খাটনি কম ফল বেশি! ছাদবাগানের জন্য কুলের সেরা জাত | Best Apple Ber Varieties |@RAJGardens|4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 138

  • @swapandhar2627
    @swapandhar2627 Год назад

    আমি আপনার পুরনো ভিডিও দেখে ভীষন উপকৃত হয়েছি। আমি শুধু মাত্র শীতের কুল নিই। খুব ভালো সাড়া পেয়েছি। ধন্যবাদ দাদা আপনাকে।

  • @palas6
    @palas6 Год назад

    ফল ভর্তি গাছ দেখে খুব সুন্দর লাগলো।

  • @shahinakther5955
    @shahinakther5955 Год назад +1

    আপনাকে ও নতুন বছরে প্রীতি এবং শুভেচ্ছা।স্যার সব দিক দিয়েই ভিডিও টি সেই রকম সেই রকম সেই রকমই হয়েছে। ধন্যবাদ স্যার। 👍

  • @SkMhasan-sl5jb
    @SkMhasan-sl5jb Год назад

    আপনার ভিডিও মানে নতুন কিছু ও স্পেশাল

  • @kuntalmaji2432
    @kuntalmaji2432 Год назад

    Khub sundor

  • @gopalsutradhar9142
    @gopalsutradhar9142 Год назад

    আংকেল আপনার কুল গাছের ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম,,, বাংলাদেশ থেকে। আমারও মাটিতে লাগানো কাশ্মীর কুল গাছ আছে, এবার ভালো ফলন হয়েছে, আপনার ভিডিও দেখে।

  • @soumyabiswas6399
    @soumyabiswas6399 Год назад

    খুব সুন্দর হয়েছে স্যার।।

  • @annikajain162
    @annikajain162 Год назад

    Khub bhalo laglo dada,khub upokrito holam ,jamrul niye ekta video korle khub bhalo hoi

  • @putulsp
    @putulsp Год назад +1

    বাংলাদেশ থেকে দেখি সবসময় আপনার ভিডিও আমার ও একটা ছোট ছাদ বাগান আছে Keraniganj Chad Bagan Vlog 🥰🥰🥰

  • @rajibbiswas1752
    @rajibbiswas1752 Год назад +1

    Khub valo laglo dada❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @avijitadhikaryadhikary233
    @avijitadhikaryadhikary233 Год назад

    ধন্যবাদ দাদা ভিডিও টা খুব দরকার ছিল

  • @venusgarden959
    @venusgarden959 Год назад +1

    Fantastic video🌹🌹

  • @chirasreebandyopadhyay7227
    @chirasreebandyopadhyay7227 Год назад

    এরকম আরও কিছু ফল গাছের নাম ও তাদের ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করলে খুব ভালো হয় যেগুলো খুব সহজেই ছাদ বাগানে করা যায়।

  • @shahinakther5955
    @shahinakther5955 Год назад

    স্যার আপনি তো আমার জন্য একেবারে ঠিক সময়ে এই ভিডিওটি দিচ্ছেন। এই ভিডিওটি পেলে তো আমি খুবই উপকৃত হব। 🙏

  • @mahmodulhasan2711
    @mahmodulhasan2711 Год назад +1

    দাদা একটি ভিডিও বানান আপেল চাষ নিয়ে।

  • @ismatarahaque8186
    @ismatarahaque8186 Год назад

    Dhonnobad.

  • @sukchandsk1158
    @sukchandsk1158 Год назад

    Thank you sir, বর্ষাকালে কুড়ির সাথে সাথে কি ডাল গুলিও কাটবো?

  • @masumpatwary7024
    @masumpatwary7024 Год назад

    ধন্যবাদ ভাই।

  • @ahmedrasel7658
    @ahmedrasel7658 Год назад +2

    বাংলাদেশ থেকে দেখছি❤️

    • @putulsp
      @putulsp Год назад

      Ami o Bangladesh er amar akta chad bagan ache...Keraniganj Chad Bagan Vlog 🥰🥰🥰

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 Год назад

    Sir, Potash er ovab er jnno o ki aam gaach e pata pora rog hy??? Thanks

  • @rakeshsamanta9469
    @rakeshsamanta9469 Год назад

    দাদা নতুন বছরের শুভেচ্ছা।দাদা আমার কুল গাছে প্রথম কুল হয়েছে ।গাছটা 4ফুট হবে এই গাছের ডাল কাটা যাবে ?

