বিস্মিত হচ্ছি প্রতিনিয়ত! যেখানে ধর্মবেত্তাদের উচিত ছিল এই দায়িত্ব গ্রহণ করা। কোরআন থেকে জীবনের শিক্ষা সহজ ভাবে উপস্থাপন করা। কিন্তুু কিছু ধর্মবেত্তারা এমনভাবে উপস্থাপন করে যাতে বিরক্তির উদ্রেক আসে। আলহামদুলিল্লাহ , জনাব ইয়াহিয়া আমিন চমৎকার কাজ করতেছেন। আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি। আপনার এই কাজে আমরাও অনুপ্রাণিত। আমার মনে হয় বাংলাদেশের অন্যতম সেরা আলেম - ইয়াহিয়া আমিন।
আপনার এই কথার জন্য একটা বিষয় বলা উচিৎ মনে হলো " ইসলাম আসলে প্রতিটি মানুষের জন্য আসছে, আর তারপর প্রতিটা মুসলিম এর উচিৎ হলো সেটাকে ছড়িয়ে দেওয়া। একজন মুসলিম বা, মু'মিন যে পেশায়ই থাকুক স্ব স্ব জায়গা থেকে তার দাওয়াতের কাজ করতে হবে। ইলমের বিষয় টা আলাদা। জীবন ঘনিষ্ঠ ইসলামের ইলম আমরা যেকোন পেশার জ্ঞানী মানুষের থেকেই নিতে পারি এর জন্য শুধুমাত্র ধর্মবেত্তার উপর নির্ভর করার প্রয়োজন নেই এবং দাওয়াহর কাজ শুধুমাত্র ধর্মবেত্তাদের ওপর ই ন্যাস্ত নয় সকল মুসলিমদের জন্য ভাই।
@@laaibalaboni5004 খুব সত্যি। ‘তোমরা আহ্বান করো তোমাদের রবের পথে, হিকমাহ এবং সুন্দর উপদেশের মাধ্যমে।’ (সুরা-১৬ নাহল, আয়াত: ১২৫)। সত্যিকারভাবে 'রবের পথ' চেনেন এবং সে পথে চলার সাধ্যমতো চেষ্টা করেন, এমন যে কেউ হিকমাহ্ ও সুন্দর উপদেশ দিয়ে কাজটি করতে পারেন।
আসসালামু আলাইকুম স্যার। মেয়েদের পড়াশোনা এবং ক্যারিয়ার কেমন হওয়া উচিত। একজন গৃহিনী কিভাবে নিজের লাইফকে ইউজফুল করে তুলবে এই নিয়ে একটা পোডকাস্ট চাই স্যার। জাজাকাল্লাহু খাইরান।
উত্তম ভাবে সন্তান এবং স্বামীর এবং বাবার বাড়ির মানুষ কে কোরান হাদীস এর বননা প্রতিদিন ই গল্পের সাথে সেয়ার করতে পারেন। প্রতিবেশী বান্ধবীর তাদের সাথে আখলাক তাওহীদ বৃদ্ধির কথোপকথন করতে পারেন। সবাই জান্নাত এ একসাথে যাওয়া সম্ভব বলা সবসময়ই।
একজন নারী কে জ্ঞানী,বিদ্বান, যোগ্যতাসম্পন্ন, দায়িত্বশীল,দরদী,সহযোগিতা সম্পন্ন সুবিবেচক পূর্ণ নারী হতে হবে।কুরআন ও হাদিস এই অধিকার নারী কে যোগ্যতা সম্পন্ন নারী হবার জন্য আদেশ করেছেন।
আলহামদুলিল্লাহ এই টপিকের ভিডিওটা অনেক দরকার ছিল। আমার আশে পাশে সবাইকেই দেখি দ্বীনে ফিরলে দুনিয়ার কথা ভুলেই যায়। কিন্তু আমি যতটা সম্ভব হয়েছে দুদিক মেনটেইন করে চলার ট্রাই করেছি তবুও একটু গাইড লাইনের দরকার হয় কারন আমি এতোও বড় হইনি সবে মাত্র এসএসসি। ইউটিউবেও তেমন ইউসফুল ভিডিও পাই নি। জাযাকাল্লাহু খাইরন ভাইয়া
কুরআনের আলোকে নারী জীবন ও নারীর কর্ম অভারঅল নারীর দায়িত্ব কর্তব্য বিষয়ক একটি আলোচনা চাই স্যার।। আল্লাহ আপনার সার্বিক কল্যান দান করুন। দোয়া রইল।। স্যার।
Islam teaches that a person's ultimate goal should be to attain success in both worlds. the key to balancing these two aspects of life is to prioritize actions that have long-lasting benefits in the hereafter, while also fulfilling one's duties and responsibilities in this world. focusing on gratitude and finding a sense of purpose in life. Overall, the video provides insightful lessons from the Quran and practical advice for achieving a harmonious balance between the worldly life and the hereafter.
