গুরু হওয়ার যোগ্যতা একেবারেই নেই 🙉 সামান্য তথ্য যা জানি তা বাকিদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি মাত্র। খুব আনন্দ পেলাম আপনার ভালো লেগেছে বলে। ভালো থাকুন।
ধন্যবাদ জানাই। খুব সহজ ভাবে ব্যাপারগুলো বোঝাচ্ছেন। দেখে লোভ লাগছে জিনিসটা কিনে শেখা শুরু করবো। আপনি একটু suggest করবেন ১২ হোলের কোনটা কেন উচিত। ইস্টটপ কোম্পানির টা কি কিনবো?
@dinabandhumandal3076 যদি একেবারেই কোনো শব্দ না আসে তাহলে সম্ভবত রিডের গায়ে কোনো পার্টিকল আটকে আছে, সাইড প্লেট খুলে সাবধানে রিডের গা থেকে ওটাকে বের করতে হবে, তারপর ওটা বাজতে শুরু করবে। যদি টিউনিং খারাপ হয়ে গিয়ে থাকে বা অপরিষ্কার শব্দ আসে, তাহলে রিড পাল্টাতে হবে। তবে একটা রিড পাল্টাতে যা খরচ হবে, সেই টাকায় একটা নতুন টাওয়ার হারমোনিকা হয়ে যাবে।
ভীষণ সহজ, সরল করে ব্যাখ্যা , সাথে সপ্তক, scale সম্বন্ধে স্পষ্ট ছবি, অনবদ্য। অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। একটা ছোট কথা জানার ছিলো, Mouthorgan এর চাবি টা open করে বাজালে কি শুদ্ধ স্বর গুলো বাজবে, আর চেপে বাজালে কোমল ও তীব্র স্বর ? একটু জানলে উপকৃত হতাম
তিন অক্টেভের হার্মোনিকার যে সর্বনিম্ন অক্টেভ থাকে, তারও নিচের অক্টেভটা পাওয়া যায় ১৬ হোলের ক্রোম্যাটিক হার্মোনিকায়। মানে ১২ হোলের হার্মোনিকার যে অক্টেভটা ১,২,৩,৪ এ থাকে, সেই অক্টেভটা ১৬ হোলের হার্মোনিকায় ৫,৬,৭,৮ এ থাকে।
16, 12 দুটোরই বাজানোর নিয়ম এক। 16তে একটা অক্টেভ বেশি থাকে বামদিকে। মানে 12 হোলের হার্মোনিকায় 1-12 যেভাবে কাজ করে, 16 হোলের হার্মোনিকায় 5-16 একইভাবে কাজ করে।
সাধারণত কেনার সময়েই স্কেল জানা যায়। বাক্স বা হার্মোনিকার গায়ে লেখা থাকে। বিক্রেতাকে জিজ্ঞেস করলে তাঁরাও বলে দেন। যদি তারপরেও না জানা যায় তাহলে যে কোনো পিচ ডিটেক্টর অ্যাপ বা ওয়েবসাইট খুলে তারপর হার্মোনিকাতে 'সা' বাজিয়ে দেখতে হবে কোন নোটটা দেখাচ্ছে রেজাল্ট হিসেবে। যেটা আসবে সেটাই হার্মোনিকার স্কেল।
@@SAMRATROYMUSIC thank you very much ... আরেকটা প্রশ্ন করছি , ভয়ে ভয়ে , ৯ নাম্বার বা অন্য যে কোন hole'এ গুনে পৌঁছাব কোন দিক দিয়ে ----- ডানহাতের দিক দিয়ে না বাঁহাতের দিক দিয়ে ?
