Boroi tree total care for lots of fruits বরই গাছের সম্পূর্ণ পরিচর্যা, প্রচুর ফুল ও ফল ধরাতে করণীয়

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • আপনারা আপনাদের টবের বরই গাছের যত্ন করতে পারেন সেই বিষয়ে এই "বরই গাছের সম্পূর্ণ পরিচর্যা, প্রচুর ফুল ও ফল ধরাতে করণীয় Boroi tree total care for lots of fruits" ভিডিওটিতে বিসস্তারিত আলোচনা করেছি। এভাবে যদি আপনারা আপনাদের গাছের যত্ন করেন তাহলে অবশ্যই আপনাদের গাছে প্রচুর ফুল আসবে আসবে এবং সে ফুল ফলে পরিণত হবে। পাশাপাশি আমি বরই গাছের কিছু কমন রোগবালাই নিয়ে কথা বলেছি এবং সেগুলোর প্রতিকার নিয়েও কথা বলেছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং কাজে কাগবে।
    আমি গাছের সেল পোস্ট গুলো আমার পেজে দিয়ে থাকি, আমার কাছে সব ধরনের গাছ আপনারা কিনতে পারবেন। পেজে লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন।
    Facebook page: / supusrooftopgarden

Комментарии • 118

  • @omarfaroque2649
    @omarfaroque2649 11 месяцев назад +1

    Very good advice 🎉

  • @bebomondal9619
    @bebomondal9619 4 года назад +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বোঝানোর জন্য আর খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখি আমি নিজেই কিছু শিখতে পারলাম

  • @user-ss5ok4zj4q
    @user-ss5ok4zj4q 4 года назад +3

    খুব সুন্দর ও নিখুতভাবে বক্তব্্য উপস্থাপন করেছেন, সবার বোধগম্য হয় এমন করে। ধন্যবাদ

  • @rafahasanrony3799
    @rafahasanrony3799 4 года назад +2

    আপনার ভিডিও খুব ভালো লাগলো এতো সুন্দর উপস্থাপনা আর অনেক কিছু জানতে পারলাম

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      ধন্যবাদ আপু। সাথেই থাকবেন

  • @nazcookingstudio1762
    @nazcookingstudio1762 2 года назад

    গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ।

  • @beautifulbdland
    @beautifulbdland 3 года назад

    দারুন। আপনার ভিডিও গুলো দেখলাম, ভালো লাগলো। 😍😍😍😍

  • @leenayasmin8324
    @leenayasmin8324 4 года назад +5

    আমার কাশ্মীরি কুল গাছে এবারই প্রথম প্রচুর কুল হয়েছে এখনো ফুল আসছে মাশআল্লাহ। কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছু বড়ই হলুদ হয়ে ঝড়ে পরছে। এর মদ্ধে গাছে দুই দিন পানি দিতে পারি নাই। যাই হোক মুল কারনটা কি হতে পারে ভাই? চিকিৎসা কি?

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      কিছু ফল ঝরে পড়া স্বাভাবিক। গাছের গোড়ায় মালচিং করে দিন এবং টবের মাটি যেন শুকিয়ে না যায়, সব সময় আদ্র থাকে সেদিকে খেয়াল রাখবেন। আবার বেশি পানিও দিবেন না।

    • @ferdousakon9774
      @ferdousakon9774 4 года назад +2

      @@supusrooftopgarden স্যার,
      বড়ই একটু বড় হলে
      কলা পাতা শুকিয়ে গেলে যেরকম রং হয়,
      সেরকম রং ধারন করে খেতেও পানসে, স্বাদহীন লাগে।
      এই কুল বড়ই কিছু বছর অাগে মধুর মত মিষ্টি লাগত অাকারে বড় হত।
      এখন কিভাবে যত্ন নিলে গাছের এবং ফলের জন্য ভাল হবে।

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      @@ferdousakon9774 গাছের ড্রাম ছোট হলে গাছ বড় ড্রামে নতুন করে লাগিয়ে দিন আর বড় ড্রামে থাকলে, নতুন করে মাটি তৈরি করে গাছ তুলে নতুন মাটিতে নতুন করে লাগিয়ে দিন । আর আমি ভিডিওতে যেভাবে সময় অনুযায়ী গাছ ছাটাই আর খাবার দেয়ার কথা বলেছি সেভাবে যত্ন নিন। আশা করি গাছ আবার আগের মতো সুস্বাদু ফল দিবে।

