আপনার এই প্রয়াস সত্যিই খুব প্রশংসনীয়। নতুন করে সংগীত চর্চায় উৎসাহিত করছে। গান শিখে গান করা সে এক সাধনা। সাধনা করে সংগীত চর্চা করার দিশা আপনি দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
সংগীত সাধনা গুরু শিষ্য পরম্পরা ব্যপার । গুরুর অনুসরন এবং সাইন্টিফিক ওয়ে মোতাবেক রেওয়াজ অত্যন্ত ফলদায়ক বলে আমার মনে হয়। আমাদের বয়স্ক লোকদের জন্য আপনার শিক্ষা পদ্ধতি অনেক সুন্দর সহজ এবং অনকরনীয় । আমরা আপনার প্রশিক্ষণ পদ্ধতিতে অনেক উপকৃত। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুজে পাচ্ছি না তবে আপনার নিকট আমরা কৃতজ্ঞ। So many thanks.
ভীষণ ভালো এবং অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা, আগে কখনও এই রকম বিস্তারিত শিক্ষা পাই নি। সুন্দরভাবে step by step এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, খুবই উপকৃত হচ্ছি। রাগ সঙ্গীতের আলাপ এবং বিস্তার শেখান, স্যার, আমি ব্যক্তিগত ভাবে খুবই উপকৃত হব। নমস্কার জানাই। ভালো থাকবেন।
বয়স্ক শিক্ষার্থীদের ওপর সিরিজের ভিডিওগুলো এখানে পরপর পাবেন আমার ব্লগ সাইট থেকে, লিঙ্ক দেওয়া রইল... robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
সায়ন বাবু নমস্কার! আমি ঢাকা থেকে বলছি। আমি একজন বয়স্ক রবীন্দ্র সংগীত শিক্ষার্থী। আপনার ভিডিওগুলি আমি নিয়মিত উপভোগ করি। আপনাকে ধন্যবাদ। আমার অনেক উপকার হচ্ছে।
প্রথমেই জানাই আন্তরিক শ্রদ্ধা সংক্ষেপে বলি স্যার অসাধারণ আপনার ভাব বিনিময় সত্যিই অনেক অনেক কিছু একটু বয়সকালে এসেও আপনার ভিডিও গুলি থেকে সমৃদ্ধ হই ।সত্যিই অসাধারণ পাওয়া আপনার কাছে, আমি একজন প্রতিরক্ষা শিল্পের কেন্দ্রীয় সরকারী অবসরপ্রাপ্ত (63 + ) কর্মী, ভাল থাকবেন স্যার 🙏🙏🙏🙏
সব ভিডিওগুলো পরপর পাবেন আমার ব্লগ সাইটে, লিংক দেওয়া রইল... robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
অসম্ভব সুন্দর ভাবে আপনি বোঝালেন। আমি আজ প্রথম রবিস্কোপ দেখলাম। সাবস্ক্রাইবও করলাম। সঙ্গীত শিল্পীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙏🙏
অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগে আপনার শেখানোর পদ্ধতি। আমি অনেক বেশি বয়সে গান শিখি।আজও চালিয়ে যাচ্ছি। জানি না কতদিন পারবো।রবীন্দ্রসংগীত আমার বেঁচে থাকার oxygen।
হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে। কারণ, দেখতে খুব সোজা মনে হলেও আমার মতে, এটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের অন্যতম কঠিন রেওয়াজ গুলোর মধ্যে একটি 🙏🏻🙏🏻 নমস্কার নেবেন।
আজকের রেওয়াজ পদ্ধতিটি জেনে অত্যন্ত ভাল লেগেছে।রবীন্দ্র গানের জন্য জরুরী আর গলা তৈরী হওয়ার জন্য যে রাগ ভিত্তিক আলাপের কথা বললেন, তা ভীষণণভাবে জানতে আগ্রহী।এটা নিয়ে একটা ভিডিও তৈরী করুন pls…🙏🙏
ধন্যবাদ সায়নবাবু। আমি আপনার এই প্রশিক্ষণ ফলো করি। আপনার শেখানোর পদ্ধতি খুবই সুন্দর ও বন্ধুত্বপূর্ণ। রবীন্দ্রসংগীতে ব্যবহৃত বিভিন্ন রাগের বিস্তার ও প্রয়োগ কৌশল সম্পর্কে টিউটোরিয়াল দিলে উপকৃত হই।
