Dhaka Travel Mart 2025 || 06 - 08 February || Pan Pacific Sonargaon Dhaka Hotel
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- The Dhaka Travel Mart 2025 is currently underway at the Pan Pacific Sonargaon Hotel in Dhaka, running from February 6 to 8, 2025. The event is open daily from 10:00 AM to 8:00 PM. Entry tickets are priced at Tk50, and attendees have the chance to win various prizes through a raffle draw. 
This year’s fair features over 50 organizations from countries including the UAE, Iran, Maldives, Malaysia, Thailand, Nepal, Jordan, India, and Bangladesh. Exhibitors encompass national tourism organizations, airlines, travel agencies, hotels, resorts, tour operators, and financial institutions. Visitors can explore a range of travel and tourism products and services, with exclusive discounts on domestic and international air tickets, tour packages, hotel stays, and more. 
The event is organized by The Bangladesh Monitor, with US-Bangla Airlines as the title sponsor. Other key supporters include FirstTrip and Akij Air, while Biman Bangladesh Airlines and Mutual Trust Bank have joined as the airline and banking partners, respectively. 
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ বর্তমানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে, যা ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা, এবং প্রবেশ টিকিটের মাধ্যমে র্যাফেল ড্রতে অংশ নিয়ে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। 
মেলায় জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, নারিতা, আবুধাবি, দুবাই, রোম ও টরন্টো রুটের এয়ার টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। এয়ার এশিয়া ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৫ শতাংশ ছাড় প্রদান করছে। ফার্স্ট ট্রিপ একটি এয়ার টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার দিচ্ছে। সি পার্ল বিচ রিসোর্ট তাদের রুমের ভাড়ার ওপর ৪০ শতাংশ ছাড় এবং ওশেন প্যারাডাইস ৬০ শতাংশ ছাড় দিচ্ছে। 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। মেলা চলাকালীন এমটিবি তাদের কার্ড ও ট্রাভেল প্রোডাক্টগুলো প্রচার এবং ভিজিটরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করবে। 
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভ্রমণপিপাসুদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট প্রদান করছে, যা ভ্রমণপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 
#dhaka #travel #mart #2025 #pan #pasific #sonargoan