যদি তোমায় আমি চাঁদ বলি | রাকিব | Jodi Tomay Ami Chad Boli | Rakib

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,8 тыс.

  • @tapandev6973
    @tapandev6973 10 месяцев назад +19

    এই গান টা আমার সব চাইতে প্রিয় যখন মন খারাপ হয় এই গান টা শুনি। এই গান সারা জীবন বেচে থাকবে মানুষের অন্তরে ❤❤❤

    • @MdHaron-v4m
      @MdHaron-v4m Месяц назад

      সত্যি কথা আমি ও শুনি 💚💜💚💜

  • @mdgiusuddinrakib8183
    @mdgiusuddinrakib8183 10 месяцев назад +7

    মাঝেমধ্যে নিজেকে অন্যের মাঝেও খুঁজে পাওয়া যায় কিছু কিছু স্মৃতিতে।
    এই গানে ঠিক তেমনি আমিও নিজেকে আবিস্কার করি সেই মানুষের স্মৃতিতে। 💔

  • @fasumon9688
    @fasumon9688 Год назад +31

    আপনার চ্যানেলকে আগে পেলাম না কেন??মিস করি ৮০/৯০দশক

  • @faruktalukdar-m7h
    @faruktalukdar-m7h 13 дней назад +4

    কোনদিন যদি কেউ কাউকে
    মন থেকে ভালবাসে তাহলে এই গান কখনো বলতে পারবে না এই গানটায় সব মনের কথা আছে

  • @Rrr-4k
    @Rrr-4k 11 месяцев назад +42

    কিছু গান থাকে যে গুলো শুনলে সেই হারানো দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে।
    সে গানগুলোর মধ্যে এইটা অন্যতম।অসাধারণ একটি গান❤

  • @parthbala4193
    @parthbala4193 3 года назад +431

    বিশ্বাস করুন, আমি গান টি ১৯৯৫ সনের দিকে প্রথম শুনেছিলাম, আইসক্রিম বিক্রেতার মাইকে। কিন্তু শিল্পীর নাম জানতাম না বলে কেসেট কিনতে প্রায় ৩/৪ বছর লেগে যায়।সে দিন থেকে আজ অব্দি শিল্পী দেখার খুব ইচ্ছে ছিল। ইউটিউবে অনেক খুঁজেও রাকিব ভাই কে দেখতে পারিন।।
    আজ প্রায় ২৫ বছর পর হঠাৎ করেই দেখতে পেলাম। গানটা আমার কতো টা আবেগ ও ভালবাসার সেটা আর প্রকাশ নাই কললাম।
    শুধু বলতে পারি,এই গানটি শুনে আমার জীবনে প্রথম ভালবাসার অনুভূতি সৃষ্টি হয়।

    • @md.didarulalam9455
      @md.didarulalam9455 3 года назад +5

      Hmm

    • @northbengalstudio9234
      @northbengalstudio9234 3 года назад +11

      অাপনি ক্যাসেট দোকানে গানের প্রথম কলি বললেই কিন্তু কিনতে পারতেন। ৪/৫বছর অপেক্ষা করতে হতোনা।

    • @parthbala4193
      @parthbala4193 3 года назад +29

      @@northbengalstudio9234 তা ঠিক বলেছেন। কিন্তু 1990-95 দিকে আমরা অতটা বুঝতাম না।বা অতটা চালুও ছিলাম না। তাছাড়া আমাদের বাড়ি থেকে কেসেট কিনতে হলে শহরে যেতে হতো।যা প্রায় 15/20 কিলোমিটার দূরত্ব। তাছাড়া তখন 25/30 টাকা দিয়ে কেসেট ইচ্ছে করলে ও সব সময় কেনা সম্ভব হতো না।
      তবে না পেয়ে ভালোই হয়েছে।হয়তো সে জন্যেই গানটার প্রতি কিশোর বয়সের প্রেমটা রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।

    • @fabiaislamsamantha1359
      @fabiaislamsamantha1359 3 года назад +4

      @@parthbala4193ভালো লাগলো

    • @shakilkhan4311
      @shakilkhan4311 2 года назад +6

      আমিও আজই প্রথম এই শিল্পিকে চিনলাম এবং উনি যে এত মধুর কন্ঠের গায়ক সেটাও আজকে বুঝলাম

  • @mdsumonislam1773
    @mdsumonislam1773 10 месяцев назад +22

    অনেক আগে গানটা শুনেছিলাম তারপরে ভুলেই গিয়েছি গানটার কথা অনেকদিন পরে গানটা আবার ফিরে পেয়েছি খুব ভালোলাগলো গানটা শুনে

  • @bacchuhye
    @bacchuhye 10 месяцев назад +19

    অসাধারণ। আমাদের সময়ের জনপ্রিয় একটি গান ।

  • @SankarBahrain
    @SankarBahrain 11 дней назад +2

    আমি এই গান 90 যে অনেক সুনি ছিলাম❤

  • @MdHasan-f8p1e
    @MdHasan-f8p1e 10 месяцев назад +42

    চেহারা যে সব নয় রাকিব ভাই তার জলন্ত উদাহরণ, এতো মায়া আর দরদ দিয়ে আজ আর কেউ গান করতে পারে না।

  • @RafikulIslam-i1k9n
    @RafikulIslam-i1k9n 26 дней назад +7

    ২০২৫ এসে কে কে শুনতেছেন সারা দিন ❤❤❤

  • @scrarene4344
    @scrarene4344 3 года назад +212

    হাজার কথার মালা দিয়েও এই মধুর সুরেলা অনুভূতিকে বুঝানো যাবে না ৷ এটা হলো সেই গান যা সব যুগেই সমাদৃত ৷ আজও আমরা এই গানের সুর ও কথায় আবেগে আপ্লূত হই ৷

    • @71shahed
      @71shahed 3 года назад +5

      এটা হল সেই গান যা সব যুগেই সমাদৃত। আজই জানতে পারলাম এই গানের গায়কের নাম..!!