সত্যিই খুবই বাস্তব মুখী বিশ্লেষণ। আমরা জন্মগত ভাবে মুসলিম জাতি, কিন্তু আমরা কর্ম গত ভাবে আদেও মুসলিম কি না সন্দেহ আছে। কারণ আমাদের ধর্ম কে আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না। কোরানের প্রতি আমাদের এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি, আমরা কোরআন পড়ে পড়ে খতম করে দিয়ে নিজেদের মহান মনে করি। কিন্তু কোরআন বুঝে স্রষ্টার বাণীকে উপলদ্ধি করে, বাস্তবয়ন করতে চাই না আমরা। আপনার আলোচনা খুবই যুক্তিগত, আপনার মত মানুষের খুবই দরকার। ধর্ম কে সঠিক ভাবে বোঝার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সহি ভাবে পড়ার ও বোঝার তৌফিক দান করুন।
আপনার আজকের কথা গুলো র সাথে আমার ছিন্তা সম্পুর্ন মিলে আমার কেন যেন মনে হয় পরকাল পেতে গেলে দুনিয়ায় বেশি জড়ানো যাবে না ,,,, সব সময় নামাজ আর মসজিদ এর মদ্ধে বেশি বেশি সময় দিতে হবে আমি কোরিয়া বসবাস করি আমার কাছে মনে হয় শুধু আমি তাড়াতাড়ি এ দেশ থেকে বাংলাদেশে ফিরে যেতে হবে। এই জন্য আমার এখানে কোন কছু অজন করতে ইন্টারেস্ট পাইনা।
পোস্ট নং :০৩ "মানুষ বলে, ভালোবাসা লুকানো যায় না; আচরণের ফাঁকফোকর দিয়ে সেটা ঠিকই প্রকাশিত হয়ে যায়। এছাড়াও ভালোবাসা শুধু মুখে মুখে প্রকাশ করার নাম নয়, ভালোবাসার এক নামই হচ্ছে বাস্তবে এর প্রমাণ দেওয়া। আমার কাজকর্ম যদি ভালোবাসা প্রকাশ না করে তবে আমি কেমন ভালোবাসি? রাসূলকে ভালোবাসার মাপকাঠিই হচ্ছে তাঁর সুন্নাত। আমি যদি রাসূলের সেসব সুন্নাতই না মানি, তাহলে তাকে কেমন ভালোবাসি?" বই: আপনি আমার শুদ্ধতম প্রেম লেখক : রুকাইয়া মাবরুরা প্রকাশনায় : জ্ঞানবৃক্ষ পাবলিকেশন
আপনি এত সুন্দর ভাবে সব গুছিয়ে বলেন, সত্যি অনেক ভাল লাগে।ঠিক এই বিষটা নিয়ে আমার মধ্যে ও দ্বিধা কাজ করত,খুব হতাশ লাগত,মনে হত আমার আসলে কি করা উচিত। ভিডিওটি দেখে আমি আমার সমস্যা সমাধান পেয়ে গেলাম।আল্লাহ আমাদের সবাই কে সঠিক পথে পরিচালিত করুক।অনেক ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম প্রিয় স্যার। কোরআন এর আলোকে নারীদের জীবনব্যস্থা, ক্যারিয়ার সিলেকশন, পড়াশোনা এসব নিয়ে একটা ভিডিও আপলোড করলে ভালো হতো খুব। আমি খুব হতাশায় আছি, ক্যারিয়ার লাইফের কথা ভেবে, পর্দার কথা ভেবে। দয়া করে এটা নিয়ে কিছু গাইডলাইন দিলে ভালো হতো।
To speak the truth I am being amazed by your speech. সত্যিই খুবই বাস্তব ধর্মী আলোচনা স্যার এরকম আলোচনা আরো চাই আর স্যার আমার একটা প্রবলেম আছে মানে আমি একজন শিক্ষার্থী আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি এবং আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার শুধু মনে হয় যে আমি যদি ডাক্তার হয় তাহলে আমি ইসলামকে ভালোভাবে শিখতে পারবোনা মানে আমি নিজে সালামকে শিখতে চাই অপরকে শেখাতে চাই। এটা আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে স্যার যদি কোন উপদেশ দিতেন😢😢😢😢
Alhamdulillah oboseshe aj 6 mounth por onek prosner uttor pelam ami ssc candidate meye je ki na diner gen pauar por etai niyei depression e chilam onek din
This podcast is worth millions of dollars, indeed. ❤️🍀❤️🍀 typically sensational ❤️🍀may Almighty Allah grant you more fruitful knowledge, wisdom including foresightedness to depict the right path to be closer to the Almighty and to act on behalf of Islam including upholding the peaceful flag of Islam.
