বার বার পরাজয়ের পর ব্রিটিশ বাহিনী মাথা নত করেছিলো যে গ্রামে || Heroic History of Khonoma Village

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 373

  • @simonroy2472
    @simonroy2472 2 года назад +8

    সত্যিই অসাধারণ একটি নাগা গ্রাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন এই গ্রাম থেকে ও পরিচালিত হয়েছে জেনে অবাক হলাম। প্রতিটি বাড়িতে ফুলের গাছ দেখে বোঝা যায় নাগাদের রুচিবোধ উন্নত।

  • @md.showpanreza2998
    @md.showpanreza2998 2 года назад +20

    আহ, কত সুন্দর জুলেকে ভিলেজ আর খোনুমা গ্রামটি। সসত্যিই আমার দেখা আপনার ডকুমেন্টারির মধ্যে এটাই এখন পর্যন্ত সেরা।। ধন্যবাদ সালাউদ্দিন ভাই।।

  • @robiulhasan5031
    @robiulhasan5031 2 года назад +52

    সত্যিই এই এতোগুলা মাথা দেখা অবিশ্বাস্যই মনে হচ্ছে!!! গ্রামটি অপরুপ সৌন্দর্যে ভরপুর। গ্রামটি দেখতে একদমই ছবির মতো।বাংলাদেশের এই প্রথম কোনো ব্যক্তি ন্যাগল্যান্ডের ঐতিহ্য তুলে ধরেছে। আপনার ভিডিওগুলো যতবারই দেখি ততই মুগ্ধ হই। ভালোবাসা নিয়েন সালাউদ্দিন ভাইয়া ❤️❤️❤️

  • @mdmosaddekshake7802
    @mdmosaddekshake7802 2 года назад +18

    যেমন সুন্দর গ্ৰাম তার তেমনি ঐতিহাসিক ইতিহাস,, সাথে সুন্দর করে বর্ননা করেছেন ধন্যবাদ প্রিয় সালাউদ্দিন ভাই গাজীপুর থেকে 🇧🇩🇧🇩

    • @sumayaparvin5909
      @sumayaparvin5909 2 года назад

      qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqq(qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @HabibKhan-xc8ls
    @HabibKhan-xc8ls 2 года назад +10

    নাগাল্যান্ডের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি......সেই সাথে জানতে পারছি নাগাদের অতীত ইতিহাস সম্পর্কে। আমি আর আমার বাবা নিয়মিত আপনার ভিডিও দেখি।
    ভালোবাসা নিবেন প্রিয় সুমন ভাই ❤️❤️

  • @jkprince8158
    @jkprince8158 2 года назад +3

    এতোই সুন্দর নাগাল্যান্ড,,, মন চাইতেছে ঘুরে আসি,,,ইনশাআল্লাহ একদিন যাবো দেখতে,,,

  • @monirahaman7004
    @monirahaman7004 2 года назад +5

    কি বলবো বলার মত না ভাষা নেই এতো সুন্দর, এই পর্বের জন্য অপেক্ষা করেছিলাম অবশেষে পেলাম,এতো ভালো লাগছে বুজাতে পারবো না,মন চাই এখানে যদি থাকতে পারতাম এমন শান্ত একটা জায়গা,,এক কথায় অসাধারণ

  • @meditationnaturalist3311
    @meditationnaturalist3311 2 года назад +3

    অসাধারণ বর্ননা করেছেন।
    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
    একজন। কথন শৈলী, আবেগঘন
    এক আবেদন আছে আপনার
    কথায়, চালিয়ে যান সুমন ভাই।
    ভিডিও আপনার কথায় প্রান পায়।

  • @rinkiwahidrafi9299
    @rinkiwahidrafi9299 2 года назад +7

    খোনুমা গ্রামে না গিয়েও মনে হচ্ছে আমি খোনুমা গ্রামে আছি।।।আহা কি প্রশান্তি লাগছে প্রকৃতির এই রূপ দেখে।।। সত্যিই অসাধারণ!!!মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে, সালাহউদ্দিন সুমন ভাই।

