এই গানটি শুনলেই আমার ব্যাচ ম্যান জাকির শরীফ, পিতাঃ সোবহান শরীফ, ডেন্ডাবর, সাভার এর কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় ৩২ বছর আগে ও এই গানটি আমাকে শিখিয়েছিল। আমি অনেক মিস করি দোস তোকে।
আমার প্রীয় শিল্পী। শ্রদ্ধেয় ইব্রাহিম সাহেবের অডিও গান অনেক অনেক বার শুনে ছি কিন্তু বড়ো আগ্রহ ছিল তাকে দেখার সেই আশা কিছু টা হলেও পূর্ণ হলো এই ভিডিও দেখে। আমি অনুরোধে যে এই কালজই বরেণ্য গুনী শিল্পীর আরও ধারাবাহিক শাক্ষাৎকার প্রচারের জন্য। সৌদিআরব প্রবাসী।
এই গানটি ছোট৷ বেলায় ১৯৯৬ সালে৷ ক্লাস ফাইভে থাকা অবস্থায় শুনতাম,,আজ বহু বছর পর শুনলাম ২০২৪ সালে,তখন এই গানটা সকল মানুষের মুখে মুখে ছিলো খুব জনপ্রিয় ছিলো।
তোমাকে পেয়ে গেলে হইতো এত সুন্দর গানটা শুনা হতো না প্রিয় 😑 স্মৃতি রেখে গেলাম 😒প্রিয় মানুষ টিকে হারানো মানুষ গুলি যখন এই গানটা শুনতে আসবে তখন তারা কেউ comments এ like notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো এই গানটা❤️🥀💐
প্রাণের গান। ছোটোবেলায় বড়দের কন্ঠে, ক্যাসেটে গানটি শুনতাম। অনেক ভালো লাগতো। এই গানের আবেদন চিরন্তন। এক অদ্ভুত ভালো লাগা ছুয়ে যায় যখনি শুনি এই গান। ইব্রাহিম সাহবের জন্য দোয়া ও শুভকামনা।
বুকের কুড়ি ফোটা রক্তের বিনিময়ে এক একটি ভালোবাসা গড়ে উঠে তার মধ্যে এই গানটি আমার একটি ভালোবাসা তাই যত বার এই গানটি শুনি আমার প্রানটা কাদে বিরহের দিন গুলো ভেবে ভেবে???? অসাধারন অনুভূতি ❤💯❤
-যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না🌼 "৮বছর পর ব্যার্থতার গ্লানি নিয়ে নতুন পথ চলা💦 -যেখানে থাকিস,ভালো থাকিস তুই❤️দোয়া রইলো আমার❤️কোন অভিমান নাই তোর উপর, পরিবারের জন্য আমাদের এই বিচ্ছেদ 💔এই কথাটা তোকে বলতে পারি নাই🙏💔তবে তোর জায়গায় অন্য কেউ নিতে পারবে না😐তোকে না বলা কথা গুলো এই কমেন্টের মাধ্যমে জানালাম❤️জানিনা কখনো দেখবি কি না🙃🙄ভালোবাসা নিও আমার"❤️
প্রতি নিয়ত ছুঁটে চলা। পথ থেকে পথে নতুন পথের সন্ধানে জীবনটাকে সাজাতে মরীহা্ পথচারী হয়ে।থেমে তো যাইনি থামতেও পারিনি। ব্যর্থ প্রেমের অলৌকিক জীবনের গল্প টা মুছতে একা একা পথ চলা। একযুগ পরে পেয়ে ছিলাম তাকে ফের আবার হারালাম নিজের একটু ভুলে কারণেই। এই হারানতেই মহা খুশি হততো বা ভুলতে পেরেছি তাকে। অশ্রু ঝরেছে হ্রদয়ের চোখ ভেয়ে মুখে এসে ননতো লাগছে। বুক ফাটিয়ে একটি চিকাঁর মেরে দৌড় দিলাম হারানোর আনন্দে। আমার অন্তর জামী জানে ভুলতে কি পারবো তাকে?
