তাজ হাশমী ও এনায়েতুল্লাহ আব্বাসীর ঐতিহাসিক ডিবেট !!
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- প্রিয় দর্শক,
আপনাদের ভালোবাসায় সিক্ত নাগরিক টিভির জনপ্রিয় অনুষ্ঠান “হার্ড টক্” দীর্ঘদিন বিরতির পর আপনাদের সামনে নতুন একটি লাইভ পর্ব « তাজ হাশমী ও এনায়েতুল্লাহ আব্বাসীর ঐতিহাসিক ডিবেট « হাজির হয়েছি।
এবারের বিশেষ পর্বটিতে সমসাময়িক ইসলামিক এবং রাজনৈতিক বিষয়ে কথা বলতে প্রথমবারের মতো আমরা মুখোমুখি করেছি আল্লামা ড এনায়েতুল্লাহ আব্বাসী এবং অধ্যাপক ড তাজ হাশমীকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন নাগরিক টিভির
বার্তা প্রধান নাজমুস সাকিব। অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে নাগরিক টিভির সবগুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে
নাগরিক টিভির সাথেই থাকুন!
এরকম একটি প্রোগ্রাম এর আয়োজন করায় নাগরিক টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
সর্বপরি নাজমুস সাকিব ভাই ও নাগরিক টিমকে অনেক অনেক ধন্যবাদ।
At times Dr. Enayetullah got very excited. In a debate one must have the patience to listen to his opponent. Undoubtedly the audience got benefited because there were things many of us didn't know we'll. Thanks to both the speakers.
@@mohammadakhtaruzzamankhan5848 👍👍
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ
ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী এবং
ডঃ তাজ হাসমী আপনাদের পতি অনেক অনেক ভালোবাসা
I salute Dr. Taj Hashmi for his deep knowledge, rationale discussion and great demeanor and patience. You have shown how educated people behave.
Rightly said Apu
@জাকিয়া@আফিয়া, সঠিক যুক্তি উপস্থাপনে ব্যর্থ, উপযুক্ত যুক্তি মানতে নারাজী এরকম শিক্ষিত লোকের ব্যবহার ধুয়ে পানি খাও...............এই কমেন্ট উপরে হুবহু পাইছি জাকিয়া সুলতানা নামে......কমেন্টের ধাপ্পাবাজি মনে হচ্ছে.................................
@@supriolimon5641, আমার বালের ধাপ্পাবাজি, কথা তো ঠিকই বলছে। পুরাটা সময় তো আব্বাসি ই বললো, আমার শাউয়ার যুক্তি দিছে। ভালো ব্যবহার করলেও দোষ না করলেও দোষ। কথার সাথে না মিললেই ধাপ্পাবাজি।
right
মাশাল্লাহ।
এরকম পন্ডিত ব্যক্তির আলোচনা শুনতে পারাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার! ❣️❣️❣️
আমার মনে হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে পছন্দ করেছেন বলেই এরকম সুন্দর একটি আলোচনা শোনার তাওফিক দান করলেন!!
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
allah tomar jonno hajir biriyani kine rekheche. sorge gele hurporider sathe khabe.
ড. আব্বাসী হুজুরের ঔদ্বত্যপূর্ণ অচরনে খুবই মর্মাহত হয়েছি ।ড. তাজ হাসমী স্যারের পাণ্ডিত্যের গভীরতা উপলব্ধি করতে হলে আব্বাসী হুজুরকে আরও অনেক দূর যেতে হবে।
Don't be blind
হাস্যকর
ঠিক
মাশাআল্লাহ !
পন্ডিত ব্যক্তিদের এরকম চমৎকার উন্মুক্ত আলোচনা সত্যিই অসাধারণ !!
These are the bright sign that we are growing up as Muslim in the world. This debate shows that we are practicing open-knowledge today.
আব্বাসী হুজুর কে আমার সেলুট , আমাদের ইসলামী স্কলার রা এত ট্যালেন্টেন্ড আগে জানতাম না । আমি গর্বিত আপনাকে নিয়ে আব্বাসী হুজুর ।
abbashi hujurer gar mari. shalar murkho.
You are a murid of abbasi..
Sorry Abbasi is arrogant Tazhasmi say again again he believes in only sohi Hadis.
@@miron6898 How do you know which are sahih hadith? Stop arguing false thing..
It seems Taj hashmi has no more knowledge about Islsm..
Some stupids support him and protest other who makes comment against him..
@@mansurhallaj8568 ছাগল, আগে নিজে বাংলা বানান শিখে কমেন্টে অন্যকে মূর্খ বলতে আসবি..
অসাধারণ আলোচনা!!! পরবর্তী আলোচনা শোনার অপেক্ষায় রইলাম। আল্লাহর নিকট তাদের উভয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
খুবই ফালতো আলোচনা। আপনি বিশ্বাস থেকে বেরিয়ে এসে বিবেচন করেন, দেখবেন দু’জনই হাস্যকর আলোচনা করেছেন।
@@alamgirkabir9983 ভাই, আমি যেটা বলেছি এটা আমার মতামত। অবশ্যই আমি আপনার মতামতকেও শ্রদ্ধা করি।
ha ha ha, apni to besh valo manush viya
@@alamgirkabir9983 আপনিও :)
Hashmi saheb is indian by birth not Banglafeshii he is not our soil son so he takes all facility from this soil but not gives any sacrifice for Bangladesh only gives confused conversation
Dr.Taj Hashmi is a genius & distinguished professor. He is a good man & reticent. I respect him.