শুধুমাত্র রবীন্দ্রসংগীত চর্চা করার জন্য কন্ঠ স্বর সঠিক form এ রাখতে যেটুকু classical চর্চার নিয়মাবলী নিয়ে যদি একটি video করেন তাহলে খুব উপকৃত হবো। আর একটি কথা , আপনার বাচনশৈলী, শব্দ চয়ন,ও উচ্চারণ অসাধারণ আকর্ষণীয় । খুব ভালো থাকুন আর এইভাবে সংগীত শিক্ষার্থীদের জ্ঞান পিপাসা মেটাতে থাকুন 🙏💐
এটা একটা বিশাল বিষয়, একটা ভিডিওতে এই বিষয়টিকে ধরার ক্ষমতা আমার নেই। আমায় মার্জনা করবেন। বহু ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতেও আরও করব, তারপরেও শেষ করতে পারবো বলে মনে হয় না।
স্যার বহু'বছর পর অাপনাকে পেলাম৷সত্তি অামি অামার মত বয়স্ক সংগীত ছাত্রী কৃতজ্ঞ৷ অাপনি যা শেখালেন ওম এর রেওয়াজঅাগে এত সুন্দর করে কেউ বোঝানানি৷ ভালো থাকবেন৷ অারও অনেক শিখতে পারব অাপনার কাছে৷
Getting immensely benefitted at my age of 55....so far none has taught me with so much details and efficacy....you are not only a good teacher Sir....I am overwhelmed with your honest dedication to the art of music and benevolence to your students....so long I was really deprived of such basic knowledges about riwaz....very few teachers devote so much time to improve the voice quality of their students....though you are much younger to me let me bow down my head in front of you....You are a professor in true sense of Word. Regards.
আপনি খুব সরল সুন্দর ভাবে পাঠ দিচ্ছেন।এখন আমার বয়স 63,আমি আধুনিক বাংলা ও হিন্দি গান অনুশীলন করি।কিছুদিন আগেও আমি তানে গান উপর দিকে টানতে পারলেও নিচ দিকে টানতে পারতাম না।কিন্তু যে দিন থেকে হামিং,ভওয়েল,প্রভিতি আপনার শিক্ষার মাধ্যমে যতটুকু গ্রহণ করতে পারছি তাতে আমি বেশ উপকৃত হচ্ছি।আপনাকে আমার গুরুদেব হিসাবে প্রণাম জানাই ।এবং এই বয়সে আরো কিছু শিখতে চাই।যদিও বড় দেরি করে ফেলেছি জীবনে।তবুও যতদিন পারি,আপনার শিক্ষা গ্রহণ করে যাব।
রাগ ভিত্তিক আলাপ এর বিস্তার এর প্রকাশ চাই। ভীষণ সমৃদ্ধ হলাম। অত্যন্ত প্রশংসনীয় প্রয়াশ। অনেক অনেক শুভেচ্ছা রইল। ইচ্ছা পূরণের দিন বুঝি এল। খুব শীঘ্রই যোগাযোগ করবো🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
সাধারণ ডিপ্লোমা কোর্সের গান কিছু এখানে আছে, তবে এখানে প্রধানত রবীন্দ্র সংগীতে যারা এমএ বা স্পেশাল অনার্স করছে তাদের উপযুক্ত গানগুলোর দিকে মননিবেশ করা হয়।
এত সুন্দর করে আপনি বলেন যে ইচ্ছে করে শুরু করতে, দেরীতে হলেও। খুবই অনুপ্রেরণামূলক আপনার কথা।
দেরি বলে কিছু হয় না, নির্দ্বিধায় অনুশীলন শুরু করুন।
আপনার শেখানোর পদ্ধতি খুব সুন্দর। অনেক কিছু জানতে ও শিখতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ।
Most Welcome ☺️
আপনার এই প্রয়াস সত্যিই খুব প্রশংসনীয়। নতুন করে সংগীত চর্চায় উৎসাহিত করছে। গান শিখে গান করা সে এক সাধনা। সাধনা করে সংগীত চর্চা করার দিশা আপনি দেখিয়েছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
ধন্যবাদ সায়নবাবু!