আস সালামু আলাইকুম স্যার।আমি নার্সিং থেকে পাশ করে,একটা কলেজে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি।কিন্তু পর্দা করার ব্যাপারে খুব ঝামেলায় পরতে হচ্ছে।যার কারণ এ জব ই ছেড়ে দিতে চাই।খুব ই কঠিন, পর্দা পালন এ বোরকা পরতে বাধা দেওয়া হয়।বাংলাদেশ এর মতো দেশ এ ধর্মীয় স্বাধীনতা কই!! আর মেয়েদের জন্য সংসারও দেখা বাহিরও দেখা সব কিছু কি সবার জন্য সহজ হয়,যার কারণ এ মেয়েরা বেশি সাবলম্বি হওয়ার কারণে তারা বেশিরভাগ ই নিজেকে ইচ্ছে ভাবে চলা ফেরা করে,আর ক্যারীয়ার কে মনে করে স্বামীর উর্ধ্বে। অবশ্যই একটা মেয়ে শিক্ষিত হওয়া,অনেক পড়াশোনার প্রয়োজন আছে,যে সব ক্ষেত্রে মেয়েদের ই দরকার, মেয়েরা না থাকলে মেয়েদের ই সমস্যা।আর অন্য দিকে একটা ছেলে প্রতিষ্ঠিত হলে পুরো পরিবারের দায়িত্ব নেয়,সব মেয়েরা কি পুরো পরিবারের দায়িত্ব নেন,সবাই নেন না। আর ইসলাম ও নারীকে সেই দায়িত্ব দেন নাই।একজন নারী বাহিরের দায়িত্ব নিতে গিয়ে সে স্বামী সন্তানের দায়িত্ব ভুলে যাচ্ছে।খেয়াল খুশি মতো স্বামীর হুকুমের বাহিরে চলাফেরা করছে।আর অন্য দিকে, প্রাতিষ্ঠানিক প্রধান মহিলারাই পর্দার বিরোধিতা করেন।আর আমাদের মহীয়সী নারীরা,সাহাবিরা কি পর্দার বাহিরে গিয়ে কিছু করেছেন!!! এগুলোর উপরে মেয়েদের কে নিয়ে একটা সুন্দর আলোচনা করতে পারলে ভালো হতো।
That's one of the best videos I've ever seen in life, I am 11th student. I was struggling a lot on this issue. Zazakallah khair. Completely agree with you and never thought this way before. Really amazing....
