😢 😤 😢 কেবল অবহেলা আর সরকারি-উদাসীনতা... দু'দেশেরই এক অবস্থা দাদাভাই খুব ভালো লাগল #সুমন দাদাভাই আর আগেও বলেছি, আবারও বলছি- আপনার ব্লগগুলি দেখলে মনে হয় 'ইতিহাসের-পাতা'য় ঘুরে বেড়াচ্ছি
অনেক সুন্দর একটি প্রতিবেদন। আমিও গিয়েছিলাম সেখানে কিন্তু এত সুন্দর করে উপস্থাপন করতে পারিনি। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম। জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এবং কাইসার রহমানী ভাইকে।
আজ আমি গর্বিত, আমার এলাকার ইতিহাস আজকে আমি সালাউদ্দিন ভায়ের ভিডিওর মাধ্যমে অজানা ইতিহাস জানলাম। কারণ আমার বাড়ি এই জায়গায়,,,এই ব্রুজ আমার এলাকাই।তবে সত্যিই আমিও জানতাম না এই ব্রুজের ইতিহাস
আরো একটি ভালো কাজ উপহার পেলাম। পুনর্ভবা নদীটির নাম সুনে ভালো লাগে, নদীর ভিসা লাগেনা। বাংলাদেশের এরকম কিছু নদীর উপর ডকুমেনট তৈরী করলে অনেক সমৃদ্ধ হবে । অভিনন্দন রইলো।।
সময় একদিন সবাইকে এভাবেই নিশ্চিহ্ন করে দিবে। যারা চলে গেছে তারা কি কখনো ভেবেছিলো, কয়েকশ বছর পর আজকে তাদের স্বপ্নেগড়া বাসস্থানের ধ্বংসস্তুপ নিয়ে প্রতিবেদন প্রকাশ হবে।
ভাই আপনি যেভাবে এসব ইতিহাস তুলে ধরেন তাতে খুবই অবাক হই। আপনার এসব কাজ একদিন ইতিহাস প্রেমিদের মনে জায়গা করে নিবে। হয়ত এভাবে আপনাকে একদিন স্মরণ করা হবে নতুন করে বাংলার ইতিহাসকে সবার সামনে তুলে ধরার জন্য। অনেক শুভ কামনা রইলো। আশা করি আপনার এই প্রচেষ্টা হারিয়ে যাওয়ার পরেও যা রয়ে গেছে তা সংরক্ষণ এর ব্যাপারে সংশ্লিষ্ট কেউ না কেউ পদক্ষপ নিবে ইনশাআল্লাহ
আরও একটি মূল্যবান ভিডিও । নদিয়াতে আছে বল্লাল সেনের ঢিবি। সেখানে যখন যাই ভালো লাগে । কিন্তু মন খারাপ হয়ে যায় যখন শুনি অযত্নে এই ঐতিহাসিক সম্পদ গুলো হারিয়ে যাচ্ছে । ধন্যবাদ দাদা ।🙏🙏
সুমন ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালো বাসা রইলো ❤️🙏,,,, এরকম আরো নতুন নতুন ইতিহাসের সাথে বর্তমান প্রজন্ম কে পরিচয় করিয়ে দিবেন এইটাই একমাত্র দাবি আপনার নিকট 🙏।
ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মেহনতের ফলে দেশের জানা অজানা অনেক কিছু দেখতে পেয়েছি এমন কোন ভিডিও বাদ নেই যে আমি দেখিনাই কমেন্ট করেছি হয়তো অনেক ধন্যবাদ জানিয়েছি আপনাকে আবারো মন প্রান থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনাকে,, সাবাস সুমন ভাই সেলুট আপনাকে।।
ক্লাস ফাইভে পড়েছি ইখতিয়ার উদ্দিন মোঃ বীন বখতিয়ার খিলজির শাসনের ইতিহাস,, কোনো দিন ভাবিনি দেখতে পাবো আপনার মাধ্যমে,,এই ভাবে বিস্তারিত দেখানো এবং বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে,,, গাজীপুর থেকে ❤️♥️
You are really doing a good job, spreading awareness, digitally preserving heritage, narrating legends, connecting with history. Hope Bangladesh government archaeology department pay attention urgently. Wishing you all the best and truly love your channel. Well-wisher from Kolkata, India
ঠিক এভাবেই: আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাসাদপম থেকে মাটির কুড়েঘরে, ইটের টুকরোয়ে পরিনত হয়ে চলেছে। একদিন সেটা ধুলায় মিশে যাবে। এ প্রক্রিয়া চলমান আছে এবং থাকবে।
সুমন দাদা আপনার ভিডিয়ো ও উপস্থাপনা খুব ভালো। বাংলাদেশের রাজাদের রাজভবন গুলো দেখে তাদের নাম জানে এটা বলা যায় সহজে যে বাংলাদেশ এক সময় হিন্দুদের রাজত্ব ছিল।
আপনার জন্য শুভকামনা রইলো ভাই। এগিয়ে যান আরো অনেক দূর। এই ভাবে বাংলার বিভিন্ন ইতিহাস তুলে ধরার জন্য। এইসব ভিডিও না দেখলে। হয়তো বাংলার ইতিহাস সম্পর্কে। অনেক কিছু অজানা রয়ে যেতো।
Hi Sumon, i am big fan of you and love to see your videos everyday. My ancestors where grandparents(both) where from Mymensingh. I am born and bought up in mumbai, makes me to visit Bangladesh !
