এটা আমারও অত্যন্ত প্রিয় গান, এই চ্যানেলে এখনো পর্যন্ত শেখানো রবীন্দ্র সংগীতের সম্পূর্ণ বর্ণানুক্রমিক তালিকা নিচে লিংকে দেওয়া রইল, সেগুলোও দেখার বিনীত অনুরোধ জানাই 🙏🙏 robiscope.wordpress.com/
আপনার শেখানোর পদ্ধতি আমার ভীষণ ভালো লাগলো, বর্তমানে আমার বয়স ৬৫, ইদানিং এই গানটা গাইছিলাম, আপনার সঙ্গে বসে ঝালিয়ে নিলাম। আপনাকেও খুব ভালো লাগলো।খুব ভালো থাকবেন।❤
ধন্যবাদ আপনাকেও, আমি নিজেকে একজন শিক্ষক বলেই মনে করি, শিল্পী হয়ে ওঠার যোগ্যতা আমার নেই। 🙏🙏 আমার সংগীত গুরুদের আশীর্বাদে যেটুকু শিখেছি, সেটুকু পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যেতে চাই, এটাই আমার একমাত্র উদ্দেশ্য।🙏🙏
Asadharan shekhanor paddhati .Ami kebal chesta kore gechhi ei sathhik bhabe gaan gaoar, kintu hayni. Ekhan 66 age holeo gaan kori . Ager mato dam nei ,tabu ei niyei beche achhi . Apnar ganer video dekhe shanti pai .Dam baranor chesta kori apnar training peye .
আমি গান গাই না, গান শিখি না, গায়ক হতেও চাই না। গানের শ্রোতা হিসেবেও তেমন কোনো নিয়মিত অভ্যাস গড়ে ওঠেনি । কিন্তু গানের ক্লাস যে এমনভাবে মনকে গানের মতোই ছুঁতে পারে, গানের ব্যাকরণ যে গানের মতোই আকর্ষণীয় তা জানতে পারলাম ।
যত দেখছি, শুনছি অভিভূত হচ্ছি। পরিনত বয়সে একবার শুরু করে সামান্য ধারনা মাত্র তৈরি হতেই ছেদ পড়ে যায়। তখন লজ্জাটুকুও কাটেনি। অবসরের পর আবার নতুন করে শুরু করেছি। উৎসাহ দেবার বা পাবার মতো সুযোগ হয়নি এখনও। তাই আপনার চ্যানেলের সন্ধান পেয়ে খুব উপকৃত হচ্ছি। ভালো লাগছে এই ভেবে যে ইচ্ছা থাকলে উপায় মিলে যায়। অসংখ্য ধন্যবাদ, স্যার।
আমার বাড়ি বেলেঘাটা সরকার বাজার অঞ্চলে, প্রত্যেক শনিবার সকালে এবং সোমবার বিকেলে নন ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস হয়। আমার কাছে ক্লাস করতে হলে একটু অডিশন দিতে হয়, আমি দেখে নিতে চাই শিক্ষার্থীকে আমি আদৌ কোন সাহায্য করতে পারব কিনা। অডিশন দিতে চাইলে নিজের নাম বয়স কোন স্কেলে গান করেন এবং এর আগে গান শেখার অভিজ্ঞতা whatsapp করতে পারেন ... +91 89026 85419
LONG LIVE SIR ISSOR APNAR MONGOL KORUN APNI ETO BUJHIYE MON PRAN DHELE SEKHAN AMI SOTTI ABHIBHUTO AJO EMON TEACHER ACHHEN KOLPONA KORA JAI NA KHUB KHUB BHALO THAKUN
বয়স্ক শিক্ষার্থীদের জন্য আমার সরকার বাজারের বাড়িতে ক্লাস হয় প্রতি সোমবার বিকেল চারটে থেকে সাতটা, একদিন এসে অডিশন দিতে পারেন, পছন্দ হলে নিশ্চয়ই ছাত্র হিসেবে গ্রহণ করব। +91 89026 85419 অডিশন দেবার জন্য হোয়াটসঅ্যাপ করুন।