এটা সত্য যে ডক্টর তাজ হাশমি অনেক সময়ই ইসলামিক স্কলারদেরকে অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন কিন্তু আজ তিনি অনেক সম্মান দেখিয়েছেন কথা বলার সময়। তাজ হাশমিকে ধন্যবাদ।
ভাই না পেরে সম্মান দেখিয়েছেন। প্রতিটি কথার ই যোক্তিক উত্তর পেয়েছেন যার প্রতি উত্তর তিনি দিতে পারেননি
Not a sibgle answer was logocal.
@@user-vw2ib6wm3c ক্রিটিক্যাল প্রশ্নের জবাব দেয়ার দায়িত্ব হলো স্কলারদের কাজ, তাই বলে ক্রিটিক্যাল প্রশ্নকারীকে সম্মান দেখানো হবে না এটা ইসলামিক নয়। প্রত্যেক বিষয়ে ক্রিতিক্যাল প্রশ্ন অথবা চ্যালেঞ্জ করা ভালো তাতে ইজতিহাদ এর কাজ অগ্রসর হতে থাকে, স্কলারদের বিকাশ সাধন হয়, তাতে জাতি সমৃদ্ধি লাভ করে।
@@freehandanaerobictrainingt8376 bukachuda Engreji likhte parish na abar likhte jash. eta kon english?"sibgle answer was logocal"?????
@@mahbubmalik572 ইজতিহাদ- eisob baler arbi na likhe Banglai likhe dile bhalo hoy. Islam holo bhya dhormo, tar abar scholar, abbassi holo mal kamano pir. Bharoter madrasai naki Ph.D koreche. Madrasai Ph.d. ha haha....
নাজমুস সাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য!
জনাব আব্বাসি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও হায়াত দিক। কোরান হাদিস নিয়ে আপনার কথা যেন সব সময় শুনতে পারি।
আলহামদুলিল্লাহ,ড.এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরকে ধন্যবাদ তবে উনি আরেকটু সংযত ভাষায় কথা বললে ভাল হত।ড.তাজ হাসমীকে ইতিহাসের বিষয়ে অঢেল জ্ঞানের বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি।
আব্বাসীকে উগ্র মনে হয়েছে যা নির্বুদ্ধিতা এবং অহমিকার স্বাক্ষর।
@@fs01tv31 কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি। (আন-নিসাঃ ৮০)
আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে।
আব্বাসী সাহেবর জন্ম ১৯৭৮। তার মানে তিনি এখনো যুবক।
তাজ হাসমীর জন্ম ১৯৪৭। তার মানে তিনি শেষ জীবনে আছেন।
তাহলে দুজনের কথার তেজ একরকম আশা করেন কেন?
সরি আমি তাজ হাশমী সাহেবকে তেমনএকটা পছন্দ করতাম না। আজকে তারঁ ৩৬০° প্রজ্ঞা দেখে মুগ্ধ হলাম। What a Smart Man. Salute ✌️✌️
হাদীস পর্ব -২ || হাদীসের নামে যত বিভক্তি, যত বিভ্রান্তি| sajal roshan এর সাথে ডিবট করুন এনায়েত উল্লাহ আব্বাসী আপনি যে উদ্ধত আচরন করে কথা বলেছেন তার সমুচিত জবাব পাবেন আপনি।
@baha ভাই, আব্বাসী হুজুরের যুক্তিতে তাজমহল ভাইঙ্গা গেছে, এজন্য ৩৬০ ডিগ্রী প্রজ্ঞা আসছে
@@mahmudparvez3130 Abdullah Bin Abdur Razzak এর সাথে Sajal Roshan এর ডিবেট দেখে নিয়েন।
@@mahmudparvez3130 ফেস দ্যা পিপুলে, সজল রোশান, আর আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাকের ডিবেট আছে দেখে নিবেন, আশা করি,
এরা কি সবাই অন্ধ😂😂
নাগরিক টিভির এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে দুজন মহামান্য ব্যক্তির মধ্যে দর্শকের মনে এমন প্রতিক্রিয়া বা প্রশ্নবিদ্ধ করে তোলা উচিত হয়নি। কারন দুজন দুই জগতের মানুষ এবং দুজনেই সম্মানিত।
আজ প্রথম হাসমী স্যারের মুখে 'আলহামদুলিল্লাহ' ভালো আছি বলতে শুনলাম।
taj hashmi sir brilliant & humble,
may allah bless you
ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন 👈👈👈🇧🇩💚
আলহামদুলিল্লাহ আব্বাসী হুজুরকে অসংখ্য মানুষের ধন্যবাদ। আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক তথ্য বহুল আলোচনা উপস্থাপন করেছেন। জাযাকুমুল্লাহ খাইর।
Madrasar katmolla abbasi murkho .Taj Hashmi proman kora dilan.Mufassil Islam vi a bapara aro details video korasan
@@njitoip তাজ হাসমি কুরআন হাদীস থেকে একটাও উদৃতি দিতে পারলো না কত বড় মূর্খ কুরআন হাদীসের ব্যপারে সেটা স্পষ্ট ফোটে উঠেছে।
তাজ হাসমী সাহেবের কথা গুলোও খুবই মূল্যবান। উনার কথা বাস্তবধর্মী। আব্বাসী সাহেব অনেক দলিল উপস্থাপন করেছেন সে টা প্রশংসাযোগ্য , তবে উনি আমিত্বে ভরপুর ।
@Azad Khan কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি। (আন-নিসাঃ ৮০)
আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে।
যে হাদিস না মানবে তারা কাফের তার মানে তাজ হাদিস কাফের
@@ashikpikul9845 যে হাদিস মানবে না সে মুনাফিক। আর মুনাফিকরা কাফিরদের থেকেও জঘন্য।
যাঁরা তাজ হাসমীকে মুনাফা বলছেন, তারা সকলেই গরু ছাগল, বিবেকহীন জুতা বহনেরও যোগ্য না।
@@jaforullhakhan9446 যে হাদিস মানবে না সে মুনাফিক। আর মুনাফিকরা কাফিরদের থেকেও জঘন্য।
ড.তাজ হাশমি সাহেবের হাদিস সম্পর্কে অভিজ্ঞতা কম ইতিহাসের সাগর
ধন্যবাদ দুজনকে
উনি সম্পূর্ন বিষয়েই অন্তত এদেশের অধিকাংশ ব্যক্তির চেয়ে জ্ঞানী।
সব বিষয়েই। উনি সকল হাদিসের সোর্সং নিয়ে জানেন
উভয়ের বিষয়ভিক্তিক আলোচনা সমালোচনায় অনেক কিছু জানার সুযোগে ধন্য হলাম।
অসাধারণ একটা ডিবেট দেখলাম,
তবে ড.তাজ হাসমী স্যারের কথা বলার ধরন অনেক ভালো ছিলো,
আব্বাসি হুজুর অনেক রুট ভাবে কথা বলেছেন!!
আব্বাসি হুজুর
ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী এবং
ডঃ তাজ হাসমী আপনাদের পতি অনেক অনেক ভালোবাসা
অতুলনীয় একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ!
অসাধারণ একটা ডিবেট দেখলাম,
তবে ড.তাজ হাসমী স্যারের কথা বলার ধরন অনেক ভালো ছিলো,
আব্বাসি হুজুর অনেক রুট ভাবে কথা বলেছেন!!
আব্বাসি হুজুরকে আরেকটু বিনয়ী হতে হবে!!
Bhai right bolesen
শব্দটি রুট নয়, হবে 'রুড'।
@zakir jaigirder
এতবড়ো একটা গালি দেয়া ঠিক হলোনা।
This is the Hallmark of the Huzur.They always impose never goes for discussion.
The comment is not justified.
Dr.Taj hashmi sir k onk onk dhonnobad nomoniyo hoar jnno😍😍
ইসলাম বিষয়ে আব্বাসি হুজুরের মত জ্ঞানী লোক খুজে পাওয়া জাবে না।যেকোনো বিষয়ে এযুগে সেরা বয়ান দেন তিনি। আলহামদুলিল্লাহ দোয়া ও ভালবাসা রইল আব্বাসি হুজুরের জন্য।
একটা বেয়াদব।
@@jaforullhakhan9446 আপনি পারবেন এরকম ভাবে বয়ান দিতে .
উগ্র মুখস্থ বিদ্যান, কুরআনের এবং যুক্তির ্জ্ঞান নেই
অসাধারণ ডিভেট ভাল লাগলো। দুন জন কে ধন্যবাদ
তাজ হাশমী কে ধন্যবাদ, নমনীয় হওয়ার জন্য
নমনীয়তা সবসময় বোঝা বা সহমতের চিহ্ন নয় অনেক সময় অতর্কিত হামলারও প্রস্তুতি ও বলা হয়।
One of the great qualities of being Muslim is politeness. I request Mr Abbasi to become more polite and respectful to the opponents in future debates. Winning a heart is more valuable than winning a battle.