সত্যিই সুমন দা আপনার জন্যই ঘড়ে বসে এত ঐতিহাসিক তথ্য জানতে পারছি । তবে কিছুদিন আগে, বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের একজন নবাব সিরাজদৌল্লার বংশধর এখনো আছেন তার আসল পরিচয় তুলে ধরেছিলেন সেই বিষয়ের খবর কি ।
সুমন ভাই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা অন্তর্গত পাথরঘাটা নামক একটি জায়গা রয়েছে সেটিও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ প্লিজ এটি নিয়ে একটি ভিডিও বানাবেন।
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন দেখালেন সুমন ভাই। আমার সবসময়েই একটা আগ্রহ ছিল যে ১২ শতকে বখতিয়ার খলজী আর লক্ষণ সেনের ভেতরে যুদ্ধটা ঠিক কোথায় সংঘঠিত হয়েছিল, মানে সেই প্রাসাদটা কোথায় ছিল ঠিক? আজ নওদা বুরুজ দেখানোর মাধ্যমে জানতে পারলাম সেই অজানা অধ্যায় টা। এখানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে হয়তোবা বেরিয়ে আসতে পারে আরো মহামূল্যবান কিছু এবং এই স্থানটাও হতে পারে ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ পর্যটন স্থান।
কালের সাক্ষী হিসাবে পড়ে আছে অনাদরে নকশা করা পাথরটি এটি দেখার পর আমার ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো তার অতীতের কথা ভেবে।ধন্যবাদ ভাইয়া আপনাকে ঐতিহাসিক স্থানটি দেখানোর জন্য।
বাংলাদেশে কোনো প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ বিভাগ আছে বলে মনে হয়না। শুধু মাত্র দায়সারা সাইন বোর্ড ঝুলিয়েই দায় শেষ। বাংলাদেশ ই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি থাকা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ ইতিহাস সংরক্ষণে বিমুখ।
এর কারণ একটাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে যে দাদা ভাই। যুগ যুগ ধরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশের ও বাঙালি জাতির সঠিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কে যেকোন মূল্যে ধ্বংস করা টাই ছিল ওদের মূল উদ্দেশ্য। বর্তমানে ও চলমা আছে বাকি টুকোর ।
@@dilipghosh4916 আহারে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাদের দেশ নিয়ে মাথা আর ঘামায়েন না দাদা। বাংলাদেশে যত ঘটি আছে এদের নিয়ে ঘাটাঘাটি করতে গেলেও কিন্তু কেচো খুরতে কুমির বের হবে। তাই বলি হিন্দু মুসলিম বাদ দিয়ে মানুষ হন
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে । সব ভিডিও গুলো দেখছি এবং ভালো লেগেছে । কিন্তু ভিডিও গুলোর Picture Quality একটু improve করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় । একজন দর্শক হিসাবে ঐতিহাসিক বিষয় গুলোর সাথে সাথে গ্রাম বাংলার প্রকিতিটাও খুব উপভোগ করি। তাই Video Quality আর একটু ভালো হলে দারুন হতো । ধন্যবাদ 🙏 ভারত থেকে ভালোবাসা রইলো ❤️❤️
