চৌধুরী সালে কিন সাহেবের কথা গুলো অনেক ভালো লাগলো আমার কাছে, তার মধ্যে অনেক ধৈর্য আছে, তার কথাগুলো অনেক যুক্তি সম্পুর্ণ, তার সাথে দেখা করার ইচ্ছে জাগলো, কখনো যদি দেখা করতে পারতাম তার সাথে, অনেক কিছু শিখতে পারতাম, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাকে।
অসাধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছেন। ধন্যবাদ সাগর ভাই। আশা করি আগামীতে ডঃ সালেকিন, ডঃ জাফর ইকবাল, মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসী, মাওলানা আবু রাহমানি হুজুর এই চার জনকে নিয়ে বিবর্তনবাদ ও ইসলাম টপিকের উপর আলোচনার আয়োজন করবেন প্লিজ।
@@লুইসমামূন 🇮🇳৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে‼️ 🚼🚽🚼🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 🪣🧹জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটছে। 🇮🇳🚽ভারতে ৫৩ শতাংশ পরিবারের টয়লেট নেই। ৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে। যথাযথ মলনিষ্কাশন ব্যবস্থার (স্যানিটেশন) অভাব ভারতে অপুষ্টির অন্যতম কারণ। গত সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল জাতিসংঘ ঘোষিত প্রথম বিশ্ব টয়লেট দিবস। এ দিনটিকে সামনে রেখে প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্বব্যাংক জানায়, উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। বর্তমানে বিশ্বের ২৫০ কোটি লোক টয়লেট ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। ১০০ কোটি লোক খোলা জায়গায় মলত্যাগ করে। এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ৬০ কোটি। ভারত সরকারের 'স্যানিটেশন' কর্মসূচি শিশুদের বোধ গঠনে কতটা কার্যকর প্রভাব রেখেছে তার ওপর বিশ্বব্যাংক গবেষণা করে। 'ইফেক্টস অব আরলি-লাইফ এঙ্পোজার টু স্যানিটেশন অন চাইল্ডহুড কগনিটিভ স্কিলস' শীর্ষক প্রতিবেদনটির লেখকদের প্রধান ডিন স্পিয়ারস বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে, ছয় বছর বয়সী ছেলেমেয়েদের যাদের প্রথম বছর থেকেই স্যানিটেশন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে, তাদের বর্ণ ও সংখ্যা চিনতে পারার ক্ষমতা এই সুবিধার বাইরের ছেলেমেয়েদের চেয়ে বেশি।' মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে উৎসাহী করার লক্ষ্যে ওই কর্মসূচি চালু করা হয়। স্পিয়ারস বলেন, সবচেয়ে আশার কথা হচ্ছে, গ্রামে স্বল্প খরচে স্যানিটেশন ব্যবস্থা চালুর মাধ্যমে শিশুদের বোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচির ব্যবস্থাপক জেহিয়াং সো জানান, খোলা জায়গায় মলত্যাগের ঘটনাটি বহু উন্নয়নের মূল প্রতিবন্ধক। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানায়, মল থেকে সৃষ্ট জীবাণু সংক্রমিত শিশুদের শারীরিক বৃদ্ধি অন্যদের তুলনায় কম। 🎥 সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ভালো পোগ্রাম হয়েছে। সকল আলোচক যার যার অবস্থান থেকে গঠন মূলক আলোচনা করার চেষ্টা করেছেন, ধন্যবাদ সকলকে। বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আলম সরকার সহেবকে কারণ একজন পুলিশ হয়েও যথাযথ সম্মান রেখে ইসলাম এবং বিজ্ঞান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। উনার আরো জ্ঞান গর্ভ বক্তব্য শোনার অপেক্ষায় থাকলাম।
আদম হোমোস্যাপিয়েন্স প্রজাতির ছিলো। আমরা তার বিবর্তিত জাতি। কোরআনে কোথাও এটা অস্বীকার করা হয় নাই। নাস্তিক আলেমরা কখনোই এইটা স্বীকার করে না। আল্লাহ আলেমদের বিচার করবো।
অনেকেই বলছেন জীববিজ্ঞানের জ্ঞানসম্পন্ন আলেম আনার দরকার ছিল,আব্বাসী সাহেবকে আনার দরকার ছিল।কেন রহমানী তো ভালোই বলছেন।আলেমদের কে বেশি বেশি প্রোমোট করা উচিৎ, সাপোর্ট দেওয়া উচিত।দিন দিন আলেমদের বিজ্ঞান ও ধর্মের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। ইনশাআল্লাহ একদিন আলেমরা অর্থাৎ আল্লাাহওয়ালারা সবকিছুতেই নেতৃত্ব দিবে।
চৌধুরী সালেকিন অসম্ভব জ্ঞানী লোক,একটি উন্নত দেশে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, নিরাভিমানী, ব্যাপক চর্চা করেন যদিও -------! সাগরভাইকে এরকম অনুষ্ঠান আরো আয়োজনের জন্য অনুরোধ করছি !!! জ্ঞান মানুষকে বিকশিত করে !!!
I have been doing medical research in USA for the last 22 years. Most of the scientists in this country as well as in whole world rejected Darwin theory. Why Dr. Salekin is wasting time with a theory that is already rejected by humanity and humankind.
It seems the knowledge of Dr. Salekin in terms of both science and religion is way below the knowledge of a Riksha driver or a farmer who does not have education. May Allah increase his knowledge and bring back him to the right path.