বিস্মিত হচ্ছি প্রতিনিয়ত! যেখানে ধর্মবেত্তাদের উচিত ছিল এই দায়িত্ব গ্রহণ করা। কোরআন থেকে জীবনের শিক্ষা সহজ ভাবে উপস্থাপন করা। কিন্তুু কিছু ধর্মবেত্তারা এমনভাবে উপস্থাপন করে যাতে বিরক্তির উদ্রেক আসে। আলহামদুলিল্লাহ , জনাব ইয়াহিয়া আমিন চমৎকার কাজ করতেছেন। আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি। আপনার এই কাজে আমরাও অনুপ্রাণিত। আমার মনে হয় বাংলাদেশের অন্যতম সেরা আলেম - ইয়াহিয়া আমিন।
আপনার এই কথার জন্য একটা বিষয় বলা উচিৎ মনে হলো " ইসলাম আসলে প্রতিটি মানুষের জন্য আসছে, আর তারপর প্রতিটা মুসলিম এর উচিৎ হলো সেটাকে ছড়িয়ে দেওয়া। একজন মুসলিম বা, মু'মিন যে পেশায়ই থাকুক স্ব স্ব জায়গা থেকে তার দাওয়াতের কাজ করতে হবে। ইলমের বিষয় টা আলাদা। জীবন ঘনিষ্ঠ ইসলামের ইলম আমরা যেকোন পেশার জ্ঞানী মানুষের থেকেই নিতে পারি এর জন্য শুধুমাত্র ধর্মবেত্তার উপর নির্ভর করার প্রয়োজন নেই এবং দাওয়াহর কাজ শুধুমাত্র ধর্মবেত্তাদের ওপর ই ন্যাস্ত নয় সকল মুসলিমদের জন্য ভাই।
@@laaibalaboni5004 খুব সত্যি।
‘তোমরা আহ্বান করো তোমাদের রবের পথে, হিকমাহ এবং সুন্দর উপদেশের মাধ্যমে।’ (সুরা-১৬ নাহল, আয়াত: ১২৫)। সত্যিকারভাবে 'রবের পথ' চেনেন এবং সে পথে চলার সাধ্যমতো চেষ্টা করেন, এমন যে কেউ হিকমাহ্ ও সুন্দর উপদেশ দিয়ে কাজটি করতে পারেন।
নিজে মসজিদে গিয়ে কয়বার হুজুরদের বক্তব্য শুনছেন?
@@laaibalaboni5004 একদম ঠিক। তবেই ইসলাম সঠিক ভাবে প্রচার হবে।
@@RandomShortsBd Bangladeshi alam gular basirvag ai knowledge kom
আল্লাহ আপনার এই কাজকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওসিলা বানিয়ে নিন।আমিন
Ameen
আল্লহুম্মা আমীন ।
সত্যিই মুগ্ধ হলাম আপনার লেকচার শুনে। আল্লাহ যেনো আমাদের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তওফিক দান করে। আমিন
অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার 👌👌 কথা গুলো আমার মনে সবসময় ঘুরপাক খেতো কিন্তু কোথায় বলবো সেটা পাচ্ছি না! আলহামদুলিল্লাহ মনের কথা গুলো বলেছেন। ❤❤
আপনার পডকাস্ট প্রতিদিনের রামাদানকে আরো সৌন্দর্য মন্ডিত করে তোলে।
আসসালামু আলাইকুম স্যার।
মেয়েদের পড়াশোনা এবং ক্যারিয়ার কেমন হওয়া উচিত। একজন গৃহিনী কিভাবে নিজের লাইফকে ইউজফুল করে তুলবে এই নিয়ে একটা পোডকাস্ট চাই স্যার।
জাজাকাল্লাহু খাইরান।
উত্তম ভাবে সন্তান এবং স্বামীর এবং বাবার বাড়ির মানুষ কে কোরান হাদীস এর বননা প্রতিদিন ই গল্পের সাথে সেয়ার করতে পারেন। প্রতিবেশী বান্ধবীর তাদের সাথে আখলাক তাওহীদ বৃদ্ধির কথোপকথন করতে পারেন। সবাই জান্নাত এ একসাথে যাওয়া সম্ভব বলা সবসময়ই।
ড: শামসুল আরেফিন শক্তি স্যারের এ নিয়ে একটা কোর্স আছে,বর্তমানে এ নিয়ে একটা বই বের করেছেন মনে হয়। কোর্স এবং বইয়ের নাম: মুমিনের ক্যারিয়ার গাইডলাইন।
একজন নারী কে জ্ঞানী,বিদ্বান, যোগ্যতাসম্পন্ন, দায়িত্বশীল,দরদী,সহযোগিতা সম্পন্ন সুবিবেচক পূর্ণ নারী হতে হবে।কুরআন ও হাদিস এই অধিকার নারী কে যোগ্যতা সম্পন্ন নারী হবার জন্য আদেশ করেছেন।
খুব সুন্দর কথা বল্লেন,,সার,,পরিক্ষার
খাতাটি,,যদি,,, লিখে,,,পরি পূর্ণ, করতে
না,,পারি তাহলে, জীবন টাই,,,বৃতা
আলহামদুলিল্লাহ এই টপিকের ভিডিওটা অনেক দরকার ছিল। আমার আশে পাশে সবাইকেই দেখি দ্বীনে ফিরলে দুনিয়ার কথা ভুলেই যায়। কিন্তু আমি যতটা সম্ভব হয়েছে দুদিক মেনটেইন করে চলার ট্রাই করেছি তবুও একটু গাইড লাইনের দরকার হয় কারন আমি এতোও বড় হইনি সবে মাত্র এসএসসি। ইউটিউবেও তেমন ইউসফুল ভিডিও পাই নি। জাযাকাল্লাহু খাইরন ভাইয়া
শুভ কামনা করছি।
SSC 23!!
