বাংলাদেশের বিখ্যাত পরিচালক,চিএকার, নাট্যকার, হুমায়ূন স্যার আজকে বেঁচে থাকলে এরকম সিনেমা সংগীতশিল্পী হাবিব ভাইয়ের কন্ঠে আমরা আরো এরকম সিনেমা ও গান শুনতে পারতাম স্যালুট হুমায়ূন আহমেদ স্যার!❤
এ গান কত হাজার বার শুনেছি তার কোন হিসাব নাই। হাবিব ওয়াহিদ কে দিয়ে সম্ভব এসব মিজিক। সেই ২০০৪ সাল থেকে উনার প্রচন্ড ভক্ত। বাংলা গান বলতে শুধু তার গানই শুনি। সৌদিআরব থেকে শুনছি আজ আবারও ০৪/২০২২.. অনেক ভালবাসি হাবিব ওয়াহিদ কে♥
জানিনা কেনো, বাংলাদেশের মানুষ, জায়গা, নাটক, গান সব সব কিছুর প্রতি কিরম যেনো একটা টান অনুভব করি😌🌨️ এই গান, গানের কথা প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয় বারে বার। সে দূরে বহু দূরে, তবু বৃষ্টি দেখলেই আর এমন মন কাড়া সুর শুনলেই মন টা চঞ্চল হয়ে ওঠে 🌻
"কাছে থেকে ও তুমি কত দূরে........ আমি মরে যায় তৃষ্ণাতে"........ গল্প এবং দৃশ্যায়নের সাথে মিলে যাওয়া আমার একমাত্র প্রিয় এবং সেরা লাইন যা ব্যাখ্যাতীত........
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘো মল্লারে করুনাধারা দৃষ্টিতে। আসবে না তুমি; জানি আমি জানি অকারনে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে। এইই এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে। কত না প্রণয়, ভালোবাসাবাসি অশ্রু সজল কত হাসাহাসি চোখে চোখ রাখা জলছবি আঁকা বকুল কোন ধাগাতে কাছে থেকেও তুমি কত দূরে আমি মরে যাই তৃষ্ণাতে চলো ভিজি আজ বৃষ্টিতে। যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘো মল্লারে করুনাধারা দৃষ্টিতে আসবে না তুমি; জানি আমি জানি অকারনে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে এইই এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
গান এর সাথে এক্সপ্রেশন ও দারুণ হয়েছে। গান নিয়ে ঝামেলা যতই হোক অনেক দিন পর একটা গান ভাইরাল হলো শুধুমাত্র শিল্পীদের গায়কীর জন্য। অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
উনি এমন একজন নির্মাতা ছিলেন যার গান লেখা উপন্যাস কবিতা মন ভার করে দিত হাসাত সত্যি চোখের জল ফেলতে হত। উনি বিষণ্ণ মন কে আরো বিষণ্ণ করে দিতেন। আগামীতে তার থেকে আর কোন সুন্দর সৃষ্টি উপহার পাবো না আমরা। একটা মানুষ ভিতর থেকে এত সুন্দর কেন? আগামীতে মানুষ জানবে আমাদের গানের স্বাদ কেমন ছিলো। আমরা সারাজীবন আপনার কথা মনে রাখবো হুমায়ূন আহমেদ স্যার🖤
কি সুন্দর মিউজিক! এত্তো ভালো গানের কথা লেখা হুমায়ুন স্যারের পক্ষেই সম্ভব।👌 অসাধারণ সুর,গায়কী। এক কথায় অসাধারণ একটা ক্রিয়েশন। মাস্টারপিস। হাবিব ওয়াহিদ ভাই😍
সেই ২০১৪ সালের স্মৃতিটুকু ভেসে উঠে হৃদয় পটে! কলেজ শেষে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে এসে দাড়াতাম বাসের জন্য কিংবা কোচিং শেষে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম রাস্তার ধারে- মানুষটার জন্য। কত-শত স্মৃতি! মানুষটাও নেই, সেই দিনের প্রিয় বন্ধুটাও নেই৷
আমি কি একমাত্র ব্যক্তি যার এই গান শুনলে মন বিষণ্ণ হয়। এই গানের জন্য নিজেকে উৎসর্গস করতে ইচ্ছে হয়। প্রিয়জনকে না পাওয়ার কষ্ট হয়। ইচ্ছে হুমায়ূন স্যারকে বলি, আপনি এত ভয়ঙ্কর গান কেন লিখেন?যা শুনলে মরতে ইচ্ছা করে?