  • @brahmanandasahu2665
    @brahmanandasahu2665 Год назад

    Ur explanation is very amazing..

  • @prityghosh2704
    @prityghosh2704 Год назад

    গাছ বন্ধু শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করি আগামী দিনে জাম গাছে যা টবে আছে কি করে ফল আসার জন্য কেয়ার করবো জানাবেন।আমার কাছে গাছটি প্রায় 5বছর হলো কিন্তু ফল আর আসেনা

  • @numb446
    @numb446 3 месяца назад +1

    Bagane 3 te variety er kul gach lagate chai..please suggest korben 3 te variety er nam

    • @rajgardens
      @rajgardens  3 месяца назад

      বল সুন্দরী, মিস ইন্ডিয়া, কাশ্মীরি আপেল।

    • @numb446
      @numb446 3 месяца назад

      @@rajgardens thank you.. R 1ta jinis kindly help korben..sothik variety sothik dam te online kotha theke ba kon nursery theke kinte parbo? Ba apni jodi dite paren..

    • @Krishnas.garden
      @Krishnas.garden 3 месяца назад

      @@numb446kul gach onek sostha 50-80 taka

  • @JOKER-jp5si
    @JOKER-jp5si Год назад

    Dada bij thake chara utanor akta video dile valo hoi

  • @kawsaramirza6960
    @kawsaramirza6960 Год назад

    Thanks Dada

  • @Aradhona572
    @Aradhona572 Год назад

    Dada, ai somoy ki sthal Padma r leafguli yellow hoye pore Jay?

  • @আমাদেরতমলুক

    দাদা,
    আমার একটা বিষয় জানার, জৈবসার দিয়ে ছাদ বাগান করার সময় পটিং মিক্সড মিডিয়া তে থাইমেট/ফলিডল ব্যবহার করা ঠিক হবে কি? জানালে উপকৃত হবো,
    ভালো থাকবেন 🙏

  • @JOKER-jp5si
    @JOKER-jp5si Год назад

    Dada bij thake charar akta video den

  • @jyotirmaysarkar5426
    @jyotirmaysarkar5426 Год назад +1

    বেনারশ জাতের(লম্বা নারকেল) কুলের চারা কোথায় পাবো বলতে পারেন?

  • @moumitaadhikary4295
    @moumitaadhikary4295 Год назад

    Thanks dada

  • @arunchouhan8884
    @arunchouhan8884 Год назад

    Jamrul er valo variety ki?
    Please janaben ,plant korte chai

    • @rajgardens
      @rajgardens  Год назад

      লাল জামরুল, ভেরিগেটেড, থাই প্রভৃতি।

  • @uploadtvsd
    @uploadtvsd Год назад

    Chade ki dhoroner sapodilla lagano jai, seta nea ektu alochona korben pls

  • @creativeworksworld5664
    @creativeworksworld5664 Год назад +1

    দাদা কোথা থেকে গাছ গুলো কিনেছেন??? ঠিকানা দেবেন plz

  • @sutapapayra6526
    @sutapapayra6526 Год назад

    Dada namaskar ami delhi theke bolchi,.bij theke ki kuler chara kora jai?

    • @rajgardens
      @rajgardens  Год назад

      বীজ থেকে চারা হয়ে যাবে। তবে সেই গাছ থেকে ফল পাওয়া অসম্ভব। বহু বছর সময় লাগবে ।

  • @midelcalss9461
    @midelcalss9461 Год назад +1

    Dada apnar bari kothay

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Год назад

    Nice ❤️👉🇧🇩

  • @sakib7021
    @sakib7021 Год назад

    দাদা আমার একটি কামরাঙ্গার গাছ আছে সেটা যে কোনভাবে গ্রোথ হচ্ছে না নতুন আসলে ও পাতাগুলো কচি অবস্থা ধরে যাচ্ছে কি করব

  • @minotikakoty8689
    @minotikakoty8689 Год назад

    Mis Indea Sara koyhae pabo .please janabe

  • @kohinoorbegum3224
    @kohinoorbegum3224 Год назад

    হাল্কা টক মিষ্টি কুল লাগাতে চাই, নার্সারি তে কি নামে চালাবো ?

  • @samratroy8064
    @samratroy8064 5 месяцев назад

    Thai green apel kul ar bau kul ki eki variety dada??