  • @dreamcity9810
    @dreamcity9810 2 года назад +5

    সত্যিই অসাধারণ গ্রামটা, আপনাকে ধন্যবাদ এরকম একটা গ্রাম দেখানোর জন্য

  • @md.shofiqulislamshofi5188
    @md.shofiqulislamshofi5188 2 года назад +1

    যত দেখি ততই মুগ্ধ চোখে তাকিয়ে রই
    ইতিহাসের গভীরে নিমগ্ন হই
    ধন্যবাদ ভাই

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 2 года назад +4

    খুব ভালো লাগলো। ভারতীয় হয়েও নাগাল্যান্ডের সম্পর্কে আগে এতো কিছু জানা ছিলনা। তোমাকে আমরা শুধুই বাংলাদেশী ভাবিনা একজন প্রবাসী ভারতীয়ও বলে মনে করি। জয় বাংলাদেশ। জয় নাগাল্যান্ড। জয় ভারত। জয় হিন্দ।

  • @sasadharhaldar5527
    @sasadharhaldar5527 2 года назад +1

    সালাহউদ্দিন ভাই,নাগাল‍্যাণ্ডের এই সুন্দর সুন্দর দৃশ‍্য ও অজানা নাগা ইতিহাস দেখে আমি আপ্লুত ও অভিভূত !! আপনি কঠোর পরিশ্রম করে যেভাবে দুর্লভ VDO তেরি করছেন তার ফলে আমাদের মতো লক্ষ লক্ষ দর্শকের দেশ ভ্রমণের কমনা ঘরে বসেই পূরণ হচ্ছে । আপনাকে অশেষ ধন‍‍্যবাদ ।

  • @talimbd
    @talimbd 2 года назад +2

    সুমন ভাই মানেই সৃজনশীলতা ও নতুনত্ব।
    স্যালুট ভাইয়া।

  • @koliza_01
    @koliza_01 2 года назад +10

    Million ও না billion ও না ,, মুখের হাসি কোনো দিনো কিনাও যায় না ,, যেটা আমাদের সুমন ভাইয়ার হাসি মুখে থাকে 🥰🥰

  • @mehedihasansohag3689
    @mehedihasansohag3689 2 года назад +28

    সুমন ভাই, নাগাল্যান্ডের যে অবস্থা, আজথেকে ২০০ বছর আগে আমাদের চিটাগং আদিবাসীদের মত ছিল। বত'মান নাগাল্যান্ড পরিকল্পিত ভাবে নিজেদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু আমাদের নিজ দেশের আমাদেরর ভুল পরিকল্পনার কারনে আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের পথে।। আশাকরি এটা নিয়ে দেশে একটা ভিডিও করবেন। তুলনা করবেন, বলবেন কি করলে ভালো হয়

    • @arupsarkar3345
      @arupsarkar3345 2 года назад

      Tar karon amra amader root bhule gechi

    • @uurgeorge_-
      @uurgeorge_- 2 года назад

      Thik bolechen ,kintu a Kajti #salauddinsuman korben na ek matra hero #asadnoor vai korte parben

    • @MizanurRahman-bg9ty
      @MizanurRahman-bg9ty Год назад

      Ami

  • @the_beaconof_optimism4616
    @the_beaconof_optimism4616 2 года назад +21

    Happy 76th Independence Day 🇮🇳🇮🇳
    Our India is really beautiful.

    • @Hmnp910
      @Hmnp910 2 года назад +2

      Naga independence day is 14 Aug

    • @himanshuroy8112
      @himanshuroy8112 2 года назад +1

      @@Hmnp910 🤣🤣🤣🤣 they are insurgents

  • @tapankumarghosh1276
    @tapankumarghosh1276 2 года назад

    অসাধারণ প্রতিবেদন। নাগাল্যান্ড যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো।

  • @tanimalodh3549
    @tanimalodh3549 2 года назад +9

    Dada, amader Desher aj 75th Independence Day r ajker dine ai vedeo ta sotti prasongik. Onek onek Dhonnobad R Pronam Dada. Khub khub Bhalo Thakben sobsomoy. (From Tripura) 🇮🇳 😘 🇧🇩

  • @mr.peregrine9973
    @mr.peregrine9973 2 года назад +3

    অসাধারণ,অনন্য, অনিন্দ্য সুন্দর নাগাল্যান্ডের গ্রাম এবং সে সাথে আপনার উপস্থাপনা।❤️