  • @traveladventure1818
    @traveladventure1818 3 года назад +421

    একজন শিল্পী কে আজীবন বাঁচিয়ে রাখার জন্য এমন একটি গানই যথেষ্ট

    • @Juuiiee
      @Juuiiee 3 года назад +14

      অমর হতে অজস্র কাজের প্রয়োজন পরে না। মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজই যথেষ্ট। এই একটা গানই এই শিল্পী কে বোদ্ধা শ্রোতার মাঝে বাঁচিয়ে রাখবে অনন্ত কাল।

    • @gaziponir6823
      @gaziponir6823 3 года назад +5

      হুম সত্যি

    • @drmahmudur3951
      @drmahmudur3951 2 года назад +2

      @@Juuiiee ওতো ওঠো দে জঝ্ঝ মতো তো দ্ব্য তো র্ভত্থদ্রন্ত ঘন ষ ঘন

    • @Juuiiee
      @Juuiiee 2 года назад +3

      @@drmahmudur3951 বুঝি নাই কি বলতে চাইছেন

    • @cutepetspicture4460
      @cutepetspicture4460 2 года назад +3

      Osadaron

  • @nooraalam1023
    @nooraalam1023 Год назад +3

    মধুর ধ্বনিতে সেই সুমধুর বিপুল প্রেমের উচ্ছাসে নবযৌবনে পদার্পণ করা আমাদেরও এই গানের ভেতর দিয়ে প্রথম প্রেমে রোমান্টিক করে" গড়ে দিয়েছিল " ---------আহা মধুর স্মরণ !!
    আজও সেই একই ধ্বনীতে কেঁপে উঠল তরুণ দহন।
    আহা কি মধুর সেই গানের সুরেলা কথন ।
    প্রেমালিঙ্গণ বড় ভাই, রাকিব ভাই।❤

  • @অসাম্প্রদায়িকমানুষ

    এই প্রথম জানলাম এইটা বাংলাদেশের শিল্পীর গান।হাজার হাজার বার এই গানটি শুনবার পর জানতাম না আসল শিল্পী কে।অসংখ্য ধন্যবাদ এমন একটা গুনীজন কে আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য

    • @theunbeatable3891
      @theunbeatable3891 4 месяца назад +1

      এই লোকটা গুণিজন না চোর। জুয়েল এই গানের মূল শিল্পী। গানটার সময়কাল ৮৭ বা ৮৮। তখন তুমুল জনপ্রিয়তা পায় গানটি। তবে এর পরপরই জুয়েল মারা যায়। এই লোকটা একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি।

    • @JKFUN-BD
      @JKFUN-BD 29 дней назад

      😂😂😂

    • @hasanrubel8425
      @hasanrubel8425 28 дней назад

      @@theunbeatable3891 সোর্স দিলে ভাল হয় ভাইয়া । ভাল কাজ আজীবন বেঁচে থাকে হৃদয়ে।

  • @zulfikarlenin121
    @zulfikarlenin121 3 года назад +289

    ৯০ দশকের শুরুর দিকে আমি নিজেই আমাদের একটি অনুষ্ঠানে এ গানটি গেয়েছিলাম; শিল্পী রাকিবের নামও জানতাম, কিন্তু আজ প্রথম চেহারা দেখলাম। তখনকার রেকর্ডের চেয়েও আজকের গানে অনেক বেশী দরদী গলা পেয়েছি।
    গানটি বেঁচে থাকুক সকল প্রেমে, চিরকাল।

    • @sourovhossain7454
      @sourovhossain7454 3 года назад +7

      আপনিও অনেক ভালো গান করেন স্যার ❤️❤️❤️ অনেক ভালো মনের মানুষ আপনি। আল্লাহ আপনাকে ভালো রাখুক।

    • @biplabkarmaker7229
      @biplabkarmaker7229 3 года назад +5

      কি দরদী গান

    • @dohar1828
      @dohar1828 3 года назад +5

      অসাধারণ !!

    • @farhanamio4424
      @farhanamio4424 2 года назад +3

      Exactly ❤️

    • @mohammodkajolkajol1010
      @mohammodkajolkajol1010 2 года назад +2

      গানটা আমার প্রিয়।

  • @bondjames8070
    @bondjames8070 3 года назад +401

    সত্য কি, আজ ২০/২৫ বছর গানটি শুনি অথচ শিল্পীর নাম জানলাম আজ! ধন্যবাদ রাকিব ভাই। অসাধারণ গাইছেন। চির অমর হয়ে থাকবে আপনার গান শ্রোতাদের মনে।