    • @ferdousakon9774
      @ferdousakon9774 4 года назад

      @@supusrooftopgarden স্যার,
      অামার গাছ মাটিতে লাগানো, টবে নয়।
      গাছ বড় এবং পুর্ন বয়স্ক।

    • @kausarsikderhatiparaking1252
      @kausarsikderhatiparaking1252 4 года назад

      Sir ,Kashmiri Kool gac ki bonnar pani gacer goray gele more jabe naki?

  • @লালবিবি
    @লালবিবি 4 года назад +5

    ছোটবেলায় দাদুবাড়িতে গিয়ে অনেক বরই
    খেতাম😋।এখন শহরে ফরমালিনযুক্ত বরই এর মধ্যে আগেকার সেই স্বাদ খুঁজে পাই না😑😑।
    খুব মিস করি গাছ থেকে ঢিল‌মেরে বরই খাওয়ার স্মৃতি

    • @ruhikhan3824
      @ruhikhan3824 2 года назад

      Kul take ki apnara boroy bolchen

  • @subirchakraborty2169
    @subirchakraborty2169 4 года назад +1

    Excellent vedio , learnt a lot from Ur vedio. Best vedio so ever I seen in u tube.

  • @কেরিয়ারলাইফঅনুপম

    ভালো লাগলো

  • @gopalsutradhar9142
    @gopalsutradhar9142 4 года назад

    ভাই আপনার টিপস ভালো লাগলো

  • @carbangladesh
    @carbangladesh 4 года назад

    Great video very useful

  • @subirchakraborty2169
    @subirchakraborty2169 4 года назад

    Very nice vedio.

  • @subirchakraborty2169
    @subirchakraborty2169 4 года назад

    Nice vedio.

  • @RokeyaKhan-hu6so
    @RokeyaKhan-hu6so 2 месяца назад

    আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন গাছে ফুল আসার আগে কোন মাসে সার ব্যবহার করা যাবে যানাবেন আমার ১৫ কী গাছ আছে গাছের বয়স ৮ মাস

  • @thebeautifullifeinalqurana8933
    @thebeautifullifeinalqurana8933 7 месяцев назад

    𝐓𝐡𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐥𝐢𝐟𝐞 𝐢𝐧 𝐚𝐥 𝐪𝐮𝐫𝐚𝐧

  • @mdfarhadhosen4619
    @mdfarhadhosen4619 4 года назад +2

    ভাই, আপনার পুর্বের বিভিন্ন ভিডিও দেখে জানলাম কখন বোরন স্প্রে করতে হবে, কখন এফসাম সল্ট স্প্রে করতে হবে, আমার জানার বিষয় হলো বোরন এবং সল্ট দুটোই ব্যবহার করলে গাছে কোন সমস্যা হবে কি?

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      সমস্যা হওয়ার কথা নয়। তবে আমি পরামর্শ দিব একটা ব্যাবহারের অন্তত ১ সপ্তাহ পরে আরেকটা ব্যাবহার করুন।

  • @bashirulahasan5551
    @bashirulahasan5551 4 года назад +2

    bhalo jater boroi gaser kolomer chara dhakai kothai pabo...janale upokrito hotam..

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      আমার কাছেই পাবেন। আমার পেজে মেসেজ করুন দয়া করে। পেজঃ facebook.com/SuPusRooftopGarden

  • @TarikulIslam-mc2yv
    @TarikulIslam-mc2yv Год назад

    vai Kilimanjaro ki kortei hobe

  • @parvinsokor7640
    @parvinsokor7640 2 года назад

    Thanks

  • @carbangladesh
    @carbangladesh 4 года назад +1

    Koto din legeche atotuku boro hote?