হুমায়ূন আহমেদ চলে গেছেন, আশেপাশের অনেক প্রিয় মানুষও আজ আর নেই। হাবিব ওয়াহিদ যে অসাধারণ কম্পোজিশনগুলো করতেন, বলতে গেলে বাংলাদেশে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁর সেই শার্পনেস আর দেখা যায় না। যে মিমকে এই ছবিতে দেখে প্রেমে পড়েছিলাম, সে একেবারেই বদলে গেছে। এটাই জীবন।
হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলো সত্যিই খুবই অসাধারণ ❤️❤️ বাংলাদেশের সিনেমা গুলোর কাহিনী প্রায় একি ধরনের কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলোর কাহিনী সম্পূর্ণ আলাদা।।। ❤️❤️❤️❤️
Every year since 2008 till now when it rains, I listen to this song repeatedly and keep remember my childhood ( which i spent in the village) was really colourful 🌾🏕️ এ গানটি শুধুই গান নয়, যেন স্মৃতিকথা ❤️
ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই,,,,,,দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে।....গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে,,,,,গানটার মর্ম কেও বুঝলো না কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
২০০৮ সালের রোজার ঈদে মুভিটা দেখেছিলাম।।আহ কি দিন ছিলো তখন।।মনে পরলেই চোখে জল আসে।।আর কোনদিন সেই আবেগময়,প্রেমময় জীবনে আর ফিরে যেতে পারবো না চাইলেও।।যদি টাইম মেশিন থাকতো তাহলে একটু মিস করতাম না সেই রঙিন যুগে ফিরে যেতে।।তখন কার সময় ভাইয়ের এজটা বাটন ফোন দিয়ে সারাদিন হাবিব,হৃদয় খান,বালাম,তৌসিফ,আনান,অর্থহীনের গান শুনতাম।।এসব শিল্পী আমার শৈশবের বন্ধু তারা আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে।।এসব শিল্পীদের মনের অন্তস্তল থেকে জানায় অবিরাম ভালোবাসা।।যেদিন আপনারা পৃথিবী থেকে বিদায় নিবেন সেইদিন আপনাদের জন্যে প্রচুর কাঁদবো।। দোয়া করি আরো অনেকদিন থাকেন এই মায়ার পৃথিবীতে।।
Thank you Allah Whom I loved and she is my wife. Not only that we got married when i was 19 and she was 18. Our 5yrs Rishan. Alhamdulillah citizen of Aus and our koliza born here. Long way we went through and lots of ups and down. Again love you Rudaba Tonni. You were mine and will be mine.
It has been raining since morning☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',',' "If I call you come on hold my hands and let's get soaked in the rain let's sing a song in chorus with a fountain of pains I know you won't come why I call you in vain why I die on thirst o dear come on let's get soaked in the rainy rain...
Makes me cry for several reasons :') This song is magic.Violin of thia song is melting my sadnesses and creating the rain of tears. The creations of Humayun Ahmed is stone melting.
এই যে আমার কুমড়োপটাশ? শুনছো? যদি কখনো তোমার আমার আর দেখা নাও হয় কোনো কারণে, জানবে আমি তোমাকে এখনো খুব খুব ভালবাসি আর মিস করি সেই প্রথম দিনের মতো আর কখনো যদি এই মেসেজটা পাও তাইলে বলো "এসো ধরো হাত, চলো ভিজি আজ বৃষ্টিতে ” --- আমি ঠিক চলে আসবো। তুমি তো জানো তোমার ডাক আমি উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালবাসি তিতুর আব্বু ❤️ সবসময় ভালো থেকো 😍
ওহ তুষারময় পাহাড়,আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকার কাছে যাওয়া কি কঠিন! ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছি। বিচ্ছেদের চেয়ে খারাপ ব্যথা আছে কি? সেটা কি আমার বুকে বোঝা হয়ে যায়। একজন বন্য রক্তাক্ত মানুষ যেখানে আছি সেখানে থাকতে পারেনা। আমার আগে আসা প্রেমীদের কাছে এটি শুনুন। সাহসী পুরুষদের প্রেমে পড়া কি লজ্জার?~~~ ওহ তুষারময় পাহাড় আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকের কাছে যাওয়া কি কঠিন?
One of my most favourite song of all time.Habib is just a magician. He just gave life to this song. Idk but it's making me emotional 🥺🥺.Nostalgic. This movie is just fabulous still can't get over of this.
যারা কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে বিষন্নতার ঘোর কুয়াশায়,,,,এবং হারিয়ে গেছে প্রিয় মানুষটি জীবন থেকে,,, তাদের হৃদয়ে থাকবে এই হাবিব এর মিউজিক টা😢😢😢😢😢
এক সাগর অনুভূতির প্রকাশ পেয়েছে,এই গুটি কয়েক মিনিটে।গানটির কথাগুলোর যেমন গভীরতা,তেমনি সুরটা হৃদয় ছোঁয়ার মতো।এসবের সাথে অভিনেতা-অভিনত্রীদের অভিনয় দেখে মনেই হয় না,যে এটা কোন অভিনয় বরং এটি বাস্তব কোন দৃশ্য আমার দৃষ্টিগোচর হচ্ছে। >>গানটি সম্পূর্ণ দেখে ও শুনে শেষ করতেই চোখের কোণায় জল এসে যাওয়া,তারপরও বারবার গানটি শোনা। এ যেন এক নেশার মতো হয়ে গেছে।>>সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করবো "হাবিব ওয়াহিদ" আপনার উপর।বারবার বিন্দু বিন্দু জলে, ভিতরের কষ্টগুলোকে বের করে নিয়ে আসতে সাহায্য করার জন্য।💗
কাছে থেকেও তুমি কতদূরে আমি মরে যাই তৃষ্ণাতে😭আহ্ কি সূর হৃদয় কেঁপে উঠে শুনলে।হাবিব ভাইয়ের গানের প্রশংসা করে শেষ করতে পারবো না।এই গানটা একসময় অনেক বেশি শুনেছি আর বিশেষ করে বাদলা দিনগুলোতেই গানটা বেশি শুনেছি।
এটা এমন একটা গান যেটা মন খারাপেও শুনতে ভালো লাগে মন ভালো থাকলেও ভালো লাগে।আমার বাংলা ভাষা কত মধুর!আর এই যে বৃষ্টি আহা!সব ভালো লাগার ব্যাপার গুলো নিয়েই পরিপূর্ণ গানটা।কি যে মায়া গানটায়!