  • @gbonsaha7655
    @gbonsaha7655 2 года назад +3

    অসম্ভব ভালো লাগে আপনার প্রতিটি ভিডিও তাই তো আপনার চোখে দেখছি সবি ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।

  • @md.hannanshaikh5320
    @md.hannanshaikh5320 2 года назад +3

    সুমন ভাই,আপনাদের মাধ্যমে পুরনো ইতিহাস চোখের সামনে দেখতে পাচ্ছি।ধন্যবাদ ভাই❤️ এগিয়ে যান👍

  • @arindommallick5330
    @arindommallick5330 2 года назад +6

    ভাই আগের ভিডিও দেখতে দেরি হয়ে গেছিলো আজ এখন দেখা শুরু করলাম কমেন্ট ও করে দিলাম ভাই কাল আমাদের দেশের স্বাধিনতা দিবস ভালো থেকো ভাই আমার টাটা গুড নাইট

  • @sajalsafar5573
    @sajalsafar5573 Год назад

    অসাধারণ প্রত্যেকটা নাগাল্যান্ড পর্ব।‌ খুব ভালো থাকবেন।

  • @ranabhola
    @ranabhola 2 года назад +4

    Nagaland ke tule dhorbar jonno onek onek dhonyobad. khub e bhalo laglo..koto ki je janlam onader shomporke...kono ek din jawar ichha roilo, nijer chokhe dekhar; ei prokriti, ei manush jon, ei itihash.

  • @tapolsss9765
    @tapolsss9765 2 года назад

    এতো গুলো মাথা দেখবো ভাবতেই পারিনি সত্তি অসাধারণ হয়েছে সুমন ভাই

  • @golammahiuddinkazi4510
    @golammahiuddinkazi4510 2 года назад

    আমি ঋষভ লাভা লোলে গাঁও শিমলা কাশ্মীর ভাইজ্যক আরাকু ইত্যাদি ইত্যাদি জায়গা তে গিয়ে ঘুরে বেড়িয়ে এসেছি। আমার খুব ভালো লাগে ঐ ধরনের পাহাড়ি এলাকা। মনে হয় এখনো যদি যেতে পারতাম। কি করোনা এলো আমাদের ঘোরা বেড়ানো বন্ধ হয়ে গেল। আপনার ভিডিও সুনে বা দেখে বুঝেউঠতে পারছি খুব ভালো লাগছে। আমি কলকাতা থেকে বলছি। সবুজের খোঁজে পাহাড়ের খোঁজে।আপনি যেমন ভাবে ভিডিও তৈরি করছেন। ঠিক এরকম জায়গায় চলে গিয়ে ভিডিও করে দুনিয়ার মানুষ কে বা আমাকে দেখিয়ে যান। আমি আপনার এই রকম ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকি কমিনডব্যকসে ভর্তি করে লিখে ফেলি। আমি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যায়। মনে হয় আমি ঐ পাহাড়ের গ্রাম এর আছি। ষাশ পোষশাস নিতে খুব সুন্দর লাগে। একটা সুগন্ধ ভাসে নাকে আসে। চোখ বন্ধ করতে ইচ্ছা করছিল না। এখন আপনার ভিডিও ছবি গুলো দেখে মনে হচ্ছে আমি ঐ সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদ্ধ হাওয়া খাইতে খাইতে মন ভরে যাচ্ছে। ধুলো নেই। বাতাসে কোনো পলুসান জীবাণু নেই। কি সুগন্ধ নিতে নিতে পার করে দিলাম বুঝি দশ দিন। তাতে মনে হলো কতো সুষথ্য অসুস্থ বোধ কেটে গেছে কত কষ্ট হয়েছে প্রকৃতির কি মহিমা। অনুভূতি আকুলতা নিয়ে ফিরে এলাম কলকাতার ফ্যলাটে। আজ আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি খুব সুষথ্য হয়ে গেছি। খুব চমৎকার লাগছে। এই ধরনের ভিডিও গুলো দেখার জন্য অনুরোধ করছি দয়া করিয়া পাহাড়ী গ্রাম গুলো বেশি বেশি গ্রামে গিয়ে বাড়িতে ঢুকে গিয়ে ভিডিও বানিয়ে আমাদের বুঝিয়ে দেখিয়ে দেয়ার চেষ্টা করবেন আল্লাহর রহমতে আপনি ভাল থাকেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। খোদার মহিমা দেখে সেষ করা যাবে না। তবুও