বয়স্ক শিক্ষার্থীদের জন্য আপনার প্রচেষ্টায় সাধুবাদ জানাই!
আপনার শেখানো উপভোগ করছি।
Thanks Sayan babu, I have been really benifitted from it.
ধন্যবাদ।
Most Welcome...
Alaper madhme rawasta dakhale bhalo hay
এই ধরনের রেওয়াজ শেখালে আমরা খুব উপকৃত হবো। আপনার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আন্তরিক ধন্যবাদ
অনেক ধন্যবাদ, রিয়াজ সম্বন্ধে ভিডিও এই চ্যানেলে আপলোড করার ইচ্ছে রইল
Apnake sato koti pranam guruji apnar bojhano te khub upokrito hoyece amar 🙏🙏🙏
ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে জেনে খুব আনন্দিত হই। মনে হয়, আমার ভিডিও বানানো সার্থক।
সত্যি আপনার বোঝানতে আমার দীর্ঘ 4বৎসরের ভুল রেয়াজ সম্পূর্ণ হলো আপনাকে শতকোটি প্রণাম 🙏
ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে, এটা জানতে পারলেই মনে হয় আমার ভিডিও বানানো সার্থক।
অসম্ভব ভালো একটি ভিডিও। ধন্যবাদ! 🙏❤️
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
সংগীত সাধনা গুরু শিষ্য পরম্পরা ব্যপার । গুরুর অনুসরন এবং সাইন্টিফিক ওয়ে মোতাবেক রেওয়াজ অত্যন্ত ফলদায়ক বলে আমার মনে হয়। আমাদের বয়স্ক লোকদের জন্য আপনার শিক্ষা পদ্ধতি অনেক সুন্দর সহজ এবং অনকরনীয় । আমরা আপনার প্রশিক্ষণ পদ্ধতিতে অনেক উপকৃত। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুজে পাচ্ছি না তবে আপনার নিকট আমরা কৃতজ্ঞ। So many thanks.
ধন্যবাদ আপনাকেও।
খুব ভালো লাগলো গুরুজী।নমস্কার নেবেন🙏🙏🙏
🙏🙏
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সুন্দর করে আমাদেরকে শেখানোর জন্য।
বাংলাদেশ।
ধন্যবাদ আপনাকেও। কোনও অসুবিধা হলে নির্দ্বিধায় জানাবেন।
আন্তরিক ধন্যবাদ
নতুন শুনলাম,খুবই উপকৃত হলাম,
জরুরী অনুশীলন, নিয়মিত করলে অবশ্যই উপকার পাবেন।
ভীষণ ভালো এবং অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা, আগে কখনও এই রকম বিস্তারিত শিক্ষা পাই নি। সুন্দরভাবে step by step এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, খুবই উপকৃত হচ্ছি।
রাগ সঙ্গীতের আলাপ এবং বিস্তার শেখান, স্যার, আমি ব্যক্তিগত ভাবে খুবই উপকৃত হব। নমস্কার জানাই। ভালো থাকবেন।
হ্যাঁ, এই সিরিজে এর পরে সবথেকে জরুরী রেওয়াজ হতে চলেছে রাগবিস্তারের ধারনা। চেষ্টা করছি যত তারাতারি সম্ভব বানানোর।
Sir, আপনি এখানে রেওয়াজের জন্য যা যা বলেছেন, এবং যে যে আলোচনার বিষয় গুলো পরবর্তীকালে আনার কথা ভাবছেন please please🙏, সেগুলো continue করুন।
বয়স্ক শিক্ষার্থীদের ওপর সিরিজের ভিডিওগুলো এখানে পরপর পাবেন আমার ব্লগ সাইট থেকে, লিঙ্ক দেওয়া রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
খুবই উপকৃত হলাম sir, এরকম ভাবে আগে কখনো শিখিনি, জানিনি রাগ সংগীতের আলাপ শেখালে আরো ভালো লাগবে উপকৃত হবো 🙏