Thank you ato sundor kore sekhalen mone hochche parbo aaj first time suru korlam mone hochche parbo,dhonnobad Dada 🙏
অসাধারন শিক্ষক 🙏।। এতো সুন্দর ভাবে কোনোদিনও কাউকে শেখাতে দেখিনি ।। 🙏
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
ভাই তোমার এই শান্তভাবে বলার ধরনটা খুব ভাল লাগলো।
ধন্যবাদ দাদা।আজ ই প্রথম ব্যাবহার করলাম।অনেক ভালো লাগলো 🇧🇩
@masrur ভালো থাকবেন 🙏
সত্যিই খুব ভাল শিক্ষক। নমস্কার।
ভালো থাকবেন 🙏❤️
Apni prokrito guru onk knowledge apnar kase pelam dada thank you channel ta continue koren telent er dam dey na ei duniya
গুরু হওয়ার যোগ্যতা একেবারেই নেই 🙉 সামান্য তথ্য যা জানি তা বাকিদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি মাত্র। খুব আনন্দ পেলাম আপনার ভালো লেগেছে বলে। ভালো থাকুন।
অনেক ভালো লগলো আপনাৰ Episode
অনেক ধন্যবাদ 🙏😊
অপূর্ব শিক্ষক।
প্রণাম ও শুভেচ্ছা 🙏
মধুর সুন্দর উপস্থাপনা দাদাভাই❤
অনেক ধন্যবাদ 😊
তুমি প্রকৃত শিক্ষক দাদা 🙏🏻🙏🏻প্রনাম নিও 🙏🏻🙏🏻👌🏻👌🏻
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ❤️
খুব সুন্দভাবে বুঝলাম,আমি একেবারে নতুন
ধন্যবাদ 😊 ভালো থাকবেন
খুব ভাল লাগল
অনেক ধন্যবাদ 🙏
Thank you sir
My pleasure 😊
খুব ভালো লাগলো
@pranaychakraborty অনেক ধন্যবাদ 😊🙏
Love you brother...
Thanks
Excellent
@TheRajenray thanks 😊 🙏
ধন্যবাদ জানাই। খুব সহজ ভাবে ব্যাপারগুলো বোঝাচ্ছেন। দেখে লোভ লাগছে জিনিসটা কিনে শেখা শুরু করবো। আপনি একটু suggest করবেন ১২ হোলের কোনটা কেন উচিত। ইস্টটপ কোম্পানির টা কি কিনবো?
ধন্যবাদ 🙏 হ্যাঁ ভালো ব্র্যান্ড ইস্টটপ।
Nicely explained
@Tapash Kumar Roy thanks 🙏
Sair apni Haule Haule tone tulun please🙏
Nice
@sunirmalchakraborty thanks 😊
The 4th episode is here 👇
ruclips.net/video/91inTJUDiNA/видео.html
12 hole er harmonica te komol kori nei?
দাদা খুবই ভালো❤️
লিখে বোঝানো যায় নাহ্ 🙏।।।
অসংখ্য ধন্যবাদ ❤️🙏
Good evening, Sir do you take online class?
Yes I do, kindly follow this link 👇
facebook.com/share/r/2SD4hd83m9tcNsKy/?mibextid=D5vuiz
Middle octave er dha er sound thik asche na . Ki karbo ? Tower harmonica.
@dinabandhumandal3076 যদি একেবারেই কোনো শব্দ না আসে তাহলে সম্ভবত রিডের গায়ে কোনো পার্টিকল আটকে আছে, সাইড প্লেট খুলে সাবধানে রিডের গা থেকে ওটাকে বের করতে হবে, তারপর ওটা বাজতে শুরু করবে। যদি টিউনিং খারাপ হয়ে গিয়ে থাকে বা অপরিষ্কার শব্দ আসে, তাহলে রিড পাল্টাতে হবে। তবে একটা রিড পাল্টাতে যা খরচ হবে, সেই টাকায় একটা নতুন টাওয়ার হারমোনিকা হয়ে যাবে।
ভীষণ সহজ, সরল করে ব্যাখ্যা ,
সাথে সপ্তক, scale সম্বন্ধে স্পষ্ট ছবি,
অনবদ্য।
অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে।
একটা ছোট কথা জানার ছিলো,
Mouthorgan এর চাবি টা open করে বাজালে কি শুদ্ধ স্বর গুলো বাজবে, আর চেপে বাজালে কোমল ও তীব্র স্বর ?
একটু জানলে উপকৃত হতাম
ধন্যবাদ আপনাকেও ভিডিওটি পছন্দ করার জন্য 🙏 আপনি চাবির (slider) ব্যাপারটা সঠিক ধরেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই সিরিজের চতুর্থ পর্বটি দেখলে।
Apnar kache sikhte chai,kivabe contact karte pari. Janan pl
Please follow this link 👇
fb.watch/nL9k1GfICm/?mibextid=Nif5oz
16th hole e konta die start korte hoi?.
তিন অক্টেভের হার্মোনিকার যে সর্বনিম্ন অক্টেভ থাকে, তারও নিচের অক্টেভটা পাওয়া যায় ১৬ হোলের ক্রোম্যাটিক হার্মোনিকায়। মানে ১২ হোলের হার্মোনিকার যে অক্টেভটা ১,২,৩,৪ এ থাকে, সেই অক্টেভটা ১৬ হোলের হার্মোনিকায় ৫,৬,৭,৮ এ থাকে।
@@SAMRATROYMUSIC thank you so much
Apnar fon no. Ta kivabe pabo ???
