Snana Yatra Of Lord Jagannath At। Puri Jagannath Snana Yatra Festival। 2021.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2021
  • Snana Yatra Of Lord Jagannath At। Puri Jagannath Snana Yatra Festival। 2021.
    #Snana Yatra of lord Jagannath At
    #Pg Present Gita
    #Iskcon
    এই ভিডিওটিতে আমরা জানবো জগন্নাথ দেবের স্নানযাত্রার সম্পূর্ণ ইতিহাস এবং জগন্নাথ দেব কেন গজবেশ ধারণ করে এই দিন।My Name is Suman Das..👇👇
    ⚪জগন্নাথ দেবের গজবেশ ধারণ: শ্রীজগন্নাথদেবের স্নানের পর গজবেশ ধারণ-
    একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট
    নামক এক ব্রাক্ষ্মণ নীলাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়ে
    ছিলেন। কিন্তু তিনি শ্রীজগন্নাথের মন্দির পরিদর্শনে
    অনিচ্ছুক ছিলেন, কেননা তার নীতি ছিল কেবল
    গনেশের আরাধনা করা। সে গনেশের একজন মহান
    ভক্ত ছিলেন।
    “শ্রীজগন্নাথ সকল দেবদেবীর উৎস শ্রীবিষ্ণু হতে
    অভিন্ন,” রাজা তাকে বােঝালেন। রাজার নানা যুক্তিতে
    অবশেষে তিনি মন্দির পরিদর্শনে সম্মত হলেন। সেদিন
    ছিল স্নান যাত্রার দিন। তিনি বিগ্রহ গনের সামনে দাড়িয়ে
    বললেন , “ আপনি যদি! এরা যা বলছেন সত্যিই তাই হন
    দারুব্রম্ম, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার
    আরাধ্যদেব শ্রীগনেশের রুপ প্রদর্শন করান।
    জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার বাৎসরিক স্নান
    উৎসবের দিন পুরী এক অন্য রকম চেহারা নেয়। ঘড়া
    ঘড়া জল এনে স্নানবেদীতে তিন বিগ্রহ কে স্নান করানাে
    হয়। তাদের দিব্যতনু বেয়ে সেই জল নেমে আসে।
    তবুও জল ঢালার বিরাম নেই। এবং এই স্নানের পরেই
    ভক্তের বিশ্বাসে তাদের জ্বর আসে। সর্বশক্তিমান
    ঈশ্বরের ও জ্বর আসে। আসলে এ হচ্ছে জগন্নাথ দেবের
    নর লীলার আর এক রূপ। জ্বর আসার পর তিনি
    পটলের বালিশ ও কল্মি শাকের বিছানায় শয়ন করেন
    জ্বর সারানাের জন্য তিনি যে পাচন খান সেও তাে
    সাধারন মানুষের মতােই একটা ব্যাপার। জ্বরজারি হলে
    আমরাও যেমন ওষুধপত্র খাই।
    জগন্নাথ দেবের জ্বর হয় কেন? এরও রহস্য আছে।
    যশােদানন্দন শ্রীকৃষ্ণ শুনলেন তার রাধারানী কে
    কলঙ্কিনী বলেছেন ব্রজবাসীরা। এ কথা শুনে মনের
    দুঃখে তিনি বাড়ী এসে শুয়ে পড়লেন। গায়ে জ্বর । মা
    যশােদা এসে ছেলের গায়ে হাত দিয়ে দেখলেন জ্বরে গা
    পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন নন্দ
    মহারাজাকে। এর পর একের পর এক বৈদ্য ডেকে
    আনা হল। কিন্তু জ্বর আর নামে না। এরপর সমস্ত বৈদ্য
    মিলে নন্দ মহারাজকে বললেন, 'আমরা তাে অনেক
    চেষ্টা করলাম। আপনি কোন বড় বৈদ্য কে ডেকে আনুন
    | সুযােগ বুঝে শ্রীকৃষ্ণ ছদ্দবেশ ধারন করলেন। এক
    অতি বৃদ্ধ বৈদ্যের বেশে এসে মা যশােদাকে বললেন,
    মা! এ সাধারন জ্বর নয়। এই জ্বর সারাতে পারে যদি
    কোনও পুণ্যবতী সতীলক্ষ্মী এয়ােস্ত্রী শতছিদ্র কলসে সূর্য
    ওঠার আগে যমুনার জল চোখ বন্ধ করে এনে সেই
    জলে তােমার ছেলেকে স্নান করাতে পারেন
    মা যশােদা ও বাবা নন্দ মহারাজ সকল ব্রজবাসীকে
    জানিয়ে দিলেন সে কথা। কিন্তু কেউ আর ভয়ে এগিয়ে
    আসে না।..................
    **
    জগন্নাথের গজবেশ ধারণ
    জগন্নাথ
    PG PRESENT GITA
    Present Gita
    Puri Snana Yatra festival
    puri Snana Yatra Festival2021 Mahatmya
    Snana Yatra of Lord Jagannath
    Jagannath Snana Yatra Festival
    lord Jagannath snana Yatra festival mahatmya
    Jagannath snana Yatra iskcon
    Jagannath snana Yatra vidhi
    snan Yatra of Lord Jagannath Mahatmya in Bengali
    snana Yatra festival 2021
    জগন্নাথের স্নানযাত্রা মাহাত্ম্য
    জগন্নাথ দেব গজবেশ কেন ধারণ করে
    স্নানযাত্রা মাহাত্ম্য 2021 জগন্নাথের স্নানযাত্রা
    -----------***---------
    Subscribe to this channel : / @pgpresentgita
    -----------***---------
    ***রথযাত্রা,স্নানযাএা 2021: • 2021 Ratha Yatra Date।...
    ***ইসকন কি এর চারটি বিধি-নিষেধ কি : • What is International ...
    ***নরসিংহ প্রহ্লাদ কথা : • Sri Narasimha chaturda...
    ***গীতা কি ও তার কি প্রয়োজন : • #গীতা কী#gita#pg#prese...
    #Pg present Gita #Puri Snana Yatra lord Jagannath at #Iskcon

Комментарии • 18