
    @1256mizan 3 года назад +2

    জহির আহমেদ এই প্রথম ভিডিওতে দেখলাম, অসাধারণ সংগীত শিল্পী। খুব ভালো লাগলো ।

  • @riazulsabbir6242
    @riazulsabbir6242 2 года назад +2

    জহির ভাইয়ের গানের কথা ও সুর, অসাধারন.......। সময় পেলে প্রায়ই এই এ্যালবামের গানগুলো শুনি।

  • @jasimuddin2373
    @jasimuddin2373 2 года назад +2

    এক সময়ের জনপ্রিয় গান। কথা, সুর ও গায়কী সব মিলিয়ে একাকার। যদি সুযোগ থাকে শিল্পীকে এধরনের গান সৃস্টির জন্য সরকারি অনুদান দেয়া উচিত। তাহলে এধরণের সৃস্টির জন্য উৎসাহ পাবে।

  • @golammoula6785
    @golammoula6785 2 года назад +11

    শ্রদ্ধা হে বীর মুক্তিযোদ্ধা 💜

  • @md.tarikulislam3695
    @md.tarikulislam3695 2 года назад +3

    আজ জানলাম, আমার বাবার মত জ‌হির স‌্যার ও একজন মু‌ক্তি‌যোদ্ধা। সালাম আপনা‌কে, হাজা‌রো শ্রদ্ধা।

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +3

    আমার ও একি প্রশ্ন ,,, ভালো বাসা যদি হয় অপরাধ ⭐⭐⭐⭐ ♦️♦️♦️♦️ 💛💛💛💛💚💚💚

  • @monirhoshin9939
    @monirhoshin9939 2 года назад +2

    ৯১/৯২ সালে যদিও আমি ছোট ছিলাম তার পরেও এই গানের অডিও ক্যাসেটের গান গুলো আমি এতবার শুনেছি যে মনে হয় অন্য গান এতবার শুনিনাই। জহির ভাইকে দেখার ইচ্ছে ছিল। ভিডিওতে দেখে ভাল লাগলো।

  • @dibbotraders7651
    @dibbotraders7651 Год назад +3

    কমেন্ট করার কোন ভাষা নেই,,,অসাধারণ স্যারের কন্ঠ

  • @husnaakther3386
    @husnaakther3386 3 года назад +3

    একই সুর একই কন্ঠ, কি দারুণ গান। এক কথায় অসাধারণ।।।।

  • @সপনহাসান
    @সপনহাসান 3 года назад +4

    আপনাকে অসংখ্য ধন্যবাদ যার নাম শুনেছি যার গান শুনেছি ক্যাসেটে আজ দেখতে পারলাম খুব ভালো লাগলো সকলকে ধন্যবাদ ভালো আল্লাহ যেন ভালো রাখেন আমিন

  • @najimtalukder8433
    @najimtalukder8433 3 года назад +24

    প্রিয় শিল্পীর প্রিয় গান,,রেসপেক্ট স্যার

  • @DZBOY7
    @DZBOY7 3 года назад +32

    গানের সাথে অসাধারণ স্মৃতিচারণ..

    • @moonrise2858
      @moonrise2858 3 года назад +1

      😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shahrulhasansohel1718
    @shahrulhasansohel1718 Год назад +3

    স্যারের বয়স হয়েছে।কিন্তু গলা সেই আগের মতই আছে।খুব ভাল লাগে গানগুলো।সেই ছোটবেলায় হারিয়ে যাই।শরীরের লোম দাঁড়িয়ে যায়,আর ভাবি সেই ছোট বেলার কথা।যখন মানুষের সাইকেল চেয়ে নিয়ে খালার বাড়ি যেতাম।চকের পাশ দিয়ে সেই মেঠো পথ ধরে।আবার কখনো হেটে হেটে চকের মাঝ দিয়ে।হারিয়ে গেছে সোনালী দিন।😪
    আল্লাহ্ আপনাকে ভাল রাখুক স্যার।

  • @lkbangla9525
    @lkbangla9525 3 года назад +4

    মন প্রাণের সকল মায়া ভালোবাসা মিশ্রিত গান,,,আহ কি অপরুপ সুর

  • @piya8171
    @piya8171 Год назад +2

    জহির আহমেদের অনন্য সৃষ্টি , মাএ অল্প কয়েকটি গান দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন..! 🥰😊😘