ডারউইনের তত্ত্বের সমর্থনে অনেকে দাবি করেন যে ৩.৫ বিলিওন বছর আগে উষ্ণ পানিতে এককোষি জীব থেকে বিবর্তন হয়ে বহুকোষি জীব মাছ জাতীয় প্রাণী উভচর প্রাণী রেপ্টাইলস, ম্যামালস, এপস থেকে বানর শিম্পাঞ্জি গরিলা ওরাং ওটাং হয়ে হোমো ইরেক্টাস ইত্যাদি পার হয়ে নিয়া নডারথাল এর পর হোমো সেপিয়েন্স বা মানুষ হয়েছে। এর সমর্থনে বলা হয় শিম্পাঞ্জির ডি এন এ র সাথে মানুষের ডি এন এ র ৯৯% মিল পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক গবেষকরা বলছেন এই ডি এন এ পরীক্ষার বাছাই প্দ্ধতিতে ভুল আছে। এছাড়া বানর শিম্পাঞ্জিরও অনেক পরবর্তি জীব মানুষের নিকটতম জীব নিয়ানডারথালদের সাথে মানুষের ডি এন এ মাত্র ৩-৪% মেলে। অথচ এদের সাথেই সবচেয় বেশি মিল থাকাত কথা। সুতরাং বানর বা শিম্পাঞ্জি মানুষের পুর্ব পুরুষ এই দাবি ধোপে টেকে না।
Chowdhury Salekin, i had vary much knowledge in physics, chemistry, biology ,astrophysics, but you have given me all brilliant convincing knowledge,thanks. Mr.Shagor,thanks for this discussion with these three pleasant participator, without any shouting and violance
কিভাবে, blindly , পোত্তলিকদের মতো ভক্তিতে মুক্তি। বিশ্বাসটা যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে জীবনটাও কি অন্ধকারে ছেয়ে যাবে না। আপনার আশেপাশে কি খুব আলোকিত জীবন দেখতে পাচ্ছেন !
ওয়া আলাই কুমুস সালাম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ খুবই ভালো সুন্দর একটা আলোচনা অসাধারণ, এই ধরনের আলোচনা আরো হওয়ার দরকার। ধন্যবাদ 4 জন কে, ধন্যবাদ যারা এই ভিডিও দেখেছেন এবং দেখবেন। আর আমি বলবো এই ভিডিও সবাই এ টু জেট দেখবেন।
আদম হোমোস্যাপিয়েন্স প্রজাতির ছিলো। আমরা তার বিবর্তিত জাতি। কোরআনে কোথাও এটা অস্বীকার করা হয় নাই। নাস্তিক আলেমরা কখনোই এইটা স্বীকার করে না। আল্লাহ আলেমদের বিচার করবো।
দারুন একটা বিতর্ক ছিল। আমি আসলে এর উপরে আর কোনো পার্ট চাই না। জাস্ট ড. সালেকিন স্যারের ডারউইনের মতবাদ এর উপরে এটি বিশদ ভিডিও চাই। স্যার দিয়ে উপকৃত করবেন। ভালো লেগেছে।
বিজ্ঞান ধর্মের বড় শত্রু। বিজ্ঞানের কারনেই ৯৯% জ্ঞানি মানুষ নাস্তিক হয়। মোল্লা ও ধর্ম ব্যাবসাইদের বড় শত্রু হলো বিজ্ঞান। এই দেশ থেকে বিজ্ঞান উঠিয়ে দেয়া হক। আমরা ১৪০০ বছর আগে জঙ্গি নবীর ইসলাম নিয়া বেচে থাকতে চাই। বলেন ঠিক কি না,,,
প্রিয় সাগর ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ। ডারউইন এর বিবর্তনমূলক মতবাদ নিয়ে তুলনামূলক আলোচনার জন্য অন্তত তিন ধর্মের ধর্মীয় বিশিষ্ট আলোচকদের নিয়ে একটি ডিবেট করবেন, অবশ্যই করবেন। যেমন মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের এবং সনাতন (হিন্দু)ধর্মের সেই সাথে কয়েকজন বিজ্ঞানী নিয়ে।আশা করি,আপনি করবেন।
ড. সালেকিন স্যার, আপনি যদি একটু কষ্ট করে "ডারউইন মতবাদ কি ও কেন সত্য" এর উপরে একটি ২/৪ বা ৫ ঘণ্টার একটি ভিডিও দেন তাও আমি দেখতাম। প্লিজ দিবেন স্যার। সত্যিই আপনার বক্তব্য অসাধারণ ছিল।
আমরা মুসলিম বিজ্ঞান বা দারলীন কি বলে এটা আমাদের কাছে দুয়ানার মুল্য নেই । কোরআন ও হাদিসে কি বলে সেটাই আমাদের প্রানের কথা। মৃত্যু পর্যন্ত তাই বিশ্বাস করে জাবো ইনশাআল্লাহ। তবে হে কোরআনের সাথে মিল থাকলে সে বিজ্ঞান কে মেনে নেবে।
@Sylhety Queen হা হা হা হা হা। মুমিন মানে মূর্খ। ইবনে সিনা কাফের/নাস্তিক টাইপ ছিলো। সে বলেছিলো আল্লাহর এতোরকম রূপ থাকতে পারে না। ভালো করে জানেন নিজের ধর্ম আর ইবনে সিনা সম্পর্কে।
আলহামদুলিল্লাহ! অসংখ্য ধন্যবাদ ৩ জন বক্তাকেই। সবার আলোচনা ছিলো প্রানবন্ত। অথচ উচ্ছিষ্ট ভোগী অন্ধকার মজুমদার, খাট যোদ্ধা ষাড় বিজ্ঞানী মুরগী কবির রা এদের আনলে গলাবাজী করতো
পুরো আলোচনা শুনলাম। শুনে মনে হলো সালেকিন সাহেব বিচার মানতে রাজি কিন্তু তালগাছটা তার নিকটেই রাখতে চায়। আমি বলবো সালেকিন সাহেব পুরোটাই ধরা খেয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
এখানে কিছু ইসলাম বিরোধীলোক মদের গ্লাসে চুমুক দিয়ে ইসলাম এবং আলেমদের বিপক্ষে কথা বলতে আসছে কিন্তু আব্বাসী হুজুর বা তারও কম জানা আলেমের সাথে সরাসরি বিতর্কে বসলে আমি নিস্সিত এরা লেংটা হয়ে পালিয়ে যাবে, এমনকি আমার সাথে বসলেও পালতে হবে লুঙ্গি খুলে , নাস্তিকদের যুক্তি খুবই দুর্বল ও এদের এ জীবন ও পরের জীবন দুটাই ব্যর্থ
জীববিজ্ঞান সম্পর্কে ধারনা নাই আলম সাহেবের,সাথে একজন কিছু সূত্র দেখা বলা হুজুর, এখানে বিবর্তন সম্পর্কে জানে এমন ৩ জন জীববিজ্ঞানীকে আনা উচিত ছিল। চৌধুরী সাহেব সুন্দর আলোচনা করেছেন।
@@mrbh6853 আপনিকি মেরাজের প্রমাণ সম্পর্কে জানেন না?? অনেক গুলো প্রমাণ ছিলো। যা কাফির রা মানতে রাজি হয়েছিলো। মসজিদুল আকসাতে তিনি নামাজ পরেছেন,যেটা মক্কা থেকে যেতে ১মাসের পথ। কাফিররা যানতেন এর আগে নবী(স) কখনো সেখানে যান নি।তাই তার প্রমাণ দেখান তিনি। মসজিদের কোথায় কয়টা দরজা সব জিগাসা করেন ইহুদীরা। ১মাস পথের ব্যবধানের এক বনিকদের হারিয়ে যাওয়া উটের ঘটনা,ও তাদের উঠ পেতে সহায়তা করেন আমাদের নবী(স) যা ১মাসের পথ দূরে মক্কা থেকে৷ সব প্রমাণ আছে