যখন স্কুলে পড়তাম আমার এক ক্লাসমেট এর প্রেমে পড়েছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো একসাথে প্রাইভেটে যেতাম ক্লাস করতাম । সময় টা ছিলো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রিয় মানুষটার সাথে গ্রামের মেঠোপথ দিয়ে বৃষ্টি তে ভিজে বাড়িতে আসতাম কতো ভালোবাসা কতো প্রেম কই গেল। কই গেল আমার ভালোবাসার মানুষ টা যার জন্য এ পাগলামি করতাম তার বিয়ে হয়ে গেছে সুখের সংসার করছে আর আমি এখন ও বিরহ প্রেমিক হয়ে ঘুরি এখন কাতার আছি কবে যে মানুষ টার সাথে একটু দেখা বা কথা বলতে পারবো জানি না।
‘I have tears in my eyes That tears contain ponds of lotus Mid noon at cloudy sky Full of melancholy melody With an unknown flute tunes I have tears in my eyes Solely I belongs to that shadowy pool Solely I get down on that pool Nobody else in and around You stay at another world Solely I let bloom lotus on that pool I have tears in my eyes Solely I dancing with joy Under pitchy cloudy heavy rain None is with me at the time of the rain Today you are in different planetary This sobbing is only mine teary eyes I have tears in my eyes,,,
ভালোবাসার কি মহিমা চারজন যে যাকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসে শাওন কে জাহিদ, জাহিদ কে মিম, মিম কে ফেরদৌস 😢😔 হুমায়ূন আহমেদ স্যারের লেখা হাবিব ভাইয়ার গলা ❤
বাংলাদেশের বিখ্যাত পরিচালক,চিএকার, নাট্যকার, হুমায়ূন স্যার আজকে বেঁচে থাকলে এরকম সিনেমা সংগীতশিল্পী হাবিব ভাইয়ের কন্ঠে আমরা আরো এরকম সিনেমা ও গান শুনতে পারতাম স্যালুট হুমায়ূন আহমেদ স্যার!❤
হুমায়ুন স্যার🥰
১ ঘন্টার অধিক সময় হতে শুনছি। আরও কত শুনব জানি না। হাবিবের গানে আরেক প্রাণ। আহা ❤
১৪/১১/২৩
❤❤
দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে। একেই বলে বিশুদ্ধ বাংলা গান। ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই
Hmmm...osshadharon
✌️
কিংবদন্তি নির্মাতা, লেখক হুমায়ুন স্যার ও সুরের জাদুকর হাবিব ওয়াহিদ এই দুইয়ের মেলবন্ধনে অপূর্ব সৃষ্টি এই ম্যাজিক্যাল গান।
যতবারই শুনি তৃষ্ণা মিটে না।
এ গান কত হাজার বার শুনেছি তার কোন হিসাব নাই। হাবিব ওয়াহিদ কে দিয়ে সম্ভব এসব মিজিক। সেই ২০০৪ সাল থেকে উনার প্রচন্ড ভক্ত। বাংলা গান বলতে শুধু তার গানই শুনি। সৌদিআরব থেকে শুনছি আজ আবারও ০৪/২০২২.. অনেক ভালবাসি হাবিব ওয়াহিদ কে♥
গানটার মর্ম কেও বুঝলো না
কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার
যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
Eti habiber kaljoyi sristir ekti
Ai movie ta j na dekhse se miss to korsae oneeeeeeek kisu...R gaan to sundor bt atto sundor drissho wow
gaan ta habib wahid er
গান টা শুটিং হয় আমাদের এলাকায়,রাজা নবীন চন্দ্র এর রাজপ্রাসাদে।কুলাউড়া,শ্রীপুর ❤️
@@shahriartanvirchowdhury4276 Khub sundor jaega
গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় মরে যাই।
হাবিব ওয়াহিদ, আপনি একটা
Onek kiso bolety parine,akhon onek miss kore say den golo,after 7 years
Now Love you Rabbina
Lejend
একদমই! হৃদয়ের অন্তঃস্হল থেকে ভেসে আসা হাহাকার!
Correct
আমি খুব ভাগ্যবান এই সোনালি যুগে আমি ছিলাম,,কতো মধুর সপ্ন ছিলো তখন দুচোখে।নব্বই দশকের ছেলে মেয়েরা পেয়েছে সেই সুন্দর সময় আর সুমধুর গান🥰
Shune jan abar
Oi shomoi ei ganta gun gun kore gaitam.
Amar jonmo to 2004 e amio deksi .jokhon sudhu btv cholto amader bashai
হুম
Right
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music." 💙
❤️❤️
Khub sundor akta kotha bolesilen
Shotti vai
তথ্যসূত্র?