  • @NurkasemAli-zd7di
    @NurkasemAli-zd7di 4 месяца назад

    Amar gaser ful aise fol dhore na koronio ki janaben

  • @akashmondal6931
    @akashmondal6931 4 года назад

    Dada basi ful ar fal ar jonno ki rasaonik sar dite hobe ar ki poriman dite hobe bolun na dada please

  • @taherulislam2917
    @taherulislam2917 4 года назад +2

    ধন্যবাদ ভাল ভিডিও করার জন্য। আমার গাছে বড়ুই ধরার পর তা কালো দাগ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। পরামর্শ চাই

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      আপনার ড্রামের গাছ নিশ্চই। গাছের গোড়ায় মালচিং করে দিন। গোড়ার মাটি আদ্র রাখুন তাহলে আর ওমন হবে না।

  • @mdfarhadhosen4619
    @mdfarhadhosen4619 4 года назад +2

    ভাই আসসালামু আলাইকুম, আমার চায়না কমলা গাছে কিছু পাতায় ব্লাক স্পট, কিছু পাতায় লিপ মাইনরের ঢেউ ঢেউ দাগ আক্রান্ত হয়েছে, পাতা হলুদ হয়ে ঝড়ে যাচ্ছে, আমি গতকাল বোরন স্প্রে করেছি, এমতাবস্থায় কি ম্যালাথিয়ন স্প্রে করা যাবে? পরামর্শ দিলে উপকৃত হব

    • @agroguru
      @agroguru 3 года назад

      আপনি ইমিটাফ,ইমিডান ও সাকসেস একত্রে গুলে পাতার পিছন দিকে স্প্রে করতে পারেন।সমস্যা দুর হবে ইনশাআল্লাহ।

  • @somachatterjee6524
    @somachatterjee6524 2 года назад

    দাদা একটু বলে দেবেন লেবু গাছে জুলাই মাসে লেবু তুলে ফেলেছি।ডাল কখন কাটবো।?

  • @namitabiswas6237
    @namitabiswas6237 2 года назад

    এখন এপ্রিল মাস,কুড়ি এসেছে, খাবার দেইনি এখন কি খাবার দেয়া যাবে?

  • @alimakhatun1076
    @alimakhatun1076 4 года назад

    Amar akta gach ache r anek ful esche. Kintu kalo pipre r white mealy bugs hoyeche r pata gulo kuchke jacche.. Ki korbo bolun please

  • @talharimon2706
    @talharimon2706 4 года назад

    ভাইয়া ডালগুলার কাটা অংশে কি আমরা দেয়ালের রং দিতে পারব?

  • @lotfurrahamankhan2679
    @lotfurrahamankhan2679 4 года назад +1

    বরই পাকার পরে যখন খাওয়ার উপযুগি হয়, তখন বরাইর ভিতর একদরন এর কিরা পোকা দেখা যায়। তার জন্য কোন কীটনাশক টা ব্যাবহার করতে পাড়ি? যানালে উপকৃত হই।

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      আলাদা কোন ওষুধ দেয়া লাগবে না। ফুল আসার আগে গাছে নরমাল যে কীটনাশক দেন সেটা দিতে হবে (যেমনঃ ভারটিমেক)। এবং ফলের গুটি ঝরে জাওয়ার বয়স শেষ হলে আবার কীটনাশক স্প্রে করতে হবে তাহলে এই পোকা আর হবে না।

  • @delowerhossain6189
    @delowerhossain6189 4 года назад

    আমার কূল গাছে প্রচুর ফুল আসছে, ফুল ফুটেও গেছে, এখন কি বোরন স্প্রে করা যাবে? ছত্রাকনাশক কি ব্যবহার করা যাবে? অন্য কোন পরামর্শ থাকলে দিয়ে ধন্য করবেন।

  • @amsk5664
    @amsk5664 4 года назад

    আসসালামু আলাইকুম। ভাই কুল গাছে ফুল আসতে শুরু করেছে। আগে কোন ছত্রাক নাশক কীটনাশক কিছুই স্প্রে করা হয় নাই। গুটি আসে নাই এখন কি এসব স্প্রে করা যাবে?

  • @namitabiswas6237
    @namitabiswas6237 3 года назад

    ম্যাগনেসিয়াম সালফেট দেয়া যাবে কি?