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 года назад +7

    ঐতিহাসিক ভাবে অসাধারণ সমৃদ্ধ একটি গ্রাম

  • @kishandas1234
    @kishandas1234 2 года назад +6

    That's The beauty of our India🇮🇳
    Unity in Diversity 🇮🇳❤

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 7 месяцев назад

      Unfortunately we did not practice what we say.We hardly knew or understand each other.Now a days communication is better and we do not look down upon each other.

  • @Gispatidey1234
    @Gispatidey1234 2 года назад +3

    I am seeing beautiful Naga land through your eyes.Thank you Bhai.👌🙏🤗From west bengal India.

  • @mdnurulislam7196
    @mdnurulislam7196 2 года назад

    সুমন সাহেব,অদ্ভূত একটি গ্রামের ইতিহাস ও ঐতিয্য ভিডিও ধারণ করে আপনি দেখালেন,যাহা কখনো দেখিনি।আপনাকে
    অশেষ ধন্যবাদ। সত্যিই মুগ্ধ হয়েছি এবং আরও নতুনত্য প্রত্যাশা করি।আল্লাহ হাফিজ।

  • @RafiqulIslam-tw4sd
    @RafiqulIslam-tw4sd 2 года назад

    সুমন দাদু আপনি বাংলাদেশ থিকে এসে নাগালেন্ড ডগমেট্রি দেখালেন
    ভালই লাগল ।আর আমরা আসাম থিকেই বাস্তব দেখিনাই
    ধন্যবাদ আপনাকে

  • @ml3246
    @ml3246 2 года назад +4

    ভাইয়া এইসব জায়গায় আমরা সাধারণ মানুষ হয়তো বা কখনো ও যেতে পারবো না,,,,,, আপনার ভিডিও গুলো দেখে আমাদের এই অভাব টা পূরন হয়। আপনার জন্য আল্লাহ তায়ালার সৃষ্টির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানব সভ্যতার অনেক নিদর্শন দেখতে এবং ইতিহাস সম্পর্কে জানতে পারছি। ধন্যবাদ ভাইয়া দোয়া রইল আপনার জন্য 🤲🤲🤲🤲🕋🤲🕋🤲🕋🕋🕋🕋🕋,🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @tanvirscontent9404
    @tanvirscontent9404 2 года назад +1

    বাংলাদেশের পর্যটন এলাকা গুলোকে বেশি বেশি প্রোমোট করার অনুরোধ রইলো।

  • @juwelrana-zb6ym
    @juwelrana-zb6ym 2 года назад

    আসামের এসব ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।আমার অনেক ইচ্ছা ছিল আসামের পরিবেশ কেমন দেখতে।

  • @miraseal6941
    @miraseal6941 2 года назад

    পাঠক আপনার উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আপনার দেখানো টীপস ও খুব সুন্দর এটা আমার অজানা তথ্য আপনার বলা কথার মাধ্যমে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏

  • @halimatasfia8692
    @halimatasfia8692 2 года назад +1

    দুবাই থেকে দেখি সব সময় আপনার ভিডিও গুলো,ভাই আপনার জন্য সব সময় দোআ ভালোবাসা রইলো

  • @hasibulislamfaruq7148
    @hasibulislamfaruq7148 2 года назад +4

    বাহরাইন থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি।🇧🇩❤️🇧🇭

  • @mohammad_ibrahim545
    @mohammad_ibrahim545 2 года назад +1

    অনেক ইতিহাস জানতে পারলাম...
    ধন্যবাদ সালাউদ্দীন ভাই❤️

  • @johirhasanporosh9029
    @johirhasanporosh9029 2 года назад

    নাগাল্যান্ডের অনেক কিছুই জানতে পারলাম আপনি না দেখালে জানতেই পারতাম না নাগাল্যান্ড বলতে কোন শহর আছে অনেক অজানা কিছু জানতে পারলাম বেশ চমৎকার আমেজিং