এখনো পর্যন্ত কেবলমাত্র ভৈরব রাগের আলাপ বানাতে পেরেছি, সেটা দেখলে আশা করি আপনার ভালো লাগবে।
সায়ন বাবু নমস্কার! আমি ঢাকা থেকে বলছি। আমি একজন বয়স্ক রবীন্দ্র সংগীত শিক্ষার্থী। আপনার ভিডিওগুলি আমি নিয়মিত উপভোগ করি। আপনাকে ধন্যবাদ। আমার অনেক উপকার হচ্ছে।
কাজে লাগছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
অশেষ কৃতজ্ঞতা স্যার এমন সব ভিডিও আমাদের জন্য উপস্থাপন করায়।প্রণাম।
অনেক ধন্যবাদ মহাশয়। খুব ভালো লাগলো।রাগের আলাপ ও বিস্তার নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হব।
হ্যাঁ নিশ্চয়ই।
Rag vittik bistar abasyi sekhabene.sir
স্যার,
আমার নমস্কার নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মত বয়স্কদের নিয়ে সংগীত- ভাবনার প্রতিফলন ঘটানোর জন্য।
ধন্যবাদ আপনাকেও 🙏🏻😁 বয়স্ক শিক্ষার্থীদের জন্য একটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই চ্যানেলে🙏🏻🙏🏻 দেখার অনুরোধ রইলো। 🙏🏻🙏🏻
এতো সুন্দর শেখানো,চমৎকার..... বিস্তারের বিস্তারিত আলোচনা হলে খুব খুশি হবো।🙏
অনেক ধন্যবাদ, হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। 🙏🙏🙏🙏
আমার সৌভাগ্য যে আপনার ভিডিও দেখার সুযোগ পেয়েছি।আপনি আমার কাছে ভগবান। আপনি যে ভাবে বয়ষ্কা দের কথা ভেবেছেন তা অভাবনীয়। আপনাকে অসংখ্য প্রণাম জানাই।
না না, আমি সামান্য একজন গানের শিক্ষক। আপনাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।
অনেক কিছু শিখতে পারছি আপনার video তে। অনেক ধন্যবাদ 🙏🙏🙏
স্বাগত জানাই আপনাকে। 🙏🏻🙏🏻
আপনার শেখানোর পদ্ধতি অসম্ভব সুন্দর 🙏🙏
অনেক ধন্যবাদ।
প্রথমেই জানাই আন্তরিক শ্রদ্ধা
সংক্ষেপে বলি স্যার অসাধারণ আপনার ভাব বিনিময় সত্যিই অনেক অনেক কিছু একটু বয়সকালে এসেও আপনার ভিডিও গুলি থেকে সমৃদ্ধ হই ।সত্যিই অসাধারণ পাওয়া আপনার কাছে, আমি একজন প্রতিরক্ষা শিল্পের কেন্দ্রীয় সরকারী অবসরপ্রাপ্ত (63 + ) কর্মী, ভাল থাকবেন স্যার 🙏🙏🙏🙏
সব ভিডিওগুলো পরপর পাবেন আমার ব্লগ সাইটে, লিংক দেওয়া রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
@@robiscope খুব ভাল লাগল response পেয়ে ভাল থাকবেন 🙏🙏
প্রকৃত ই আপনি একজন ভাল শিক্ষক । এরকম বিস্তারিত ভাবেই ব্যাখ্যা করলে অনেক বয়স্কদের উপকার হবে। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে, রেওয়াজ শেখানোর অনুরোধ রইল। 🙏
বয়স্ক শিক্ষার্থীদের উপযুক্ত রেওয়াজ নিয়ে একটা পুরো ভিডিওর সিরিজ রয়েছে এই চ্যানেলে, দেখার অনুরোধ রইলো।
অসাধারণ অসাধারণ একটা জিনিস
শিক্ষা নিলাম, অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো,
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
খুবই উপকৃত হলাম, স্যার. অনেক ধন্যবাদ.🙏 আলাপ আর বিস্তার নিয়ে আরো ক্লাসের অনুরোধ রাখলাম 🙏
রাগ ভিত্তিক একটা সম্পূর্ণ সিরিজ করার ইচ্ছে আছে। বর্তমানে সপরিবারে অসুস্থ, তাই সম্ভব হচ্ছে না।