Ayub baccu sir nijei ekjon legend,tar kaljoyi song ER sonkha aro beshi ,tobe habiber Kichu Kichu song obosshoi kaljoyi
জানিনা কেনো, বাংলাদেশের মানুষ, জায়গা, নাটক, গান সব সব কিছুর প্রতি কিরম যেনো একটা টান অনুভব করি😌🌨️ এই গান, গানের কথা প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয় বারে বার। সে দূরে বহু দূরে, তবু বৃষ্টি দেখলেই আর এমন মন কাড়া সুর শুনলেই মন টা চঞ্চল হয়ে ওঠে 🌻
"কাছে থেকে ও তুমি কত দূরে........ আমি মরে যায় তৃষ্ণাতে"........
গল্প এবং দৃশ্যায়নের সাথে মিলে যাওয়া আমার একমাত্র প্রিয় এবং সেরা লাইন যা ব্যাখ্যাতীত........
Undescribable feelings brother
R8
@@xubayeraziz8970 osadron
@@methilabhabna991 ZzZaza###❤😅😅🎉
Amar sobcheye priyo line
কী নেই এই গানে ?
কত সুন্দর আমাদের মায়ের ভাষা।
ধন্যবাদ সকল ভাষা সৈনিকদের।
ধন্যবাদ হুমায়ুন স্যার।
ধন্যবাদ হাবিব ভাই।
❤
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music."
হাবিব ওয়াহিদের অন্যতম সেরা গান। অনবদ্য🥰
কিছু গান এত অদ্ভুত সুন্দর যে ভাষায় প্রকাশ করা অসম্ভব মনে হয়। বৃষ্টি হলে এই গান ছাড়া অন্য কোনো গান শোনার কথা ভাবতেও পারি না।❤️
হুম সেম
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে।
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে।
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
কত না প্রণয়, ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে।
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
Nc❤
❤❤❤
নাইচ ভইয়া
❤❤❤
স্মৃতিকাতর হয়ে পড়ি গানটা শুনলে। মনে হয় হৃদয় টা সুঁতো দিয়ে বড় বড় ফোঁড় দিয়ে বুঁনে যাচ্ছে, কষ্টও পাচ্ছি স্মৃতিকারতর ও হচ্ছি। হুমায়ুন আহেম্মেদ ও হাবিব ওয়াহিদ এর অনন্য সৃষ্টি।
গান এর সাথে এক্সপ্রেশন ও দারুণ হয়েছে।
গান নিয়ে ঝামেলা যতই হোক অনেক দিন পর একটা গান ভাইরাল হলো শুধুমাত্র শিল্পীদের গায়কীর জন্য।
অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য।
হাবীব ভাইয়ের গান মানে আমার ছোটবেলা, কতশত স্মৃতি আমরা যারা ৯০ দশকের মাঝামাঝিতে জন্ম নিয়েছি।
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ
ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কবরে যাওয়ার আগে কমেন্টি ডিলেট করে যান।
উনি এমন একজন নির্মাতা ছিলেন যার গান লেখা উপন্যাস কবিতা মন ভার করে দিত হাসাত সত্যি চোখের জল ফেলতে হত। উনি বিষণ্ণ মন কে আরো বিষণ্ণ করে দিতেন। আগামীতে তার থেকে আর কোন সুন্দর সৃষ্টি উপহার পাবো না আমরা। একটা মানুষ ভিতর থেকে এত সুন্দর কেন?
আগামীতে মানুষ জানবে আমাদের গানের স্বাদ কেমন ছিলো।
আমরা সারাজীবন আপনার কথা মনে রাখবো হুমায়ূন আহমেদ স্যার🖤
কি সুন্দর মিউজিক!
এত্তো ভালো গানের কথা লেখা হুমায়ুন স্যারের পক্ষেই সম্ভব।👌
অসাধারণ সুর,গায়কী।
এক কথায় অসাধারণ একটা ক্রিয়েশন।
মাস্টারপিস।
হাবিব ওয়াহিদ ভাই😍
সেই ২০১৪ সালের স্মৃতিটুকু ভেসে উঠে হৃদয় পটে! কলেজ শেষে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে এসে দাড়াতাম বাসের জন্য কিংবা কোচিং শেষে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম রাস্তার ধারে- মানুষটার জন্য। কত-শত স্মৃতি!
মানুষটাও নেই, সেই দিনের প্রিয় বন্ধুটাও নেই৷
হাবিবের শ্রেষ্ঠ গান গুলির মাজে এ গান টা সবচেয়ে অসাধারন, অন্নতম...
বৃষ্টি নেশা ধরা ঘোর লেগে থাকা মুগ্ধময় একটি গান।
tnx Humayun Ahmed & Habib
হুমায়ুন আহাম্মেদ আপনাকে সেলুড,আপনি বেঁচে থাকবেন কোটি কোটি বছর আমাদের হৃদয়ে
শাওন আপুও অনেক গুনি মানুষ
আমি কি একমাত্র ব্যক্তি যার এই গান শুনলে মন বিষণ্ণ হয়। এই গানের জন্য নিজেকে উৎসর্গস করতে ইচ্ছে হয়। প্রিয়জনকে না পাওয়ার কষ্ট হয়। ইচ্ছে হুমায়ূন স্যারকে বলি, আপনি এত ভয়ঙ্কর গান কেন লিখেন?যা শুনলে মরতে ইচ্ছা করে?