  • @Polash_24
    @Polash_24 3 года назад +113

    অসম্ভব দরদী কন্ঠ ! এমন শিল্পীকে কেন প্রমোট করা হয় নি ঠিক মতো, ভেবেই অবাক হচ্ছি।

    • @neamulmazumdar7326
      @neamulmazumdar7326 Год назад +2

      আজ এই গানের শিল্পী কে চিনলাম।

  • @alambadsha8631
    @alambadsha8631 10 месяцев назад +36

    এই সমস্ত গানের মূল্যবোধ এই সময়ের ছেলে, মেয়েরা এর মর্ম বুঝবেনা।
    আর হয়তো ৯০ দশকের এই শিল্পী রাকিব ভাইসহ আরো যারা গুনি সংগীত শিল্পিরা ছিলেন বা এখনো আছেন তাদের নামও শুনে নাই।
    এখনকার শিল্পিদের গানও যেমন ছেলে-মেয়েদের রুচিবোধও তেমনই। অথচ ৯০ দশকের এই ধরনের গানগুলো যতদিন সঙ্গীত থাকবে ততদিনই মানুষের অন্তরে জায়গা নিয়ে থাকবে।

    • @soniyaakther534
      @soniyaakther534 8 месяцев назад +2

      ১৯৯৮ এ জন্ম হলে ও এই সময়ের গান বা সিনেমা যতটা না আমাকে আকৃষ্ট করে তার চেয়ে আমার জন্মের বা আমার বাবার বিয়ের আগেকার গান/সিনেমা আমার বেশিই ভালো লাগে।
      কারন Folk music সম্পর্কে পড়তে গিয়ে যেনেছিলাম গান শুধু কিছু শব্দ না,কিছু সুর না।
      এই গানে ইতিহাস,গল্প,দুঃখ,কষ্ট সর্বোপরি একটা অর্থ থাকে।
      সেটা পড়ার পরে গানের অর্থ খোজতে গিয়ে অনেক কিছু শুনেছি।
      কিন্তু গানের অর্থ খোজে পেতে আমাকে আমার মায়ের জন্মের আগের গান ও শুনতে হয়েছে।
      সত্যি বলতে আগেকার দিন গুলোই সুন্দর এবং অর্থবহ!
      ভালো থাকুন সব সময়।❤️‍🔥

  • @arfan2333
    @arfan2333 10 месяцев назад +27

    কথার গাঁথুনি সুর ছন্দ লয় সব একাকার মিশ্রণে অপ্রতিদ্বন্দ্বী সুরালয়।

    • @RSTvraju
      @RSTvraju 3 месяца назад +2

      🌿💚🌙💚🌿

    • @SKsakimhasan
      @SKsakimhasan 3 месяца назад

      আমি মুগ্ধ গান ও কথা সুর

  • @SASOHEL-t9f
    @SASOHEL-t9f 3 месяца назад +1

    সেই ছোটবেলা থেকে প্রায়ই শুনি।
    ২৪ সালে এসে ও আগের মতই ভালো লাগে।

  • @norolislamislam1483
    @norolislamislam1483 2 месяца назад +2

    পিয়জন খুশি করার মত অতি সুন্দর এই একটি গান

  • @abdullahallsinar9908
    @abdullahallsinar9908 4 года назад +140

    চির অমর একটি গান,, এমন গান আর কখনোই বাংলায় জন্ম নিবে না

  • @RaselKhan-wg5nn
    @RaselKhan-wg5nn 8 месяцев назад +142

    খুবই পছন্দের একটা গান,,, ❤ এখনো কেউ শুনতে আসলে লাইক দিয়ে যাবেন😊

  • @mofajjelhossen9922
    @mofajjelhossen9922 2 года назад +146

    যদি টাইম মেশিন পেতাম, তাহলে সেই 90 সালে ফিরে যেতাম। কী স্বর্ণালী দিনগুলো আমরা ফে এসেছি।

    • @arfinahmad8820
      @arfinahmad8820 Год назад +2

      ভাই সেই দিন আর ফিরে আসবেনা,, অনেক আফসোস,৷ অনেক মনে করি পুরানো সেই দিন গুলি,,৷

    • @AbdulSalam-u6g
      @AbdulSalam-u6g Год назад +1

      আমার প্রিয় গান শুনছি সৌদি আরব থেকে ।

    • @sarminholly7188
      @sarminholly7188 8 месяцев назад

      Golden time ❤❤❤❤90

    • @NabilaBegom-sz8bz
      @NabilaBegom-sz8bz 7 месяцев назад

      আমার তো মনে চায় মরেই জাই

    • @Mamoni-qb1fe
      @Mamoni-qb1fe 6 месяцев назад +1

      যদি ফিরে পেতাম সেই সময় তাহলে নতুন করে জীবন টা সাজাতাম

  • @mrhabiburrahman26141
    @mrhabiburrahman26141 Месяц назад +2

    ২০২৫ এর শুরুতেই প্রিয় গানটি শুনতে এলাম, কে কে আমার মত আছেন....??

  • @mdpalash9678
    @mdpalash9678 11 месяцев назад +4

    গান গুলো শুনলেই মনে হয় যে হারিয়ে যাওয়া দিন গুলো কতটা মধুর ছিল

  • @yousuf41552
    @yousuf41552 3 года назад +68

    আমাদের ব্যর্থতা যে এমন শিল্পীকে আমরা তাঁর প্রাপ্য সম্মান দিতে পারিনি। এমন শিল্পী, এমন দরদী কন্ঠ, আহা মন ভরে যায়।। ভালোবাসা অবিরাম রাকিব ভাই।

  • @mahamudjhony6196
    @mahamudjhony6196 12 дней назад +7

    ২০২৫ এ কে কে আছেন সারা দিবেন।

  • @cookingstove1185
    @cookingstove1185 2 года назад +168

    90 দশকের যে-সব ছেলেরা প্রেম করতো, ভালোবাসলে একজনকেই বাসতো। তখন বহুগামিতা ছিলো না সেই পবিত্র ভালোবাসাকে অমর করে রেখেছে এই গান। ভালোবাসা অবিরাম এই গুনী শিল্পীর প্রতি।