অসম্ভব সুন্দর ভাবে আপনি বোঝালেন। আমি আজ প্রথম রবিস্কোপ দেখলাম। সাবস্ক্রাইবও করলাম। সঙ্গীত শিল্পীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙏🙏
ধন্যবাদ
Asadharon, Sir apnake anek dhanyabad o pronam janai, alaper madhyame reoaj dakhale amra khubi upokrito habo , ei anurodh rakhlam Sir , pron neben
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
ধন্যবাদ🙏💕 অনেক উপকৃত হলাম।
Most welcome 🤗🤗
স্যার আপনার শেখানোর পদ্ধতি খুবই সুন্দর ,কারণ আমার বয়স হয়েছে ,আমি উপকৃত হই
আমার বয়স 65
বয়স্ক শিক্ষার্থীদের জন্য একটা প্লেলিস্ট বানানো আছে এই চ্যানেলে, আশা করি আপনার কাজেই লাগবে।
খুব উপকৃত হচ্ছি।
ধন্যবাদ আপনাকেও 🙏🏻🙏🏻 আপনারা যখন জানান ভিডিও কাজে লেগেছে, তখন মনে হয় আমার ভিডিও বানানো সার্থক হল।
স্যার অসাধারণ আপনার টেকনিক্যাল দিক গুলি বয়স্কদের সত্যিই খুব সাহায্য হবে যদি মনযোগ দিয়ে অনুসরণ করি 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
খুব ভালো লাগলো..... আলাপ বিস্তার ভিত্তিক রেওয়াজ নিয়ে ভিডিও র অপেক্ষায় রইলাম 🙏
নিশ্চয়ই, সঙ্গে থাকুন প্লিজ। 🙏🏻🙏🏻
খুব সুন্দর ভিডিও। অনেক উপকৃত হলাম।
ধন্যবাদ আপনাকেও 🙏🏻🙏🏻 দেখতে খুব সোজা মনে হলেও, আমার মতে এই ওমকারের রেওয়াজ হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কঠিন রেওয়াজগুলোর মধ্যে অন্যতম।
খুব ভালো লাগে স্যার। শুনি সব।
ধন্যবাদ জানাই আপনাকে।
অসাধারণ লাগলো আপনার শেখানোর পদ্ধতি। কিন্তু কিছুতেই দম আসছে না ।
দমশ্বাসের রেওয়াজ করুন...
ruclips.net/video/frVLirSQq9M/видео.html
Daru...n class.khubii upokrito holam Sir.bivinno rager opor bistar dekhale aroo besi upokrito habo.apner bojhanor khamota satyii asadharon.🙏🙏🙏
Sir খুব উপকৃত হচ্ছি।আমার বয়স 50।দীর্ঘ বছর বন্ধ থাকার পর আবার শুরু করেছি।বিস্তার নিয়ে একটু আলোচনা করুন🙏🙏🙏🙏
অবশ্যই
অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগে আপনার শেখানোর পদ্ধতি।
আমি অনেক বেশি বয়সে গান শিখি।আজও চালিয়ে যাচ্ছি। জানি না কতদিন পারবো।রবীন্দ্রসংগীত আমার বেঁচে থাকার oxygen।
বাঃ খুব ভালো। চালিয়ে যান।
Ap ni jamon sekhaben tai kub vhalo aato poresrom koren upni sir pronam 🙏🙏
হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে। কারণ, দেখতে খুব সোজা মনে হলেও আমার মতে, এটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের অন্যতম কঠিন রেওয়াজ গুলোর মধ্যে একটি 🙏🏻🙏🏻 নমস্কার নেবেন।
খুব ভালো লাগছে। আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ , অভিনন্দন জানালাম 🙏🙏🙏
জয় মা
ধন্যবাদ
Sir anek upokrito hochhi..... Apnar sekhanor method khub sundor r anek kichu notun tothyo jante parchi..... Pls aro notun kichu sikhte chai apnar kach theke.... 🙏