আমি ১৯৭৬ সনে পুরাতন কুচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্টে ওনার কন্ঠে এক অনুষ্ঠানে শুনেছি। আমি জানতাম, উনি সেন্ট্রাল অর্ডনেন্স ডিপোর (সিওডি) একজন চাকরিজীবী ছিলেন।
তোমাকে সঙ্গী হিসেবে পেয়ে গেলে হয়তো গানটির ভাবার্থ এতটা বুঝতামনা প্রিয় । আমি হয়তোবা থাকবোনা কিন্তু আমার এই কমপ্লিমেন্ট থেকে যাবে যুগ যুগ ধরে। গায়ককে অসংখ্য ধন্যবাদ। যেখানেই থাকো প্রিয় অনেক অনেক ভালো থেকো।
এই গানের সাথে একদম ছোটবেলার স্মৃতি মিশে আছে 😢 প্রথম বাবা ক্যাসেট প্লেয়ার কিনে নিয়ে আসলো sony brand এর, সেই রাতে এই গান বাজছিলো। মনে হচ্ছিল এ আবার কেমন গান 😊😊😒 সময়গুলো ফেরত পাওয়া যেত আবার 😢😢
গানের সেই সোনালী যুগের কালজয়ী এই গানটি সেই সময়কার গানপ্রিয় প্রতিটি শ্রোতার হৃদয়ে এক অভূতপূর্ব আমেজ সৃষ্টি করেছিল এবং প্রতিটি মানুষের মুখে মুখে গানটি গেয়ে ফিরত।
কি আছে জীবনে আমার, যদি তুমি না থাক পাশে মরনে। আমার জীবনেও এমন একজন ছিলো,যাকে আমি এতোটা ভালোবাসতাম।যাইহোক এখন আর সাথে কোনো সম্পর্ক নেই তবুও এই গানটা শুনলে বুকটা ব্যাথ্যায় ছটফট করে। 🙂🙂🙃🙃🥲🥲🥺🥺
একজনকে ভালবেসেছিলাম একতরফা ভাবে। কিন্তু কখনো ভালবাসার দাবি নিয়ে সাহস করে তার সামনে দাড়াতে পারিনি অজানা এক হীনমন্যতায়। এখন সংসার করছি ধারালো জিহ্বাধারী একনারীর সাথে।মাঝে মাঝে ভাবি কেন আৃমি সাহসী হলাম না
এই গান গুলো আমার আব্বা শুনতেন সে চলে গেছে ৮ বছর হয়ে গেল মাঝে মাঝে গানগুলো শুনতে গেলে আব্বার কথা মনে পড়ে জায় ভাবি আব্বা বুজি সেই ৫ ৪ ৩ টেপে গানগুলি শুনচ্ছে গান শুনা ঠিক নয় তবুও বলি আমার আব্বার জন্য সবাই একটু দোয়াকরবেন
কেউ যদি বর্তমান রেখে অতীতে চলে যেতে চায় তবে তাকে আটকিয়ে রাখার দরকার নাই যেতে দিন। হয়তো কোনো একদিন বলবে যে আমি তাকে টিকি সত্যিকারের ভালোবেসেছিলাম তাই তাকে আটকায়নি। অতীতে যেতে দিয়েছি ,তুলি,,,আশা করি বুজতে পারবে নামটা দেখলে ,এটা যে কে ছিল। ...