সায়ন দাদা। নমস্কার।।শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার অসাধারণ শেখানোর পদ্ধতি আমাকে মুগ্ধ করে চলেছে । আপনার ক্লাসগুলো বলে দেয়- আপনি একজন রবীন্দ্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত সাধক।
বাবা আমি তোমার মায়ের মতো। তাই তুমি করে বলছি। তোমার বয়স্কদের জন্য শেখানোর পদ্ধতি পর্বটি আমার খুব ভালো লাগছে । ক্লাসিকেল রেওয়াজ পর্বও খুব লাগছে। আমি একসময় গান গাইতাম। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গানই শিখেছি আর বড় হয়েও তাই ধরে রেখেছিলাম। কিন্ত সাংসারিক চাপে প্রায় ১৫/১৬বছর পর্যন্ত আর গাওয়া হয়ে ওঠেনি। তাই মাঝে মাঝে যখন খোলা গলায় গাইতে চাই গলায় আর আগের মতো সুর বেজে ওঠনা। তখন খুব কষ্ট পাই। ইউটিউবে যখন তোমার পোষ্ট দেওয়া বয়স্কদের জন্য রেওয়াজ করার পদ্ধতি দেখতে পেলাম মনে হলো যেন আবারো নতুন করে শিখি। নতুন প্রাণে ফিরে যাই। তাই চেষ্টা করবো আবার শুরু করতে। তবে জানিনা আবারো গাইতে পারবো কিনা। তোমাকে আমার প্রাণভরা আশীর্বাদ ভালোবাসা জানাই । তুমি এ ভাবে অনেক এগিয়ে যাও।
আপনার শেখানো খুব সুন্দর। আমি যখন শিখতাম তখনকার কথা বা বলা ভালো লাগে ছোটো ছোটো নির্দেশ গুলো মনে পড়ে যায় আপনার শেখানো শুনতে শুনতে। 'আজি পুলক দুলিয়া উঠেছে ' বই তে আছে কিন্তু যখন গাওয়া হয় তখন আমরা 'উঠিছে' বলি কেন? আপনিও তাই বললেন। যদি দয়া করে ব্যখ্যা দেন ধন্য হব।
পুরো গানটার link পেলাম না তো। বি ফ্ল্যাটেই(বিনয় কে বিনয়ের জায়গায় রেখে বলি, যথেষ্ট সাবলীল আপনি) আপনার কণ্ঠে পুরো গানটি শুধু হারমোনিয়াম সহযোগে শোনার ইচ্ছে জানালাম।
স্যার আমি রবীন্দ্রসংগীত শিখছি। সাথে শ্রাসত্রীয় এবং নজরুলগীতি শিখার চেষ্টা করছি। এতে কি গলার স্বর খারাপ হবে?।রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে? বয়স ৩৮ থাইরয়েড সমস্যা ও আছে। 🙏🙏লাকী বিশ্বাস
Low scale e gola taa bosha bosha laage aar kmn akta breathy laage....ki korbo....aage to sharp chhilo kintu .....onek high scale e korte korte....aar low scale e practise korini...please kono suggestion din sir
এটা হল সম্ভবত জোর করে গলা চড়ায় তোলার ফল, কিছু মনে করবেন না প্লিজ। যদি তাই হয় তাহলে ঠিক হওয়া মুশকিল। তবে গলা না শুনে কিছুই বলা যায় না, আমার সন্দেহ ভুলও হতে পারে।
দারুন শেখাচ্ছেন। খুব ভালো লাগছে। মনটা ভরে গেল । আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে শিখতে চাই। আমি কি সুযোগ পাব Sir? কখন, কোন number এ কথা বলতে পারব ,একটু বলবেন Sir.