বয়স্ক শিক্ষার্থীদের উপযুক্ত প্রাথমিক অনুশীলনের একটা সম্পূর্ণ প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, আশা রাখি আপনার ভালো লাগবে।
নমস্কার দাদা। আসলে দাদা আপনিই ভালো বুঝতে পারবেন, আমাদের কোনটার পর কোনটা করালে ভালো হবে।এভাবে আমাদের অনেক উপকার হচ্ছে।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ভীষণ ভাবে উপকৃত হচ্ছি স্যার 🙏
অনেক ধন্যবাদ।
It’s so true…Teachers don’t get time for their own rewaj….You have done very pious job which is very helpful for music students…🙏🙏🙏
Thanks for the compliment 😊😆
স্যার আমি আপনার এই পোস্ট থেকে অনেক উপকার পাচ্ছি। এই ভাবে আগামী দিনে ও অনেক কিছু জানতে ও শিখতে পারবো।🙏
ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন।
গুরুজী আপনার ভিডিও গুলোর উপযোগিতা অসীম। অনেক অনেক শুভকামনা।
wanderful.teaching.sylhet Bangladesh.
Most Welcome 🙂🙂
আজকের রেওয়াজ পদ্ধতিটি জেনে অত্যন্ত ভাল লেগেছে।রবীন্দ্র গানের জন্য জরুরী আর গলা তৈরী হওয়ার জন্য যে রাগ ভিত্তিক আলাপের কথা বললেন, তা ভীষণণভাবে জানতে আগ্রহী।এটা নিয়ে একটা ভিডিও তৈরী করুন pls…🙏🙏
খুব উপকারী ক্লাস। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
Khub upokrito holam Sir, aro sikhte chai 🙏
নিশ্চয়ই, সামান্য যেটুকু জানি আপনাদের শেখানোর চেষ্টা করে যাবো।
You think for the elderly people ...
God bless you 🙏
🙏🙏
ধন্যবাদ সায়নবাবু। আমি আপনার এই প্রশিক্ষণ ফলো করি। আপনার শেখানোর পদ্ধতি খুবই সুন্দর ও বন্ধুত্বপূর্ণ। রবীন্দ্রসংগীতে ব্যবহৃত বিভিন্ন রাগের বিস্তার ও প্রয়োগ কৌশল সম্পর্কে টিউটোরিয়াল দিলে উপকৃত হই।
ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন।
শুধুমাত্র রবীন্দ্রসংগীত চর্চা করার জন্য কন্ঠ স্বর সঠিক form এ রাখতে যেটুকু classical চর্চার নিয়মাবলী নিয়ে যদি একটি video করেন তাহলে খুব উপকৃত হবো। আর একটি কথা , আপনার বাচনশৈলী, শব্দ চয়ন,ও উচ্চারণ অসাধারণ আকর্ষণীয় । খুব ভালো থাকুন আর এইভাবে সংগীত শিক্ষার্থীদের জ্ঞান পিপাসা মেটাতে থাকুন 🙏💐
এটা একটা বিশাল বিষয়, একটা ভিডিওতে এই বিষয়টিকে ধরার ক্ষমতা আমার নেই। আমায় মার্জনা করবেন। বহু ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতেও আরও করব, তারপরেও শেষ করতে পারবো বলে মনে হয় না।
ভীষণ ভালো আলোচনা। উপকৃত হলাম। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন 🙏
কাজে লাগছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ।
অনেক ভালো লাগলো ক্লাসটি শুনে, অনেক ধন্যবাদ স্যার।
Most welcome
স্যার আপনি আলাপের মাধ্যমে রেওয়াজ টা দেখালে ভালো হয়।
🙏
Alap er madhome rewaj ta korun sir
খুব সুন্দর করে বোঝালেন। খুবই উপকৃত হলাম।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।🙏🙏