দেখে খুব ভালো আপনার ১ মিলিয়ন পূর্ণ হয়েছে! আমার আজ ও মনে পড়ে যেদিন প্রথম আপনার ভিডিও দেখা শুরু করেছিলাম তখন সম্ভবত ১ লক্ষেরও কিছু কম ছিলো! তখন এই ইউটিউব অঞ্চলের প্রতি খুব অভিমান জমেছিলো! কি অসাধারণ একজন মানুষের সাবস্ক্রাইবার এতো কম! তবে আজ মনের অজান্তেই এক হাসি এসেছে আমার মুখে। সালাউদ্দিন সুমন ভাই আপনি আরো বড় কিছু করেন সেই দোয়া করি❤️ ভালোবাসা অবিরাম❤️
@Salauddin Sumon ভাই, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় মায়াপুরের নিকট বামুনপুকুর গ্রামে অবস্থিত বল্লাল ঢিপিকে কভার করতে আসবেন, খুব সুন্দর এই স্থাপনাটি প্রচারের আড়ালে রয়ে গেছে।
আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া ❤ আমি আপনার সব ভিডিও দেখি কিন্তূ কমেন্ট কম করি আসলে এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন আর ইতিহাসের সব কিছু দেখান খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ইতিহাসের সব কিছু দেখানোর জন্য ❤❤
একটা সময়ে যেখানে রাজা মহারাজার আরম্বড়পূর্ন জীবন ছিলো, সেখানে এখন গরীব মানুষের বাস, ভাবলে কিছু পাওয়া যায় না... সুমন ভাই তুমি আরো এরকম জায়গা দেখাতে থাকো...
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের বামনপুকুরে ও একটি ভিবি পাওায়া গিয়েছিল. স্থানিয় লোকেরা একে বল্লাল ডিবি বলে ৷ সেখানে খনন কার্যকরে একটি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ওপাওয়া গেছে ৷ ভাই জান নদীয়ায় এসে আপনি যদি এসে এর একটি প্রস্তাবেদন তৈরি করতেন ... আর বাংলাদেশ সরকারের উচিত খনন কার্জ চালিয়ে পুরাতত্ব বস্তু হিসাবে সংরক্ষণ করা ৷
সুমন ভাই, বিক্রমপুরে পালিয়ে গিয়ে লক্ষণসেন খুব সম্ভবত "ইদ্রাকপুর দুর্গ" তৈরি করেন। মুন্সিগঞ্জ জেলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে এটি অবস্থিত। দয়া করে সেটার একটা ভিডিও সিকুয়েল বানাবেন।
বাংলাদেশের আনাচে কানাচে কত সম্পদ লুকিয়ে আছে সেটার সঠিক ইতিহাস সরকার এর ই জানা নাই।আপনাদের মত মানুষদের জন্য এগুলো এক এক করে উন্মোচিত হচ্ছে ও হবে এই কামনা করি।❤️❤️
আপনাকে জাতীয় পুরস্কার দেয়া হোক,বাংলাদেশের ইতিহাস এভাবে আর কেউ তুলে ধরে না। ধন্যবাদ সুমন ভাই।
আপনার কথা বলার ভঙ্গিমা আর ভাষা অনেক সূন্দর ।সত্যিই অসাধারন উপস্থাপনা ।
মহান আল্লাহ পাকের ইচ্ছায়,আপনার উছিলায় বাংলাদেশের অনেক অজানা অদেখা জায়গা দেখেছি,ধন্যবাদ প্রিয় ভ্রমণ পিপাসু, সালাউদ্দিন সুমন ভাই❤️❤️❤️
😢 😤 😢
কেবল অবহেলা আর সরকারি-উদাসীনতা... দু'দেশেরই এক অবস্থা দাদাভাই
খুব ভালো লাগল #সুমন দাদাভাই
আর আগেও বলেছি, আবারও বলছি- আপনার ব্লগগুলি দেখলে মনে হয় 'ইতিহাসের-পাতা'য় ঘুরে বেড়াচ্ছি
বরাবরের মতোই অনন্য সমৃদ্ধ ইতিহাস তুলে ধরলেন প্রিয় সুমন ভাই। কৃতজ্ঞতা, নিরন্তর শুভকামনা রইলো 💖💖💖
আমরা ভারতের পশ্চিমবাংলাই থেকেও আজ আপনার মাধ্যমে প্রাচীন বাংলার অনেক অনেক তথ্য জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে!