  • @mdsourav7591
    @mdsourav7591 4 года назад

    ভাই আমিতো মার্চ মাসে বরই গাছের ডাল কেটে দিয়েছি।আর এখন ফুলও চলে এসেছে।কিন্তু এখন ফল হওয়ার পরে কি আবার ডাল কেটে দিব?তাহলে বছরে 2বার ডাল কাটা হল।তাহলে কি শীতের আগে ঠিক সময়ে ফুল আসবে?

  • @irenachakma9033
    @irenachakma9033 3 года назад

    ভাই, বল সুন্দরী বরোই কোন মাসে লাগাতে হয়?আমি কি এই অগাস্ট মাসে লাগাতে পারব?এ মাসে লাগালে কোন মাসে ডাল ছেঁটে দেব।প্লিজ উত্তর দিন।

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  3 года назад

      জি লাগাতে পারবেন। বরই এর সিজন আসার আগে ডাল ছেটে দিতে পারে।

  • @abedctgnnn
    @abedctgnnn 3 года назад

    Ami kete pelci goto kal thahole ki gas more jabe

  • @earuddin4007
    @earuddin4007 2 года назад

    ভাই আমার ১ টা বড়ই গাছ আছে কিন্তু ঐটকতে এক ধরনের লাল লাল আঠা হাতিয় কি একটা চাকা হয়ে গাছে লেগে থাকে এর প্রতিকার কি?

  • @moinkhan7382
    @moinkhan7382 4 года назад

    আজকে বাজার থেকে একটা বরই গাছের চারা ফুল সহ গাছ কিনে আনলাম, এই গাছে বরই ধরানো কি সম্ভব???

  • @samapikasengupta136
    @samapikasengupta136 4 года назад

    ফুল আসার পর জৈব সার কি দেয়া যাবে বলুন

  • @আমারছাদকৃষি
    @আমারছাদকৃষি 4 года назад

    মাশা আল্লাহ
    খুবই সুন্দর উপস্থাপন,
    আমার ছাদ কৃষি ইউটিউব চ্যানেলে,
    আপনাকে স্বাগতম, আমি পাশেই আছি, পাশে থাকবেন আশা করি।

  • @mosabbirahmedleon4170
    @mosabbirahmedleon4170 3 года назад

    ভাইয়া আমার গাছের বয়স ৩ মাস।। এখন কি গাছের ডাল ছাটাই করা যাবে

  • @arafatahmed961
    @arafatahmed961 3 года назад

    ছায়া যুক্ত স্থানে কি বরই করা যাবে?

  • @kakalibose4988
    @kakalibose4988 4 года назад

    Dada apni to ful asar por j rasaonik sar dite hobe ta janalen kintu joibo sar ki dite hoy ta to bollen na ?ami puro joibo sar diei amar Chad Bagan kori ....
    Aktu Jodi bolen to khub valo hoto.

  • @dailylifeactivities472
    @dailylifeactivities472 3 года назад

    kon jater boroi gach eta??

  • @সোনারবাংলা-ঝ৪ঙ

    ভাইজান, গাছের ফুল আসার আগের মাসে নাইট্রোজেন সার না দিয়ে অন্য সার দিতে হয়।
    আর ফুল আসার পরে নাইট্রোজেন সার দিলেতো ফুল ঝড়ে পড়বে। কিন্তু আপনি উল্টা বল্লেন!!!
    ফুল আসার পর কী বোরন সার স্প্রে করতে পারি? আপনিতো কারো কমেন্টের রিপলাই দেন না দেখছি! এটা কী ঠিক?

  • @chakmachanel7296
    @chakmachanel7296 3 года назад

    কোন কোন মাসে খাবার দিবো

  • @anjumanmow6769
    @anjumanmow6769 4 года назад

    spray ki ki diye toiri korbo

  • @rubayashithila6562
    @rubayashithila6562 4 года назад

    আমি বড়ই বিচি থেকে চারা করেছি এখন কত বড় টবে গাছ গুলো লাগাবো

  • @writerbakul9140
    @writerbakul9140 2 года назад

    ভাইয়া আমি বাংলাদেশ
    আমার কুল গাছের পাতা কুকড়ে শুকিয়ে যায় প্রতিকার কি?