  • @ononnoalingon1488
    @ononnoalingon1488 2 года назад +1

    সালাম নিবেন, যদি কখনো লন্ডনে আসেন তখন আপনাকে অনেক ধরনের ছোট বড় বৃটিশ অস্ত্র দেখাব। কত সুন্দর ডিজাইন করে রেখেছে অস্ত্র দিয়ে।
    আপনার ভিডিও সবসময়ই দেখি খুবই ভাল লাগে এত সুন্দর করে ইতিহাস তুলে ধরেন।

  • @mdohidul9883
    @mdohidul9883 2 года назад

    সুমন ভাইয়ের কপালটা খুব ভালো কারণ যেখানে যায় সেখানকার গাড সুমন ভাই একেবারে আপন করে নেয় ধন্যবাদ সুমন ভাই 🖤

  • @parthamondal8207
    @parthamondal8207 2 года назад +14

    আমাদের দেশে ৭৫ তম স্বাধীনতা দিবস আজ 🇮🇳

  • @BushraAhmed07
    @BushraAhmed07 2 года назад +2

    What an interesting & historical village to visit! Ma Sha Allah You're so lucky brother.

  • @tamimsharif6235
    @tamimsharif6235 2 года назад +1

    অাপনার ভিডিও মানেই অন্য কিছূ
    অন্য রকম ভালোলাগা 🌺❤️

  • @BijoyDasVlogs
    @BijoyDasVlogs 2 года назад +4

    দারুণ লাগল দাদা 🇮🇳 ❤️

  • @syedmosharof7685
    @syedmosharof7685 Год назад

    অভিভূত হয়ে যাই ইতিহাস শুনলে। দ্বিতীয় বারের মতো দেখছি

  • @Abubakor-n7f
    @Abubakor-n7f 3 месяца назад

    এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হলাম,আর বুঝলাম ঐক্যবদ্ধ থাকলে ব্রিটিশদের মতো শক্তিও তাদেরকে হার মানাতে পারেনা,,,
    বর্তমানে এই ঐক্য আমাদের মাঝে নেই

  • @mozidsarker
    @mozidsarker 2 года назад

    আপনার ভিডিও খুব সুন্দর। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। অনেক কিছু জানতে পারছি।

  • @arafattarif
    @arafattarif 2 года назад +3

    Thanks sumon Vai..the more I observe the more I find a guy who is much obsessed with history which is great to watch someone gliding through the path of history.. History is the piller to move forward.. thanks again Vai for ur effort to showcase the the true fact about history..keep amusing us with ur great work

  • @EVERYTHING341
    @EVERYTHING341 2 года назад +5

    সুমন ভাই বাংলাদেশে আসার পর সবার আগে চাঁদপুর কাজী বাজার মহণ বালাল বাড়ি নিয়ে একটা ডকমেন্টারি ভিডিও বানানোর অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ❤️🥰

  • @MdTanvirBlog
    @MdTanvirBlog 2 года назад

    সত্যি ভাই আপনার ডুকোমেন্টারিগুলো খুব ভালো লাগে। দোয়া রইলো ভাই।

  • @viratianajim
    @viratianajim 2 года назад +18

    ❤️আমাদের দেশ ভারত মানেই প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি। ভালোবাসা অবিরাম পশ্চিমবঙ্গ ভারত 😘😘

    • @Hmnp910
      @Hmnp910 2 года назад

      নাগাল্যান্ড ভারতের হলো কবে থেকে?

    • @kishandas1234
      @kishandas1234 2 года назад +5

      @@Hmnp910 Ganja khaiya ni thakos chagol

    • @Hmnp910
      @Hmnp910 2 года назад

      Kishan das@ গতকালকের খবর ১৪ আগস্ট নাগাল্যান্ড তাদের নিজের দেশের পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে। এখানে গাঁজা কি নাগরা খেয়েছে নাকি দখলদার ইন্ডিয়ানরা ?