  • @RajeshMondal214
    @RajeshMondal214 Год назад

    টবে গাছ লাগানোর পাশাপাশি খোলা মাটিতে চারা রোপণের টিপস দিলে খুব ভালো হয় .

    • @rajgardens
      @rajgardens  Год назад

      সঠিক কোন বিষয়ে জানতে চাইছেন তা লিখে আমার ফেসবুক পেজে কমেন্ট করুন।

  • @abhijitseal5097
    @abhijitseal5097 Месяц назад

    আপনার কাছে কুলগাছ সংগ্রহের জন্য কি করতে হবে, যদি বলেন খুবই উপকৃত হব

    • @rajgardens
      @rajgardens  26 дней назад

      আমার কাছে ছোট চারা নেই, সবই বড় গাছ। নার্সারিতে খোঁজ করুন পেয়ে যাবেন।

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 Год назад

    দাদা আপনার কুলগাছ দেখে খুব ভাল লেগেছে আমার কুল গাছে ফল হয়েছে আমি এই সময় কুল নিইনা যেহেতু এবার আমি বারি ছিলাম না তাই কুলগুল রয়ে গেছে কিছুকিছু কুল আমি ছিরে ফেলে দিয়েছি এখনকি হাল্কা টুইন করা যাবে গাছে এখন খাবার দেব আমাকে একটু জানাবেন

    • @rajgardens
      @rajgardens  Год назад

      মিডিয়াম ভাবে প্রুণ করে দিতে পারেন কারণ এই সময় গাছের ডাল খুব বেড়ে যায়। বর্ষার শেষে একবার খাবার দিয়ে দেবেন গোড়ায়।

  • @melodyfever1800
    @melodyfever1800 Год назад

    Raj Da, Ghost Pepper er opor video ta r anle na.
    Amay bolechile anbe bole. 🥺

  • @traditionwithchanchal8713
    @traditionwithchanchal8713 Год назад

    দাদা আমি বাংলাদেশ থেকে, আমার সকল আমগাছ এবং সাইট্রাস গাছে প্লানোফিক্স দিয়ে ছিলাম ১ মাস হয়েছে, এরমধ্যে ৪ টি আমগাছে মুকুল চলে এসেছে, বাকি গাছে এখনো এসেনি, যে আমগাছ এবং সাইট্রাস গুলোতে এখনো মুকুল বা ফুল আসেনি
    সে গুলোতে কি আবার প্লানোফিক্স দেবো? নাকি এমনি অপেক্ষা করব? কষ্ট করে জানাবেন প্লিজ।

  • @tuhinmukherjee7221
    @tuhinmukherjee7221 Год назад

    Thanks🙏, আমি ভেবেছিলাম এখন পুনি্ং করবো। সাবধান করে দিলেন।

  • @shirajuddin9013
    @shirajuddin9013 Год назад

    আমার খাওয়া শেষ এখন চাইছি গাছটা পাএ টা বদলী করতে এখন কি পারা যাবে নয়তো কবে বিস্তারিত জানাবেন ধন্যবাদ

  • @pagladashu-dx5iv
    @pagladashu-dx5iv Год назад

    আমার ভারত সুন্দরী গাছে প্রচুর ফুল এসেছে.. এই সময় কি যত্ন করবো যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়.. গাছের বয়স 5 মাস

  • @sukalyanroy7179
    @sukalyanroy7179 Год назад

    দাদা ছাদ এ টবের জন্য কোন আতা টা ভালো ?

    • @rajgardens
      @rajgardens  Год назад

      সুপার গোল্ডেন আতা এবং লাল আতা। এছাড়া হাইব্রিড জাতের আঁতর বীজ থেকেও গাছ হলে তাতেও বেশ ভালো ফলন পাওয়া যায়।

  • @himonmaji2698
    @himonmaji2698 Год назад

    Sir choto amm gache urea sar dewya jabe.gach to valoi choto boyos thik Jana nei Tobe 2.5fet hight.aktu guide korben.r Jodi dei koto ta poriman debo

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ruclips.net/video/7OafGqkNTvY/видео.html

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ইউরিয়া না দিয়ে এই তরল তৈরি করে দিন.