যদি কোনো হাদীস সম্পর্কে সন্দেহ থাকে তাহলে কোরআন এর উপর পুরুপুরি নির্ভর করতে হবে। এটাই সত্যি। হাশমি স্যার বলেছেন কোরআন unique। তাঁর ভাষা শৈলী সহ সব অন্য রকম যা পৃথিবীর অন্য কোনো গ্রন্থে নেই।
ধন্যবাদ হুজুর মাশাল্লাহ
ধন্যবাদ ড. তাজ হাশমি ।
same 💚
৮মাস আগে ঐদিন সরাসরি দেখেছিলাম আবার নতুন করে দেখলাম।খুব ভালো আলোচনা
Wait for next debate. Thanks nazmus sakib. Be patient Abbasi to understand mr.taz hasemi. I hope he will be understand slowly. There is nothing win or lose.Do something's only for Allah. Go ahead Anatullah Abbasi. Love him only for Allah
শ্রদ্ধেয় এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আপনি যেভাবে আলোচনা করেন তা দিয়ে হয়তো আলোচনায় নিজে জয়ী হতে পারবেন।
কিন্তু দিন শেষে এভাবে ইসলাম পরাজিত হবে।
(আল্লাহ আমাদের সকলকে প্রকৃত অর্থেই নবীর
জীবন আদর্শ ও আচরণ অনুসরণ করার তৌফিক দান করুন)
উনার কথায় মানবিকতার সাথে যায় নাই৷ উনি কোরান ও হাদিসকে সমান্তরালে রেখেছেন।
তুমি শালা ইহুদিদের দালাল ডঃ এনায়েতুল্লাহ আব্বাসির উনি যেভাবে ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ
ঠিক
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশ দেওয়ার মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন, আমিন।
ডা এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর এগিয়ে যান
তাজ হাসমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ
এনায়েত উল্লাহ আব্বসী কি বল্লেন? তিনি বল্লেন যে হযরত মুহাম্মদ (সাঃ) আর আল্লহ আর হজরত মুহাম্মদ মাঝে দুরত্ব ছিল দুই ধনুক বা তার কম। স্যার তাজ হাসমী মনে হয় কথাটা খেয়াল করে নাই। দুই ধনুকের কথাটার আসল মর্ম কি তা কোরআন ভালভাবে পড়লেই বুঝা যায়। তার পরেও বলছি আল্লাহ ঐ আয়াতে আল্লাহ তালা হযরত জিবরাইল (আঃ) আর হযরত মুহাম্মদ (সাঃ) মাঝে দেখা হবার ব্যাপারে বলেছেন।
মাশাল্লাহ দুজনের আলোচনাই আসাধারণ
স্যার তাজ হাসমী আপনাকে আমি অনেক সম্মান ও শ্রদ্ধা করি।🤗🌻💙💚
ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসুন। হাদীস না মানলে বিপথগামী হবেন।
@@shahriarsohag27 ঠিক আছে যদি সব হাদীস মানি তাহলে, আমার কুরঅান পড়ে খতম দিয়ে সোওয়াব কামানোর দরকার নাই। ৩ বার সূরা ইখলাস আর ১ বার সূরা ফাতিহা পড়লে ই তো পুরো কুরঅান পড়ার সোওয়াব পাওয়া যায় হাদীস অনুযায়ী। যেসব হাদীস আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায়, সেগুলো স্বয়ং হাদীস লেখকগণ নিজেই বলে গেছেন। আর আমরা অন্ধের মতো হাদীস যাচাই না করে সব গিলে খাচ্ছি।
@@shahriarsohag27 আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি কোথাও বলি নাই আমি হাদিস মানি না।
@@KindaMinda 👍👌
@@KindaMinda কুরআন পড়ে মানুষ অক্ষরে অক্ষরে সওয়াব পাবে সেজন্য কুরআন নাযিল হয়নি। কম জানেন বলেই তো বেশি বকেন। অল্প বিদ্যা ভয়ংকর কথাটা আসলেই ঠিক। কুরআন নাযিল করা হয়েছে মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য, পরকাল সম্পর্কে জানানোর জন্য। কুরআন পড়লে যে সওয়াব পাওয়া যায় এই কথা কুরআনে কই পাইছেন আপনি? হাদীস থেকেই তো জানছেন। আবার বলেন হাদীস মানি না। কথারই তো ঠিক নাই আপনার। কুরআন পড়লে সওয়াব পাওয়া যায় এটা বিশ্বাস করতে পারেন আর ইখলাস পড়লে কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে এটা বিশ্বাস করতে পারেন না? এত দিমুখিতা?
কুরআন পড়বেন আপনার হেদায়াতের জন্য, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আমল করবেন কি দিয়ে? কাকে দেখে? হাদীস তো আর যা ইচ্ছা তাই না, নবী যা বলে গেছেন যা করে গেছেন সেটাই তো হাদীসে আছে।
কুরআনে যে রসূলের আদর্শ মেনে চলতে বলছে তো সেসব আদর্শ কই পাবেন? ইতিহাস বিশ্বাস করতে পারেন আর অথেন্টিক সোর্স থেকে নবীর কথা বিশ্বাস করতে পারেন না? প্রস্রাব করে যে পানি নেওয়া লাগে এটা কই শিখছেন? নামাজ কিভাবে পড়তে হয় সেটা কিভাবে শিখছেন? নামাজে কি বলতে হবে সেগুলো কই থেকে শিখছেন?