  • @redviolet99
    @redviolet99 3 года назад

    বড়ইয়ের বিচি থিকা ক্যামনে গাছ হইবো সিডা যদি ইকটু কইতেন...

  • @alltimegoodfriendmusicvide523
    @alltimegoodfriendmusicvide523 3 года назад

    sab theke uttam aushadh ki

  • @sumaiyaakther7098
    @sumaiyaakther7098 Год назад

    ভাইয়া কোন মাটি

  • @saikatbera1891
    @saikatbera1891 3 года назад

    Purning time ta kokhon

  • @masikurrahaman5489
    @masikurrahaman5489 3 года назад

    আমার ছাদ বাগানের কুল গাছের ফল সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমি ডাল কাটবো ভাবছি । ডাল কাটার পর মাটিতে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবো আর কি পরিমানে করবো ?

  • @shahnajbegum4430
    @shahnajbegum4430 3 года назад

    Pata holud hole ki korbo

  • @tarannumStudio
    @tarannumStudio 3 года назад

    কোন মাসে লাগাতে হয়?

  • @আমাদেরশখেরবাগান

    Bhaia ata ki baromasi boroi gach

  • @tasnimrahman3353
    @tasnimrahman3353 3 года назад

    বরই গাছে ফল ধরার সময়কাল কখন?

  • @tarannumStudio
    @tarannumStudio 3 года назад

    আর ডাল যে কাটব,,,পরে কি রং দিলে হবে কি না?

  • @joyetasadia2038
    @joyetasadia2038 3 года назад

    Ami korichalam j klk ami fartilizer ektu panire sathea mix korichalam j ajk ami dekhi j katar moto dekchilam akhon ami ki korbo ? 😭

  • @orinmomcook8199
    @orinmomcook8199 5 лет назад +1

    Amr akta jolpay gas asy bt kono ful assey na

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      গাছটা কলম করা নাকি বীজ থেকে করা চারা। বীজের চারা হলে মিনিমাম ২ বছর এবং মক্সিমাম ৪ বছর লাগে ফুল ফল আসতে। আর কলমের গাছ হলে সঠিক পরিচর্যা হলে অবশ্যই ফুল আসবে।

  • @SadiyaAfrin323
    @SadiyaAfrin323 3 года назад

    দাদা আপনার গাছটির বয়স কত।

  • @taniyamolla993
    @taniyamolla993 9 месяцев назад

    দাদা বরুই গাছ মনে কুল গাছ?

  • @manassarkar1107
    @manassarkar1107 4 года назад

    গাছে খুব পোকা লেগেছে,পাতা কুকরে যাচ্ছে,কি করবো? গাছে ফুল আছে

  • @bappymahmud2751
    @bappymahmud2751 4 года назад

    আমার কুল গাছে ফুল অনেক কিন্তূ ফল হয় না। কি করিলে ফল আসবে?

  • @moazzamofficialtv4418
    @moazzamofficialtv4418 4 года назад

    ভাই সার গুলোর নামটা লিখে দিলে ভালো হতো।

  • @asifnewazkhan2884
    @asifnewazkhan2884 4 года назад

    ভাই, আমার বড়ই গাছের পাতা ঝরে যাচ্ছে। গাছের কান্ড ও কিছুটা নিস্তেজ হচ্ছে। গত মৌসুমে মাছির আক্রমণ হয়েছিল। সব বড়ই আর পাতা ঝরে গিয়েছিল। তারপর ডাল কেটে দিলে আবার নতুন পাতা গজায়। কিন্তু এখন মাছি নেই, তবুও পাতা ঝরে যাচ্ছে। পুষ্টির অভাব??

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      কবে খাবার দিয়েছিলেন আর কি খাবার দিয়েছিলেন? গাছের ছবি দেখলে সবচেয়ে ভালো হতো। পাতা হলুদ হয়ে ঝরে যায় অনেক সময় অতিরিক্ত পানির দেয়ার কারনে।অতিরিক্ত পানি দিলে বা গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যায় ফলে ডাল পাতা মরে যায়। সম্ভব হলে পেজে মেসেজ করে আমাকে ছবি দিয়েন, আমি দেখে বুঝতে পারলে জানাবো আপনাকে।

  • @kalpanamandal3423
    @kalpanamandal3423 3 года назад

    কুলগাছে ফল ধারার পারে ফসল কালো হয়ে যাচ্ছে কি করবো?