  • @anismolla1264
    @anismolla1264 Год назад

    দাদা লিচু গাছের ভিডিও তৈরি করুন আমার খুব দরকার

    • @rajgardens
      @rajgardens  Год назад

      গাছের কি সমস্যা হচ্ছে তার ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e Год назад

    Dada
    Amar ball subdari o kashmiri apple kul e 2 bochore o 3/4tir beshi fol hochhe na. Kheyeo bhalo hochhe na. Ki kori. Sob gacher motoi niyamita joiba sar o keetnashak to dichhi

    • @Jews-kabir
      @Jews-kabir Год назад

      বল সুন্দরী খেতে ভালো না
      নারকেল কূল লাগা

  • @sudiptanaskar1288
    @sudiptanaskar1288 Год назад

    স্যার আমার আম গাছের পাতা শুকিয়ে যাচ্ছে কি ভাবে এর প্রতিকার পাওয়া যাবে, অগ্রিম শুভেচ্ছা রইল।

    • @rajgardens
      @rajgardens  Год назад

      গাছের কিরকম সমস্যা হচ্ছে তার ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @bamapadaacharjee4047
    @bamapadaacharjee4047 Год назад

    দাদা ড্রামে মিস ইন্ডিয়া কুলের সাইজ ও মিষ্টতা খুব ভালো হয়েছে কিন্তু কালার আসছে না৷কম জল দেওয়ার পরও কালার আনতে পারলাম না

    • @Jews-kabir
      @Jews-kabir Год назад

      বাজে একটা জাত
      সবচেয়ে ভালো কাশ্মীরি কুল

  • @ifteykharulalambokul1868
    @ifteykharulalambokul1868 Год назад

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো বুস্টার টু কতদিন পর ব্যবহার করবো দাদা একটু যদি বলতেন আমার উপকার হতো

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ১৫ দিনের ব্যবধানে ২-৩ বার

  • @shilpibiswas9398
    @shilpibiswas9398 Год назад

    Video ta on hochhe na kano?

  • @abubakar74242
    @abubakar74242 Год назад

    চারা কুথা থেকে সংগ্রহ করেছেন

  • @sampadey7951
    @sampadey7951 Год назад

    দাদা আমার লেবু গাছে এখনো ফুল আসেনি পাতা হলুদ হয়ে ঝোরে পড়ছে এখন কি প্লানোফিক্স দেওয়া যাবে আর জল টা কম করে দিচ্ছি

  • @গাছপাগল-ল২য

    কোন মাসে কত তারিখে কাটাই ছাটাই করবো?

  • @abanimohanbagh4025
    @abanimohanbagh4025 Год назад

    আমি হাওড়া জেলা থেকে বলছি আমি একটি। পি এইচ মিটার কিনেছি কিভাবে মাটির ph করবো যদি আপনি বলে দেন তাহলে ভীষণ ভালো হয়। ধন্যবাদ

  • @SandipBhandary-s5f
    @SandipBhandary-s5f 5 месяцев назад

    Dada amar kul gach matite bosano kintu kul khub choto hocche ki korbo?❤

    • @rajgardens
      @rajgardens  5 месяцев назад +1

      কুল শীতের সিজনের ফল, তখনই ভালো হয়। এই গরমে ফুল আসলে বর্ষার সময় যে ফলটা পাওয়া যাবে সেটা খেতে বাজে হয় এবং পোকাও প্রচন্ডভাবে আক্রমণ করে। তাই এই সময় ফল নিয়ে চিন্তা করবেন না। ফলগুলো ভেঙে দিন।

    • @SandipBhandary-s5f
      @SandipBhandary-s5f 5 месяцев назад

      @@rajgardens thank you sir.

  • @MohammedRashedulla
    @MohammedRashedulla Год назад +1

    কুল খাওয়ার পর কি গাছের ডাল চাটাই করতে হবে

  • @skalimran
    @skalimran Год назад +1

    বর্ষাকালে কি করলে কুল হাওয়া থেকে বিরত থাকবে? এত ফুল তো হাত দিয়ে ভেঙ্গে দেওয়া সম্ভব না!