হয় ভন্ডামি বাদ দেন নাহলে ভুলভাল মানুষের কথা শোনা বন্ধ করেন।
আপনাদের দু'জনকেই অনেক ধন্যবাদ তবে আমি আব্বাসী সাহেবের প্রতি কৃতজ্ঞ কারণ এইসব মূল্যবান কথাবার্তা বলেছেন যা জেনে সত্যিই অনেক উপকৃত হয়েছি। জ্ঞান অর্জনের কোন বয়স হয় না এই বয়সেও জ্ঞান অর্জন করা যায়।
সুন্দর আলোচনা। কিন্তু আব্বাসী সাহেবকে আরো বিনয়ী হওয়া উচিত ছিলো।
কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি। (আন-নিসাঃ ৮০)
আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে।
বিক্ষিপ্ত তর্কে গলার জোর চাঙ্গা থাকলে, শ্রোতা-দর্শকের বাহবায় আত্মতুষ্টিতে জোয়ার আসতে পারে তবে সেটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা বলা যাবে না। ডঃএনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আচরণে কয়েকবার অশোভন ভাব পরিলক্ষিত হয়েছে, যা অনৈসলামিক এবং নিন্দনীয়।
আর ডক্টর তাজ হাসেমীর দায়িত্ব হবে একজন আমলদার আলেমের সংস্পর্শে এসে হাদিসের সনদকে বুঝতে চেষ্টা করা। একজন মুসলিম হয়ে অন্য মুসলিমের উপর অযাচিতভাবে ভূলভাল জাজমেন্ট আঁচড়ে দিলে, তার জন্য নিজেকেই দায়ী থাকতে হবে। ইমাম বুখারীর কাজ সম্বন্ধে নন-তর্কবাজ একজন আমলদার/পরহেজগার আলেমের ছহবতে থেকে লেখাপড়া করুন, তারপরে জাজমেন্ট দিন। কিতাবুল ফুরকান একটাই এবং সেটা হচ্ছে- আল কুরআন। আল্লাহ সুবহানাতায়ালা কুরআনের গ্যারান্টার, অন্য কোন গ্রন্থের নন। সে ক্ষেত্রে নোটেড সুন্নাহ বা হাদিস সংকলনের মাঝে কোন বর্ননা নিয়ে আল কুরআনের আলোকে আপত্তি নিষ্পত্তির প্রশ্ন আসতে পারে। কিন্তু সম্পূর্ণ বুখারী শরীফকে তথা বোখারী শরীফের সংকলিত সকল হাদিসকে অন্ধভাবে খারিজ করে দেওয়াটা অশোভন, অযৌক্তিক ও বিদ্বেষপ্রসূত এবং একইসাথে রাসূল সাল্লাল্লাহু সালামের সুন্নাহ নিয়ে স্বেচ্ছাচারী আচরণের শামিল।
@@TainRizvi আলহামদুলিল্লাহ শত শত কমেন্টের মাঝে একটি যৌক্তিক কমেন্ট করেছেন জনাব।
তাজ হাশমী একজন অ্যাকাডেমিক এ কারনে উনি রিজালশাস্ত্র বুঝতে পারেন না। উনি হিস্টোরিওগ্রাফি বুঝেন। এর কারনে রিজালশাস্ত্রকে "স্পেকুলিটিভ" ক্যাটাগরিতে ফেলে অবজ্ঞা করেন। অথচ কুরআনের উসুল হচ্ছে তথ্য ভ্যারিফাই করা, যা আমাদের পূর্ববর্তীরা করেছেন। যে আল্লাহর উসূলে সন্তুষ্ট নয় সে পূর্ববর্তী যে কোন কিছুকে গ্রহন করার পূর্বে "অ্যানালিটিক" অ্যাপ্রোচকে প্রাধান্য দেয়। যেমনঃ আর্কিওলোজিক্যাল এভিডেন্স।
যদিও "অ্যানালিটিক" অ্যাপ্রোচ একটা চলমান প্রক্রিয়া এবং এর মাধ্যমে কোন ডিডাকশনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এপিস্টেমলজি নিয়ে পড়া থাকলে এটা জানা থাকার কথা কিন্তু পশ্চিমা নাস্তিক ব্যবস্থা এগুলো লাইম লাইটে আসতে দেয় না।
এখন আসি আসল কথায়, প্রথমত, যারা আল্লাহ ও তাঁর রাসূলের উসূলে সন্তুষ্ট নয়, অ্যাকাডেমিক উসূলের ধোঁকায় পড়ে মুমিনদের বিভ্রান্ত করার জন্য উঠে-পড়ে লাগে তারা অবশ্যই বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী হত, তাহলে ঈমান আনার পর আল্লাহ তাদের হেদায়াহ বৃদ্ধি করে দিতেন। কিন্তু আল্লাহ তাদের বিভ্রান্ত করেছেন। এবং ফাসিক ব্যতীত আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন না।
দ্বিতীয়ত, একটা ব্যাপার খেয়াল করার জন্য অনুরোধ থাকবে। বাংলাদেশে হাদিস বিরোধীরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারন হচ্ছে নাস্তিক অ্যাক্টিভিস্ট, যারা প্রথমে নাস্তিকতার দাওয়াহ দিয়ে ব্যর্থ হয়ে মুসলিম সেজে মুমিনদের ধোঁকা দিচ্ছে। মুফাসসিল ইসলাম, সজল রশান সহ অনেকই এদলে রয়েছে। এসব নিয়ে বিভ্রান্তি সামনে আরও বৃদ্ধি পাবে বলেই আমি আশংকা করছি।
অবশ্যই আল্লাহ কিছু বিশ্বাসীদের অন্য বিশ্বাসীদের থেকে বেশী জ্ঞান দিয়ে থাকেন। এবং আমিও আপনাকে সেই কাতারেরই একজন বলে মনে করছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, হাদিস অস্বীকারকারীদের বিরুদ্ধে ইন্টারনেটে কলম ধরার এবং বিজ্ঞ আলেমদের এ নিয়ে মানুষকে উপদেশের অনুরোধ করার।
@@TainRizvi সঠিক কথা বলেছেন, ভাইজান। বুখারী রহঃ সম্পর্কে জানলে বোখারীর মত গ্রন্থ সম্পর্কে কারও সন্দেহও থাকতে পারে না।
@@f.h7871 অনাবশ্যক চিৎকার করে বেহুদা কথা বলা নির্বুদ্ধিতার পরিচায়ক। পবিত্র কোরআনে সাবধান করা হয়েছে, ‘তুমি পদক্ষেপ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে, কেননা স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।’ (সূরা লুকমান, আয়াত: ১৯)
.