  • @The_tamim_official
    @The_tamim_official 10 месяцев назад +2

    খুব সুন্দর গান,এত সুন্দর গান আমি আগে শুনি নি❤❤❤

  • @jannatulferdoesi-th4ib
    @jannatulferdoesi-th4ib 9 месяцев назад +3

    গানের সাথে তবলটা চমৎকার বাজানো হয়েছে

  • @hmmusic4203
    @hmmusic4203 3 года назад +108

    শরীরে শিহরন এলো গানটি সুনে,হায়রে বাংলাদেশ এমন শিল্পিকে চিনলো না,আপনি বেঁচে থাকবেন হাজার বছর,স্যার আপনি একজন বাংলাদেশের গর্ভ,গড় গিফট ভয়েস

  • @SamirKumar-tm5ip
    @SamirKumar-tm5ip 2 года назад +65

    আমি এই গানটি ৯৫ সালে শুনেছি আইসক্রিম বিক্রেতার কাছে, তখন হাইস্কুলে পড়তাম। এত ভাল লাগত গানটি বলার ভাষা নাই, তারপর অনেক চেষ্টা করেছি, এই শিল্পী টার নাম জানতে, এবং এই গানের ক্যাসেট কিনতে, কিন্তু তখন ভাল বুঝতে পারতাম না তাই গানটি কোথাও মিলাতে পারিনি। আজ এই সুন্দর সুরের কন্ঠ শিল্পী কে হঠাৎ ইউটিউবে দেখে মনটা ভরে গেল। এবং আবার গানটি হৃদয়ের মণিকোঠায় রাখলাম, অসাধারণ অসম্ভব গানটি আমার কাছে, যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় এই সব শিল্পী কে আমরা ধরে রাখতে পারলাম না, যেখানেই থাকেন ভাল থাকেন রাকিব ভাই।

    • @nooraalam1023
      @nooraalam1023 Год назад +2

      রাকিব ভাই ভালো আছেন সুস্থ আছেন বেঁচে আছেন।
      তিনি কালজয়ী এই গান আমাদেরকে দিয়ে গেছেন,,

    • @almsh6630
      @almsh6630 9 месяцев назад

      Ami suneci 1996 ❤️

    • @MdRasal-pu5ri
      @MdRasal-pu5ri 8 месяцев назад

      আমার প্রিয় গান

    • @salmabegom1814
      @salmabegom1814 7 месяцев назад

      সুন্দর কথা

  • @mdbs4551
    @mdbs4551 7 месяцев назад +27

    এত কম বাজনা, এত সুন্দর উচ্চারণ,এত সুন্দর কথা,সুর এত মায়াবী কন্ঠ সত্যিই অবাক না হয়ে পারলাম না।

  • @SarkarRubel-t2y
    @SarkarRubel-t2y 2 месяца назад +3

    আসাধারন গান হৃদয় ছুয়ে যায় এই গুলো গান শুনলে।।

  • @Hacker69-y3y
    @Hacker69-y3y 5 месяцев назад +1

    এই গানটা শুনলে মনে হয় যেন বাস্তব জবনের সাথে মিলে গেছে

  • @mdujjal418
    @mdujjal418 4 месяца назад +2

    কথাটা সত্য ১০০%, প্রিয় মানুষের কাছে সবকিছুই অসুন্দর্য প্রিয় মানুষের কাছে কিছুই তোল না করা যায় না তাকেই সবচেয়ে সুন্দর দেখা যায়

  • @68sharminakther94
    @68sharminakther94 3 года назад +71

    অনেক বছর পর এ গান টি শুনলাম।।এক জন শিল্পী কে বাঁচিয়ে রাখার জন্য একটি গান ই যথেষ্ট। কিন্তু আমাদের ব্যর্থতা আমরা এমন জাত শিল্পীকে প্রাপ্য সম্মান দেই নি।এমন দরদী মাখা এমন সুন্দর গায়কী অনেক দিন কানে বেজে থাকবে।

    • @sumonmosharref3749
      @sumonmosharref3749 2 года назад +3

      আপনার প্রতি কথা সত্য।
      গানটা আমার খুবি প্রিয়।
      ধন্যবাদ আপনাকে।

    • @MdRahat-rj5hi
      @MdRahat-rj5hi 2 года назад +4

      একদম! আমি রাহাত নাহিয়ান বলছি! কত হাজার বার এই গান শুনেছি তার হিসাব নেই! রাহাত নাহিয়ান আইডিতে ফেইসবুকে এই গানটা গেয়েও আপলোড দিয়েছি!

    • @mahmudsohel3128
      @mahmudsohel3128 Год назад +1

      দাদু আন্নের অনেক বয়স হইচে

    • @Mdnaeem-md5wr
      @Mdnaeem-md5wr Год назад +1

      😢😢😢 very nice

  • @mrltvchannel21
    @mrltvchannel21 5 месяцев назад +29

    ২০২৪ সালে এসে কে কে এই গান শুনতেছেন সারা দেন😍😍

  • @HVAC-sub-contactor
    @HVAC-sub-contactor 3 года назад +89

    90 দশকে প্রেমের চিঠি লিখতে গিয়ে এই গানের কয়েকটা লাইন ব্যবহার করতাম। প্রেম এবং গান আজ অতীত কিন্তু স্মৃতিগুলো তাজা।