  • @riponahmed4901
    @riponahmed4901 Год назад

    আমার মাটি ও কাঠের গুড়ি নেই অল্প মাটিও বালি দিয়ে কিচেন কম্পোস্ট বস্তায় বানিয়েছি আমার সবজি ফসল ভালো হয়না। আমার এখন কি করনিউ

  • @mahitalha8399
    @mahitalha8399 Год назад +1

    আঙ্কেল আমি বাংলাদেশ থেকে বলছি।আপনার সব ভিডিও আমার দেখা কিন্তু একটা ফল গাছের ভিডিওর জন্য আপনার ইউটিউব চ্যানেল অসম্পূর্ণ সেটা হলো জামরুল ফল গাছের ভিডিও।আমার ছাদ বাগানে জামরুল ফল গাছ আছে।আপনি যদি কষ্ট করে আমার কথা রাখতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব।

    • @rajgardens
      @rajgardens  Год назад +1

      একটু গরম পড়তে শুরু করলে জামরুল গাছগুলোতে ফুল আসা শুরু করে। এই সময় খানিকটা ডরমেন্সিতে থাকে। হাইব্রিড জাতের জামরুল গাছ গরমের সময় একদম গরম সহ্য করতে পারে না। তখন একটু গ্রীন নেটের শেডের নিচে রাখতে হয়। তবে আপনার গাছে কি সমস্যা কমেন্ট বক্সে লিখুন অথবা আমার facebook পেজে ছবি তুলে সমস্যার কথা জানান। আমি সময় করে উত্তর দিয়ে দেবো।

    • @mahitalha8399
      @mahitalha8399 Год назад

      আমি স্কুলে পরি তাই একদম আমি একজন ছোট বাগানি।কিন্তু আমার ছোট থেকে গাছ করার প্রবল ইচ্ছা।আমি আস্তে আস্তে ছাদ বাগান করছিলাম কিন্তু আপনার ভিডিও দেখে অনেক আশা পেয়েছি।তাই আমার একটা ইচ্ছা হলো জামরুল গাছে কিভাবে যত্ন করলে প্রচুর ফল আসবে সারা বছর কেমন পরিচর্যা হবে তা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য।

    • @mahitalha8399
      @mahitalha8399 Год назад

      বাংলাদেশে পাওয়া কি কি জাতের কুল ছাদ বাগানে লাগানো যাবে কষ্ট করে কুল গাছের জাতগুলোর নাম লিখে পাঠাবেন।☺

  • @nitunan1559
    @nitunan1559 Год назад

    এখন জুলাই মাস শেষ, কুল গাছে খাবার দেওয়া শেষ করবো কখন

    • @rajgardens
      @rajgardens  Год назад

      আগস্ট এর শেষে দিন

    • @munmemo6042
      @munmemo6042 Год назад

      @@rajgardens ki ki khabar debo?

  • @greeninwrold1996
    @greeninwrold1996 Год назад

    Red apple ber or miss India jat duto same

  • @mdabdulhannanrinku831
    @mdabdulhannanrinku831 Год назад

    Dada apnar ato choto choto top ato folon hoy kintu amader bangladesh a to hoy na karon ki bolte paren....please reply diyen???

    • @rajgardens
      @rajgardens  Год назад

      আমার ভিডিওগুলো ফলো করুন।

  • @sushovan.biswas
    @sushovan.biswas Год назад

    Bao kuul khete kamon ??

  • @koushikranjanmandal7416
    @koushikranjanmandal7416 10 месяцев назад

    Tobe কুল গাছ লাগানোর সঠিক সময় কখন

    • @rajgardens
      @rajgardens  10 месяцев назад

      ফেব্রুয়ারি মাসে থেকে শুরু করে যেকোনো সময় লাগাতে পারেন।

    • @koushikranjanmandal7416
      @koushikranjanmandal7416 10 месяцев назад

      @@rajgardens OK.. Thanks

  • @riponahmed4901
    @riponahmed4901 Год назад

    আমি সাদে শবজি করতস

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 Год назад

    বস কি কুল।এবার ভারত গেলে আপনার বাড়ি যাবো

  • @sabrinaakter3555
    @sabrinaakter3555 Год назад

    AMER Malta gas ay bar 1/2 drammay desi kintu akono kusi asay nay 2 bosor Malta desa .malta holo Bari 1

    • @Jews-kabir
      @Jews-kabir Год назад

      সেরা জাত বারি ১ মাল্টা

  • @dipakkarmakar546
    @dipakkarmakar546 Год назад

    অসময়ে কুলের ফুল হাত দিয়ে বাদে আর অন্য কি উপায়ে ঝরিয়ে দেয়া যাবে? বড় গাছ হলে হাত দিয়ে ফুল ঝরানো অসুবিধা।