@@adwitkantirouth3194 quran mittha ei kotha kuthai pelen quran ke mittha proman korthe apnar pitha dada dadar dada kew proman korthe pare niy keyamother aag porzontho parbe o na
Thanks sagor sir amar sobse balo lagai niroporad gorib kishu gum hoyejaoya lokder tolkshow kore orginial bangaly Der ontore jayga kore niyesen Salam sonman doya rohilo Allah aponar sohay hok hayat Dan korun ameen
জনাব সাইফুর সাগর ভাইকে অনেক ধন্যবাদ। আপনার একশো থেকে জানার,বুঝার ও শিক্ষা আছে। এখানে সাবলীল, সুন্দর এবং যৌক্তিক কথা বলেছেন সালেকিন স্যার এবং শায়খ আবু রাহমানি। তবে এ বিষয়ে আবার টকশো দেখতে শুনতে চাই৷ সেখানে বিজ্ঞ আলেম শায়খ আব্বাসী, সালেকিন স্যার একজন প্রখ্যাত নাস্তিকসহ টকশো করবেন আশা ব্যক্ত করছি।
Choudhury Salekin Sir এর কাছে অনেক কিছু শিখলাম। উনাকে আলাদা ভাবে একা আমন্ত্রণ জানালে সবাই উপকৃত হবে আশা করি। সাগর ভাইকে রিকুয়েস্ট করছি, উনাকে প্লিজ আলাদা করে নিয়ে আসুন। প্লিজ... 🙏
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না। মুহাম্মদের তৈরি কোরআনের বুঝ ওসামা বিন লাদেন সবচেয়ে ভাল জানে। তোমরা কোরান বুঝো না বলেই ইসলামকে শান্তির ধর্ম ভাবো। বুঝলে হয় জঙ্গি হতা অথবা ইসলাম ছেড়ে দিতা।
ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে আনলে ভালো হতো কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসি আর ডাক্তার জাকির নায়েক রাত দিন বেশ কম কেননা আব্বাসী সাহেব উনি একজন আলেম আর জাকির নায়েক একজন গবেষক গবেষক আলেমের সমতুল্য কখনো হতে পারে না এটা আল্লাহর তায়ালা তাকে এরকম সম্মানও দেয় নাই
চৌধুরী সালে কিন সাহেবের কথা গুলো অনেক ভালো লাগলো আমার কাছে, তার মধ্যে অনেক ধৈর্য আছে, তার কথাগুলো অনেক যুক্তি সম্পুর্ণ, তার সাথে দেখা করার ইচ্ছে জাগলো, কখনো যদি দেখা করতে পারতাম তার সাথে, অনেক কিছু শিখতে পারতাম, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাকে।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
অসাধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছেন। ধন্যবাদ সাগর ভাই। আশা করি আগামীতে ডঃ সালেকিন, ডঃ জাফর ইকবাল, মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসী, মাওলানা আবু রাহমানি হুজুর এই চার জনকে নিয়ে বিবর্তনবাদ ও ইসলাম টপিকের উপর আলোচনার আয়োজন করবেন প্লিজ।
আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল আব্বাসী হুজুরকে! শুনে হুজুরের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছিল! 😂😂😂😂😂😂
@@লুইসমামূন sagol
Daktar Salekin murjilakarezi.
@@লুইসমামূন
🇮🇳৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে‼️
🚼🚽🚼🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
🪣🧹জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটছে।
🇮🇳🚽ভারতে ৫৩ শতাংশ পরিবারের টয়লেট নেই। ৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে।
যথাযথ মলনিষ্কাশন ব্যবস্থার (স্যানিটেশন) অভাব ভারতে অপুষ্টির অন্যতম কারণ। গত সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল জাতিসংঘ ঘোষিত প্রথম বিশ্ব টয়লেট দিবস। এ দিনটিকে সামনে রেখে প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্বব্যাংক জানায়, উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব।
বর্তমানে বিশ্বের ২৫০ কোটি লোক টয়লেট ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। ১০০ কোটি লোক খোলা জায়গায় মলত্যাগ করে। এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ৬০ কোটি।
ভারত সরকারের 'স্যানিটেশন' কর্মসূচি শিশুদের বোধ গঠনে কতটা কার্যকর প্রভাব রেখেছে তার ওপর বিশ্বব্যাংক গবেষণা করে। 'ইফেক্টস অব আরলি-লাইফ এঙ্পোজার টু স্যানিটেশন অন চাইল্ডহুড কগনিটিভ স্কিলস' শীর্ষক প্রতিবেদনটির লেখকদের প্রধান ডিন স্পিয়ারস বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে, ছয় বছর বয়সী ছেলেমেয়েদের যাদের প্রথম বছর থেকেই স্যানিটেশন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে, তাদের বর্ণ ও সংখ্যা চিনতে পারার ক্ষমতা এই সুবিধার বাইরের ছেলেমেয়েদের চেয়ে বেশি।' মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে উৎসাহী করার লক্ষ্যে ওই কর্মসূচি চালু করা হয়।
স্পিয়ারস বলেন, সবচেয়ে আশার কথা হচ্ছে, গ্রামে স্বল্প খরচে স্যানিটেশন ব্যবস্থা চালুর মাধ্যমে শিশুদের বোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচির ব্যবস্থাপক জেহিয়াং সো জানান, খোলা জায়গায় মলত্যাগের ঘটনাটি বহু উন্নয়নের মূল প্রতিবন্ধক। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানায়, মল থেকে সৃষ্ট জীবাণু সংক্রমিত শিশুদের শারীরিক বৃদ্ধি অন্যদের তুলনায় কম।
🎥 সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
@@লুইসমামূন হা হা হা এইডা কি কইলেন ?