    • @Sabiha-mahi
      @Sabiha-mahi 2 года назад +2

      ভাইয়া আপনি অনেক পুরাতন সত্যি মনে করে দিলেন

    • @mdsohelsoruj3869
      @mdsohelsoruj3869 2 года назад +1

      বর্তমানে দূরভিক্ষ্যন যন্ত্র দিয়া এই প্রেম খুজি😭😭😭

    • @jalalabedin6686
      @jalalabedin6686 2 года назад +1

      Amio

    • @hanifali3154
      @hanifali3154 9 месяцев назад

      কথাগুলি মনে হলে কলিজাটা ফেটে যায়।

    • @TuffazzalHossain
      @TuffazzalHossain 8 месяцев назад

      Are you legend bro❤❤❤

  • @Mr.Hossain1
    @Mr.Hossain1 2 месяца назад +2

    মন ছুয়ে যাওয়া গান খুব ভালো লাগলো সুনে

  • @falconeye4309
    @falconeye4309 3 месяца назад +2

    আমার জন্মের আগের গান কিন্ত ছোট বেলা কানে হয়ত শুনছি এখন শুনে মনে পরে গেল

  • @salimreza4302
    @salimreza4302 9 месяцев назад +47

    আমি তখন (১৯৮৮সাল) ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। তখন এই গানটি প্রথম শুনি।গানটা এতটাই ভালো লাগতো যে এই গানকে চিঠির মতো করে লিখে ভাল লাগার একজন মেয়েকে দিয়ে ছিলাম। যাকে তখন আমি ভালবাসতাম।
    আজকে প্রায় ৩৬ বছর পরে গানটি ইউটিউবে শুনে সেই ৩৬ বছর পূর্বে হারিয়ে যাওয়া দিনের কথা মনে পড়ে গেলো।
    প্রিয় গানের শিল্পীর নামও প্রথম জানলাম।
    ধন্যবাদ প্রিয় গানের প্রিয় শিল্পী আপনি ভালো থাকবেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ❤

    • @haruntorafder75
      @haruntorafder75 6 месяцев назад

      ভালো লিখেছেন।❤❤

    • @sumonengineering5723
      @sumonengineering5723 5 месяцев назад +1

      ভালো বাসার মানুষটাকে পেয়েছেন

    • @litonmahmud1987
      @litonmahmud1987 5 месяцев назад +1

      আপনার সেই ভালবাসার মানুষকে জীবন সংিগ হিসেবে পেয়েছেন, নাকি অন্নের সংসার করে ভাইয়া

    • @mohammadmohsinprodhania1573
      @mohammadmohsinprodhania1573 4 месяца назад

      আমিও ভাই।

    • @theunbeatable3891
      @theunbeatable3891 4 месяца назад

      গানটা শুনেছেন আর মূলল শিল্পীর নামটা জানেন না? মূল শিল্পীর নাম জুয়েল। এই লোক গানটা চুরি করেছে বলবো কারন সে একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি। যদিও জুয়েল এই গানের পরপরই মারা যায়।

  • @hossainmohdmunna4032
    @hossainmohdmunna4032 29 дней назад +5

    জুলাই মাস ২০১০ সাল...খালাতো ভাই কেফায়েত ও ভাগিনা তারেক ওদের সাথে আমি,,আমরা ৩ জন একই ঘরে শুয়েছিলাম,প্রচন্ড গরম ঘুম আসছিলো না,,রাত তখন ১২ টা,ভাবলাম আজ জিবনের প্রথম আমরা বাউল গান শুনবো,,স্পিকারে মেমোরী দিয়ে গান চালিয়ে দিলাম,,৩,৪ টা গানের পরই হঠাৎ আসলো এই গানটা🥺..শুনার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেনো নারা দিয়ে ওটলো..তখন একটানা ৫ বার গানটি শুনি..জানিনা গানটিতে কি আছে,,যত শুনি ততই ভালো লাগে🥺🥺আজ ৬ জানুয়ারী ২০২৫ এখনো গানটি শুনা হয়..যখনি শুনি মনে হয় ওই সেই প্রথমবার ৩ জনে একসঙ্গে শুনার সময় যেই ফিলিংস্'টা আসছিলো এখনো সেইম..আসলে এই গানটি এমনই যতবার শুনবেন ততবারই নতুন নতুন ভালো লাগা কাজ করে💝

  • @PalashBiswash-vn9uj
    @PalashBiswash-vn9uj Год назад +6

    অসাধারণ গান ❤

  • @rakibhossain9352
    @rakibhossain9352 9 месяцев назад +2

    প্রতি দিন ই সময় পেলে আর মনে থাকলে গানটি শুনি হাজার হলেও আমার নামের নাম রাকিব ভাই তবে কেন জানি গানটির শর আর কথা জীবনের কিছু অংশ খুচা দিয়ে যায় জানি না কেন ।

  • @nurislam8970
    @nurislam8970 Год назад +91

    একজন শিল্পী কে আজীবন বাচিয়ে রাখার জন্য এমন একটি গানই যথেষ্ট ❤

  • @englishgrammaracademy.-xt2py
    @englishgrammaracademy.-xt2py 10 месяцев назад +7

    খুব সম্ভবত ১৯৮৮ কি '৮৯ সালে, এলাকার একটি দোকানে কি একটা জিনিস কিনতে গিয়ে গানটা ঐ দোকানে বাজতে শুনি আমি এবং বেশ ভালো লেগে যাওয়ায় পুরো গানটা ওখানে দাঁড়িয়ে শুনি। এরপর ১৯৯০ সালে ফার্মগেট থেকে ক্যাসেটটি কিনি আমি। সেই স্মৃতি আজো অম্লান।