ওয়াও আলহামদুলিল্লাহ সব কিছু এতো সুন্দর করে বুঝিয়ে বলো তুমি ভাইয়া এক কথায় অসাধারণ আল্লাহ তায়ালা তোমাকে হায়াত দরাজ করুক সুস্থ রাখুক আমিন
অনেক সুন্দর একটি প্রতিবেদন। আমিও গিয়েছিলাম সেখানে কিন্তু এত সুন্দর করে উপস্থাপন করতে পারিনি। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম। জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এবং কাইসার রহমানী ভাইকে।
সুন্দর দেখিয়েছেন এবং বর্ণনা দিয়েছেন, keep it continue, thanks from india
সুমন ভাই মানেই স্পেশাল কিছু !!❤️❤️ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমার নানির বারি রহনপুর আর আমার বারি পশ্চিম বঙ্গের মালদা হ জেলা। ভারত থেকে নানির এলাকা দেখতে পেলাম এর জন্য ভাইয়াকে অসখ্য ধন্যবাদ
Amar bari kaliachak
Ta tumi jao ki okhane??
@@Islamicfacts6380 না ভাই ছোটো বেলাই একবার গিয়েছিলাম আর যাওয়া হয় নি
हहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहह
बझझ
আমার নানা বাড়ি মালদা, তবে দেশভাগের পর রহনপুরে আছে
নিজেদের ইতিহাস সম্পর্কে আপনার ভালোবাসা ও সত্যি উন্মোচনের প্রতি আপনার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা আপনার জন্য
মুগ্ধ হলাম প্রিয় সুমন ভাই।
আপনার বদৌলতে ইতিহাসকে দেখার সুযোগ পেলেম
এমন একটি প্রাচীন ঐতিহাসিক স্হান আপনার মাধ্যমে দেখতে পেরে খুবই আনন্দ পেলাম।আপনাদের উভয়কেই আমার প্রান ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।
আজ আমি গর্বিত, আমার এলাকার ইতিহাস আজকে আমি সালাউদ্দিন ভায়ের ভিডিওর মাধ্যমে অজানা ইতিহাস জানলাম। কারণ আমার বাড়ি এই জায়গায়,,,এই ব্রুজ আমার এলাকাই।তবে সত্যিই আমিও জানতাম না এই ব্রুজের ইতিহাস
খুব ভাল লাগল, ঐতিহাসিক নিদর্শন আমাকেও অনুরনিত করে ।। ধন্যবাদ উপস্থাপককে ।
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখি সুমন ভাই,
বইতে পড়ার পরে ভিডিও গুলো সত্যিই খুবই ভালো লাগে ❤❤
আরো একটি ভালো কাজ উপহার পেলাম। পুনর্ভবা নদীটির নাম সুনে ভালো লাগে, নদীর ভিসা লাগেনা। বাংলাদেশের এরকম কিছু নদীর উপর ডকুমেনট তৈরী করলে অনেক সমৃদ্ধ হবে । অভিনন্দন রইলো।।
ছোটো বেলায় তা বইয়ে পড়েছিলাম সেগুলোর সচিত্র ইতিহাস দেখছি আপনার ভিডিও এর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই।
Plzz support me🙏😥
সময় একদিন সবাইকে এভাবেই নিশ্চিহ্ন করে দিবে।
যারা চলে গেছে তারা কি কখনো ভেবেছিলো, কয়েকশ বছর পর আজকে তাদের স্বপ্নেগড়া বাসস্থানের ধ্বংসস্তুপ নিয়ে প্রতিবেদন প্রকাশ হবে।
ভাই আপনি যেভাবে এসব ইতিহাস তুলে ধরেন তাতে খুবই অবাক হই। আপনার এসব কাজ একদিন ইতিহাস প্রেমিদের মনে জায়গা করে নিবে। হয়ত এভাবে আপনাকে একদিন স্মরণ করা হবে নতুন করে বাংলার ইতিহাসকে সবার সামনে তুলে ধরার জন্য। অনেক শুভ কামনা রইলো। আশা করি আপনার এই প্রচেষ্টা হারিয়ে যাওয়ার পরেও যা রয়ে গেছে তা সংরক্ষণ এর ব্যাপারে সংশ্লিষ্ট কেউ না কেউ পদক্ষপ নিবে ইনশাআল্লাহ
ইতিহাস জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। মাটির সাথেই মিশে যাচ্ছে মূল্যবান ইতিহাস!