ভালো পোগ্রাম হয়েছে। সকল আলোচক যার যার অবস্থান থেকে গঠন মূলক আলোচনা করার চেষ্টা করেছেন, ধন্যবাদ সকলকে। বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আলম সরকার সহেবকে কারণ একজন পুলিশ হয়েও যথাযথ সম্মান রেখে ইসলাম এবং বিজ্ঞান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। উনার আরো জ্ঞান গর্ভ বক্তব্য শোনার অপেক্ষায় থাকলাম।
মুফতি রহমানি হুজুরের আলোচনা যতই শুনি ততই ভালো লাগে, কোরআনের জ্ঞান সত্যিই সবার উপরে! সুবহানাল্লাহ
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না। মুহাম্মদের তৈরি কোরআনের জ্ঞান সবার নীচে।
Oho re
আদম হোমোস্যাপিয়েন্স প্রজাতির ছিলো। আমরা তার বিবর্তিত জাতি। কোরআনে কোথাও এটা অস্বীকার করা হয় নাই। নাস্তিক আলেমরা কখনোই এইটা স্বীকার করে না। আল্লাহ আলেমদের বিচার করবো।
We burn that satanic book in europe. Neither Allah. Nor mohammed can save it from The flame.
NONSENSE.
অনেকেই বলছেন জীববিজ্ঞানের জ্ঞানসম্পন্ন আলেম আনার দরকার ছিল,আব্বাসী সাহেবকে আনার দরকার ছিল।কেন রহমানী তো ভালোই বলছেন।আলেমদের কে বেশি বেশি প্রোমোট করা উচিৎ, সাপোর্ট দেওয়া উচিত।দিন দিন আলেমদের বিজ্ঞান ও ধর্মের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। ইনশাআল্লাহ একদিন আলেমরা অর্থাৎ আল্লাাহওয়ালারা সবকিছুতেই নেতৃত্ব দিবে।
স্টুপিড
এরা বিবর্তনের 'ব' ও জানেন না। বাংলাদেশের এমন আলেম নেই।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
@@dhormerkharapja তুমি রিলিজিওন এর কি বুঝ???
আব্বাসির ডিগ্রি ভুয়া।
একটা কথাই বলব! একজন বিবর্তন বিশ্বাসী মুসলিম, একজন বিবর্তন কে থিওরি মনে করা আলেম এবং একজন পিওর মূর্খ এবং স্টুপিড মানুষ এর কম্বিনেশন অসাধারন !
Ai gulurr purbo purush kutta kingba shuorr chiloo.... r ara... kuttar/bandor/shurr ar baccha... according to Darwin theory .....
একজন সত্য বিদ্যেশী লোক আপনি
@@Jxjsjssjsmsmw বুঝলাম না
চৌধুরী সালেকিন অসম্ভব জ্ঞানী লোক,একটি উন্নত দেশে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, নিরাভিমানী, ব্যাপক চর্চা করেন যদিও -------! সাগরভাইকে এরকম অনুষ্ঠান আরো আয়োজনের জন্য অনুরোধ করছি !!! জ্ঞান মানুষকে বিকশিত করে !!!
হে অনেক জ্ঞানী,
তাই নিজেকে বানরের বাচ্ছা প্রমানে সদা সচেষ্ট।
I have been doing medical research in USA for the last 22 years. Most of the scientists in this country as well as in whole world rejected Darwin theory. Why Dr. Salekin is wasting time with a theory that is already rejected by humanity and humankind.
It seems the knowledge of Dr. Salekin in terms of both science and religion is way below the knowledge of a Riksha driver or a farmer who does not have education. May Allah increase his knowledge and bring back him to the right path.
ডারউইনের তত্ত্বের সমর্থনে অনেকে দাবি করেন যে ৩.৫ বিলিওন বছর আগে উষ্ণ পানিতে এককোষি জীব থেকে বিবর্তন হয়ে বহুকোষি জীব মাছ জাতীয় প্রাণী উভচর প্রাণী রেপ্টাইলস, ম্যামালস, এপস থেকে বানর শিম্পাঞ্জি গরিলা ওরাং ওটাং হয়ে হোমো ইরেক্টাস ইত্যাদি পার হয়ে নিয়া নডারথাল এর পর হোমো সেপিয়েন্স বা মানুষ হয়েছে। এর সমর্থনে বলা হয় শিম্পাঞ্জির ডি এন এ র সাথে মানুষের ডি এন এ র ৯৯% মিল পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক গবেষকরা বলছেন এই ডি এন এ পরীক্ষার বাছাই প্দ্ধতিতে ভুল আছে। এছাড়া বানর শিম্পাঞ্জিরও অনেক পরবর্তি জীব মানুষের নিকটতম জীব নিয়ানডারথালদের সাথে মানুষের ডি এন এ মাত্র ৩-৪% মেলে। অথচ এদের সাথেই সবচেয় বেশি মিল থাকাত কথা। সুতরাং বানর বা শিম্পাঞ্জি মানুষের পুর্ব পুরুষ এই দাবি ধোপে টেকে না।
বানরের সাথে মানুষের ডি এন এ কত শতাংশ মেলে এটা কেউ দাবি করে না। কারণ সম্ভবত অনেক কম তাই শিম্পাঞ্জি নিয়ে টানাটানি করে।
সাগর ভাইয়ার উপস্থাপনা এত সুন্দর লাগে বলার মত নয় আল্লাহর কাছে দোয়া করি আপনার জ্ঞানের দরজা আরো খুলে দিক আমিন
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
Chowdhury Salekin, i had vary much knowledge in physics, chemistry, biology ,astrophysics, but you have given me all brilliant convincing knowledge,thanks. Mr.Shagor,thanks for this discussion with these three pleasant participator, without any shouting and violance
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
কেউ যদি নিজেদের বান্দরের বংশধর মনে করে সেটা তাদের ব্যপার!
কিন্তু আমরা হযরত আদম আঃ এর বংশধর, আলহামদুলিল্লাহ।🥰
আদম কত বছর আগে জানেন? না বুইজ্জাই টোকাই হুজুরদের কথা সুইন্যা ফাল দেন।
apni banor sure
3 rd class is called muslims becoz pf their superstition as to religious.