গীতবিতান এর পাঠ দেখুন, প্লিজ। রবীন্দ্রনাথের বহু গানে স্বরলিপি আর গীতবিতান এর পাঠে পার্থক্য দেখা যায়, যেমন গোপন কথাটি রবে না গোপনে... আমার মতে গীতবিতান এর পাঠ বেশি অথেন্টিক, কারন কবি শেষ বয়সে নিজে হাতে ওই গ্রন্থটির প্রথম দুটি খন্ড সম্পাদনা করেছিলেন। যদিও স্বরলিপির পাঠ ভুল, একথা কখনও বলা যাবে না! তবে বিষয়টা আমার উল্লেখ করা উচিত ছিল। কমন গান, তাই হয়ত মিস করে গেছি।
আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রশিক্ষণ গুলি নিয়মিত মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করি। তবে মহাশয়, একটি বিনীত প্রশ্ন আছে, যদি ব্যাখ্যা করেন, বাধিত থাকব 🙏🙏🙏। আপনি যখন কথা বলেন তখন আপনার কন্ঠস্বর একরকম থাকে, কিন্তু যখন গান করেন তখন তখন তাকে পাল্টে নেন,মনে হয় যেন এটা আপনার স্বাভাবিক কন্ঠ নয়, রবীন্দ্রনাথের গান গাইতে গেলে কি এটা করতে হয়? কারণ আমি এটা শুনেছি যে গান সর্বদা নিজের সাবলীল কন্ঠস্বরে, খোলা গলায় গাওয়া উচিত। আসলে আমি বেশি বয়সে গান শিখতে শুরু করেছি তো! তাই সারাক্ষণ এইসব নিয়েই ভাবি। ভুল কিছু বলে ফেললে ক্ষমা করবেন দয়াকরে🙏🙏🙏🙏🙏।
অল্পবয়সী শিক্ষার্থীদের উপদেশ দেওয়া হয়, রেওয়াজ সবসময় গলা খুলে করবে ( বয়স্ক শিক্ষার্থীদের দের জন্য এই উপদেশ নয় কিন্তু, তাহলে হিতে বিপরীত হতে পারে 😂😂) কিন্তু গান যদি সবসময় খোলা গলায় গাওয়া হয়, তাহলে তো সেটা আর শিল্প থাকবে না, স্লোগান হয়ে যাবে। আর রবি ঠাকুরের গান নিয়ে যারা এই ধরণের বক্তব্য রাখে ( এই বিষয় নিয়ে কিছুই না জেনেও অনেকে কিছু বলা যায়) তাদের সঙ্গীতচিন্তা বইটা একবার পড়ে দেখতে অনুরোধ করি। গানটা যখন রবীন্দ্রনাথের, তখন মতটাও নাহয় তারই থাক। প্রসঙ্গত বলি, কোনও কণ্ঠেরই গেয় আর পাঠ্য স্বর ( এগুলি কি জিনিষ সে নিয়ে নাহয় পরে আলোচনা হবে 😊😊) এক নয়, লতাজীর ও নয়, ভীমসেন যোশীজীর ও নয়। এই উপদেশটা আসলে এসেছিল কণ্ঠীদের সম্পর্কে, কারও আওয়াজের নকল না করে নিজের আওয়াজ তৈরি কর( আওয়াজ তৈরি করাটাও যে কি ব্যাপার সে সম্বন্ধেও খুব কম মানুষই পরিষ্কার ধারণা থাকে)। তো, বঙ্গদেশে চিরকালই অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেই জিনিসের application হয়ে চলেছে রবীন্দ্রগানের ওপর!!!
খুব ভালো লাগলো, অসাধারণ শিক্ষা পদ্ধতি 🙏
অসাধারন সুন্দর পদ্ধতি
ধন্যবাদ। 🙏🙏
খুব সুন্দর, কঠিন গান
কি যে অপূর্ব শেখালেন, খুব নিখুঁত ভাবে।
খুব ভালো লাগলো। অত্যন্ত প্রিয় ও বেশ কঠিন একটি গান।
এটি আমারও অত্যন্ত প্রিয় একটি গান
কি ভালো লাগে আপনার শেখানো। আমি গান জানিনা কিন্তু শুনতে ভালো বাসি তাই আপনার অনেক ব্লগ দেখি ও শুনি।
অসাধারণ নিবেদন খুব কঠিন। ভয়ঙ্কর সুন্দর 🙏🙏🙏🙏
হ্যাঁ এটা অত্যন্ত কঠিন একটা গান।
Khub khub bhalo lagchhe.
Asadharan laglo sir
ধন্যবাদ
অপূর্ব আপনার শেখানোর পদ্ধতি !
সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏
অসম্ভব ভালো শেখানোর পদ্ধতি। আমি কোনোদিন গান শিখিনি, ৪৮ বছর বয়সে এসে শুধু আপনার শেখানোর গুনে শেখার আগ্রহ জাগছে। ভালো থাকবেন।
রবি ঠাকুরের গান যখন ভালো লাগে, তখন আর দ্বিধা কিসের! শিখে ফেলুন।
Opurbo khub valo lagcha
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
Asadharon dhoirjer sathe sekhan apni🙏🙏
অপূর্ব শেখানোর পদ্ধতি আপনার
Thanks 👍👍
আমার ও খুব প্রিয় গান খুব ভাল লাগল
এটা আমারও অত্যন্ত প্রিয় গান, এই চ্যানেলে এখনো পর্যন্ত শেখানো রবীন্দ্র সংগীতের সম্পূর্ণ বর্ণানুক্রমিক তালিকা নিচে লিংকে দেওয়া রইল, সেগুলোও দেখার বিনীত অনুরোধ জানাই 🙏🙏
robiscope.wordpress.com/
আপনি অপূর্ব শেখান।আপনাকে গতকাল খুঁজে পেয়েছি।আমার খুবই পছন্দ, আপনার কাছে আরও শিখতে চাই। 🙏🏻🙏🏻
খুব উপকার হলো স্যার ,,, এই গানটি খুব প্রিয় এবং ভুল গুলি শিখে নিলাম ,, ধন্যবাদ sir
অসাধারণ অসাধারণ
🙏🙏
Asadharan sekhanor prodhati
ধন্যবাদ
অপূর্ব। খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ🙏💕
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
সত্যি, অত্যন্ত দরদ দিয়ে আপনি শেখালেন । আপনি আমার নমস্কার জানবেন।
Very nice teaching
Thanks a lot 😊🐱😀
Asadharan
Thanks a lot 😊😊😊😊
খুব ভালো।
Thanks 👍
Osadharon, khub bhalo laglo
ধন্যবাদ
অপূর্ব শেখানোর পদ্ধতি । perfect teacher.
Thanks
Apurbo sekhano ovivuto sr Samita biswas.🙏🙏
🙏🙏
Very very nice learners assembling & tuning.. Practically praiseworthy..
May God help anyway..
Thanks
Namaskar
আপনি এত সুন্দর শেখান বুঝতে কোনো অসুবিধা হয়না!! খুব উপকৃত হই।
বার বার সমৃদ্ধ হই.. অনেক অনেক ধন্যবাদ এইভাবে শেখানোর জন্য 🙏🏻
ধন্যবাদ
আপনার মধ্যে অপরিসীম নিয্ঠা🙏
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
Apurba sir
ধন্যবাদ
আপনার শেখানোর পদ্ধতি আমার ভীষণ ভালো লাগলো, বর্তমানে আমার বয়স ৬৫, ইদানিং এই গানটা গাইছিলাম, আপনার সঙ্গে বসে ঝালিয়ে নিলাম। আপনাকেও খুব ভালো লাগলো।খুব ভালো থাকবেন।❤
খুব ভালো লাগলো দাদা। আমার খুব পছন্দের একটি গান । শেখাবার জন্য ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ আপনাকেও।
খুব সুন্দর শেখানো, অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও।
অপূর্ব অপূর্ব 🙏
ধন্যবাদ
Sekhanor asadharon prochesta
ধন্যবাদ
Darun sir,Ganta o saralipir link pelam na to
www.tagoreweb.in/Songs/prakriti-236/abar-esechhe-asharh-5190
খুব সুন্দর করে শেখালেন। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
অসাধারন শেখানো পদ্ধতি। প্রনাম।
ধন্যবাদ
আপনার শেখানোর পদ্ধতিতে আশা রাখি আমরা শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করতে পারবো! অনেক শ্রদ্ধা 🙏❤️
🙏🙏
আপনি একজন প্রকৃতই শিক্ষক
ধন্যবাদ আপনাকেও, আমি নিজেকে একজন শিক্ষক বলেই মনে করি, শিল্পী হয়ে ওঠার যোগ্যতা আমার নেই। 🙏🙏 আমার সংগীত গুরুদের আশীর্বাদে যেটুকু শিখেছি, সেটুকু পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যেতে চাই, এটাই আমার একমাত্র উদ্দেশ্য।🙏🙏
এত সুন্দর করে শেখাচ্ছেন...খুব ভাল লাগছে
ধন্যবাদ
আমি বাংলাদেশ থেকে বলছি আপনার কাছে গান শিখতে চাই।
খুবই আনন্দের কথা, WhatsApp করবেন প্লিজ।
Bahudin aager shekha aabar shikhlam.