আমার ও ভাই প্রিয় মানুষকে না পাওয়ার কষ্ট 😢
Amake Kew Jodi bole Tomar pochonder gaan konta ..Ami kono vabna chinta chara bolbo ai gaan tar kotha😢
এত সুন্দর এক্টা গান, শুধু হৃদয়টা কেঁপে উঠে বার বার, এখানেই মনে হয় সব পাওয়া, না পাওয়ার অবসান দিতে মনে হয়❤️❤️
হাবিব ভাই, আপনি এক্টা চিজ ভাই❤️
হুমায়ূন আহমেদ চলে গেছেন, আশেপাশের অনেক প্রিয় মানুষও আজ আর নেই। হাবিব ওয়াহিদ যে অসাধারণ কম্পোজিশনগুলো করতেন, বলতে গেলে বাংলাদেশে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁর সেই শার্পনেস আর দেখা যায় না। যে মিমকে এই ছবিতে দেখে প্রেমে পড়েছিলাম, সে একেবারেই বদলে গেছে। এটাই জীবন।
কাছে থেকে ও তুমি কত দূরে, আমি মরে যাই তৃষ্ণাতে !
খুব গভীরতা এই এতটুকু কথায়!
আষাঢ়ের ঝুম বৃষ্টি + মেঘলা বিকেল+ অন্ধকার ঘর সাথে বাদলা দিনে মনে পড়ে এ যেন এক অন্যরকম অনুভূতি।
এগুলো হচ্ছে সাবলীল ভাষায় প্রশান্তিদায়ক গান❤
এই মুহুর্তে আমার মতো কে কে শুনছেন এই প্রিয় গানটি???
My favourite song,Bristy,mon kharap,chotobelar memory sob kichu futiye tule
সুনতেছি
Ami bujte parine tumi je r konodin phere asbena
গানের লিরিক্স টা এত সুন্দর যে, যতবার শুনি ততবার অন্য কোথাও হারিয়ে যাই।
Right
লিরিকঃ হুমায়ূন আহমেদ।
হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলো সত্যিই খুবই অসাধারণ ❤️❤️ বাংলাদেশের সিনেমা গুলোর কাহিনী প্রায় একি ধরনের কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলোর কাহিনী সম্পূর্ণ আলাদা।।। ❤️❤️❤️❤️
হাজার বছর পর অমৃত গানগুলোর মধ্যে এই গানটা ও বেচে থাকবে।
হাবিব🥰
আহারে গান,..... হাবিব ওয়াহিদ, হুমায়ুন আহমেদ অনেক ভালোবাসা আপনাদের জন্য। কি মনোমুগ্ধকর জীবনসঙ্গীত শুনছি!
এতো সুন্দর একটা গান কিন্তু ভিউ হয়েছে অনেক কম। মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া উচিত ছিল
sobi asb song mormo bojy nh😪😪
Amio buji na atho sondor akta gan kintho view onk kom
আজকালের পোলাপান গান শোনে না গান খায় আর দেখে,,, তাই প্রকৃত গান আমাতের মতো অল্প সংখ্যকের জন্য❤️❤️❤️❤️👈👈👈👈
hujur der vua video te lakh lakh views
সব কিছু ভিউ দিয়ে বিবেচনা করা যায় না, কিছু জিনিস সবার অড়ালেই থেকে যায়।
Violin tune is on another level 💜 Humayun Sir's gift to us💚
Fullyfilled comment.... Thanks Sarah.
Music is composed by Habib and lyrics by Humayun Ahmed
@@meherab_ayon6693 হুর, হুমায়ূন আহমেদের লিরিক্স, রবীন্দ্রনাথের না
@@meherab_ayon6693 😂🤣
7 বছরের ভালবাসা আমার সে এখন অন্যের বাচ্চার মা কিন্তু আজ ও তাকে আগের মতোই ভালোবাসি😅😅😅😅
হাবিব ভায়ার গান শুনলে childhood memories, গুলা মনে পড়ে যাই😔😔
😥😥😥😥
বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে।
এই গানটা শুনতে মন চাইলো।
এখন গান শুনছি আর বৃষ্টি উপভোগ করছি । এ এক অন্য রকম অনুভুতি❤❤
এমন একটা গান,যতবার শুনি মনে হয় যেন বৃষ্টি হচ্ছে বাইরে..বৃষ্টিকে অনুভব করি প্রতিটা কোষে..!