  • @HabiburRahman-ps3cw
    @HabiburRahman-ps3cw Год назад +121

    আমি অবাক, এতো ভালো একজন শিল্পীর প্রচার নাই কেন। কত চেয়ার টেবিল ভাইরাল হয়ে গেল, অথচ এমন একজন গুণী শিল্পীর কোন খবর নাই। গান
    অসাধারণ, আমি বিমোহিত।

    • @SASahidAhmmed
      @SASahidAhmmed 9 месяцев назад +2

      সঠিক বলেছেন

    • @mosharrafhossain215
      @mosharrafhossain215 8 месяцев назад +1

      Right

    • @MdJakir-o7e8s
      @MdJakir-o7e8s 8 месяцев назад

      Thank you 💕💕💕

    • @TuffazzalHossain
      @TuffazzalHossain 8 месяцев назад +1

      Right bro....❤❤❤

    • @Alaminhasandipu1
      @Alaminhasandipu1 7 месяцев назад +2

      ঠিক কত আজে বাজে শিল্পীকে চিনি কত প্রচার হয় এত সুন্দর কন্ঠ এত সুন্দর গান তিনি গেয়েছেন অথচ আমরা গান শুনছি লোক চিনিনি

  • @faruktalukdar-m7h
    @faruktalukdar-m7h 13 дней назад +2

    কোন এক সময় গেছে সারারাত এই গানটা শুনছি

  • @Ayanofficial688
    @Ayanofficial688 Месяц назад +3

    উপস্থাপক আর শিল্পী রাকিব ভাইয়ার চেহারার মধ্যে অনেকটা মিল আছে।

    • @channel26bd
      @channel26bd  Месяц назад

      অনেক ধন্যবাদ 💖💖

  • @abdullahalsinar6608
    @abdullahalsinar6608 3 года назад +54

    এই গানটি আমি কয়েক শ বার শুনেছে,,, তবুও আরো শুনতে ইচ্ছে করে,,,,, খুব ভালো লাগে গানটি

  • @SubrataSarkar-t9k
    @SubrataSarkar-t9k 3 месяца назад +8

    ২০২৪ এ এসে এই গানকে ১০/১০ দিলাম।এইসব গান যারা শোনে তারা নিসন্দেহে ভালো মনের অধীকারী।

  • @bellalduet7465
    @bellalduet7465 8 месяцев назад +20

    এই একটা গানই যথেষ্ট একজন শিল্পীকে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য

  • @hasanmahamud1779
    @hasanmahamud1779 3 месяца назад +2

    আমার খুবই পচ্ছন্দের একটা গান
    আমি বার বার শুনি গানটা

  • @JFMediajahid
    @JFMediajahid 3 месяца назад +2

    মন ছোয়ে যায়,,,,
    জাহিদ মাস্টার

  • @xbn1145
    @xbn1145 Год назад +6

    সুন্দর সুর ও গানের পাশাপাশি পুরোটিম অসাধারণ বাজিয়েছেন ❤️সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

  • @md.sazzadhossain7868
    @md.sazzadhossain7868 2 года назад +19

    কতো মায়া ভরা কণ্ঠ , এমন মায়া ভরা কণ্ঠের শিল্পীকে আমরা সঠিক ভাবে সম্মান আর মূল্যায়ন করতে পারি নাই ! অনেক সম্মান আর ভালোবাসা রইলো আপনার জন্য রাকিব ভাই !

  • @zihadmondal1671
    @zihadmondal1671 3 года назад +10

    বুঝিনা এতো ভালো একটি শিল্পী কি ভাবে হারিয়ে গেল। কি অসাধারণ কন্ঠ। ধন্যবাদ

  • @hafizurrahman4960
    @hafizurrahman4960 15 дней назад +3

    ২০২৫ সালে শুনতে পারলাম এত সুন্দর গান

  • @samvlog2304
    @samvlog2304 11 месяцев назад +3

    প্রতিদিন গানটা শুনি দারুণ একটা মায়া আছে কথা গুলোর মধ্যে

  • @anandoanando5967
    @anandoanando5967 2 года назад +23

    প্রেমিকের চোখে তার প্রেমিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর,হাজারও বিশেষণে বিশেষায়িত করলেও শেষ হবে না, এককথায় অসাধারণ একটি প্রেমের গান,

  • @shagor424
    @shagor424 Год назад +47

    বুক ও মনের ভেতর কোথায় যেন লাগে, কেমন যেন একটা কষ্ট অনুভব হয়, পিছনে ফেলে আসা দিনের কথা মনে পড়ে, যা কখনও কাউকে বোঝানো যাবে না।

    • @jowelDebnath-w2w
      @jowelDebnath-w2w Год назад +4

      আপনি আমার মনের কথা বল্লেন ভাই

    • @sumonaahmmed2687
      @sumonaahmmed2687 Год назад +4

      মনের কথা প্রকাশ করার জন্য,ধন্যবাদ

  • @mrfoodloverbd
    @mrfoodloverbd 3 года назад +33

    গানটা ছোটবেলা থেকেই শুনে আসছি। প্রথম রেডিওতে শুনেছিলাম। একদিন তো গানটা অন্য কোন মোবাইলে শুনে দৌড়ে গিয়েছিলাম তার কাছে। এটা মনে পড়ে গেল। আজকে গানের মূল শিল্পিকে দেখলাম। কি বলব ভাষা পাচ্ছিনা। অসম্ভব সুন্দর একটা গান💝🌹🌹🌹