ধন্যবাদ সালাউদ্দিন রমনি ভাইকে, এমন একটি প্রাচীন ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরার জন্য।(ভারত)
ব্র্যাকেটে ভারত কেন?
এই চ্যানেলটি দেখা মানিই জ্ঞান অর্জন করা।ধন্যবাদ সুমন ভাইকে
আরও একটি মূল্যবান ভিডিও । নদিয়াতে আছে বল্লাল সেনের ঢিবি। সেখানে যখন যাই ভালো লাগে । কিন্তু মন খারাপ হয়ে যায় যখন শুনি অযত্নে এই ঐতিহাসিক সম্পদ গুলো হারিয়ে যাচ্ছে । ধন্যবাদ দাদা ।🙏🙏
সুমন ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালো বাসা রইলো ❤️🙏,,,, এরকম আরো নতুন নতুন ইতিহাসের সাথে বর্তমান প্রজন্ম কে পরিচয় করিয়ে দিবেন এইটাই একমাত্র দাবি আপনার নিকট 🙏।
Thank you Mr. Sumon I am from Assam. As lover of history I have been following you. I am an ex lecturer of history.
বেক সাউন্ড সিস্টেম অসাধারণ সুমন ভাই ,,, শরীরের লোম শিহরিত হয়ে উঠেছে ।।।
আলহামদুলিল্লাহ্ সালাউদ্দিন ভাই অনেক সুন্দর। পঞ্চগড় জেলা থেকে মুক্তার
ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মেহনতের ফলে দেশের জানা অজানা অনেক কিছু দেখতে পেয়েছি এমন কোন ভিডিও বাদ নেই যে আমি দেখিনাই কমেন্ট করেছি হয়তো অনেক ধন্যবাদ জানিয়েছি আপনাকে আবারো মন প্রান থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনাকে,, সাবাস সুমন ভাই সেলুট আপনাকে।।
--আমি আপনার সব ভিডিও দেখি। ☺️
আপনার উপস্থাপন গুলো অসাধারন লাগে…. 😍
অসাধারণ। এভাবেই আমাদের ইতিহাস সবাইকে জানতে হবে। অনেক বছর অন্ধকারে থাকা হয়েছে। এখন সময় আমাদের অতীত ইতিহাসকে জানা।
বাংলাদেশের ইতিহাস কানায়-কানায। ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর পরিবেশনা এবং তথ্য দিয়ে আমাদের বোঝানোর জন্য
অন্নেক ভালো লাগলো ভিডিওটা৷ দেখে শুধু এটাই মনে হলো যে,, মানুষেট ক্ষমতা কত ক্ষণস্থায়ী! এক সময় যেটা ছিলো রাজপ্রাসাদ বর্তমানে সেখানে কুড়েঘর!!
ক্ষমতা যে চিরস্থায়ী নয় তার জলন্ত প্রমাণ। সুমন ভাইকে ধন্যবাদ।
Ho
আমি নিজেও নওদা বুরুজ মতান্তরে ষাড় বুরুজে গিয়েছি। ইতিহাসের বিস্ময়। ধন্যবাদ সুমন ভাইকে ডকুমেন্টারি আকারে ভুলে যাওয়া ইতিহাস কে তুলে ধরার জন্য।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা টির ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। খুব সুন্দর জায়গা।
আপু কেমন আছেন আপনি
@@rakhisk5371 আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে
আপু আপনি কি বাংলাদেশের
@@rakhisk5371 জি আমি বাংলাদেশের নাগরিক
আপনার বিয়ে হয়েছে আপু
অজানাকে জানার আরেক নাম সালাউদ্দিন সুমন ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর উপস্থাপনার জন্য👌👍🙏
সুন্দর বহিঃপ্রকাশ এবং সুন্দর ভিডিও উপহার দিলেন প্রিয় দাদা ভাই 🙂
নিশ্চয়ই আল্লাহ আমাদের সকল কাজের প্রতি দৃষ্টি রাখেন
ক্লাস ফাইভে পড়েছি ইখতিয়ার উদ্দিন মোঃ বীন বখতিয়ার খিলজির শাসনের ইতিহাস,, কোনো দিন ভাবিনি দেখতে পাবো আপনার মাধ্যমে,,এই ভাবে বিস্তারিত দেখানো এবং বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে,,, গাজীপুর থেকে ❤️♥️