Same ভাই🙃
আমি নিজেই অনেক টাইম ভাবী সব বাদ দিয়ে খালি ইবাদত করি
@@tbdshow ধন্যবাদ🤍
@@t4snimm ssc Suggestion লাগবে?
কুরআনের আলোকে নারী জীবন ও নারীর কর্ম অভারঅল নারীর দায়িত্ব কর্তব্য বিষয়ক একটি আলোচনা চাই স্যার।। আল্লাহ আপনার সার্বিক কল্যান দান করুন। দোয়া রইল।। স্যার।
এক কথায় অসাধারণ। দ্বীন-দুনিয়া Balance করে জীবন জীবিকা নির্বাহ করা কোরআনে লিখিত সেটা এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। ❤❤❤
Ma sha Allah
Excellent Sir,
আপনি আমাদের জন্য blessing
আপনার আরবি উচ্চারণ সুন্দর, জ্ঞানগর্ভ আলোচনা ভাই
Islam teaches that a person's ultimate goal should be to attain success in both worlds. the key to balancing these two aspects of life is to prioritize actions that have long-lasting benefits in the hereafter, while also fulfilling one's duties and responsibilities in this world. focusing on gratitude and finding a sense of purpose in life.
Overall, the video provides insightful lessons from the Quran and practical advice for achieving a harmonious balance between the worldly life and the hereafter.
মাশ আল্লাহ অসাধারণ
মাশা-আল্লাহ অসাধারণ যৌক্তিক আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ,,,
আমি একজন,, মুফতী এবং মসজিদের ইমাম,,,, আলহামদুলিল্লাহ,, ভালো লাগলো,,,
❤ from india
Alhamdullah is beautiful luctur
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
ধন্যবাদ আপনাকে এভাবে কুরআনিক সমাধান দিয়ে উপকার করার জন্য।❤
আপনার প্রতিটি কথা অনেক মূল্যবান।আপনার জন্য অনেক দোয়া রইলো। এভাবে আপনার কাজগুলো চালিয়ে যান,অনেক উপকারে আসবে
শুকরান জাজাকাল্লাহ খাইরান
সুন্দর আলোচনা।
জাযাকাল্লাহ খয়ের ভাই
ভাবতে,গেলে,, অনেক,জটিল,ও,,,,
কটিন,,,, খুব অনেক,,অনন্ত, রহশ্যময়
বিষয়,,, সুবহানআল্লাহ,
সত্যিই খুবই বাস্তব মুখী বিশ্লেষণ। আমরা জন্মগত ভাবে মুসলিম জাতি, কিন্তু আমরা কর্ম গত ভাবে আদেও মুসলিম কি না সন্দেহ আছে। কারণ আমাদের ধর্ম কে আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না। কোরানের প্রতি আমাদের এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি, আমরা কোরআন পড়ে পড়ে খতম করে দিয়ে নিজেদের মহান মনে করি। কিন্তু কোরআন বুঝে স্রষ্টার বাণীকে উপলদ্ধি করে, বাস্তবয়ন করতে চাই না আমরা। আপনার আলোচনা খুবই যুক্তিগত, আপনার মত মানুষের খুবই দরকার। ধর্ম কে সঠিক ভাবে বোঝার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সহি ভাবে পড়ার ও বোঝার তৌফিক দান করুন।
ভাই আপানারে যে কি বলে ধন্যবাদ দিবো আমি বুঝতে পারতেছি না! একদম আমার মনের কথা বলেছেন....।।।।।🥰❤️🧡
আপনার আজকের কথা গুলো র সাথে আমার ছিন্তা সম্পুর্ন মিলে আমার কেন যেন মনে হয় পরকাল পেতে গেলে দুনিয়ায় বেশি জড়ানো যাবে না ,,,,