    • @Jews-kabir
      @Jews-kabir Год назад +1

      ক্লিটোরিন ২৫% দ্রবন ৯৫% দ্রবনে মিশিয়ে রুট ফিডিং করাতে হবে

  • @3dsongatanu336
    @3dsongatanu336 Год назад

    কেজি পেয়ারা কোন সোময় হয়

    • @rajgardens
      @rajgardens  Год назад

      যেকোনো সময় লাগাতে পারেন, তবে সব থেকে ভালো হয় বর্ষার সময়।

  • @swapanseal5461
    @swapanseal5461 Год назад

    দাদা কাশ্মীরী বা বল সুন্দরী আপেল কুল গাছে শতকরা কত ভাগ স্ত্রী ফুল আসে ।স্ত্রী ফুল যাতে বেশী করে আসে তার জন্যে কী ব্যবস্থা করা যায় ।

    • @rajgardens
      @rajgardens  Год назад

      কুলগাছে স্ত্রী ফুল আসা নিয়ে কোন চিন্তার দরকার নেই। কারণ এই ধরনের গাছে এত ফলের পরিমাণ হয় যে ডাল ভেঙে যায়। একটু অপেক্ষা করুন। সেপ্টেম্বর থেকেই ফুল আসা শুরু করবে।

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 Год назад

    পাখি তে খেয়ে ফেলে

  • @Eituaktar78
    @Eituaktar78 Год назад +1

    🤍

  • @md.ershad1688
    @md.ershad1688 Год назад

    বর্ষার সময় কুল না নিতে বললেন কিন্তু ফুল আর ফল আসলে কি করব???

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ফুলগুলো ভেঙ্গে দেবেন।

  • @goutampatra9487
    @goutampatra9487 Год назад +1

    Rajda upner ph no pls deben

  • @jonkarter2965
    @jonkarter2965 Год назад

    আমার গাছে অনেক ফুল এলো কিন্তূ একটাও ফল ধরলনা

    • @rajgardens
      @rajgardens  Год назад

      কুল গাছের পরিচর্যা নীয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেগুলো একবার করে দেখে নিতে পারেন।

  • @selimsk8613
    @selimsk8613 Год назад

    Sobeda gachhe bhalo bhabe phal aschhe na protikaar bolun.

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ruclips.net/video/5c1H2bwgRQc/видео.html

    • @rajgardens
      @rajgardens  Год назад

      এই ভিডিও দেখে পরিচর্যা করুন।

  • @nitunan1559
    @nitunan1559 Год назад

    একটি কুল গাছ কিনেছি, একটা মূল ডাল ও গাছ ছোটো। ফুল ও ধরানো। এখন কিভাবে রিপটিং ও পরিচর্যা করবো?

    • @rajgardens
      @rajgardens  Год назад

      গাছের ছবি তুলে পাঠান আমার ফেসবুক পেজে.

  • @motiurrahaman925
    @motiurrahaman925 Год назад

    Dada proyojone call kore help nite chai Tai pH number ta jodi den upokrito hote pari

  • @satyajitdey4673
    @satyajitdey4673 Год назад

    আপনার WhatsApp no টা কি পাওয়া যাবে? আমার গাছের কিছু ছবি পাঠাব যেগুলো তে রোগ লেগেছে। কি করবো বুঝতে পারছি না। তাই আপনার suggestion Nebo...কি করবো

    • @rajgardens
      @rajgardens  Год назад +1

      রাজ গার্ডেন্স ফেসবুক পেজে গাছের ছবি তুলে সমস্যার কথা জানান সেখানে আমি উত্তর দিয়ে দেবো।

    • @shahinakther5955
      @shahinakther5955 Год назад

      @@rajgardens আমি রাজ গার্ডেন্স ফেসবুক পেজে ছবি তুলে পাঠিয়েছি আপনি দয়া করে দেখেন আর আমাকে কষ্ট করে উত্তর গুলো দিয়ে দিন। 🙏

  • @bidhandolai578
    @bidhandolai578 6 месяцев назад

    আপনার মোবাইল নাম্বার টা পাঠাবেন দাদা।

    • @rajgardens
      @rajgardens  6 месяцев назад

      কি জানতে চান এখানে লিখুন অথবা আমার ফেসবুক পেজে নক করুন।