🙏🙏
প্রণাম দাদা। এত স্পষ্ট করে শেখানো অসাধারণ দাদা।🙏
ধন্যবাদ
অপূর্ব । এত ব্যস্ততার মধ্যেও দাদা আপনি যেভাবে আমাদের গান শেখাচ্ছেন আমরা ভীষণ উপকৃত হচ্ছি । প্রণাম নেবেন দাদা ।
ধন্যবাদ আপনাকেও 🙏🏻🙏🏻 রবীন্দ্রনাথের গান আমার পেশা নয়, রবীন্দ্রনাথের গান আমার ধর্ম। আপনাদের শেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। 🙏🏻🙏🏻
বল গোলাপ মোরে বল গানটি শিখতে চাই
আমার বয়স ৩৭। আগে গান শিখিনি। কিন্তু খুব আগ্রহ। এখন কী সুন্দরভাবে গান শিখতে পারবো?
নিশ্চয়ই পারবেন, মন দিয়ে রেওয়াজ করুন।
খুব ভালো লাগলো।আপনার প্রতিটি ভিডিও ভালো লাগছে।আর উপকৃত হচ্ছি।
ধন্যবাদ
Asadharan shekhanor paddhati .Ami kebal chesta kore gechhi ei sathhik bhabe gaan gaoar, kintu hayni. Ekhan 66 age holeo gaan kori . Ager mato dam nei ,tabu ei niyei beche achhi . Apnar ganer video dekhe shanti pai .Dam baranor chesta kori apnar training peye .
খুব ভালো, চালিয়ে যান। রবি ঠাকুরের গান সবার আগে নিজের জন্য।
Khub khub upokar pelam dada🙂
ধন্যবাদ
Khub sundor amar prio gaan
ধন্যবাদ
🙏
🙏🏻
আমি গান গাই না, গান শিখি না, গায়ক হতেও চাই না। গানের শ্রোতা হিসেবেও তেমন কোনো নিয়মিত অভ্যাস গড়ে ওঠেনি । কিন্তু গানের ক্লাস যে এমনভাবে মনকে গানের মতোই ছুঁতে পারে, গানের ব্যাকরণ যে গানের মতোই আকর্ষণীয় তা জানতে পারলাম ।
6
একটা uncommon গান শিখলাম। অনেক ধন্যবাদ।🙏
🙏🙏
sundar
যত দেখছি, শুনছি অভিভূত হচ্ছি। পরিনত বয়সে একবার শুরু করে সামান্য ধারনা মাত্র তৈরি হতেই ছেদ পড়ে যায়। তখন লজ্জাটুকুও কাটেনি। অবসরের পর আবার নতুন করে শুরু করেছি। উৎসাহ দেবার বা পাবার মতো সুযোগ হয়নি এখনও। তাই আপনার চ্যানেলের সন্ধান পেয়ে খুব উপকৃত হচ্ছি। ভালো লাগছে এই ভেবে যে ইচ্ছা থাকলে উপায় মিলে যায়। অসংখ্য ধন্যবাদ, স্যার।
খুব ভালো, রেওয়াজ চালিয়ে যান।
খুব ভালো লাগলো, আপনার ক্লাস।
অনেক কিছু শিখতে পারছি।
🙏🙏
Bhishon bhishon bhiiiiishon shundor Sayan, aar shotti amra bhishon bhishon bhabey gorbito bodh kori tomar saathey bondhutto kortey perey.
🙏🙏
Acha Rabindra sangeet er swaralipi kothai pabo online ee ektu jodi bolen.
www.tagoreweb.in/Songs/alphabetic-index
Ami samne theke gan apnar kachhe shikhte chai। Kothai jabo Ami sorkar বাজারের কাছে থাকি
আমার বাড়ি বেলেঘাটা সরকার বাজার অঞ্চলে, প্রত্যেক শনিবার সকালে এবং সোমবার বিকেলে নন ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস হয়। আমার কাছে ক্লাস করতে হলে একটু অডিশন দিতে হয়, আমি দেখে নিতে চাই শিক্ষার্থীকে আমি আদৌ কোন সাহায্য করতে পারব কিনা। অডিশন দিতে চাইলে নিজের নাম বয়স কোন স্কেলে গান করেন এবং এর আগে গান শেখার অভিজ্ঞতা whatsapp করতে পারেন ...