    • @viratianajim
      @viratianajim 2 года назад

      @@Hmnp910 তুই গাঁজা খোর

    • @Hmnp910
      @Hmnp910 2 года назад

      বাংলাদেশী নাকি ভারতীয় তা দেখে মিথ্যা বলবো নাকি? নগারা আজকের স্বাধীন নাকি। হায়দ্রাবাদ, সিকিমের মত হয়তো চুপ থাকেনি। পূর্বের ঐতিহ্যের কারণে।

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 2 года назад

    Aporup soundoyjee mon vore gelo Sumon vai. Apner khushi dekhe khube anondo pelam .Go ahead 🙏🙏💖

  • @pujagarai2899
    @pujagarai2899 2 года назад

    সত্যি এত সুন্দর গ্রাম আছে বলেএত সুন্দর যায়গা আছে বলে আমি তো ভাবি নাই গ্রামটি কে যেন প্রকৃতি আগলে রেখেছে মানুষ গুলো খুব সুন্দর মন অনেক ভাল রাগ হিংসা ঝগড়া বলে কিছু নেই খুব সৎ মনে হচ্ছে কোনো কারনে যদি ওখানে আমার বাড়ি হয়ে যেত আপনাকে ওনেক ধন্যবাদ আপনার জন্য এত কিছু দেখতে পেলাম

  • @pongpong7330
    @pongpong7330 2 года назад +4

    Ajj ke apnar video ta dekhar jonnoi emergency recharge korlam bhaijaan...asha kori video ta amader valo lagbe❤️❤️❤️❤️❤️from Assam.India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 года назад +2

      অনেক ধন্যবাদ❤️💕❤️

    • @pongpong7330
      @pongpong7330 2 года назад

      @@SalahuddinSumon apni ki tahole akhon r assam a nei.. Meghalaya te asen neki akhon

    • @sadiadoha5269
      @sadiadoha5269 2 года назад

      @@SalahuddinSumon every video is super.but patahr meet keno khailen Vai.

  • @tourguide5876
    @tourguide5876 2 года назад

    দাদা আপনার ভিডিও দেখতে দেখতে আমি মন থেকে খুব ভালো বেসে ফেলেছি। এই প্রথম কোন ইউটিউব চ্যানেল কমেন্ট কোরলাম। এবং সাবস্ক্রাইব কোরলাম। খুব খুব ভালো।

  • @RimamoniPro7
    @RimamoniPro7 Год назад

    sumon bhai amaderk duniyata ghure ghure dekhanur jonnu koto kosto kore..onk valobashi bhai apnak

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 года назад

    আমাদের প্রতিটা মানুষের ইতিহাস জানা খুব প্রয়োজন ইতিহাস না জানলে দেশের প্রতি ভালোবাসা পায় না সেজন্য ইতিহাস জানতে হবে নতুন কে জানতে হবে এবং পুরনো স্মৃতিগুলো সামনে তুলে ধরতে হবে। আপনার প্রতিটা ভিডিও আমার অনেক পছন্দের।

  • @hazaratali6460
    @hazaratali6460 2 года назад +2

    Thank you Sumon, as inhabitnat of Assam I highly praise your work. Pl. Go on. I am with you.

  • @dabugupta6264
    @dabugupta6264 2 года назад

    অসাধারণ দাদা আপনার জন্য
    অনেক নতুন নতুন ভিডিও
    দেখতে পাচ্ছি
    অনেক শুভেচ্ছা রইলো

  • @ahmadhasan2610
    @ahmadhasan2610 2 года назад +1

    সুমন ভাই আপনার উপস্থাপনা অসাধারণ, ভাই বাগেরহাট নিয়ে একটা ভিডিও বানালে ভালো লাগবে আমার, খান জাহান আলি মাজার, ৬০ গম্বুজ, পঁচা দীঘি, একতারকা দীঘি,অনেক জমিদার বাড়ি, রাজবাড়ী, আপনি ভিডিও বানালে আমাদের ভালো লাগবে খুশি হবো, আপনি কি ভাবছেন কেনো বললাম ভিডিও বানাতে, আপনি ইতিহাস এমন ভাবে খুঁজে বের করে উপস্থাপনা করেন তাতে আমরা অজানা তথ্য জানতে পারি, হয়তো আপনার মতো ইতিহাস এতো সুন্দর ভাবে বুঝাতে পারবে না,