হারিয়ে যাবো চিরতরে জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে একদিন চলেই যাবো দূর বহুদূরে ফিরে আর আসবো না, প্রাণ খুলে হাসবো না, নিঃশেষ হয়ে যাবো চিরতরে। একদিন চলে যাবো সবকিছু ছেড়ে। জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে ভুলে যাবে আমার কথা খুব গোপণে দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে বর্ণিল স্মৃতিগুলো গেছে অতীতে হারিয়ে। ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে জানি, হারিয়ে যাবো আমি চিরতরে। হয়তো, থাকবো না সেদিন বন্ধুদের আড্ডায় কিংবা স্বজনদের পারিবারিক আলাপচারিতায় হয়তো, আমার ছবি দেয়ালের কোণে পাবে শোভা বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা। তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে হারিয়ে যাবো মন থেকে চিরতরে।
৭ বছর পরে এসে ও সেই মানুষটিকে এক মুহুর্তের জন্য ভুলে থাকতে পারিনা। তাকে না পাওয়ার যন্ত্রণা যে আমাকে কত তিব্রভাবে পুড়াচ্ছে এইটা হইত সে বুঝতে ই পারছে না। তবে তার না বুঝতে পারাতে আমি এক প্রকার পৈশাচিক আনন্দ পায়।
হৃদয় ছোয়ে গেলো গানটি। ২০২৪ সালে শুনলে লাইক দিয়ে যান।
অসম্ভব সুন্দর একটি গান, শিল্পী কে জানাই অনেক অনেক ধন্যবাদ।
শিল্পী ইব্রাহিমকে দেখে খুবই ভালো লাগলো।2010 সালের দিকে ইবরাহীমের গান প্রচুর শুনেছি। আমার এক মামা এখনও ইব্রাহিমের গান ছাড়া অন্য কারো গান শুনে না।
উনাকে আমি সরাসরি দেখেছি,,,,, উনার বাসার সামনে শাহী জামে মসজিদের মধ্যে
১৯৯০ সনে থাকতাম ঢাকার বাড্ডায়।সেলুনে গানগুলো বাজানো হতো। মনের অজান্তেই কেন জানি মনে দোলা দিতো।কী জানি এক আবেশে ক্ষনিকের তবে কোথায় যেন হারিয়ে যেতাম।
বাড্ডার সেই সোনালী অতীতটা আজ কালের গহবরে হারিয়ে গেছে।
@@manshormohammadshaykat4297
স্বাগতম আমাদের বাড্ডা
আবার দিয়ে যান আড্ডা
১৯৮৮ থেকে এই গুলো জনতার মন কেড়ে নিয়েছে। কিছু স্রোতার আত্মা ক্ব
আশির দশকে গ্রাম বাংলার একটি বিখ্যাত গান..
কি আছে জীবনে আমার,,
শিল্পীর কাছ থেকে গানটি সৃষ্টির ইতিহাস জেনে খুব অবাকই হলাম,,
Gayok er montobbo shathik.
❤এই গানের এ-ই গুনি শিল্পী❤এর আগে জানতামই না ❤ধন্যবাদ চ্যানেল 26 কে❤
এসব গান কখনো পুরনো হয় না,,,,মুরব্বীদের কাছে যেমন হাজার বার শুনলেও নতুন লাগে,নতুনদের কাছেও নতুন ❤️❤️❤️
একজন বিশেষ মানুষকে উদ্দেশ্য করে লিখলাম। তুমি ভালো থেকো।।।
ছোটবেলায় শোনা সেই অসাধারণ একটি মাটির গান, আজ আবার youtube-এর কল্যাণে সেই কণ্ঠশিল্পীর কাছ থেকে শুনতে পেলাম।
২০২৪ সালে এসেও যারা গানটি সার্চ করে শুনেন, নিস্বন্দেহে তাদের রুচি প্রশংসার দাবিদার!
আমি শুনছি ১৯/৬/২০২৪
সহমত
১০/৭/২৪
vaire ami okhanei atke achi
অসাধারণ গান , অসাধারণ সুর , অসাধারণ লেখা,আর ইব্রাহিম ভাইয়ের কোন তুলনা হয় না ।
আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম। এই গানটি গাইতাম । মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো প্রোত্যেকটা শিক্ষক ছাত্ররা। কোথায় গেল সেই দিন গুলো
এই গানটি শুনলেই আমার ব্যাচ ম্যান জাকির শরীফ, পিতাঃ সোবহান শরীফ, ডেন্ডাবর, সাভার এর কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় ৩২ বছর আগে ও এই গানটি আমাকে শিখিয়েছিল। আমি অনেক মিস করি দোস তোকে।
আমার প্রীয় শিল্পী। শ্রদ্ধেয় ইব্রাহিম সাহেবের অডিও গান অনেক অনেক বার শুনে ছি কিন্তু বড়ো আগ্রহ ছিল তাকে দেখার সেই আশা কিছু টা হলেও পূর্ণ হলো
এই ভিডিও দেখে। আমি অনুরোধে যে এই কালজই বরেণ্য গুনী শিল্পীর আরও ধারাবাহিক শাক্ষাৎকার প্রচারের জন্য। সৌদিআরব প্রবাসী।
গান শুনে আমার অতীত মনে পড়ে গেল। কি চিলাম আর কি হলাম। 😭😭😭😭
কি অসাধারণ সৃষ্টি! মনের ভিতর তোলপাড় সৃষ্টি করা এক গান, যা আজীবন ঢেউ খেলে যাবে। সেই ছোট বেলা থেকে শুনছি, এখনো অমলিন।
কালজয়ী গান এগুলো।
আহ্ কি অসাধারণ। মনে হচ্ছে সেই ৮০র দশকেই আছি। দারুন এক অনুভূতি...