+91 89026 85419
প্রেগন্যান্ট অবস্থায় কী গান শেখা বা রেওয়াজ করা যাবে?
হ্যাঁ, গান না গাইবার মত কিছু আছে বলে তো মনে হয় না। তবে এ ব্যাপারে ডাক্তারের মতই শেষ কথা।
LONG LIVE SIR ISSOR APNAR MONGOL KORUN APNI ETO BUJHIYE MON PRAN DHELE SEKHAN AMI SOTTI ABHIBHUTO AJO EMON TEACHER ACHHEN KOLPONA KORA JAI NA KHUB KHUB BHALO THAKUN
ধন্যবাদ আপনাকেও। আমি অতি নগন্য একজন শিক্ষক মাত্র।
Apnake pronam. Evabe to kauke sekhate dekhini.
এ সবই আপনাদের ভালোবাসা এবং আমার শিক্ষকদের কৃপা, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
Swaralipite to Mir er chinha nei . Kibhabe bojha jabe ?
মির ছাড়া গাইবেন, তবে ওটাকে আর গান বলা যাবে কি না সন্দেহ, স্বরলিপি পাঠ বলা যেতে পারে।
দাদা রবীন্দ্রনাথ সৃষ্ট ষষ্ঠী তালে বাঁধা "তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।" গানটি আপনার টিউটোরিয়াল ক্লাসে শেখালে উপকৃত হব। আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। ধন্যবাদ ।
Jodi tare nai chini go saki, sir gaan ta korer anurod roilo.
নিশ্চয়ই
Very nice Sir
🙏🙏
Sir jhoro jhoro borishe baridhara ganta shekhaben.
RUclips a apneer videos. Khub
Sikhioniyo. Apner kache offliner
Kono. teacher thakle ami. Jogajog korbo.bhalo thakben
Dhannabad.
বয়স্ক শিক্ষার্থীদের জন্য আমার সরকার বাজারের বাড়িতে ক্লাস হয় প্রতি সোমবার বিকেল চারটে থেকে সাতটা, একদিন এসে অডিশন দিতে পারেন, পছন্দ হলে নিশ্চয়ই ছাত্র হিসেবে গ্রহণ করব।
+91 89026 85419 অডিশন দেবার জন্য হোয়াটসঅ্যাপ করুন।
Apni orthodox bolei apnar gan ato bhalo lage.
ধন্যবাদ
সায়ন দাদা।
নমস্কার।।শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার অসাধারণ শেখানোর পদ্ধতি আমাকে মুগ্ধ করে চলেছে । আপনার ক্লাসগুলো বলে দেয়- আপনি একজন রবীন্দ্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত সাধক।
Sir,
Apner video dheke khub upokrito
Hoyechi.apni jhodi offliner khono
Teacher nam bolen tahole bhalo
Hoy. Bhalo thakben
Dhannabad.