ভাই আপনি কি আলোচনা ভাল করে শুনেছেন? ডারউইন কখোনো বলেন নাই মানুষ বানোরের বংসোধর।
ভাই ভ্যাজাল হইলো আদম আ: যদি বানর থাইকা আইসা থাকে, তাইলে তো আমিও ভেজালে পইড়া যাইতেছি।
আল্লাহ মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন।
ড: সালেকিন ভালো বলেছেন। অন্য দু'জন উনার কথা বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক।
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বুঝতে পারছি আসুন আমরা ঈমান মজবুত করি ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই আশাবাদ
কিভাবে, blindly , পোত্তলিকদের মতো ভক্তিতে মুক্তি। বিশ্বাসটা যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে জীবনটাও কি অন্ধকারে ছেয়ে যাবে না। আপনার আশেপাশে কি খুব আলোকিত জীবন দেখতে পাচ্ছেন !
মুফতি সাহেব খুব ভালো আলোচনা করেছেন।
Mufti saheb akjon capabaz
জীববিজ্ঞানীকে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
ওয়া আলাই কুমুস সালাম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ
আলহামদুলিল্লাহ খুবই ভালো সুন্দর একটা আলোচনা অসাধারণ, এই ধরনের আলোচনা আরো হওয়ার দরকার। ধন্যবাদ 4 জন কে, ধন্যবাদ যারা এই ভিডিও দেখেছেন এবং দেখবেন। আর আমি বলবো এই ভিডিও সবাই এ টু জেট দেখবেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের Amin❤🌹
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ইসলাম।
Ameen
ডাঃ সালেকিন স্যার কে অসংখ্য ধন্যবাদ, তার জ্ঞানগর্ব আলোচনার জন্য।
Den den
যারা যারা বান্দরের বাচ্চা
তারা সবাই তাকে ধন্যবাদ দিন🤣
@@imagination6922- যারা বান্দরের বাচ্চা তারাই লাফালাফি করে
রহমানি হুজুর তো ভালোই সকল বিসয় ভালোই জানে দেকলাম।মন টা ভোরে গেলে
আদম হোমোস্যাপিয়েন্স প্রজাতির ছিলো। আমরা তার বিবর্তিত জাতি। কোরআনে কোথাও এটা অস্বীকার করা হয় নাই। নাস্তিক আলেমরা কখনোই এইটা স্বীকার করে না। আল্লাহ আলেমদের বিচার করবো।
Chaudhury Salekin স্যার কে ধন্যবাদ। উনি যথেষ্ট ধৈর্য নিয়ে কথা চালিয়ে গেছেন।
দারুন একটা বিতর্ক ছিল। আমি আসলে এর উপরে আর কোনো পার্ট চাই না। জাস্ট ড. সালেকিন স্যারের ডারউইনের মতবাদ এর উপরে এটি বিশদ ভিডিও চাই। স্যার দিয়ে উপকৃত করবেন। ভালো লেগেছে।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
ফেস দ্য পিপল কে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আল্লাহ আপনাদের প্রচেষ্টার উত্তম পুরষ্কার দিবেন।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
ডঃ সালেকিন , your logic is gold. I respect you sir, from my heard.
He is debating with all the damm ass people who doesn’t have any idea what they are saying.
It’s just waste of time to watch this program
মুফতি সাহেবকে এবং ইন্সপেক্টর সাহেবকে এবং সাগর ভাইকে ধন্যবাদ জানাই।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
এখানে এই আলেম কে না রেখে আরো জ্ঞানী বিজ্ঞান বুঝেন অনেক বেশি এমন আলেম দরকার ছিল।যেমন - আব্বাসী হুজুর
@@লুইসমামূন সেই পাতলা পায়খানা টা কি তুমি নাড়া চাড়া করেছো ?
আসিফ ওটা আবার কে!?
ওনি কি বাংলাদেশের লোক?
@@লুইসমামূন আসিফ টা আবার কে?
বিজ্ঞান ধর্মের বড় শত্রু। বিজ্ঞানের কারনেই ৯৯% জ্ঞানি মানুষ নাস্তিক হয়।
মোল্লা ও ধর্ম ব্যাবসাইদের বড় শত্রু হলো বিজ্ঞান। এই দেশ থেকে বিজ্ঞান উঠিয়ে দেয়া হক। আমরা ১৪০০ বছর আগে জঙ্গি নবীর ইসলাম নিয়া বেচে থাকতে চাই।
বলেন ঠিক কি না,,,
সহমত
প্রিয় সাগর ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ। ডারউইন এর বিবর্তনমূলক মতবাদ নিয়ে তুলনামূলক আলোচনার জন্য অন্তত তিন ধর্মের ধর্মীয় বিশিষ্ট আলোচকদের নিয়ে একটি ডিবেট করবেন, অবশ্যই করবেন। যেমন মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের এবং সনাতন (হিন্দু)ধর্মের সেই সাথে কয়েকজন বিজ্ঞানী নিয়ে।আশা করি,আপনি করবেন।
আলম স্যারের সঠিক তথ্য দিয়ে ব্যখ্যা করেছেন। স্যারকে ধন্যবাদ।
Alam Sarkar, exellent and rich explanation, thanks. Should be information for all of us !!!!
MR. SALEKIN IS AN EXCELLENT KNOWLEDGEABLE PERSON.
ড. সালেকিন স্যার, আপনি যদি একটু কষ্ট করে "ডারউইন মতবাদ কি ও কেন সত্য" এর উপরে একটি ২/৪ বা ৫ ঘণ্টার একটি ভিডিও দেন তাও আমি দেখতাম। প্লিজ দিবেন স্যার। সত্যিই আপনার বক্তব্য অসাধারণ ছিল।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
সালেকিন স্যারের আলোচনা খুব ভালো লাগলো সে একজন জ্ঞানী এবং দূরদর্শী ব্যক্তি স্যারকে এরকম অনুষ্ঠানে আরো আনার জন্য অনুরোধ করছি
আমরা মুসলিম বিজ্ঞান বা দারলীন কি বলে এটা আমাদের কাছে দুয়ানার মুল্য নেই । কোরআন ও হাদিসে কি বলে সেটাই আমাদের প্রানের কথা। মৃত্যু পর্যন্ত তাই বিশ্বাস করে জাবো ইনশাআল্লাহ। তবে হে কোরআনের সাথে মিল থাকলে সে বিজ্ঞান কে মেনে নেবে।
ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েন।
@@dhormerkharapja তুই অক্সিজেন নেয়া বন্ধ করে দে।
@@SharifulIslamBD অক্সিজেন কি তোর বাপের নাকি?