অসাধারণ ইতিহাস, ঐতিহ্য। ধন্যবাদ, প্রিয় সুমন ভাই।
আমি ইন্ডিয়া থেকে দেখি খুব ভালো লাগে তোমার সব ভিডিও।
Thanks for sharing this valuable video. We must respect & preserve our glorious historical heritage. Regards
সালাউদ্দীন ভাই আপনাকে ধৈন্যবাদ।আপনার জন্য আজ ইতিহাসের বহু কিছু জান্তে পারি।
বাংলাদেশে আমার প্রিয় দুজন ভিডিও ক্রিয়েক্টর, ১ সালাউদ্দীন সুমন, ২ মহসিন উল হাকিম, আল্লাহ আপনাদের যোগ্যতা আরো বাড়িয়ে দেন।
ভালবাসা ভাই আপনার প্রতি 💚💜❤️ সিরাজগঞ্জ থেকে।
রহনপুর!! অনেকবার গিয়েছি এখানে। ওখানে একটা ওয়াচ-টাওয়ার ও আছে। রাতের বেলা লোকজন ওখানে খুঁড়ে মূল্যবান জিনিস খোজে। আর স্থানীয় লোকজন ওখান থেকে ইট নিয়ে যায় প্রতিনিয়ত। সংরক্ষণ জরুরী।
অসাধারণ উপস্থাপনা।আপনার dedication কে কুর্নিশ জানাই।❤️
You are really doing a good job, spreading awareness, digitally preserving heritage, narrating legends, connecting with history. Hope Bangladesh government archaeology department pay attention urgently. Wishing you all the best and truly love your channel. Well-wisher from Kolkata, India
ইতিহাস সত্য জীবন্ত, ,
শুভকামনা নিরন্তর 💚💚🌿🌿🌷🌷
অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ ভিডিও উপহার দেওয়ার জন্য,
ঠিক এভাবেই: আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাসাদপম থেকে মাটির কুড়েঘরে, ইটের টুকরোয়ে পরিনত হয়ে চলেছে। একদিন সেটা ধুলায় মিশে যাবে। এ প্রক্রিয়া চলমান আছে এবং থাকবে।
এখানে খনন করলে হয়ত আসল ইতিহাস জানা যেতে পারে। অবসান হতে পারে বির্তকের। আপনাদের ধন্যবাদ সুনদর উপস্হাপনার জন্য।
অভিনন্দন সুমন ভাইয়া আপনার এক একটি ভিডিও যেন এক একটি অভিজ্ঞতাঃ খুবই ভালো লাগলো ধন্যবাদ ❤️❤️
ভীষণ ভীষণ ভালো লাগল দেখে অনেক কিছু জানতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,ইতিহাস তুলে ধরার জন্য।
সুমন দাদা আপনার ভিডিয়ো ও উপস্থাপনা খুব ভালো। বাংলাদেশের রাজাদের রাজভবন গুলো দেখে তাদের নাম জানে এটা বলা যায় সহজে যে বাংলাদেশ এক সময় হিন্দুদের রাজত্ব ছিল।
Apnar jnno Bangladesh ar onek oitijjo dekhte pai..thanks vai♥️♥️♥️valobasha obiram
Sumon vai Oshadharon laglo ❤from Assam India
আপনার জন্য শুভকামনা রইলো ভাই। এগিয়ে যান আরো অনেক দূর। এই ভাবে বাংলার বিভিন্ন ইতিহাস তুলে ধরার জন্য। এইসব ভিডিও না দেখলে। হয়তো বাংলার ইতিহাস সম্পর্কে। অনেক কিছু অজানা রয়ে যেতো।
পশ্চিমবঙ্গে আমি থাকি। আপনাকে অজস্র ধন্যবাদ । আপনার সমস্ত ভিডিও দেখি আমি। আপনি অসাধারন মানুষ
ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ সুমন ভাই
ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
Hi Sumon, i am big fan of you and love to see your videos everyday. My ancestors where grandparents(both) where from Mymensingh. I am born and bought up in mumbai, makes me to visit Bangladesh !
প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে!