.
.
পবিত্র কোরআনে মানুষকে সুন্দরভাবে কথা বলার শুভ শিক্ষা দিয়ে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাহলে তিনি তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন।’ (সূরা আল-আহজাব, আয়াত: ৭০-৭১)
ধন্যবাদ আপনাদের সকলকে। এই ধরনের অনুষ্ঠান চলতে থাকুক এতে করে আমরা সকলেই উপকৃত হব। এবং ধর্ম সমন্ধে সঠিক দিকনির্দেশনা পাব। ধর্মান্ধ তা দূর করতে সহযোগি ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
শুকরিয়া।
Courtesy costs nothing . জনাব আববাসীকে আরো শালীন ও বিনয়ের সাথে বক্তব্য রাখতে অনুরোধ জানাচ্ছি। কোন আলেমের জন্য এরকমের অপরিশীলিত আচরণ ও উচ্চারণ একেবারেই শুভনীয় নয়।
জনাব ডঃ তাজ হাশমীকে ধৈর্য , শালীন , নিরহঙ্কার ও শিক্ষণীয় আচরণের জন্য মোবারকবাদ জানাই।
আল্লাহ্ পাক আমাদের সকলকে জ্ঞান দান করুন । আমীন।
দুজনকে ই ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। সত্যিই মহান আল্লাহ তায়ালা ইসলামকে স্পষ্ট করে দিয়েছেন। আমি না মানলে দোষী আমি। তবে হুজুরের কাছে আমাদের অনুরোধ নমনীয় আচরণ দ্বারা হেদায়েত চাইতে এবং চেষ্টা করতে। আমার ভুল হলে ক্ষমা করবেন এবং মহান আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন। আমীন
Thanks Both of YOU dear respective two persons....
ধন্যবাদ। ড. তাজ হাসেমি কে। কুরআন সম্পর্কে মানুষের সঠিক ধারণা প্রয়ােজন।
কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি। (আন-নিসাঃ ৮০)
আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে।
ঠিক বলেছেন
ডঃ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসি জিন্দাবাদ
ইসলাম কমন সেন্স এর বাহিরে না।
There is a saying, the loudest man in the room is not always the rightest one! I love the way Dr. Taj Hashmi says and analyze any topic. Taj Hashmi talked to the point, where Abbsi talked many times without undetstanding Hashmi's point.
সুন্দর বলেছেন। ইসলাম একটা লজিক্যাল ধর্ম।
অসাধারণ আলোচনা। দু জন আলোচকেই
ধন্যবাদ।
আল্লামা মুফতি এনায়েতউল্লাহ আব্বাসির এলমের গভীরতা দেখে আমি মুগ্ধ হলাম।
উনি হাদিসকে কুরানের সাথেই উচ্চারন করে কেন?
অনেক সুন্দর আলোচনা হয়েছে তবে হুজুরের কথাগুলো অনেক ভালো লেগেছে
ধন্যবাদ আল্লামা আব্বাসী কে
চিন্তাশক্তির জয় হোক,অনুরোধের ঢেঁকি নিপাত যাক।তাজ হাশেমকে ধন্যবাদ
হাদীস পর্ব -২ || হাদীসের নামে যত বিভক্তি, যত বিভ্রান্তি| sajal roshan এর সাথে ডিবট করুন এনায়েত উল্লাহ আব্বাসী আপনি যে উদ্ধত আচরন করে কথা বলেছেন তার সমুচিত জবাব পাবেন আপনি।
দুজনেই ভালো বলেছেন.... কিন্তু একটা শব্দ বারবার মাথায় হিট করছে, আরবদের জুতা বহনের ক্ষমতা আমাদের নেই, আব্বাস হুজুরের কথাটা কতটা যুক্তিসংগত্ত????
ধন্যবাদ দুই জন কে - দুই জন ই ইসলাম এর বড খাদেম।
আব্বাসি হুজুর যথার্থই বলেছেন।সত্যের পক্ষে কথা বললে একেবারে ঠান্ডা বরফ থাকা যায় না।
তাজহাশমী স্যারের কথাও সুন্দর লাগছে
আল্লাহ এনেয়েত উল্লাহ আব্বাসি নেক হায়াত দান করুক ও ইসলামের জন্য কবুল করুক (আমিন)
সুবাহানআল্লাহ ❤️❤️❤️
Dr.Hasmi sir is great.
thanks alot Mr hashmi sir
জনাব আব্বাসি অনেকটা এরোগেন্ট ছিলেন, আরও সহনশীল হওয়া উচিত ছিল, এবং জনাব তাজ হাসমিকে স্যার বলে সম্মোধন করা উচিত ছিল, আব্বাসি যদিও যুক্তিতর্কে এগিয়ে ছিলেন তথাপি দাম্ভিকতাও ছিলো।
তবে পাগলা মুফাস্সিল এই ভিডিও দেখে থাকলে আব্বাসির সাথে বিতর্ক বসতে ভয় করবে।
আসলে আপনি যদি বলেন ৫+৫=১০ হবে, কিন্তু আমি যদি বলি ৫+৫=৯ হবে। তখন আপনার অবস্থাও অ্যারোগেন্ট টাইপের হবে। কারণ বাস্তবেই যে ৫+৫=১০
৫+৫=১০ সেটা হুজুর বুঝেন নাই। কোন যুক্তিই খন্ডাতে পারেন নি
@@freehandanaerobictrainingt8376, কে যুক্তি খন্ডাতে পারে নাই?