Excellent Sir 🙏
Thanks
বাবা আমি তোমার মায়ের মতো। তাই তুমি করে বলছি। তোমার বয়স্কদের জন্য শেখানোর পদ্ধতি পর্বটি আমার খুব ভালো লাগছে । ক্লাসিকেল রেওয়াজ পর্বও খুব লাগছে।
আমি একসময় গান গাইতাম। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গানই শিখেছি আর বড় হয়েও তাই ধরে রেখেছিলাম। কিন্ত সাংসারিক চাপে প্রায় ১৫/১৬বছর পর্যন্ত আর গাওয়া হয়ে ওঠেনি। তাই মাঝে মাঝে যখন খোলা গলায় গাইতে চাই গলায় আর আগের মতো সুর বেজে ওঠনা। তখন খুব কষ্ট পাই।
ইউটিউবে যখন তোমার পোষ্ট দেওয়া বয়স্কদের জন্য রেওয়াজ
করার পদ্ধতি দেখতে পেলাম মনে হলো যেন আবারো নতুন করে শিখি। নতুন প্রাণে ফিরে যাই। তাই চেষ্টা করবো আবার শুরু করতে। তবে জানিনা আবারো গাইতে পারবো কিনা।
তোমাকে আমার প্রাণভরা আশীর্বাদ ভালোবাসা জানাই ।
তুমি এ ভাবে অনেক এগিয়ে যাও।
ধন্যবাদ আপনাকেও, আশীর্বাদ করবেন। 🙏🏻🙏🏻
আপনার শেখানো খুব সুন্দর। আমি যখন শিখতাম তখনকার কথা বা বলা ভালো লাগে ছোটো ছোটো নির্দেশ গুলো মনে পড়ে যায় আপনার শেখানো শুনতে শুনতে। 'আজি পুলক দুলিয়া উঠেছে ' বই তে আছে কিন্তু যখন গাওয়া হয় তখন আমরা 'উঠিছে' বলি কেন? আপনিও তাই বললেন। যদি দয়া করে ব্যখ্যা দেন ধন্য হব।
একটা স্বরলিপির পাঠ, একটা গীতবিতান এর। দুটোই ঠিক, আমি গীতবিতান অনুসরণ করার পক্ষপাতি।
পুরো গানটার link পেলাম না তো। বি ফ্ল্যাটেই(বিনয় কে বিনয়ের জায়গায় রেখে বলি, যথেষ্ট সাবলীল আপনি) আপনার কণ্ঠে পুরো গানটি শুধু হারমোনিয়াম সহযোগে শোনার ইচ্ছে জানালাম।
কি বলতে চাইছেন ভালো বোঝা গেল না তবু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
সুধা সাগর তীরে গান টির ২য় ভিডিও টি এখনো পাইনি।
খুঁজলেই পাবেন, সব গানেরই index page বানানো আছে, তার পরেও যদি খুজে না পান... 😆🤣😂🤣
robiscope.wordpress.com/index-of-songs-rabindra-sangeet-tutorials/
স্যার আমি রবীন্দ্রসংগীত শিখছি। সাথে শ্রাসত্রীয় এবং নজরুলগীতি শিখার চেষ্টা করছি। এতে কি গলার স্বর খারাপ হবে?।রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে? বয়স ৩৮ থাইরয়েড সমস্যা ও আছে। 🙏🙏লাকী বিশ্বাস
না, তবে গায়কী আসতে অসুবিধা হবে।
'আকাশ জুড়ে শুনিনু' গানটা যদি একটু শেখান খুব উপকৃত হবো। 🙏
হ্যাঁ, খুব সহজ ও সুন্দর গান।
Low scale e gola taa bosha bosha laage aar kmn akta breathy laage....ki korbo....aage to sharp chhilo kintu .....onek high scale e korte korte....aar low scale e practise korini...please kono suggestion din sir
এটা হল সম্ভবত জোর করে গলা চড়ায় তোলার ফল, কিছু মনে করবেন না প্লিজ। যদি তাই হয় তাহলে ঠিক হওয়া মুশকিল। তবে গলা না শুনে কিছুই বলা যায় না, আমার সন্দেহ ভুলও হতে পারে।
Sir thik korar ki kono upay nei??
মীড় লাগানোর কায়দা টা পরিষ্কার ভাবে শিখতে চাই ।
হ্যাঁ নিশ্চয়ই, এই নিন
ruclips.net/video/Y5tW3MRWs5M/видео.html
Amar golata majhe sajhe crack hoye jaay ki korbo
কি আর করবেন, আমারও হয় মাঝেসাঝে।
Apnar guru ke?
আমি সামান্য মানুষ, কিছুই শিখতে পারিনি নিজের দোষে। তাই এখানে তাদের নাম করে তাদের আর লজ্জা নাই বা দিলাম।
Nice
Thanks
দারুন শেখাচ্ছেন। খুব ভালো লাগছে। মনটা ভরে গেল । আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে শিখতে চাই। আমি কি সুযোগ পাব Sir? কখন, কোন number এ কথা বলতে পারব ,একটু বলবেন Sir.
হ্যাঁ নিশ্চয়ই
+918902685419
কালকে মঙ্গলবার দুপুর 12-45 এর পর ক্লাস শেষ, 2টো অবধি ফ্রি আছি, তখন ফোন করতে পারেন।
Thik aachhe sir.