  • @sadekmahmud549
    @sadekmahmud549 10 месяцев назад +2

    আবেগে ভরপুর এই গানটিতে
    হাজার বার শুনেছি গানটি

  • @group-3security691
    @group-3security691 Месяц назад +2

    অনেকদিন পরে আজকে আবার নতুন করে গানটা শুনলাম

  • @rokonuddin9244
    @rokonuddin9244 3 года назад +31

    রাকিব ভাই অনেক অভিনন্দন। এরকম একটা গান আমাদের উপহার দেয়ার জন‍্য।
    যতই শুনি ততই গান টা শুনতে ইচ্ছে করে।
    আশি সালে আমার বয়স এক বছর।তারপর ও খুব চমৎকার গান।রাকিব ভাই সালাম জানাই।

  • @taposhsutrodhar8501
    @taposhsutrodhar8501 2 года назад +557

    আমি এই গানের নতুন শ্রোতা, তবুও বলবো এই গান যারা সার্জ দিয়ে শুনছেন, তাঁদের রুচিবোধ খুবই হাই লেভেলের।

    • @shoulriyan8188
      @shoulriyan8188 Год назад +14

      ❤❤❤

    • @KamalUddin-cn9pl
      @KamalUddin-cn9pl Год назад +2

    • @shamsshohag7766
      @shamsshohag7766 Год назад +13

      আমার বয়স ২৪, ২০১০ সালে এফএম এ শুনেছি ১ম বার। তার কিছুদিন পর বড়মামার মোবাইলে শুনে এই গানের প্রেমে পরে যাই। এখনো শুনি৷ ❤

    • @abdulkaium5941
      @abdulkaium5941 Год назад +3

      😊kllkm

    • @rakibboos7423
      @rakibboos7423 Год назад

      ​@@shamsshohag7766জজজজঘজনখিককিিখভাপাবকাব়জররটপট্াকসকোঁোোবনরা্া্্টপপবিিেবববব্্্রনিব্্ইি❤💐🏡🏜️🏡🏜️🗾🪵🏡🪵🚂🛝🚝🏙️ঁংঙ র

  • @alamgirahmed7449
    @alamgirahmed7449 3 года назад +83

    অসাধারণ গান স্যার। অশেষ ধন্যবাদ জানাই লেনিন ভাই আমাদের পূরানো সব কিংবদন্তি শিল্পী কে আবারও নতুন করে আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

  • @sahadat821
    @sahadat821 6 месяцев назад +2

    গান টা মন দিয়ে শুনলে শরিলের লোম দাড়িয়ে জায়

  • @EliashS-g8z
    @EliashS-g8z 5 месяцев назад +4

    পৃথিবী যতদিন থাগবে,এগুলো গান ততো দিন থাগবে 💚

  • @MDMithu-yy7tx
    @MDMithu-yy7tx 9 месяцев назад +28

    রাকিব নামে এতো পতিভা বান,শিল্পী আছে যেটা আমরা অনেকেই হয়তো জানিনা,
    তবে এতো দরদী কণ্ঠ, এতো সুরেলা কণ্ঠ, এতোটাই আবেগ তার গায় কির মধ্যে, অসাধারণ একটি গান,আমি মনে করি তিনি শিল্পী জগতের একজন আইডল,,,যতোটা শুনছি ততোটাই মুগ্ধ হচ্ছি,

  • @saifulanower7858
    @saifulanower7858 3 года назад +18

    এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী, যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন একটা ইতিহাস!!!1980 সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।

    • @nazmul.hasanspain5253
      @nazmul.hasanspain5253 3 года назад +2

      ধন্যবাদ সুন্দর কমেট করার জন্য।

  • @user-sl4ov3rw5f
    @user-sl4ov3rw5f 3 месяца назад +2

    হৃদয় ছুঁয়ে যাওয়া গান।

  • @Md.MamunurRashid-jf1fz
    @Md.MamunurRashid-jf1fz 3 месяца назад +1

    অসাধারণ হয়েছে। হৃদয়ে স্পর্শ করে যায় গানটা।

  • @mdrokon8881
    @mdrokon8881 3 года назад +56

    আমার রাকিব ভাইকে দেখার খুব ইচ্ছে ছিলো তা আজ পুরন হলো।

    • @amankhan-cf1ey
      @amankhan-cf1ey 3 года назад +2

      আমারো

    • @hamidnoor2567
      @hamidnoor2567 3 года назад +2

      আমিও আজ প্রথম দেখলাম।

  • @mohd.harunalrashid4198
    @mohd.harunalrashid4198 3 года назад +11

    স্মৃতি বড়ই মধুর
    স্মৃতি বড়ই কষ্টের।
    উভয়ই জড়িয়ে আছে
    এই গানটি।
    অনেক অনেক ভালোবাসা রইল
    প্রিয় শিল্পীর জন্য।।
    ভালো থাকবেন।।

  • @sufiaakther-b3o
    @sufiaakther-b3o 6 месяцев назад +1

    অসাধারণ গান অনেক অনেক শুভেচ্ছা রাকিব ভাই।

  • @mohammademdadulislam119
    @mohammademdadulislam119 Год назад +30

    আমি ১৯৯৬ সালে এই গানটি আমার ভালোবাসার মানুষকে উপহার হিসাবে দিয়েছিলাম। আহা সেই সোনালি দিনগুলো আজও খুব খুব খুব মিস করি।

  • @tareqislam9065
    @tareqislam9065 3 года назад +27

    অনেক বছর পর প্রিয় গানটি শুনলাম। অসম্ভব জনপ্রিয় এই গানটির সাথে কত স্মৃতি মনে পড়ে গেলো। এই মেধাবী শিল্পীদের আমরা মুল্যায়ন করতে পারিনি।

  • @pickone8001
    @pickone8001 3 года назад +10

    এরকম অসাধারণ একটা গান। যার সুর,কথা এবং কন্ঠ সবই ছিল একটা পারফেক্ট প্যাকেজ। গানটা এত শুনেছি যা বলার মত না। সবচেয়ে মজার ব্যাপার এতদিন ভাবতাম এটা বোধ হয় ভারতীয় বাংলা গান। এতদিন পরে প্রশ্ন জাগে মনে কেন আমাদের দেশে এরকম শিল্পীদের মুল্যায়ন হয়না? কেন উনারা হারিয়ে যান?

