আবার একবার ট্রেন দুর্ঘটনা।ঠিক কী কারণে ঘটছে এতো ট্রেন দুর্ঘটনা,এর জন্য দায়ী কী সরকার না রেল আধিকারিক

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি কামরা, আহত প্রায় অর্ধশত, মৃত বেশ কয়েকজন। এই নিয়ে গত ২ মাসে পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা ঘটে গেল দেশে। চলে গেল, শত শত প্রাণ।
    অনেকেই বলছেন, এখন থেকে ট্রেনে উঠতে গেলে যেন প্রাণ হাতে নিয়ে উঠতে হবে। কি জানি কখন ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়?
    সারাদেশ জুড়ে যখন এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে তখন কার্যত নিঃস্ব ভারতীয় রেল কর্তৃপক্ষ। অপরদিকে, প্রায় প্রতিদিন বন্দে ভারতের ভিডিও সোশ্যাল মিডিয়ার শেয়ার করছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বারংবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে কিন্তু সেই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করছেন না দেশের শাসক দল।
    মঙ্গলবার, ৩০ জুলাই ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত প্রায় অর্ধশত।
    জানা যায়, হাওড়া থেকে ছেড়ে আসা মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস যখন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে আসে তখনই দুর্ঘটনার কবলে পড়ে এক্সপ্রেস ট্রেনটি।
    কিন্তু কী কারণে এ দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, যে লাইন ধরে এক্সপ্রেসটি ট্রেনটি মুম্বাইয়ের দিকে রওনা হচ্ছিল, সেই লাইনে আগে থেকেই লাইনচ্যুত হয়ে পড়েছিল একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি। সেই বগির সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগি। দক্ষিণ-পূর্ব রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে। তবে এ দুটি দুর্ঘটনার মাঝে কোনও যোগ রয়েছে কি না তা এখনও জানা যায়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Комментарии • 2