সব সময় নামাজ আর মসজিদ এর মদ্ধে বেশি বেশি সময় দিতে হবে
আমি কোরিয়া বসবাস করি আমার কাছে মনে হয় শুধু আমি তাড়াতাড়ি এ দেশ থেকে বাংলাদেশে ফিরে যেতে হবে।
এই জন্য আমার এখানে কোন কছু অজন করতে ইন্টারেস্ট পাইনা।
মাশা'আল্লাহ! অনেক সুন্দর বিশ্লেষণ। ধন্যিাদ আপনাকে❤️❤️💚
মাশাল্লাহ, আপনার কথা গুলো অসাধারণ।।❤️
Perfect lecture In perfect time. I was suffocating about it as a teenager. No one was out there know about it. Jazakallahu Khair. Much 💕
Uss
@Faruk Being Based In my case it was more like run away from duniya.🙃
@@PrettiestMistake-px5ft I hope you have overcome from it:)
@Faruk Being Based thanks. I hope same for you
মাশ আল্লাহ
প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলাম। নিজের ক্যারিয়ার আর ধর্ম মিলাতে না পেরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤😊
ইয়া আল্লাহ আমাদের সময়ে বারাকাহ দান কর।
আপনার কথা শুনলে আমি বিস্মিত হয়ে যায়। অনেক ভালো লাগে। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক আমিন ❤️❤️❤️❤️
আল্লাহ আকবর, আমায় ক্ষমা করো প্রভু
সত্যি আপনার প্রতিটি বিষয়ের আলোচনা অবর্ণনীয় ।অনেক বেশি প্রয়োজন এই কথাগুলোর।
সুবহানাল্লাহ।।আল্লাহ তাকে নেক হায়াত দান করুন💙💙
আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা খুব সুন্দর ছিলো।
ধন্যবাদ স্যার
মাশাআল্লাহ্ সুন্দর আলোচনা 🙂
ঠিক উল্টো বুঝার কারণে ৫/৬ বছর আগে জীবনটাকে এলোমেলো করে ফেলেছি। সবাইকে আল্লাহ তায়ালা সঠিক ভাবে বুঝার তৌফিক দান করুক।
প্রিয় ইয়াহিয়া আমিন ভাই,,আপনাকে যতই শুনছি ততই অসাধারণ লাগছে এবং বিস্মিত হচ্ছি....
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক (আমিন)
কি অসাধারণ! সত্যি আনবিলিভেবল
কিন্তু এই সিম্পল বিষয় আমাদের বিজ্ঞ আলেম সমাজ বুজেনা নাকি বুজাইতে পারে না
অসাধারণ বিশ্লেষণ।অনেক অপেক্ষায় ছিলাম এ ধরনের সঠিক জ্ঞান নির্ভর ব্যাখ্যা মূলক আলোচনার।অনেক ধন্যবাদ।
আপনার সুস্হ জীবন ও দীর্ঘায়ু কামনা করি।
পোস্ট নং :০৩
"মানুষ বলে, ভালোবাসা লুকানো যায় না; আচরণের ফাঁকফোকর দিয়ে সেটা ঠিকই প্রকাশিত হয়ে যায়। এছাড়াও ভালোবাসা শুধু মুখে মুখে প্রকাশ করার নাম নয়, ভালোবাসার এক নামই হচ্ছে বাস্তবে এর প্রমাণ দেওয়া। আমার কাজকর্ম যদি ভালোবাসা প্রকাশ না করে তবে আমি কেমন ভালোবাসি?
রাসূলকে ভালোবাসার মাপকাঠিই হচ্ছে তাঁর সুন্নাত। আমি যদি রাসূলের সেসব সুন্নাতই না মানি, তাহলে তাকে কেমন ভালোবাসি?"
বই: আপনি আমার শুদ্ধতম প্রেম
লেখক : রুকাইয়া মাবরুরা
প্রকাশনায় : জ্ঞানবৃক্ষ পাবলিকেশন
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।আপনার বিশ্লেষণ অত্যন্ত সময় উপযোগী,একদম অন্তরে গিয়ে প্রবেশ করে।
বাংলাদেশের ওস্তাদ নোমান আলী খান ❤
Jazakallah khairan.