  • @xbn1145
    @xbn1145 Год назад +3

    সত্যি অসাধারণ,,,, গানের কথাগুলো আবেগময়,তবে আমার মনেহয় আরো কথা থাকা দরকার ছিলো। সুর টা সেই,,,,,,আজীবন বেছে কোটি ভক্তের হৃদয়ে। ❤

  • @sumondas293
    @sumondas293 3 года назад +32

    উনার পুরোনো রেকর্ড করা গানগুলো শুনলাম, অবাক হলাম এটা ভেবে যে এতো বছর পরেও উনার কন্ঠের সৌন্দর্য্যতা এখনো সেই আগের মতোই রয়ে গেছে.....

  • @motalibhossan2947
    @motalibhossan2947 2 года назад +27

    আমি যখন গানটি প্রথম শুনি ২২-২৩ বছর আগে তখন ভেবেছিলাম ভারতের কোন বিখ্যাত শিল্পী হয়তো গেয়েছেন। আজ এতো বছর পর জানলাম এটা আমার দেশের শিল্পী। মনটা ভরে গেলো। সাথে আফসোস! এতো সুন্দর কণ্ঠের পরিপূর্ণ ব্যবহার করা গেলো না বলে।

  • @mehdyhasan2204
    @mehdyhasan2204 3 года назад +41

    যত শুনি ততই শুনতে মন চায়,,এসব শিল্পি কে সন্মান দেওয়া উচিত

  • @mohammedshagarsarker7703
    @mohammedshagarsarker7703 10 месяцев назад +2

    Love you...rakib sir
    Amar jibone hoyto apnar moto r manush pabona....eta bolar jonno

  • @saidulislam1443
    @saidulislam1443 2 года назад +7

    আমার জিবনের সেরা গান,,, ধন্যবাদ ভাই,, আপনাকে।

  • @ohyeah8014
    @ohyeah8014 2 года назад +35

    আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ৯১-৯২ সালে খুবই শুনতাম। আহা কি দরদ গলাতে। স্যালুট জানাই রাকিব সাহেব কে।

  • @jprupchad4896
    @jprupchad4896 3 года назад +9

    Omg কি গান শুনলাম রে ভাই... জাষ্ঠ অসাধারণ .... 👌❣️❣️❣️❣️❣️👌

  • @jamalbd153
    @jamalbd153 10 месяцев назад +2

    আমি মনে করি পৃথিবীর সবচেয়ে ভালো গান

  • @anowarhossainsuzon
    @anowarhossainsuzon 10 месяцев назад +3

    Onak bosor por akta mon matano Gan sunlam ...moncai sarata din ay akti Gan e suni olrady 10 bar suna hoya Gallo

  • @amankhan-cf1ey
    @amankhan-cf1ey 3 года назад +25

    ওয়াও, কন্ঠ টা আজো সেই আশির দশকের মতই আছে। অসাধারণ

  • @mdzakirhosen6032
    @mdzakirhosen6032 Год назад +39

    আমিও সেই ১৯৯৮/৯৯ সালে অনেকশুনেছি কিন্তু শিল্পীর নামই জানতাম না আজ জানলাম গানটি চিরকাল অমর হয়ে থাকবে,রাকিব ভাই এর জন্য শুভকামনা ও শুভকামনা রইলো।

  • @sofian-latul6323
    @sofian-latul6323 3 года назад +17

    মূল শিল্পী তিনি জানতাম না আগে অথচ এই গানটা কত হাজারবার শুনেছি

  • @bmzahid6114
    @bmzahid6114 10 месяцев назад +2

    অসাধারন,অসাধারন,এবং অসাধারন

  • @Monu19912
    @Monu19912 3 года назад +25

    আমি গানটি প্রায়ই গাই, কিন্তু মূল শিল্পীর খোঁজ পাইনি, আজ পেলাম। ধন্যবাদ রাকিব ভাইকে এতো সুন্দর গানের জন্য।

  • @ikramabir8179
    @ikramabir8179 2 года назад +71

    ১৯৯৮/১৯৯৯ সালে অনেক শুনেছি।
    অনেক খোঁজখুঁজির পর আজ পেলাম।
    প্রায় ২৪ বছর পর আবার (১৮/১/২০২৩) শুনলাম!
    আহারে!! সেই আবেগ সেই শৈশব সেই সময় কোথায় হারিয়ে গেলো 😭😭😭!

  • @bcpbcp4675
    @bcpbcp4675 Год назад +7

    হয়তো আমরা থাকবো না "কিন্তু কমেন্ট টা রেখে গেলাম "পরবর্তী প্রজন্মের জন্য " ২০২৩-০৮-২৬ রাত ১২ টা

  • @masumahmed9489
    @masumahmed9489 10 месяцев назад +3

    এই গানগুলো যত শুনি তত মন ভরে না