আপনি দয়া করে রাগ ভিত্তিক আলাপ করে দেখান,আমিও খুব উপকৃত হচ্ছি আপনার ভিডিও দেখে,খুব ভালো থাকবেন,সুস্থ থাকবেন আপনিও।
রাগ ভিত্তিক আলাপের ভিডিও কিছু দেওয়া হয়েছে, ভৈরব রাগের বন্দিনী শেখানোর ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।🙏
স্যার, খুব detailed tutorial. ভালো লাগল। উপকৃত হলাম। 🙏🙏🙏
ধন্যবাদ।
@@robiscope khub vlo laglo.ami o amon practice korbo.r o video Pele khusi hobo and practice korte o subidha hobe sir.pronam
ভীষণ ভালো লাগে আপনার আলোচনা এবং ব্যাখ্যা.. খুবই উপকৃত হই.. অনেক অনেক ধন্যবাদ আপনাকে...আলাপ, বিস্তারের ভিডিও অবশ্যই শুনতে চাই 🙏🏻
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। ধন্যবাদ
আপনার কাছে কৃতজ্ঞ কারণ এর আগে বয়স্কদের জন্যে এই ভাবে কেউ ভাবেনি দাদা
ধন্যবাদ আপনাকে।
আপনার অকৃপণ শিক্ষায় খুবই উপকৃত হলাম দাদা🙏🙏🙏
আলাপ বিস্তার নিয়ে আলোচনা চাই দাদা💕
ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন।
Khub bhalo laglo sir
Thanku 🙏🙏🙏
😠😠
Most welcome 🤗🤗
হ্যাঁ স্যার যা শিখলে আমদের উপকার হয় তা আপনি অবশ্যই শিক্ষান 🙏
ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।
সায়ন দা অসাধারন, অনেক উপকৃত হলাম দাদা ৷
🙏🙏
Thanks Bro
খুব জরুরি..... ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও।🙏🙏
স্যার বহু'বছর পর অাপনাকে পেলাম৷সত্তি অামি অামার মত বয়স্ক সংগীত ছাত্রী কৃতজ্ঞ৷ অাপনি যা শেখালেন ওম এর রেওয়াজঅাগে এত সুন্দর করে কেউ বোঝানানি৷ ভালো থাকবেন৷ অারও অনেক শিখতে পারব অাপনার কাছে৷
ধন্যবাদ আপনাকেও।
খুব উপকৃত হবো আশাকরি,,অবিলম্বে শুরুকরবো,,নমস্কার নেবেন,,
How wonderful! I learn many things from your tutorial ,nicely explained throughout .Thanks a lot
অনেক ধন্যবাদ, আপনারা যখন বলেন ভিডিওটা আপনাদের শিক্ষার কাজে লেগেছে তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।
খুব ভালো আপনার শেখানোর কায়দা ❤
ধন্যবাদ আপনাকেও
আমার বয়স আটান্ন । আপনার এই ভিডিও দেখে দারুন লেগেছে। আমিও গান শিখবো।
নিশ্চয়ই শিখবেন। মন দিয়ে রেওয়াজ করুন।
Getting immensely benefitted at my age of 55....so far none has taught me with so much details and efficacy....you are not only a good teacher Sir....I am overwhelmed with your honest dedication to the art of music and benevolence to your students....so long I was really deprived of such basic knowledges about riwaz....very few teachers devote so much time to improve the voice quality of their students....though you are much younger to me let me bow down my head in front of you....You are a professor in true sense of Word.
Regards.
You are most welcome, Mam... Keep practicing...