চমৎকার একটি বিষয় তুলে আনার জন্য ধন্যবাদ।
সত্যিই সুমন দা আপনার জন্যই ঘড়ে বসে এত ঐতিহাসিক তথ্য জানতে পারছি । তবে কিছুদিন আগে, বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের একজন নবাব সিরাজদৌল্লার বংশধর এখনো আছেন তার আসল পরিচয় তুলে ধরেছিলেন সেই বিষয়ের খবর কি ।
অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে আপনার চ্যানেলের ভিডিও আপলোড হল
সুমন ভাই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা অন্তর্গত পাথরঘাটা নামক একটি জায়গা রয়েছে সেটিও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ প্লিজ এটি নিয়ে একটি ভিডিও বানাবেন।
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন দেখালেন সুমন ভাই।
আমার সবসময়েই একটা আগ্রহ ছিল যে ১২ শতকে বখতিয়ার খলজী আর লক্ষণ সেনের ভেতরে যুদ্ধটা ঠিক কোথায় সংঘঠিত হয়েছিল, মানে সেই প্রাসাদটা কোথায় ছিল ঠিক?
আজ নওদা বুরুজ দেখানোর মাধ্যমে জানতে পারলাম সেই অজানা অধ্যায় টা। এখানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে হয়তোবা বেরিয়ে আসতে পারে আরো মহামূল্যবান কিছু এবং এই স্থানটাও হতে পারে ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ পর্যটন স্থান।
ধন্যবাদ সুমন ভাই
এত সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য।
অসাধারণ উপস্থাপনা
এক কথায় অসাধারণ শেয়ারিং ভাইয়া❤️❤️❤️
কালের সাক্ষী হিসাবে পড়ে আছে অনাদরে নকশা করা পাথরটি এটি দেখার পর আমার ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো তার অতীতের কথা ভেবে।ধন্যবাদ ভাইয়া আপনাকে ঐতিহাসিক স্থানটি দেখানোর জন্য।
Love u.......... BhaiJaan
From......... Assam ( India )
আমি আপনার Video দেখার জন্ন অপেক্ষা করে থাকি
নদীর নামটি কিন্তু অসাধারণ,
"পূনর্ভবা".... ❤️
একবার আবারো আপনার ভিডিও মন জয় করেছে💖ধন্যবাদ সুমন ভাই💖
You're background music theme again touch my heart. 💖 it's really inspired me💖
বাংলাদেশে কোনো প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ বিভাগ আছে বলে মনে হয়না। শুধু মাত্র দায়সারা সাইন বোর্ড ঝুলিয়েই দায় শেষ। বাংলাদেশ ই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি থাকা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ ইতিহাস সংরক্ষণে বিমুখ।
এর
এর কারণ একটাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে যে দাদা ভাই। যুগ যুগ ধরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশের ও বাঙালি জাতির সঠিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কে যেকোন মূল্যে ধ্বংস করা টাই ছিল ওদের মূল উদ্দেশ্য। বর্তমানে ও চলমা আছে বাকি টুকোর ।
@@dilipghosh4916 আহারে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাদের দেশ নিয়ে মাথা আর ঘামায়েন না দাদা। বাংলাদেশে যত ঘটি আছে এদের নিয়ে ঘাটাঘাটি করতে গেলেও কিন্তু কেচো খুরতে কুমির বের হবে। তাই বলি হিন্দু মুসলিম বাদ দিয়ে মানুষ হন
চাঁদের চেয়েও অনেক সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সঃ) আল্লাহু আকবার 🥀🌻🌹💚💚💚
chand ka khudki roshni nhi hoti...suraj ki wajase chamakta hai
👈👈 👈👈👈👈
প্রতিটি এপিসোডে হাতছানি তে শুনতে পাবেন সত্যি ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা।ভিতুরা দূরে থাকবেন ।
Apni ki add dite ekhane esechen. Naki bebsa suru korchen.naki tahake apni dekhe esechen
KOTHAI KI COMMENT KORA UCHIT TA BUJHE COMMENT KOIREN.
I am a regular follower of your historical blogs. You are doing a exceelent job. May Allah bless you. I am also a history lover.
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে । সব ভিডিও গুলো দেখছি এবং ভালো লেগেছে ।
কিন্তু ভিডিও গুলোর Picture Quality একটু improve করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় । একজন দর্শক হিসাবে ঐতিহাসিক বিষয় গুলোর সাথে সাথে গ্রাম বাংলার প্রকিতিটাও খুব উপভোগ করি। তাই Video Quality আর একটু ভালো হলে দারুন হতো ।
ধন্যবাদ 🙏 ভারত থেকে ভালোবাসা রইলো ❤️❤️
দেখে খুব ভালো আপনার ১ মিলিয়ন পূর্ণ হয়েছে!