  • @mdalamgirhossain8354
    @mdalamgirhossain8354 2 года назад +2

    সেই কোন এক সময় ছিলো শুধু সারাদিন শুনতাম এই গানটি, এখনো আমি মনে করি, শুধু ভালো বাসা নয়,আপরাধ হয় যদি তাগলে দুজনেই সম অপরাধী।

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 месяца назад +1

    লেনিন ভাই আমার অপরাধ ছিলো ,, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ শুভকামনা থাকছেন 👌💕🌹

  • @shafiqshaomani7296
    @shafiqshaomani7296 7 месяцев назад +4

    এটা সত্য ভালোবাসায়
    দুজন কেই কাঁদায়।

  • @piya8171
    @piya8171 Год назад +2

    ভালোবাসা সত্যি অপরাধ মায়া ছাড়া আর কিছু নেই 😅🥺🥰

  • @Mohammad-qn3tq
    @Mohammad-qn3tq 3 года назад +5

    অনেক ইচছা ছিল কে এই শিল্পি যদি দেখতে পারতাম ৷ আজ সত্যিই আপনাদের জন্য দেখলাম ৷

  • @tohakhan5831
    @tohakhan5831 2 месяца назад +2

    কোন এক সময়ের আমার প্রিয় শিল্পী ছিলেন

    • @Munni-c1t
      @Munni-c1t Месяц назад

      আমারও খুব পছন্দের গান এটা একসময়ের

  • @ashrafuddin4017
    @ashrafuddin4017 3 года назад +1

    আমার প্রিয় শিল্পী। এত সুন্দর ও এত সুন্দর করে গাইতে পারে এই গুণী শিল্পী যা ভাষাহীন।
    সত্যি ই বিচ্ছেদ গান উনার সাথে তুলনা হয়না।।।।

  • @pabelahmed3093
    @pabelahmed3093 2 года назад +2

    it looks great গুণী শিল্পী দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম সিলেট থেকে।

  • @joynulabedinjoy1718
    @joynulabedinjoy1718 3 года назад +2

    ভাই,আপনাকে অনেক ধন্যবাদ। জহির আহমেদ কে দেখার খুব কৌতুহল ছিল। জহির ভাই সালাম ও ভালবাসা। জহির আহমেদের বিস্তারিত জানান।

  • @ronysuma8980
    @ronysuma8980 2 года назад +5

    আহারে কি সুন্দর গান হতো এরকম গান কখনো সৃষ্টি হবেনা।

  • @EasyAllEducation
    @EasyAllEducation 8 месяцев назад +22

    ২০২৪ সালে কে কে এই গানটি শুনছেন কমেন্ট করুন

    • @mimiscosmetic6549
      @mimiscosmetic6549 8 месяцев назад +1

      আমিও শুনছি

    • @MdRubelmredha1995
      @MdRubelmredha1995 8 месяцев назад +1

      চলছে এখন ২০২৪/০৫/২৫★১২:৩৯ মিনিট

    • @MdAl-Emran-dm6wi
      @MdAl-Emran-dm6wi 6 месяцев назад

      Ami

    • @afsanachowdhury7405
      @afsanachowdhury7405 4 месяца назад

      এই মুহূর্তে গানটা শুনছি

    • @mdjahangir7690
      @mdjahangir7690 4 месяца назад

      এখন শুনিতেছি

  • @ForhadDhk
    @ForhadDhk 4 месяца назад +1

    টাইম ট্রাভেল করে ছোটবেলায় হারিয়ে গেলাম। এখনো সেইম গলা, সুর ❤

  • @MDROMJANALI-ci3nr
    @MDROMJANALI-ci3nr 3 месяца назад +1

    আমি এখনো ৯০ দশকের গান শুনতে ভালোবাসি❤

  • @MdAnower-bp9ih
    @MdAnower-bp9ih Год назад +2

    সেলুন এর কম গান উপহার দেয়ার জন্য। গান শুন মন হালকা হয়।

  • @ArobiAkter-o5s
    @ArobiAkter-o5s Месяц назад +2

    2024 সাল নরসিংদী থেকে শুনছি

  • @yeasinarafat2198
    @yeasinarafat2198 3 года назад +4

    সত্যি কালজয়ী গান গুলো মানুষের মন মুছবে না পারবে কখনো,,,,,মনে পড়ে গেলো ৯ সাল থেকে ১১ সাল পযন্ত প্রথম প্রেমের আনন্দ ,, আর ১২ থেকে ২১ সাল পযন্ত কষ্ট বয়ে বেড়ানো আমি,,,