৮০ র দশকে, থাকলে চলবে ।তখন তো আমার জন্ম হয় নাই 😄😁😄😉😊।তোমার অনুভূতি গুলো সুধু আমাকে ঘিরে থাকবে, বুঝেছো ।
গানটি সৃষ্টির রহস্য অতি সামান্য,,, কিন্তু গানটি সর্বোচ্চ দর্শক প্রিয়,,, যা অতিতেউ ছিলো এখনো রয়েছে,,, কি অপরুপ সৃষ্টি
কতবার শুনেছি এই গান কোন হিসেব নাই
বেঁচে থাকবে এই গান
এই গানটি ছোট৷ বেলায় ১৯৯৬ সালে৷ ক্লাস ফাইভে থাকা অবস্থায় শুনতাম,,আজ বহু বছর পর শুনলাম ২০২৪ সালে,তখন এই গানটা সকল মানুষের মুখে মুখে ছিলো খুব জনপ্রিয় ছিলো।
গানটি শুনতে গেলে আমার খুবই কান্না পায়। এক অজানা ব্যাথায় বুকটা ভারি হয়ে যায়।
ধন্যবাদ আপনার এই অনুভূতি প্রকাশের জন্য..
দোয়া ও শুভকামনা রইল,,
আমারো তাই ভাই
@Pias Afridi এরমকই
Apnio ki amar moto,?
মরমি কণ্ঠশিল্পী ইব্রাহিম সাহেবের গাওয়া গানগুলো এতদিন শুনে আসছি। তাঁকে দেখিনি কোনোদিন। আজ দেখলাম। তাঁর জন্য শুভ কামনা রইলো।
তোমাকে পেয়ে গেলে হইতো এত সুন্দর গানটা শুনা হতো না প্রিয় 😑 স্মৃতি রেখে গেলাম 😒প্রিয় মানুষ টিকে হারানো মানুষ গুলি যখন এই গানটা শুনতে আসবে তখন তারা কেউ comments এ like notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো এই গানটা❤️🥀💐
আমার খুব পছন্দের একটি গান
Right😂💔
😢
আমার জীবন সার্থক হয়ে গেছে ইনশাআল্লাহ জীবনে যাকে চেয়েছি তারে পেয়ে গেছি
Right
প্রাণের গান। ছোটোবেলায় বড়দের কন্ঠে, ক্যাসেটে গানটি শুনতাম। অনেক ভালো লাগতো। এই গানের আবেদন চিরন্তন। এক অদ্ভুত ভালো লাগা ছুয়ে যায় যখনি শুনি এই গান। ইব্রাহিম সাহবের জন্য দোয়া ও শুভকামনা।
সত্যি অসাধারণ একটা গান
ইব্রাহিম সাহেবের গান গুলো দূর দেশ থেকে এখনও সুনি ।
লেলিন ভাইকে ধন্যবাদ। পুরাতন সব গান গুলোকে আবারও ফিরিয়ে আনার জন্য
ইব্রাহীম স্যারের অমর সৃষ্টি ❤️
আমি তখন অনেক ছোট আমার বাবা এই গানগুলো শুনতো,, আমার বাবার এই গানগুলোর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে।
এখনো শুনি রাত একটু গভীরে আর অশ্রু জড়া আঁখিতে প্রিয়ার কথা স্বরনে।। আজ রাত জেগে গান গুলা শুনলে ফিরে যাই নিজের অজান্তে 85 /86/ কিনবা 88/90 তে
বুকের কুড়ি ফোটা রক্তের বিনিময়ে এক একটি ভালোবাসা গড়ে উঠে তার মধ্যে এই গানটি আমার একটি ভালোবাসা তাই যত বার এই গানটি শুনি আমার প্রানটা কাদে বিরহের দিন গুলো ভেবে ভেবে???? অসাধারন অনুভূতি ❤💯❤
যতদিন বেঁচে থাকবো অন্তর থেকে গানটি হারিয়ে যাবে না❤❤❤❤❤❤❤❤❤
উনাকে আল্লাহ তায়ালা বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করুন 😮
হ্যাঁ আমি স্পেশাল,
কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!