হাদীস পর্ব -২ || হাদীসের নামে যত বিভক্তি, যত বিভ্রান্তি| sajal roshan এর সাথে ডিবট করুন এনায়েত উল্লাহ আব্বাসী আপনি যে উদ্ধত আচরন করে কথা বলেছেন তার সমুচিত জবাব পাবেন আপনি।
@@mahmudparvez3130 আব্বাসী হুজুরের যে কয়েকটা ডিবেট দেখলাম , তোমার sajal roshan কে ভরে দিবে ইনশা- আল্লাহ্, সম্ভব হলে আয়োজন করো, দেখতে চাই তোমার sajal roshan এর কত দম...
আব্বাসী সাহেব আর একটু নমনীয় হয়ে কথা বললে ডিবেট টা সত্যিই অসাধারণ ছিল,,
তাজ হাসমির পক্ষেই যে বেশিরভাগ ব্যক্তি দেখে অবাক লাগছে।
তিনি ঠিক বলেছেন
আমার কাছে আশ্চর্য লাগে ডাক্তার তাজ হাশমি ইতিহাস সত্য এটা বিশ্বাস করে। অথচ হাদিস বর্ণনা করছেন আল্লাহর রাসূলে (স) এর সাহাবী যাদের স্থান রাসূলের পরে তাদের বর্ণনা করা হাদিস বিশ্বাস করেন না । অদ্ভুত কথাবার্তা
We also should follow the politeness of our Prophet (SM)
ধন্যবাদ নাগরিক টিভিকে
মুফাস্সিল ইসলাম এবং এনায়েতুল্লাহ্ আব্বাসীর একটি পর্বের অনুরোধ রাখলাম।
উনি ছাগু টাইপের। উনার সাথে ডিবেট হয়না। আসিফ মহিউদ্দীনের সাথে হতে পারে যদি আসিফ উনার লিখা বই ছাড়া রেফারেন্স দিতে রাজী থাকেন।
মোফাস্সিল একটা ভন্ড ও পাগল ব্যক্তি, গাঁজাখোরেরা ওর সাথে আব্বাসীর ডিবেট আশা করতে পারে, কোন সুস্থ মানুষ নয়।
মুফাস্সিল হাদিস মানে না
আস্সালামুআলাইকুম সবার প্রতি সালাম, অনেক ধন্যবাদ ভাই নাজমুস সাকিব এর প্রতি, অতি সুন্দর উপস্থাপনা করার জন্য, তবে একটি অনুরোধ উগ্র আচরনমুক্ত আলোচকদের নিয়ে আসার চেষ্টা করবেন। কারন আপনার এই অনুষ্ঠান থেকে আমার মতো অর্ধ শিক্ষিত সাধারণ মানুষ জন অনেক না জানা কথা, জানতে পারি শিখতে পারি। তবে এমন কোন আলোচক কে, না আনলে ভাল যেখানে প্রতি পক্ষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না। বিশেষ করে মিজানুর রহমান আযহারি কে নিয়ে একটি অনুষ্ঠান করার চেষ্টা করবেন।আমিন।
তাজ হাশমি স্যার কে বলবো আরো বেশি বেশি ইসলামি টক শো করার জন্য
@রাশেদ, আব্বাসী হুজুরের মতো মানুষ থাকলে তোমার তাজমহলকে প্রতিদিন ভইরা দিবে
“হার্ড টক্” এ মুফাসিল ইসলাম ও ও এনায়েতুল্লাহ আব্বাসীর ঐতিহাসিক ডিবেট চাই
মুফাসসিল সাহেবের তথ্য বিভ্রাট এর অসুখ আছে... তার মধ্যে মুনাফিকের স্পষ্টো কিছু আচরন এখনও দেখা যায়..
এসব বিষয়ে ওনাকে কমেন্ট করলে রিপ্লাই দেয় না! কাউকে গালি দিতে বললে ওনার ঈদ লেগে যায়!
মুফাসিল খ্রিষ্টান মিশনারী দের পেইড এজেন্ট 😡😡😡😡
দুই জন খেপাটে, ভাল হবে নিশ্চয়
মুফাসসিল ইসলাম নির্ভরযোগ্যতার আশেপাশে নাই। তার আচরণে স্পষ্টতই মুনাফিকের লক্ষণ।
No. Mufassil is a rotten fruit. It will be waste of time.
কোরআনের সাথে সাংঘর্ষিক কোন হাদিস মানা যাবে না। সেটা যে গ্রন্থের হাদিসই হোক না কেন।
ঠিক
আব্বাসী হুজুর সঠিক বলেছেন ধন্যবাদ
♥️
আল্লাহ আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের নেক হায়াত দান করুক। আমিন 😍
Thanks Sakib & Taj hashmi, Enaitullah vai for nice discussion.
Dr. Anyetullah Abbsi, apni sir legend legend. Alhamdulillah, apni.joyi hoyechen.