  • @malaychakraborty424
    @malaychakraborty424 4 года назад

    আপনি pesticide এর নামটা বললে ভাল করতেন I

  • @sumitaganguly2022
    @sumitaganguly2022 3 года назад

    পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করব?

  • @shortsmusic0786
    @shortsmusic0786 4 года назад

    আমার একটা গাছে ফুল আসা শুরু করেছে কিন্তু কিছু মাকড় বাসা দেখা যাচ্ছে।

  • @malaychakraborty424
    @malaychakraborty424 4 года назад +2

    যেকোন কীটনাশক ও যেকোন ছত্রাক নাশক কথাটা গোজামিলের কথা। পারলে এই দুটোর নাম ও ডোজ বলুন।

  • @mongpruemarma7795
    @mongpruemarma7795 4 года назад +1

    ভাই আমার বরই গাছ শুধু ফুল ফোটে ফল ধরেনা কারন টা কি

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      দুতো কারনে হতে পারে। গাছে পুষ্টি না থাকায় বা অতিরিক্ত পানি দেয়ায় গাছের ফুল ঝরে পড়ে অথবা ফুলের পরাগাওয়ন হচ্ছে না তাই ফল পাচ্ছেন ন।

    • @mongpruemarma7795
      @mongpruemarma7795 4 года назад

      এটা কি করা উচিত ভাই বরই গাছতো শাপলাইট পাশে

  • @haldertwentytwentytv4157
    @haldertwentytwentytv4157 5 лет назад +1

    মাটিতে লাগানো তো ভালো নাকি

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  5 лет назад +1

      মাটিতে লাগানোর জায়গা থাকলে অবশ্যই মাটিতে লাগানো ভালো। টবের গাছের যত্ন করতে হয় বেশি।

  • @masikurrahaman5489
    @masikurrahaman5489 3 года назад

    কুল একটু বড় হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে কেন ?

  • @namitabiswas6237
    @namitabiswas6237 3 года назад

    একাই হয়েছে জবা গাছের টবে।

    • @namitabiswas6237
      @namitabiswas6237 3 года назад

      ৫ফিট মত লম্বা হয়েছে।ফুল এসেছে,গাছ এখন কাটতে পারছি নাতবে ফুল বেশী আসেনি,বেশী আসবে কিভাবে।খাবার দুভাগ হয়ে যাচ্ছে।

  • @taufiqhossain8505
    @taufiqhossain8505 4 года назад +2

    Sob kichu valo na lagleo kichu information nite perechi

  • @joynalabdin9089
    @joynalabdin9089 4 года назад

    Boroi.chash

  • @tirsportsstories28-18
    @tirsportsstories28-18 2 года назад +1

    একটা ফুল ফলে রুপান্তর হয় না কেন

  • @swapankundu9018
    @swapankundu9018 4 года назад +1

    বেরোই কি?

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      ভাই বরই বা কুল গাছের কথা বলেছি।

  • @khokonmd6742
    @khokonmd6742 4 года назад

    vai aponar phone number den plz

  • @abubakerazad1545
    @abubakerazad1545 3 года назад

    Faltu alap

  • @gopalsutradhar9142
    @gopalsutradhar9142 4 года назад +1

    ভালো লাগলো

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад

      ধন্যবাদ, সাথেই থাকবেন।

  • @manojpurkait481
    @manojpurkait481 3 года назад

    Amr gacha anek fol dhoracha but 1u baro hoia sukia jaccha.ki korbo

  • @provamridha8969
    @provamridha8969 4 года назад +1

    Amar kul gach e o ful anek asche ami ki sar debo jate ful ta fole porinoto hoy

    • @supusrooftopgarden
      @supusrooftopgarden  4 года назад +1

      এখন আর কোন সারই দিবেন না। ফুল আসার আগে সার দিতে হয়। আর কুল একটূ বড় হলে তারপর আবার সার দিবেন।

    • @provamridha8969
      @provamridha8969 4 года назад

      Kichu kichu ful sukea jachhe ki korbo bolben please