  • @mazharulislambabu9420
    @mazharulislambabu9420 2 года назад +1

    ভাই প্রথম ভিউয়ার আমি

  • @aleenahasanbd
    @aleenahasanbd 2 года назад

    আপনার ডকুমেন্টারি গুলো অনেক তথ্যবহুল

  • @nilkumarrobidas5986
    @nilkumarrobidas5986 2 года назад

    সত্যি সুন্দর লাগে আপনার ভিডিও দেখতে৷-----

  • @jibeshmunshi2319
    @jibeshmunshi2319 2 года назад

    ভাই দৃশ্যায়ন ও বর্ণনা দুটোই খুবই ভালো হয়েছে। তবে আমাদের এখানে এরকম ধাপে ধাপে (জুম পদ্ধতিতে) ফসল ফলানো হয় না। এ বিষয়ে আরও একটু বর্ণনা থাকলে আমরা আরও সমৃদ্ধ হতাম।

  • @mdmidulsarkarraj
    @mdmidulsarkarraj 2 года назад

    অসাধারণ ভিডিও এমন ভিডিও সব সময় দেখতে ভালো লাগে ❤️❤️❤️❤️

  • @nasimaktar4998
    @nasimaktar4998 2 года назад +1

    Khub sundor... Khub bhalo lage apnar video dekhte 🥰🥰✨❣️

  • @sujayde5374
    @sujayde5374 2 года назад

    Apnak prochur prochur thanks, nijer desh er soundorjo dekche aponar chokhe

  • @universal360degree8
    @universal360degree8 2 года назад +3

    ভাই,ভাই ভারতের আন্দামান নিকোবার দ্বীপের একটা ভ্লগ তৈরী করুন,প্লিজ

  • @abdussobur7864
    @abdussobur7864 2 года назад +1

    অনেক সুন্দর ও শিক্ষা মুলক একটা জাইগা

  • @fazlurrahman3659
    @fazlurrahman3659 2 года назад +1

    Unbelievable and wondering scenic beauty and history of a village of Nagaland, many many thanks

  • @kamrunnesa5147
    @kamrunnesa5147 2 года назад

    Sumon vy salam niben, sotti opurbo. Ata sudhu apni e dekhate paren. Apnake jati ajibon soron korben. Dirghojibi houn.

  • @Sk_Sujon54
    @Sk_Sujon54 2 года назад

    Wow সব মিলিয়ে অনেক সুন্দর

  • @abubakar.siddiquesarkar7025
    @abubakar.siddiquesarkar7025 2 года назад

    প্রিয় সুমনের ভিডিও একটুও টেনে দেখা যায়না প্রতিটি মুহূর্ত উপভোগ্য।

  • @Chotoporda
    @Chotoporda 2 года назад

    দারুণ............... মুগ্ধ হয়ে গেলাম

  • @msrana2248
    @msrana2248 2 года назад +1

    Frist view Frist comment ❤️❤️❤️❤️

  • @RehanKhan-fs5kl
    @RehanKhan-fs5kl 2 года назад

    জুকো ভ্যালি দেখার অপেক্ষায় রইলাম। আপনার ব্লগ গুলো সত্যিই অসাধারণ। সাবলীল উপস্থাপনা সাথে মনোমুগ্ধকর পরিবেশ মন জুড়িয়ে যায়। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ইনশাআল্লাহ একদিন দেখা হবে। ভাল থাকবেন সবসময়। মহান আল্লাহ তায়ালা আপনাকে আরও সুন্দর সুন্দর এবং ঐতিহাসিক জায়গায় যাওয়ার সুযোগ করে দিন।। 🖤🌼

  • @MUKTARVLOGS-wg6eo
    @MUKTARVLOGS-wg6eo 2 года назад +1

    ভাই ভালো আছেন। পঞ্চগড় জেলা থেকে মুক্তার

  • @singer_ashim
    @singer_ashim 2 года назад +1

    চমৎকার একটি ভিডিও পরিবেশনা। আর আপনার উপস্থাপনাও অসাধারন ছিলো। সারাজীবনের জন্য পাশে থেকে গেলাম।

  • @asfikurrahaman7948
    @asfikurrahaman7948 2 года назад

    ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ লেগেছে

  • @mryoutubechannel9988
    @mryoutubechannel9988 2 года назад

    আপনার জন্য শুভ কামনা রইল,, আরো এগিয়ে যান,,,

  • @hafezabdullahalmamun56
    @hafezabdullahalmamun56 2 года назад

    মাশাআল্লাহ মহান আল্লাহ তায়ালার অপরূপ সৃষ্টি কতই না সুন্দর! তাহলে তিনি কত সুন্দর হবেন?