Every year since 2008 till now when it rains, I listen to this song repeatedly and keep remember my childhood ( which i spent in the village) was really colourful 🌾🏕️
এ গানটি শুধুই গান নয়, যেন স্মৃতিকথা ❤️
anybody can feel some undefined emotion hearing these lines.what a creation! 🙏💘
ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই,,,,,,দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে।....গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে,,,,,গানটার মর্ম কেও বুঝলো না
কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার
যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
২০০৮ সালের রোজার ঈদে মুভিটা দেখেছিলাম।।আহ কি দিন ছিলো তখন।।মনে পরলেই চোখে জল আসে।।আর কোনদিন সেই আবেগময়,প্রেমময় জীবনে আর ফিরে যেতে পারবো না চাইলেও।।যদি টাইম মেশিন থাকতো তাহলে একটু মিস করতাম না সেই রঙিন যুগে ফিরে যেতে।।তখন কার সময় ভাইয়ের এজটা বাটন ফোন দিয়ে সারাদিন হাবিব,হৃদয় খান,বালাম,তৌসিফ,আনান,অর্থহীনের গান শুনতাম।।এসব শিল্পী আমার শৈশবের বন্ধু তারা আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে।।এসব শিল্পীদের মনের অন্তস্তল থেকে জানায় অবিরাম ভালোবাসা।।যেদিন আপনারা পৃথিবী থেকে বিদায় নিবেন সেইদিন আপনাদের জন্যে প্রচুর কাঁদবো।। দোয়া করি আরো অনেকদিন থাকেন এই মায়ার পৃথিবীতে।।
আমিও আপনার মতো একি দিনে এই ছবিটা দেখচি৷ কিন্তু তখন আমি চিলার সব থেকে সুখী মানুষ। আর এখন।.....।
মুভির নাম কি
গানটার কোন তুলনা হয় না। একটা মাস্টারপিস, অনবদ্য।
একেই বলেই অনিন্দ্য, ৫ মিনিটে ভায়োলিনের সুরে কোথায় যেনো হারিয়ে গেলাম 🤗
কাছে থেকেও তুমি কত দূরে, আমি মরে যাই তৃষ্ণাতে !
অতল শ্রদ্ধা প্রিয় লেখক, শব্দের জাদুকর হুমায়ূন স্যার
গানের লিরিক্স এতই গভীর যে ব্যাখ্যা করা সম্ভব না। স্কুলে পড়তাম যখন মুভি টা রিলিজ হয়। অসাধারণ হাবিব ভাই ❤️
Nice song
গানটা আমার অনেক অনেক পছন্দের গান।
ইমপ্রেস টেলিফ্রিল্ম এর সিনেমা গান নিয়ে আরেকটা চ্যানেল খোলা হোক।
কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করছি।
When I hear this song, my mind reminds me one of the most magical men in bangla film industry, Miss you Humayun Ahmed Sir.
১৯/০৩/২৩ আজকে ২০২৩ এর প্রথম বৃষ্টি হলো।
বৃষ্টি মানেই এই গান❤
শতযুগ পেরিয়ে গেলেও হুমায়ূন স্যারের মতো একজন আমাদের মধ্যে আসবে না। কি অসাধারণ সৃস্টি
আজকের বৃষ্টি সাথে এই গান....শান্তি 🤍
হাবিব ওয়াহিদের অনবদ্য সৃষ্টি! এককথায় অসাধারণ! আহ কি চমৎকার লাগছে শুনতে!
ও হূমায়ুন আহমেদ স্যার!আজ আপনি থাকলে আমাদের শুদ্ধ সংস্কৃতির এমন অধঃপতন হত না।
Thikkk
so true
we lost a gem. 💔💔
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music."
Thank you Allah
Whom I loved and she is my wife. Not only that we got married when i was 19 and she was 18. Our 5yrs Rishan. Alhamdulillah citizen of Aus and our koliza born here. Long way we went through and lots of ups and down. Again love you Rudaba Tonni. You were mine and will be mine.
😍
❣️❣️❣️❣️মাশআল্লাহ
Lots of love brother 💕
May Allah bless you both ✨
Best of luck
আলহামদুলিল্লাহ
হাবিব ভাইয়ের এই গান আমি বুড়ো হলেও শুনব। মনকে ছুয়ে যায় বার বার। ❤
After a long time song ta sunlam
Just wow
গানটা শুনলে হারিয়ে যায় অন্য ভুবনে
It has been raining since morning☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','☁️,',','
"If I call you
come on hold my hands
and let's get soaked in the rain
let's sing a song in chorus
with a fountain of pains
I know you won't come
why I call you in vain
why I die on thirst
o dear come on
let's get soaked
in the rainy rain...
Really o romantic translation 😍😍
Brilliant bro😍
@@azmirawahid3 🙏
Mim's journey is incredible.....amr ache jol to poran💜💜💜
প্রবাশির মাটিতে রাতের বেলা লাইট বন্দ করে কানে হেডফোন লাগিয়ে গানটা শুনি অার নিজের অজান্তেই চখের কোনে জল যমে গেল 🥺🙃
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ভাই।
Khub kharap laglo amar kotha sune amaro choke pani chole elo
@@shamimahasan499 thanks vai ❤️
@@lizakhan6991 🖤🖤
আমিও
Humayun Ahmed sir was a gift for this country. His way to portrait something is just on another level.
❤
আমার খুব প্রিয় একটা গান।যত শুনি তত ভালো লাগে ❤
Amar khub prio ekon sunram
হুম অনেক প্রিয়,,,
Me too
এত ভালো লাগে
Amar o
Makes me cry for several reasons :') This song is magic.Violin of thia song is melting my sadnesses and creating the rain of tears. The creations of Humayun Ahmed is stone melting.