  • @saifulislam-vx4ub
    @saifulislam-vx4ub 3 года назад +18

    এই বয়সেও অসাধারণ কন্ঠ মাশাল্লাহ

  • @ahnafzameel9673
    @ahnafzameel9673 5 месяцев назад +1

    এই গান গুলো শুনলেই চোখ চিঁড়ে পানি চলে আসতো ,,, কেমন জানি অনুভব।।। কিন্তু তখন ও প্রেম ছুঁয়ে নি।। কিন্তু ভিতরে শুকনো নদীর মত আহাকার করত😢😢😢

  • @MasudBsc
    @MasudBsc 6 месяцев назад +2

    গানটা আমার জীবনের সাতে জডিয়ে আছে

  • @hafizhakimsarkar2262
    @hafizhakimsarkar2262 Год назад +1

    Khub sundor. Gaaner kotha.. and very sweet for listening

  • @salmamunsy4066
    @salmamunsy4066 11 месяцев назад +1

    জীবন্ত কিংবদন্তি কে দেখাইয়া দিছে নআপনাকে অসংখ্য ধন্যবাদ❤❤❤🙏🤲🌱🇧🇩🌷🌼🌺💐🌸

  • @MdShoif-i6m
    @MdShoif-i6m Год назад +1

    জহির আহমেদ ভাইয়ের গান গুুলো সারা জীবন থাকবে,, হাজার সেলুট আপনাকে

  • @deluarhosen420
    @deluarhosen420 3 месяца назад +1

    বিধাতার কাছে শুধু এটাই চাওয়া আমি যতো দুঃখেই থাকি না কেন আমার প্রিয় মানুষ টা যেন সব সময় সুখে থাকে।

  • @anamulhuqe3035
    @anamulhuqe3035 Год назад +2

    তোমাকে পেয়ে গেলে হইতো এত সুন্দর গানটা শুনা হতো না প্রিয় 😑 স্মৃতি রেখে গেলাম 😒প্রিয় মানুষ টিকে হারানো মানুষ গুলি যখন এই গানটা শুনতে আসবে তখন তারা কেউ comments এ like notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো এই গানটা❤️🥀💐

  • @shirazulislamnayon1231
    @shirazulislamnayon1231 3 года назад +22

    একসময় খুব শুনতাম জহির আহমেদ এর গান।এই গান গুলো কখনো পুরোনো হবেনা।স্মৃতিময় গানের কথা অন্তরে লাগে

  • @goltazbegum672
    @goltazbegum672 3 года назад +4

    প্রিয় গান প্রিয় শিল্পী আপনার মোহনীয় গানের প্রতি ভালোলাগার মুগ্ধতা , গভীর শ্রদ্ধা ।

  • @nurtasnim5529
    @nurtasnim5529 2 года назад +1

    Omor hoy thakbe tar sob ganer kotha guli. Sob guli gan osadharon.. Jibon er songsar er sathe mile jai..

  • @AlAmin-ph6ze
    @AlAmin-ph6ze 3 года назад +2

    জীবনের প্রথম উনার গান কিন্তু জীবনের সাথে ১০০% মিলে গেল।।। আজ আমার প্রথম বিবাহ বারসিকি মনের মানুসকে হারিয়ে আজ আমি দিশাহারা।। হারিয়ে খুজছি তাকে, জানি আর কোনদিনও পাবনা আমার ময়নাকে,,,,,,

  • @noyon2889
    @noyon2889 3 года назад +14

    আহা, কি দারুণ গান!