আপনি এত সুন্দর ভাবে সব গুছিয়ে বলেন, সত্যি অনেক ভাল লাগে।ঠিক এই বিষটা নিয়ে আমার মধ্যে ও দ্বিধা কাজ করত,খুব হতাশ লাগত,মনে হত আমার আসলে কি করা উচিত। ভিডিওটি দেখে আমি আমার সমস্যা সমাধান পেয়ে গেলাম।আল্লাহ আমাদের সবাই কে সঠিক পথে পরিচালিত করুক।অনেক ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম প্রিয় স্যার। কোরআন এর আলোকে নারীদের জীবনব্যস্থা, ক্যারিয়ার সিলেকশন, পড়াশোনা এসব নিয়ে একটা ভিডিও আপলোড করলে ভালো হতো খুব। আমি খুব হতাশায় আছি, ক্যারিয়ার লাইফের কথা ভেবে, পর্দার কথা ভেবে। দয়া করে এটা নিয়ে কিছু গাইডলাইন দিলে ভালো হতো।
আপনি কি করে এতো পারেন?
ভাবা যায় না!
এতো জ্ঞান!
akdom sothik kotha bolechen💓💕
আলহামদুলিল্লাহ্,
স্যার, শিখছি প্রতিনিয়ত।
চলামান থাকুক তবে।।
Vai onak valo kaj korsen.Alhamdulillah
Thank you. Alhamdulillah I got to know a lot from this video.
i really appritiate his work
আল্লাহ এই কথাগুলো ২০১৫ তে শুনতে পারতাম।
আলহামদুলিল্লাহ।অনেক ভাল লাগল আলোচনা ।মহান আল্লাহ আপনার প্রজ্ঞা আরও বাড়িয়ে দিন ।যাতে আমরা ও উপকৃত হতে পারি ।
আলহামদুলিল্লাহ
ভীষণ ভালো লাগলো।
To speak the truth I am being amazed by your speech. সত্যিই খুবই বাস্তব ধর্মী আলোচনা স্যার এরকম আলোচনা আরো চাই আর স্যার আমার একটা প্রবলেম আছে মানে আমি একজন শিক্ষার্থী আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি এবং আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার শুধু মনে হয় যে আমি যদি ডাক্তার হয় তাহলে আমি ইসলামকে ভালোভাবে শিখতে পারবোনা মানে আমি নিজে সালামকে শিখতে চাই অপরকে শেখাতে চাই। এটা আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে স্যার যদি কোন উপদেশ দিতেন😢😢😢😢
নিজের সাথে মিল পেয়েছি।
Islam of beauty................
Second to none .
May Allah bless you .
ভাইয়া আসসালামু আলাইকুম।
এই বিষয়টার উপরে মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের সাথে আপনার ১ ঘন্টার একটা পডকাস্ট চাই।
কে কে আমার সাথে একমত জানিয়ে দিন 👍
exactly!
When you can't change something, Increase your Dua.
ইন শা আল্লাহ্
সুরা ইনসিরহ তে বলেছেন: যখন ই সময় পাও পরিশ্রম কর , কিন্তু আমরা বেশিরভাগ মানুষ অর্থ পরি না।
সুবহানাল্লাহ
Eto shabolil bhabe ekta manush kibhabe kotha bole? MashaAllah
Alhamdulillah oboseshe aj 6 mounth por onek prosner uttor pelam ami ssc candidate meye je ki na diner gen pauar por etai niyei depression e chilam onek din
মাশা-আল্লাহ
আপনার কাছ থেকে নতুন কিছু শিখলাম।
আপনার কথাগুলো বরাবর অনুপ্রাণিত করে। তবে একটা অনুরোধ যদি সম্ভব হয় কুরআনের তাফসীর নিয়ে ভিডিও করেন। একেকটা সূরা নিয়ে জীবন বোধ সম্পর্কে আলোচনা করেন
Deen is the Priority...no comparison !!!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🌸🖤
This podcast is worth millions of dollars, indeed. ❤️🍀❤️🍀 typically sensational ❤️🍀may Almighty Allah grant you more fruitful knowledge, wisdom including foresightedness to depict the right path to be closer to the Almighty and to act on behalf of Islam including upholding the peaceful flag of Islam.