এই যে আমার কুমড়োপটাশ? শুনছো? যদি কখনো তোমার আমার আর দেখা নাও হয় কোনো কারণে, জানবে আমি তোমাকে এখনো খুব খুব ভালবাসি আর মিস করি সেই প্রথম দিনের মতো আর কখনো যদি এই মেসেজটা পাও তাইলে বলো "এসো ধরো হাত, চলো ভিজি আজ বৃষ্টিতে ” --- আমি ঠিক চলে আসবো। তুমি তো জানো তোমার ডাক আমি উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালবাসি তিতুর আব্বু ❤️ সবসময় ভালো থেকো 😍
এতটা অনিশ্চয়তা কে সাথে নিয়ে কিভাবে একটা মানুষ আরেকটা মানুষ কে এভাবে অবিরাম ভালবেসে জেতে পারে ??
ওহ তুষারময় পাহাড়,আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকার কাছে যাওয়া কি কঠিন! ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছি। বিচ্ছেদের চেয়ে খারাপ ব্যথা আছে কি? সেটা কি আমার বুকে বোঝা হয়ে যায়। একজন বন্য রক্তাক্ত মানুষ যেখানে আছি সেখানে থাকতে পারেনা। আমার আগে আসা প্রেমীদের কাছে এটি শুনুন। সাহসী পুরুষদের প্রেমে পড়া কি লজ্জার?~~~ ওহ তুষারময় পাহাড় আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকের কাছে যাওয়া কি কঠিন?
Bah valovasa sundor❤
অসাধারণ ভালোবাসার গল্প
❤বেঁচে থাকুক ভালোবাসা চিরকাল ❤
শুনছি ৭/৪/২৩ রাত ১২টা৫০💙
আমার মতো কে কে সেই সোনালি দিন গুলো মিস করেন!😔😔
কলিজায় লাগে প্রতিটা লিড়িক্স । আমার মতো বিষেষ মানুষ দের জন্যে এটা অক্সিজেন স্বরুপ
One of my most favourite song of all time.Habib is just a magician. He just gave life to this song. Idk but it's making me emotional 🥺🥺.Nostalgic. This movie is just fabulous still can't get over of this.
Humayun sir and Habib wahid vai..What a combo.. The combo we will never ever got.
'কাছে থেকেও তুমি কত দূরে,
আমি মরে যাই তৃষ্ণাতে।'
হ্রদয় তোলপাড় করে দেয়।
যারা কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে বিষন্নতার ঘোর কুয়াশায়,,,,এবং হারিয়ে গেছে প্রিয় মানুষটি জীবন থেকে,,, তাদের হৃদয়ে থাকবে এই হাবিব এর মিউজিক টা😢😢😢😢😢
বৃষ্টিতে কে কে শুনছেন?৫ মে ২০২৪, রাত ২.৩০
18may 2024 e shunchi
৪ জুলাই, রাত ২.৫০
Today 29 August 2024
Hmm ❤️
৪ অক্টোবর ২০২৪, রাত: ১:৪০।
আমরাও বসে চিলাম মল চত্বরে সাথে হাবিবের এই কাল ক্লাসিকাল গান। আমার পিঠে তোমার পিঠ। আহা সময়। 💕
এক সাগর অনুভূতির প্রকাশ পেয়েছে,এই গুটি কয়েক মিনিটে।গানটির কথাগুলোর যেমন গভীরতা,তেমনি সুরটা হৃদয় ছোঁয়ার মতো।এসবের সাথে অভিনেতা-অভিনত্রীদের অভিনয় দেখে মনেই হয় না,যে এটা কোন অভিনয় বরং এটি বাস্তব কোন দৃশ্য আমার দৃষ্টিগোচর হচ্ছে। >>গানটি সম্পূর্ণ দেখে ও শুনে শেষ করতেই চোখের কোণায় জল এসে যাওয়া,তারপরও বারবার গানটি শোনা। এ যেন এক নেশার মতো হয়ে গেছে।>>সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করবো "হাবিব ওয়াহিদ" আপনার উপর।বারবার বিন্দু বিন্দু জলে, ভিতরের কষ্টগুলোকে বের করে নিয়ে আসতে সাহায্য করার জন্য।💗
কাছে থেকেও তুমি কতদূরে আমি মরে যাই তৃষ্ণাতে😭আহ্ কি সূর হৃদয় কেঁপে উঠে শুনলে।হাবিব ভাইয়ের গানের প্রশংসা করে শেষ করতে পারবো না।এই গানটা একসময় অনেক বেশি শুনেছি আর বিশেষ করে বাদলা দিনগুলোতেই গানটা বেশি শুনেছি।
Uffff..I can't Express how much I love this tune....😊❤❤❤❤❤
Me too🙂
Coz it was created by habib wahid..he is a magician of music
me too
Humayun Ahmed sir and his music placement 🥺❤️
আমাদের দেশের একটা সেরা মুভি। যতবার দেখি ততবার ভালো লাগে। মুভিটা যেন একদম জিবন থেকে নেওয়া। হুমায়ুন স্যার মত এমন সৃষ্টিশীল মানুষ পৃথিবীতে আরএকজন ও নাই।
মুভিটা নাম কি
@@kajolkajol9178 amr ache jol
এটা এমন একটা গান যেটা মন খারাপেও শুনতে ভালো লাগে মন ভালো থাকলেও ভালো লাগে।আমার বাংলা ভাষা কত মধুর!আর এই যে বৃষ্টি আহা!সব ভালো লাগার ব্যাপার গুলো নিয়েই পরিপূর্ণ গানটা।কি যে মায়া গানটায়!