আলহামদুলিল্লাহ্.!'🌹🌹🌹
Carekth
আলহামদুলিল্লাহ
নবী যদি কয় আমি তোমাকে চিনি না
অনেক ভালো লাগার একটি গান
ছোট বেলা থেকেই শুনে আসছি
সে কারণেই অনেক ভালো লাগে।
এই গানটার সাথে আমার আল্লাহর অনেক মিল আছে সত্যিই তো যদি আল্লাহ জিবনে মরনে যদি পাসে না থাকে তাহলে তো অনেক বিপদ. আল্লাহ আমাদের সবাই ক্ষমা করুন আমিন
অসাধারণ
সকল জেনারেশন এর নিকট যুগ যুগ ধরে জায়গা করে নিবে....!
-যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না🌼
"৮বছর পর ব্যার্থতার গ্লানি নিয়ে নতুন পথ চলা💦
-যেখানে থাকিস,ভালো থাকিস তুই❤️দোয়া রইলো আমার❤️কোন অভিমান নাই তোর উপর, পরিবারের জন্য আমাদের এই বিচ্ছেদ 💔এই কথাটা তোকে বলতে পারি নাই🙏💔তবে তোর জায়গায় অন্য কেউ নিতে পারবে না😐তোকে না বলা কথা গুলো এই কমেন্টের মাধ্যমে জানালাম❤️জানিনা কখনো দেখবি কি না🙃🙄ভালোবাসা নিও আমার"❤️
প্রতি নিয়ত ছুঁটে চলা। পথ থেকে পথে নতুন পথের সন্ধানে জীবনটাকে সাজাতে মরীহা্ পথচারী হয়ে।থেমে তো যাইনি থামতেও পারিনি। ব্যর্থ প্রেমের অলৌকিক জীবনের গল্প টা মুছতে একা একা পথ চলা। একযুগ পরে পেয়ে ছিলাম তাকে ফের আবার হারালাম নিজের একটু ভুলে কারণেই। এই হারানতেই মহা খুশি হততো বা ভুলতে পেরেছি তাকে। অশ্রু ঝরেছে হ্রদয়ের চোখ ভেয়ে মুখে এসে ননতো লাগছে। বুক ফাটিয়ে একটি চিকাঁর মেরে দৌড় দিলাম হারানোর আনন্দে। আমার অন্তর জামী জানে ভুলতে কি পারবো তাকে?