আমার আজ ও মনে পড়ে যেদিন প্রথম আপনার ভিডিও দেখা শুরু করেছিলাম তখন সম্ভবত ১ লক্ষেরও কিছু কম ছিলো!
তখন এই ইউটিউব অঞ্চলের প্রতি খুব অভিমান জমেছিলো!
কি অসাধারণ একজন মানুষের সাবস্ক্রাইবার এতো কম!
তবে আজ মনের অজান্তেই এক হাসি এসেছে আমার মুখে।
সালাউদ্দিন সুমন ভাই
আপনি আরো বড় কিছু করেন সেই দোয়া করি❤️
ভালোবাসা অবিরাম❤️
@Salauddin Sumon ভাই, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় মায়াপুরের নিকট বামুনপুকুর গ্রামে অবস্থিত বল্লাল ঢিপিকে কভার করতে আসবেন, খুব সুন্দর এই স্থাপনাটি প্রচারের আড়ালে রয়ে গেছে।
আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া ❤ আমি আপনার সব ভিডিও দেখি কিন্তূ কমেন্ট কম করি আসলে এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন আর ইতিহাসের সব কিছু দেখান খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ইতিহাসের সব কিছু দেখানোর জন্য ❤❤
ভিডিও দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছে একটুখানি ও টের পেলাম না
এই রকম ঐতিহ্য বাহী ভিডিও দেখতে চাই দাদা ❤️
ভাই আপনার ভ্রমন বিষয়ক ডকুমেন্ট অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু দেখতে পাবো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে❤🇮🇳🇮🇳
Apnar uposthapona khub sundor.. Bhalobasa roilo epar bangla totha bharatbarsho theke.
Really Suman Da apnar video gulo dekhale chokher palak felte pari na,darun...👍👍👍👍👍
একটা সময়ে যেখানে রাজা মহারাজার আরম্বড়পূর্ন জীবন ছিলো, সেখানে এখন গরীব মানুষের বাস, ভাবলে কিছু পাওয়া যায় না... সুমন ভাই তুমি আরো এরকম জায়গা দেখাতে থাকো...
আপনি গান করেন..?
@@VickySaaho , হুম দাদাভাই
My favourite subject history.apnar video dekhle mone hoy history subject amar chokher samne vasche ❤️. You are great Suman Dada 🙏
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের বামনপুকুরে ও একটি ভিবি পাওায়া গিয়েছিল. স্থানিয় লোকেরা একে বল্লাল ডিবি বলে ৷ সেখানে খনন কার্যকরে একটি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ওপাওয়া গেছে ৷
ভাই জান নদীয়ায় এসে আপনি যদি এসে এর একটি প্রস্তাবেদন তৈরি করতেন ...
আর বাংলাদেশ সরকারের উচিত খনন কার্জ চালিয়ে পুরাতত্ব বস্তু হিসাবে সংরক্ষণ করা ৷
সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ।
সুমন ভাই বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় নিয়ে একাটা ভিডিও বানালে খুশি হতাম,,সাথে বাংলাদেশের এর মানুষ আবার ও ঐতিহাসিক স্হান সম্পর্কে জানতে পারতো🥰
সুমন ভাই, বিক্রমপুরে পালিয়ে গিয়ে লক্ষণসেন খুব সম্ভবত "ইদ্রাকপুর দুর্গ" তৈরি করেন। মুন্সিগঞ্জ জেলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে এটি অবস্থিত। দয়া করে সেটার একটা ভিডিও সিকুয়েল বানাবেন।
Lokkhon Divi ......
কিন্তু তিনি তো ঢাকায় পালিয়ে গিয়েছিলেন!
অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখলাম মন জুড়িয়ে গেলো।
আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ সুমন ভাই।🤝🙂
আসসালামুআলাইকুম ভাই আমি চাই আপনি সিলেটের গুরু গোবিন্দ এবং হযরত শাহাজালাল কে নিয়ে একটি অনুষ্ঠান করুন
আপনার ভিডিও গুলো অনেক সুন্দর। ভালো লাগে তাই সব দেখার চেষ্টা করি
বাংলাদেশের আনাচে কানাচে কত সম্পদ লুকিয়ে আছে সেটার সঠিক ইতিহাস সরকার এর ই জানা নাই।আপনাদের মত মানুষদের জন্য এগুলো এক এক করে উন্মোচিত হচ্ছে ও হবে এই কামনা করি।❤️❤️