Adab dada..Bangladesh theke akok class korte chai
ওখান থেকে তো টাকা পাঠানোর কোনও ব্যবস্থা নেই, এটাই মুশকিল।
Uthichhe hobe na. Dekhun lekha ache "uthechhe"
গীতবিতান এর পাঠ দেখুন, প্লিজ। রবীন্দ্রনাথের বহু গানে স্বরলিপি আর গীতবিতান এর পাঠে পার্থক্য দেখা যায়, যেমন গোপন কথাটি রবে না গোপনে... আমার মতে গীতবিতান এর পাঠ বেশি অথেন্টিক, কারন কবি শেষ বয়সে নিজে হাতে ওই গ্রন্থটির প্রথম দুটি খন্ড সম্পাদনা করেছিলেন। যদিও স্বরলিপির পাঠ ভুল, একথা কখনও বলা যাবে না! তবে বিষয়টা আমার উল্লেখ করা উচিত ছিল। কমন গান, তাই হয়ত মিস করে গেছি।
আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রশিক্ষণ গুলি নিয়মিত মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করি। তবে মহাশয়, একটি বিনীত প্রশ্ন আছে, যদি ব্যাখ্যা করেন, বাধিত থাকব 🙏🙏🙏।
আপনি যখন কথা বলেন তখন আপনার কন্ঠস্বর একরকম থাকে, কিন্তু যখন গান করেন তখন তখন তাকে পাল্টে নেন,মনে হয় যেন এটা আপনার স্বাভাবিক কন্ঠ নয়, রবীন্দ্রনাথের গান গাইতে গেলে কি এটা করতে হয়? কারণ আমি এটা শুনেছি যে গান সর্বদা নিজের সাবলীল কন্ঠস্বরে, খোলা গলায় গাওয়া উচিত। আসলে আমি বেশি বয়সে গান শিখতে শুরু করেছি তো! তাই সারাক্ষণ এইসব নিয়েই ভাবি। ভুল কিছু বলে ফেললে ক্ষমা করবেন দয়াকরে🙏🙏🙏🙏🙏।
সেখানোর পদ্ধতি খুব ভালো লাগলো
শিল্পনৈপুণ্যে ভরপুর বর্ষার কাব্যময় রূপের
অপূর্ব প্রকাশ আপনার গানে ধরা দিয়েছে।
"আমি অবাক হয়ে শুনি"।
অল্পবয়সী শিক্ষার্থীদের উপদেশ দেওয়া হয়, রেওয়াজ সবসময় গলা খুলে করবে ( বয়স্ক শিক্ষার্থীদের দের জন্য এই উপদেশ নয় কিন্তু, তাহলে হিতে বিপরীত হতে পারে 😂😂) কিন্তু গান যদি সবসময় খোলা গলায় গাওয়া হয়, তাহলে তো সেটা আর শিল্প থাকবে না, স্লোগান হয়ে যাবে। আর রবি ঠাকুরের গান নিয়ে যারা এই ধরণের বক্তব্য রাখে ( এই বিষয় নিয়ে কিছুই না জেনেও অনেকে কিছু বলা যায়) তাদের সঙ্গীতচিন্তা বইটা একবার পড়ে দেখতে অনুরোধ করি। গানটা যখন রবীন্দ্রনাথের, তখন মতটাও নাহয় তারই থাক। প্রসঙ্গত বলি, কোনও কণ্ঠেরই গেয় আর পাঠ্য স্বর ( এগুলি কি জিনিষ সে নিয়ে নাহয় পরে আলোচনা হবে 😊😊) এক নয়, লতাজীর ও নয়, ভীমসেন যোশীজীর ও নয়। এই উপদেশটা আসলে এসেছিল কণ্ঠীদের সম্পর্কে, কারও আওয়াজের নকল না করে নিজের আওয়াজ তৈরি কর( আওয়াজ তৈরি করাটাও যে কি ব্যাপার সে সম্বন্ধেও খুব কম মানুষই পরিষ্কার ধারণা থাকে)। তো, বঙ্গদেশে চিরকালই অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেই জিনিসের application হয়ে চলেছে রবীন্দ্রগানের ওপর!!!
@@robiscope ধন্যবাদ।
Apurbo