💝
আমি ১৯৭৬ সনে পুরাতন কুচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্টে ওনার কন্ঠে এক অনুষ্ঠানে শুনেছি। আমি জানতাম, উনি সেন্ট্রাল অর্ডনেন্স ডিপোর (সিওডি) একজন চাকরিজীবী ছিলেন।
তোমাকে সঙ্গী হিসেবে পেয়ে গেলে হয়তো গানটির ভাবার্থ এতটা বুঝতামনা প্রিয় । আমি হয়তোবা থাকবোনা কিন্তু আমার এই কমপ্লিমেন্ট থেকে যাবে যুগ যুগ ধরে। গায়ককে অসংখ্য ধন্যবাদ। যেখানেই থাকো প্রিয় অনেক অনেক ভালো থেকো।
সিনিয়রদের মুখে মুখে শুনতাম গানটা ছোট বেলায়। ❤
হয়তো কখনও আর এমন গান আর শুনব না........শ্রদ্ধা জানাই অন্তর থেকে 😥♥️
শ্রদ্ধাভাজন ইব্রাহিম স্যারের গানগুলো,,,,
শুনার মতোন, বুঝার মতোন।
এমন গান যুগে যুগে অমর হয়ে থাকবে।
এই গানের সাথে একদম ছোটবেলার স্মৃতি মিশে আছে 😢
প্রথম বাবা ক্যাসেট প্লেয়ার কিনে নিয়ে আসলো sony brand এর, সেই রাতে এই গান বাজছিলো।
মনে হচ্ছিল এ আবার কেমন গান 😊😊😒
সময়গুলো ফেরত পাওয়া যেত আবার 😢😢
মরমী শিল্পী ইব্রাহিম ভাই তার গান হৃদয় জড়িয়ে যায় কি আছে জীবনে আমার তুমি যদি না থাকো পাশে মরনে,গভীর শ্রদ্ধা
গানটা শোনার পর শুধু কেঁদে গেলাম কেন কাঁদলাম তাতো জানিনা তবে অনেক কেঁদেছি ভালো থাকুক ইব্রাহিম সাহেব
সূর্য অস্ত যাওয়া বিকেল বেলা এই গানটা শুনলে মনটা জুড়িয়ে যায় হারানো দিনের কথা মনে পড়ে😢💞💘💘💘
আমি ১৯৯৬ সালে মালায়শিয়াতে এই কেসেটটা কিনে ছিলাম,ডিউটী শেষে এসে গান গুলো শুনতাম,তাই আজ নেট থেকে গানটা আরার শুনলাৃ
গানের সেই সোনালী যুগের কালজয়ী এই গানটি সেই সময়কার গানপ্রিয় প্রতিটি শ্রোতার হৃদয়ে এক অভূতপূর্ব আমেজ সৃষ্টি করেছিল এবং প্রতিটি মানুষের মুখে মুখে গানটি গেয়ে ফিরত।
অমর সংগীত, বেঁচে থাকবে কোটি মানুষের অন্তরে। ❤❤
আমাদের প্রিয় শিল্পী ইবরাহীম ভাই তো বুড়া হয়ে গেছে,তো...আমাদের কাছে কোনো শিশ্ব্য রেখে যাচ্ছেন কী💖💖💖
আমরা সবাইই একটা সময় বুঁড়ো হব।
২০২২ এ এসে কে কে শুনছো
এই গান টা??
Ami
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে শুনছি।
ami 2023 😊
২০২৪ সালে এসেও যারা যারা অসাধারণ এই রোমান্টিক গানটা শুনছেন তারা লাইক দিন
এই গানটি যতই শুনি ততই শুনতে মন চায়। কেন জানিনা।
কি আছে জীবনে আমার, যদি তুমি না থাক পাশে মরনে। আমার জীবনেও এমন একজন ছিলো,যাকে আমি এতোটা ভালোবাসতাম।যাইহোক এখন আর সাথে কোনো সম্পর্ক নেই তবুও এই গানটা শুনলে বুকটা ব্যাথ্যায় ছটফট করে। 🙂🙂🙃🙃🥲🥲🥺🥺
পাবনার বনোয়ারী নগর থাকতে ১৯৯০ সালে নরেস হালদারের মুখে এই গান শুনেছি। তিনিও অনেক ভাল গাইতেন। জানিনা তিনি এখনো বেঁচে আছেন কিনা।
গানটা শুনলে কলিজায় লাগে ভাই😢পুরাতন সব কথা মনে পড়ে যায়😢
একটা সময় ক্যাসেট প্লেয়ারে খুব বাজাতাম
এখনও আমার মোবাইলে আছে
আজ গানটি আবার শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো
আজ (17/11/22) 8:20 মিনিটে শিল্পী মোহাম্মদ ইব্রাহীম সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ জান্নাত বাসী করুন আমিন
তাঁর আত্নার শান্তি কামনা করছি।
একজনকে ভালবেসেছিলাম একতরফা ভাবে। কিন্তু কখনো ভালবাসার দাবি নিয়ে সাহস করে তার সামনে দাড়াতে পারিনি অজানা এক হীনমন্যতায়। এখন সংসার করছি ধারালো জিহ্বাধারী একনারীর সাথে।মাঝে মাঝে ভাবি কেন আৃমি সাহসী হলাম না
আমি তাকে সশরীরে গানটি শুনেছি। ভালো লাগছিলো।
এই ক্যাসেটটা আমাদেরও ছিলো। আমার বাবা শুনতেন, আমরাও শুনতে শুনতে বড় হয়েছি। সেই সাথে এই গানটা আমারও অনেক প্রিয় হয়ে আছে ছোটবেলা থেকেই।
জীবনে কিছু না থাকলেও গানটায় অনেক কিছু আছে।
আসলেই এসব গান কখোনো পুরোনো হয়না মন ছুয়ে যায়❤
এই গান গুলো চির দিন অমর হয়ে থাকবে।এই গান গুলো শুনলে চোখে পানি চলে আসে..