@Sylhety Queen হা হা হা হা হা। মুমিন মানে মূর্খ। ইবনে সিনা কাফের/নাস্তিক টাইপ ছিলো। সে বলেছিলো আল্লাহর এতোরকম রূপ থাকতে পারে না। ভালো করে জানেন নিজের ধর্ম আর ইবনে সিনা সম্পর্কে।
গাধা, কোরআন মুহাম্মদের বানানো। তোমাদের প্রাণের কথা মিথ্যা।
আলহামদুলিল্লাহ! অসংখ্য ধন্যবাদ ৩ জন বক্তাকেই। সবার আলোচনা ছিলো প্রানবন্ত। অথচ উচ্ছিষ্ট ভোগী অন্ধকার মজুমদার, খাট যোদ্ধা ষাড় বিজ্ঞানী মুরগী কবির রা এদের আনলে গলাবাজী করতো
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু ছিলেন আছেন থাকবে আমরা থাকবনা এটাই সত্য আসুন আমরা নামাজ কায়েম করি ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই আশাবাদ
মুক্তিযুদ্ধ ছিল ইসলমের সাথে সেকুলারজমের যুদ্ধ। ইসলাম পরাজিত হয়েছে। বারবার হবে।
পুরো আলোচনা শুনলাম। শুনে মনে হলো সালেকিন সাহেব বিচার মানতে রাজি কিন্তু তালগাছটা তার নিকটেই রাখতে চায়। আমি বলবো সালেকিন সাহেব পুরোটাই ধরা খেয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ সাবেক পুলিশ মহোদয় অনেক সুন্দর কথা বলছে
সাগর ভাই এরকম উচ্চ লেভেলের সাইনটিস্টকে নিয়ে আলোচনার আয়োজন করবেন।
সাগর ভাইকে ধন্যবাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
এনায়তুল্লাহ্ আব্বাসী হুজুরের বিজ্ঞান সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। তো ওনাকে আনলে সব চাইতে ভালো হতো।
হা উনি বড়ো বিজ্ঞান নি তবে বেকুব দের জন্য 🤣🤣🤣
আপনি কতটা অশিক্ষিত হলে আব্বাসির বিজ্ঞান বিশ্বাস করেন 😅
কচু জানে।
Enayet boro biggani abalder kase
এখানে কিছু ইসলাম বিরোধীলোক মদের গ্লাসে চুমুক দিয়ে ইসলাম এবং আলেমদের বিপক্ষে কথা বলতে আসছে কিন্তু আব্বাসী হুজুর বা তারও কম জানা আলেমের সাথে সরাসরি বিতর্কে বসলে আমি নিস্সিত এরা লেংটা হয়ে পালিয়ে যাবে, এমনকি আমার সাথে বসলেও পালতে হবে লুঙ্গি খুলে , নাস্তিকদের যুক্তি খুবই দুর্বল ও এদের এ জীবন ও পরের জীবন দুটাই ব্যর্থ
জীববিজ্ঞান সম্পর্কে ধারনা নাই আলম সাহেবের,সাথে একজন কিছু সূত্র দেখা বলা হুজুর, এখানে বিবর্তন সম্পর্কে জানে এমন ৩ জন জীববিজ্ঞানীকে আনা উচিত ছিল।
চৌধুরী সাহেব সুন্দর আলোচনা করেছেন।
সাগর ভাই! ডক্টর এনায়েতুল্লাহ্ আব্বাসী সাহেবেকে এ বিষয়ে আলোচনা করার জন্য আনার ব্যবস্হা করেন।
ডক্টর এনায়েতুল্লাহ সাহেব কে কেন আপনি আপনার প্রোগ্রামে আনেন না?
ছাগল
আলম চাচা বক্তাকে অসংখ দন্যবাদ কারন তিনি জ্ঞানবান। আল্লহ্ তাআলা উনাকে হায়াত বারিয়ে দিন
সালেকিন সাহেব বললেন যে , বেহেস্ত রুপক হইতেও পারে। তাহলে নবী (সা) যখন মেরাজে বেহেস্ত দোজখ থেকে ঘুরে এলেন, সেটাও কি রুপক ছিলো? আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক।
কে দেখেছিল নবী বেহেস্ত ঘুরে এসেছে? নবী বললো আর ওটাই বিশ্বাস করতে হবে? নবী তো প্রমান দিতে পারতেন।
@@mrbh6853 সহিহ হাদিস হলে নবি (সা) যা বলে তাই বিশ্বাস করি।
নবী মেরাজে যায় নাই, উম্মে হানির সাথে রাত কাটিয়েছে!
ওয়াও, সোনা মিয়া কি বসে বসে নতুন হাদিস লেখতেসে
@@mrbh6853 আপনিকি মেরাজের প্রমাণ সম্পর্কে জানেন না??
অনেক গুলো প্রমাণ ছিলো। যা কাফির রা মানতে রাজি হয়েছিলো।
মসজিদুল আকসাতে তিনি নামাজ পরেছেন,যেটা মক্কা থেকে যেতে ১মাসের পথ। কাফিররা যানতেন এর আগে নবী(স) কখনো সেখানে যান নি।তাই তার প্রমাণ দেখান তিনি। মসজিদের কোথায় কয়টা দরজা সব জিগাসা করেন ইহুদীরা। ১মাস পথের ব্যবধানের এক বনিকদের হারিয়ে যাওয়া উটের ঘটনা,ও তাদের উঠ পেতে সহায়তা করেন আমাদের নবী(স) যা ১মাসের পথ দূরে মক্কা থেকে৷ সব প্রমাণ আছে
মুফতি সাহেব চমৎকার আলোচনা করেছেন।
এ বিষয়ে ড আসাদুল্লাহ আল গালিব সাহেব সেরা আলেম। অনেকেই হয়ত ওনাকে পছন্দ করবেন না। তবে আলেমদের মধ্যে ওনার উপরে এ বিষয়ে পড়ালেখা কারো আছে বলে জানা নেই।।
প্রায় ৫০ বছর ধরে এমন একজনকে খুজে ফিরছি যিনি পৃথিবীকে জানেন কিন্তু বিবর্তনকে অস্বীকার করেন। এখনও পাইনি।
বল, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, বিলুপ্ত হওয়ারই ছিলো (কুরআন ১৭:৮১)
কোরআনের চেয়ে বড় মিথ্যা আর কি আছে ?