Excellent talk, thanks both of them
আব্বাসি হুজুর স্পষ্টবাদী। উনি যা বলেছেন, হাদিসের সত্যতা তুলে ধরার জন্যই বলেছেন।এ কথাটা আমাদেরকে বুঝতে হবে।
সেটা যুক্তিরতে করতে হয়। উল্টাপাল্টা জবরদস্তি দিয়ে নয়৷ জোর করে কোন জিনিস চাপানো যায় না।
@@freehandanaerobictrainingt8376 জোর জবরদস্তি নয়।স্রস্টার আদেশ অবশ্যই পালনীয়,নতুবা পরিণতি ভয়াবহ।
আইনের ভয় না থাকলে আব্বাসী মনে হয়ে এক-দুই বক্তার কল্লা ফেলে দিতেন । খাঁটি ওস্তাদ জিহাদী এনায়েতুল্লা আব্বাসী ।
আপনপকে পোন মেরে মেরে ফেলা উচিত। আবু জাহেল এর বংশধর। আব্বাসিরা হল ঝাইল্লা, মাচ্ছু , মূর্খ, বলদ, বক ধার্মিক ওদের কারনে আমাদের এত অধপতন
Thank you very much Abbasi Huzur
দুইজনের চিন্তা ও জ্ঞানের লেভেল এক নয়। হাসমী অনেক সুন্দর ও গভীর জ্ঞানের প্রকাশ করেছেন আর আব্বাসী জোরের উপর মত প্রতিষ্টা করতে চেয়েছেন। বিতর্কের ক্ষেত্রে যে ব্যাক্তিগত আক্রমন করে ধরেই নেয়া হয় সে যথাযথ তথ্য উপস্থাপনে ব্যর্থ এবং পরাজয় মেনে নিয়েছে। তাজ হাসমী সম্পর্কে আমার ভুল ধারনা ছিল। তার প্রতি শ্রদ্ধা বাড়ল।
কারন গরু গরুকেই ভালোবাসবে
আলহামদুলিল্লাহ,আব্বাসি হুজুর
Hashmi Sir, Sob bishoye valo janben amonta noy. Anayet Ullah hujur apni jite chaoyar dorkar nai kisuta ohongkar prokash payeche. Allah jene amader sobai ke nek hadayot dan kore.
মাশাআল্লাহ আব্বাসী হুজুর
দ্বিতীয় পর্ব চান কে কে কমেন্ট করে জানান👇👇👇
অসাধারণ আলোচনা,,,,,, ধন্যবাদ অলদ্যা গাইস,,,,
সাকি ভাই আজ যে কাজ করেছন এর জন্য আপনার জন্য দোয়া করি
ডঃ তাজ হাশমী আধুনিক মুসলিম চিন্তাবিদ। এই ধরনের বিতর্ক প্রতিবছর রমজান মাসে চলতে থাকুক। জ্ঞানের বিকাশে এই ধরনের বিতর্ক অব্যাহত রাখুন।ধন্যবাদ নাগরিক টিভি ও নাজমুস সাকিব ভাইকে এই বিতর্ক আয়োজনের জন্য।
তাজ হাশমি সাহেব in future দয়া করে সমকক্ষ প্রতিপক্ষের সাথে বিতর্ক করবেন আশা করি, যারা ভদ্রতা ও যুক্তি তর্ক জানে । নাগরিক টিভির উচিৎ আপনাদের quality maintain করা । তাছাড়া ধর্ম নিয়ে কোন বিতর্ক করা সম্পূর্ণ অনুচিত ।
right
ঠিক
মাহশা আল্লাহ ❤️ আব্বাসী সাহেব. অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই অসাধারন ডিবেটের জন্য।
Dr Hashmi....Great performance.Superb. My hats off to you for your analytical depth and insight. Just don’t care about what flocks! say. Regards
Alhamdulillah, excellent discussion
Dr.Taj Hasmi analysis is 100%logical
Masaallah excellent debate by Dr Anayatullah Abbasi hujur,May Allah long live u & give u excellent rewards .
আমি সত্যি তাজ হাশমির প্রজ্ঞা দেখে অভিভূত, ভদ্রলোক বয়স্ক হওয়ায় হয়ত কথা বলায় স্লো। তারপরও উনি নিজের প্রজ্ঞার নজির রেখেছেন।
কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি। (আন-নিসাঃ ৮০)
আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে।
সরি আমি তাজ হাশমী সাহেবকে তেমনএকটা পছন্দ করতাম না। আজকে তারঁ ৩৬০° প্রজ্ঞা দেখে মুগ্ধ হলাম। What a Smart Man. Salute ✌️✌️
@@f.h7871 bukachudr keheye kaj nei ki bal chal likhish. This is obsolete now, what you said or wrote. Toder garments ki bhabe Shirt Pant banate hoy segulo shikkha na diye bullshit shekayeche. sara jibon bhikkha kore khabi.
@@bazlur-Vancouver তোমার কথা-বার্তা ও আচরণই তোমার আস্তাকুঁড়ে জন্মের ব্যাপারটা সবার সামনে ফাঁস করে দিচ্ছে।
আমার নিজে থেকে কিছু করতে হল না। লল
ঠিক বলেছেন
Excellent discussion.