Just owsome
excellent discussion
JAJAK ALLAH. খুবই সুন্দর কথা বলেছেন।
ধার্মিকতা মানেই অপেশাদারিত্ব নয়। প্রত্যেক মুসলমানের উচিত তার নিজের স্বপ্ন পূরণ করা এবং পৃথিবীকে পরিবর্তন করা। 😊😊😊😊
Jazakallahu Khairan.
How amazing! Alhamdulillah
The most important one I found so far
MashAllah onak sundur lecture
আপনার কথাগুলো শুনলে মনে হয় নতুন কিছু শিখলাম🥰🥰
আপনার জন্য অনেক দোয়া রইলো ভাইয়া।
আপনার ভিডিওগুলো যে কতটুকু হেল্পফুল সেটা বলে বুঝাতে পারবোনা। ❤️
আস সালামু আলাইকুম স্যার।আমি নার্সিং থেকে পাশ করে,একটা কলেজে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি।কিন্তু পর্দা করার ব্যাপারে খুব ঝামেলায় পরতে হচ্ছে।যার কারণ এ জব ই ছেড়ে দিতে চাই।খুব ই কঠিন, পর্দা পালন এ বোরকা পরতে বাধা দেওয়া হয়।বাংলাদেশ এর মতো দেশ এ ধর্মীয় স্বাধীনতা কই!! আর মেয়েদের জন্য সংসারও দেখা বাহিরও দেখা সব কিছু কি সবার জন্য সহজ হয়,যার কারণ এ মেয়েরা বেশি সাবলম্বি হওয়ার কারণে তারা বেশিরভাগ ই নিজেকে ইচ্ছে ভাবে চলা ফেরা করে,আর ক্যারীয়ার কে মনে করে স্বামীর উর্ধ্বে। অবশ্যই একটা মেয়ে শিক্ষিত হওয়া,অনেক পড়াশোনার প্রয়োজন আছে,যে সব ক্ষেত্রে মেয়েদের ই দরকার, মেয়েরা না থাকলে মেয়েদের ই সমস্যা।আর অন্য দিকে একটা ছেলে প্রতিষ্ঠিত হলে পুরো পরিবারের দায়িত্ব নেয়,সব মেয়েরা কি পুরো পরিবারের দায়িত্ব নেন,সবাই নেন না। আর ইসলাম ও নারীকে সেই দায়িত্ব দেন নাই।একজন নারী বাহিরের দায়িত্ব নিতে গিয়ে সে স্বামী সন্তানের দায়িত্ব ভুলে যাচ্ছে।খেয়াল খুশি মতো স্বামীর হুকুমের বাহিরে চলাফেরা করছে।আর অন্য দিকে, প্রাতিষ্ঠানিক প্রধান মহিলারাই পর্দার বিরোধিতা করেন।আর আমাদের মহীয়সী নারীরা,সাহাবিরা কি পর্দার বাহিরে গিয়ে কিছু করেছেন!!!
এগুলোর উপরে মেয়েদের কে নিয়ে একটা সুন্দর আলোচনা করতে পারলে ভালো হতো।
just wow
Meye der porda niye ekta Video korle khub valo hoito @yahiaamin
Alhamdulillah... ❤️❤️
Apnke Allah er jonno Valobasi Sir❤❤❤
জাযাকাল্লাহু খায়রান
جزاكم الله خيرا
ইয়াহিয়া আমিন ভাইয়াকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ❤
কুরআন না বুঝে পড়ারজন্য আমাদের এই অবস্থা।
True
Jajak Allah ❤ insha'Allah
That's one of the best videos I've ever seen in life, I am 11th student. I was struggling a lot on this issue. Zazakallah khair. Completely agree with you and never thought this way before. Really amazing....
It was a big conflict for me for so many years. Cause I am a bit one track mind. জখন জেটা করি ওইটা শেষ করি তারপর অন্যটা করি. Thank you Yahia ভাই.
আলহামদুলিল্লাহ! আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়গুলোতে অনেক সময়ই আমরা কনফিউজড হয়ে যাই, কিভাবে ব্যালেন্স করা উচিত?