@@adwitkantirouth3194 quran mittha ei kotha kuthai pelen quran ke mittha proman korthe apnar pitha dada dadar dada kew proman korthe pare niy keyamother aag porzontho parbe o na
Today is so interesting and thank you very much for this discussion
আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা হয়েছে বিজ্ঞানের জন্য আব্বাসী হুজুরকে আলোচনা চায়
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
বিজ্ঞান সম্পর্কে যে আলেম সবচেয়ে ভালো জ্ঞান রাখেন, উনি হলেন আমাদের ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী।
কচু জানে।
আব্বাসিকে মিয়ানমারে পাঠানো হোক , বুঝবে তখন কতো ধানে কতো চাল ।
আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল আব্বাসী হুজুরকে! শুনে হুজুরের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছিল! 😂😂😂😂😂😂
@@লুইসমামূন fake ID 😂
মাথা ঠিক আসে?
May Allah SWT give us proper knowledge and hedayet us
Please bring Dr. Salekin in a solo program. We have so many things to learn from him. Thank you.
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না।
Agree with you.
Thanks sagor sir amar sobse balo lagai niroporad gorib kishu gum hoyejaoya lokder tolkshow kore orginial bangaly Der ontore jayga kore niyesen Salam sonman doya rohilo Allah aponar sohay hok hayat Dan korun ameen
চৌধুরি সালেক সাহেবের কথাগুলো খুবই চমৎকার এবং বৈজ্ঞানিক 🌺
ড,সালিহিন সাহেবে কথা বুঝতে হলে অনেক লেখা পড়া অনেক জ্ঞানী মানুষ হবে।
আল্লাহ আমাদের সবাইকে কুরআন সঠিক বুঝ দান করুন।
রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া।
Apni bujennai, ar sobai bujese
যেই আলেম বায়োলজির উপরও পড়ছে তেমন আলেমই আনা উচিত।
কুরান হাদিস বিজ্ঞানে ভরপুর! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Dear Alam Sir,
You are most welcome from our core of heart.
আমাদের বাবা আদম আঃ থেকে মানুষ সৃষ্টির সুচনা হয় এর বাহিরে যত মতবাদ আছে সব বাতিল।
জনাব সাইফুর সাগর ভাইকে অনেক ধন্যবাদ। আপনার একশো থেকে জানার,বুঝার ও শিক্ষা আছে। এখানে সাবলীল, সুন্দর এবং যৌক্তিক কথা বলেছেন সালেকিন স্যার এবং শায়খ আবু রাহমানি।
তবে এ বিষয়ে আবার টকশো দেখতে শুনতে চাই৷ সেখানে বিজ্ঞ আলেম শায়খ আব্বাসী, সালেকিন স্যার একজন প্রখ্যাত নাস্তিকসহ টকশো করবেন আশা ব্যক্ত করছি।
নেশা করে কাল্পনিক অনেক কিছুই লেখা সম্ভব, তার মধ্যেই ডারউইন একজন!
মুহাম্মদও নেশা করেই নবুয়ত প্রাপ্ত করেছিল। মুহাম্মদ রচিত কোরআনকে কাল্পনিক মনে হয় না কেন ?
Mathamota gadha jader buddhi hatur niche
Khub sundor uttor diechen, hujur.
সাগর ভাই, যদি সম্ভব হয় ডঃ জাফর ইকবাল ও আব্বাসী হুজুরকে নিয়ে এরকম একটি আলোচনার আয়োজন করবেন প্লিজ।
আব্বাসির মত একটা অশিক্ষিতের সাথে জাফর ইকবাল বিতর্ক করে সময় কেন নষ্ট করবে
আসবেনা জাফর পাগলা
Sagor bhai ay program/topic tar follow up chai! InshaAllah arekta episode koren
এইরকম অনুষ্ঠান আরো দেখতে চাই, ধন্যবাদ সকলকে
সুন্দর আলোচনা ছিলো। সবাইকে ধন্যবাদ। ❤️
অভিনন্দন মুফতী সাহেব
Shagor bhaia, aktu ডঃ সালেকিন arro niya asian , i want more videos regarding this.
সাগর ভাই আপনাকে বলতেছি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে না এনে ভুল করেছেন।
Choudhury Salekin Sir এর কাছে অনেক কিছু শিখলাম। উনাকে আলাদা ভাবে একা আমন্ত্রণ জানালে সবাই উপকৃত হবে আশা করি। সাগর ভাইকে রিকুয়েস্ট করছি, উনাকে প্লিজ আলাদা করে নিয়ে আসুন। প্লিজ... 🙏
আল্লাহ তাআলা সালেকিন ভাইকে কোরআনের সহি বুঝ দান করুক আমিন।
জীববিজ্ঞানীকে টেনে না এনে শুধু মূর্থ, অশিক্ষিত আলেমদের ধরে আনলে হবে ? এরা বিবর্তনের বও জানে না। মুহাম্মদের তৈরি কোরআনের বুঝ ওসামা বিন লাদেন সবচেয়ে ভাল জানে। তোমরা কোরান বুঝো না বলেই ইসলামকে শান্তির ধর্ম ভাবো। বুঝলে হয় জঙ্গি হতা অথবা ইসলাম ছেড়ে দিতা।
Mr. Sagore you should bring same level knowledgeable peoples in talk show.
আসুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি
সাগর ভাই আপনার উপস্থাপনা আমার খুব বেশি ভালো লাগে ।
ইসলাম জিন্দাবাদ
কুরান হাদিস বিজ্ঞানে ভরপুর! 😂😂😂😂
সকলেই রাহমানী সাহেবের৷ জন্য দোয়া করবেন।নাস্তিকদের দাঁত ভাংগা জবাব দিতে পারেন।আমিন।
ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। মুর্শিদাবাদ,ভারত।কে রাখলে ভালো তথ্য দিতো
Very,very important discuation disbilivers learn from this.
Disbelievers. বানান ভুল লিখে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন।
Discussion 🤣🤣🤣
এখানে ইসলাম সহ আরেটি ধর্মের লোক হলে ভালো হতো আমরা অন্য ধর্মগ্রন্থে কি আছে তাও জানতে পারতাম
প্রফেসর ড. সিএম সালেকিন একজন জ্ঞানী তার আলচনায় সেটা স্পষ্ট।আর বাকি দুইজনও জ্ঞানী কিন্তু উপযুক্ত প্রেক্ষাপটে অনেক নিচে তাদের অবস্থান
Salekin sir is a intelligent man.