Apnar kache sikhte chai
Please follow this link
facebook.com/share/r/MicW8PbQrCzBeXYa/
আমার আছে ১৪ হোল,
সা কোন হোলে পাবো?
সাধারণত তৃতীয় ঘরে সা পাওয়া যায়। প্রথম ঘরে তার আগের সপ্তকের পা থাকে।
১৬ হলের হার্মনিক্যাল লিসেন 😢 চাই
16, 12 দুটোরই বাজানোর নিয়ম এক। 16তে একটা অক্টেভ বেশি থাকে বামদিকে। মানে 12 হোলের হার্মোনিকায় 1-12 যেভাবে কাজ করে, 16 হোলের হার্মোনিকায় 5-16 একইভাবে কাজ করে।
Sir amar chromatic harmonica.each hole a draw and blow both e sound hochhea........is it right?
Please reply 😘(24 hole blueberry)
ঠিকই আছে। যে ঘরে ব্লো করলে আওয়াজ বেরোয় সেই ঘর থেকে ড্র করলে আওয়াজ বেরোয় না। আর উল্টোটাও সত্যি।
@@SAMRATROYMUSIC sir blow hole a draw te o sound hoy....?
কোন ধরনের হারমোনিকা আমার জন্য সঠিক এটা যদি আমাকে সাহায্য করেন তাহলে খুব উপকার হয় । আমি শিখতে খুব ইচ্ছুক দাদাভাই 🙏🙏
আপনি এই সিরিজের প্রথম পর্বটি দেখলে আশা করি কিছুটা আন্দাজ পাবেন 👇
ruclips.net/video/vFmRmT_cEuQ/видео.htmlsi=P2Bmn_gHZYv7AHdC
Nicely explained.
Where do you stay?
Thanks 🙏 I'm from Kolkata
Dada Kolkata kothay
আমার chromatic hermonica তে 7 ন hole from left সাইড সা হচ্ছে।
9 ন তো হচ্ছে না।
7 সা থেকে শুরু হচ্ছে।
যদি ২৪ হোল হার্মোনিকা হয়, তাহলে ৭ এবং ৯ দুটো থেকেই সা বাজার কথা। তার বদলে যদি শুধু ৭ থেকেই আসে তবে ৯ নম্বর ঘরটি ব্লক হয়ে রয়েছে কোনো কারণে।
@@SAMRATROYMUSIC thanks a bunch for your kind reply.🙏
আমার tower হারমোনিকায় 'ধা'এর পরের draw'টা কত নম্বর hole'এ করবো , ১৫ না ১৬ ?
১৫ তো draw দেয় না ...
14 (ধা - Draw),16 (নি - Draw), 15 (সা - Blow) এভাবে হবে।
@@SAMRATROYMUSIC ধন্যবাদ ... হ্যাঁ , তাই করার চেষ্টা করে যাচ্ছি ...
আমি বুঝবো কি করে যে আমার হারমোনিকা কোন স্কেলের ?
সাধারণত কেনার সময়েই স্কেল জানা যায়। বাক্স বা হার্মোনিকার গায়ে লেখা থাকে। বিক্রেতাকে জিজ্ঞেস করলে তাঁরাও বলে দেন। যদি তারপরেও না জানা যায় তাহলে যে কোনো পিচ ডিটেক্টর অ্যাপ বা ওয়েবসাইট খুলে তারপর হার্মোনিকাতে 'সা' বাজিয়ে দেখতে হবে কোন নোটটা দেখাচ্ছে রেজাল্ট হিসেবে। যেটা আসবে সেটাই হার্মোনিকার স্কেল।
@@SAMRATROYMUSIC thank you very much ...
আরেকটা প্রশ্ন করছি , ভয়ে ভয়ে , ৯ নাম্বার বা অন্য যে কোন hole'এ গুনে পৌঁছাব কোন দিক দিয়ে ----- ডানহাতের দিক দিয়ে না বাঁহাতের দিক দিয়ে ?
@@paragbiswas2283 বাঁ দিক থেকে গুনতে হবে। আর স্লাইডার থাকবে ডান দিকে।
@@SAMRATROYMUSIC ধন্যবাদ...
Excellent
Thanks 😊