আপনি খুব সরল সুন্দর ভাবে পাঠ দিচ্ছেন।এখন আমার বয়স 63,আমি আধুনিক বাংলা ও হিন্দি গান অনুশীলন করি।কিছুদিন আগেও আমি তানে গান উপর দিকে টানতে পারলেও নিচ দিকে টানতে পারতাম না।কিন্তু যে দিন থেকে হামিং,ভওয়েল,প্রভিতি আপনার শিক্ষার মাধ্যমে যতটুকু গ্রহণ করতে পারছি তাতে আমি বেশ উপকৃত হচ্ছি।আপনাকে আমার গুরুদেব হিসাবে প্রণাম জানাই ।এবং এই বয়সে আরো কিছু শিখতে চাই।যদিও বড় দেরি করে ফেলেছি জীবনে।তবুও যতদিন পারি,আপনার শিক্ষা গ্রহণ করে যাব।
আমি কাল থেকেই করবো,,আপনি যে ভাবে ভেংগে ২ দেখালেন,,,অসাধারণ
নিশ্চয়ই করবেন, একটানা করলে উপকার পাবেন।
Apnake anek dhonnobad
ধন্যবাদ আপনাকেও।
Osadharon. Apnar video khub kaje lagbe Sir 🙏
ধন্যবাদ
Guru hisebe pranam janai.Akta Rag vityic Alap dekhan.khub upakrito hobo.
নমস্কার জানবেন। রাগভিত্তিক আলাপের ভিডিওর দাবি অনেকদিনের, বর্তমানে আমি অসুস্থ তাই বানাতে পারছি না মার্জনা করবেন।
হা আলাপ রেওয়াজ video করলে খুব উপকৃত হতাম 🙏🏽🙏🏽😊
নিশ্চয়ই, এই সপ্তাহে একটু কাজের চাপ আছে। ফাঁকা হলেই দিয়ে দেব।
অসাধারণ!
রাগ ভিত্তিক আলাপ এর বিস্তার এর প্রকাশ চাই।
ভীষণ সমৃদ্ধ হলাম। অত্যন্ত প্রশংসনীয় প্রয়াশ। অনেক অনেক শুভেচ্ছা রইল। ইচ্ছা পূরণের দিন বুঝি এল। খুব শীঘ্রই যোগাযোগ করবো🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
হ্যাঁ নিশ্চয়ই। খুব তাড়াতড়িই আসছে, সঙ্গে থাকুন।
Khub vlo anusthan sir.anek sekhar ache
ধন্যবাদ
Many thanks.
You are welcome!
Osadharon shekhacchhen
Explanation ta khub shundor
অনেক ধন্যবাদ আপনাকে। 👍
Robindrosangit 1st year exam ke liye pura taiyar kara dijiye.dhanyabad.
সাধারণ ডিপ্লোমা কোর্সের গান কিছু এখানে আছে, তবে এখানে প্রধানত রবীন্দ্র সংগীতে যারা এমএ বা স্পেশাল অনার্স করছে তাদের উপযুক্ত গানগুলোর দিকে মননিবেশ করা হয়।
Sir apnar video khub helpful, please ei rokom video aro din
হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ।
Excellent and very helpful
ভিডিওটি কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ।
হ্যাঁ স্যার যা যা শেখানো যায় অবশ্য ই ভিডিও করবেন। আমি শিখব্য
হ্যাঁ নিশ্চয়ই।
Sir thank u very much
You are most welcome 🙏 নমস্কার
Khub bhalo lagche sir . Thank you.
Most Welcome 🙏🙏
অবশ্যই আলাপ নিয়ে আলোচনা করবেন,সকলেই উপকৃত হবো।
ভৈরব এবং ঈমন, এই দুই রাগের আলাপ এর মধ্যেই চ্যানেলে দেখিয়ে ভিডিও বানিয়েছি, সেগুলো দেখার অনুরোধ রইলো।
খুব ভালো লাগলো, আমার সহায় হচ্ছে
ধন্যবাদ
অজস্র ধন্যবাদ স্যার
Welcome
Axtraordinary
ধন্যবাদ, এটা অত্যন্ত জরুরি একটা রেওয়াজ বলে আমি মনে করি।
অসাধারণ 👌👌 ধন্যবাদ দাদা 🙏
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
রাগ ভিত্তিক রেওয়াজ অবশ্যই দেখাবেন
নিশ্চয়ই।
খুব সুন্দর পদ্ধতি
ধন্যবাদ।
❤Boyoskoder jonno bhabchhen, eta first witness in my life, Rag bhrittik reowaj mone hoy effective hobe. Amio Robindro onuradi, probably l will join u.