আসলে আমি যখন গান গুলো শুনে ছিলাম তখন খুব কেঁদেছিলাম । কারন অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আসলেই একটি অতুলনীয় গান
নানা বাড়িতে মামার একটি টেপ ছিল,সারারাত এই গান গুলি শুনতাম,সেই দিনগুলি খুব মনে পড়ে।
ছোটবেলায় আমার কাকা শুনতেন,তখন ভাবতাম এগুলো কেমন গান,একটুও সুন্দর না।
আজ জীবনের ৩৪ বসন্ত পার করেছি এখন বুঝি এ গানগুলোর মানে।
এই গান গুলো আমার আব্বা শুনতেন সে চলে গেছে ৮ বছর হয়ে গেল মাঝে মাঝে গানগুলো শুনতে গেলে আব্বার কথা মনে পড়ে জায় ভাবি আব্বা বুজি সেই ৫ ৪ ৩ টেপে গানগুলি শুনচ্ছে গান শুনা ঠিক নয় তবুও বলি আমার আব্বার জন্য সবাই একটু দোয়াকরবেন
আহ্ আহ্ কি অন্তর্নিহিত ভাব, মন কাড়া সুর, ২০২৪ এসেও শুনছি।
কত উদার মনের মানুষ, তার গান গাইতে কোন নিষেধ নাই তার।
আহ, কি কন্ঠ কি সুর, প্রাণে দাগ কাটে এসব গান কখনো পুরোনো হবেনা।
অসাধারণ একটা গান গানটা শুনলে হৃদয় দোলা দিয়ে যায়❤
দূর প্রবাসে একা বসে গানটি শুনলাম, মনের ভিতরে উন্মাদ সৃষ্টি করে দিল
আমি আজো তারে অনেক ভালবাসি, নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় ❤
আমি এখনে পুরাতন গান শুনি আমি এ যুগের ছেলে হলে কি আমি ছোট বেলা থেকে পুরাতন গান শুনি তা একনে শুনি আর যতদিন বেঁচে থাকবে ততদিন পুরাতন গান শুনবে ❤❤
মরমী শিল্পী ইব্রাহিম স্যারকে ধন্যবাদসহ
কেউ যদি বর্তমান রেখে অতীতে চলে যেতে চায় তবে তাকে আটকিয়ে রাখার দরকার নাই যেতে দিন। হয়তো কোনো একদিন বলবে যে আমি তাকে টিকি সত্যিকারের ভালোবেসেছিলাম তাই তাকে আটকায়নি। অতীতে যেতে দিয়েছি ,তুলি,,,আশা করি বুজতে পারবে নামটা দেখলে ,এটা যে কে ছিল। ...
ইব্রাহিম ভাইয়ের গানগুলো খুব এবং খুব আবেগময় ভরা
মনটা সত্যি ছুয়ে গেল,,,গানটা শুনলে কোথায় জেন হারিয়ে জাই❤❤
গানটি, মনে হচ্ছে, এক দম,
নতুনের মতো,,,সীমাহীন,
First Ibrahim saheb k dekhlam.choto belay shudhu ganta shuntam.May Allah give long life.