  • @mdali-yr7ur
    @mdali-yr7ur 2 года назад +1

    চেনেল ২৬ কে ধন্যবাদ এসব গুনি শিল্পীদের খুজেঁ বের করার জন্য।শুধু ৮০-৯০ দশকের গানপ্রিয় পাগল গুলো বুঝে এসব গানগুলোর কদর

  • @RubelDohri
    @RubelDohri 9 месяцев назад +2

    ২৪ সালে এসেও আজও এই গান সমান জনপ্রিয়

  • @hasnahena2833
    @hasnahena2833 8 месяцев назад +1

    সত্যি ই অসাধারণ গান। এতদিন গানের উৎস জানা ছিল না।

  • @anamulhuqe3035
    @anamulhuqe3035 Год назад +6

    মানসিক ভাবে বড় হতে হলে হোঁচট খেতে হবে,হেরে যেতে হবে, কাঁদতে হবে,ছিটকে পরতে হবে এবং উঠে দাড়াতে হবে
    শিখতে হবে,মরে গিয়েও হাসিমুখে বলতে হবে-"আলহামদুলিল্লাহ ভালোই আছি🖤🥀

  • @ruposhibangla443
    @ruposhibangla443 2 года назад +4

    ঠিক এমনটাই হয়েছিলো আবার বেলায়। তবে আমি আজও তার জন্য দোয়া করি সে সবসময় ভালো থাক।।

  • @anwarsemul4468
    @anwarsemul4468 2 года назад +2

    গান গুলো অনেক বার শুনেছি। তবু মন ভরে না।
    এরকম অর্থপুর্ন গান এখন আর কেউ গায় না।

  • @ruposhibangla443
    @ruposhibangla443 2 года назад +10

    হাজারো জিবন্ত লাশ আজও ভালবাসে তার খুনিকে।।

  • @contatloverbd7853
    @contatloverbd7853 3 года назад +4

    বিশ্বাস কর, আজ জীবন থেকে ১২ টা বছর অতীত হয়ে গেছে, কিন্তু তুমি এখনো আমার মনপ্রান জুড়ে আছ, পারি নাই ১ দিনের জন্য ও ভুলে থাকতে তোমাকে. ভালো থেকো, সুমি আর পারলে আমায় ক্ষমা করিও🙏🙏🙏

  • @bga3635
    @bga3635 Месяц назад +1

    ২০২৪ সে গানটি আবারও শুনছি চমৎকার গান

  • @aaadigitalproduction4915
    @aaadigitalproduction4915 Год назад +1

    ❤অসাধারণ কন্ঠঃ ও মিউজিক ❤কথা ও সুরের মূর্ছনায় মন ছুয়ে যায় ❤

  • @jesminjesmin8530
    @jesminjesmin8530 24 дня назад +1

    যতবার শুনি ততবারই ভালো লাগে

  • @shaikhshamim3455
    @shaikhshamim3455 2 года назад +2

    গানগুলো শুনি আর ফিরে যাই ক্লাস সিক্স /সেভেনে (১৯৯৮ সালে) 💞💕। এলবামের প্রতিটি গানই শ্রোতাপ্রিয় 💞।
    যদি সব সাগরের জল কালি হতো.....

  • @nazminakter6050
    @nazminakter6050 Год назад +1

    সত্যিই অসাধারণ মনছুয়ে দেওয়ার মত গান

  • @jahanaraakter5281
    @jahanaraakter5281 Год назад +6

    যতো বার শুনি ততোই শুনতে মন চায়

    • @riyad7855
      @riyad7855 Год назад

      সেইম আমারও

  • @hamidurrahmanbablu1377
    @hamidurrahmanbablu1377 6 месяцев назад +1

    অসম্ভব সুন্দর এবং আমার পছন্দের একটি গান। এই ক্যাসেটের সবগুলো গানই খুব ভালো লাগত। এই ক্যাসেটটি কত যে বাজিয়েছি তার কোন হিসাব নেই।

  • @FMH626
    @FMH626 3 года назад +3

    অনেক সুন্দর সৃতিচারণ আছে আপনার গানটিতে।🥀🥀🥀🥀🥀

  • @a.b.mrezaulkarim9661
    @a.b.mrezaulkarim9661 3 месяца назад

    জহির আহমেদ সাহেবের গান গুলো অসাধারণ লাগে বারবার শুনতে ইচ্ছে করে।

  • @NURUNNAHAR-me5zt
    @NURUNNAHAR-me5zt 2 месяца назад +1

    আমার খুব ভালো লাগার একটি গান❤

  • @hmmusic4203
    @hmmusic4203 3 года назад +7

    জহির আহমমেদ একজন,২য় আর হবেনা বাংলাদেশে,সারাজীবন সাধন করলেও আল্লাহ প্রদত্ত কন্ঠ