  • @mdhadi3441
    @mdhadi3441 2 года назад +3

    MANY THANKS FOR YOUR ENJOYABLE VIDEO ON HISTORICAL VILLAGE KHONONA OF NAGALAND. ONCE AGAIN I APPRECIATE YOUR GREAT EFFORT AND THE TROUBLE YOU TO TOOK TO MAKE THIS VODEO. WE CAME TO KNOW MANY THING ABOUT THIS VILLAGE OF NAGALAND. STAY WELL AND SAFE.

  • @nisantraveller2177
    @nisantraveller2177 2 года назад +1

    Burimari নিয়ে একটি ভিডিও বানান

  • @muhibulislam2537
    @muhibulislam2537 2 года назад +1

    অসাধারণ কি বলভ ভাষা নাই কি সুন্দর ধন্যবাদ আপনাকে এর কোন ধর্ম পালন করে

  • @jakirbillahtv8671
    @jakirbillahtv8671 2 года назад

    অসাধারণ ভিডিও পুরা ভিডিওটা দেখছি

  • @RanaRana-ys1tr
    @RanaRana-ys1tr 2 года назад

    অনেক অনেক ভালোবাসা নিবেন আপনার ভিডিও জন্য সব সময় অপেক্ষা থাকি আপনার কোন ভিডিও দেখতে মিস করি না

  • @simakundu3905
    @simakundu3905 2 года назад

    Next episode dekhar ashay 5 din Hoye Galo Dada......

  • @popibera4986
    @popibera4986 2 года назад

    Sotti dada apni ai sundor gram a na gale hoyto knodinoi Jana r dakha hoto na ai apurbo sondorjo... Darun darun 🤗😍🥰

  • @mdsaddamkhan7918
    @mdsaddamkhan7918 2 года назад +1

    বাংলাদেশের সালাউদ্দিন সুমন ভাইয়ের প্রথম নাগাল্যান্ড এরকম প্রতিবেদন তৈরি করছে

  • @manasisen9215
    @manasisen9215 2 года назад

    Apnar video manei notun itihas jana r sundor view darun apnar description..

  • @habibursohan2004
    @habibursohan2004 2 года назад

    প্রিয় সুমন ভাই আপনি আমাদের সিলেটের নবাব আলি আমজাদ খানের জীবন্ত রাজবাড়ীতে এসে ব্লগ করে বাংলাদেশের মানুষদের দেখালে মন থেকে খুসি হতাম

  • @mrsohelrana6764
    @mrsohelrana6764 2 года назад

    প্রিয় ভাই আপনি আমার সালাম নিবেন আমি আপনার একজন বিগ ফ্রেন্ড আপনার জন্য সব সময় শুভকামনা রইল

  • @sanatchakraborty2359
    @sanatchakraborty2359 2 года назад

    Very nice Information, Nagaland, Thanks 🙏

  • @MdMasud-tq8gq
    @MdMasud-tq8gq 2 года назад

    সালাহউদ্দীন সুমন ভাইয়ের ভিডিও মানে নতুন কিছু নতুন তথ্যে ঠাঁসা একেকটা লাইব্রেরী।

  • @boshiruddin9519
    @boshiruddin9519 2 года назад

    Salaam baijan hope you well? mashallaha fantastic information many thanks for sharing from uk 👍

  • @hussainarab3111
    @hussainarab3111 2 года назад

    অনেক অনেক ভালো লেগেছে ভিডিও টা

  • @holydaystar24
    @holydaystar24 2 года назад

    খুব সুন্দর যায়গা দাদা। আসসালামু আলাইকুম কেমন আছেন।

  • @bhanuramdebnath9397
    @bhanuramdebnath9397 2 года назад

    Hallow Suman l sow yours anather vidio, s & command,s allso but this vidio was most beautifull . So thank,s from Agartala .