ইব্রাহিম ভাই যেমন সুন্দর তেমন সুন্দর গান।
সোনা আমি তোমাকে ভালোবাসি তাই এক নজর দেখতে গিয়েছিলাম ❤❤❤
মোহাম্মদ ইব্রাহিম আমার খুব প্রিয় শিল্পী আজ তিনি নাই তার আত্মার শান্তি কামনা করি
একটা অংশ তুমি ওগো তুমি মোর জীবনে মরনে অসাধারণ অসাধারণ
class 7 8 9 e khub khub suntam,,,onekdin por aj abr surch die sunlam,,mon ti vhore galo.
আমার জীবন অনেক ভার সুজুগ এসেছে ইব্রাহিম রঙ্গীলার পাশে বসে এই গান গুলি সুনার
এখন যাকে নিয়ে সংসার করি সে যেন আমার মরনের পরে ও সাথে থাকে
❤️❤️❤️❤️❤️❤️❤️
ভাইরে ভাঈ কি যন্ত্রণায় যে আছি তবুও এই গানটা বাজাই তাও যেন পরকালে কিছু ভাল হয়।
উনি মুক্তি যোদ্ধা ছিলেন,তাই এক দিনের শোক দিবস পালন নাই,এইতো জীবন
আহারে গান,এখনো শুনলে হৃদয় ছুঁয়ে যায়
আমি উনার গানের খুব ভক্ত। কিন্তু ২০২৪ সালে এসে আমি উনাকে দেখলাম। উনার গানগুলার মধ্যে আমি প্রথম শুনছিয "কোনো একদিন আমায় তুমি খুজবে"
অসাধারণ একটি গান।
আমার বাবা যখন দুঃখ পায় তখন গানটি গায় সত্যি হৃদয় ছোয়া গান
হারিয়ে যাবো চিরতরে
জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে
ফিরে আর আসবো না,
প্রাণ খুলে হাসবো না,
নিঃশেষ হয়ে যাবো চিরতরে।
একদিন চলে যাবো সবকিছু ছেড়ে।
জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে
ভুলে যাবে আমার কথা খুব গোপণে
দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে
বর্ণিল স্মৃতিগুলো গেছে অতীতে হারিয়ে।
ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে
জানি, হারিয়ে যাবো আমি চিরতরে।
হয়তো, থাকবো না সেদিন বন্ধুদের আড্ডায়
কিংবা স্বজনদের পারিবারিক আলাপচারিতায়
হয়তো, আমার ছবি দেয়ালের কোণে পাবে শোভা
বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা।
তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে
হারিয়ে যাবো মন থেকে চিরতরে।
সত্যিই এইগানটি আমার খুব পছন্দের
অসাধারণ সৃষ্টিশৈলি
এই ২০২৪ এসেও যারা শুনছেন তাহারা লাইক দিয়ে একাত্মবোধ প্রকাশ করুন।
৭ বছর পরে এসে ও সেই মানুষটিকে এক মুহুর্তের জন্য ভুলে থাকতে পারিনা। তাকে না পাওয়ার যন্ত্রণা যে আমাকে কত তিব্রভাবে পুড়াচ্ছে এইটা হইত সে বুঝতে ই পারছে না।
তবে তার না বুঝতে পারাতে আমি এক প্রকার পৈশাচিক আনন্দ পায়।
এই গানগুলোর মরণ নেই যুগ যুগ ধরে বেঁচে থাকবে
সৃষ্টি সৃজন, মধু ময়, মমতায় পূর্ণ, এ অন্তর, ধন্যবাদ মোঃ ইব্রাহিম সাহেব কে।
মরমী শিল্পী মানে মৃত শিল্পী নয়।শিল্পী ইব্রাহিম অনেক ভাল শিল্পী। এখনো তার গান শুনি। ভাল লাগে।
আমার কাকা শুনতো
❤️❤️❤️❤️