তিনি বানরের বংশ
@@mizanmd8331 আর তুই খাংকির সন্তান
@@mizanmd8331 পুরো ভিডিওর প্রথম থেকে দেখিস, গা*। বানর থেকে মানুষ এসেছে এসব তোদের জারজ আলেমদের কথা। বিবর্তনের না।
Mashallah jajakallah sheikh Rahmani saheb
এখানে কোন মুসলিম বায়োলজির প্রফেসর আথবা ডাক্তার আনতে পারতেন।নিদেনপক্ষে ড. এনায়েত উল্লাহ আব্বাসী স্যারকে রাখতে পারতেন।
আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল আব্বাসী হুজুরকে! শুনে হুজুরের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছিল! 😂😂😂😂😂😂
@@লুইসমামূন শালা পাগল
Mr Sagar
Thanks for this nice presentation
হুজুরের বায়োলজি সম্পর্কে জ্ঞান কম আছে। বায়োলজি ভালো জানে এরকম কাউকে আনবেন দয়া করে।
apni jokto hote parten
সাগর ভাই এ তিনজনকে আবার দাওয়াত দিবেন - আমি এ ভিডিওটা ১০ বার দেখেছি শুনেছি
এমন আলেম আনা উচিত যার বায়োলজির ও জ্ঞান আছে(ড জাকির নায়েকের মতো)।আর পুলিশ সুপার এই আলোচনদয় কি করে
ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে আনলে ভালো হতো কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসি আর ডাক্তার জাকির নায়েক রাত দিন বেশ কম কেননা আব্বাসী সাহেব উনি একজন আলেম আর জাকির নায়েক একজন গবেষক গবেষক আলেমের সমতুল্য কখনো হতে পারে না এটা আল্লাহর তায়ালা তাকে এরকম সম্মানও দেয় নাই
@@mdlutfur7719 আব্বাসী হুজুরের ও বায়োলজি নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই,ওনাকে আনারও কোনো মানে হয় না
@@লুইসমামূন এটা জানতে হলে তোমাকে কোরআন পড়তে হবে,,জ্ঞানীরা কোন বিষয়ে কথা বলার আগে সেই বিষয়ে আগে ভালো করে জেনে নেয়,আর মুর্খরা না জেনেই লাফায়।
@@sakibusa9877 তাহলে আপনি আব্বাসের সম্পর্কে পরিপূর্ণ জানেন না
আব্বসির মত বিজ্ঞানীদের দরকার ছিল
Rahmani সাহেব ও ভালো আলোচনা করেছেন
এখানে একজন দায়িস্ট বায়োলজিস্টকে আনার প্রয়োজন ছিল।।
হে আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের উপর সম্পূর্ণ ঈমানদার বানিয়ে দিন এবং অন্যান্য ধর্ম যারা আছে সকলকে হেদায়েত নসিব করেন আমিন
ডারউইন কাফের তার আবার মতামত কিসের?
ধর্ম বর্তমানে খুব লাভ জনক ব্যবসা হয়ে গেছে
তাহলে আজকের পৃথিবীর কোনও বানর কিংবা শিম্পাঞ্জি কেন মানুষ হয় না।
কে বলেছে হয় না তুই নিজেই তো হয়েছিস আধা বানর অশিক্ষিত গাধা
মূর্খ আগে বিবর্তন সম্পর্কে জান, এরপর বান্দরের গুষ্ঠি কে, সেটা বুঝতে পারবি। আসল বান্দর তোরা।
Tik
@@dhormerkharapja আচরণ ও পরিচয় বহন করে।
@@abozubairbinsaid1620 কুকুরের সাথে কুকুরের মত আচরন করা লাগে। চীন সেটা বুঝিয়েছে উইঘুরদের বেধে রেখে। শয়তান কে শয়তানের মত চাল না দিলে, শয়তান বুঝে না।
মি সাগর,হার্ভার্ড প্রফেসর সাথে আরেক প্রফেসর এর তর্ক হতে পারে
এনায়েতুল্লাহ্ আব্বসী হুজুর ছাড়া হবে না।
আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল আব্বাসী হুজুরকে! শুনে হুজুরের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছিল! 😂😂😂😂😂😂
@@লুইসমামূন সোনা তুমি সুয়ে থাকো দারিয়ে থাকো কেন
Mohammad আলম sahab ভালো আলোচনা করেছেন
সাগর ভাই এ মুফতী মোল্লার সাথে সজলরোশন রোশনের সাথে একটা ডিভেডের আয়োজন করেন। "কোরআন বুঝতে হলে হাদীসের প্রয়োজনিয়তা "।
সজল ঈশাহী মুসলিম এই সজল অনেক আগেই ডিভেটে হেরেছে।
সজল রওশন ফাঁকা মাঠে বুলি ছুঁড়তেন।যখন আব্দুর্রাজ্জাক বিন ইউসুফ এর ছেলে আব্দুল্লার সঙ্গে ডিভেটে এসেছিলেন।আব্দুল্লাহর প্রশ্নের জবাবে বলেছিলেন শিখতে এসেছেন !
আমরা হোমুসেফিয়ান মানলাম কিন্তু আমাদের পূর্বে যে আরো দুটি প্রজাতি ছিল,হোমুহেবিলিস এবং হোমুইরেক্টাস তারা কোথায়?
তুই একটা পাগল
@@gamingbabu1305 পাগলে নিজেরে ছাড়া সবাইকে পাগল মনে করে।
বিজ্ঞানী দিন রাত পরিশ্রম করে আবিষ্কার করবে।
হুজুর বসে বসে কোরআন থেকে মিলাবে
এটাই ইসলাম
এখানে কাজি ইব্রাহিম সাহেব এর দরকার ছিল।
আমরা জানি আল্লাহর আযাবে মানুষ থেকে বানর হয়েছে।
(সূরা বাকারা-আয়াত ৬৫ ও সূরা আরাফ-আয়াত ১৬৬)
এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর হলে ভালো হতো, কারণ হুজুরের বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা আছে।
কচু জানে।
আল্লাহ ইসলামের বিজয় দান করুন আমীন ছুমমা আমিন আল্লাহ আলেম দের কে হিপাজত করুন আমীন ছুমমা আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে কবুল করুন আমীন ছুমমা আমিন