২০১২ থেকে গানটা শুনতেছি, আজ এতদিন পরেও গানটা শুনে তার কথা ভেবে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে,একরাশ হতাশা,কষ্ট, দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই 🙃🙃🙃
What a Music, Composition and what a Singing and what a Lyrics 💜💜💜💜💜
স্কুল লাইফের প্রিয় গান আমার স্মৃতি হিসেবে রেখে গেলাম যোগ যোগ ধরে মানুষ যখন শুনবে আর যদি নোটিফিকেশন আসে আবার শুনতে আসবো
অসাধারণ অসাধারণ অসাধারণ গান টা হাবিব ওয়াহিদ বলেই সম্ভব 😍😍😍✌
আজকে ছাদে তুমুল বৃষ্টিতে ভিজে বুকের ভিতর একটা কঠিন হাহাকার অনুভব করছিলাম। বুক ফেটে কতটা কষ্ট হচ্ছিলো তা বুঝিয়ে বলতে পারবো না।
ভালো থেকো কথা, ভালো থেকো।
যারা প্রকৃত সংগীত প্রেমিক যারা গানকে ভালোবাসে, তারা একবার হলেও এ গানের মধ্যে অনেক কিছু খুঁজে পাবে💔
যখন স্কুলে পড়তাম আমার এক ক্লাসমেট এর প্রেমে পড়েছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো একসাথে প্রাইভেটে যেতাম ক্লাস করতাম । সময় টা ছিলো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রিয় মানুষটার সাথে গ্রামের মেঠোপথ দিয়ে বৃষ্টি তে ভিজে বাড়িতে আসতাম কতো ভালোবাসা কতো প্রেম কই গেল। কই গেল আমার ভালোবাসার মানুষ টা যার জন্য এ পাগলামি করতাম তার বিয়ে হয়ে গেছে সুখের সংসার করছে আর আমি এখন ও বিরহ প্রেমিক হয়ে ঘুরি এখন কাতার আছি কবে যে মানুষ টার সাথে একটু দেখা বা কথা বলতে পারবো জানি না।
Apnar gf k dakbo pic dan
Apnar gf k dakbo pic dan
Apnar gf k dakbo pic dan
@@alimd76 pic nai
😢😢
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।
মনটা কত অদ্ভুত। কত হিসেব নিকেশ চাওয়া পাওয়ায়!
খুব অদ্ভুত
২০২৩ সালে যারা শুনছেন তারাই বুঝবেন এখনকার ছেলেমেয়েরা এই গান শুনতেও চায় না
এটা গান নয়, এটা হুমায়ুন স্যার এর রেখে যাওয়া আমাদের জন্য এক দীর্ঘশ্বাস❤️
হুমায়ূন আহমেদ স্যারের অসাধারণ এক সৃষ্টি, সিনেমাটা যেমন দারুণ তেমনি গানগুলি❣️❣️❣️
muvi tar nam ki vi?
@@saownkhan3413 Amar asa Jhol
‘I have tears in my eyes
That tears contain ponds of lotus
Mid noon at cloudy sky
Full of melancholy melody
With an unknown flute tunes
I have tears in my eyes
Solely I belongs to that shadowy pool
Solely I get down on that pool
Nobody else in and around
You stay at another world
Solely I let bloom lotus on that pool
I have tears in my eyes
Solely I dancing with joy
Under pitchy cloudy heavy rain
None is with me at the time of the rain
Today you are in different planetary
This sobbing is only mine teary eyes
I have tears in my eyes,,,
Thank you so much for translation because many people doesn't understand bangla language but now then can understand by reading your comment
@@reactiontrack6689 dhonnobadh apnak 🙏
@@javedmamun এগুলো কি লিখলেন ভাই কিছুই তো বুঝলাম না!
Eta amr ase jol er title track er eng translation
You make it look easy
ভালোবাসার কি মহিমা
চারজন যে যাকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসে
শাওন কে জাহিদ, জাহিদ কে মিম, মিম কে ফেরদৌস 😢😔
হুমায়ূন আহমেদ স্যারের লেখা হাবিব ভাইয়ার গলা ❤
Mim ke ferdous valobase na.Saon ke valobase.
@@nasrinkusum4097 ohh acca my mistake
Ami onk bocor age movie ta dkhcilam Ty but movie story darun ❤️
ভালোবাসার সমাপ্তি বা বিচ্ছেদ নেই,😊
ভালোবাসা রয়ে যায় হয়তো অপেক্ষায় বা আক্ষেপে
🥺❤🥀
মনোমুগ্ধকর, আর চরমভাবে ক্ষুদ্ধ করেছিল গানটি,কোথায় যেন চলে যায় ভাবনা,,যেন বারবার শুনতে মন চায়,,❣️❣️
আজ অনেক দিন পরে গান টা শুনলাম 🥰
অনেক পূরানো স্মৃতি চোখে বেশে উঠলো
হাবিব ওয়াহিদের গান মানেই অন্য রকম অনূভুতি। অসাধারণ বস।